Alor chowa

- রাস্তায় পাগল তো অনেক দেখছো..!�
- পাগল হওয়ার গল্প টা কি কখনো শুনছো..!�

25/02/2024

তোর কি জানের ভয় নাই। #টাঙ্গাইল

24/02/2024

মানিকগঞ্জ জেলা 🥱
#মানিকগন্ঞ্জ

23/02/2024

সিলেটের চা..হ্ 😋
#সিলেটি

23/02/2024

পাবনার পাগল পাইছি😜
#পাবনার #পাগল

23/02/2024

বাজান আমরা ময়মনসিংহের পোলা😁
#ময়মনসিংহ

22/02/2024

Hay you we are Brahmins
#ব্রাক্ষণবাড়িয়া

19/02/2024

অভিযোগ কার উপরে করবো দুঃখ গুলোও নিজের। আর আঘাত দিয়া মানুষ তাও নিজের😊

03/02/2024

মিথ্যা গল্পের শ্রেষ্ঠ লেখক তুমি..
তোমার সেই গল্পের বিশ্বস্ত পাঠক আমি।

Photos from Alor chowa's post 26/01/2024

আমি জানি তোমাদের কুড়কুড়ি আছে BRO কিন্তু জানতাম না তোমাদের এতোটা কুড়কুড়ি আছে।
কুড়কুড়ি এটা একটা ভাইরাসের নাম যেটা আমাকে ভাইরাল বানিয়েছে।
বুঝতে হবে BRO.

28/12/2023

বিচ্ছেদ…!

মানুষ দুটো দুমুখী পথে আলাদা হয়ে গেছে। তাদের নাকি তথাকথির বিচ্ছেদ হয়েছে। কিন্তু, বিচ্ছেদ কি আদৌও হয়। বহুদিনের চেনা মানুষটা কি অচেনা হয়ে যায়। তার জন্য মনের অনুভূতিরা কি কখনও তিক্ত হয়ে যায় ? সত্যিই কি যেই মানুষটাকে ভুলে গেছি বলেও ভুলে যাওয়া যায়।

না যায় না, শুধুই ইগোর কারণে দূরত্বের সৃষ্টি হয়। অভিমান আর অভিযোগের পাহাড়টা আসলে কেউ ডুঙ্গিয়ে যেতে পারেনা। তারপর সেই বিচ্ছেদে নামক শব্দটা সম্পর্কের মাঝে দেওয়াল হয়ে উঠে।
রূপা।স্রোতোস্বিনী)

28/12/2023

বুঝলে বন্ধু.....!!

যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয়, সেই জুতো জোড়া ছিড়ে যায় জলদি!
যে জামাতে তোমাকে বেশি মানায়, সে জামাতে হয় তো রং লেগে যাবে আর না হয় মাংসের ঝোল!
যে ঘড়িটা পড়লে তোমার হাত ফুটে উঠে, সেই ঘড়িটার হয় তো ব্যাটারি নষ্ট হয়ে যায় কিংবা বেল্ট!
যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয়, সে মানুষটাই হয় তো ছেড়ে চলে যাবে কিংবা থেকেও না থাকার মতো করে থাকবে!
আসলে সব ঝামেলা এই 'প্রিয়' শব্দটাকে নিয়ে। যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্ন করে রাখি, সেই জিনিসটাই আমাদের কাছে কম সময়ের জন্য আসে।।

