AADI MART

"ATL" is the name of our clothing brand. '' ATL'' is a name of a combined business . We want to make a platform for apparel business.

The Buyer and Seller can use our website for business communication. We do production and export garments items also. Our main motto is to make a good business relationship with all.

25/09/2023

Interested ???

ডিলার নিয়োগ

২০০৯ সাল থেকে পোশাক ব্যাবসার সাথে জড়িত। প্রথমে অন্যের গার্মেন্টস ফ্যাক্টরী থেকে উৎপাদন করে রপ্তানি দিয়ে শুরু করেছিলাম। ২০১৩ সাল থেকে নিজে উৎপাদন করতাম। এই ব্যাবসায় টাকা সন্মান দুটোই ছিলো কিন্তু নিজস্ব বলে কিছুই ছিলো না। অন্যের স্বন্তান লালন পালন করার মতো।
২০১৭ সাল থেকে নিজের জন্য কাজ শুরু করি। টি-শার্ট, পলো শার্ট, সুইট শার্ট বাজারজাত শুরু করি। এক্সপোর্টের অভিজ্ঞতা থাকায় কোয়ালিটিতে ছাড় দেই নাই। ফলও পাচ্ছিলাম ভালোই। কিন্তু কভিডের কারনে সব থমকে যায়। কিন্তু কখনো দমে যাই নাই। গন্তব্য ঠিক রেখে পথ বদলে ফেলেছি।
বর্তমানে আমার ফ্যাক্টরীতে উৎপাদিত হচ্ছে বিভিন্ন সুন্নতী পোশাক, টেইলরফিট পণ্য। যার ভিতর পায়জামা এবং পাঞ্জাবি পাইকারি বিক্রি হচ্ছে।
আগামী মাস থেকে জেলা ভিত্তিক ডিলার নিয়োগ শুরু হবে। আগ্রহী বন্ধুদের অগ্রাধিকার দেয়া হবে।

Photos from AADI MART's post 08/09/2023

I didn’t change, I just found myself

30/08/2023

64 টি জেলা থেকে 64 টি জন উদ্যোক্তা নিবো পার্টনার হিসেবে।
শুধুমাত্র পরিশ্রম, সময় আর অল্প কিছু পুজি বিনিয়োগ করে ব্যাবসায়ী হওয়ার সুবর্ণ সুযোগ।

1. Bogra (বগুড়া)
2. Bandarban (বান্দরবন)
3. Barguna (বরগুনা)
4. Barisal (বরিশাল)
5. Bagerhat (বাগেরহাট)
6. Bhola (ভোলা)
7. Brahmanbaria (ব্রাহ্মণবাড়িয়া)
8. Chandpur (চাঁদপুর)
9. Chittagong (চিটাগাং)
10. Chuadanga (চুয়াডাঙ্গা)
11. Comilla (কুমিল্লা)
12. Cox's Bazar (কক্সবাজার)
13. Dhaka (ঢাকা)
14. Dinajpur (দিনাজপুর)
15. Faridpur (ফরিদপুর)
16. Feni (ফেনী)
17. Gaibandha (গাইবান্ধা)
18. Gazipur (গাজীপুর)
19. Gopalganj (গোপালগঞ্জ)
20. Habiganj (হবিগঞ্জ)
21. Jaipurhat (জয়পুরহাট)
22. Jamalpur (জামালপুর)
23. Jessore (যশোর)
24. Jhalakathi (ঝালকাঠী)
25. Jhinaidah (ঝিনাইদাহ)
26. Khagrachari (খাগড়াছড়ি)
27. Khulna (খুলনা)
28. Kishoreganj (কিশোরগঞ্জ)
29. Kurigram (কুড়িগ্রাম)
30. Kushtia (কুষ্টিয়া)
31. Lakshmipur (লক্ষ্মীপুর)
32. Lalmonirhat (লালমনিরহাট)
33. Madaripur (মাদারীপুর)
34. Magura (মাগুরা)
35. Manikganj (মানিকগঞ্জ)
36. Meherpur (মেহেরপুর)
37. Moulavibazar (মৌলভীবাজার)
38. Munshiganj (মুন্সীগঞ্জ)
39. Mymensingh ( ময়মনসিংহ)
40. Naogaon (নওগাঁ)
41. Narayanganj (নারায়ণগঞ্জ)
42. Narsingdi (নরসিংদী)
43. Natore (নাটোর)
44. Nawabgonj (নওয়াবগঞ্জ)
45. Netrokona (নেত্রকোনা)
46. Nilphamari (নীলফামারী)
47. Noakhali (নোয়াখালী)
48. Norail (নড়াইল)
49. Pabna (পাবনা)
50. Panchagarh (পঞ্চগড়)
51. Patuakhali (পটুয়াখালী)
52. Pirojpur (পিরোজপুর)
53. Rajbari (রাজবাড়ী)
54. Rajshahi (রাজশাহী)
55. Rangamati (রাঙ্গামাটি)
56. Rangpur (রংপুর)
57. Satkhira (সাতক্ষীরা)
58. Shariotpur (শরীয়তপুর)
59. Sherpur (শেরপুর)
60. Sirajgonj (সিরাজগঞ্জ)
61. Sunamganj (সুনামগঞ্জ)
62. Sylhet (সিলেট)
63. Tangail (টাঙ্গাইল)
64.Thakurgaon (ঠাকুরগাও)

