Center for Advanced Japanese Language
Nearby schools & colleges
Dhaka 1230
Road # 3, Uttara Sector # 13, Dhaka
Uttara, Dhaka
House, Dhaka
Dhaka 1230
Uttara, Dhaka
Road 10, Dhaka
Rd 9, Near Jahura Market Road sector 5 Uttara Dhaka, Dhaka
Road # 10, House # 7, Sector # 6
House, 42, Road, Dhaka
Road 10, Dhaka
Nawab Habibullah Road, Dhaka
Dhaka 1230
Uttara
You may also like
Learn Japanese in Japanese way
নবীকে নিয়ে নূপুর শর্মার মন্তব্যে 'দেশে আগুন জ্বলছে'- ভারতীয় আদালত ভারতের সর্বোচ্চ আদালত ক্ষমতাসীন বিজেপির বরখাস্ত হওয়া মুখপাত্র নুপূর শর্মাকে ইসলামের নবীকে নিয়ে করা মন্তব্যে...
হজের সফর শুরু করার সময় দো‘আ
«اللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، سُبْحانَ الذِيْ سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينْ، وإِنَّا إِلَى ربِّنَا لَمُنْقَلِبُون، الَّلهُمَّ إِنَّا نَسْألُكَ فِيْ سَفَرِِنا هَذَا البِرَّ والتَّقْوى، ومِنَ الْعَمَلِ ما تَرْضَى، الَّلهُمَّ هوِّن عَلَيْنا سَفَرَنا هَذَا واطْوِعنَّا بُعدَه، الَّلهُمَّ أنْتَ الصَّاحِبُ في السَّفَرِ، وَالْخَلِيْفَةُ فِي الأَهْلِ، الَّلهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَر، وَسُوءِ المُنْقَلَبِ فِيْ الْمَالِ والأَهْلِ».
(আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাযী সাখ্খারা লানা হাযা ওয়ামা কুন্না লাহূ মুকরিনীন; ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকালিবূন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল-বির্রা ওয়াত-তাকওয়া, ওয়া মিনাল আমালি মা-তারদা। আল্লাহুম্মা হাওয়িন ‘আলাইনা সাফারানা হাযা ওয়াতবি ‘আন্না বু‘দাহু। আল্লাহুম্মা আনতাস-সাহেবু ফিস-সাফারি, ওয়াল খালীফাতু ফিল আহলি। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ওয়া‘ছাইস সাফারি ওয়া কাআবাতিল মানযারি ওয়া সূইল-মুনকালাবি ফিল মালি ওয়াল আহলি।)
“আল্লাহ মহান। আল্লাহ মহান। আল্লাহ মহান। পবিত্র সেই মহান সত্তা, যিনি আমাদের জন্য একে বশীভূত করেছেন, যদিও আমরা একে বশীভূত করতে সক্ষম ছিলাম না। আর আমরা অবশ্যই ফিরে যাব আমাদের রবের নিকট। হে আল্লাহ, আমাদের এ সফরে আমরা আপনার নিকট প্রার্থনা করি সৎকাজ ও তাকওয়ার এবং এমন আমলের যাতে আপনি সন্তুষ্ট হন। হে আল্লাহ, আমাদের জন্য এ সফর সহজ করুন এবং এর দূরত্ব কমিয়ে দিন। হে আল্লাহ, এ সফরে আপনিই আমাদের সাথী এবং পরিবার-পরিজনের আপনিই তত্ত্বাবধানকারী। হে আল্লাহ, আমরা আপনার আশ্রয় প্রার্থনা করছি সফরের কষ্ট ও অবাঞ্ছিত দৃশ্য থেকে এবং সম্পদ ও পরিজনের মধ্যে মন্দ প্রত্যাবর্তন থেকে।” [মুসলিম: ১৩৪২]
তালবিয়া
لَبَّيْكَ اللّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيْكَ لَكَ
(লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি‘মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাক।)
অর্থ: আমি আপনার দরবারে হাজির। হে আল্লাহ! আমি আপনার দরবারে হাজির, আমি আপনার দ্বারে উপস্থিত, আপনার কোনো অংশীদার নেই, আপনার দরবারে উপস্থিত হয়েছি। সর্বপ্রকার প্রশংসা ও নি‘আমতের সামগ্রী আপনারই, আপনারই রাজত্ব, আপনার কোনো অংশীদার নেই। [বুখারী: ১৫৪৯; মুসলিম: ১১৮৪]
