Iqbal Air International
Nearby businesses
Uttara, Dhaka
Uttara, Dhaka
Uttara, Dhaka
Uttara, Dhaka
Cantonment, Dhaka
Uttara, Dhaka
Uttara, Dhaka
Dhaka 1230
Dhaka-Mymensingh, Dhaka
Dhaka 1230
Uttara, Dhaka
Dhaka 1230
Dhaka-Mymensingh, Dhaka
Uttara, Dhaka
Road 35, Dhaka
You may also like
We are here to help you about foreign visa and visa processing consultancy. Our License Number:- 209340
#বিস্তারিত জানতে বিজ্ঞাপনটি পড়ুন।
সৌদি ও দুবাইয়ে সরাসরি কোম্পানির ভিসা। আগে এক টাকাও না, ভিসা বুঝে পেয়ে তা যাচাই বাছাই করে পরে টাকা।
**সৌদিআরবে রেস্টুরেন্ট ওয়ার্ক, আর্মি ক্যাম্পে অফিস/ টি- বয়, সরকারি হাসপাতাল ক্লিনার, রাজপ্রাসাদ ক্লিনার, মার্কেট ক্লিনার সহ বিভিন্ন পদে লোক নিয়োগ। বেতনঃ- ১৪০০ রিয়াল + OT বয়সঃ- ২১ থেকে ৩৮ ও ডিউটি ৮ ঘণ্টা + ওভারটাইম। খাওয়া নিজের, বাসস্থান, আকামা, চিকিৎসা কোম্পানির। খরচ: ৩ লক্ষ ৪০ হাজার।
#গামকা মেডিক্যাল ফিট কার্ড এবং পুলিশ ক্লিয়ারেন্স থাকলে সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে ভিসা হয়ে যাবে।
**দুবাইয়ের হাসপাতাল, মাদ্রাসা, অফিস ও মার্কেটে ক্লিনার এবং কন্সট্রাকশন কাজে লোক নিয়োগ। বেতন: ১০০০ + ওটি। খাওয়া নিজের, বাসস্থান, আকামা, চিকিৎসা কোম্পানির। খরচ: ২ লক্ষ ৫০ হাজার।
ফিঙ্গারপিন্ট, ম্যানপাওয়ার হবে।
#ইনবক্স, কমেন্ট বা মেসেজ করে মানুষ আত্মতৃপ্তি নেয়, কখনোই সত্যিকারের কাজ হয় না। যার সত্যিকারের আগ্রহ ও প্রয়োজন আছে সে WhatsApp ( 01312007772 ) এ পাসপোর্টের ছবি পাঠিয়ে যোগাযোগ করে কথা বলুন। ধন্যবাদ।
যোগাযোগ :
Phone: 01312007772, 01312007771,
TNT: 0248957123, ( #অফিস_সময়: সকাল ১০ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।)
E-Mail: [email protected]
Website: www.iqbalairinternational.com
: IQBAL AIR INTERNATIONAL.
87,BNS Center, level 11, (Lift-10th), Room no: 1016, Sector 07, Uttara, Dhaka 1230.
মালয়েশিয়া শ্রমবাজার বা কলিং ভিসা চালুর বিষয়ে ২৬ মে'র বৈঠক স্থগিত। আবারো পিছিয়ে যাচ্ছে যৌথ ওয়ার্কিং গ্রুপের (JWG) বৈঠক।
১) নামায শেষ করে উঠে যাওয়ার সময় জানতে পারলাম মেহমান চলে এসেছে। এজন্য মেহমান ঘরে প্রবেশ করা পর্যন্ত জায়নামাজে বসে থাকলাম। সম্পুর্ন ইচ্ছাকৃত না হলেও অবচেতন মন চাইছে নামায যে পড়তেছি মেহমান দেখুক! এটি ই রিয়া।
২) কেউ জিজ্ঞেস করলো-আপনি কি করছেন?
