বাশু বাংলাদেশ BASHU Bangladesh

বানান সংশোধন, গবেষণা ও চর্চা
এবং দেশকে প্রচারে বাশু...

বানান ও দেশ নিয়ে কাজ করে চলেছি আমরা সেই ২০১৫ সাল থেকে। পাশাপাশি নানা সামাজিক কাজ, সচেতনতা আর মানসিকতার পরিবর্তনের চেষ্টাও করে চলেছি সাধ্যমত। দেশ ও দশের নানা গল্প, নেতিবাচক নানা দিক ইতিবাচকে উপস্থাপনসহ সবার অগোচরে থেকে যাওয়া তথ্য ও অজানা বিষয় তুলে ধরাও বাশু'র পথচলার পাথেয়।

Explore BANGLA and BANGLADESH. Join Our Community
------------
বাশু বাংলাদেশ ----
বানান শুদ্ধকারী বা বানান শুদ্ধিকরণ বা বানা

14/06/2024
08/06/2024
03/06/2024

তলিয়ে গেছে নিচ তলা! সিলেটে ভয়াবহ বন্যা

Photos from বাশু দোকানঘর 's post 12/05/2024
11/05/2024

আমাদের প্রতিষ্ঠানেও চুরি! নিয়ে গেছে কম্পিউটারসহ মিনি টিসি ক্যামেরা! খুজে পেলাম মনিটর
সবাই চোখ-কান খোলা রাখুন।
উপশহরে বেড়েই চলছে চুরি।
এর সূরাহা চাই।

23/04/2024

মানুষ কখন কথা বলতে শিখলো? জেনে নিন বিস্তারিত

19/04/2024

📣 অফার! 📢 অফার‍!
বানান যাচাই করুন ঘরে বসেই!
আপনার প্রতিষ্ঠানের বাংলা- ইংরেজি বা বাংলিশ নামকরণ, গ্রাফিক্স ডিজাইন, ভিডিওচিত্র, ব্যানার- পোস্টার, লিফলেট, স্ক্রেস্ট এর বানান যাচাই করে নিন এবার ঘরে বসেই!

শুদ্ধ বানানে নিজের কাজকে করে তুলুন আরো সুদৃঢ়।মাত্র ৫০ টাকা খরচ করে যাচাই করে নিন,

আপনার যেকোনো প্রিন্টিং, বানান, ব্যাকরণ, গুরুচণ্ডালী, নামকরণ সম্পর্কিত উপাদানগুলো।

✅ এক কথায়, কোথাও কোনো বানান ভুল আছে কিনা? সেটা যাচাই করে নিন মাত্র ৫০ টাকায়! Proofreading Offer* only at BDT 50/-

আমরা দিচ্ছি আপনাকে শুভেচ্ছা মূল্যে প্রুফ রিডিং এর এই বিশেষ সুবিধা।*

বি. দ্র. - শুধুমাত্র প্রিন্ট ও অনলাইনভিত্তিক যাবতীয় গ্রাফিক্স, নামকরণের ক্ষেত্রে এই সুবিধাটি প্রযোজ্য। পুস্তক- ম্যাগাজিন প্রুফ রিডিং এর জন্য এই অফার প্রযোজ্য নয়।

🛒 বিকাশ পেমেন্ট:
01331-529956 (bkash Payment)

*অফারটি গ্রহণ কর‍তে কমেন্টবক্সে মন্তব্য/ ইনবক্স করুন। Comment / Inbox

এবার শুদ্ধ হবে বানান।

বাশু দোকানঘর

01/03/2024

ধন্যবাদ বাংলার কথা ❤️
লিংক 👇

28/02/2024

বাংলা ভাষার প্রতি আমাদের ভালোবাসা রক্তের সম্পর্কের মতো। আমরা চাই ঈদ- ইদ, শহিদ-শহীদ, রেডিও- রেডিয়ো বিতর্কের অবসান হোক। আমরা চাই অখাদ্য বই যেন আর বইমেলাতে বের না হয়। লেখক- পাঠকের রুচি বজায় থাকুক। রেডিও- নাটকে অশালীনতা ও জগাখিচুড়ি ভাষা না চলুক। বাংলা চলুক ১ শব্দে, যা শুদ্ধ৷ ভাষা প্রকাশ হোক জগাখিচুড়িমুক্ত!

