জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন Jai Hind Pariwar

জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন Jai Hind Pariwar

সেবাই হোক পরম ধর্ম।।

21/04/2023

পুঞ্চে যাওয়ার পথে জঙ্গি হানায় শহীদ ৫ ভারতীয় জওয়ান।🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
বীর শহীদদের আত্মার শান্তি কামনা করি।🙏🙏
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
5 Indian soldiers martyred by militants on their way to Poonch.May the souls of the brave martyrs rest in peace. 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳







#জয়হিন্দপরিবার

Photos from জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন Jai Hind Pariwar's post 13/02/2023

ভালোবাসার দিনে শহীদ স্মরণে আগামী কাল প্রথম পর্বে সকাল ১০ ঘটিকায় আমরা একটি #বৃক্ষরোপণ কর্মসূচি এর আয়োজন করেছি , কিছু বিশেষ স্থানে আত্মত্যাগী বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে চারা গাছ রোপণের মাধ্যমে আমরা যেমন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো , পাশাপাশি পরিবেশ কেও আরো কিছুটা সবুজ আর প্রানবন্ত হতে সাহায্য করবো ।।

দ্বিতীয় পর্বে বিকাল ৬ ঘটিকা থেকে আমরা একটি মোমবাতি #পদযাত্রার আয়োজন রাখছি , হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে আমরা পথে নামবো , সোচ্চার হবো তাদের বিরুদ্ধে যারা কেরে নিয়েছিল আমাদের তরতাজা ৪০ জন ভাই কে এই তথাকথিত ভালোবাসার দিন টি তেই।।

এই পদযাত্রা লোকনাথ মন্দির থেকে শুরু হবে এর পর শহীদ প্রতিকৃতিতে মাল্য দান ও নীরবতা পালন করে আমাদের এই দিনের কর্মসূচি শেষ হবে।
সব স্তর থেকে সব মানুষ কে এই দিন টি আমাদের সাথে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ।।

আমরা কি পারিনা , এই দিন টায় তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটু পথে নামতে ?? পারিনা তাদের স্মরণে একটা করে চারাগাছ রোপণ করতে ???

পারবো আমরা , জানি আপনারা ও পারবেন ।।

বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি #প্রেমিক_প্রেমিকাদের , তোমাদের এই বিশেষ দিনটিতে একটু সময় তোমরা নিশ্চয়ই দিতে পারবে সেই মানুষ গুলোর জন্য , যারা দেশবাসীকে বাঁচানোর জন্য তাদের ভালোবাসার মানুষ গুলো কে ছেড়ে না ফেরার দেশে পারি দিলো ।।

আশা করছি অনেক মানুষ কে আমরা পাশে পাবো এই দিনের কর্মসূচি তে 🙏🏻

❤️ জয় হিন্দ পরিবার ❤️
অনুরোধে - সুমন সুরজিৎ চক্রবর্তী ও জয় হিন্দ পরিবারের প্রতিটি সদস্য ও সদস্যা এব‌ং TEAM WARRIOR।। 🙏🏻 #জয়হিন্দপরিবার

দিক নির্দেশ : বেলুড় স্টেশন হ‌ইতে অটো বা টোটোয় লোকনাথ মন্দির মোড়।।

22/11/2022

কাশ্মীরের তুষার ঝড়ে সেনা জওয়ানদের মৃত্যুতে আমরা গভীর শোকাহত, ওনাদের আত্মার চির শান্তি কামনা করি।। জয় হিন্দ 🇮🇳🇮🇳

01/11/2022

Urgent আছে। একটু দেখো সবাই।।

Photos from জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন Jai Hind Pariwar's post 22/09/2022

আগামী রবিবার মহালয়ার দিন বিগত বেশ কিছু বছরের মতো এবারও ছোট্ট শিশুর মুখে হাসি ফোটাতে হাজির থাকবো আমরা।।

19/09/2022

🥰 #শারদীয়ার_উপহার: " খাদ্য ও বস্ত্র উপহার কর্মসূচি" 🥰 আগের বছর বৃদ্ধাশ্রম এবছরে বাচ্চাদের মুখে হাসি ফোটাতে আসছি আমরা।।
💛 #পরিচালনায়: " জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন" 💛
💞 দেবিপক্ষ সূচনার পূর্ণ লগ্নে অর্থাৎ "মহালয়ার দিন" আসন্ন শারদীয়ার আনন্দ সকল শিশুদের সাথে ভাগ করে নিতে একটি " খাদ্য ও বস্ত্র উপহার কর্মসূচি' গ্রহন করা হয়েছে । 💞
🥰 আমাদের এই মানবিক প্রচেষ্টাকে সফল করে তুলতে ৮ থেকে ৮০, তরুন থেকে প্রবীন, বালি থেকে বালিগঞ্জ, টালা থেকে টালিগঞ্জ সকল মানুষদের আমাদের সংগঠনের পক্ষ থেকে মুক্ত হস্তে সাহায্যের জন্য আমরা অনুরোধ করছি । আসুন না আপনি ও আমরা সবাই মিলে এই শিশুদের সাথে একটু আনন্দ ভাগ করে নি। 🥰
📢 অনুষ্ঠানের তারিখ :- ২৫/০৯/ ২০২২ ( মহালয়ার দিন)।
🙏 আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত ভাবে কাম্য। আপনাদের সকলের দুর্গা পূজা খুব ভালো কাটুক ও সুস্থ থাকুন সবাই।

Photos from জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন Jai Hind Pariwar's post 31/08/2022