উত্তরে বললাম-আমি নামায পড়ে উঠে নাস্তা করতেছি বা নামায পড়ে উঠে এখন রান্না করতেছি।এখানে শুধু নাস্তা বা রান্না করার কথা বললেই হতো, সাথে -নামায পড়ে উঠে" কথাটি জুড়ে দিয়ে অতি সুক্ষভাবে নামাযকে প্রচারে নিয়ে আসা হল। এটি ই রিয়া।
৩) ফজরে যে নামায পড়তে উঠলাম কিন্তু কেউ জানলো না, তাই সেটা মানুষকে জানানোর জন্য দিলাম ফেসবুকে একটা পোস্ট, লিখলাম : "সবাই নামায পড়তে উঠুন/ঐ সময় ই ফজর নামাজের ফযীলত সম্পর্কিত/শাস্তি নিয়ে পোস্ট করলাম।" আমি জানি আমার এই পোস্টে কারো ঘুম ভাংগবেনা,তাও দিলাম। মোদ্দাকথা নামাযের ব্যাপারটা সবাইকে জানাতেই হবে। এটি ই রিয়া।
৪) নফল রোজা রেখে দুপুরে বন্ধুর সাথে চ্যাট করছি, হঠাৎ তাকে জিজ্ঞেস করেছি,ভাত খেয়েছিস কিনা?অথচ আজীবন তার ভাতের খবর নেয়নি,সে হ্যাঁ/না উত্তরের সাথে যে "তুই খেয়েছিস?"এটা জিজ্ঞেস করবে সেটার গ্যারান্টি সূর্য উঠার মতই,সে সুযোগে না দোস্ত রোজা রেখেছি বলে রোজার প্রচার করে দিলাম, এটি ই রিয়া।
৫) কুরবানির গরু কিনলাম, অফলাইনের আশেপাশের সবাই দেখলেও অনলাইন বন্ধুদের সামনে তো আর শো আপ করা হলো না।তাই প্রাইভেসি পাবলিক করে দিয়ে দিলাম পোস্ট, আলহামদুলিল্লাহ্ Done এইটি রিয়া।
৬) বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় মজার ছলেই টেকনিকে বলে দিলাম, তুই বেটা কিপটা, কিছুই দান করিস না। প্রতিউত্তরে, "তুই কি দান করে উল্টিয়ে ফেলছিস? এই প্রশ্নটা যে করবে তা জানুয়ারির পর ফেব্রুয়ারি আসার মতই নিশ্চিত আমি, সাথে সাথেই দিয়ে দিলাম আমার দানের লিস্ট, সম্পূর্ণ ডিটেল সহকারে। এইটি রিয়া।
৭) আমরা ফেইসবুকে বিভিন্নরকম ছবি ও ক্যাপশন দেই কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য? নাকি মানুষকে দেখানোর জন্য? এর উওর আমাদের সবার কাছেই আছে।
উপরের প্রত্যেক উদ্দীপক পড়ে কিছু আয়ত্ত করতে পারলেন কি? একেই বলে রিয়া। এতক্ষণ যে ইবাদত গুলো করলাম সেগুলা কি আল্লাহর জন্য, নাকি লোক দেখানো? লোক দেখানো মানেই রিয়া।
কখনো ভেবেছেন, এসব ইবাদত আদৌ কবুল হবে কি? উপরোক্ত প্রত্যেকটি ইবাদতই হলো "রিয়া"
আল্লাহ আমাদের রিয়ামুক্ত ইবাদতের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।❤️
(Collected)
থাকছে না বিএমইটি স্মার্ট কার্ড, আসছে স্মার্ট সার্টিফিকেট |
কাউকে প্রশ্ন না করে নিজেই বুঝুন। #মালয়েশিয়ার_কলিং_কবে_খুলবে?