চলচ্চিত্রে সেন্সর আছে, শব্দ- বইতে সেন্সর চাই -মানববন্ধন ও মৌন পদযাত্রা কর্মশালাটি আগামীকাল দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্য প্রাঙ্গণে করতে যাচ্ছি আমরা। মাত্র ২দিনে নেওয়া পরিকল্পনা।

সবাইকে আমাদের কর্মশালাতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ রইল।

আপনিও আসুন। বন্ধুদেরকেও বলুন। অগ্রিম শুভেচ্ছা।

ইতোমধ্যে আমরা শাহবাগ থানায় অবগত করছি পাশাপাশি ব্যানার বানানো সম্পন্ন।

"এবার শুদ্ধ হবে বানান৷"
" আমার ভাষাকে আমি রক্ষা করব " ❤️

আয়োজনে - বাশু- Bangla Language Club , আইসিএল ফোরাম (International Culture & Langugage Forum)

28/02/2024

🔴 দৃষ্টি আকর্ষণ
আগামীকাল চলচ্চিত্রে সেন্সর আছে, শব্দ- বইতে সেন্সর চাই -মানববন্ধন ও মৌন পদযাত্রা কর্মশালা মনে আছে তো সবার?
পূর্ব প্রস্তুতি সভা, টিএসসি, বিকাল সাড়ে ৪টায় চলে আসুন। আজকে একটু পরেই...

যোগাযোগ - 01931972402 ( জিহান )

24/02/2024

একটা সময় বই প্রকাশে কেউই আগ্রহ দেখায়নি। অনেককে অনুরোধ করেছেন, এমনকি অনেকের হাতে পায়ে ধরে যখন কাজ হয়নি, তখন নিজেই নিজের লেখা বই প্রকাশ করেছেন!

আক্ষেপ জানিয়ে তিনি বলেন - ‘আমার বই আমি হকারি করে বিক্রি করেছি, করছি। কমলাপুর রেলস্টেশনে গিয়ে আমার বই নিজেই বিক্রি করেছি। কে কি বলল তা দেখিনি কখনো। আমার লেখা বই আমি বিক্রি করছি।

আবেগ আপ্লুত হয়ে তিনি আরো বলেন - ‘আমার মায়ের কাছে মানুষ বিচার দিয়ে বলে ‘তোমার ছেলে ঢাকায় হকারি করে। মা চোখের পানি ফেলে বলে বাবা তুই হকারি করিস। আমার মায়ের চোখের পানি আমি ভুলিনি। আজকে আপনারা আমাকে ভাইরাল করেছেন।’

টিপু সুলতান বলেন - ‘যারা আমাকে গালমন্দ করেছেন তারাই এখন আমার সঙ্গে ছবি তোলেন, তারাই আমার মায়ের কাছে গিয়ে আমার কথা জিজ্ঞেস করেন। আমি সাংবাদিকদের কাছে কৃতজ্ঞ।’

তিনি আরও জানান, প্রতিটি কপি বই বিক্রির লভ্যাংশ থেকে ৪ টাকা তিনি আলাদা করেন। ২ টাকা স্ত্রীকে নিয়ে হজ্ব করার জন্য জমা করেন এবং বাকি ২ টাকা অসহায়-দুস্থ মানুষকে সহযোগিতার জন্য জমা করেন।

টিপু সুলতান লেখা ‘বোনাস’ নামের ইংরেজি শেখার বইটি বইমেলার ৯৭ নম্বর স্টলের কুষ্টিয়া প্রকাশনীতে পাওয়া যাচ্ছে।
কার্টেসি-
Bangladeshi Band Music Fans Community

