বর্ণসজ্জা
Nearby media companies
KOLKATA 700011
KOLKATA 700011
KOLKATA 700011
KOLKATA 700011
KOLKATA 700011
KOLKATA 700034
KOLKATA 700011
KOLKATA 700011
KOLKATA 700011
West Bangal, KOLKATA
KOLKATA 733141
KOLKATA 700011
KOLKATA 742159
KOLKATA 700011
KOLKATA 700011
সাহিত্য ও শিল্পকলার পীঠস্থান
শুভ জন্মদিন স্বপ্না, বর্ণসজ্জার একজন অন্যতম সদস্যা (নৃত্যশিল্পী)। জীবনের প্রতিটি দিন হয়ে উঠুক আরো সুন্দর ও উজ্জ্বল❤️❤️
Art_by_shreyashree
❣️
চিঠি - 1
গাছের ডাল, কিংবা হয়তো গাছের পাতায়, রোজ যখন হালকা শীতে সকালে কুয়াশার আবরণ দেখি, তখন মনের এক গোপন অন্ধকার থেকে উকি দিয়ে বেরিয়ে আসে তোমার কথা। কতবার চেষ্টা করেছি ভুলে যাওয়ার, কিন্তু পারলাম আর কই ! প্রতিটা ঋতুর কোনো না কোনো মুহূর্ত ঠিক খোঁচা দিয়ে উন্মুক্ত করে দিয়েছে সেই পুরোনো গভীর ক্ষত। তোমার তো কোনো দোষ নেই, মুহূর্ত তৈরিতে সমান কারিগর তো আমি নিজেও, তাহলে তোমাকে দোষ দিয়ে লাভ কী! আমারই ভাবা উচিত ছিল, পৃথিবীতে কোনো কিছুই নির্দিষ্ট নয়, যেখানে আমাদের জীবনটায় নির্দিষ্ট সময় রেখার মধ্যে বন্দী সেখানে কীভাবে যে ভেবে নিয়েছিলাম জীবন রেখার একটা অধ্যায় নির্দিষ্ট হবে, আমি আজও তার কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। হয়তো কোনো ভ্রম আমাকে ঘিরে ধরেছিল, নাহলে যে মানুষটা যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দশ বার ভাবে, সে কীভাবে ভাবলো না যে কোনো মানুষ কারোর জীবনে স্থায়ী হয় না।
ভালো থেকো প্রিয়, অগনিত চিঠির তালিকায় না হয় আরো একটা গন্তব্যহীন চিঠি যুক্ত হল। হয়তো কোনদিন এটা তোমার কাছে পৌঁছবে না, কিন্তু এগুলো হলো আমার মাধ্যম যা দিয়ে আমি কাল্পনিক তুমির সাথে এখনো গোপন সম্পর্কের বন্ধনে আবদ্ধ রয়েছি।
ইতি
তোমার প্রাক্তন
কলমে :- সুপ্রিয়
এডিটে :- সুজিত
❣️
অঙ্কনে :- শ্রেয়া
❣️
কলমে ও এডিটে :- প্রিয়ম
❣️
এসেছি "শবনম" পড়তে, সম্মুখে দেখি মনের মানুষ
"অপরাজিত" নিয়ে হেঁটে চলেছে "রক্তকরবী" নন্দিনীর কাছে। আমি সেই থেকে গেলাম "হিমুর" ভালোবাসার ঘরে।
ক্যাপশনে :- রাজদীপ
অঙ্কনে :- অন্ত্যলেখা
❣️
কলমে :- সুপ্রিয়
এডিটে :- অরিত্র
❣️
নূতনকে আহ্বান জানাই
পুরাতন সবকিছু ভুলে,
বৈশাখী গান ছাড়াই,
সকলে একসাথে মিলে।
নতুন বছরে পঞ্চ ব্যঞ্জন
বাঙালির ঘরে ঘরে,
আনন্দের সাথে উজাপন
হোক সকলের অন্তরে।
ঝড়ে পড়ে শুকনো পাতা
বৃক্ষে আসে নতুন প্রাণ,
নববর্ষ শুরু হোক শুনে
কোকিলের ঔই মধুর গান।
নব পোশাকের ছোঁয়াই
ভোরে ওঠে বৈশাখী মেলায়,