টুম্পা দি ফেসবুকে Misti Tumpa বলে পরিচিত, তার কিছু দিন আগে জরায়ু তে টিউমার অপারেশন হয় অপারেশন টি সাকসেস হয়েছে। আমরা টুম্পা দির দ্রুত আরোগ্য কামনা করি, টুম্পা দির এই আপারেশন জন্য অনেক টাকার প্রয়োজন ছিল যার জন্য জয় হিন্দ পরিবার তরফ থেকে ফাউন্ডার সুমন সুরজিৎ তার ফেইসবুক পেজ একটি পোষ্ট করে অনুদানের জন্য। যারা যারা অনুদান দিয়েছিলেন তার একটি খসরা তুলে ধরা হলো। জয় হিন্দ পরিবার তরফ থেকে সুমন সুরজিৎ চক্রবর্তী তার এই আপারেশন সম্পূর্ণ বিনামূল্য করার ব্যাবস্থা গ্রহণ করেছিল, এদিকে টুম্পা দির পাড়ার সাহযোগীতায় বেলুড় শ্রমজীবি হাসপাতালে আপারেশন টি করানো হয়। পোষ্ট দেখে পিন্টু রায় ৫০/- পায়েল দাস ১০০০/- রাজু দে ২০০/- পলাশ মন্ডল ১০০০/- কার্তিক বর ২০০/- দিলু দে ৫০০/- সৌভিক দাস ২৫০০/- পুষ্পেন্দু ৪০০/- দীপম ১৫০/- স্নেহাঙশু ও লিনা কাকিমা ১০০০/- প্রসেনজিৎ ৩০০/- অনামিকা ৫০০/- ত্রিলক তরফ থেকে ৭০০/- এবং সুমন সুরজিৎ ১৫০০/- (যদিও তিনি Fb তে ৫০০০/- দেওয়ার কথা উল্লেখ করেছিল তবে টুম্পা দির পাড়া থেকে যখন টাকার যোগান হয়ে গিয়েছিল এবং তাঁদের পাড়াই যখন আপারেশন দায়িত্ব ভার নেই তখন তিনি ১৫০০/- টাকা প্রদান করেন ) উপরি উক্ত ব্যাক্তি বর্গ অনুদান দিয়ে এগিয়ে আসেন। আপারেশন আগের দিন ছবিতে দেখতে পাওয়া সুভদ্রা দি হাতে যিনি টুম্পা দির পাড়ার একজন সুপরিচিত মহোদয়া তার হাতে ৮৫০০+১৫০০/- মোট ১০,০০০/- টাকা জয় হিন্দ পরিবার তরফ থেকে তুলে দেন দিলু ভাই কে সঙ্গী করে। জয় হিন্দ পরিবার থেকে এও আশ্বাস দেওয়া হয় সুভদ্রা দি কে আপারেশন পরেও যদি কিছু দরকার হয় তার জন্য আমরা প্রস্তুত। টুম্পা দিও মন খুলে আশীর্বাদ করেছেন জয় হিন্দ পরিবারকে এবং যারা এগিয়ে আসলেন সবাই কে ধণ্যবাদ জানিয়েছেন।

আমরা কুর্নিশ জানাই এই মানব সেবায় এগিয়ে আসা প্রতিটি অনুদান দাতা কে এবং প্রচার কার্য এগিয়ে আসা পোষ্ট শেয়ার করা রিপোষ্ট করা সবাইকে ধন্যবাদ জানাই । ভুলবশত যদি কারো অনুদান উল্লেখ না করা হয়ে থাকে তাহলে উপযুক্ত প্রমান দিয়ে কমেন্ট লিখতে পারেন আমরা তা যাচাই স্বরূপ পোষ্ট উল্লেখ করে দেবো এবং সেই অনুদান টুম্পা দি কাছে পৌঁছে দেবো।।

জয় হিন্দ পরিবার তাঁদের স্বচ্ছতা বজায় রাখার জন্যই এই পোষ্ট টি করেছেন। কোনো ব্যাক্তি বা অপর কোনো সংঘটন কে আঘাত করার কোনো উদ্দেশ্য নেই আমাদের। আপনারা সকলেই টুম্পা দি দ্রুত সুস্থতা কামনা করুন উনি এই জয় হিন্দ পরিবারেরও একজন অন্যতম সদস্যা।।

ধন্যবাদান্তে
সুমন সুরজিৎ চক্রবর্তী
ফাউন্ডার জয় হিন্দ পরিবার।।
সেবাই মোদের পরম ধৰ্ম।।

D

22/07/2022

🇮🇳🇮🇳🇮🇳আজ আমাদের ভারতের জাতীয় পতাকার শুভ জন্মদিন ৷ ১৯৪৭ সালে ২২ শে জুলাই এই 'তেরঙ্গা' দেশের জাতীয় পতাকা হিসেবে মর্যাদা পায় ৷ এই গৌরবময় দিনটিতে প্রতিটি ভারতবাসীকে জানাই শুভকামনা ৷
🇮🇳🇮🇳🇮🇳
এই লড়াই দেশের সম্মান রক্ষার্থে ।।

#জয়হিন্দপরিবার
#জয়হিন্দ #পরিবার

Photos from জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন Jai Hind Pariwar's post 16/07/2022

24.07.2022 নেতাজী নগর চাদমারি রক্ত দান শিবিরে বিশেষ অতিথি আমি ও জয় হিন্দ পরিবার।।
15.08.2022 সুকান্ত Sporting ক্লাব, কলিকাতা রক্ত দান শিবিরে ও রজত জয়ন্তি বর্ষে দুর্গা পূজার খুটি পূজার শুভ উদ্ঘাটনে আমি ও জয় হিন্দ পরিবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছি।। ধন্যবাদ জানাই উদ্যোক্তাদের আমাকে ও জয় হিন্দ পরিবারকে আমন্ত্রণ জানানোর জন্য।।

প্রগতি বাংলা Editorial Board 2022 জন্য আরও একবার স্থান পেলাম, উপহারে চারা গাছ ও মিশন সবুজায়ন বার্তা এবার ভারতবর্ষের বাইরে প্রচার হবে।। Thank You so much 🌱💚🌱

সুমন সুরজিৎ চক্রবর্তী (ফাউন্ডার)
জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন
বালি বেলুড় হাওড়া।।

05/06/2022

আমাদের স্বপনের প্রজেক্ট #মিশনসবুজায়ণ 🌱
শুভ উদ্বোধন করলেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ও বালি বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক ডঃ Rana Chatterjee মহাশয়। 🌱💚🌱

জয় হিন্দ পরিবারের হাত ধরে এই #মিশনসবুজায়ণ 🌱মাধ্যমে সাড়া বছর ধরে আনুমানিক পাচ হাজার চারা গাছ উপহারে ও বৃক্ষরোপণ কর্মসূচী মধ্য দিয়ে প্রকৃতিকে তার সজীবতা ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে সামান্য প্রচেষ্টা আমার ও আমাদের জয় হিন্দ পরিবারে স্বেচ্ছাসেবী সংগঠনের।