আগে এক টাকাও না, ভিসা বুঝে পেয়ে তা যাচাই বাছাই করে পরে টাকা।
#কাতারের " আল জাবের কোম্পানিতে " স্টোর কিপার ও অফিস বয় পদে নিয়োগ ।
বয়সঃ ২২ থেকে ৪০
বেতনঃ ১৪০০ রিয়াল। ডিউটি ৮ ঘণ্টা + ওভারটাইম।
সর্বোচ্চ তিন সপ্তাহের মধ্যেই ভিসা হবে।
**************************************************************************
#রোমানিয়াতে জেনারেল ওয়ার্কারে নিয়োগ
বয়সঃ ২২ থেকে ৪০
বেতনঃ ৫৫০ ইউরো। ডিউটি ৮ ঘণ্টা + ওভারটাইম।
খরচঃ ৬ লক্ষ ৯০ হাজার টাকা। ফ্লাইট পর্যন্ত সময় লাগবে ০৬ মাসের মতো।
ডকুমেন্টস যা লাগবেঃ পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি (১২ কপি সাদা ব্যাকগ্রাউন্ড এবং ল্যাব প্রিন্ট), অভিভাবকের ন্যাশনাল আইডি, ইংরেজিতে জন্ম নিবন্ধন, পুলিশ ক্লিয়ারেন্স, প্রার্থীর ন্যাশনাল আইডি, রোমানিয়া জন্য সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অবশ্যই কমপক্ষে SSC পাশ হতে হবে। আপনার দুইজন অভিভাবক নিয়ে এসে আমাদের সাথে ৩ শত টাকার ষ্ট্যাম্পে চুক্তিপত্র করতে হবে ( ৩ শত টাকার ষ্ট্যাম্পের চুক্তিপত্রের নমুনা কপি কমেন্ট বক্সে দেয়া আছে )। সকল কাগজপত্র সঠিক দিলে শতভাগ গ্যারান্টি দিয়ে পাঠাতে পারবো, ইনশাআল্লাহ।
যে প্রক্রিয়ায় কাজ সম্পন্ন হবে: ওয়ার্ক পারমিট, ভিসা স্ট্যাম্পিং, এম্বাসি ফিস, ইন্সুরেন্স , ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স,(সবকিছু ঢাকা থেকে হবে, ইন্ডিয়ায় যেতে হবে না।) ফরেন মিনিস্ট্রির পারমিশন লেটার, ঢাকা থেকে ফ্লাইট এবং পৌছানোর পরে কোম্পানি কর্তৃক এয়ারপোর্ট পিক আপ করা হবে।
পেমেন্ট সিস্টেম: আগে এক টাকাও না। ওয়ার্ক পারমিটের পরে ১ লক্ষ টাকা দিতে হবে এবং ভিসা স্ট্যাম্পিং হয়ে গেলে বাকী সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। পারমিট আসার পর ক্লায়েন্ট না যেতে চাইলে ৩ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। ভিসা হবার পর ক্লায়েন্ট যেতে না চাইলে ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।
********************************************************************************
#সৌদিতে সরাসরি কোম্পানির ভিসা।
আগে এক টাকাও না, ভিসা বুঝে পেয়ে তা যাচাই বাছাই করে পরে টাকা।
**সৌদির IRC পদঃ- রেস্টুরেন্ট ওয়ার্কার নিয়োগ। বেতনঃ- ১৩০০ রিয়াল + OT.
বয়সঃ- ২১ থেকে ৩৮ ও ডিউটি ৮ ঘণ্টা + ওভারটাইম। (বেসিক আরবি/ ইংরেজি জানতে হবে।)
