Al Aqsa Computer Training Center

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Aqsa Computer Training Center, Computer training school, Tangail.

Photos from Al Aqsa Computer Training Center's post 18/01/2024

কম্পিউটার কী? কম্পিউটার কত প্রকার? জেনে নিন বিস্তারিত

17/01/2024

১০. মাউস (Mouse)


কীবোর্ডের মতোই আরেকটি গুরুত্বপূর্ণ ইনপুট হার্ডওয়্যার হলো মাউস। কীবোর্ডে যেমন টাইপ করার মাধ্যমে কম্পিউটারকে ইন্সট্রাকশন দেওয়া হয় তেমনি মাউস দিয়ে ক্লিক করার মাধ্যমে যাবতীয় ইন্সট্রাকশন দেওয়া হয়ে থাকে।

এছাড়াও কম্পিউটারে টুকিটাকি আরো বেশকিছু যন্ত্রাংশ রয়েছে, যা দ্বারা আরো বিভিন্ন কার্য সম্পাদনার ক্ষেত্রে প্রয়োজন হয়।

17/01/2024

৯. কীবোর্ড (Keyboard)


কম্পিউটারের অন্যতম ইনপুট হার্ডওয়্যার হলো কীবোর্ড। এর মাধ্যমেই আমরা টাইপ করে কম্পিউটারকে বিভিন্ন ইন্সট্রাকশন দিয়ে থাকি। সে অনুযায়ী কম্পিউটার তার কাজ করে থাকে।

17/01/2024

৮. মনিটর (Monitor)


সাধারণত কম্পিউটারের কাজ করার ক্ষমতার সাথে মনিটরের কোনো সম্পর্ক নেই। মনিটর ছাড়াও কম্পিউটার তার কাজ পরিচালনা করতে সক্ষম। তবে ব্যবহারকারীর সুবিধার্থে ও সঠিকভাবে মনিটরিং করার জন্য মনিটরের প্রয়োজন হয়৷ আমরা কম্পিউটারের যাবতীয় আউটপুট মূলত মনিটরের মাধ্যমেই দেখতে পারি।

17/01/2024

৭. ডিভিডি রাইটার (DVD Writer)



ডিভিডি রাইটারের প্রধান কাজ হলো কোনো ডাটা কপি করে হার্ডডিক্সে সংরক্ষণ রাখা। এছাড়াও কোনো সফটওয়্যার ইন্সটল করতে, উইন্ডোজ দিতেও ডিভিডি রাইটারের প্রয়োজন হয়৷ তবে বর্তমানে পেনড্রাইভের বহুল ব্যবহারের জন্য CD বা DVD রাইটারের ব্যবহার অনেকাংশে কমে গিয়েছে।

17/01/2024

৬. গ্রাফিক্স কার্ড (Graphics Card)



গ্রাফিক্স কার্ডের কাজ হলো মনিটরের সাহায্যে যাবতীয় ডাটার আউটপুট সুন্দরভাবে ভিউ করা। অর্থাৎ আপনি যত ভালো মানের গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন আপনার কম্পিউটারের মনিটর ততবেশি চকচকে হয়ে আপনার সামনে শো করবে। যারা মূলত গ্রাফিক্সের কাজ করে এবং হাই কোয়ালিটি রেজুলেশনের গেম খেলে তারাই গ্রাফিক্স কার্ড বেশি ব্যবহার করে থাকে।

17/01/2024

৫. হার্ডডিক্স (Hard Disk Drive)


হার্ডডিক্স হলো কম্পিউটারের সংরক্ষণাগার। এখানে আপনি আপনার সকল ডাটা সংরক্ষণ করে রাখতে পারেন। এবং পূনরায় প্রয়োজন হলে সেখান থেকেই ডাটাগুলো সংগ্রহ করতে পারেন। হার্ডডিক্সে জায়গা যতবেশি হবে আপনি সেখানে ততবেশি ডাটা সংরক্ষণ করে রাখতে পারবেন।

17/01/2024

৪. RAM (Random Access Memory)


RAM এর মূল কাজ হলো কম্পিউটার চলমান অবস্থায় প্রসেসরকে বারংবার তার কাজের কথা মনে করিয়ে দেওয়া।RAM এর সাইজ যত বড় হয়, RAM তত বেশি স্মৃতি ধারণ করে রাখতে পারে। মূলত এ কারনেই RAM যত বেশি হয় কম্পিউটার যেকোনো কাজ ততবেশি স্পিডে করতে পারে। কারণ RAM একসাথে অনেকগুলো কাজ মনে রাখে এবং প্রসেসরকে বার বার তা মনে করিয়ে দেয়, ফলে প্রসেসরও দ্রুত কাজগুলো করতে পারে৷ তবে মূল কাজটা কিন্তু প্রসেসরই করে থাকে।

