English Gate

IELTS(AC/GT)
SPOKEN ENGLISH
LIFE SKILL
BASIC GRAMMAR

Learn through the clever way!

09/12/2023

point of time (নির্দিষ্ট মুহূর্ত, অগণনাযোগ্য সময়) এর ক্ষেত্রে by হয়।
We have to go by 6 p.m./a.m./o'clock.
We will be back by five o'clock.
I have to finish it by Sunday.
I will see by 21 instant.
কিন্তু period of time (গণনাযোগ্য সময়) এর ক্ষেত্রে in হয়।
সেক্ষেত্রে in এর মানে "পরে"
Hurry! The train leaves in five minutes.
(জলদি করো! পাঁচ মিনিট পরে ট্রেন ছাড়বে)
Hurry up! We have to go in five minutes.
I can't talk talk to you now. I'll call you back in ten minutes. (এখন তোমার/আপনার সাথে কথা বলতে পারছি না। আমি ১০ মিনিট পরে তোমাকে/আপনাকে কল ব্যাক করব)
The film will start in fifteen minutes.
I will be back in an hour.
I will finish the work in two days/weeks/months

04/12/2023

You seem - You're referring to the person your are talking to and expressing that they are giving the impression of or appear to be.

You seem +adjective (তোমাকে মনে হচ্ছে)

You seem happy with the result.
You seem eager to begin.

29/11/2023

Choose the correct Letter A Or B

Hurry up! We have to go - six minutes.
A. by
B. in

27/11/2023

IELTS READING TRUE FALSE NOT GIVEN PART 2

18/11/2023

IELTS READING TRUE FALSE NOT GIVEN

17/11/2023

Welcome to English Gate,

Some Common mistakes, Let's learn pronunciation & meaning.

√ Die (মৃত্যুবরণ করা)
√ Dye (রং করা)

√ Fast (দ্রুত)
√ First (প্রথম)

√ Flower (ফুল)
√ Flour (ময়দা)

√ Leave (ত্যাগ করা)
√ Live (বাস করা)

√ Meat (মাংস/গোস্ত)
√ Meet (সাক্ষাত করা)

√ Price- দাম
√ Prize- পুরস্কার

√ Pen (কলম)
√ Pan (রান্নার পাত্র)

√ Personal- ব্যক্তিগত
√ Personnel- কর্মচারিবর্গ

√ Pore- লোমকুপ
√ Pour- ঢালা

√ Letter (চিঠি)
√ Later (পরে)

√ Role (ভুমিকা)
√ Roll (নামের ক্রমিক

√ Birth- (জন্ম)
√ Berth- (শয়নস্থান)

√ Bag (থলে/ব্যাগ)
√ Beg (প্রার্থনা করা)

√ Dear (প্রিয়)
√ Deer (হরিণ)

√ Altar (বেদী)
√ Alter (পরিবর্তন করা)

√ Advice (উপদেশ)
√ Advise (নির্দেশ দেওয়া)

√ Access (প্রবেশের অধিকার)
√ Excess (অতিরিক্ত)

√ Accept (গ্রহন করা)
√ Except (ব্যতীত)

√ Beside (সন্নিকটে/পাশে)
√ Besides (অধিকন্তু, এছাড়াও)

√ Eligible- (উপযুক্ত)
√ Illegible- (অস্পষ্ট)

√ Peace- (শান্তি)
√ Piece- (টুকরা)

√ Dairy (দুগ্ধ খামার)
√ Diary (দিনপঞ্জী)

15/11/2023

Smart ways !

15/11/2023

একদিন বাবার সাথে অভিমান করে বাড়ি থেকে চলে যাই। দূরের একটা বাড়িতে থাকতাম। ঐ বাড়ির কয়েকটা ছোট বাচ্চা পড়াতাম। খাওয়া দাওয়া ওখানেই ছিলো।

মাই বয়, আমার এখনো মনে পড়ে আমি একবার ১৫ দিন দাঁত ব্রাশ করিনি। টুথপেস্ট কেনার মত টাকাও ছিলো না আমার।

নটর ডেম কলেজে যখন পড়তাম, আমার সব বই কেনার টাকাও ছিলো না। বিকালবেলা ক্লাস শেষে কলেজ লাইব্রেরিতে বসে ম্যাথ প্রশ্নগুলো খাতায় তুলে নিয়ে যেতাম।