জন্ম দিন বিবাহ বার্ষিকী প্রিয় জনের বিশেষ দিনে উপহারে 🌱গাছের চারা🌱 তুলে দিন। আপনারা কেউ যদি আমাদের চারা গাছ দান করেন আমরা জয় হিন্দ পরিবার সেই চারা গাছের যত্নের দায়িত্ব নিতে আগ্রহী।।

কেউ যদি তার বারিতে চারা গাছ বসাতে চান আমরা তার বারিতে বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহন করতে পারি তবে সাড়া বছর ধরে গাছটির পর্যবেক্ষণ আপনাকে করতে হবে এবং আমরা প্রতি সপ্তাহে তার খোঁজ নিতে আসবো এটাই মিশন সবুজায়ন কর্মসূচি।।

ধন্যবাদ
পাশে থাকুন এভাবেই সকলে।
শেয়ার করুন ছড়িয়ে দিন বার্তা উপহারে চারা গাছ তুলে দেওয়ার। এই টুকু আবেদন আমার ও আমাদের জয় হিন্দ পরিবারের।। 🌱💚🌱💚🌱

অনুরোধে
সুমন সুরজিৎ চক্রবর্তী
প্রচারে
#জয়হিন্দপরিবার স্বেচ্ছাসেবী সংগঠন
#উপহারেচারাগাছ #জয়‌_হিন্দ_পরিবার
#বিশ্বপরিবেশদিবস

03/06/2022

সকল মাধ‍্যমিক পরীক্ষার্থীদের জন‍্য রইল শুভ কামনা। জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে তার জন্য অগ্রীম অভিনন্দন জানাই।।

Photos from জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন Jai Hind Pariwar's post 14/05/2022

ঝড় বৃষ্টি তুফান
থামাতে পারবে না
❣️রক্ত দান❣️
রাত পোহালেই জয় হিন্দ পরিবারের রক্ত দান উৎসব। সকলকে পাশে থাকার আহ্বান জানাই।
আমরাই পারি আমরাই পারবো আমরাই আগামী।।
❣️জয় হিন্দ❣️

12/05/2022

💖 জয় হোক মনুষ্যত্বের, বজায় থাকুক সম্প্রীতির ঐক্য 💖
" মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান
মুসলিম তার নয়নমণি , হিন্দু তাহার প্রাণ "...🫂🫂🫂
একই আকাশের সূর্য বা চাঁদের আলো যেমন মন্দিরের চূড়ায় এসে পড়ে, ঠিক তেমনই সেই আলো মসজিদ বা গির্জার দেওয়ালে ও এসেও পড়ে।
তাই - 🩸 আমরা 🙏করজোড়ে সকলের কাছে অনুরোধ করছি, একে অপরে রক্ত ঝরিয়ে হিংস্র পরিচয় না দিয়ে রক্তদান করে মনুষ্যত্বের পরিচয় দিন।❣️
❣️🩸রক্তদান মহৎ দান রক্তদান জীবন দান 🩸❣️

08/05/2022

🌹🌹🌹🙏 লহ প্রণাম🙏🌹🌹🌹
************
আজ ২৫ শে বৈশাখ।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

"মোর নাম এই বলে খ্যাত হোক,
আমি তোমাদেরই লোক.
আর কিছু নয়,
এই হোক শেষ পরিচয়।"

উপহারে গাছের চারা দিন প্রিয় জনের বিশেষ দিনে।।

সৌজন্যে
#জয়হিন্দপরিবার

05/05/2022

#রক্তদান_মহৎদান_রক্তদান_জীবনদান ❤
গীষ্মকালিন রক্তের সংকটময় পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী রবিবার ১৫/০৫/২০২২ তারিখে আমাদের
#জয়হিন্দ_পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে স্বেচ্ছায় রক্ত দান শিবির ও কোভিড যোদ্ধা ও বিশিষ্ট সমাজ কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রোজোক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।। সকলকে পাশে থাকার আর্জি জানাই🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য 🙏❤🙏🙏🙏❤❤❤❤❤❤
#জয়হিন্দপরিবারস্বেচ্ছাসেবীসংগঠন ❤❤
❤❤
অনুরোধে - সুমন সুরজিৎ চক্রবর্তী
🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🙏🙏🙏🙏

Photos from জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন Jai Hind Pariwar's post 29/04/2022

আজ থেকে ঠিক কয়েক দিন পরে ইংরেজী ১৫‌।০৫।২০২২ তারিখে স্বেচ্ছায় একটি রক্ত❤দান শিবিরের আয়োজন করা হচ্ছে লোকনাথ মন্দির অঞ্চলে #জয়হিন্দপরিবার পক্ষ থেকে যাহার আনুষ্ঠানিক ঘোষণা ফেসবুকে ইতিমধ্যে অনেকবারি করা হয়েছে ,
আবারও অনুরোধ সকলে পাশে থাকুন, আপদকালীন রক্তের সংকটময় পরিস্থিতিতে সব সময় জয় হিন্দ পরিবারের ভলান্টিয়ারদের আপনারা পাবেন পাশে।।

ধর্ম-বর্ণ,গোত্র - সম্প্রদায় - সব মিলে আমরা বাঙালি।🥀❤🥀 আমাদের সত্ত্বা - আমাদের নিজস্বতা👍। আমাদের সংস্কৃতি - আমাদের অস্তিত্ব। নতুন বছর আমাদের প্রত্যেকের জীবনের সকল ব্যর্থতাকে- সক্ষমতায় পূর্ণ করে দিক এ প্রত্যাশা করি।

আপনার একটু রক্তদান বাচাতে পারে একটি মায়ের সন্তান 😌

তাহলে কেন মৌন থাকা এগিয়ে আসুন মহৎ কাজের আপনিও সাক্ষী হন🙏🏻🙏🏻

সৌজন্যে
#জয়হিন্দপরিবার_স্বেচ্ছাসেবী_সংগঠন

উপহারে চারাগাছ দিন প্রিয়জনের বিশেষ দিনে
🥀❤🌻🌲🌴🌿🌼🌼🌼🌷🌷🌻🌱🌱

Photos from জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন Jai Hind Pariwar's post 15/04/2022

