Jasim Uddin

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jasim Uddin, Business service, Jasim Uddin, Jakiganj, Sylhet.

24/02/2023
12/02/2023

যে ১০টি কম্পিউটার স্কিল অর্জন না করলেই নয়! 💻

1️⃣ বাংলা এবং ইংরেজি টাইপিং দক্ষতা:
মোবাইলে আমরা সবাই আরামসে টাইপ করতে পারলেও কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে একনাগাড়ে টাইপ করা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার। টাইপ করার সাধারণ নিয়ম হচ্ছে ইংরেজিতে প্রতি মিনিটে ৪০টি শব্দ এবং বাংলা ২৫টি শব্দ টাইপ করতে পারতেই হবে।

আমাদের প্রায়শই বিভিন্ন অ্যাসাইনমেন্টের জন্য একজন টাইপিস্টের কাছে শরণাপন্ন হই। কিন্তু আমরা নিজেরাই যদি ভালোভাবে টাইপ করতে পারি, তাহলে বাইরের কাউকে দিয়ে টাইপ করানোর প্রয়োজন হবে না। এতে করে নিজের অর্থ এবং সময়- দুটোই বাঁচবে। এছাড়া তথ্য প্রযুক্তির এই যুগে টাইপিং ছাড়া কোন চাকরি কিংবা ব্যবসায় ভাল করা সম্ভব নয়। কেননা, যোগাযোগ রক্ষায় ই-মেইল লেখা থেকে শুরু করে অন্যান্য সবা কাজেই কম্পিউটার এবং টাইপিং প্রয়োজন। তাই আমরা যদি নিজেরাই টাইপিং দক্ষতাটা অর্জন করে ফেলি, তাহলে নিজেদেরকে কোনো ঝামেলাই পোহাতে হবে না!

https://www.artypist.com/

এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি সহজেই টাইপিংয়ের উপর একটি ফ্রি কোর্স করতে পারবে। শুধু সার্টিফিকেটের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ তাদেরকে দিতে হবে, যদি তুমি সার্টিফিকেট নিতে চাও তাহলেই।

2️⃣ ডকুমেন্ট তৈরি:
কম্পিউটারের মাধ্যমে ডক ফাইল তৈরি করা হলো আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ কম্পিউটার স্কিল। মাইক্রোসফট ওয়ার্ড ও গুগল ডকের মাধ্যমে খুব সহজেই এবং বিনামূল্যে ফাইল তৈরি করা যায়। মাইক্রোসফট ওয়ার্ড হলো বিশ্বের বহুল ব্যবহৃত ডকুমেন্ট তৈরির সফটওয়্যার। ৯০% মানুষ নিজেদের কাজে এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকে।

ডকুমেন্ট ফাইলে শব্দ বড়-ছোট করা, হাইপার লিংক তৈরি করা, শব্দ বোল্ড, ইটালিক বিভিন্ন ফন্টে আনা, প্যারাগ্রাফ করা সহ আরো অসংখ্য ছোটখাটো স্কিল শিখে নেয়া খুব জরুরি। এই সফটওয়্যারগুলোর মাধ্যমে প্রেজেন্টেশন ও নোট খুব সহজেই তৈরি করা যায়।

গুগল এবং Office 365 অনলাইনেও ব্যবহার করা যায়। ফলে শুধু কম্পিউটারই নয়, এর মাধ্যমে মোবাইলেও যখন তখন লেখা এবং ফাইল এডিট করা যাবে। গুগল ডকে একই ফাইলে একাধিক মানুষের এক্সেস থাকলে তারা এডিটও করতে পারবে।

3️⃣ গাণিতিক সমস্যাবলী এবং ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট দক্ষতা:
যখন কেউ গাণিতিক সমস্যা কিংবা কোনো হিসাব-নিকাশের কথা বলে, তখন মাথায় আসে মাইক্রোসফট এক্সেল এর নাম। মাইক্রোসফট এক্সেল মূলত হলো একধরণের স্প্রেডশিট। সেখানে বিভিন্ন ধরণের টেবিলের মাধ্যমে কোনোকিছুর পরিসংখ্যান দেখানো হয়। যেমন: শেয়ার বাজারের সূচক, অফিসের কর্মীদের কাজে আসার সময়সূচী, শিক্ষার্থীদের মার্কশিট ইত্যাদি। এই স্কিল অর্জনের মাধ্যমে তুমি খুব সহজেই ডাটা এন্ট্রির কাজ করতে পারবে। আর বর্তমান আইসিটি খাতে ডাটা এন্ট্রির মতন কাজগুলোর চাহিদা কিন্তু প্রচুর। এই কম্পিউটার স্কিলটি তাই বিভিন্ন কাজে আসতে পারে!