**সৌদির CREATIVE GULF GENERAL CONTACTING CO.
পদঃ- আর্মি ক্যাম্পে অফিস/ টি- বয়
বেতনঃ- ১৪০০ রিয়াল + OT
বয়সঃ- ২১ থেকে ৩৮ ও ডিউটি ৮ ঘণ্টা + ওভারটাইম।
**সৌদির CREATIVE GULF GENERAL CONTACTING CO সরকারি হাসপাতাল ক্লিনার নিয়োগ।
বেতনঃ- ১৪০০ রিয়াল + OT
বয়সঃ- ২১ থেকে ৩৮ ও ডিউটি ৮ ঘণ্টা + ওভারটাইম।
**সৌদির Luxrious & Lamset
পদঃ- রাজপ্রাসাদ ক্লিনার
বেতনঃ- ১৪০০ রিয়াল + OT
বয়সঃ- ২১ থেকে ৩৮ ও ডিউটি ৮ ঘণ্টা + ওভারটাইম।
গামকা মেডিক্যাল ফিট কার্ড এবং পুলিশ ক্লিয়ারেন্স থাকলে সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে ভিসা হয়ে যাবে।
**************************************************************************
#ইনবক্স, কমেন্ট বা মেসেজ করে মানুষ আত্মতৃপ্তি নেয়, কখনোই সত্যিকারের কাজ হয় না। যার সত্যিকারের আগ্রহ ও প্রয়োজন আছে সে WhatsApp ( 01312007772 ) এ পাসপোর্টের ছবি পাঠিয়ে যোগাযোগ করে কথা বলুন। ধন্যবাদ।
যোগাযোগ :
Phone: 01312007772, 01312007771,
TNT: 0248957123, ( #অফিস_সময়: সকাল ১০ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।)
E-Mail: [email protected]
Website: www.iqbalairinternational.com
: IQBAL AIR INTERNATIONAL.
87,BNS Center, level 11, (Lift-10th), Room no: 1016, Sector 07, Uttara, Dhaka 1230.
প্রসঙ্গ: মালয়েশিয়ার কলিং ....!
ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কেন ?
একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল ।
পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত
কিন্তু সে লাফ দেয় না, সে সহ্য করতে থাকে।
আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয়
তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার
কিন্তু তখন আর তার লাফ দেওয়ার মত শক্তি আর থাকে না,
পানি আরও গরম হতে থাকে যার ফলে সে গরম পানিতে ফুটে একটা সময় মারা যায় ।
এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে মারা গেছে ??
তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম পানির কারনে মারা গেছে।
কিন্তু না সে গরম পানির জন্য মারা যায়নি
সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত দেরিতে নেওয়ার কারনে।
অর্থাৎ সঠিক সময়ের সিদ্ধান্ত সঠিক সময়ে নেওয়া উচিত।
নিয়ত বা মানত পূরণ না করলে কি ক্ষতি হয়__? শায়খ আহমাদুল্লাহ |
১. স্ত্রীর সাথে সময় কাটান, বুঝতে পারবেন জীবন বড় কঠিন।
২. মাতালের কাছে কিছুক্ষণ বসুন, সে বুঝিয়ে দিবে জীবন খুব সহজ।
৩. সাধুদের সাথে বসুন, আপনার সবকিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে।
৪. রাজনীতিবিদের সাথে আড্ডা দেন, বুঝবেন আপনার পড়াশুনা সব বেকার, অনর্থক।
৫. একজন জীবন বীমা এজেন্টেকে কিছু সময় দেন, বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো।