আমাদের নিজস্ব ফ্যাক্টরীতে উৎপাদিত পায়জামা / ট্রাউজার রয়েছে। যার সেম্পল দিয়ে মার্কেটিং করে আয় করতে পারেন। আপনার কাজ অর্ডার নেয়া, আমাদের কাজ পণ্য পৌঁছে দেয়া।
👇👇👇
১. ফ্রী ভিজিটিং কার্ড
২. কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই।
৩. অল্প পুঁজি বিনিয়োগ করেই শুরু করা যায়।
৪. কোন ঝুঁকি নেই।
৫. পুরো জেলা ভিত্তিক কাজ করার সুযোগ।
৬. রয়েছে নিশ্চিত এবং স্থায়ী আয়ের সুযোগ।
৭. প্রচুর ব্যাবসায়ীর সাথে পরিচিত হওয়ার সুযোগ।
৮. ডিলারশীপ গ্রহনের সুযোগ।
৯. প্রচুর সম্মান।
১০. কমিশন ভিত্তিক অর্থ উপার্জনের সুযোগ।

🍀🍀🍀
বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন

30/08/2023

যারা ছাত্রীদেরকে খোলামেলা দেখতে পছন্দ করে,
তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না হয়ে,
পতিতালয়ের দালাল হওয়া উচিত।

06/08/2023

আপনার ব্যবসার ধরণ অনুযায়ী পিএফইপি কৌশলের কি কি উপাদান নিশ্চিত করতে হবে।
মনে রাখতে হবে যে, আপনার ব্যবসার ধরণ অনুযায়ী পিএফইপি কৌশল প্রতিষ্ঠার প্রথম ধাপ হল মূল সমস্যাটি সংজ্ঞায়িত করা। আপনি সমাধান সম্পর্কে চিন্তা করার আগে, এই পরিকল্পনাটি বাস্তবায়ন করে আপনি কী অর্জন করতে চান তা নিয়ে ভাবুন। কিছু নির্দিষ্ট লক্ষ্য কি আপনার মনে আছে? আপনি কি জানেন আসলেই আপনি কি চাইছেন। মোটা দাঁগে ব্যবসায়িক লভ্যাংশ বৃদ্দি করতে চাইছি, এমন সাধারণ কথা বলে কিন্তু এই বিষয়ে কোন আউটপুট পাওয়া যাবেনা। তাই কৌশল নির্ধারণে আপনি কতটুকু কৌশলী আচরণ করতে পারছেন তার উপর নির্ভর করছে আপনার প্রতিষ্ঠানের সমস্যার সমাধান গুলো। এই বিষয়টা কিন্তু আমাদের মূল সমস্যা, আমরা জানিনা কি সমস্যা, কিভাবে সমাধান করব, কে এই দায়িত্ব টা মূলত গ্রহণ করতে পারবে, এই সমস্যা সমাধানের মূল হাতিয়ারটা কি, কোন পদ্ধতিটা মূলত সঠিক ইত্যাদি বিষয় গুলো আমরা খুব ভাসাভাসা জ্ঞান রাখি। এবিং এই অবস্থাতেই সিদ্ধান্ত গুলো নিয়ে ফেলি। আপনার ব্যবসার ধরণ অনুযায়ী পিএফইপি কৌশলের কি কি উপাদান নিশ্চিত করতে হবে তার আলোচনা গুলো কিছুটা নিম্নরূপ। আপনার ব্যবসা সমন্ধে পূর্ণাঙ্গ তথ্য উপাত্ত পাওয়া গেলে যায় সুচারুরূপে পরামর্শ প্রদান করা যাবে।

🔹আপনার সাপ্লাই চেইন ব্যবস্থাপনার উদ্দেশ্যটা কে ভালভাবে সংজ্ঞায়িত করার কাজ টা দারুন ভাবে রপ্ত করতে হবে।
🔹আপনার সাপ্লাই চেইন এর কেপিআই গুলো কি কি, এগুলো কি শুধুই রিপোর্ট করার জন্য করা, না কি আপনার টীম এগুলো মেনে চলে?