‘আরাফা দিবসের বিশেষ দো‘আ
«لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ»
(লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহূ লা শারীকালাহূ লাহুল মুলক, ওয়ালাহুল হামদ, ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর)
“আল্লাহ ছাড়া সত্য কোনো মা‘বুদ নেই। তিনি এক তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসা মাত্রই তাঁর। তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান।”
সফর থেকে ফিরে আসার দো‘আ
«اللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، سُبْحانَ الذِيْ سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينْ، وإِنَّا إِلَى ربِّنَا لَمُنْقَلِبُون، الَّلهُمَّ إِنَّا نَسْألُكَ فِيْ سَفَرِِنا هَذَا البِرَّ والتَّقْوى، ومِنَ الْعَمَلِ ما تَرْضَى، الَّلهُمَّ هوِّن عَلَيْنا سَفَرَنا هَذَا واطْوِعنَّا بُعدَه، الَّلهُمَّ أنْتَ الصَّاحِبُ في السَّفَرِ، وَالْخَلِيْفَةُ فِي الأَهْلِ، الَّلهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَر، وَسُوءِ المُنْقَلَبِ فِيْ الْمَالِ والأَهْلِ. آئِبُوْنَ، تَائِبُوْنَ، عَابِدُوْنَ، لِرَبِنَا حَامِدُوْنَ»
(আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাযী সাখ্খারা লানা হাযা ওয়ামা কুন্না লাহূ মুকরিনীন; ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকালিবূন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল-বির্রা ওয়াত-তাকওয়া, ওয়া মিনাল আমালি মা-তারদা। আল্লাহুম্মা হাওয়িন ‘আলাইনা সাফারানা হাযা ওয়াতবি ‘আন্না বু‘দাহু। আল্লাহুম্মা আনতাস-সাহেবু ফিস-সাফারি, ওয়াল খালীফাতু ফিল আহলি। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ওয়া‘ছাইস সাফারি ওয়া কাআবাতিল মানযারি ওয়া সূইল-মুনকালাবি ফিল মালি ওয়াল আহলি।)আয়েবূনা, তায়েবূনা, আবেদূনা, লি রাবিবনা হামিদূন)।
“আল্লাহ মহান। আল্লাহ মহান। আল্লাহ মহান। পবিত্র সেই মহান সত্তা, যিনি আমাদের জন্য একে বশীভূত করেছেন, যদিও আমরা একে বশীভূত করতে সক্ষম ছিলাম না। আর আমরা অবশ্যই ফিরে যাব আমাদের রবের নিকট। হে আল্লাহ, আমাদের এ সফরে আমরা আপনার নিকট প্রার্থনা করি সৎকাজ ও তাকওয়ার এবং এমন আমলের যাতে আপনি সন্তুষ্ট হন। হে আল্লাহ, আমাদের জন্য এ সফর সহজ করুন এবং এর দূরত্ব কমিয়ে দিন। হে আল্লাহ, এ সফরে আপনিই আমাদের সাথী এবং পরিবার-পরিজনের আপনিই তত্ত্বাবধানকারী। হে আল্লাহ, আমরা আপনার আশ্রয় প্রার্থনা করছি সফরের কষ্ট ও অবাঞ্ছিত দৃশ্য থেকে এবং সম্পদ ও পরিজনের মধ্যে মন্দ প্রত্যাবর্তন থেকে। আমরা আমাদের রবের উদ্দেশ্যে প্রত্যাবর্তনকারী, তাওবাকারী, ইবাদতকারী ও আমাদের রবের প্রশংসাকারী।” [মুসলিম: ১৩৪২]
হজ্জের নিয়ম কানুন ও পদ্ধতি - আলোচক : প্রফেসর ড. আবু বকর যাকারিয়া হজ্জের নিয়ম কানুন ও পদ্ধতি - আলোচক : প্রফেসর ড. আবু বকর যাকারিয়া আপনার হজ্জ কি ফরজ হয়েছে, আপনি কি হজ্জে যাওয়ার প্লা....
