Sanaz Miracle Hair Oil

100% homemade oil. Sanaz Miracle Hair oil is made with 35-40 herbal ingredients. Using the oil will solve any problem of hair.

It is chemical free and Paraben free.

Photos from Sanaz Miracle Hair Oil's post 25/12/2021

This is the Review of our Sanaz user Zeba apu
Thanks Zeba apu, for sharing your experience by giving review.

・・・
Hlw everyone I'm back with another review of one of the most hyped and prestigious hair oil brand Sanaz Miracle Hair Oil
🌼 tasnia jebaa give us a Excellent review
🌸 few weeks ago, this organic hair oil was send by Sanaz Miracle Hair Oil community 😍
It contains almost 23 herbs ingredients and 8 oil! There is no chemical used in this oil. I love how this oil nourishing my hair. Control hair fall & helps to grow new hair. It’s noticeable how this oil shiny & healthy.

🇧🇩

10/12/2021

ডি. জে সামান্তা আছে সানাজের সাথে💥
DJ Samanta
চুলের সম্পূর্ণ সমস্যার সমাধান পাবেন 100% ইনশাআল্লাহ।
চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে খুশকি দূর হবে, চুল লম্বা হবে ঘন হবে সিল্কি এবং স্মুথ হবে ইনশাআল্লাহ।
টাক মাথায় চুল গজাবে ১০০%
দাড়ি ঘন হবে এবং চোখের ভুরু ঘন হবে ইনশাআল্লাহ।
ছেলে মেয়ে বাচ্চা সব বয়সের সবাই ব্যবহার করতে পারবে কোন ধরনের পার্শপ্রতিক্রিয়া নাই।
পেইজটা অবশ্যই ঘুরে দেখে যাচাই বাছাই করবেন।

09/12/2021

First live with sabrina apu❤️❤️❤️

09/12/2021

Sabrina apu 😍

09/12/2021

🤩🤩🤩

Photos from Sanaz Miracle Hair Oil's post 08/12/2021

Thank you DJ SAMANTA

https://www.facebook.com/samanta.khan.9843

08/12/2021

Homemade soap
Instant glow soap
Perfect for Winter
Skin will be more 2-3 shade glow
Skin will be softer and soothing
Totally brightest soap🥰🥰

08/12/2021

চুলের সম্পূর্ণ সমস্যার সমাধান পাবেন 100% ইনশাআল্লাহ।
চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে খুশকি দূর হবে, চুল লম্বা হবে ঘন হবে সিল্কি এবং স্মুথ হবে ইনশাআল্লাহ।
টাক মাথায় চুল গজাবে ১০০%
দাড়ি ঘন হবে এবং চোখের ভুরু ঘন হবে ইনশাআল্লাহ।
ছেলে মেয়ে বাচ্চা সব বয়সের সবাই ব্যবহার করতে পারবে কোন ধরনের পার্শপ্রতিক্রিয়া নাই।
কল করে অর্ডার করুন আজই 01677865866
পেইজটা অবশ্যই ঘুরে দেখে যাচাই বাছাই করবেন।

07/12/2021

আমাদের অনেক সময় একটাই কমন প্রশ্ন থাকে কাস্টমার এর পক্ষ থেকে আপনাদের তেলের দাম এত বেশি কেন??

বাজারের খোলা নারিকেল তেল ও সস্তা ভেজাল নারিকেল তেল ব্যবহার করিনা এই তেলে ।
১ লিটার নারিকেল তেল বানানোর জন্য কমপক্ষে সাতদিন দরকার, দুইটা শ্রমিক ২-৩ দিন কাজ করলে ১ লিটার নারিকেল তেল বানানো সম্ভব।
খাঁটি ভেজালমুক্ত ১ লিটার নারিকেলের বাজার মূল্য ৯০০ থেকে ১০০০ টাকা সেখানে আমরা নারিকেল তেল সহ আটটি তেল এখানে ব্যবহার করেছি। সর্বমোট উপাদান ও বিভিন্ন তেল সমন্বয়ে ৩০ থেকে ৩৫ টি উপাদান ব্যবহৃত হয়েছে।
বাজারের অন্যান্য জায়গায় যে মূল্য তার থেকে অধিক কম প্রাইজে আমরা বিক্রি করি তাই আমরা দাম বেশি রাখছি না এবং অতিরিক্ত লাভ করে ব্যবসা করছি না।
ধন্যবাদ