4️⃣ প্রেজেন্টেশনে দক্ষতা:
প্রোজেক্ট ডিসপ্লে এবং প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে সেই দুইটি সফটওয়্যার আমাদের সবচেয়ে বেশি সাহায্য করে, তা হলো গুগল স্লাইড এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই দুইটি সফটওয়্যার প্রায় একই উদ্দেশ্যে ব্যবহার করা হলেও এদের মধ্যে বেশকিছু পার্থক্য রয়েছে। মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে রয়েছে অসংখ্য টুলস, যার মাধ্যমে খুব সহজেই তুমি তোমার প্রেজেন্টেশনকে আকর্ষণীয় করে তুলতে পারবে। আর গুগল স্লাইডে খুব বেশি টুল না থাকলেও চটজলদি প্রেজেন্টেশন তৈরির কাজে এর কিন্তু জুড়ি মেলা ভার!

দু’টিতেই রয়েছে অসংখ্য স্লাইড তৈরি করার অপশন। সেই সাথে ছবি অ্যাটাচ করা যায়, মিউজিক অ্যাড করা যায়, থিম পালটানো যায়, ফন্ট চেঞ্জ করার পাশাপাশি এর কালার ও সাইজেও পরিবর্তন আনা যায়। বর্তমান সময়ে তাই এই কম্পিউটার স্কিলটি তোমার থাকতেই হবে!

5️⃣ গ্রাফিক্স ডিজাইনিং:
আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে বছর জুড়েই কোনো না কোনো ইভেন্টের আয়োজন করা হয়৷ ইভেন্টের প্রচারণার জন্য প্রয়োজন ম্যাগাজিন, ব্যানার ও পোস্টার৷ আর তুমি যদি কম্পিউটারে এডোবি ফটোশপ আর এডোবি ইলাস্ট্রেটর ব্যবহারে পারদর্শী হয়ে থাকো, তাহলে তোমাকে আর ঠেকায় কে? এসব কাজের জন্য সবার আগে কিন্তু তোমাকেই ডাকা হবে!

আজকাল যেকোনো কাজের জন্য এমন মানুষদের রিক্রুট করা হচ্ছে, যাদের ফটোশপ ও ইলাস্ট্রেটর সম্পর্কে অন্তত সাধারণ জ্ঞানটুকু আছে। তাই বোঝা যাচ্ছে যে আজকাল এই দুটি সফটওয়্যারের কাজে পারদর্শী মানুষের চাহিদা কেমন। এগুলো ব্যবহারের মাধ্যমে সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটে। সেই সাথে ক্যারিয়ার গঠনের বিভিন্ন পথ খুলে যায়। আমাদের জীবনে ফটোশপের নানা ব্যবহার রয়েছে। যা ক্যারিয়ার তৈরি ছাড়াও পার্টটাইম চাকরি খুঁজে পাওয়ার সহায়ক।

যদি এই সফটওয়্যারগুলো না থাকে, তবে এমনি অনেক বিনামূল্যের এডিটিং সফটওয়্যার এবং টুল পাওয়া যায়। এই দক্ষতা অর্জন করলে নিজের ফেসবুকের ছবিগুলোও হয়ে উঠবে অন্য সবার চেয়ে আকর্ষণীয়। এমনকি প্রেজেন্টেশনেও এই স্কিল কাজে আসবে। তুমি বিভিন্ন ইফেক্ট ও ভিডিও ক্লিপ ব্যবহারের মাধ্যমে তোমার প্রেজেন্টেশনটি হয়ে উঠবে অন্যদের কাছে সহজবোধ্য ও আলাদা।