🔹আপনার সাপ্লাই চেইন কৌশল নির্ধারিত করা আছে কি না না থাকলে সঠিক ফলাফলকে কেন্দ্র করে ব্যাপারটা কে সংজ্ঞায়িত করুন।

🔹আপনার সাপ্লাইচেইনের মূল উদ্দেশ্য কি অধিক লাভজনক ব্যবসা, উন্নতমানের গ্রাহক পরিষেবা, ব্যবসায়িক ঝুঁকি সমূহের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা? এই ফলাফলগুলোর জন্য আপনি কিভাবে সাপ্লাই চেইনের দক্ষতা এবং কার্যকারিতা উন্নত করতে চান?

🔹সকল কৌশলগুলির টার্গেট মেট্রিক্স গুলো সোজাসাপ্টা ভাবে সনাক্ত করুন। এর মধ্যে সময়, খরচ, গুণগত মান, কস্ট ট্রেড-অফ, এবং ইনভেন্টরি বহনের খরচের মতো ব্যবস্থা গুলো অন্তর্ভুক্ত করা আছে কি না নিশ্চিত হতে হবে।

🔹মোট কথা হল আমাদের উদ্দেশ্য ও লক্ষ্যের বিপরীতে ফলাফল গুলো সঠিকভাবে পরিমাপের জন্য একটি কাঠামো দাড় করানো। আপনার প্রতিষ্ঠান, ব্যবসার ধরণ,পণ্যের ধরণ বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে - এটি কেপিআই না কি অন্যান্য কোন মেট্রিক্স দিয়ে কাজটা করবেন? আপনার পরামর্শক গণ এটাকে যে নামেই অভিহিত করুক না কেন, আপনাকে শুধু ফলাফল টা নিরীক্ষা করা শিখতে হবে। পিএফইপি টুলকিট টা দারুণভাবে কার্যকরী ডিসিশন মেকিং এর হাতিয়ার হচ্ছে কিনা এটাই দেখার বিষয়।

উপরোক্ত সকল কিছু যদি সঠিকভাবে সংজ্ঞায়িত করতে পারেন তাহলে এবার মূল চালিকাশক্তি বা নেতৃত্বের ব্যাপার টা নিশ্চিত করতে হবে। এখানে ও পার্ট অনুযায়ী আপনাকে টিম টাকে ডেডিকেটেডভাবে কিন্তু ঢেলে সাজাতে হবে। সকল সিস্টেমের পিছনের মানুষ গুলো নিঃস্বার্থ ভাবে কাজ করছে কি না এই বিষয় টাও আপনার অনেক বড় একটা কেপিআই।

Habibur Rahman (Smart Factory 4.0 Consultant for Textile Apparel Industries.)

06/08/2023

রপ্তানি বাড়ার ঘটনায় পোশাক রপ্তানিকারকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। অন্যদিকে, সংশ্লিষ্ট শিল্পের ব্যক্তিদের পর্যবেক্ষণের সাথে সরকারি তথ্যের বড় পার্থক্য আছে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।

গবেষণা প্রতিষ্ঠান- পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের গবেষণা পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, 'আমরা যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির পতন লক্ষ করেছি। বৈশ্বিক মূল্যস্ফীতির কারণে ইউরোপীয় ইউনিয়নের বাজারগুলোরও দুর্বল অবস্থা। এই পরিস্থিতি বিবেচনা করে, রপ্তানির এসব তথ্য যাচাইবাছাই করতে আমি বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও রপ্তানিকারকদের সমিতিকে একসাথে বসার অনুরোধ করছি।'

জুলাইয়ে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিং কমেছে ১০,৫৩২ টিইইউ

02/08/2023

On Time Start Mentality হলো শুধুই একটা পরিষ্কার মানষিকতা। শুরুতেই এই ব্যাপারটা আমাদের ভিতর দৃঢ় আসন গ্রহণ করতে পারবে না, প্রতিনিয়ত এর চর্চা আপনাকে পরিপক্ক করে তুলতে সাহায্য করবে দিনের পর দিন।

-> ছবিতে তারহানস কিচেনের স্বত্বাধিকারী

#হাটবাজার

01/08/2023

Who need Job as a office staff??