মেতে ওঠে সকলে মিলে
গ্রামের ঔই রঙ্গ খেলায়।
নতুন বছর রঙিন স্বপ্ন
নতুন আশা নতুন আলো,
নববর্ষের শুভেচ্ছা জানাই
সকলের দিন কাটুক ভালো।
ক্যাপশনে :- প্রিয়ম
অঙ্কনে :- শৌণক
❣️
শুকনো পাতা ঝরে গেছে সব
গজিয়েছে দেখো নব মুকুল;
গত বছরে যা হয়েছে, তা হয়েছে
এ বছর হয় না যেন একই ভুল।
গাছে গাছে ফুল ফুটেছে
মাধবীলতা বেল জুঁই ;
মৌমাছিরা গান জুড়েছে
এসো প্রাণের দুটো কথা কই।
তোমার পাঞ্জাবির সাথে ম্যাচ করে
নীল শাড়িটা পরবো আজ;
পয়লা বৈশাখে মেতেছে বাঙালি
সবার দেখো নতুন সাজ।
ক্যাপশনে - টুম্পা নায়েক
অঙ্কনে :- জ্যোতির্ময়ী
❣️
অঙ্কনে :- জ্যোতির্ময়ী
❣️
এসেছিলাম একাই আমি একাই চলে যাবো,
তখন আমি ভাবিনি এত স্নেহ খুঁজে পাবো।
সূর্যের মতো আলো দিলে
তারার মতো আগলে নিলে,
বটের মতো ছায়া দিলে বাড়িয়ে দুটো হাত।
তোমার আঁচল ধরে কতো স্বপ্ন দেখা শুরু,
তুমি আমার এই জীবনের সর্ব প্রথম গুরু।
মাগো তোমার চোখের নয়ন হতে আমি চাই,
তোমার কোলে মাথা দিলে স্বর্গ খুঁজে পাই।
অপদার্থ ছেলেটাকে তুমি ক্ষমা করো,
সব কিছু ভুলে গিয়ে জড়িয়ে আমায় ধরো।।
ক্যাপশনে :- প্রিয়ম দাস
অঙ্কনে :- সায়ন্তিকা
❣️
সরে আসা
________
কেউ বলে ঠাকুর শ্রেষ্ঠ,
আবার কেউ বলে গালিব শ্রেষ্ঠ,
আমি তো ভালোবাসার নদীর পাড়ে
দুজনকে প্রেম পূজা করি।
কিন্তু আজ দেখি সেই পুজো কেমন যেন বিচলিত,
ধর্মের চিত্তবিক্ষোভের কোলাহলে শরীরের স্নায়ু কেমন ভীত?
তবে কেউ কী এই পুজোতে খুশি নয়?
তবে কী আমাকেও সময় থাকতে
সরে আসতে হবে?
কিন্তু কেন?
যে ঠাকুর আর গালিব আমায় শিখেয়েছে প্রেমের পুজো,
আমি তবে কেন তাদেরকে আর আমার রক্তের পুজো দেব না?
তবে কেন আমি থেমে যাবো?
থামলেই কী এই মৌলিক জাতীয়তাবাদী চিৎকার বন্ধ হয়ে যাবে?
তনয়াকে না দেখে আমি কী পারবো?
সেই ঘরে তবে কী প্রেম পুজো আর হলো না?
মনের ঘরের পুজোতে আজ কত বাধা,
কেন তার উত্তর আমি জানিনা,
হয়তো কোনো জাতীয়তাবাদী
ভালোবাসার পাহাড়টাকে
আজ ভেঙ্গে গুড়িয়ে দিতে চায়?
তাই কেউ কী বুঝবে গোপন খাদের
ডুকরানো ধ্বনি?
কেউ কী বুঝবে পাহাড়ের হাতের সাথে
তনয়ার হাতের মিলন প্রণয়ের কথা?
ভুল যখন আমার,তখন সরে আসাটা আমার,
তাই সময় থাকতে সরে আসাটা ভালো।
ছোট থেকে দেখেছি পূজার সাধনায়
ছেঁড়া বেল পাতা লাগে না,
লাগে স্বচ্ছ পরিষ্কার তিন পাতা যুক্ত বেল পাতা।
তাই হয়তো এই ছেঁড়া বেল পাতার পুজো
আজ আর দাম পায় না এই সমাজে।
রাস্তার আবর্জনায় খেয়ে বেঁচে থাকা বটুক,
বাড়ির বটুকের মত আদর-আপ্যায়ন পেলে
তার চোখেও ভালোবাসার কান্না
তবে হয়তো কেউ দেখতে পেতো!