6️⃣ বেসিক কম্পিউটার হার্ডওয়্যার:
কম্পিউটার বা ফোনের কোনো পার্টস নষ্ট হয়ে গেলে, সেটা ঠিক করার অন্তত বেসিক উপায়টা শেখা জরুরি। আমাদের জানা উচিত যে কীভাবে সফটওয়্যার কিনতে হয় এবং ব্যবহার করতে হয়। এছাড়াও পিসি কীভাবে পরিষ্কার রাখতে হয় এবং ভাইরাসমুক্ত রাখা যায় সেটাও জানতে হবে। র‍্যাম, হার্ডডিস্ক, বেসিক ইনপুট এবং আউটপুট ডিভাইস সম্পর্কেও ধারণা রাখা প্রয়োজন।

এসব টুকটাক কাজ নিজেরা জানলে নিজের মনিটর বা ফোন নিয়ে দোকানে দোকানে ছোটা লাগবে না। টাকাও বেঁচে যাবে। আর সেই বেঁচে যাওয়া টাকা দিয়ে তুমি চাইলেই নিজের পছন্দমতো একটা বই কিনে ফেলতে পারবে।

7️⃣ সোশ্যাল নেটওয়ার্কিং স্কিলস:
সোশ্যাল মিডিয়া সাইটগুলো হলো নেটওয়ার্কিংয়ের সবচেয়ে কার্যকরী জায়গা। কারণ এইসব সাইটগুলোতে আমরা নানান ধরণের ও পেশার মানুষের সাথে পরিচিত হই। এইসব মানুষেরা আমাদের পরবর্তীতে নানান উপকারে আসতে পারেন। তবে সোশ্যাল নেটওয়ার্কিং স্কিলসের মধ্যে তুমি কীভাবে কার সাথে কথা বলবে, নেগেটিভিটি কীভাবে এড়িয়ে চলবে- এগুলোও অন্তর্ভুক্ত।

সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এবং অ্যাপগুলো সবসময় মানুষের চেয়েও বেশি এক্টিভ থাকে! তবে এগুলো ব্যবহার করতে চাইলে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। তাই শিক্ষার্থীরা প্রায় সবাই এগুলো ব্যবহার করে থাকে। পড়াশোনা ছাড়া শিক্ষার্থীদের তেমন একটা কাজ থাকে না। তাই তারা সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা সময় কাটায় এবং ধীরে ধীরে তারা এর প্রতি আসক্ত হয়ে পড়ে। তাই সোশ্যাল মিডিয়া সাইটগুলো ব্যবহারের স্কিল এবং মেথডগুলো জানা জরুরি।

8️⃣ অনলাইনে কাজ করা:
আজকাল এমন অনেক ধরণের কাজ তৈরি হচ্ছে, যা ঘরে বসেই করা যায়। যেমন: আউটসোর্সিং, অনলাইন বিজনেস, ব্লগিং, প্রোমোটিং ইত্যাদি। সেইসব কাজ করার জন্য প্রয়োজন নিজের ডেস্কটপ বা ল্যাপটপ। তাই অনলাইনে কাজ করতে হলে কিন্তু কম্পিউটার স্কিলগুলো আয়ত্ত করার প্রয়োজন আছে!

9️⃣ অনলাইন নৈতিকতা এবং নিরাপত্তা:
অনলাইনে কাজ করতে গেলে যেই জিনিসটা নিয়ে সবাই একদম প্রথম সতর্ক করে, তা হলো অনলাইনে আমাদের আচার-আচরণ কেমন হওয়া দরকার৷ অনেকসময় আমরা আমাদের রাগের বহিঃপ্রকাশ সোশ্যাল মিডিয়ায় করে ফেলি, কাউকে নিয়ে কটুক্তি করি৷ কিন্তু এগুলো করা একদমই উচিত নয়৷ ভার্চুয়াল জগতে সব অনেক বেশি খোলামেলা। তাই অনলাইনে কাজ করার সময় আমরা সবসময় সতর্ক থাকবো।