05/12/2021

sanaz miracle glow soap
যদি এটা ব্যবহার করেন তাহলে ফলাফল খুব তাড়াতাড়ি পাবেন🥰🥰

oil🤩 নিয়ন্ত্রণ করে।
🤩ভিটামিন সি বার্ধক্যের লক্ষণগুলি হ্রাস করে এবং সুরক্ষিত, ক্ষতিগ্রস্থ, প্রাণহীন চেহারার ত্বকে নমনীয় এবং উজ্জ্বল করে তুলে।
🤩কালো দাগ এবং ব্রণ / পিম্পলগুলির চিহ্ন হ্রাস করে।
🤩ত্বকের নমনীয়তা বৃদ্ধি করে।
🤩ত্বকের মৃত কোষ গুলো পরিষ্কার করে।
🤩লাল তিলের স্পট গুলো কমায়।
🤩 ৬-৭ শেড উজ্জ্বলতা বাড়ায়।
🤩দিন এবং রাতে ব্যবহার করতে পারবেন।
🌸এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

Photos from Sanaz Miracle Hair Oil's post 04/12/2021

https://www.facebook.com/sabrinamostafa123/

Cute meye 🥰🥰🥰

03/12/2021

সানাজ ১৯ হাজার পরিবারের সংঙ্গী🌺🌹

03/12/2021

চুলের ভালোবাসায় সানাজের কেয়ার
প্রকৃতির ভালোবাসি বলেই প্রাকৃতিক জিনিস কে তৈরি করেছে আমাদের তেলটি 100% অর্গানিক 🌺🌺🌺🌺

03/12/2021

Sanaz miracle glow soap
Price:350 tk
সাবানটি দশটি মাল্টি- ভিটামিনের সমন্বয়ে তৈরি যা আপনার ত্বককে প্রথম ওয়সেই করবে উজ্জ্বল, কোমলও আকর্ষনীয়।
কার্যকারিতাঃ
✅ব্রণের দাগ দূর করে।
✅বয়সের ছাপ পড়াকে রিমুভ করে।
✅নিস্তেজ ত্বককে পরিষ্কার করে ও সতেজতা ফিরিয়ে আনে।
✅লোমকূপের ভেতরের বর্জ্য পরিস্কার করে এবং বাহিরের অমসৃণতা দূর করে ত্বককে মসৃণ করে।
✅ত্বকে জল ও তেলের ভারসাম্য রক্ষা করে।
✅বলিরেখা দূর করে।
✅ব্ল্যাকহেডস রিমুভ করে।
✅ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
❇️অতি সংবেদনশীল ত্বকের জন্য ব্যবহার করা যেতে পারে।
👉 অর্ডার করতে ইনবক্স করুন।
মোবাইলঃ 01677865866

29/11/2021

১০০% চুল পরা একদম বন্ধ করে নতুন চুল গজাবে। চুলের যে কোন সমস্যার সমাধান করবে।

29/11/2021

হটাৎ কেনে গেলো লাইভ😭😭😭

28/11/2021

❤️ আপনাদের জন্য ভালোমানের নারিকেল বাছাই করা হচ্ছে, খাঁটি নারিকেল তেল তৈরি করার জন্য।বাছাই করে বাছাইকৃত সবচেয়ে ভালো মানের ১২০ জোড়া নারিকেল দিয়ে এবার আপনাদের জন্য তেল তৈরী করা হচ্ছে। এই তৈরীর পুরো প্রস্তুত প্রণালি আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ।