Why Japanese language
জাপানি ভাষা কেন শিখবো। জাপানে জব করার জন্য। তাহলে আমরা কি ভালো বাবে জাপানি শিখতেসি। শিখতেছিনা। জাপানে আসলে ২/৩লক্ষ্য টাকা বেতন সেটা কি এতো সোজা ভাইজানেরা। এটা কত কঠিন যারা জাপানে আসছে তাদের কাছে থেকে জিজ্ঞাসা করে নিতে পারেন।
যদি জাপানে ভালো কিছু করতে আশা করেন তাহলে বাংলাদেশ থেকে কমপক্ষে
পাশ Jlpt N4পাশ করুন এবং N3কাঞ্জি vocabulary শেষ করে আসুন তাহলে এটলিস্ট কিছু করতে পারবেন।
কতদিন ভাষা শিখতে পারবেন
এপ্রিল আসলে ২বছর জুলাই তে আসলে ২১মাস অক্টোবর আসলে ১৮মাস ভাষা শিখতে পারবেন।
জানুয়ারী সেমিস্টার ১৫মাস তাই বাংলাদেশি স্টুডেন্ট আনে না স্কুল গুলো।
নাটN5/N4 টেস্ট জাপানে কোথাও কাজে লাগবেনা তাই আপনারা এইগুলো প্রতি জোর না দিয়ে jlpt N4 প্রতি জোর দেন। কারণ জাপানে স্টুডেন্টভিসা আসার পর কোনো রাস্তা না পাইলে Jlpt N4পাশ থাকলে SSW ভিসা যেতে পারবেন।
সব টেস্ট দিয়া টাকা নষ্ট করেন এটার কোনো ইমি (いみ)নাই ৩টা টেস্ট দিতে ১০হাজার মতো খরচ হয়। অথচ ১৫ হাজার টাকা দিয়া N4শেষ করা যায়।
যারা মনে করেন N5jtest,jlpt,nat test দিলে ভিসা পেতে সুবিধা হবে এটা হচ্ছে ভুল ধারনা ।এটা হচ্ছে এজেন্সির ব্রেইন ওয়াশ
উদাহরণ করিম N5 পাশ দিয়া এম্বেসী গেলো অন্যদিকে রহিম N4লেভেল নিয়ে এম্বাস্সি গেলো তাহলে কে ভালো speaking পারবে। রহিম পারবে। যদি মনকে খুশির জন্য N5 সার্টিফিকেট দরকার তাহলে নাট টেস্ট N5পাশ করেন student visa apply জন্য কাজে লাগবে।jtest jlpt N5 দরকার নাই। এটা জাপানে show করতে পারবেনা
অনেকে আমাকে কল দে আমি সবসময় ল্যাঙ্গুয়েজে নিয়ে বেশি কথা বলি। একটা জিনিস লক্ষ্য করলাম। বেসিরভাগ স্টুডেন্ট N5স্কুল পড়ে। N4নিজে নিজে পড়ে। তাহলে ভাষা কিভাবে শিখবেন এইভাবে ২মাসের ল্যাঙ্গুয়েজে ১বছর লাগবে। তারপর শিখতে পারবেনা না। কয়দিন শব্দ অর্থ পড়ে পরীক্ষা দেয় তারপর ফেল করে। এরপর বলে ভাষা কঠিন। তাই পারলে কোথাও ভর্তি হন।
কথা বলতে হলে শব্দার্থ অনেক জানতে হবে। শব্দের পরিবর্তন grammar জানতে হবে। Bangladesh যাদের N3/N2আছে তারা কিছুটা কথা বলতে পারে। যদি ভুল অনেক এটা জাপান আসলে ঠিক হয়ে যাবে। যদি মনে করেন জাপানে ভালো কিছু করতে চান তাহলে ভাই ল্যাঙ্গুয়েজে বিকল্প কিছু নাই আপাদত। আরো অনেক স্কিল লাগে যেমন (コミニュケーション力)কম্পিউটার স্কিল। এইগুলো জাপান আসলে সেনমুন করলে কিছুটা হয়ে যায়। জাপানে জব ভিসা বেশি টাকা ইনকাম করতে পারবেনা। জব ভিসা বাংলাদেশ থেকে আসেন আর জাপানে পড়ালেখা শেষ করে জব করেন কাচাকাছি বেতন। ল্যাঙ্গুয়েজে
ছাড়া ভালো কিছু করা যাবে না।
বাংলা বানান ভুল হইতে পারে সেটার জন্য দুঃখিত