🔟 রিসার্চ:
রিসার্চ অর্থ অনুসন্ধান করা। বিভিন্ন ওয়েব ব্রাউজারে কোনো বিষয় সার্চ দিয়ে তা নোট করাকেই রিসার্চ বলে৷ যেমন: কেন এইটা হয়? কী জন্য হয়? এটা হলে লাভটা কী? রিসার্চ মানে এই না যে, শুধুই এসাইনমেন্টের জন্য ডাটা কালেক্ট করা। রিসার্চ অর্থ সত্য উদঘাটন করাও বটে! রিসার্চ তখনই করা লাগে, যখন কেউ কোনো সমস্যার সমাধান খোঁজে। কোনো প্রজেক্ট তৈরি করার জন্যেও রিসার্চ করা লাগে।

27/01/2023

ইলন মাস্কের একটা কোটস দিয়ে লিখাটা শুরু করছি।

AI will be the best or worst thing ever for humanity.
– Elon Musk

আমার এই লিখাটা আপনাদের জন্যে যারা মার্কেটপ্লেস ক্লায়েন্ট নির্ভরশীল এবং AI এর আবির্ভাবে আতঙ্কিত বা প্যানিকড হচ্ছে। নিচে আমার ব্যক্তিগত মতামত এবং পরামর্শ দিচ্ছি।

আমার ধারনা এখন না পারলেও আগামী কয়েক বছরের মধ্যে AI সবকিছুই পারবে যা আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে করেন বা করছেন।

উদাহরণ হিসেবে যদি বলি, আপনি যদি একজন ভিডিও এডিটর হন, আপনার পুরো ভিডিওটি আপলোড করার পর স্পেসিফিক টাইম অনুযায়ী ইফেক্টস দিতে চান বা যোগ বিয়োগ করতে চান, সবকিছুই করে দেবে এই AI, যা মিডজার্নি করছে। এখন হয়তো অসম্ভব মনে হচ্ছে কিন্তু বর্তমানেই একটা টেকনোলজি আছে যেটায় আপনি ক্যামেরার লেন্সের দিকে না তাকিয়ে ভিডিও করলেও AI পুরো ভিডিওতে আপনাকে চোখকে ক্যামেরার দিকেই দেখাবে।

মিডজার্নির ইঞ্জিন এখনো লার্নিং ফেজে আছে, ভাবেন ৫ বছর পর এটা কেমন বুদ্ধিসম্পন্ন হবে? বর্তামানেই যে আউটপুট দিচ্ছে কমান্ডে তা ভবিষ্যতে আরো নিখুঁত এবং শক্তিশালী হবে।

প্রত্যেকটা স্কিলেরই AI আসবে।

তাহলে উপায়?

উপায় হচ্ছে নিজের স্কিলের পাশাপাশি নিজেকে AI রাইডার বানানো। AI রাইডার বলতে আমি বুঝাচ্ছি AI কে প্রপারলি ব্যবহার করতে শেখা এবং সেটা ব্যবহার করেই ক্লায়েন্টকে দ্রুত এবং উন্নত সার্ভিস দেওয়া।

এখন আপনি ভাবলেন আপনার ক্লায়েন্ট নিজেই AI ব্যবহার করে কাজ টা করে ফেলবে? এটা সম্পূর্ণ ভুল ধারনা।

প্রপার ক্লায়েন্টরা কখনোই আপনার কাজটা করবে না বা করতে পারবে না। ধরুন ক্লায়েন্টের একটা ওয়েবসাইট দরকার, আলাদা আলাদা পাইথন কোড নাহয় ChatGPT জেনারেট করে দিলো কিন্তু সেটা এক্সিকিউশন কে করবে? ক্লায়েন্ট সেটা পারবে না। একজন কমান্ডারের প্রয়োজন সবসময়ই থাকবে এবং লাগবে, আপনিই সেই কমান্ডার কিন্তু আরো আধুনিক, আরো নিখুঁত। একজন ফ্রিল্যান্সার হিসেবে AI আপনার কাজতে আরো দ্রুত করবে।

ডিজাইনিং এর ক্ষেত্রে শুধুমাত্র স্পেসিফিক কিছু ক্যাটাগরিতে বেশ ভালো ইফেক্ট পড়বে আর তা হলো ক্রিয়েটিভ ইমেজ জেনারেশন। সেটা হতে পারে বইয়ের কভার, পোস্টার বা যেকোনো ইমেজ বেজড আউটপুট।