28/11/2021

সপ্তাহে কতবার চুলে তেল লাগানো উচিত?
চুলে তেল লাগানো খুবই দরকার। তেল আমাদের চুলের জন্য অত‍্যন্ত প্রয়োজনী। তেল চুলে পুষ্টি যোগায় এবং চুল গজানোর জন্যও খুবই কার্যকরী। তেলের সব পুষ্টি পাওয়ার জন্য আমাদের মাথার তালুতে খুব ভালো করে আঙুল দিয়ে তেল মালিশ করা জরুরি। খুব ভালো করে মালিশ করার ফলেই কিন্তু তেল আমাদের চুলের গোড়ায় পৌঁছাতে পারে। তেল আমাদের হেয়ার ফলিকেল্সের জন্য পুষ্টি যোগায় যার ফলে খুব তাড়াতাড়ি আমাদের চুল বেড়ে ওঠে।

কতবার চুলে তেল লাগানো উচিত?

বিভিন্ন ধরণের ত্বকের জন্য বিভিন্ন রকমের তেল লাগানোর প্রয়োজন। চুলে কতবার তেল দিতে হবে তা সম্পূর্ণ চুলের ধরণের উপর নির্ভর করে।যাদের শুষ্ক চুল তাদের চুল পড়ে যাওয়া এবং ভেঙে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে। তাদের সপ্তাহে বেশি তেল লাগানো উচিত। সপ্তাহে ২-৩ বার তেল লাগানো খুবই প্রয়োজনীয় এই ধরণের চুলের জন্য।

তৈলাক্ত চুলঃ
যাদের তৈলাক্ত চুল, তাদের সপ্তাহে একবার তেল লাগালেই যথেষ্ট। তৈলাক্ত চুলে আবার বেশি তেল লাগানো একদম উচিত না। বেশি তেল লাগালে তা আমাদের চুলকে তেলতেলে করে তোলে যা একদমই দেখতে ভালো লাগেনা। তাই যাদের তৈলাক্ত ত্বক তাদের সপ্তাহে একদিনের বেশী তেল লাগানো উচিত না।

স্বাভাবিক চুলঃ

যাদের স্বাভাবিক চুল তাদের খুব সহজেই সামলানো যায়। তাদের চুল খুবই স্বাস্থ্যকর হয়। তাই খুব বেশি তেল লাগানোর প্রয়োজন নেই। তাও মোটামুটি সপ্তাহে দুবার তেল লাগাতে হবে তাদের।এইটাও মনে রাখতে হবে যে যেধরনেরই ত্বকই হোক না কেন সপ্তাহে অন্তত একবার তেল লাগানো উচিত।

অন্যান্য কারণঃ
আমাদের চারিদিক দূষণে ভরে উঠেছে। দূষণ আমাদের চুলের ক্ষতি করছে। এই সমস্যার উপকার পাওয়ার জন্য চুলে তেল লাগানো খুবই জরুরি।

চুলে যদি আয়রন বা ক্ষতিকারক কেমিক‍্যাল না লাগানো হয় তাহলে সপ্তাহে দুবার তেল লাগানো যথেষ্ট। আবার যদি চুলের স্টাইলিং এর জন্য প্রচন্ড গরম আয়রন বা চুলের জেল লাগানো হয় তাহলে প্রথমে যত তাড়াতাড়ি সম্ভব সেটা চুল থেকে সম্পূর্ন ধুয়ে ফেলা। তারপর সপ্তাহে ২-৩ বার চুলের গোড়ায় ভালো করে তেল দেওয়া প্রয়োজন।

আমরা আগেই জেনেছি চুলে তেল লাগানো খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল রাখতে হবে যে তেল চুলে অন্তত আধ ঘন্টা যেন লাগিয়ে রাখা হয়। আবার ২৪ ঘন্টার বেশি সময় চুলে তেল দিয়ে রাখা একেবারেই উচিত না।

কারণ বেশি সময়ের জন্য চুলে তেল লাগিয়ে রাখলে আমাদের চুলের সাথে ময়লা,ধুলো বালিও লেগে যায় যা আমাদের চুলের জন্য ক্ষতিকারক। এর ফলে আমাদের চুল সঠিক ভাবে বাড়তে পারেনা এবং চুলের ক্ষতিও হয়ে যায়। তাই খেয়াল রাখতে হবে যে খুব বেশিক্ষণ যেন চুলে তেল না লাগানো থাকে।