রাতে ঐগুলো বাসায় প্র‍্যাকটিস করতাম।

একটা ক্যালকুলেটর কেনার মত টাকাও ছিলো না আমার।

কলেজের কুইজ পরীক্ষাগুলোতে আমার অনেক কষ্ট হতো।

পাশের বন্ধুর ক্যালকুলেটরের আশায় বসে থাকতাম।

কখন বন্ধুর অংক করা শেষ হবে তখন আমি ওর ক্যালকুলেটর নিয়ে অংক করবো! অনেক সময় সম্ভব হত, আবার কোন কোন সময় তাও সম্ভব হত না।

এমনটা হওয়াই স্বাভাবিক, তাই না মাই বয়?

বিকালবেলা ক্লাস শেষ করে সন্ধ্যায় মগবাজার দুইটা টিউশনি করাতাম। টিউশনি শেষ করে রাতে বাসায় ফিরতাম। পরের দিনের পড়ার জন্য যখন টেবিলে বই নিয়ে বসতাম, তখন ক্লান্তিতে আমার চোখে কান্না চলে আসতো।

আমার অনেক বেশি কষ্ট হতো, বিশ্বাস করো মাই বয়।

আমি পড়া শেষে অনেক বেশি ক্লান্ত হয়ে ঘুমিয়ে যেতাম একটি সুন্দর সোনালি সকাল দেখার অপেক্ষা নিয়ে।

মাই বয়, আজকে আল্লাহ আমাকে অনেক সম্পদশালী করেছেন। অনেক টাকার মালিক আমি, আলহামদুলিল্লাহ।

আমার বাবার কাছে যারা ঋণ পেত, আমি সবার ঋণ পরিশোধ করেছি। আমি এখন ১৫০০ টাকার ব্রাশ আর ৫৮০ টাকা দামের টুথপেস্ট দিয়ে দাঁত মাজি।

আমি এখন চাইলেই ফ্ল্যাট কিনতে পারি। আমি চাইলেই একসাথে ৫ ভরি স্বর্ণ কিনতে পারি। আমি চাইলেই দামী গাড়ি কিনতে পারি। আল্লাহ আমাকে এগুলো কেনার সামর্থ্য দিয়েছেন।

মাই বয়, আমি তোমাদের সাথে অহংকার করতেছি না। আমি তোমাদেরকে অনুপ্রাণিত করতেছি।

আমার জীবনের এসব চড়াই উতরাই শুনে তোমাদের মধ্য থেকেই অনেকেই প্রচণ্ড ইচ্ছাশক্তি আর উদ্যম নিয়ে সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা পাবে।

আমি জানি, এখানে তোমাদের মধ্যে অনেকেই হবে বিশ্বখ্যাত ডাক্তার, অনেকেই হবে নাসার বিখ্যাত বিজ্ঞানী ,অনেকেই হবে বুয়েটের বিখ্যাত ইঞ্জিনিয়ার আবার অনেকেই হবে অক্সফোর্ড-ক্যামব্রিজের জনপ্রিয় অধ্যাপক। তোমাদের সাথে কথা বলার সময় সম্মান দিয়ে বলতে হয়। তাই তো তোমাদের কোন প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাকে দু'বার ভাবতে হয়।
মাই বয়, কখনো হতাশ হবে না।

এই যে বাবু, মনমরা হয়ে বসে থাকবে না।
সারাক্ষণ সতেজ আর প্রাণচঞ্চল থাকবে, বাবু।

প্রচণ্ড উদ্যম আর দ্বিগুণ শক্তি নিয়ে তোমাকে সামনের পথটায় এগিয়ে যেতে হবে।

তুমি পারবে বাবু! আমি জানি।
তোমাকে পারতেই হবে।

আমার আস্থা আছে তোমার উপর।
আমি জানি তুমিই পারবে।

মনে রাখবে মাই বয়, বৈধভাবে সফলতার কোন শর্টকাট রাস্তা নেই।
তোমার যে সামান্যটুকু আছে, তা নিয়েই সন্তুষ্ট থাকো
সুদিন একদিন আসবেই আসবে।