তাই হয়তো রাস্তায় পরে থাকা
কোনো চিত্ত আজও কোনো অলীক স্বপ্ন দেখে,
সে ভুলে যায় সেই স্বপ্ন তার কাছে অসুখ,
তেমনি তো আমি দেখি তনয়ার অলীক স্বপ্ন।
এই অসুখের কী কোনো ওষুধ নেই?
অসুখের ওষুধ শুধু সরে আসা,সরে আসা।
কেউ বলবে ছি! পালিয়ে যাওয়া কাপুরুষত্ব!
কিন্তু কেউ কী দেখবে
রোজ রাতে পুড়ে যাওয়া
বুকের ক্ষতের কত দাগ
এখনো সজীব?
জানি কেউ কোনো দিন
এই ছেঁড়া পাতাকে উপাসক করবে না,
ছেঁড়া পাতা পরে থাকে
মাটির ধুলার সাথে।
ইচ্ছার মৌলিকে
মৃত্যু আসে
ছোট বুকটার।
আমি থেকে যাই
সেই স্মৃতি হয়ে।
তাই সময় থাকতে সরে আসাটা ভালো।
ক্যাপশনে :- রাজদীপ
অঙ্কনে :- কৌশানী
❣️
ল্যাম্পপোস্ট
রাত তো অনেক হলো,
এবার তুমি আলোটা তো জ্বালো।
কেও তো আর বসে নেই এখানে,
এবার তবে গল্পের ঝুলিটা খোলো।
কতো স্বপ্ন, কতো বিদ্বেষ,
কতো আনন্দের সাক্ষী তুমি।
কতো বৃষ্টি,কতো সন্ধ্যে,
কতো কবিতার দৃষ্টান্ত তুমি।
শত তেলাপোকার গান শুনে,
তোমার কি যে লাভ হলো।
কিগো বোবা ল্যাম্পপোস্ট,
এবার তো কথা বলো।
ক্যাপশনে :- প্রিয়ম
অঙ্কনে :- কাবেরী
❣️
তোমাকে আর কখনোই বলা হবেনা,
আমার কঠিন যন্ত্রণায় তোমার কন্ঠের উদাসীনতা
আমায় তীব্র আঘাত করে।
তোমাকে আর কখনোই বলা হবেনা,
ধীরে ধীরে জড়িয়ে যাওয়া একটা গোটা বসন্তের মতো
তুমি জড়িয়ে গেছিলে আমার প্রতিটি রন্ধ্রে। আমার অজান্তেই।
তোমাকে আর কখনোই বলা হবেনা,
সমুদ্রের বালিরাশির মতো বাড়তে থাকা বয়সেও, আমি শামুকের মতো একটা নিরাপদ আশ্রয় খুঁজি,
তোমার শার্টের বাঁ-দিক ঘেঁষে যে নিশ্চিন্তপুর, ঠিক সেখানে...
তবুও বলা হবেনা কখনোই। বলা হবেনা থেকে যাও।
বলা হবেনা তুমি না থাকলে আমার অঙ্ক মেলেনা।
বলা হবেনা শূন্যে আমার কি তীব্র ভয়!
বলা হবেনা, আরো একবার কালবোশেখের ঝড়ে তছনছ হচ্ছে আমার ছোট্ট বাসা...
হয়তো আরো একবার মৃত্যুর মতো বেশ কটা কালো রাত নেমে আসছে আমার বালিশে...
তবু বলা হবেনা।
আমি চাইনা আমার ভালোবাসা কারো কাছে দূর্বলতা নামে আখ্যায়িত হোক। চাইনা আমার আবেগ কারো আছে সস্তা হাসির খোরাক হোক।
আমি চাইনা আমাকে কেউ সহজলভ্য ভাবুক।
তাই আর কখনোই তোমাকে বলা হবেনা, তোমার মায়া কি সাংঘাতিক!
