Alor chowa
Nearby public figures
Senbag 3860
Sector
Dhaka Uttara Abdullahpur
Dhaka
Sojib
Bangladesh Dhaka Uttara
Uttara
Sector/8
1230
- রাস্তায় পাগল তো অনেক দেখছো..!�
- পাগল হওয়ার গল্প টা কি কখনো শুনছো..!�
তোর কি জানের ভয় নাই। #টাঙ্গাইল
মানিকগঞ্জ জেলা 🥱
#মানিকগন্ঞ্জ
সিলেটের চা..হ্ 😋
#সিলেটি
পাবনার পাগল পাইছি😜
#পাবনার #পাগল
বাজান আমরা ময়মনসিংহের পোলা😁
#ময়মনসিংহ
Hay you we are Brahmins
#ব্রাক্ষণবাড়িয়া
অভিযোগ কার উপরে করবো দুঃখ গুলোও নিজের। আর আঘাত দিয়া মানুষ তাও নিজের😊
মিথ্যা গল্পের শ্রেষ্ঠ লেখক তুমি..
তোমার সেই গল্পের বিশ্বস্ত পাঠক আমি।
আমি জানি তোমাদের কুড়কুড়ি আছে BRO কিন্তু জানতাম না তোমাদের এতোটা কুড়কুড়ি আছে।
কুড়কুড়ি এটা একটা ভাইরাসের নাম যেটা আমাকে ভাইরাল বানিয়েছে।
বুঝতে হবে BRO.
বিচ্ছেদ…!
মানুষ দুটো দুমুখী পথে আলাদা হয়ে গেছে। তাদের নাকি তথাকথির বিচ্ছেদ হয়েছে। কিন্তু, বিচ্ছেদ কি আদৌও হয়। বহুদিনের চেনা মানুষটা কি অচেনা হয়ে যায়। তার জন্য মনের অনুভূতিরা কি কখনও তিক্ত হয়ে যায় ? সত্যিই কি যেই মানুষটাকে ভুলে গেছি বলেও ভুলে যাওয়া যায়।
না যায় না, শুধুই ইগোর কারণে দূরত্বের সৃষ্টি হয়। অভিমান আর অভিযোগের পাহাড়টা আসলে কেউ ডুঙ্গিয়ে যেতে পারেনা। তারপর সেই বিচ্ছেদে নামক শব্দটা সম্পর্কের মাঝে দেওয়াল হয়ে উঠে।
রূপা।স্রোতোস্বিনী)
বুঝলে বন্ধু.....!!
যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয়, সেই জুতো জোড়া ছিড়ে যায় জলদি!
যে জামাতে তোমাকে বেশি মানায়, সে জামাতে হয় তো রং লেগে যাবে আর না হয় মাংসের ঝোল!
যে ঘড়িটা পড়লে তোমার হাত ফুটে উঠে, সেই ঘড়িটার হয় তো ব্যাটারি নষ্ট হয়ে যায় কিংবা বেল্ট!
যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয়, সে মানুষটাই হয় তো ছেড়ে চলে যাবে কিংবা থেকেও না থাকার মতো করে থাকবে!
আসলে সব ঝামেলা এই 'প্রিয়' শব্দটাকে নিয়ে। যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্ন করে রাখি, সেই জিনিসটাই আমাদের কাছে কম সময়ের জন্য আসে।।
হে সুভাষিণী!
খুব ভালো থেকো। আর শুনো! কোন এক পড়ন্ত বিকেলে পশ্চিম আকাশের লালিমা দেখে, কিংবা গভীর রজনীতে শত সহস্র তারকারাজির মাঝে চাঁদটি দেখে বা আমার মত!কোন মেঘলা আকাশের বিষণ্ণতায় কিংবা বিদঘুটে অন্ধকার রজনীর নিস্তব্ধতায় যদি তুমার পাগলটার কথা ভেবে মনপিন্জরে বিষণ্নতার ছাপ এসে যায় তখন ভেবে নিয়ো তুমার পাগলটাও তুমার ভালো না লাগার রাজ্যে আগমন করেছে। আর তোমার কপালে ঠোঁটের স্পর্শে সান্ত্বনার বাণী এঁকে দিচ্ছে।
এই মেয়ে!
তুমি কি জানো কেনো এই হৃদয়টা তুমাকে এতকরে চায়! কেন শুধু তুমার স্পর্শে আমার আত্মা এতটা স্বস্তিবোধ হয়!কারন হলো, আমি পায়নি তোমার ঐ চোখ অন্য কারোর মাঝে, যে চোখে চোখ রেখে আমি পুলকিত হতে পারি! যে চোখের মায়ায় আমি বোবা বনে যেতে পারি! আমি পাইনি তুমার ঐ কৃষ্ণকালো চোল, যে চোলের মুগ্ধ ঘ্রানে আমি মুগ্ধতার আমেজ পেতে পারি! আমার পুরো শরীরে শিহরণ বয়ে যেতে পারে।তা শুধু পেয়েছি তুমার মাঝে !