এতক্ষণ অনেক কথা বললাম, মাই বয়।

চলো এবার আমরা কয়েকটা অত্যন্ত সুন্দর অংক সলভ করি। মাই বয়, আজকের টপিকটা খুবই সুস্বাদু।

চলো আমরা তার রস আস্বাদন করি।।..................................
সারাজীবন কোড করে রাখার মত হৃদয়কে প্রশান্তির ফোয়ারায় আচ্ছাদিত করা আর অত্যন্ত অনুপ্রেরণামূলক এত সুন্দর কথাগুলো বলছিলেন -
নটরডেম কলেজের লিজেন্ডারি গণিত বিভাগের এক জীবন্ত লিজেন্ড সারা দুনিয়ার আনাচে কানাচে বিচরণ করা অসংখ্য অগণিত নটরডেমিয়ান ও হাজারো শিক্ষার্থীর প্রিয় শিক্ষক শ্রদ্ধাভাজন রেজাউল করিম ( রেজা স্যার❤️ )!!!
❤️❤️❤️
❤️❤️

14/11/2023

Most important phrase for IELTS speaking

Once in a blue moon- খুবই কদাচিৎ।
Kith and kin-আত্মীয়।
Half a chance-সামান্য সুযোগ
Bottom line-সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
Down to earth-বাস্তবিক।

13/11/2023

Welcome to English Gate

"I'm trying " informs someone that you are attempting to accomplish something using spiritual strength.
I'm trying +(to + verb) (আমি চেষ্টা করতেছি)

Here are some examples :

I'm trying to eat healthy.
I'm trying to educate myself.
I'm trying to explain myself.
I'm trying to understand.
I'm trying to enjoy my dinner.

Blah blah.........

11/11/2023

BAND 9 TIPS IELTS LISTENING NOTE BOX

11/11/2023

IELTS Listening MCQ SUPER HACKS TIPS & TRICKS
Hopefully 100% accuracy

11/11/2023

IELTS speaking part 0 questions: 4/5 questions may ask to you within 12 questions

So, be prepared confidently

What is your name?
What can I call you?
May I please see your identification or may I please see your ID?
Does your name have any special meaning?
How did your parents choose your name?
Do you want to change your name?
Do you work or study?
Do you like your job or subject?
Where are you from?
What do you like doing in your free time?
Where do you want to see yourself after 10 years in terms of your career?