যদি সারা রাত চুলে তেল লাগিয়ে রাখা যায় তাহলে সেইটা আমাদের চুলের জন্য সবচেয়ে বেশি উপকারী। সারা রাত তেল লাগানো থাকলে তা আমাদের চুলের গোড়া পর্যন্ত পৌঁছায়। নারকেল তেল বা অন্য কোনো চুলের তেল গরম করে চুলে লাগাতে পারলে সেইটা আরো বেশি কার্যকরী। কারণ গরম তেল চুলের একদম গোড়া অবধি পৌঁছায় এবং চুলের যত্ন করে।

Photos from Sanaz Miracle Hair Oil's post 26/11/2021

ভেজালের ভিড়ে ১০০% খাঁটি ভেষজ তেলের নিশ্চয়তা!
অবশ্যই চুল পরা বন্ধ করবে, মাথায় নতুন চুল গজাবে, চুল লম্বা ও ঘন এবং কালো করবে, খুশকি দূর করবে এবং চুলের যে কোনো সমস্যা সমাধান করবে, ইন শা আল্লাহ। ৩০ থেকে ৩৫ টি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই হারবাল তেল টি ব্যাবহার করতে পারেন চোখ বন্ধ করে। আমরা নিশ্চিত ব্যবহারের পর অবশ্যই আপনার পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত হবে।
এখনই ইনবক্স করুন অথবা কল করুন
01677865866

24/11/2021

🤰🤰বাচ্চা হবার পর অনেক চুল পড়ছে?? 🤰🤰
গর্ভবতী অবস্থায় নারীর চুল নতুন জীবন পায়। চুল বেশ ঘন হয় এবং দেখতেও সুন্দর হয়ে ওঠে। কিন্তু বাচ্চা প্রসবের পরই শুরু হয় বিপত্তি। “যেদিকে যাই শুধু চুল আর চুল” এমন বলতে শোনা যায় অনেককে। কারন তখন অনেক বেশী চুল পড়ে। বিছানায়, ঘরে, বাথরুমে প্রচুর চুল দেখতে পাওয়া যায় তখন। এটা কিন্তু কোনো ভিটামিনের অভাবে হয় তা কিন্তু না। গর্ভাবস্থায় শরীরে অ্যাস্ট্রোজেন নামক হরমোন বেড়ে যায় যার ফলে চুল নতুন প্রাণ পায়। আবার প্রসবের পর এই হরমোন কমে যায় তাই তখন চুল পড়ে যায়। যা খুব স্বাভাবিক। প্রসব পরবর্তী সময়ে ছয় মাস পর্যন্ত চুল পড়বে এটা স্বাভাবিক। কারো কারো এক বছর পর্যন্ত চুল পড়তে থাকে। অনেকে বলেন যে নিজেকে টাক মনে হওয়া শুরু হয়েছে তার এত বেশী চুল পড়ার কারণে। হরমোনাল কারণে এই চুল পড়া পুরোপুরি রোধ করা তো সম্ভব নয় তবে কিছু ঘরোয়া উপায় আছে যা করলে চুলের এই দুর্দশা অনেকাংশেই দূর করা সম্ভব।
😍 গরম তেল ম্যাসাজ 😍
তেল চুলের জন্য খুব ভালো একটি কন্ডিশনার। রাতের বেলা তেল মাথায় দিয়ে সকালে শ্যাম্পু করে নেয়া- এ পদ্ধতি চুলের যত্নে অনেক সচেতন নারীই অবলম্বন করে থাকেন। গরম তেলের ম্যাসাজ চুলকে আরো প্রাণবন্ত করতে সক্ষম। কারণ হালকা গরম তেল স্কাল্পে ম্যাসাজ করলে সেখানকার চামড়ায় রক্ত সঞ্চালন বেড়ে যায় যা চুলকে যোগায় শক্তি। প্রেগন্যান্সির পর চুল পড়ার সমস্যা দূর করতে তাই এই পদ্ধতি ব্যবহার করলে চুল পড়া তো কমেই সাথে গরম তেলের ম্যাসাজ এক ধরণের প্রশান্তিও এনে দেয়। এক্ষেত্রে বেস্ট হবে এক্সট্রা ভার্জিন গ্রেড নারিকেল তেল বেছে নেয়া। কারণ এটি বিশুদ্ধ থাকে, আর এন্টি অক্সিডেন্ট এবং ভিটামিন ই সমৃদ্ধ