৬. একজন ব্যবসায়ীর সাথে গল্প করুন, আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না।
৭. একজন বিজ্ঞানীর সাথে সময় দেন, আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে খারাপটা আপনার অজ্ঞতার কারণে।
৮. একজন ভালো শিক্ষকের সাথে বসুন, আপনি একজন ছাত্র হয়ে ফিরে আসতে চাইবেন।
৯. একজন কৃষক বা শ্রমিকের সাথে তার কাজ সম্পর্কে জানুন, আপনি বুঝতে পারবেন আপনি কঠোর পরিশ্রম করেন না।
১০. একজন সৈনিকের জীবনযাপন জানুন, আপনি বুঝতে পারবেন আপনার কাজ এবং ত্যাগ অত্যন্ত ঘৃণ্য।
১১. কবরস্থানে কিছু সময়ের জন্য যান মনে হবে, জীবনের সবকিছু তুচ্ছ মায়া, হাল ছেড়ে দেই।
১২. একজন ইতিবাচক মনোভাব সম্পন্ন ভালো, উদার মনের প্রকৃত বন্ধুর সাথে সময় কাটান, মনে হবে আপনার জীবন স্বর্গের চেয়েও সুন্দর।
#জীবনটা সত্যিকার অর্থে কেমন? #ইকবাল
১) যাওয়ার পরে টাকা দিবেন এই লোভনীয় প্রস্তাব। এর অর্থ, আপনি জিম্মি হবেন।
২) টুরিস্ট বা ভিজিট ভিসা নিয়ে বিদেশে কাজ করতে যাবেন এর অর্থ হচ্ছে, নিজেকে সবসময় চোরের মতো লুকিয়ে রাখতে হবে এবং যে কোনো সময় জেল খাটার জন্য প্রস্তুত থাকতে হবে।
৩) ইউরোপে বৈধভাবে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া অনেকটাই সোনার হরিণের মতো। শুধু টাকা থাকলেই পাওয়া যায় না, নিজস্ব যোগ্যতা ও লাগে। যোগ্যতা ছাড়া যাবেন জীবনের ঝুঁকি নিতে হবে, এরপর যদি বেঁচে থাকেন ও পৌঁছেই যান তারপরে আপনার টাকা উঠাতে সমস্যা হবে।
৪) যে অফিস থেকে যাবেন সে অফিসের ভালো করে খোঁজ খবর নেন, তাদের গ্রুপ, পেইজ, ওয়েবসাইট, লাইসেন্স, TNT সবকিছু আছে কি না! ভিজিট করুন দেখুন, পড়ুন এবং বুঝুন। এরপর সিদ্ধান্ত নেন তাদের সাথে কথা বলবেন কি না।
৫) ভিসা পাওয়ার পরে তা যদি বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে চেক না করেন। তাহলে আপনি একটা বড় মাপের "বোকা"।
৬) কোন কারণে এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে ফ্লাইট দিলে যাবেন না। এর অর্থ, কোথাও কোন না কোন সমস্যা আছে।
৭) ফ্রি ভিসা বলে কিছু নেই, কোন এক কোম্পানির নামে ভিসা করে অন্য জায়গায় কাজ করাকেই ফ্রি ভিসা বলা হয়। এটা হচ্ছে অবৈধ ভিসা এবং অবৈধ কাজ। ফ্রি ভিসা দিয়ে যারা বিদেশে যেতে চান এর অর্থ আপনি নিজেই খুঁজে বের করুন।
*** ট্রেনিং ও ফিঙ্গার প্রিন্ট করে, ম্যানপাওয়ার এবং কন্ট্রাক্ট ফর্ম বুঝে নিয়ে তারপর বিদেশে যাবেন।
অবৈধ পথে বিদেশে যাওয়া থেকে বিরত থাকুক। আপনি যদি সঠিক পথে বিদেশে না যান, তাহলে যাওয়ার পরে যতোই গালাগালি করেন আর কান্নাকাটি করেন কোন লাভ হবে না। যা ক্ষতি তা আপনার ও আপনার পরিবারের হয়ে যাবে।
#আমার_কথা, আমাদের অফিস থেকে যেতে হবে এমন কোন কথা নেই। আপনি যেখান থেকে যান আর যে কাজেই যান, আগে খোঁজখবর নেন, ভালো করে যাচাই বাছাই করুন, যাতে আপনি প্রতারিত না হন এবং আপনাকে কেউ প্রতারিত করার সুযোগ না পায়। ( ইচ্ছা হলে শেয়ার করুন যাতে মানুষের উপকার হয়, ধন্যবাদ।) #ইকবাল.....
মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী যাওয়ার পদ্ধতি ও কারিগরি বিষয় এখনো চূড়ান্ত হয়নি।
কোন কোন কাজে কর্মী নিবে, মেডিক্যাল কারা করবে, কোন কোন রিক্রুটিং এজেন্সি কাজ করতে পারবে তা এখন পর্যন্ত জানা যায়নি।
আনুষ্ঠানিক ঘোষণার আগে মালয়েশিয়া যাওয়ার বিষয় কেউ কোন পদক্ষেপ, নিবন্ধন, লেনদেন বা পাসপোর্ট জমা দেয়া সহ কিছুই করবেন না। ( ইচ্ছা হলে শেয়ার করুন যাতে মানুষের উপকার হয়, ধন্যবাদ।)
Malaysia Calling Visa Open News and MOU 2021
সৌদি সহ মধ্য প্রাচ্যগামী বিমানের টিকিটের দাম ২ থেকে ৩ গুন বৃদ্ধি ( ATAB)!
সবার বন্ধু যেমন আছে শত্রুও তেমন আছে। কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সুনাম নষ্ট করার জন্য মিথ্যা প্রচারের চেষ্টা করছে।
আমাদের যারা চিনেন বা জানেন তাদের কাছে ব্যাখ্যা করার মতো কিছুই নেই।
এর আগেও অনেক শত্রুর মোকাবেলা করতে হয়েছে। আমরা অনেক খারাপ পরিস্থিতি মোকাবেলা করেই এতো দূর এগিয়ে এসেছি। সুতরাং এরকম পরিস্থিতি মোকাবেলা করার সৎ সাহস আমাদের আছে। আমাদের লাইসেন্স নাম্বার: 209340
#ধন্যবাদ, IQBAL AIR INTERNATIONAL শুভাকাঙ্ক্ষীদের।
আপনি কি জানেন যে আপনার স্বামী প্রায়ই পেটে ক্ষুধা নিয়ে সময় কাটান যাতে তিনি টাকা নিয়ে বাড়ি ফিরতে পারেন?
আপনার এবং আপনার সন্তানদের জন্য তার জীবনের ঝুঁকি নিয়েছিলেন?
একজন স্বামী বিদেশের মাটিতে জীবনের সব সুখ ত্যাগ করে কি পরিমাণ কষ্ট করে সংসারের জন্য?
তার উপর রাগ করার আগে...
তার শরীর থেকে কত লক্ষ ফোঁটা ঘাম বের হয়েছে তা আগে দেখুন?
ভালো করে তাকিয়ে দেখুন, হয়তো আপনি বুঝতেই পারবেন না, সেই চোখগুলো অনেক অশ্রু ঝরিয়েছে শুধুমাত্র পরিবারের হাসি ও সুখী দেখার জন্য।
যদি আপনার স্বামী আজ পর্যন্ত আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে সক্ষম না হন তবে এটি কেবল পরিস্থিতির কারণে, তিনি এখনো চেষ্টা করে যাচ্ছেন।
এমন কোন পরিবারের প্রধান নেই যে তার পরিবারকে সুখী দেখতে চায় না।
আপনি তার উপর রাগ হওয়ার আগে, আপনার স্বামী কী করেছেন তা দেখুন এবং চিন্তা করুন।
সবাই যে এক তা বলছি না, অনেক স্বামী আছে যারা পুরুষ জাতী নামের কলঙ্ক তাও আমরা জানি। আমি শুধু তাদের কথা বললাম যারা নিজের সংসারের জন্য নিজস্ব প্রয়োজন টুকুও মাটি চাপা দেয়। ..... ইকবাল।
বিমানবন্দরের #বিনা_খরচে করোনা পরীক্ষার সঠিক নিয়ম: সংযুক্ত আরব আমিরাত বা দুবাইগামী কর্মী ভিসাধারীদের জন্য বিমানবন্দরে বিনামূল্যে করোনা পরীক্ষায় এই ফর্ম পূরণ করতে হবে। পূরণ করা ফর্ম দোতলার প্রবাসী কল্যাণ ডেস্কে জমা দিয়ে একটি প্রত্যয়ন পত্র নিতে হবে। সেটি নমুনা দেয়ার জন্য নিবন্ধনের সময় জমা দিতে হবে। তথ্যসূত্র: প্রবাসী কল্যাণ ডেস্ক, ঢাকা বিমানবন্দর ।
ইউরোপের দেশ সার্বিয়ায় বাংলাদেশি কর্মী যাওয়া শুরু I Serbia ভিসা BanglaVision 12 Jun 2021
৪০ হাজার কর্মী নেবে রোমানিয়া | সম্ভাবনাময় নতুন এই শ্রমবাজারের সুযোগ কাজে লাগাতে চায় সরকার 3Nov.21
কেউ যদি ক্যান্সার আক্রান্ত হয়ে থাকেন, কিডনী সমস্যায় ডায়ালাইসিস নিতে হচ্ছে অথবা লিভার সিরোসিস রোগে ভুগছেন।
টাকার জন্য চিকিৎসা করতে পারছেন না? কিছু টাকা পেলে চিকিৎসা করাতে পারবেন?