জয় হিন্দ পরিবারের তরফ থেকে মায়ের কাছে পূজা দিয়ে আসা হলো এবং একটি বিশেষ ঘোষণা এই যে, আগামী ১৫৷০৫৷২০২২ তারিখে আমাদের সংগঠনের তরফ থেকে স্বেচ্ছায় রক্ত দান শিবির ও কোভিড যোদ্ধা ও বিশিষ্ট সমাজকর্মী দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রোজেক্টর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে ঐ দিন যা সমাজের কল্যাণে অনবদ্য ভূমিকা পালন করবে। সকলকে পাশে থাকার আর্জি জানাই।।

যে কোন অনুদান সংগ্রহ করা হবে আনন্দের সহিত।

Photos from জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন Jai Hind Pariwar's post 03/04/2022

আজ রক্ত দান শিবিরের কিছু মূহুর্ত ভলান্টিয়ারি সহযোগীতায় জয় হিন্দ পরিবার উদ্যোগে বসুকাটি তারা মা মন্দির কমিটি। উপহার হিসাবে গাছের চারা তুলে দেওয়া হলো প্রতিটি রক্ত দাতাদের হাতে।।

Photos from জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন Jai Hind Pariwar's post 03/04/2022

গীষ্মকালিন রক্তের সংকটময় পরিস্থিতির কথা মাথায় রেখে বসুকাটি তারা মা মন্দির কমিটির পরিচালনায় ও #জয়হিন্দপরিবার ভলান্টিয়ারি সহযোগীতায় স্বেচ্ছায় যে রক্ত দান শিবিরের আয়োজন করা হয়েছিল তাতে প্রতি রক্ত দাতার হাতে জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে একটি করে উপহারে চারা গাছ তুলে দেওয়া হলো যা ছিলো প্রকৃতিকে তার সজীবতা ফিরিয়ে দেওয়ার একটি ক্ষুদ্র প্রয়াস।।

উপহারে গাছের চারা যে প্রজেক্ট আমরা দীর্ঘ কয়েক বছর ধরে বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে করে চলেছি তার আরোও প্রসার ঘটুক সকলের মাধ্যমে এই একমাত্র উদ্দেশ্য আমাদের।।

সৌজন্যে
জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন

14/03/2022

আগামী ১৯.০৩.২০২২ শনিবার দোল উৎসব। তাই আগামীকাল ১৫.০৩.২০২২ অর্থাৎ মঙ্গলবার #জয়_হিন্দ_পরিবার এর উদ্যোগে বসন্ত উৎসবের আনন্দ সকল পথশিশুদের সাথে ভাগ করে নিতে এক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের রইল সাদর আমন্ত্রণ 🙏।
#অনুরোধে_জয়_হিন্দ_পরিবার (সেবাই মোদের পরম ধর্ম)।

Photos from জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন Jai Hind Pariwar's post 13/03/2022

অনুষ্ঠানে বেঁচে যাওয়া অতিরিক্ত খাবার ফেলে না দিয়ে কিছু অভুক্ত মানুষের মুখে তুলে দেওয়ার প্রচেষ্টায় "জয় হিন্দ পরিবার"।
চাইলে আপনারাও পারেন এইরকম মানবিক মহৎ কাজ করতে। আপনাদের সকলের কাছে আমাদের একান্ত অনুরোধ🙏, আপনাদের যে কোন অনুষ্ঠানের বেঁচে যাওয়া গ্রহণযোগ্য খাওয়ার ফেলে না দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন, আপনার দেওয়া সেই খাবার আমরা তুলে দেবো সমাজের বিভিন্ন অভুক্ত মানুষের হাতে।
#অনুরোধে_জয়_হিন্দ_পরিবার (সেবাই মোদের পরম ধর্ম)।

07/03/2022

আন্তর্জাতিক নারী দিবসেও তোলাহোক জাতীয় পতাকা প্রতিটি রাজ্যে ভারতমাতার নারীশক্তিকে শ্রদ্ধা জানাতে...শুরু না হয় আমরাই করি, প্রতিবার ভাবনাতেই থেকে যায় সকলের সম্মতিতে এই দিনে জয় হিন্দ পরিবারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হবে আগামী দিনে...জয় হিন্দ জয় ভারতীয় নারী❤🌱

আজকের নারী চিন্তায়, প্রগতিতে, উদ্ভাবনের পথে দাঁড়িয়ে । সে যেন সামলে নিচ্ছে সবকিছু। ভারসাম্য রাখছে ক্যারিয়ারে, পরিবারে, সম্পর্কে। গড়ে তুলছে আত্মপরিচয় আত্মমর্যাদায়। পাচ্ছে কর্মে, সেবায় স্বীকৃতি। পুরুষের সাথে তাল মিলিয়ে আজকের নারী গড়ে তুলছে সম্ভবনার ভবিষ্যৎ...

তাই নারীর অবদানকে স্মরন করে
জয় হিন্দ পরিবার তরফ থেকে এই নারী দিবসে ঘরে বাহিরে সংগ্রামরত সকল নারীকে জানাই শ্রদ্ধা ও ভালবাসা...❤🙏❤🌱❤🌱❤

#জয়হিন্দপরিবার

02/03/2022

🙏 " ধংস নয় সৃষ্টি চাই" .... " যুদ্ধ নয় শান্তি চাই " 🙏
🙏 অনুরোধে- "জয় হিন্দ পরিবার"
🪴🪴🪴🪴🪴🪴🪴 🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️

01/03/2022

🌿🔱ওঁ নমঃ শিবায়🔱🌿
সবাইকে শিবরাত্রি'র শুভেচ্ছা এবং অভিনন্দন।🌿
ভগবান শিবের কৃপা বর্ষিত হোক সকল সন্তানের উপর 🙏

Photos from জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন Jai Hind Pariwar's post 28/02/2022