যা লাগবে:

১. একটি বড় গভীর ধরণের চামচ, বিশেষ করে ডালের চামচ হলে ভাল হয় কারণ এই চামচ গভীর হয়ে থাকে।
২. সানাজ তেল
৩. মিল্ক প্রোটিন সমৃদ্ধ স্যাম্পু

চামচে নারকেল তেল নিয়ে গ্যাসের চুলা বা মোমবাতির আগুনের ওপর কিছুক্ষণ ধরে রাখুন। তেল গরম হয়ে গেলে একটি বাটিতে রেখে দিন। তেল হালকা গরম থাকা অবস্থায় চুলের প্রতিটি শ্যাফটে ধীরে ধীরে তেলটা ম্যাসাজ করে নিন। এরপর তোয়ালেটি গরম পানিতে ভিজিয়ে সহ্য করা যায় এমন গরম থাকা অবস্থায় তোয়ালে দিয়ে মাথা ঢেকে রাখুন। প্রায় আধঘন্টা এভাবে রেখে ঠাণ্ডা পানিতে চুল শ্যাম্পু করে নিন।

👇পরিশিষ্ট👇

চুল ছোট হোক আর বড়, প্রেগন্যান্সির পর চুল পড়বেই। কিছু সতর্কতা এবং একটু যত্ন আপনার চুলকে রাখতে পারে শক্ত ও মজবুত। কিন্তু এত যত্নআত্তি সত্ত্বেও অনেক বেশী চুল পড়তে থাকলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। হতে পারে কোনো ভিটামিনের অভাবে চুল পড়ছে। সাধারণত আইরন, জিঙ্ক এসবের অভাবে এমন হয়। তবে সাধারণত বাচ্চা প্রসবের পর ডাক্তার এমনিতেই প্রয়োজনীয় ভিটামিন রিকমেন্ড করে থাকেন। অন্য কোনো সমস্যা আছে কীনা তা ডাক্তারের কাছ থেকে জেনে নিতে পারেন, তবে আগে এই পদ্ধতি অবলম্বন করে দেখুন একবার। হতে পারে এতেই সমস্যা দূর হয়ে গেল!

23/11/2021

🦋🦋🦋

23/11/2021

Beautiful hair with this miracle hair oil 🥰🥰🥰

23/11/2021

🚫 তেল ও অন্যান্য জিনিসে ওজন ফাঁকিবাজি 🚫
আমরা আজকাল অনেক কিছু কেনাকাটা করি। যারা আমরা তেল নিয়ে কাজ করছি এর ভিতর নানান ভেষজ উপাদান দেয়। সব মিলিয়ে জেনে অথবা না জেনে ওজনে ফাঁকি দিচ্ছি।
লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ওজন ও পরিমাণে কমবেশি করা জঘন্যতম গুনাহ। কাউকে ঠকানোর মাধ্যমে উপার্জন করা মানবিক দৃষ্টিকোণ থেকেও অপরাধ। সীমাহীন লোভ ও দুষ্ট অভ্যাসের কারণেই অবৈধ পন্থায় উপার্জনের পেছনে ছোটে মানুষ। এতে বরকত নেই, বরং বিভিন্ন রকমের ক্ষতি রয়েছে।
পবিত্র কোরআন ও হাদিসে এ ধরনের কাজকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। যারা এমন করে তাদের নিন্দা করা হয়েছে।
এ কাজ তাদের পরকালীন দুর্ভোগের কারণ হবে বলেও উল্লেখ করা হয়েছে।