যে ক্লায়েন্ট স্মার্ট, সে নিজেই হয়তো তারটা করে নিবে কিন্তু এটাও মনে রাখতে হবে Midjourney is not free already এবং এখনো কমার্শিয়াল ব্যাবহারের অনুমতি নেই তাছাড়া এখনো ইডিটেবলও না। যদি ভবিষ্যতে কমার্শিয়াল রাইটস দেয় ও তাহলেও ঘুরেফিরে আপনাদের কাছে আসাই লাগবে।

কারন, একজন ক্লায়েন্ট দুইটা কারনে ফ্রিল্যান্সারের কাছে আসে,

১। তার যোগ্যতা নেই
২। তার সময় নেই

AI যতই আধুনিক হোক, অনেক ক্লায়েন্টের যোগ্যতা বা সময়ই হবেনা।

আমার আরেকটা পরামর্শ হলো ক্লায়েন্টের কাজ করার পাশাপাশি AI কে ব্যবহার করে নিজে বিজনেস করুন। এতে আপনারা বেশি লাভবান হবেন। কারন AI দিয়ে যা করা সম্ভব তা AI এর মতই কল্পনাতীত!

যদি আধুনিকতার সাথে নিজেকে এডাপ্ট করতে না পারেন আপনি নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে পরিচয় দিবেন কিভাবে? প্রত্যেকটা "স্মার্ট" ফ্রিল্যান্সারকে হতে হবে নিজের স্কিললে আধুনিকায়ন করা এবং আগত সকল আধুনিক টেকনোলজির সাথে নিজেকে এডাপ্ট করে নতুন স্ট্রেটেজি বিল্ড করে চলা।

ইলন মাস্কের আরেকটা কোটস দিয়ে শেষ করছি,

With artificial intelligence, we are summoning the demon.

– Elon Musk

26/01/2023

2023 সালে ফ্রিল্যান্সিংয়ের জন্য High competitive কিন্তু Demandable শীর্ষ 5 skill..

1. Web Design & Development
Web design and development 2023 সালে একটি অত্যন্ত Demandable Skill. কারন ডিজিটাল মিডিয়ার ব্যবহার বৃদ্ধির যুগে ইন্টারনেট প্রতিযোগিতায় টিকে থাকতে হলে- কোম্পানি গুলোর ব্যবসার জন্য ওয়েবসাইট, অ্যাপ এবং অন্যান্য ডিজিটাল সামগ্রী থাকা খুবই জরুরী। ইন্টারনেট প্রতিযোগিতায় কোম্পানিগুলোকে টিকে থাকার নিশ্চিত করতে ওয়েব ডিজাইনারদের ভূমিকা অপরিসীম। এই ধরনের কাজের জন্য HTML/CSS/JavaScript-এর মতো কোডিং ভাষার প্রয়োজন হয়। তাই যারা নতুন skill Develop করতে ইচ্ছুক তাদের জন্য Web Development ক্যারিয়ার হলো one of the best option.

2. UI/UX Designs
User Experience (UX) এবং User Interface (UI) designs হল একটি web এবং app এর গ্রাফিক্যাল লেআউট। UI/UX ডিজাইনারের দক্ষতা হল ইউজারগণ প্রযুক্তির সাথে কাজ করতে অভ্যস্ত না হলেও প্রযুক্তিতে intuitive এবং accessible করে তোলা। পরবর্তী প্রজন্মের সেক্টর বেশিরভাগ সফটওয়্যারের উপর নির্ভর করবে এবং সফ্টওয়্যারের অবশ্যই একটি UI/UX থাকতে হবে সুতরাং, 2023 সালে ক্যারিয়ারের জন্য এটি একটি খুব ভাল পছন্দ। UI/UX ডিজাইন যেকোনো ওয়েব প্ল্যাটফর্মের চেহারা এবং অনুভূতির সাথে কাজ করে। UI/UX ডিজাইন সৃজনশীল মনদের জন্য একটি দুর্দান্ত technical skill হতে পারে।