পরাণ বন্দোপাধ্যায় উদ্বোধক ও অমিতাভ ভট্টাচার্য পরিচালনায় বেলঘড়িয়া থিয়েটার অ্যাকাডেমি দশ বছর পূর্তি উপলক্ষে তাদের পক্ষ থেকে জয় হিন্দ পরিবারকে আমন্ত্রণ করা হয়েছিল গিরীশ মঞ্চে সেখানেই ফ্রেম বন্দি ❤জয় হিন্দ পরিবার ❤।।
জয় হিন্দ পরিবারের অন্যতম সদস্য অভিনেতা নাট্যকার ত্রিলোক সহ সমগ্র টিমের অনবদ্য সৃষ্টি পরিলক্ষিত হয়েছে #কৈলাসে_চা_পান নাটকের মধ্য দিয়ে। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বেলঘড়িয়া থিয়েটার অ্যাকাডেমিকে।।

জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন Jai Hind Pariwar #জয়হিন্দপরিবার
আমরাই পারি আমরাই পারবো আমরাই আগামী।।

21/02/2022

শুভ মাতৃভাষা দিবস ❤️ ২১শে ফেব্রুয়ারি
বাঙালি হয়ে গর্ব তো প্রতিদিন হয় ,
কিন্তু আজ একটু বেশিই 🖤
প্রতি ক্ষেত্রে প্রতিটি শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।।

Photos from জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন Jai Hind Pariwar's post 20/02/2022

🖤🇮🇳🖤🖤🇮🇳🖤🖤🇮🇳🖤🖤🇮🇳🖤
ভালোবাসার দিনে শহীদ স্মরণে #জয়হিন্দপরিবার।
শহীদ স্মরণে বৃক্ষরোপণ
🌱🌱🖤🌱🌱🖤🌱🌱🖤🌱🌱🖤🌱🌱
🖤🇮🇳🖤🇮🇳🖤🇮🇳🖤🇮🇳🖤🇮🇳🖤🇮🇳🖤🇮🇳
অনুরোধে
জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন

18/02/2022

𝐁𝐋𝐀𝐂𝐊 𝐃𝐀𝐘 𝐅𝐎𝐑 𝐈𝐍𝐃𝐈𝐀 🇮🇳
𝐏𝐔𝐋𝐖𝐀𝐌𝐀 𝐀𝐓𝐓𝐀𝐂𝐊
(𝟏𝟒 𝐅𝐄𝐁, 𝟐𝟎𝟏𝟗)🙏𝐁𝐥𝐚𝐜𝐤 𝐃𝐚𝐲.......
𝟏𝟒𝐭𝐡 𝐅𝐞𝐛𝐫𝐮𝐚𝐫𝐲 𝐭𝐡𝐚𝐭 𝐝𝐚𝐲 𝐑𝐃𝐗 𝐚𝐭𝐭𝐚𝐜𝐤 𝐨𝐧 𝐈𝐧𝐝𝐢𝐚𝐧 𝐀𝐫𝐦𝐲...So for that day our celebrate 14th February as a Black Day we thought there was 364 days left for loved ones but that one day(14th February🖤) we can't celebrate yours so called VALENTINES Day❤(Actually 🖤)
জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন
Jai Hind Pariwar Foundations





#𝙅𝙖𝙞𝙃𝙞𝙣𝙙 🇮🇳

Photos from জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন Jai Hind Pariwar's post 17/02/2022

১৪ই ফেব্রুয়ারি ২০২২, "ভালোবাসার দিনে শহীদ স্মরণে #জয়_হিন্দ_পরিবার এর উদ্যোগে মোমবাতি মিছিল কর্মসূচি 🕯️🕯️🕯️🕯️🖤🖤🙏
পুলওয়ামা জঙ্গি হামলায় নিহত 40 জন বীর বিএসএফ জওয়ানের স্মৃতির উদ্দেশ্যে "জয় হিন্দ পরিবারের" সকল সদস্য সদস্যাদের উপস্থিতিতে সমগ্র বেলুড় অঞ্চলজুড়ে এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয়।

Photos from জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন Jai Hind Pariwar's post 14/02/2022

" ভালোবাসার দিনে শহীদ স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি" - উদ্যোগে "জয় হিন্দ পরিবার"... 🕯️🤍🖤🪴🙏
১৪ই ফেব্রুয়ারি ২০১৯, ঠিক আজকের দিনে ভারতবর্ষের কাশ্মীরে পুলওয়ামা সীমান্তে জঙ্গি হানায় ভারত মায়ের যে বীর ৪০ জন বিএসএফ জওয়ান বীরের মতো প্রাণ হারিয়েছিল, আজ সেই ভয়াবহ ঘটনার তিন বছর পূর্ণ হল। সকল ভারতবাসীর কাছে আজকের দিনটা অত্যন্ত বেদনাদায়ক, ও দুঃখের।
কাপুরুষোচিত সেই জঙ্গি হানায় যে ৪০ জন মায়ের কোল খালি হয়েছিল সেই মৃত্যুঞ্জয়ী লড়াকু সন্তানদের স্মৃতির উদ্দেশ্যে ও পরিবেশকে সবুজ করে তোলার লক্ষ নিয়ে আজকের দিনের িন্দ_পরিবার
#শহীদ_স্মরণে_শোক_জ্ঞাপন" এর "প্রথম পর্ব" হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছিল এবং "দ্বিতীয় পর্বে" বিকেল ৬য় ঘটিকায় সমগ্র বেলুড় অঞ্চল জুড়ে "এক মোমবাতি মিছিল" এর আয়োজন করা হয়েছে।
প্রিয় এলাকাবাসীর উদ্দেশ্যে আমাদের #জয়_হিন্দ_পরিবার এর একটাই অনুরোধ " শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে" আপনারাও এই মিছিলে আমাদের সাথে এসে অংশগ্রহণ করুন।
বীর সেনারা অমর রহে ... জয় হিন্দ.. ...ভারত মাতা কি জয় 🕯️🕯️🕯️🙏🙏

Photos from জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন Jai Hind Pariwar's post 13/02/2022

🖤🇮🇳🖤🖤🇮🇳🖤🖤🇮🇳🖤🖤🇮🇳🖤
ভালোবাসার দিনে শহীদ স্মরণে জয় হিন্দ পরিবার। শহীদ স্মরণে বৃক্ষরোপণ সকাল নয় ঘটিকায় ও সন্ধা ছয় ঘটিকায় মোমবাতি মিছিল শহীদের স্মরণে।।
🌱🌱🖤🌱🌱🖤🌱🌱🖤🌱🌱🖤🌱🌱
লোকনাথ মন্দির মোড় পূর্ব আনন্দনগর থেকে।।
🖤🇮🇳🖤🇮🇳🖤🇮🇳🖤🇮🇳🖤🇮🇳🖤🇮🇳🖤🇮🇳
অনুরোধে
জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন

Photos from জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন Jai Hind Pariwar's post 12/02/2022

??