Best wishes ♥️

Photos from IELTS N.GANJ's post 06/11/2023
26/10/2023

কীভাবে লিখবেন স্টেইটমেন্ট অব পারপাস?
SOP হচ্ছে এমন একটা রচনা যা পড়ে অ্যাডমিশন কমিটি সিদ্ধান্ত নিবে তারা আপনাকে অ্যাডমিশন দিবে কি দিবে না।সোজা কথায় SOP is the decision maker of your application.এটা পড়ে অ্যাডমিশন কমিটি বুঝতে পারে আপনি কেমন স্টুডেন্ট,আপনার ক্যারিয়ার গোল কি,আপনার সাবজেক্ট নলেজ কি,আপনার লক্ষ কি ইত্যাদি। সংক্ষেপে বললে-মানুষ আপনি কি, overall personality কি এগুলো যাচাই করার পত্র হচ্ছে SOP.বাইরের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স কিংবা পিএইচডি প্রোগ্রামে ভর্তির ইচ্ছা জানিয়ে আবেদন করার সময় এক থেকে দুই পাতার একটি রচনা লিখতে হয়। একে বলা হয় স্টেইটমেন্ট অব পারপাস বা SOP। স্টেইটমেন্ট অব পারপাস মূলত নিজের ঢোল নিজে পেটানোর মতো। বলা যায় আপনাকে কেন কোনো বিশ্ববিদ্যালয় তাদের মাস্টার্স কিংবা পিএইচডি প্রোগ্রামের অধীনে নেবে তার জন্য বিজ্ঞাপনমূলক রচনা।
নিজেকে অ্যাডমিশন কমিটির কাছে তুলে ধরার সুন্দর রাস্তা হচ্ছে এই SOP. A good SOP works great for weak academic profiles where you can compensate by highlighting your future goals and ambitions. A well-written SOP reflects how well you can express your thoughts using your writing skills.
কি কি বিষয় SOP তে উল্লেখ করতে হয়?
Several elements are vital for your Statement of Purpose. These include:
· Personal background
· Financial background
· Academic details
· Professional experience (full/part time, voluntary)
· Immediate and long-term goals
· Reasons why you wish to study at this particular institution
· Reasons for being interested in the chosen field
· About extra-curricular activities
· Published works, if any
· Papers submitted, if any
· Interests, hobbies
Undergraduate এ যারা অ্যাপ্লাই করবে তাদের SOP তে যা যা উল্লেখ করতে হয় তার ছোট একটা তালিকা দিয়ে দিচ্ছি-
· Your purpose of taking the program and the opportunities you wish to explore
· Your academic journey and accomplishments
· Extracurricular activities
· Motivation and career aspirations
· Assignments undertaken during studies
· Internships, if any
Postgraduate এ যারা অ্যাপ্লাই করবে তাদের SOP তে যা যা উল্লেখ করতে হয় তার ছোট একটা তালিকা দিয়ে দিচ্ছি-
· Your short-term and long-term career and personal goals
· Evidence of professional achievements
· Anecdotes of teamwork, leadership, and other corporate qualities
· Career expectations from the institutions
· Noteworthy projects are undertaken at work
· Volunteer work, if any
SOP লেখার সময় মাথায় রাখতে হবে ফ্রন্ট যেন ১২ এর বেশি না হয়।সাধারণত ২ পেইজের SOP লিখতে হয় আর double spaced in normal margins দিয়ে সাজাতে হয়। SOP নরমালি ৮০০-১০০০ ওয়ার্ড এর ভিতর লিখতে হয়।SOP তে কালারফুল কিছু ছবি কিংবা রঙ ব্যবহার করা যাবে না। লেখা হবে একদম ব্লাক। একটা SOP তে ৫-৭টি প্যারা হবে যেখানে প্রতিটি প্যারায় ১৫০ থেকে ২৫০টি ভোক্যাব থাকবে।
SOP তে আপনার সম্পর্কে বেইসিক তথ্য আর ওভারভিউ দিতে হবে,কোন ফ্যামিলি হিস্টোরি দিবেন না।অভাবে আছি,টাকা নাই এই গল্প SOP তে লিখতে যাবেন না। If you are applying for scholarships, a separate document will be required for the same.
আপনার লারনিং এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলুন।মিথ্যা তথ্য দিবেন না।কারন dishonesty may lead to rejection.কোন ভাবেই গ্রামার ভুল করা যাবে না। পরিস্কার সহজ ভাষায় লিখতে হবে,লিখার মাঝে নিজেকে প্রমাণ করতে যেয়ে GRE vocabs কিংবা Advanced Vocabs ব্যবহার করবেন না।
সবশেষে ইসহাক খান ভাইয়ের একটা কথা দিয়ে শেষ করি-
প্রথম প্যারায় বলুন আপনি এখানে অ্যাপ্লাই করেছেন, এই প্রোগ্রামে। আপনার প্রোফাইল এই। দ্বিতীয় প্যারায় বলুন আপনার আণ্ডারগ্র্যাডের ভার্সিটি, প্রোগ্রাম, কাজ ইত্যাদি। তৃতীয় প্যারায় বলুন আপনার রিসার্চ ইন্টারেস্ট, রিসার্চওয়ার্ক ইত্যাদি। চতুর্থ প্যারায় বলুন কেন এই ভার্সিটিকে চয়েজ করলেন। তৃতীয় আর চতুর্থ প্যারার মধ্যে যেন একটা সামঞ্জস্য বা যোগসূত্র থাকে। ব্যস, এসওপি শেষ। ঝরঝরে ইংরেজিতে লিখুন, জটিল ইংরেজিতে নয়। নিজের ভাষায় লিখুন, অন্যের ভাষায় নয়। যা নেই তা নিয়ে না হয় না-ই লিখলেন। না হয় একটু সাধারণ হল, চোখ ঝলসে যাবার মত না-ই হল। তারপরও যেন নিজেরই হয়। হাজার হাজার এসওপি যারা প্রতি বছর পড়ে, তারা একটা কপি-পেস্ট করা লেখা খুব সহজেই ধরতে পারবে। নিশ্চিত করুন সব ঠিকঠাক লিখেছেন, সত্যি লিখেছেন, অতিরঞ্জিত করেন নি। অর্থাৎ মার্জিত ইংরেজিতে নিজের কেইসকে প্রেজেন্ট করুন।
প্রথম খসড়া লিখে ফেলে রাখুন কয়েকদিন। তারপর আবার বসুন। অনেক ভুল বেরুবে। একটু একটু করে পালিশ করুন। মাসখানেকের মধ্যে নির্ভুল হয়ে উঠবে। বানান ভুল ক্ষমার অযোগ্য, কাজেই এগুলো