আমার পোস্ট কেউ যদি মনে করেন মিথ্যা তাহলে জাপানে যারা আছে তাদের সাথে পরার্মশ করার অনুরোধ জানাচ্ছি। ভালো কিছূ করতে ডেইলি ৮~১০ঘণ্টা জাপানি পড়ুন যদি সপলতা না আসে আপনার দায়িত্ব আমি নিবো। জাপান ভালো দেশ সবাই নিজ নিজ পসিশন ভালো করেন। সবার প্রতি ভালোবাসা রইলো। みなさん(精一杯)せいいっぱいがんばって。ぜったい しょうらい ねらう
যাদের N4আছে তারা কথা বলতে পারে না। এখানে স্টুডেন্ট এর কোনো দোষ নাই। দোষ হচ্ছে তাদের যারা N5/N4পাশ করে শিক্ষক হচ্ছেন। আপনারা N5/N4 পাশ করে কিভাবে teaching এর সাহস করেন আমার মাথা দরে না ।কমপক্ষেN3 পাশ করে টিচার হন। না হলে তো স্পিকিং ডেভেলপ হবে না স্টুডেন্ট দের . সুদু reading পড়াইলে হবে না এটা যে কেউ পড়তে পারবে। স্পিকিং প্রতি জোর দেন
জাপানে ৭বছর ৪০/৫০%ভাষা পারি তারপরেও কাজে সমস্যা হয়। ভাষার কূল পাচ্ছি না। এটা শেষ করা যাবে না।ইন্শাল্লাহ আপনেরা নিজের সাথে নিজে প্রমিজ করে আজথেকে লেগে যান সপলতা আসবেই। আমার কথা কেউ রাগ করবেন না। language টা আপনার career.
জাপানে আসার পর ল্যাঙ্গুয়েজে শিখবেন এই চিন্তা মাথা থেকে বাদ দিয়া দেন আজকে থেকে। বাংলাদেশে বসে ফ্রি থেকে ল্যাঙ্গুয়েজে শিখতে পারেন না তাহলে জাপান আসার পর স্কুল , কাজ , গুম রান্নাবান্না ,দেশে পরিবারের সাথে সময় দিয়ে ল্যাঙ্গুয়েজে শিখার সময় কই , সময় হবে না , আমার জানা মতে ৮০/৯০ % স্টুডেন্ট জাপানে আসার পর স্কুল ক্লাস ব্যাতিত র পড়ালেখা করে না। তাহলে আপনি ল্যাঙ্গুয়েজে কি ভাবে শিখবেন। একটু চিন্তা করেন ক্লাস ওয়ান থেকে গ্রাডুয়েশন পর্যন্ত ইংলিশ পড়ে ielts 6 স্কোর তুলতে কষ্ট হয়ে হয়ে যায়। তাহলে জাপানের কঠিন ল্যাঙ্গুয়েজে ডেইলি ২/৩ ঘণ্টা পড়ে ভালো কিচু আসা করাটা একদম বোকামি। বাংলাদেশে কতটুকু স্টাডি করলে ২ লক্ষ্য টাকা স্যালারি দিবে। সেটা চিন্তা করেন। তাহলে জাপানে ভালো জব ভালো বেতন আসা করলে ডেইলি কমপক্ষে ৮ ঘণ্টা পড়তে হবে। これ当たり前の事です。আমি সব সময় বলি জাপানের কথা চিন্তা করলে এদের ল্যাঙ্গুয়েজে বিকল্প কিচু নেই। জব এক্সপেরিয়েন্স দরকার নাই বাংলাদেশ নামকরা ইউনিভার্সিটি সার্টিফিকেট দরকার নাই। সুদু দরকার হচ্চে জাপানীস ভাষার দক্ষতা। জাপানে তো আমাদের ছোট ভাই বোনেরা অনেক আসতেসেন। এখানে ভিসার টেনশন আপনার গুম নষ্ট হয়ে যাবে। সব সময় হতাশা থাকতে হয়। আপনাদের পরিচিত বন্দু রিলেটিভ থাকলে জিজ্ঞাসা করতে পারেন। তাই আমার অভিজ্ঞতা থেকে বলি ল্যাঙ্গুয়েজে ভালো ভাবে শিখতে পারলে ভালো জব করতে পারবেন। ভালো company পাবেন ।ভিসার সমস্যা হবে না। সুদু মাত্র ২/৩বছর কষ্ট করে থাকতে পারলে ২৮ঘণ্টা কাজ করে বাকি সময় ল্যাঙ্গুয়েজে শিখলে আপনে successful, বাংলাদেশ থেকে যারা আসি আমরা ভালো করতে পারি। কাঞ্জি আমরা ভালো করি না big reason