উপরে যেসব রোগের কথা বলেছি সেসব রোগীদের জন্য সমাজকল্যান অধিদপ্তর থেকে সরকারিভাবে এককালীন ৫০ হাজার টাকা সাহায্যে করছে।
★ কারা এই সহায়তা পাবেন
১) ক্যান্সার আক্রান্ত রোগী
২) কিডনী রোগে আক্রান্ত
৩) লিভার সিরোসিস
★ সহায়তা পেতে কিভাবে আবেদন করতে হবে, বিস্তারিত বলে দিচ্ছি।
পোস্টে দেওয়া লিংকে গিয়ে একটি PDF ফাইল দেওয়া আছে সেটা ডাউনলোড করবেন।
তারপর PDF ফাইলটি ওপেন করে ৬ টি পৃষ্ঠা দেখতে পারবেন। প্রথমেই সেখানের ১ম পৃষ্ঠার দিক নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে নিবেন। তারপর বাকি ৫ টা পৃষ্ঠা ডাউনলোড করে প্রিন্ট করে নিবেন।
তারপর রোগীর নাম, ঠিকানা, বয়স, জাতীয় পরিচয়পত্র নাম্বার ও অন্যান্য সকল তথ্য পূরণের পর, পরিশিষ্ট-২ (ক) পৃষ্ঠাটি ডাক্তার পূরন করবে।
ধরুন আপনি কিডনী রোগী, আপনি একজন যে কিডনী বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসাধীন আছে অথবা আপনার রোগ বিষয়ে অবগত ডাক্তার দ্বারা আপনি পরিশিষ্ট-২ (ক) পেইজটি পূরন করবেন। সেখানে ডাক্তার আপনার নাম, আপনার রোগের ধরন লিখে দিয়ে নিজের একটি সীল দিয়ে দিবে, ডাক্তারকে অবশ্যই এই সহায়তার বিষয়ে আগে বিস্তারিত জানিয়ে নিবেন।
তারপর পরিশিষ্ট-২ (খ) ফরমটিতে লিখে দিবেন যে আপনি পূর্বে কিডনি, লিভার, ক্যান্সার রোগের জন্য সরকার থেকে কোন সহায়তা নেননি।
★ PDF ফাইলের ১ম পৃষ্ঠার নির্দেশনা দেখে দেখে ফরমটি সঠিকভাবে পূরন করার পর সেটাকে ১ম গ্যাজেটেড কর্মকর্তার সত্যায়িত সীল নিয়ে সেটা জমা দিবেন আপনার জেলা অথবা উপজেলা সমাজকল্যাণ অফিসে।
★ অবশ্যই মনে রাখবেন, রোগীর নিজ নামে ব্যাংক একাউন্ট থাকতে হবে, রোগী নিজ নাম বাদে অন্যকারো একাউন্ট থেকে এই সহায়তার টাকা তোলা যাবে না।
যথাযথভাবে জমা দেয়ার সকল প্রক্রিয়া শেষে টাকা পেতে আনুমানিক ৩-৪ মাসের মত সময় লাগতে পারে।
*বিদ্রঃ অনলাইনে আবেদন না করে, পিডিএফ ডাউনলোড করে ফরম পূরণ করে নিজ জেলা বা উপজেলায় আবেদন পত্র জমা দিলে বেশি দ্রুত রেসপন্স পাওয়ার সম্ভাবনা থাকে।
ফরম পূরনের ক্ষেত্রে যদি কোন কিছু না বুঝেন, তবে আমাকে মেসেজ দিয়ে জানাতে পারেন যে আপনি কোন অংশটি বুঝেননি।
ছবি : ব্যাংক চেকটি এক ভাই তার মায়ের চিকিৎসা সহায়তার জন্য আবেদন করে পেয়েছিলেন। উনার পেতে সময় লেগেছিল আনুমানিক ৪ মাস।
#আবেদন_ফরম_লিংক:
http://www.dss.gov.bd/site/forms/2ed23ede-dfc7-45c4-a70e-
http://www.welfaregrant.gov.bd/
Copy post
Click here to claim your Sponsored Listing.
ইকবাল এয়ার ইন্টারন্যাশানাল