Photos from IELTS School BD আইইএলটিএস স্কুল বিডি's post 14/10/2023
13/10/2023

Ban vs Nz
WC tour 🤣

10/10/2023

IELTS Reading most difficult Module
Let's watch for some easy tricks ....,

02/10/2023

Hurry up! & watch
Important formal vocab for IELTS Writing & speaking

28/09/2023

Informal vs Formal

27/09/2023

Let's start video

27/09/2023

10 important phrasal verb

Take off= Start to fly
Run away = Escape
Carry on = Continue
Wake up = Stop sleeping
Pass out= Faint
Pass away =Die
Look for = Search
Look after = Take care
Hold on = wait a short time
Run out = Have none left

verb
Like, comment & share

23/09/2023
23/09/2023
Want your school to be the top-listed School/college in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

IELTS READING TRUE FALSE NOT GIVEN PART 2#ieltsreading #IELTS #ENGLISHGATE
IELTS READING TRUE FALSE NOT GIVEN #IELTS #ieltsreading
BAND 9 TIPS IELTS LISTENING NOTE BOX ....#ieltslistening #IELTSListeningPractice #notebox
IELTS Reading most difficult Module Let's watch for some easy tricks .....,....#IELTSReading
Hurry up!  & watchImportant formal vocab for IELTS Writing & speaking ....#ieltsspeaking #ieltswriting
Informal vs Formal
Let's start video
ENGLISH GATE

Category

Telephone

Address

Sylhet

Other Education in Sylhet (show all)
Dr. Toufique Rahman Chowdhury Dr. Toufique Rahman Chowdhury
Metropolitan University
Sylhet, 3100

Dr. Toufique Rahman Chowdhury- an economist,a banker,a social leader or better known as an eminent educationist.He is the Founder of IBIT and Metropolitan University, Bangladesh an...

SGPHS 2001 Batch SGPHS 2001 Batch
Kalighat
Sylhet

The Sylhet Government Pilot High School (সিলেট সরকারি পাইলট উচ?

SUST Robotics, Aeronautics & Interfacing R.G. SUST Robotics, Aeronautics & Interfacing R.G.
Shahjalal University Of Science And Technology
Sylhet, 3114

This is a Robotics, Aeronautics & Interfacing Research group. Its a group started by Shahjalal University of Science & Technology(www.sust.edu),Bangladesh

SUST BICS SUST BICS
Akhalia
Sylhet, 345

All pesent and past members, associates, activists, supporters, welwishers of BICS SUST.

Learning Point Learning Point
Head Office : House # 04, Block # D, Main Road, Uposhahor, Sylhet. Biswanath Office : Shapla Building (1st Floor), College Road, Biswanath
Sylhet, 3130

Computer & Language institute

Smart Study Smart Study
Chhatiain
Sylhet, 3333

This is the best educational page in social media.

Home tutor Sylhet Home tutor Sylhet
Sylhet, 3100

sylhet

SSB Academy SSB Academy
Sylhet
Sylhet, 3128

৫ম থেকে ১০ শ্রেণির একাডেমিক কোচিং এর ন

Learning English With Minhaj Learning English With Minhaj
Sylhet
Sylhet

I will provide English language learning information.You can learn English vocabulary antonyms synon

Learn With MR. Sheikh Learn With MR. Sheikh
Shahi Eidgah
Sylhet, 3100

A place where you can learn freelancing <3

Learn Quran Online  BD Learn Quran Online BD
Sylhet

Learn Quran online BD is an online learning institutions.Many Bangladeshi students from verious count

Decker Cruise Decker Cruise
Zindabazar
Sylhet

This page is for all the learners stumbling to get their desire score at IELTS test. We provide with personal care at your home as a tutor. Inbox anytime. Thank You