১৪ ই ফেব্রুয়ারি দিন টা প্রেমিক প্রেমিকাদের কাছে এক বিশেষ দিন , সেদিন নাকি ভালোবাসার দিন!!!
ভালোবাসার আবার আলাদা কোনো দিন হয় নাকি ??? হয়তো হয় !!!
ওই যে আমাদের দেশের সীমান্তে যারা দেশ কে বাঁচাতে সদা জাগ্রত থাকে , তাদের ভালোবাসার মানুষ গুলো ও ওই দিনে অপেক্ষা করেছিল তাদের স্বামী , প্রেমিক দের জন্য ।।
কিন্তু তারা আর ফেরেনি ,২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি জম্বু থেকে শ্রীনগর যাওয়ার পথে কনভয়েই ওই শিড়দাড়া হীন পাকিস্তানের জঙ্গী গুলো বোমা ফেলে মেরেই দিল সেই ভালোবাসার মানুষ গুলো কে !!!!
দেশ মায়ের ৪০ জন সন্তান ভালোবাসার দিনে ছেড়ে গেলো তাদের ভালোবাসার মানুষ গুলো কে।।।
কিভাবে , বলুন না কিভাবে আমরা এই দিন টা শুধু মাত্র ভালোবাসার দিন রূপে পালন করবো ??
তাই আমরা এই বছর িন্দ_পরিবারের পক্ষ থেকে এই কষ্টের দিন টি অন্য রকম কিছু কর্মসূচি দ্বারা উৎযাপন করবো ।।
আমাদের এই অনুষ্ঠান টিকে আমরা সাজিয়েছি দুটো পর্বে ।।

প্রথম পর্বে সেইদিন সকাল ৯ ঘটিকায় আমরা একটি #বৃক্ষরোপণ কর্মসূচি এর আয়োজন করেছি , কিছু বিশেষ স্থানে আত্মত্যাগী বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে চারা গাছ রোপণের মাধ্যমে আমরা যেমন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো , পাশাপাশি পরিবেশ কেও আরো কিছুটা সবুজ আর প্রানবন্ত হতে সাহায্য করবো ।।

দ্বিতীয় পর্বে বিকাল ৬ ঘটিকা থেকে আমরা একটি মোমবাতি #পদযাত্রার আয়োজন রাখছি , হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে আমরা পথে নামবো , সোচ্চার হবো তাদের বিরুদ্ধে যারা কেরে নিয়েছিল আমাদের তরতাজা ৪০ জন ভাই কে এই তথাকথিত ভালোবাসার দিন টি তেই।।

এই পদযাত্রা লোকনাথ মন্দির থেকে শুরু করে অটোস্টান্ড , ষষ্ঠী তলা , ঘোষপাড়া ,বসুকাঠী হয়ে শেষ হবে লোকনাথ মন্দির মোড়ে , এবং এর পর শহীদ প্রতিকৃতিতে মাল্য দান ও নীরবতা পালন করে আমাদের এই দিনের কর্মসূচি শেষ হবে।
সব স্তর থেকে সব মানুষ কে এই দিন টি আমাদের সাথে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ।।

আমরা কি পারিনা , এই দিন টায় তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটু পথে নামতে ?? পারিনা তাদের স্মরণে একটা করে চারাগাছ রোপণ করতে ???

পারবো আমরা , জানি আপনারা ও পারবেন ।।

বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি #প্রেমিক_প্রেমিকাদের , তোমাদের এই বিশেষ দিনটিতে একটু সময় তোমরা নিশ্চয়ই দিতে পারবে সেই মানুষ গুলোর জন্য , যারা দেশবাসীকে বাঁচানোর জন্য তাদের ভালোবাসার মানুষ গুলো কে ছেড়ে না ফেরার দেশে পারি দিলো ।।

আশা করছি অনেক মানুষ কে আমরা পাশে পাবো এই দিনের কর্মসূচি তে 🙏🏻

❤️ জয় হিন্দ পরিবার ❤️
অনুরোধে - সুমন সুরজিৎ চক্রবর্তী ও জয় হিন্দ পরিবারের প্রতিটি সদস্য ও সদস্যা এব‌ং TEAM WARRIOR।। 🙏🏻

#জয়_হিন্দ_পরিবার জয়ী হবে অন্য কারোর সাথে কোনো রকম কম্পিটিশন ছাড়াই ।।

আমরাই পারি আমরাই পারবো আমরাই আগামী।
#জয়হিন্দ #জয়হিন্দপরিবার

দিক নির্দেশ : বেলুড় স্টেশন হ‌ইতে অটো বা টোটোয় লোকনাথ মন্দির মোড়।।

Photos from জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন Jai Hind Pariwar's post 05/02/2022

জয় হিন্দ পরিবারের নতুন শাখা সূচনা হতে চলেছে হুগলি জেলার হিন্দমোটরে। আজ সরস্বতী পূজার সন্ধিক্ষণে উপস্থিত ছিলাম সেই বৈঠকে হিন্দমোটরে সেখানকার ভাইদের সাথে।।
🌱💜🇮🇳🇮🇳🇮🇳💜🌱
এই শাখার প্রধান দায়িত্বে সায়ন ভাই ও উক্ত শাখার সাংগঠনিক কাঠামোকে শক্তি শালি করতে দেব পায়েল স্নেহাংশু ও কৌশালি চার জনের বিশেষ কমিটির ওপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে।।

ধন্যবাদজ্ঞাপনে
#সুমনসুরজিৎচক্রবর্তী
ফাউন্ডার জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন / িন্দ_পরিবার_ফাউন্ডেশন
#সেবাই_হোক_পরম_ধর্ম
#উপহারে_গাছের_চারা_দিন
#আমরাই_পারি_আমরাই_পারবো_আমরাই_আগামী

Photos from জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন Jai Hind Pariwar's post 01/02/2022