3. Graphic Designs
Graphic Design 2023 সালে এসে এখনও একটি অত্যন্ত valuable skill, ব্যবসায়িকদের competition থেকে আলাদা করতে এবং ‍তাদের Service বা Product গুলোকে কার্যকরভাবে প্রচার করতে অভিজ্ঞ গ্রাফিক ডিজাইনার থাকা অপরিহার্য। কোম্পানির জন্য কার্যকর ডিজাইন তৈরি করতে গ্রাফিক ডিজাইনারদের অবশ্যই কম্পোজিশন, কালার থিওরি, টাইপোগ্রাফি এবং ইলাস্ট্রেশনে Strong Skill থাকতে হবে। সংক্ষেপে বলা যায়, Graphic Design এমন একটি Skill যেটার মাধ্যমে আপনি Freelancing এর পাশাপাশি Locally অথবা internationally সার্ভিস দিয়ে career গড়তে পারেন।

4. Search Engine Optimization (SEO)
Search Engine Optimization (SEO) হল একটি Website এবং এর Content গুগল সার্চ ফলাফলে একটি টার্গেট কীওয়ার্ডের জন্য high rank করার মাধ্যম। SEO সরাসরি Google অনুসন্ধান ফলাফল পৃষ্ঠা থেকে organic ট্রাফিক আনতে সাহায্য করে। SEO marketing একটি দীর্ঘমেয়াদী, কম খরচের marketing কৌশল যা website owner এর খুবই পছন্দ। SEO শেখার বিষয়বস্তু গুলোর মধ্যে অন্যতম হলো content writing, topic search, keyword research এবং google ranking ফ্যাক্টর সম্পর্কে দক্ষতা অর্জন করা। অনলাইন প্রচুর ভিডিও এবং ব্লগ পোস্ট রয়েছে যা আপনাকে বিনামূল্যে SEO শিখিতে সহায়তা করবে। SEO Expert এর high demand রয়েছে কারন Search Engine ল্যান্ডস্কেপ আরও বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে।

5. Social Media Marketing
অনলাইনে কোম্পানিগুলিকে লক্ষ লক্ষ গ্রাহকদের সাথে সম্পর্ক তৈরি করতে এবং কোম্পানিগুলোর Service বা Product সম্পর্কে সঠিক তথ্য প্রদান করার জন্য Social Media Marketers গুলো content marketing অথবা paid advertising করে থাকে। ‍Social Media Marketing হলো ২০২৩ সালের সবচেয়ে Demandable Freelancing দক্ষতাগুলির মধ্যে একটি । Social Media Marketers গুলো গ্রাহকদের ব্র্যান্ড সচেতনতা বাড়াতে সাহায্য করে থাকেন। একজন Social Media Marketers এর কীভাবে Post এবং Content অপটিমাইজড করে আরও বেশি গ্রাহক engaged করা যায় সেই সম্পর্কে জ্ঞান থাকতে হয়। বর্তমান সময়ে Social Media Marketers এর Demand বেড়েই চলেছে।

ফ্রিল্যান্সিং এর জন্য সেরা 5টি সাইট
1. Upwork
2. Fiverr
3. Freelancer . com
4. LinkedIn
5. Instagram

ধন্যবাদ
লেখকঃ আবু নাঈম বিপুল

25/01/2023

Chat GPT কি চাকরির বাজার ধ্বংস করে ফেলবে?