পরিশেষে কথা হলো, প্রতিটি মানুষের মাঝে যেমন একটা হৃদয় সে হৃদয়ে ভালোবাসা আছে, ঠিক আমারও একটা হৃদয় ভালোবাসার একটি ছোট্ট কোঠির আছে। তাদের হৃদয়ে ভালোবাসার সেই ঘরটিতে হয়ত অনেকের বসবাস,তবে আমার কোঠিরে শুধু তুমার বসবাস।হয়ত তাদের ঘরটিতে অন্যকারো প্রবেশাধিকার আছে বা কালের ঘূরণাবর্তে কোন রমণীর মোহে পড়ে তারাই অন্যকাউকে গ্রহন করার ইচ্ছে পূষন করতে পারে। তবে বিশ্বাস করো,তোমার হৃদয়ের ঘরটি শুধু তোমার জন্যই নির্মিত আর সে ঘরের চারিধার শুধু তোমার ভালোবাসার রঙ্গিন ঘুড়ি দিয়েই সজ্জিত।তাই হে প্রিয়! তুমি ছাড়া সে ঘরটি একেবারে শূণ্যও নিস্তব্ধ। এজন্যই তো তুমিহীনে আমার পথচলা অর্থহীনএবং এতটা কঠিন। তাই হে সুহাসিনী! থাকবে কি আমার সেই ছোট্ট ঘরটিতে?
ভালোবাসার মানুষকে না পাওয়াই ভালো,পেয়ে গেলে কিছুদিন পর অবহেলা শুরু হয়,আর না পেলে ভালোবাসাটা আজীবন থেকে যায়।
প্রত্যেকটি অগোছালো পুরুষের জন্য একটি যত্নশীল নারী থাকুক…!
কারণ আমিও চাই দিনশেষে আমার প্রিয় মানুষটি সুন্দর একটা নাম ধইরা আমায় ডাকুক…!
তবে তাই যদি হয় করি নাকো ভয়,
জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়,
আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ যার নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান,
সত্যিই সব ধরনের বিপদেরই আধার পেরিয়ে সূর্যোদয় হয় , আর আমি সত্যিই আমার প্রিয় মানুষটাকে এমন ভেবেই নিলাম।
ভালো থাকার সিক্রেট হচ্ছে,
মেনে নেয়া,
মানিয়ে নেয়া,
পজেটিভ থাকা,
এক্সপেকটেশন না রাখা,
কাউকে আঘাত না করা!🖤🥀
তুমি ভুলে যেও না আমাকে 💔
আমি ভালোবাসি তোমাকে ❤️
একজন মানুষকে ভালোবাসার পর
আর কাউকে ভালোবাসা হয়নি 😓
কিছু জীবন্ত লাশ,রাত ১২টার পর গানের মাঝে তার হারানো ভালোবাসা অনুভব করে।💔
প্রায় ৩ বছর হয়ে গেল তার সাথে বিচ্ছেদের,তবুও রাতেরই ভিড়ে তার চেহারা ভেসে ওঠে আমার সপ্নের মাঝে।
'প্রতিক্ষা তোমার সেই অজানা পথে…
যেখানে স্মৃতিগুলো তোমায় খুঁজে।
কোন এক আঁধার রাতেরই ভীড়ে সে চলে গিয়েছিলো আমাকে নির্জনতায় একা করে।
বিলাসিতা রাজ্যের রাজা ছিলাম,যখন ১৬ বছরের গন্ডি পার হলাম;অর্থহীনতা কি ভয়ঙ্কর তা শিক্ষা পেলাম।
জ্বি জনাব আমি একজন মধ্যবিত্ত বলছিলাম।
জীবনে প্রথমবার কার নাম্বার মুখস্থ করেছেন??
পুরুষ যদি নারীর দেহের পাগল হতো তাহলে সব পুরুষ পাঁচ শত টাকা দিয়ে নারীর ওই দেহটা কিনতো,
ভালোবাসার কাছে হেরে গিয়ে বিশ টাকা দিয়ে বিষ কিনে আত্মহত্যা করতো না বা হাজার হাজার টাকা খরচ করে নেশা করতো না।
সেখানে চলে শুধু আমারই রাজত্ব !
মানুষকে তার পেশা দেখে মূল্যায়ন করতে হয় না, আজকে যে গরীব, সে কালকে ধনী হতে পারে।
এজন্য প্রত্যকটি মানুষের উচিৎ ভালোবাসার মানুষের হাতটা শক্ত করে, আত্মাকে প্রেরণা দিয়ে তার পাশে থাকা।
কখনো যদি আমি হারিয়ে যাই আমাকে চাওয়ার আশা বাতাসে মিশিয়ে দিও।
হয়তো পাবে আমাকে সেখানে স্মৃতির সাথে কোন লেনদেন হয় না যেখানে।
এই শহরে শুধু বৈষম্য শেখায় ভালোবাসা শেখায় না।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Uttarati
North Chalaban, Vai Vai Market Road, Dakshin Khan
Uttarati, 1230
কল্পনাকে কলমের কালিতে রূপ দেয়ার ব্যর্থ শৈল্পে থাকে লুকিয়ে বাস্তবতা ছুঁয়ার অকৃত্রিম চেষ্টা।
Uttarati, 1230
আমাদের পেইজটি ভালো লাগলে অবশ্যই লাইক ,কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ।
Uttarati
Human life is very busy.. In this busy life read atleast one hadith daily and learn about Islam..