সব নিয়ম ভেঙেচুরে জড়িয়ে ফেলে নিঃশব্দে...
কলমে ও অঙ্কনে :- অন্ত্যলেখা
❣️
সঙ্গীত পরিবেশনায় :- সুচরিতা
❣️
কলমে :- প্রিয়ম
এডিটে :- অরিত্র
❣️
যে তোমার নিয়ম করে খোঁজ নেয়,
প্রবল জ্বরে জলপট্টির মতো জড়িয়ে থাকে,
বৃষ্টি হলে বর্ষাতি হয়, মেঘ করলে আস্ত জানলা...
তার মনখারাপের খবর রেখো।
যে তোমার খুব আড়ালের কষ্ট বোঝে,
সকাল রোদে শুকিয়ে দেয় শ্রাবণগুলো।
পথের ধারে ঝরা পাতার মতো পড়ে থাকে তুমি না চাইতেও।
তার ভেতরে বাড়তে থাকা অসুখগুলোর খবর রেখো।
খবর রেখো তার বালিশের পাশ কাটানো চুপকথাদের।
এক পৃথিবী মানুষ মাঝে যে কেবল তোমায় বোঝে তার খবর রেখো।
কলম ও কন্ঠে :- অন্ত্যলেখা🌻
কলমে :- টুম্পা নায়েক
এডিটে :- সুজিত
❣️
" একটু বৃষ্টি হলে ভালো হয় না ?"
" ধুর। এই ঠান্ডায় বৃষ্টি ? "
কথাটা বলেই নন্দিতা চমকে উঠলো। একা পাহাড়ি রাস্তায় কে কথা বললো ? পাশে তাকিয়ে দেখলো নিজের চিন্তায় বুঁদ হয়ে হাঁটতে হাঁটতে বুঝতেই পারেনি কখন যে পাশে পাশে লোকটা হাঁটছে।
" কনিষ্ক সামন্ত। প্রায় পাঁচ মিনিট আপনার পাশে হাঁটছি। সম্ভবত বিরক্ত করলাম। দুঃখিত। "
বিরক্তই হতো। কিন্তু কিছু আছে লোকটার উপস্থিতিতে। কেউ কেউ হয় এরকম ম্যাজিকাল। নাহলে নন্দিতা তো একা থাকবে বলে এসেছে এই পাহাড়ি জনপদে। সে জানে তার পেছনে পেছনে আসবে তার সঙ্গী।
" একটু চমকে গেছি। বিরক্ত হইনি। "
" অবিশ্যি আমাকে দেখে এ পর্যন্ত কেউ বিরক্ত হয়নি। মহিলারা তো নয়ই। "
" আচ্ছা। দুর্দান্ত কনফিডেন্স তো !! "
" কনফিডেন্স !? না না। অভিজ্ঞতা বলতে পারেন। আফট্রল আমি তো মিউজিয়াম পিস। কনিষ্ক উইথ ইনট্যাক্ট হেড। "
নন্দিতা সশব্দে হেসে ফেলে।
" শশশ্। আস্তেএএ। অতো জোরে হাসবেন না। ভেঙে যাবে তো। "
" অ্যাঁ হ্। ক্কিহ্। কি ভাঙবে ? "
" এতো সুন্দর চারদিক। আস্তে কথা বলুন। সৌন্দর্যটা ভেঙ্গে যাবে না ? "
" সৌন্দর্য্য ভাঙ্গে নাকি ? "
" ভাঙ্গে না ? এই ধরুন এক বালতি জল। একদম কানায় কানায়। স্থির। হাত দিতে ভয় লাগবে না ? অত সুন্দর একটা দৃশ্য। নষ্ট হয়ে যাবে না ? "