আল্লাহ বলেন, ‘যারা মাপে কম দেয়, তাদের জন্য দুর্ভোগ।
(সূরা মুতাফফিফিন, আয়াত : ১-৬)

অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা সঠিক ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না। ’ (সুরা রহমান, আয়াত : ৭-৯)।

অন্যত্র বলা হয়েছে, ‘তোমরা মাপ ও ওজন পূর্ণ করে দাও ন্যায়নিষ্ঠার সঙ্গে। আমরা কাউকে তার সাধ্যের অতিরিক্ত কষ্ট দিই না। ’ (সুরা আনআম, আয়াত : ১৫২)।

পরিমাপে ও ওজনে কম দেওয়ার ফলে আল্লাহ তাআলা ফসলের উৎপাদন কমিয়ে দেন ও দুর্ভিক্ষ দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘দুর্ভোগ তাদের জন্য, যারা মাপে কম দেয়, যারা মানুষের কাছ থেকে ওজন করে নেওয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে, আর যখন মানুষকে মেপে কিংবা ওজন করে দেয়, তখন কম দেয়। ’ (সুরা মুতাফফিফিন, আয়াত : ১-৩)

রাসুল (সা.) একবার পরিমাপকারী ও দাঁড়িপাল্লা দ্বারা ওজনকারী ব্যবসায়ীদের বলেন, ‘তোমাদের ওপর এমন দুইটি জিনিসের দায়িত্ব অর্পণ করা হয়েছে, যে জিনিস দুইটির দায়িত্ব পালনে অবহেলা করার কারণে তোমাদের আগের উম্মত ধ্বংস হয়ে গিয়েছিল। ’ (তিরমিজি)
অন্য হাদিসে তিনি বলেন, ‘বিচারের দিনে (অসৎ) ব্যবসায়ীদের হাশর হবে ফাসিক, কাফির ও বদকারী হিসেবে, তবে তাদের মধ্যে যারা মুত্তাকি, পুণ্যবান ও সত্যবাদী, তাদের এমনটি হবে না। (মিশকাত, পৃষ্ঠা নং : ২৪৪)

23/11/2021

"চুলের যত্নে মায়ের ভালোবাসা পুরোটাই প্রাকৃতিক "
সেই অর্থে বলতে গেলে আমাদের তেলের প্রতিটি উপাদান প্রাকৃতিক। কিছু কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য মানুষের অনলাইনে প্রতি বিশ্বাস উঠে গিয়েছে আর আমরা আস্থা অর্জন করতে চাই। যে কথা রাখতে পারব সেই কথায় আমরা বলব আশা করি।আপনার চুলের সৌন্দর্য এবং চুলের যত্নে আমাদের সানাজ তেলটি আপনার ঘরের সদস্য হয়ে থাক আমরা এটাই চাই।

Photos from Sanaz Miracle Hair Oil's post 22/11/2021

ভেজালের ভিড়ে ১০০% খাঁটি ভেষজ তেলের নিশ্চয়তা!
চুল পরা বন্ধ করবে, মাথায় নতুন চুল গজাবে, চুল লম্বা ও ঘন এবং কালো করবে, খুশকি দূর করবে এবং চুলের যে কোনো সমস্যা সমাধান করবে, ইন শা আল্লাহ। ৩০ থেকে ৩৫ টি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই হারবাল তেল টি ব্যাবহার করতে পারেন চোখ বন্ধ করে। আমরা নিশ্চিত ব্যবহারের পর অবশ্যই আপনার পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত হবে।
এখনই ইনবক্স করুন অথবা কল করুন
01677865866