17/01/2024

৩. পাওয়ার সাপ্লাই (Power Supply)


একটি কম্পিউটার চালানোর জন্য নিশ্চয়ই পাওয়ারের প্রয়োজন হয়। এই পাওয়ার সাপ্লাইয়ের কাজই হলো একটি কম্পিউটারের প্রতিটি ডিভাইসকে সক্রিয় রাখার জন্য পরিমাণ মতো পাওয়ার সাপ্লাই দেওয়া।

17/01/2024

২. প্রসেসর (Processor)



প্রসেসর হলো একটি কম্পিউটারের প্রধান চালিকাশক্তি। এটি মাদারবোর্ডের মাঝখানে থাকে৷ এর প্রধান কাজ হলো যে কোনো ডাটাকে প্রসেস বা প্রক্রিয়াজাত করণের মাধ্যমে কাজের উপযোগী করে তোলা। এটি একটি গাড়ীর ইঞ্জিনের মতো কাজ করে। প্রসেসরের স্পিড যত বেশি হবে, তত স্পিডেই কম্পিউটার যে কোনো কাজ সম্পন্ন হবে।

17/01/2024

১. মাদারবোর্ড (motherboard)



মাদারবোর্ড হলো একটি কম্পিউটারের প্রধান অংশ। মাদারবোর্ডের মাধ্যমেই কম্পিউটারের অন্যান্য হার্ডওয়্যারগুলো একে অপরের সাথে যোগাযোগ করে কার্য সম্পাদনা করে থাকে৷ মাদারবোর্ডের ক্ষমতা যত বেশি থাকে অন্যান্য হার্ডওয়্যারগুলো এর থেকে ততবেশি সাপোর্ট পায় এবং খুব দ্রুত কাজ করতে পারে৷ তাই মাদারবোর্ডকে কম্পিউটারের ‘মা’ বলা হয়ে থাকে।

17/01/2024

একটি কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, স্টোরেজ ডিভাইস, অপারেটিং সিস্টেম, মাদারবোর্ড, ইনপুট ও আউটপুট ডিভাইস ও নানান সমস্ত ডিভাইস নিয়ে একটি কম্পিউটার সিস্টেম তৈরি হয়।

17/01/2024

ছাত্রজীবনকে বলা যায় জীবন গঠনের উপযুক্ত সময়। কেননা এই সময়টাতে শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি এমনকিছু গুণ ও দক্ষতা অর্জন করে থাকে, যা সারাজীবন তাদের কাজে লাগবে। বর্তমান যুগ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ৷ কম্পিউটার ছাড়া আজকাল সবকিছু একেবারেই অচল বলা চলে৷

কী করা যায় না কম্পিউটার দিয়ে? অফিসের কাজ থেকে শুরু করে ফ্রিল্যান্সিং, স্কুলের সায়েন্স প্রোজেক্ট বানানো, বিভিন্ন ইভেন্টের ব্যানার তৈরি, কলেজের প্রেজেন্টেশনসহ অনেক কিছুই কম্পিউটার এর মাধ্যমে করা সম্ভব। আর কম্পিউটার এর কিছু নির্দিষ্ট স্কিল অর্জন করতে পারলে তুমি তোমার সহপাঠীদের তুলনায় এগিয়ে থাকবে কয়েকশো গুণ!

কিন্তু এইসব স্কিল শিখতে চাইলে সাথে থাকা লাগবে ইন্টারনেট সংযোগ। ইন্টারনেট সংযোগ তোমাকে পুরো পৃথিবীর নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবে। এতে করে তোমার কাজ হয়ে উঠবে আরো সহজ ও মজাদার! পরীক্ষার আগে পড়া যেমন জরুরি, তেমনি চাকরিতে ঢোকার আগে কিছু কম্পিউটার স্কিল (Computer Skills) থাকাও প্রয়োজন।