দর্শকের কাছে বাংলা জানতে চেয়ে সবাইকে ভড়কে দিয়ে গত কদিন থেকে তিনি শিরোনাম, ভিডিও ভাইরালের সাথেও নিজেকে যুক্ত করে নেতিবাচক ও ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন।

ভাষার মাসে বাংলাকে সবার নজরে এনেছেন নতুনভাবে। আমাদের পক্ষ থেকে আপনার জন্য শুভ কামনা। সব নেতিবাচকতা উতরে গিয়ে আবারো এমন চমকপ্রদ বই আমাদের মাঝে নিয়ে আসুন এমন কামনাই রইল। ভালোবাসা ও শ্রদ্ধা নিবেন।

24/02/2024

সিলেটি ভাষায় বইমেলাতে বই!

21/02/2024

শহিদের লিখলেই সবাই চলে আসে। সেখানে 'সকল শহীদদের' প্রতি লেখাটা হচ্ছে বিশেষণের অতিসায়ণ। কেউ এই ভুল করবেন না। শহিদ, ফেব্রুয়ারি, শহিদের প্রতি, শ্রদ্ধাঞ্জলি ✅ বাদে যা লিখবেন সব বানান ভুল।
#বাশু।

আজকে বাশু ৮ বছরে পা দিলো।
শুভ জন্মদিন ❤️

12/02/2024

গত দুইদিনে আমাদের ২হাজার ফলোয়ার বেড়েছে! রিচ হয়েছে প্রায় ১মিলিয়ন! সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আমাদের সাথেই থাকুন। আর বাশু- Bangla Language Club পেজে ফলো দিয়ে রাখতে পারেন। ❤️

Maze Master - Labyrinth Puzzle - Apps on Google Play 11/02/2024

Maze Master - Best Puzzle Game
💯মনোযোগ বাড়ানো, দৃষ্টি প্রখর করার জন্য বিভিন্ন ধরনের পাজেল গেম খেলা বেশ উপকারী। পাজেল গেম মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।

Maze game খেলার বেশ কিছু উপকারিতা রয়েছে, যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল:

✅ মানসিক বিকাশ:
👉 সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি: Maze game খেলার জন্য খেলোয়াড়কে বিভিন্ন বাধা অতিক্রম করে লক্ষ্যে পৌঁছাতে হয়। এর ফলে তাদের সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পায়।

👉 স্মৃতিশক্তি বৃদ্ধি: Maze game খেলার জন্য খেলোয়াড়কে দিকনির্দেশনা মনে রাখতে হয় এবং পূর্বে গমন করা পথ মনে রাখতে হয়। এর ফলে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।

👉 একাগ্রতা বৃদ্ধি: Maze game খেলার জন্য খেলোয়াড়কে মনোযোগ সহকারে খেলতে হয়। এর ফলে তাদের একাগ্রতা বৃদ্ধি পায়।

👉 সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধি: Maze game খেলার জন্য খেলোয়াড়কে বিভিন্ন পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এর ফলে তাদের সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধি পায়।

✅ মানসিক প্রশান্তি:
👉 মানসিক চাপ কমাতে সাহায্য করে: Maze game খেলার জন্য মনোযোগ সহকারে খেলতে হয়। এর ফলে অন্যান্য চিন্তা থেকে মনোযোগ সরিয়ে নিয়ে খেলোয়াড় মানসিক প্রশান্তি লাভ করতে পারে।

👉 উদ্বেগ ও হতাশা কমাতে সাহায্য করে: Maze game খেলার মাধ্যমে খেলোয়াড় বিভিন্ন বাধা অতিক্রম করে লক্ষ্যে পৌঁছাতে পারে। এর ফলে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং উদ্বেগ ও হতাশা কমে।