21/11/2021

হারবাল তেলের মূল উপকরণ হলো নারিকেল তেল
তবে সেটি হতে হবে অবশ্যই ১০০% খাঁটি ও বিশুদ্ধ।
নারিকেল তেল বানানোর জন্য চাই ধৈর্য এবং সাধনা। নারিকেল কাটা থেকে শুরু করে শুকনা করতে দীর্ঘ একটি সময় দরকার। সব মিলিয়ে ১ লিটার নারিকেল তেল বানাতে ৮-১০ টি নারিকেল লাগে।
সানাজ মিরাকল তেলটি তৈরী করতে আমরা বাজারের নারিকেল না কিনে সরাসরি নারিকেল বাগান থেকে নারিকেল বাছাই করে সেই নারিকেল দিয়ে তৈরি করি।
আমরা ভেজালের যুগে আপনাদের হাতে ১০০% ক্যামিক্যালমুক্ত খাঁটি বিশুদ্ধ তেলটি আপনাদের হাতে হাতে পৌঁছাতে আমাদের একটি ছোট উদ্যোগ।
আমাদেরকে বিশ্বাস করতে পারেন ❤️

20/11/2021

চুলে তেল ব্যবহারের উপকারিতা
বর্তমানে বাজারে অনেক তেল পাওয়া গেলেও ভেষজ তেলের কোনো বিকল্প নেই। তাই ভেষজ তেল দিয়ে রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে চুলে তেল ব্যবহারের উপকারিতাগুলো এখানে দেওয়া হল।

কন্ডিশনিং: যতই দামী ‘হারবাল’ শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম ও অন্যান্য চুলের প্রসাধনী ব্যবহার করুন না কেনো, এগুলো চুল ভালো রাখতে প্রাচীন ও দীর্ঘ মেয়াদী পদ্ধতিগুলোর মতো নয়। বরং তেল চুলের গভীরে যায় এবং ভালো কাজ করে।

রক্ত সঞ্চালন: নিয়মিত তেল মালিশ করার সব চেয়ে ভালো সুবিধা হল এটা মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায়। সারা মাথায় সুন্দরভাবে তেল ছড়িয়ে গেলে তা চুলের প্রয়োজনীয় পুষ্টি সরবারহ করে।

চুল পড়া কমায়: নিয়মিত তেল মালিশ করার অন্যতম উপকারিতা হল এটা চুল পড়া কমানোর পাশাপাশি চুল গজাতে সাহায্য করে। তাই চুলের সঙ্গে মানানসই ও তার প্রয়োজনীয় পুষ্টি সরবারহ করবে এমন তেল- জলপাই, নারিকেল, এমনকি চুল ঘন করে- এই ধরনের তেল নিয়মিত ব্যবহার করতে পারেন।

জট মুক্ত চুল: কোঁকড়া ও জটালো চুল নিয়ন্ত্রণ করা বেশ কঠিন, বিশেষ করে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায়। রাতে চুলে তেল দেওয়া বা গোসলের এক ঘণ্টা আগে চুলে তেল লাগিয়ে এই সমস্যার সমাধান করা যায়। যদি বাইরে যাওয়ার সময় চুল খুব বেশি এলোমেলো হয়ে থাকে তাহলে হাতে সামান্য তেল নিয়ে তা সারা মাথায় বুলিয়ে নিন। তবে খুব বেশি যেন না হয়।

20/11/2021

"পুরোটাই প্রাকৃতিক"🦋🦋🦋

20/11/2021

খুশকি দূর করতে সানাজ মিরাকল তেলটি ব্যবহারের নিয়ম
নারিকেল তেল ও লেবু খুশকি দূর করতে খুব ভালো কাজ করে। দুই টেবিল-চামচ নারিকেল তেল ও সমপরিমাণ লেবুর রস একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে মালিশ করুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন।