নন্দিতা চোখ বড় বড় করে। " ব্বাবব্বাহ্। এরকম প্রাকৃতিক পরিবেশে এরকম কথা বলবেন না। এইবার বুঝতে পারছি মশাই, কেন মেয়েদের কাছে আপনি ইররেজিস্টেবল। "
লোকটা একটু দুঃখী মুখ করে। " ইররেজিস্টেবল ? কি জানি। মাঝে মাঝে রেজিস্ট্যান্স আসে তো। "
" তাই নাকি!! দারুণ ব্যাপার তো। আসুন এখানে বসি। তা কি করেন রেজিস্ট্যান্স এলে ? "
ওরা যে জায়গাটায় বসলো সেটা স্বর্গের মতোন খানিকটা। ভেলভেটের মতোন ঘাস। একটা গাছ। নীচে খাদ। আর খাদ ভর্তি মেঘ।
লোকটা একটু হতভম্ব মুখ করে থাকে। তারপর বলে, " রেজিস্ট্যান্স আসলে সেখান থেকে কেটে পড়ি। আমাকে ভালো না লাগলে আমাকে খামোখা ভালো লাগাতে যাবো কেন ? "
নন্দিতা চুপ করে থাকে। তারপর অনেকক্ষণ বাদে আস্তে আস্তে স্বগতোক্তির মতো বলে, " আমার কিন্তু খুবই ভালো লাগছে আপনাকে। "
" কেন ? আপনি তো আমাকে চেনেনই না। "
" নাঃ। সের'ম কিছু চিনি না। তবে আপনাকে এক্সপেক্ট করছিলাম। মনে হচ্ছিল আপনি আসবেন। "
লোকটা এবার চোখ বড় বড় করে ফেললো।
" কি বলছেন !! এ তো সাঙ্ঘাতিক রোমান্টিক কথা। "
" আহা। মেয়েরা কি কাঠখোট্টা নাকি মশাই !! তাছাড়া একটু দেখে বসবেন তো। পাঞ্জাবির সাইড পকেট থেকে আমার ছবিটা দেখা যাচ্ছে। বাঁদিকে প্যান্টে গোঁজা যন্ত্রটা।
লোকটা তড়িৎবেগে উঠে দাঁড়ায়। মানে দাঁড়াতে চায়।
রগের কাছে সার্ভিস রিভলবারটা ধরে কৈফিয়তের সুরে নন্দিতা বলে, " নন্দিতা ফার্নান্ডেজ। লালবাজার। হাত পেছনে বাবু। খুব বাজে সুপারি কিলার আপনি। চলুন। লক আপে ট্রেনিং দোবো ভালো করে।"
কলমে :- শুভাশিস গাঙ্গুলী
এডিটে :- সুজিত সেন
❣️
- বুঝলি মুনিয়া, বস্তুত যারা এই সমাজের মতো করে ভাবতে পারে, তারাই এই সমাজে ভদ্দরলোক।
- আচ্ছা বাবা, সমাজের মতো করে ভাবা আর সমাজের জন্য ভাবা কি এক না?
- একেবারেই না রে মা, সমাজের মতো করে ভাবা মানে কেবল নিজের আখের টুকু সযত্নে গুছিয়ে নেওয়া।
- আর সমাজের জন্য ভাবা মানে?
- মানুষের জন্য ভাবা। মানুষের ভালো-মন্দের খেয়াল রাখা। মোদ্দা কথা নিজেকে মানুষের মতো মানুষ তৈরী করা।
- সমাজের মতো করে ভাবলে মানুষ হওয়া যায়না বুঝি?
- না। কেবল মানুষের চামড়া লাগিয়ে বিচরণ করা যায়....