25/07/2023

রপ্তানির প্রবৃদ্ধির সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পাচ্ছেন না তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। আমি যত গুলো বড় কারখানা ব্যক্তিগত ভাবে চিনি তাদের কয়েকটা ছাড়া বাকি সকল কারখানার হাতে অর্ডার নাই, অর্ডার কমে এসেছে, সামনের এক মাসের পরে অনেকগুলো লাইন আইডেল পড়ে থাকবে, এই মুহূর্তে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ লাইন খালি পড়ে আছে। লোয়েস্ট সিএম এ অর্ডার করছে, ঠিক এই ধরনের কথা গুলো শুনে আসছিলাম। কিন্তু নিউজ মিডিয়া পত্র পত্রিকার খবর গুলোতে দেখি যে রপ্তানী বাড়ছে !

নামকরা পত্রিকা গুলোতে আপনারা ও পড়েছেন যে অনেকগুলো কারখানা বিক্রির প্রস্তাব দিয়ে ও গ্রাহক পাচ্ছেনা, অনেক গুলো কারখানা ইজারা দেয়ার মত ব্যবস্থা পর্যন্ত করতে পারছেনা। সব কিছু মিলিয়ে অবস্থা অবশ্যই খারাপ। কিন্তু তাই বলে ইপিবি আর রপ্তানীকারক গণের তথ্য মিলছেনা এই কথাটা খুবই বেদনাদায়ক।

সকলেই আশা করি, এই খবর গুলো পড়ে আপনাদের মূল্যবান বক্তব্য জানাবেন।

#হাটবাজার #আদি #ঢাকা

09/07/2023

সাহস থাকলে 🤣 দিয়ে দেখান

01/07/2023

#দেখবে_আর_জ্বলবে
#আমার_তাতে_চলবে

01/07/2023

০১-০৭-২৩
নতুন কিছর যাত্রা শুরু হয়ে গেছে, অচিরেই আলোর মুখ দেখব....

18/06/2023

Call for a job +8801960333111

07/06/2023

আমাদের কারখানায় কয়েকজন অফিস সহকারী নিয়োগ দেয়া হবে

১। হেলপার - নুন্যতম ৮ম শ্রেনী - মূল বেতন ৮০০০ (শিক্ষানবীশকাল ৬ মাস, বেতন - ৬০০০)
২। কিউসি - নুন্যতম এস এস সি - মূল বেতন ৯০০০ (শিক্ষানবীশকাল ৬ মাস, বেতন - ৭০০০)
৩। অফিস সহকারী - নুন্যতম এইচ এস সি - মূল বেতন ১০০০০ (শিক্ষানবীশকাল ৬ মাস, বেতন - ৮০০০)
৪। বিক্রয় প্রতিনিধি - নুন্যতম এস এস সি - ১০০০০ (বেতনের সাথে কমিশন যোগ হবে, ফেরতযোগ্য জামানত প্রয়োজন)

ঠিকানাঃ এটিএল, টংগী, গাজিপুর, মোবাইল - ০১৯৬৩৩৩১১১

Want your business to be the top-listed Clothing Store in Tongi?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Uttara
Tongi
1230

Other Clothing (Brands) in Tongi (show all)
Gvanybd Shopping Here Gvanybd Shopping Here
Tongi, 1230

Open for over all

Anika fashion house Anika fashion house
Tongi Gazipur
Tongi

Molly's Clothing Molly's Clothing
Tongi

Cotton dress collection

Sumaiya sumu Sumaiya sumu
Hafiz Uddin Sarkar Road, Tongi, Gazipur
Tongi

Mumtahinah Collection Mumtahinah Collection
Ovijan-163, Sofiuddin Road, Collage Gate, Gazipur
Tongi, 1712

থ্রিপিস ও কুর্তির লেটেষ্ট কালেকশনসহ পছন্দের সব আইটেম পেতে আমাদের সাথেই থাকুন।

Meherish's Wear Meherish's Wear
Dhaka
Tongi

Simplicity is the Gorgeous Personality 💜

Kuundol style Kuundol style
Dholpur Chowrasta
Tongi, 1370

Everyone please help me for my business.

মেহেরিমা ক্রাফট মেহেরিমা ক্রাফট
Tongi

দেশীয় গুণগত মান সম্পন্ন পণ্য সূলভ মূল‍্যে সবার কাছে পৌঁছে দেয়া।

Ziana's Collection Ziana's Collection
Arichpur Mosjid Road, Gazipur
Tongi

UMMAH LEBAS -উম্মাহ লেবাস UMMAH LEBAS -উম্মাহ লেবাস
Tongi

Trust.Com is a brand of clothing.

Nabihas Hizab Collection Nabihas Hizab Collection
Tongi , College Gate
Tongi, 1230

All kinds of clothes for girls are available like as three piece, sarees, Bokra ,Hijab,khimar ,lehengha at affordable prices