💖 Award Ceremony Program 2022... 💖
#জয়_হিন্দ_পরিবার এর তর
গত ২৬শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে #জয়_হিন্দ_পরিবার এর পরিচালনায় যে পিকনিকের আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে পরিবারের সকল অভিভাবিকা ও সকল সদস্যা, সদস্যদের তাদের কাজের প্রতি সম্মান জানাতে এক সম্বর্ধনা অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল।
যেহেতু, #জয়হিন্দপরিবার নারী শক্তি কে সম্মান প্রাধান্য ও অগ্রাধিকার দেয় তাই প্রথমে রইল পরিবারের সকল সদস্যা Award পেয়েছেন, তাদের ছবি।
আমাদের যে সকল মহিলা সদস্যারা যে বিভাগে নির্বাচিত হয়েছেন তারা হলেন-( সেরা অভিভাবিকা- লীনা ম্যাডাম/, সেরা ইয়ুথ সমাজ সেবিকা- অনামিকা, নীলাঞ্জনা /, সেরা সোস্যাল মিডিয়া প্রচার- টুম্পা ম্যাডাম/, সেরা ফিজিক্যাল একটিভ মেম্বার- কৌশালি/, সেরার সেরা সমাজসেবিকা- পায়েল)। আপনারা প্রত্যেকেই আমাদের গর্ব। বিশেষভাবে বলতেই হয় আমাদের প্রত্যেক মহিলা সদস্যাই এই সম্মানের সমান দাবিদার।
সকলকে পাশে নিয়ে আগামী দিনগুলোতে ঠিক এইভাবেই #জয়হিন্দপরিবার এর নারীশক্তি এগিয়ে যাক মানুষের স্বার্থে সমাজের উন্নতি কল্পে কাজ করার জন্য এই প্রার্থনাই কামনীয়।
পরিবেশের সবুজ সজীবতা বজায় রাখতে আপনার বিশেষ দিনে প্রিয়জনের হাতে তুলে দিল উপহারে চারাগাছ।
🙏 অনুরোধে- #জয়হিন্দপরিবারস্বেচ্ছাসেবীসংগঠন ।🙏
🧡🤍💚 🙏 (সেবাই মোদের পরম ধর্ম)🙏 🧡🤍💚

31/01/2022

জয়হিন্দ পরিবার ❤🙏❤

#আমরাই_পারি_আমরাই_পারব_আর_আমরাই_আগামী 💖💖💖❤

29/01/2022

🌱‌"আমি কেউ নই আমরাই সবাই"🌱
বক্তব্য রাখতে গিয়ে ঠিক যা বললেন
জয় হিন্দ পরিবারের মূল কাণ্ডারি
সুমন সুরজিৎ চক্রবর্তী
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
হ্যাঁ জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন তোমার আমার সবার, সেবা করার মনোভাব যে এগিয়ে আসতে চাও এই পরিবার তাকেই আপন করে নেবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারন এই পরিবার স্বামিজী ও নেতাজির দেখানো পথে চলে।।
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
আমরাই পারি আমরাই পারবো আমরাই আগামী
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

Photos from জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন Jai Hind Pariwar's post 29/01/2022

গত ২৬শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে #জয়_হিন্দ_পরিবার এর পরিচালনায় নির্মল সবুজ প্রকৃতির বাতাবরণে যে পিকনিকের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি কে সামনে রেখে সংগঠনের "প্রবীণ সদস্য থেকে শুরু করে একদম নবীন সদস্যের হাতে তুলে দেওয়া হয় "জয় হিন্দ পরিবারের শংসাপত্র"।
সকলকে পাশে নিয়ে আগামী দিনগুলোতে ঠিক এইভাবেই #জয়হিন্দপরিবার মানুষের স্বার্থে সমাজের উন্নতি কল্পে কাজ করে যেতে চায়।
পরিবেশের সবুজ সজীবতা বজায় রাখতে আপনার বিশেষ দিনে প্রিয়জনের হাতে তুলে দিল উপহারে চারাগাছ।
🙏 অনুরোধে- #জয়হিন্দপরিবারস্বেচ্ছাসেবীসংগঠন ।🙏
🙏 (সেবাই মোদের পরম ধর্ম)🙏

Photos from জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন Jai Hind Pariwar's post 27/01/2022

" জাতীয় পতাকার সংরক্ষন"... #জয়হিন্দপরিবার এর আজকের কর্মসূচি।
দেশের জাতীয় পতাকা হলো মাতৃ বস্ত্রের সমান। এই বস্ত্রের গুরুত্ব অমূল্য।
সত্যিই ভাবতেও অবাক লাগে 2021 শতকে বিজ্ঞানের অগ্রগতির যুগে এসেও যখন দেখতে হয় আমাদের জাতীয় পতাকার রেপ্লিকা কোন এক রাস্তার ধারে, অথবা জলাশয়ের মধ্যে, অবহেলায় পড়ে রয়েছে। এর থেকেও আরো খারাপ লাগে ও নিজেদের উপরে লজ্জা হয় যখন দেখি জাতীয় পতাকার রেপ্লিকার উপর পানের গুটখার পিক বা মাছের আঁশ পড়ে রয়েছে।
* দেশের গুটি কয়েক কিছু মানুষের এই অসভ্য কাণ্ডকারখানার জন্য প্রশ্ন উঠে যায় আগামী প্রজন্ম আমাদের দেখে কি শিক্ষা পাবে..??
* দেশের স্বাধীনতা লাভের জন্য যে সকল বিপ্লবীরা বীরের মতো মৃত্যুবরণ করেছেন আমরা কি সত্যিই আজও তাদের যথার্থ সম্মান জানাতে পারলাম..???
১৫ই আগষ্ট, ২৩ শে জানুয়ারি, ২৬ শে জানুয়ারি যেমন পতাকা তোলাটা গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি, অনুষ্ঠানের পরের দিনগুলোতে জাতীয় পতাকা পুনরায় সংরক্ষিত করাটাও সমান গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আজ আমাদের পরিবারের সদস্যরা বেলুড় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে জাতীয় পতাকার রেপ্লিকা কে পূর্ণ মর্যাদার সাথে সংরক্ষিত করে এনেছে। আমরা মনে করি এই দায়িত্ব আমাদের সকলের।
তাই বন্ধুরা, সকল দেশবাসীর কাছে আমাদের #জয়_হিন্দ_পরিবার এর তরফে একটি বিশেষ অনুরোধ 🙏 দয়া করে ভারত বর্ষের গৌরবময় জাতীয় পতাকার 🇮🇳 রেপ্লিকা কে কাগজের টুকরো মনে করে রাস্তার ধারে ফেলে দেবেন না, তাকে সযত্নে সংরক্ষিত করে রাখুন এবং প্লাস্টিক দূষণ রোধ করতে অবিলম্বে প্লাস্টিকের তৈরি জাতীয় পতাকার রেপ্লিকার ব্যবহার বন্ধ করা উচিত।
অনুরোধে-
🙏 আপনাদের প্রিয় - " জয় হিন্দ পরিবার" (সেবাই মোদের পরম ধর্ম)।
আমরাই পারি, আমরাই পারবো, আমরাই আগামী। 🇮🇳🧡🤍💚