19/11/2021

সানাজের সবচেয়ে লক্ষী ক্লাইন্ট🥰🥰🥰

19/11/2021

Butterfly with Sanaz Miracle Hair Oil 🦋🦋🦋

19/11/2021

শীতে চুলের যত্নে সানাজ তেল
শীতকালে চুল রুক্ষ হয়ে যাওয়া খুবই সাধারণ সমস্যা৷ শুষ্ক আবহাওয়ার জন্য চুল আর্দ্রতা হারায়৷ চুলের আর্দ্রতা ফেরাতে অয়েল মাসাজ করা প্রয়োজন হলেও খুস্কির সমস্যার জন্য অনেকেই তেল দিতে ভয় পান৷ জেনে নিন অয়েল মাসাজ কেন প্রয়োজন শীতে৷
চুল তৈরি প্রোটিন দিয়ে৷ চুলের বৃদ্ধির জন্য ভিটামিন ও অন্যান্য পুষ্টির প্রয়োজন৷ তেল ভিটামিনের কাজ করে সেই পুষ্টি জোগায়৷ শীতকালে যারা চুল ওঠার সমস্যা ভোগেন তারা তাই অয়েল মাসাজ করলে উপকার পাবেন৷
শীতকালে চুল ওঠার প্রধান কারণ স্ক্যাল্প শুষ্ক হয়ে গিয়ে চুলের গোড়া দুর্বল হয়ে যাওয়া৷ অয়েল মাসাজ চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুলের গোড়া শক্ত করে৷
শীতকালে ধুলো, ময়লা বেশি থাকার কারণে খুস্কি হয় মাথায়৷ আর চুল পড়ার সবচেয়ে বড় কারণ খুস্কি৷ অয়েল মাসাজ স্ক্যাল্প শুষ্ক হয়ে যাওয়া রোধ করে খুস্কি কমাতে সাহায্য করে৷
হালকা গরম তেল মাথায় মাসাজ করলে রক্ত সঞ্চালন ভাল হয় মাথায়৷ স্ট্রেস দূর করে রিল্যাক্স করতে সাহায্য করে৷

18/11/2021

Ek jon apu 2020 e ei oil ta niyeshilo. honest review shelo r shetai amra chai
Ajke album dhekte dhekte pelam
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

Photos from Sanaz Miracle Hair Oil's post 15/11/2021

মাথা ভর্তি কালো ও ঘন চুল আপনার ব্যাক্তিত্ব কে ফুটিয়ে তোলে। কিন্তু আজকের যুগে সকল বয়সের নারী ও পুরুষের অন্যতম সমস্যা চুল পরা, খুশকি, চুল ফ্যাকাশে ভাব হওয়া। এর অন্যতম কারন চুলের অযত্ন এবং সস্থা ও ক্ষতিকর ক্যামিক্যাল যুক্ত তেল ব্যবহারের ফল৷ তাই সানাজ নিয়ে এল সম্পুর্ণ প্রাকৃতিক ভাবে তৈরিকৃত ১০০% কার্যকরী মিরাকল তেল।
যা আপনার,
* চুল পড়া বন্ধ করবে।
* নতুন চুল গজাবে।
* খুশকি দূর করতে সাহায্য করবে।
* চুল ঘন ও লম্বা হবে।
* এই তেলটি ব্যবহারে চুলের যে কোনো জটিল সমস্যার সমাধান করবে, ইন শা আল্লাহ৷
যে কোনো বয়সী ভাই ও বোনের জন্য কার্যকরী।
আজই অর্ডার করুন আমাদের সানাজ মিরাকল ওয়েলটি।
১০০% বাড়িতে তৈরি দেশীয় পন্য।

13/11/2021

Our Official Instagram account
Scan Now🥰🥰🥰

Vous voulez que votre entreprise soit Société De Santé Et De Beauté la plus cotée à Ammi Moussa ?
Cliquez ici pour réclamer votre Listage Commercial.

Vidéos (voir toutes)

Site Web

Adresse


Ammi Moussa

Autres Boutique de cosmétiques à Ammi Moussa (voir toutes)
Hair Color Shampoo Hair Color Shampoo
House: C-1, Near WASA Office, Mohammadpur BRTC Bus Stand Dhaka, Dhaka Division
Ammi Moussa, 1207

Cosmétique YaNis Cosmétique YaNis
Cosmétique YaNis, V4G4+X39، Rue Commandant Si Ali، Ammi Moussa
Ammi Moussa, 48086