22/11/2023

হে সুভাষিণী!
খুব ভালো থেকো। আর শুনো! কোন এক পড়ন্ত বিকেলে পশ্চিম আকাশের লালিমা দেখে, কিংবা গভীর রজনীতে শত সহস্র তারকারাজির মাঝে চাঁদটি দেখে বা আমার মত!কোন মেঘলা আকাশের বিষণ্ণতায় কিংবা বিদঘুটে অন্ধকার রজনীর নিস্তব্ধতায় যদি তুমার পাগলটার কথা ভেবে মনপিন্জরে বিষণ্নতার ছাপ এসে যায় তখন ভেবে নিয়ো তুমার পাগলটাও তুমার ভালো না লাগার রাজ্যে আগমন করেছে। আর তোমার কপালে ঠোঁটের স্পর্শে সান্ত্বনার বাণী এঁকে দিচ্ছে।
এই মেয়ে!
তুমি কি জানো কেনো এই হৃদয়টা তুমাকে এতকরে চায়! কেন শুধু তুমার স্পর্শে আমার আত্মা এতটা স্বস্তিবোধ হয়!কারন হলো, আমি পায়নি তোমার ঐ চোখ অন্য কারোর মাঝে, যে চোখে চোখ রেখে আমি পুলকিত হতে পারি! যে চোখের মায়ায় আমি বোবা বনে যেতে পারি! আমি পাইনি তুমার ঐ কৃষ্ণকালো চোল, যে চোলের মুগ্ধ ঘ্রানে আমি মুগ্ধতার আমেজ পেতে পারি! আমার পুরো শরীরে শিহরণ বয়ে যেতে পারে।তা শুধু পেয়েছি তুমার মাঝে !
পরিশেষে কথা হলো, প্রতিটি মানুষের মাঝে যেমন একটা হৃদয় সে হৃদয়ে ভালোবাসা আছে, ঠিক আমারও একটা হৃদয় ভালোবাসার একটি ছোট্ট কোঠির আছে। তাদের হৃদয়ে ভালোবাসার সেই ঘরটিতে হয়ত অনেকের বসবাস,তবে আমার কোঠিরে শুধু তুমার বসবাস।হয়ত তাদের ঘরটিতে অন্যকারো প্রবেশাধিকার আছে বা কালের ঘূরণাবর্তে কোন রমণীর মোহে পড়ে তারাই অন্যকাউকে গ্রহন করার ইচ্ছে পূষন করতে পারে। তবে বিশ্বাস করো,তোমার হৃদয়ের ঘরটি শুধু তোমার জন্যই নির্মিত আর সে ঘরের চারিধার শুধু তোমার ভালোবাসার রঙ্গিন ঘুড়ি দিয়েই সজ্জিত।তাই হে প্রিয়! তুমি ছাড়া সে ঘরটি একেবারে শূণ্যও নিস্তব্ধ। এজন্যই তো তুমিহীনে আমার পথচলা অর্থহীনএবং এতটা কঠিন। তাই হে সুহাসিনী! থাকবে কি আমার সেই ছোট্ট ঘরটিতে?

10/11/2023

ভালোবাসার মানুষকে না পাওয়াই ভালো,পেয়ে গেলে কিছুদিন পর অবহেলা শুরু হয়,আর না পেলে ভালোবাসাটা আজীবন থেকে যায়।

11/10/2023

প্রত্যেকটি অগোছালো পুরুষের জন্য একটি যত্নশীল নারী থাকুক…!
কারণ আমিও চাই দিনশেষে আমার প্রিয় মানুষটি সুন্দর একটা নাম ধইরা আমায় ডাকুক…!

10/10/2023

তবে তাই যদি হয় করি নাকো ভয়,
জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়,
আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ যার নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান,
সত্যিই সব ধরনের বিপদেরই আধার পেরিয়ে সূর্যোদয় হয় , আর আমি সত্যিই আমার প্রিয় মানুষটাকে এমন ভেবেই নিলাম।

10/10/2023

ভালো থাকার সিক্রেট হচ্ছে,
মেনে নেয়া,
মানিয়ে নেয়া,
পজেটিভ থাকা,
এক্সপেকটেশন না রাখা,
কাউকে আঘাত না করা!🖤🥀

10/10/2023

তুমি ভুলে যেও না আমাকে 💔
আমি ভালোবাসি তোমাকে ❤️

10/10/2023

একজন মানুষকে ভালোবাসার পর
আর কাউকে ভালোবাসা হয়নি 😓

06/10/2023

কিছু জীবন্ত লাশ,রাত ১২টার পর গানের মাঝে তার হারানো ভালোবাসা অনুভব করে।💔

06/10/2023

প্রায় ৩ বছর হয়ে গেল তার সাথে বিচ্ছেদের,তবুও রাতেরই ভিড়ে তার চেহারা ভেসে ওঠে আমার সপ্নের মাঝে।

06/10/2023

'প্রতিক্ষা তোমার সেই অজানা পথে…
যেখানে স্মৃতিগুলো তোমায় খুঁজে।

06/10/2023

কোন এক আঁধার রাতেরই ভীড়ে সে চলে গিয়েছিলো আমাকে নির্জনতায় একা করে।

06/10/2023

বিলাসিতা রাজ্যের রাজা ছিলাম,যখন ১৬ বছরের গন্ডি পার হলাম;অর্থহীনতা কি ভয়ঙ্কর তা শিক্ষা পেলাম।
জ্বি জনাব আমি একজন মধ্যবিত্ত বলছিলাম।

06/10/2023

জীবনে প্রথমবার কার নাম্বার মুখস্থ করেছেন??