✅ অন্যান্য উপকারিতা:
👉 হাত-চোখের সমন্বয় বৃদ্ধি করে: Maze game খেলার জন্য খেলোয়াড়কে হাতের আঙুল ব্যবহার করে চরিত্রটিকে নিয়ন্ত্রণ করতে হয়। এর ফলে তাদের হাত-চোখের সমন্বয় বৃদ্ধি পায়।

👉 মৌলিক জ্ঞান বৃদ্ধি করে: Maze game খেলার মাধ্যমে খেলোয়াড় বিভিন্ন দিকনির্দেশনা, আকার, এবং রঙ সম্পর্কে ধারণা লাভ করতে পারে।

👉 বিনোদন প্রদান করে: Maze game খেলা একটি মজার এবং বিনোদনমূলক কার্যকলাপ।

মনোযোগ বাড়ানোর জন্য খেলতে পারেন Maze গেম।

⬇️ Maze গেম ডাউনলোড করতে পারেন: https://play.google.com/store/apps/details?id=com.builderhall.mazemaster

Maze Master - Labyrinth Puzzle - Apps on Google Play

Want your business to be the top-listed Computer & Electronics Service in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

এক নজরে বাশু

৫২'র ভাষা আন্দোলনের চেতনা, ৭১ এর মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ধারণ, ঠিক বানান, শুদ্ধ টাইপিং, বাংলার গান, ইতিহাস প্রচারণা, বাংলার প্রতিভা পরিবেশন, জনসচেতনতার অনুধাবন, জাগরণবোধ, মানসিকতার পরিবর্তন, বাংলা একাডেমির সবশেষ সংশোধন প্রচার এবং শিক্ষাকে গণ্ডিমুক্ত করার প্রত্যয়ে ২০১৫ সাল থেকেই কাজ করছে বাশু

Representing BANGLADESH.. Good and Opposite

Videos (show all)

তলিয়ে গেছে নিচ তলা! সিলেটে ভয়াবহ বন্যা

Telephone

Address


বাশু চর্চা কেন্দ্র, উপশহর প্লাজা, মেইন রোড, ব্লক-ই, উপশহর, সিলেট
Sylhet
3100

Other Computer Training in Sylhet (show all)
Creator Lab Creator Lab
House 23, Lane 4, Housing Estate, Amborkhana
Sylhet, 3100

Creator Lab is a fun, exciting and educational space where children and teenagers can l

Eurasia BII Eurasia BII
Sylhet
Sylhet, 3100

An Institute For Training Consaltancy & Research

Leads Hub Leads Hub
Golapganj, Sylhet
Sylhet, 3166

Hello Well, come to our page. This is a computer training center. we are training basic computer MS Word, MS Excel, MS Office.

Fore-Finger Fore-Finger
F Block, Main Road Shahjalal Uposhahar
Sylhet, 3100

Fore-Finger is an IT based institute. Especially, Accounts Management System and Digital Marketing c

M/S Computer Academy M/S Computer Academy
Bishwanath Singer Kash
Sylhet, 3134

Your services:👉Basic computer👉Graphics Design👉Web design👉Office Application👉 Programming

ETutor ETutor
Kajolshah
Sylhet, 3100

We are the leading IT Training and Career Coach in Sylhet, a pioneer in IT training using the digita

Wise Windows Wise Windows
Sylhet, 3100

Our main purposes isn't earning behind training businesses. we are trying to give a little effort so

Soft Matrices Soft Matrices
Sylhet, 3111

We are training institute

30 Minute Freelancing 30 Minute Freelancing
Lamabazar Road
Sylhet, 3100

Spend 30 minutes every day and Learn Freelancing. We plan to build a self Reliant Nation.

Freelancing School Sylhet Freelancing School Sylhet
Uttaraboban 2nd Floor Shibganj Sylhet, House-6, Road-20, Block-B, Shahjalal Uposhohor, Sylhet
Sylhet

We Provide Best freelining service

Freelancing House Freelancing House
Jalalabad, R/A Sylhet
Sylhet, 3100

"Freelancing House'' The Pioneer of Excellence To provide Advance Freelancing & English training ser