আসসালামু আলাইকুম। আমরা শুধুমাত্র কম্বোডিয়া, সৌদি, ব্রুনাই, কাতার, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিট, এয়ার টিকেট সহ ভিসা প্রসেসিং সংক্রান্ত বিষয়ের উপর কনসালটেন্ট করে থাকি । আমরা ভিসার আগে কোন টাকা নেই না, নিজস্ব খরচে ভিসা প্রসেসিং করে থাকি । আপনারা ভিসা বুঝে পেয়ে তা যাচাই বাছাই করে পরে টাকা দিবেন । আমরা কাজ করি ১০০% স্বচ্ছতা,নিশ্চয়তা ও গ্যারান্টি দিয়ে । আমাদের পরবর্তী জব অফার জানতে এই https://www.facebook.com/iqbalairinternationalbd/ পেজে লাইক দিয়ে রাখুন ।
যোগাযোগ :
ফোন নাম্বার: 0248956123, 01312007771, 01312007772, 01312007775
ই - মেইল : [email protected],[email protected]
Videos (show all)
Contact the business
Telephone
Website
Address
Uttarati
1230
Dhaka-Chittagong Highway, সিতাকুন্ড
Uttarati
BANGLADESH GARMENTS
House # 53, Road # 03, Sector # 03
Uttarati, 1230
This is a Consultancy Firm . It is a Quality House of Business Consultancy
Dakshin Khan Bazar
Uttarati, 1230
Empowering Artisans. Paving paths to prosperity with a transformative brand. One Plate since 2020
10
Uttarati
Don't break down, don't despair, help will come, this is God's promise, know that God's help is near.
Plot No 23 &, 25 Sonargaon Janapath
Uttarati, 1230
HRS is set to become an advanced digital service trust symbol. Maximum customer service is the main goal of "HRS Digital". We are providing all the services of digital marketing in...
Uttarati, 1230
This page is about making your online earning easier and effective, to solve your daily online related problems. Currently, This is the most trusted and influential page in Banglad...
Sabuz Nill Tower 3rd Floor Lift-2, , Shah Kobir Mazat Road, Azampur, Uttara
Uttarati
We are readymade garments Wholesaler/Exporter/Visited Country🇧🇩🇸🇦🇦🇪🇮🇳🇲🇾🇸🇬(www.rmnint.com)
7/33
Uttarati
Official and Design work is done here. Such as logo, cover page, product descriptions, Photo edit, and various online works, job applications and professional CV by skilled authors...
Uttara Dhaka 1230
Uttarati
Delivery charge free for uttara area. Please Inbox for order. #NS#NS Accessories Online. Com #Uttara