27/09/2023

পুরুষ যদি নারীর দেহের পাগল হতো তাহলে সব পুরুষ পাঁচ শত টাকা দিয়ে নারীর ওই দেহটা কিনতো,
ভালোবাসার কাছে হেরে গিয়ে বিশ টাকা দিয়ে বিষ কিনে আত্মহত্যা করতো না বা হাজার হাজার টাকা খরচ করে নেশা করতো না।

26/09/2023

সেখানে চলে শুধু আমারই রাজত্ব !

01/09/2023

মানুষকে তার পেশা দেখে মূল্যায়ন করতে হয় না, আজকে যে গরীব, সে কালকে ধনী হতে পারে।
এজন্য প্রত্যকটি মানুষের উচিৎ ভালোবাসার মানুষের হাতটা শক্ত করে, আত্মাকে প্রেরণা দিয়ে তার পাশে থাকা।

30/08/2023

কখনো যদি আমি হারিয়ে যাই আমাকে চাওয়ার আশা বাতাসে মিশিয়ে দিও।
হয়তো পাবে আমাকে সেখানে স্মৃতির সাথে কোন লেনদেন হয় না যেখানে।

29/08/2023

এই শহরে শুধু বৈষম্য শেখায় ভালোবাসা শেখায় না।

Want your public figure to be the top-listed Public Figure in Uttarati?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ওই আমরা কক্সবাজারের পোলাপাইন।#কক্সবাজার
টাংগাইল জেলা।
মানিকগঞ্জ জেলা 🥱#মানিকগন্ঞ্জ
সিলেটের চা..হ্ 😋#সিলেটি
পাবনার পাগল পাইছি😜#পাবনার #পাগল
বাজান আমরা ময়মনসিংহের পোলা😁#ময়মনসিংহ
Hay you we are Brahmins#ব্রাক্ষণবাড়িয়া
আপনি বদলে গেছেন। #vairlreels #fupシ #আপনি #তুমি #বদলে
অভিযোগ কার উপর করবো🥲#fypシ゚viralシ2023 #vairlreels #fupシ
এটা কি সেই তুমি যাকে আমার নিজের থেকেও বেশি ভালোবেসে ছিলাম। #তুমি #ভালোবাসা #fypシ゚viralシ2023
#voice #Sundor #grils #id #fypシ゚viralシ #fupviral #fupシ
কিছু মানুষ কোন দিন কারো প্রিয় হতে পারে না। যেমন আমি😓 #মানুষ #প্রিয় #আমি #family #problemsolving #fypシ゚viralシ #fupviral

Category

Website

Address


Uttarati

Other Writers in Uttarati (show all)
HIDE - লুকায়িত HIDE - লুকায়িত
Uttarati

আমি লিখতে ভালবাসি,তাই লিখি এবং অন্যদে?

Saira Arbin Saira Arbin
Uttarati

nahidness nahidness
Uttarati, 1230

জন্মের থেইকাই মারাত্মক

Rafsan Al Rafi Rafsan Al Rafi
Uttarati

মোঃ সাজ্জাদ হোসেন উচ্ছ্বাস মোঃ সাজ্জাদ হোসেন উচ্ছ্বাস
North Chalaban, Vai Vai Market Road, Dakshin Khan
Uttarati, 1230

কল্পনাকে কলমের কালিতে রূপ দেয়ার ব্যর্থ শৈল্পে থাকে লুকিয়ে বাস্তবতা ছুঁয়ার অকৃত্রিম চেষ্টা।

Shesh Chithi - শেষ চিঠি Shesh Chithi - শেষ চিঠি
Uttarati, 1230

আমাদের পেইজটি ভালো লাগলে অবশ্যই লাইক ,কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ।

Mish Mee Mish Mee
Uttarati, 1230

Reciting poems, writing different staffs

Spread LEGS, Not Hate Spread LEGS, Not Hate
Dhaka
Uttarati

A hadith for life A hadith for life
Uttarati

Human life is very busy.. In this busy life read atleast one hadith daily and learn about Islam..

Suqun-سكون Suqun-سكون
House Bilding
Uttarati

যেথায় প্রশান্তি মিলে..