- তবে আমি সমাজের জন্য-ই ভাবতে চাই বাবা। সমাজের মতো করে ভাবতে চাইনা।
- চন্দন তার হাতে একমুঠো মুড়ি তুলে নেয়। চিবোতে চিবোতে ভাঙ্গা টালির চালের ফাঁকে চাঁদ দেখতে দেখতে বলে ওঠে, হ্যাঁ রে মা, তুই বরং তাই ভাবিস।
ভদ্দরলোক হওয়ার চেয়ে মানুষ হওয়া-ই ঢের ভালো।
কলমে :- অন্ত্যলেখা
এডিটে :- সুজিত
❣️
#মনের_কথা
আমার মনে হয়, আমরা যারা কোনো কিছু সৃষ্টি করতে পারি, মানে যেমন ধরুন কোনো নাচ বা নাটক , গান বা গল্প, কবিতা বা কাব্য , তারা পৃথিবীর সব থেকে সমৃদ্ধ মানুষ | ভেবে দেখুন ভালো করে, সমৃদ্ধি কে আপনি যাই দিয়েই বিচার করুন অর্থ-যশ, পরিবার-পরিজন বা বন্ধু -বান্ধব- এর কোনো কিছুই কিন্তু চিরকাল হয় আমাদের থাকে না বা আমাদের সাথে থাকে না | কিন্তু, আপনার দ্বারা সৃষ্ট একটা কবিতা বা গানের বা গল্পের বা নাটকের লাইন কিন্তু একান্ত আমদেরই থেকে যায়, তাই না ? বাকি কিন্তু, যে বা যারা দাবি করেছিল সাথে থাকার বা সাথ দেওয়ার তারা সবাই হয় অন্য কারোর সাথে বা অন্য কিছুর সাথে ব্যস্ত | এতটাই ব্যস্ত, যে কোনো তাদের ধারণাই নেই আমরা তাদের প্রতি কতটা নিঃশব্দ, নিস্তব্ধ ও নিঃস্ব হয়ে গেছি | তাই আমাদের সৃষ্টিই আমাদের সম্পত্তি ও সমৃদ্ধি |
সমৃদ্ধি মানে যে সবসময় শিল্প-ই হতে হবে তা কিন্তু না | বা এমনও হতেই পারে , সব কিছুই ধরুন শিল্প | আমি হতে পারি কোনো নামি -দামি নাট্যকার নই | কিন্তু অফিসের নতুন জয়েন করা কন্টাকচুয়াল স্টাফদের বানানো এক্সেল শিট -টা হয়তো আমার মতো করে কেউ বানাতে পারে না | বা ধরুন আমি কোনো নামি -দামি নৃত্যশিল্পী নই | কিন্তু , আমার মতো করে কচি পাঁঠার মাংস বানিয়ে আমেরিকা বা ইউরোপেও কেউ আমার ছেলে-কে খাওয়াতে পারে নি লাখ টাকা দিলেও | শিল্পীর তার শিল্পের প্রতি ভালোবাসা-টাই তো তার নিজস্বতা, তার নিরাপত্তা যে টা আমরা হারাচ্ছি দিন দিন | আমরা বলি আমরা থাকবো , থেকে যাবো | কেউ থাকি না বা থাকে নি | কিন্তু , এই যেমন থেকে যাবে আজকের এই একটুকরো আমার মনের কথা বা আমার রিসার্চ পেপার -এর প্রথম ড্রাফট বা ধরুন সারাদিন বসের সাথে মিটিং করে চলা কোনো এক আই .টি সেক্টর -এর কর্মরত ছেলের সৃষ্টি করা কোড | বা এই ধরুন, কোনো একদিন কোনো অজানা অচেনা মানুষ যে আমাকে অঝোরে কাঁদতে দেখেও ভরসা দিয়েছিলো হেসে , দেখো তুমি ঠিক পারবে , সেই অমলিন হাসিটা -থেকে যাবে |
এগুলোও কিন্তু খুব মহান সৃষ্টি না হলেও, খুব চমকপ্রদ আবিষ্কার না হলেও , খুব ঝকঝকে শিল্প না হলেও, খুব ছোট ছোট হলেও আমাদের, একান্ত আমাদের -সৃষ্ট গল্প | আর গল্প তো শুনেছি সৃষ্ট বা শিল্পের সব থেকে সমৃদ্ধ মাধ্যম | তাহলে বোধ করি বলা যায়. এই পৃথিবীর ৮০০ কোটির মানুষের সবাই সমৃদ্ধ , তাদের গল্প-এর নিজস্বতা নিয়ে , তাদের সৃষ্টির নিরাপত্তা নিয়ে আর তাদের ভালোবাসার শিল্প নিয়ে , তাই না ?
ক্যাপশনে :- তিথি
অঙ্কনে :- তানিয়া
❣️
বিদের নেশা
__________________
না থাক,
আজ থেকে আর কবিতা নয়!