17/01/2024
17/01/2024

ডকুমেন্ট তৈরিঃ

কম্পিউটারের মাধ্যমে ডক ফাইল তৈরি করা হলো আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ কম্পিউটার স্কিল। Microsoft Word ও Google Docs এর মাধ্যমে খুব সহজেই এবং বিনামূল্যে ফাইল তৈরি করা যায়। Microsoft Word হলো বিশ্বের বহুল ব্যবহৃত ডকুমেন্ট তৈরির সফটওয়্যার। ৯০% মানুষ নিজেদের কাজে এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকে।

ডকুমেন্ট ফাইলে শব্দ বড়-ছোট করা, হাইপার লিংক তৈরি করা, শব্দ বোল্ড, ইটালিক বিভিন্ন ফন্টে আনা, প্যারাগ্রাফ করা সহ আরো অসংখ্য ছোটখাটো স্কিল শিখে নেয়া খুব জরুরি। এই সফটওয়্যারগুলোর মাধ্যমে প্রেজেন্টেশন ও নোট খুব সহজেই তৈরি করা যায়।

Google এবং Office 365 অনলাইনেও ব্যবহার করা যায়। ফলে শুধু কম্পিউটারই নয়, এর মাধ্যমে মোবাইলেও যখন তখন লেখা এবং ফাইল এডিট করা যাবে। গুগল ডকে একই ফাইলে একাধিক মানুষের এক্সেস থাকলে তারা এডিটও করতে পারবে।

17/01/2024

মাইক্রোসফট পাওয়ার পয়েন্টঃ

মাইক্রোসফট অফিসের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। প্রধানত বিজ্ঞাপনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। একে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও বলা হয়। উপস্থাপনা মানে উপস্থাপনা। উদাহরণস্বরূপ, বিভিন্ন সেমিনার, বিভিন্ন প্রদর্শনী এবং সম্মেলনে, বক্তা কেবল পাওয়ার পয়েন্টের মাধ্যমে দর্শকদের কাছে তার মতামত জানাতে পারেন। এছাড়াও আপনি পাওয়ারপয়েন্ট দিয়ে আরও অনেক কিছু করতে পারেন। উদাহরণ স্বরূপ –

প্রেজেন্টেশন তৈরি করা যায়
এটি দিয়ে বিষয়গুলি আলাদা আলাদা স্লাইডে লিখা যায়
স্লাইডে প্রয়োজন অনুসারে ডিজাইন দেওয়া যায়
স্লাইডগুলোকে একত্রে ফাইল করে রাখা যায় এবং প্রয়োজন অনুযায়ী প্রিন্ট করা যায়
প্রজেক্টরে স্লাইড শো করে প্রয়োজনীয় বিষয় উপস্থাপন করা যায়
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে যদি আপনার আগে থেকে ধারণা থাকে, তাহলে উপর্যুক্ত কাজগুলি আপনি খুব সহজেই করতে পারবেন, যেটা চাকুরীক্ষেত্রে আপনার অনেক কাজে দেবে । যেমন ধরুন, আপনি আপনার বসকে নতুন একটি প্রজেক্ট আইডিয়া দেখাতে চান, সেক্ষেত্রে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হতে পারে সেরা মাধ্যম ।

17/01/2024

মাইক্রোসফট এক্সেলঃ

মাইক্রোসফট অফিসের আর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মাইক্রোসফট এক্সেল । ডাটা নিয়ে কাজ করার জন্য মাইক্রোসফট এক্সেলের কাজ জানা খুবই জরুরী । হিসাব-নিকাশ থেকে শুরু করে অ্যাকাউন্টসের অনেক কাজের জন্য নির্ভর করতে পারেন মাইক্রোসফট এক্সেলের উপর । প্রতিষ্ঠানের বাৎসরিক হিসাব থেকে শুরু করে স্যালারী শিট এবং প্রতিদিনের হিসাব রাখার মতো কাজও করা যায় মাইক্রোসফট এক্সেলের সাহায্যে । সুতরাং, বুঝাই যাচ্ছে চাকুরী ক্ষেত্রে মাইক্রোসফট এক্সেল সম্পর্কে জানা কতটা দরকারী । আপনি যদি আগেই এটি সম্পর্কে ধারণা রাখেন তাহলে চাকুরীক্ষেত্রে আপনি খুব সহজেই হিসাব নিকাশের কাজগুলি করতে পারবেন ।