বাংলাদেশে বসে স্পেইকিং করতে পারবেনাএটা সত্যি কিন্তু কাঞ্জি শব্দ তো নিজে নিজে করতে হবে। সেটা Bangladesh হোক আর japan হোক ।কাঞ্জি পড়তে পারলে হয়। যেহেতু কম্পিউটার যুগ। কাঞ্জি যখন পড়তে পারবেন তখন যে কোনো ওয়ার্ড দেখলে বুজতে পারবেন। তাহলে ভাষা ইম্প্রোভ হবে। কাঞ্জি না পারলে আপনারা জীবনে ও ভাষা ইম্প্রোভ হবে না। জাপানে কাজকর্মে সব জায়গা কাঞ্জির ব্যবহার বেশি। বাংলাদেশ থেকে যারা আসি আমরা ভালো জব করতে পারি না ।কাঞ্জি আমরা ভালো ভাবে study করি না। বিরক্তি আসে
তাই ভালো কিচু করতে হলে আজকে থেকে নিজে নিজে সুদু কাঞ্জি ,শব্দ মুখস্ত করুন। অটোমেটিক ল্যাঙ্গুয়েজে ইম্প্রোভ হবে। আপনি বাংলাদেশ বসে কমপক্ষে N3 level কাঞ্জি জেনে রাখুন। japan আসার পর যদি সপোল না হন আপনার সারাজীবনের দায়িত্ব আমি নিবো।
speaking পারলে japan language দক্ষ মনে করা যায় না।
আপনারা হতাশ হবেন না
জাপানীস শিখলে একটা নিৰ্চিত লাইফ গড়তে পারবেন
কিন্তু বাংলাদেশে টপ ইউনিভার্সিটি ৪/৬ বছর স্টাডি শেষ করে জবের guarantee নাই
২/৩ বছর জাপানীস পড়লে ভালো কিচু করতে পারবেন
সবার জন্য শুভকামনা
হিরাগানা হল নিজস্ব জাপানিজ শব্দ পরার জন্য ক,খ,গ এর মত। যেমন ইয়ামাডা
কাতাকানা হল জাপানের বাইরের দেশের শব্দ পরার জন্য ক, খ, গ এর মত। যেমন টেবিরু(টেবিল)
বাংলাদেশ থেকে জাপান হয়ে আমেরিকায় সেটলড হওয়া।
আমেরিকান স্কলারশিপের জন্য জেনারেল জিআরই বা সাবজেক্ট জিআরই’র কথা সবার জানা আছে। জাপানেও কিন্তু সেরকম একটা পরীক্ষা আছে, EJU নামে (পুরো নাম The Examination for Japanese University Admission for International Students)। জাপানী ভাষা, ম্যাথ, সায়েন্স (ফিজিক্স+কেমিস্ট্রি+বায়োলজি) এগুলোর উপর আলাদা পেপার পরীক্ষা হয়। জাপানে বেশ কয়েক ধরণের স্কলারশিপ পাওয়া যায় এবং আমেরিকায় ক্যারিয়ার গড়ার দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যানের শুরুটা জাপানিজ পিএইচডি দিয়েও করা যায়। ইন ফ্যাক্ট, আমার পিএইচডি লাইফে প্রথম যে বাংলাদেশী ভাইয়ের সাথে পরিচয় ঘটে (পরে উনার সাথে আমি অ্যাপার্টমেন্ট শেয়ার করেও থেকেছি কয়েক মাস), উনি জাপান থেকে পিএইচডি শেষে সরাসরি এইচ১ নিয়ে আমেরিকায় আসেন। উনার ক্যারিয়ার ট্র্যাকটা আমি অনেক জায়গায় উদাহরণ হিসাবে উল্লেখ করি।
তো, জাপান হয়ে আমেরিকায় সেটল হবার স্টেপগুলো এরকম:
১. বাংলাদেশে ইউনিভার্সিটিতে যথাসম্ভব ভালো সিজিপিএ ধরে রাখার চেষ্টা করুন।
২. টোফেল লাগবে, জাপানে জিআরই দরকার হয় না।
৩. এম্ব্যাসি বা জাপানিজ ইউনিভার্সিটির থ্রুতে স্কলারশিপ ম্যানেজ করুন (MEXT, JASSO etc.)