কবিতা আমায় শুধু শব্দের মায়াবীতে
আটকে রেখেছে এই নকল তিলোত্তমায়।
কী চাই! তা আজ কবিতা প্রশ্ন করে না,
বরং সে আমায় এখন তার
ইমারতের রাজনীতির খেলাতে
আটকে রেখেছে উত্তরের ঘরে।
সেই ঘরেতে আমি আর সময়
বন্দী হয়ে কত কিছুই না ভেবে যাই।
সময়ের সাথে আলাপে জানলাম,
এই সমাজবাদী নাকি এখন তাকে
কিনতে চায় বিশাল দাম দিয়ে।
কিন্তু সময় কম চালাক নয়,
সে তো তাঁর টান ছাড়া
আর অন্য কারোর নয়।
পুঁজিবাদী তাকে বলেছে,
“সময় তুমি রাজা,
আমি প্রজা হয়ে করবো তোমার সেবা,
তুমি শুধু এই মনুষ্য ভিড়ে বলবে, “পুঁজিবাদী জিন্দাবাদ”।”
অন্যদিকে মিশ্র অর্থনীতিবিদ বলেছে,
“সময় তুমি শুধু এই দাম-
চাহিদার কক্ষপথে ভনভন করে ঘুরবে।
আর দাম বৃদ্ধিতে আনন্দের সাথে
গরীবের ঘরের অন্ন অন্য কারোর ঘরে পাঠিয়ে দেবে।”
পাশে অন্ধকারে ইতিহাস চুপটি করে
একা একা কাঁদছিলো।
আমাদের কথা শুনে সে হেসে বললো,
“মানব এখন আর্টিফিশিয়াল অস্ত্র”
আমি আর সময় চুপটি করে বসে
আবার তামসে নতুন প্রদীপের কথা ভাবি...
কলমে :- রাজদীপ মজুমদার
এডিটে :- অরিত্র
❣️
একাকীত্ববিলাসী
দৈনিক কত কালো মেঘ জমে মনে,
বৃষ্টি নামার পূর্বেই ভাঙে দল,
সেই মেঘগুলো অভিমান হয়ে থেকে,
কেড়ে নেয় যত প্রতিবাদী শব্দদল।
যেদিন প্রতিবাদী আমি হবো চুপ,
ভেবে নিও সেদিন হারিয়ে ফেলেছো আমায়,
আর হবে না গল্প মোদের মাঝে,
তোমার চোখে উহ্য হবে --
আমার পরিচয়।
রোজ পুড়ি আমি অভিমানের আগুনে,
অবসাদ এসে নেভায় সে আগুন,
তারপর সব প্রিয় জিনিস একে একে,
ছেড়ে দেওয়ার হয় বিদঘুটে অসুখ।
সেই অসুখে আমি হই নিঃস্ব,
একাকীত্বে জীবন কাটে রোজ,
নিজেকে রোজ নতুন অজুহাতে,
খুঁজতে বলি বাঁচার রসদ।
হয়তো আর কখনো পাবে না আমায়,
তোমার ব্যর্থ অতীত কিংবা প্রেমে,
ভাঙ্গা জিনিস আগের মত হয় না প্রিয়,
দাগ রয়ে যায় হাজার উপাচারে।
কলমে - সুপ্রিয় মণ্ডল
এডিটে - সুজিত
❣️
Song :- Tujhe Kitna Chahne Lage
Sing by :- Mrinal Mishra
❣️
কন্ঠে :- জ্যোতির্ময়ী ভট্টাচার্য্য
❣️
আমাদের সাথে যুক্ত হতে নিন্মের wp group-এ যুক্ত হোন👇
https://chat.whatsapp.com/F75eeBjfW6oJX0vLtu6Hlq
Happy holi❤️
Art by jyoti
❣️
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
Calcutta Bara Bazar
Calcutta Bara Bazar
Homemade, chemical free, preservatives free , customised theme cakes available for all occasions.
Near Science City
Calcutta Bara Bazar, 700046
In the time dark stories, here we will tell you the stories of emotions, values, nostalgia and togetherness. Be with us to celebrate the most important thing, LIFE!
Calcutta Bara Bazar
This page was created for upload current affairs, news reports, informational purposes and so on
Calcutta Bara Bazar, 721133
Follow my page &watching the video........ ভিডিও দেখ এবং লাই?
Calcutta Bara Bazar
Hi Frnds Welcome to our family Yaha hoti hai masti fun with more and more entertainment.
Calcutta Bara Bazar
I'm helping people to earn money online from work at home � If you want to start earning then DM me� i can help you� Instagram @earn_with_sawang �
Calcutta Bara Bazar
We are a Team who creates Contents like Bangla Shortfilms Bengali Shortfilms Bangla Natok Bengali Na