17/01/2024

মাইক্রোসফট ওয়ার্ডঃ

কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং হয় মাইক্রোসফট ওয়ার্ডে। সহজ ভাষায়, শব্দ প্রক্রিয়াকরণ হল বাক্য লেখার প্রক্রিয়া। সব ধরনের নথির নকশা এবং নতুন নথি তৈরির কাজও হয় মাইক্রোসফট ওয়ার্ডে। আপনি Microsoft Word ব্যবহার করে বাংলা এবং ইংরেজি লেখার দক্ষতাও শিখতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আগে থেকেই ধারণা থাকলে আপনি এই ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে থাকতে পারেন। অফিশিয়াল দায়িত্ব পালনেও কোনো অসুবিধা থাকবে না।

17/01/2024

বেসিক কম্পিউটার কোর্সে কি কি শেখানো হয় তা হল
১. মাইক্রোসফট ওয়ার্ড

২. মাইক্রোসফট এক্সেল

৩. মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট

৪. বাংলা এবং ইংরেজি টাইপিং দক্ষতা

৫. ডকুমেন্ট তৈরি

৬. ইন্টারনেট ব্রাউজিং

17/01/2024

কম্পিউটার কেন শিখব?
বর্তমান বিশ্বে কম্পিউটার ছাড়া কিছু করা সম্ভব নয় এবং কম্পিউটার ছাড়া কিছু ভাবাটা বোকামি। কম্পিউটার ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান চালানো খুব কষ্টসাধ্য। বর্তমান বিশ্বে কম্পিউটারের জানা লোকের চাহিদা ব্যপক । তাই নিজেকে উত্তম রূপে গড়ে তুলতে এবং ভালো কোন চাকরি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কম্পিউটার শিখতে হবে।

Want your school to be the top-listed School/college in Tangail?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Tangail

Other Computer Training in Tangail (show all)
BTC Computer Training Centre BTC Computer Training Centre
Rabna Bypus-Shibpur Bazar
Tangail, 1900

Course Title: Ms Office Package Graphic Design,Hardware &Networking.

Haider Ali Master Technical Institute Haider Ali Master Technical Institute
Haidar Ali Master Technical Ins: Lawhati, Delduar, Tangail. 01309661109
Tangail

Basic Training (3/6 Month) : * Computer Office Application * Database Programing * Electrical * A

Kazi Computers and Training Center Kazi Computers and Training Center
Kohela, Mirzapur
Tangail, 1943

আপনার একটি সঠিক সিদ্ধান্ত, একটি কোর্স বদলে দিতে পারে আপনাকে, আপনার দেশটাকে।

BTI-Bestway Technical Institute,Tangail BTI-Bestway Technical Institute,Tangail
Registry Para
Tangail, 1900

"বাংলাদেশ কারিগরি বোর্ড অনুমোদিত, কম্?

Pakutia Information & Communication Technology Center Pakutia Information & Communication Technology Center
Ashrom Road, Pakutia, Ghatail
Tangail, 1982

Bangladesh Technical Education Board approved computer training center

টাঙ্গাইল ডিজিটাল আইটি ফার্ম টাঙ্গাইল ডিজিটাল আইটি ফার্ম
ওয়ালটন মোড়, ময়মনসিংহ রোড, টাঙ্গাইল।
Tangail, 1900

Computer Training, IT Service, Online Income, Freelancing, Outsourcing, Graphics Design, Web Design,

Boftc it santosh Boftc it santosh
Santosh
Tangail, 1902

Since 2019, we have been outsourcing and freelancing training. It is about 1-2 thousand freelancers we made Freelancer and marketplaces including Objection, Fiber. People work wit...

লাইট ভিশন কম্পিউটার প্রশিক্ষণ ইন্সটিটিউট লাইট ভিশন কম্পিউটার প্রশিক্ষণ ইন্সটিটিউট
Sit Mamudpur Bazar, Mirzapur
Tangail

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদ

Tutorry Tutorry
Tangail
Tangail, 713156

Tutorry are providing Computer Courses. Our Courses- Microsoft Office, Digital Marketing, Data Entry.

Boftc it Boftc it
Near First Gate Of Mawlana Bhashani Science And Technology University, Beside UCB Bank, Santosh
Tangail, 1902

Empowering you with real world tech skills through comprehensive training by experienced instructors.

Exclusive.IT Exclusive.IT
Tangail, Dhaka Division
Tangail

Welcome To Exclusive IT Your success is our sole purpose Stay With Us