৪. ইজেইউ পরীক্ষা দিয়ে পিএইচডি শুরু করুন।
৫. ভালো পেপার করুন, চেষ্টা করুন বস কে অনুরোধ করে আমেরিকায় কোন একটা কনফারেন্সে আসতে; নেটওয়ার্কিং করুন। সাইটেশন ও পেপারের সংখ্যা বাড়ান যত পারেন।
৬. পিএইচডি শেষ হবার আগেই নেটওয়ার্কিং এর থ্রুতে পোস্ট ডক ম্যানেজের চেষ্টা করুন। আমেরিকান গ্রিনকার্ড প্রসেসিং এর প্রথম ধাপ I-140 এর রেকমেন্ডেশন লেটারগুলো জোগাড় করুন।
৭. আমেরিকায় এইচ১ নিয়ে আসুন এবং সাথে সাথে I-140 সাবমিট করে দিন। পারলে একই সাথে গ্রিনকার্ডের আবেদন (I-485) টাও করে ফেলুন।
৮. সব কিছু ঠিক থাকলে আপনি হয়ত আপনার আমেরিকায় পিএইচডি করতে আসা বন্ধুর থেকে আগে ফুল টাইম জব এবং গ্রিন কার্ড ম্যানেজ করতে পারবেন। গবেষক ক্যাটাগরিতে (NIW তে) আমেরিকায় গ্রিনকার্ড এখন অনেক সহজ।
আমেরিকান পিএইচডিতে অসুবিধা হলো, বেশ কিছু কোর্স ওয়ার্ক করতে হয়, কোয়ালিফাইং দিতে হয়, এবং সাধারণত: পিএইচডির মেয়াদ বেশ লম্বা হয়। তবে সুবিধা হলো ওপিটি পাওয়া যায়। প্লাস, যে কোন বিচারে আমেরিকায় ঢোকার সহজতম উপায় হলো এফ১ নিয়ে স্টুডেন্ট হিসাবে আসা। ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার জব কমপিটিশনে লোকাল পিএইচডিরা কিছুটা বেশি সুবিধা পায় (তবে ব্যতিক্রমও আছে অনেক)। আমেরিকাকে একটা মেধার বাজার হিসাবে দেখুন, নিজের মধ্যে বিক্রেতা মানসিকতা তৈরী করুন এবং হিসাবে এগিয়ে থাকুন।
বাই দ্যা ওয়ে, এই ছবিটা তিন বছর আগে ইজেইউ এর বায়োলজি সেকশনের একটা প্রশ্ন। আপনাদের আইডিয়ার জন্য দিলাম। বলুন দেখি, উত্তর কি হবে?
All should be respectful to those senior citizens
No more Hiroshima, No more Nagasaki,
A tragedy Never to be Repeated.
Hiroshima Day 2020.
Dear Sir/ Madam,
Japan Bangla Peace Foundation is going to observe Hiroshima Day on 6 th August 2020. The programme will be held at Asian Telecast Ltd.(Asian tv), House no # 60, Road no. # 1, Block , Niketan, Gulshan -1, Dhaka- 1212, Bangladesh.
Invited guests are requested to attend at 6:30 pm and participate the programme.
The Honorable State Minister, Minisrty of Public Administration Govt. of the People's Republic of Bangladesh Mr. Farhad Hossain (MP) has kindly consented to grace the occasion as the Chief Guest. His Excellency Mr. Naoki Ito, Ambassador of Japan in Bangladesh has kindly agreed to remain Present as the Guest of Honor. Professor Dr. Md. Anwar Hossain respectable Vice Chancellor of Jessore University of Science & Technology enlighted the event as the Special Guest. Mr.Humayon Kabir President of the Japan Bangla Peace Foundation will preside. Please attend the Hiroshima Day programme and raise your voice against War and Nuclear Weapons.