Open AI এর চ্যাটবটটি আসার পর থেকে যেভাবে সকল প্রশ্নের উত্তর এবং সকল সমস্যার সমাধান দিয়ে যাচ্ছে, যার ফলে সকলে ভয় পাচ্ছে যে এধরনের AI টুলগুলো ভবিষ্যতের সব চাকরি ধ্বংস করে ফেলবে।
আচ্ছা চলুন বিষয়টা একটু ব্যাখ্যা সহ জেনে আসি। বর্তমানে ইন্টারনেটে এমন অনেক হাজারো টুল আসে যেগুলো মানুষের বিভিন্ন কাজকে সহজ করে দিচ্ছে অথবা বিভিন্ন সমস্যার সমাধান দিচ্ছে। এছাড়া বর্তমান সময়ের অন্যতম একটা জনপ্রিয় টুল হচ্ছে গুগলের ট্রান্সলেটর। যেটা অনলাইনে প্রকাশ হয়েছিল ২০০৬ সালের এপ্রিলে। বর্তমানে এটা প্রতিদিন ৫০০ মিলিয়নের বেশি মানুষ ব্যবহার করতেছে। গুগল ট্রান্সলেটর যখন আসল তখন যারা বিভিন্ন ভাষা শিখায় তারা ধরে নিল এটা তাদের প্রফেশনটা কেড়ে নিবে। কিন্তু আপনি এখন দেখুন। যার প্রয়োজন সেকিন্তু ঠিকই তার প্রয়োজনীয় ভাষাটি কারো না কারো কাছ থেকে শিখতেছে। আন্যদিকে ট্রাসলেটর কেও যার যার প্রয়োজন মত ব্যবহার করতেছে।
অন্যদিকে ডিজাইনার জগতে এমন অনেক টুলস আসতেছে যেটার ফলে অনেকেই মনে করে ডিজাইনারদের ভবিষ্যৎ অন্ধকার। এই যে যারা ক্যানভা ব্যবহার করে তারা প্রত্যেকেই কিন্তু মনে করে এটা দিয়ে তু সব করা যাচ্ছে তাহলে ডিজাইনার দের প্রয়োজন হবে কেন? কিন্তু আপনি কি আপনার আশানুরূপ ডিজাইনটি টুলস থেকে পাচ্ছেন? বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় না। যার ফলে অবশেষে একজন ডিজাইনার এর কাছেঅবশ্যই যেতে হচ্ছে।
আবার অনলাইনে শতশত AI রাইটিং টুল আছে যেগুলো থেকে একক্লিক এ হাজারো শব্দের লেখা পাওয়া যায়। তবে আপনি টুল থেকে যে লেখাগুলো পাচ্ছেন তা কি আদৌ ইউজার ফ্রেন্ডলি হচ্ছে কিনা অথবা আপনি যে বিষয়ে বুঝাতে চাচ্ছেন তা কি সঠিকভাবে পারতেছেন কিনা তা আপনাকে দেখতে হবে। আমি নিজেও এ ধরনের অনেক টুল ব্যবহার করে দেখেছি যা কখনো আমার কাছে গ্রহণযোগ্য লেখারমত ছিল না।যারফলে ঠিকই নিজেকে লিখতে হচ্ছে।
মূলকথা হচ্ছে প্রযুক্তির উন্নতির সাথে সাথে এমন আরো শতশত টুল আসবে। তবে তা কখনো মানুষের চাকরির জাগায় দখল করবে না।পুরাপুরি দখল করবে না বললে ভুল হবে কারণ যারা প্রযুক্তির সাথে সাথে নিজের স্কিলকে দক্ষ করবে না তখন তাদের পুরানো দক্ষতা দিয়ে চাকরির বাজারে ঠিকে থাকতে কস্ট হবে।
অন্যদিকে খুশির সংবাদ হচ্ছে নতুন নতুন চাকরি সৃষ্টি হচ্ছে। ChatGPT আসারপর অনেকেই ChatGPT এক্সপার্ট খুজতেছে। অনেকেই আবার এটার ডেভেলাপার খুজতেছে। বিভিন্ন কোম্পানি এর থেকে ভালো টুল তৈরি করার জন্য এক্সপার্ট খুজতেছে। এ ধরনের আরো অনেক নতুন নতুনকাজের স্পট তৈরি হচ্ছে।
সবচেয়ে একটা কথাই বলব আপনি যদি দক্ষ হন, আপনার যদি সঠিক জ্ঞান থাকে তাহলে টেকবিশ্বে যত কিছুই আসুক না কেন আপনার চাকরিস্থান কখনো দখল হবে না। সুতরাং, এসব গুজবে কান না দিয়ে নিজেকে সময় দিন আরো দক্ষ করার জন্য।🎯