Photos from জয় হিন্দ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন Jai Hind Pariwar's post 27/01/2022

গতকাল ২৬শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে #জয়হিন্দপরিবার এর পরিচালনায় আমাদের সকল অভিভাবিকা ও পরিবারের সকল সদস্য ও সদস্যাদের উজ্জল উপস্থিতিতে একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল। ভারতের গৌরবময় 🇮🇳 জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
শুধুমাত্র আনন্দ বা খাওয়া-দাওয়া নয়, গতকালকের অনুষ্ঠানের কর্মসূচি তে ছিল, "পরিবারের সকল সদস্য ও সদস্যাদের হাতে Certificate প্রদান,ও পরিবারের সফল উন্নতির অগ্রগতিতে যে সকল সদস্য ও সদস্যা এবং আমাদের অভিভাবক দের বিশেষ ভূমিকা রয়েছে তাদের সম্মানিত করার জন্য #জয়_হিন্দ_পরিবার এর তরফ থেকে তূলে দেওয়া হয় Award। তবে এক্ষেত্রে বলে রাখা দরকার #জয়_হিন্দ_পরিবার এর প্রতিটি সদস্য সদস্যাই এই সম্মানের সমান কৃতিত্বের দাবিদার, তোমাদের সকলের গুরুত্ব অপরিসীম। এর পর অনুষ্ঠানের পরবর্তী কর্মসূচি ছিল "Musical Chair", এক কথায় অসাধারণ খেলা হল।
এরপর পিকনিকের মূল আকর্ষণ মানে খাওয়া-দাওয়া, "অপূর্ব 👌"। অবশেষে সন্ধ্যাবেলায় অনুষ্ঠানের শেষ সময়ে এক ক্ষুদে সদস্যের হাত দিয়ে কেক কেটে পরিবারের সফলতার উদযাপন করা হয়, এবং আগামী দিনগুলোতে নতুন করে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করা হয়।
সত্যি গত কালকের দিনটি আমাদের সকলের কাছেই চিরস্মরণীয় হয়ে থাকবে। সকলের উপস্থিতিতে আনন্দ, অনেকটা হাসি, কিছু মজার দুষ্টুমি, নাচ গান গাওয়া এই সব কিছুর মাধ্যমে প্রকৃতির নির্মল পরিবেশে কি করে এতটা সময় কেটে গেল কেউ বুঝতে পেলাম না।
ধন্যবাদ জানাই সকলকে এত সুন্দর পরিবেশে এইভাবে একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য।
#জয়হিন্দপরিবারস্বেচ্ছাসেবীসংগঠন (সেবাই মোদের পরম ধর্ম)।

25/01/2022

২৩ শেষ জানুয়ারি দেশের আসল হিরো ভারত মায়ের বীর সন্তান "নেতাজি সুভাষচন্দ্র বসু" র জন্মদিন উদযাপনে #জয়হিন্দপরিবার ।
জয় হিন্দ, বন্দেমাতরম 🧡🤍💚 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🙏🙏🙏🙏।

Want your organization to be the top-listed Non Profit Organization in Howrah?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Howrah
711227

Other Charity Organizations in Howrah (show all)
Howrah Haturia United Social Welfare Association Howrah Haturia United Social Welfare Association
Haturia Dighirpar, Haturia, Bagnan
Howrah, 711303

Working for the overall upliftment of marginal village lifestyle.

Team Phoenix Howrah Team Phoenix Howrah
Howrah
Howrah, 711302

A charity organisation run by few of our friends, with the zeal of doing something good for the peopl

Howrah বন্ধু চল Social Welfare Society Howrah বন্ধু চল Social Welfare Society
Sarat Chatterjee Road
Howrah

এক সাথে বাঁচি মানুষের সঙ্গে থাকি

Big Dreams Little Steps Big Dreams Little Steps
Andul Mouri
Howrah

আমাদের গ্রুপের মুখ্য উদ্দেশ্য সামাজিক ভাবে পিছিয়ে পড়া শিশুদের জন্য উন্নয়ন মূলক কাজকর্ম করা

Shree Narayan Narayani Seva Trust Shree Narayan Narayani Seva Trust
114, Sri Aurobindo Road, Salkia
Howrah, 711106

The Fortunates The Fortunates
Howrah

We are inspiring and empowering you to bring a notable change in society.

Saroj Charitable Trust Saroj Charitable Trust
9 Abhoy Guha Road, Vivekananda Colony, Liluah
Howrah, 711204

We are here to provide relief and assistance to handicapped, poor or needy persons and for that purpose to establish, maintain or support charitable institutions, which have the sa...

Priyonath Manna Bastee Community Kitchen Priyonath Manna Bastee Community Kitchen
PM Manna Bustee, Baje Shibpur
Howrah

Dhorai Dhorai
Salap-howrah
Howrah, 711409

For the people by the people

Howrah Brotherhood Foundation Howrah Brotherhood Foundation
Howrah Ramrajatala
Howrah

A Howrah-based Non-profit & Non-governmental organization for the betterment of society. We are a team of professionals gathered to serve underprivileged people.

Sourav Adhikary Sourav Adhikary
Howrah, 711313

Ekta Pariwar Foundation Ekta Pariwar Foundation
1/1 Shri Mani Bagan Lane, Salkia
Howrah, 711106

Ekta Pariwar Foundation was incorporated to promote the Education of India, ensure holistic healing o