The Program Moderator : Prof. Shaikh Mahmud Alam , Chairman dept. of International Languages ,UNIC & Life Member JBPF.
Respected Guests list is mentioned below
1. Professor Dr. Md. Anwar Hossain Vice Chancellor, Jessore University of Science and Technology ( Special Guest)
2. Dr. S. I. Khan (Environment Scientist)- Chief Advisor JBPF. (Keynote Speaker)
3. Harun Or Rashid, chairman, Asian tv (Special guest)
4. Prof. Dr. Md. Moazzem Hossain, Chairman, ICHI MEDICAL GROUP. - Special Guest
5. Tareq Rafi Bhuiyan Jun (Secretary General JBCCI, Advisor JBPF) Special Guest.
6. Dr. Kaem Uddin, Secretary General- JBPF.
7. Hiroki Watanabe - Ekmattra Society.
8.Dr.Abdullah - Coordinator Japan Bangla Peace Foundation.
9.P.R. Placid , Editor Bibek Barta, Japan.
Phone: 01926184355, 01828062927.01613025472
১৭ তারিখ থেকে আমি হোম কোয়ারেন্টাইনে আছি, তাই এক বন্ধুর ওয়াল থেকে নিয়ে মজা করলাম এবং আপনাদেরকে ও মজা দেয়ার চেষ্টা করলাম।
“রাজা তার আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞাস করলেন-
: আমি মৎস শিকারে যেতে চাই , আজকের আবহাওয়া কেমন থাকবে বলে জানা গেছে ?
সে বল্লো -
: আজকে অতীব সুন্দর, রৌদ্রোজ্জ্বল এবং চমৎকার আবহাওয়া থাকবে জাহাপনা ! আপনি নিঃশংক চিত্তে যেতে পারেন ।
রাজা বের হলেন । রাজা যখন সাগর পাড়ে গেলেন , সাগর পাড়ে এক জেলে ছাগল চড়াচ্ছিলো , সে বললো-
: মহারাজ আজকে কেন আপনি সাগরে যাচ্ছেন ? একটু পরেই তাে ঝুম বৃষ্টি হবে !
রাজা রেগে বল্লেন -
: বেটা জেলের বাচ্চা ! তুই কি জানিস আবহাওয়ার খবর ? আর আমাকে কি মূর্খ পেয়েছিস! আমি খবর জেনে তবেই এসেছি ।
রাজা সাগরে গেলেন , কিছুক্ষণ পর শুরু হলাে ঝুম বৃষ্টি ! রাজা প্রাসাদে ফিরে এসে আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করলেন, তারপর ঐ জেলেকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন ! জেলে তো পড়লাে মহা বিপদে! সে তাে আবহাওয়ার কিছুই জানে না! রাজ দরবারে গিয়ে জেলে কেঁদে বল্লো-
: মহারাজ আমাকে যেতে দিন! আমি আসলে আবহাওয়ার কিছুই জানি না।
রাজা বল্লো -
: তাহলে ঐ দিন আমার আবহাওয়া বিভাগে চেয়েও সঠিক খবর তুই কি করে দিলি !
জেলে উত্তর দিল ,
: মহারাজ সেখানে আমার কোন কৃতিত্ব ছিল না ! সব কৃতিত্ব আমার ছাগলের ! বৃষ্টি আসার আধাঘন্টা আগে থেকে ছাগলটা ঘনঘন মুতে ! এর থেকে আমি বুঝতে পারি একটু পর বৃষ্টি হবে !
তারপর রাজা জেলেকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন ! সেই থেকেই বড় বড় পদগুলােতে ছাগল নিয়ােগ দেওয়ার রীতি চালু হয়।”
:Copied
Learn japanese
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Uttarati
1230
38 Sonargaon Janapath, Sector#12, (Lift#5), Uttara, Dhaka (Between National Bank & One Bank)
Uttarati, 1230
NEOGEN EDUCATION and CONSULTANCY is the best platform for Education, Study Abroad, Work, Settle...
Room:817 (Lift-8), 87, BNS Center
Uttarati, 1230
Foreign Language center established in 2015. Now one of the biggest language club at Uttara Dhaka.
House 77 (4th Floor), Road 16, Sector 11, Uttara
Uttarati, 1230
Multilingual Language institute in Dhaka. Offering Mandarin Chinese, German, Italian, French, Korean