21/01/2023

ম্যাচিউরিটি আনুন নিজের মধ্যে :-

১. সমালোচনা করবেন না। এটা আপনাকে ব্যক্তিত্বহীন করে তুলবে। ম্যাচিউর মানুষ কখনো অন্যের সমালোচনা করেন না।
২. তর্ক করবেন না। তর্ক করলে আপনাকে হারতে হবে নাহলে সম্পর্ক হারাতে হবে। তাই একজন ম্যাচিউর মানুষ কখনো তর্ক করেন না।
৩. একজন ম্যাচিউর মানুষ অন্যকে সম্মান দিতে জানেন।
তিনি সবসময় আপনাকে মূল্যায়ন করে কথা বলবেন। তিনি কখনো আপনার প্রতি অবহেলা প্রকাশ করবেন না।
৪. একজন ম্যাচিউর মানুষ কখনো বাবা-মা কে অসম্মান করেন না। তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। কারণ তারা বুঝতে পারেন একমাত্র বাবা-মা স্বার্থহীন ভাবে তাদের জন্য সব কিছু করতে পারে।
৫. একজন ম্যাচিউর মানুষ নিজেকে সময়ের সাথে আপডেট করেন।
৬. একজন ম্যাচিউর মানুষ কখনো অন্যর সাথে নিজেকে তুলনা করেন না। কারণ তিনি জানেন এই পৃথিবীর প্রতিটি মানুষ ভিন্ন ভিন্ন প্রতিভার অধিকারী।
৭. একজন ম্যাচিউর মানুষ কখনো অভিযোগ করেন না। তিনি নিজের ঘাটতি গুলো খুঁজে বের করেন এবং তা পূরণের চেষ্টা করেন। কারণ তিনি জানেন অভিযোগ কখনো সমস্যা সমাধান করে না। তিনি নিজেকে পরিবর্তন করে নেন।
৮. একজন ম্যাচিউর মানুষ কখনো অন্যর ভুল নিয়ে ঠাট্টা করেন না। তিনি তাকে ব্যক্তিগত ভাবে তার ভুল শুধরে দেন। যা ইম-ম্যাচিউররা প্রকাশ করে থাকেন।
সংগৃহীত ।

20/01/2023

স্বপ্ন পূরণের জন্য তোমার সব গুলো সিঁড়ি দেখতে পাওয়ার দরকার নেই, শুধু প্রথম সিঁড়িটা দেখতে পেলেই হবে।

24/10/2022

আজকে বিকাল থেকে বিদ্যুৎ নাই,
আমি যে এলাকায় থাকি এটা সিলেটের প্রাণকেন্দ্র বলা যায়, এখানে এখন রেগুলার, ৫-৬ ঘন্টা বিদ্যুৎ থাকেনা।

এভাবে চলতে থাকলে ফ্রিল্যান্সিং থেকে বাংলাদেশের আয় কমে যাবে এতে কোন সন্দেহ নেই।

আমরা বেশি দামে বিদ্যুৎ কিনবো সমস্যা নেই, কিন্তু বিদ্যুৎ ছাড়া আমার ফার্ম বাঁচিয়ে রাখা সম্ভব নয়।

আমার ৩০০+ স্টুডেন্ট তাঁদের পরিবার চালায় ফ্রিল্যান্সিং এর আয় থেকে, তাঁদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে পরিস্থিতি।

দয়া করে শুধু রাতে হলেও বিদ্যুৎ দিন, ফ্রিল্যান্সিং সেক্টরকে বাঁচিয়ে রাখার জন্য।
লেখকঃ রাজু আহমেদ

Photos from Jasim Uddin's post 28/02/2022

Professional Business Card design

Want your business to be the top-listed Business in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Telephone

Website

Address


Jasim Uddin, Jakiganj
Sylhet

Other Business Services in Sylhet (show all)
UNION Enterprise UNION Enterprise
Opposite Of Shahi Eidgah Minar, Rashid Corner Complex, West Shahi Eidgah
Sylhet, 3100

noor Mohammad gaji noor Mohammad gaji
Hobigonj
Sylhet, 3372

biasness

Suyeb Suyeb
Ajmirigonj
Sylhet

Zindapir Zindapir
Sylhet, 3100

Professional Digital Marketing expert 💪 Name Seo, Google business profile, Facebook ads, Instagram.

Rahmania Bedding House & Oil Mil Rahmania Bedding House & Oil Mil
T&t Road, Somobay Market, Collage Road, Beanibazar
Sylhet

Welcome to Rahmania Bedding House & Oil Mil.Only we have a great combination of pure and applied oil for you and we have Choiceable clothes for your nice and sound bedding

Karim Telecom Karim Telecom
Sylhet

Md Sumon Ali Md Sumon Ali
বালাগঞ্জ সিলেট
Sylhet

Azadur Rahman Azadur Rahman
Sylhet
Sylhet