Maths Quiz

যতই পড়িবে; ততই ভুলিবে,
পড়তে পড়তে একদিন শিখে যাবে।

29/12/2023

50 after "O"
5 After........?

02/12/2023

জেনে নিন!

08/02/2023

জাফর ষাঁড় থোক্ক জাফর স্যার টুনটুনি আসক্ত
ওনার বই পেতে যোগাযোগ করুন-
WwW.ভালোবাসা.com

03/01/2023

টি-ব্যাগের সাথে শরীরে যাচ্ছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক😢

#বিস্তারিত:
সম্পতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকদের গবেষণায় উঠে এসেছে দেশের প্যাকেটজাত টি-ব্যাগে বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতির তথ্য। বাংলাদেশের পাঁচটি নামিদামি ব্র্যান্ডের কোম্পানির টি-ব্যাগ নিয়ে গবেষণা করে আশ্চর্যজনকভাবে, সবগুলো কোম্পানির টি-ব্যাগেই উল্লেখযোগ্য হারে মাইক্রোপ্লাস্টিক কণা, উচ্চ শতাংশে মাইক্রোপ্লাস্টিক টুকরা (ফ্র্যাগমেন্টস), আঁশ (ফাইবার) এবং বিপুল পরিমাণ লাল, নীল, বাদামী রঙের উপস্থিতি লক্ষ্য করেছেন এই গবেষক দল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাদিয়া আফরিন স্নাতকোত্তরের থিসিসের জন্য একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে গবেষণাটি করেন। গবেষণাপত্রটি ইতোমধ্যে “ইজ দেয়ার টি কমপ্লিমেন্টেড উইদ দ্য এপিলিং ফ্লেভার অব মাইক্রোপ্লাস্টিকস? এ পাইওনিয়ারিং স্টাডি অন প্লাস্টিক পলিউশন ইন কমার্শিয়ালি এভেইলএবল টি ব্যাগস ইন বাংলাদেশ” শিরোনামে আন্তর্জাতিক জার্নাল ‘সায়েন্স অব দ্য টোটাল ইনভায়রনমেন্ট’- এ প্রকাশিত হয়েছে। গবেষণায় জানা যায়, একটি চা-পাতা ভর্তি টি-ব্যাগে ৫০৫টি এবং খালি টি-ব্যাগে ৪৭৭টি প্লাস্টিকের কণা রয়েছে। টি-ব্যাগের চা পানের মাধ্যমে প্রতিবছর প্রায় ১০ দশমিক ৯ টন মাইক্রোপ্লাস্টিক রাজধানী ঢাকায় বসবাসকারীদের দেহে প্রবেশ করতে পারে। গবেষণায় ব্যবহৃত পাঁচটি ব্র্যান্ডের টি-ব্যাগে পলিটেট্রাফ্লুরোইথিলিন, হাই ডেনসিটি পলিথিলিন, পলিকার্বোনেট, পলিভিনাইল ক্লোরাইড, নাইলন, ইথিলিন ভিনাইল অ্যাসিটেট, সেলুলোজ এসিটেট, এবিএস প্রভৃতি প্লাস্টিক কণা পাওয়া গেছে। এদের মধ্যে ইথিলিন ভিনাইল এসিটেট, এবিএস ও সেলুলোজ এসিটেটের আধিক্য তুলনামূলক বেশি। এসব আণুবীক্ষণিক প্লাস্টিক কণা আকারে প্রায় ৩৩ থেকে দুই হাজার ১৮০ মাইক্রো মিটার। মাইক্রোপ্লাস্টিকগুলোর কিছু তন্তু আকৃতির, কিছু টুকরা, কিছু গোলক আকৃতির এবং কিছু ঝিল্লি (ফিল্ম) আকৃতির। এ ছাড়া গবেষণায় প্রায় নয় ধরনের রঙ পাওয়া গেছে, যার মধ্যে বাদামি, নীল ও লাল রঙের প্রাধান্য বেশি। এই গবেষকদলের অন্যতম সদস্য সাদিয়া আফরিন বলেন, এর আগে বাংলাদেশে মাইক্রোপ্লাস্টিক নিয়ে তেমন গবেষণা হয়নি। রিস্ক এসেসমেন্টের কাজ বাংলাদেশে এই প্রথম, এর আগে কিছু কোয়ালিটেটিভ রিসার্চ হয়েছে। ২০২১ সালে টুথপেস্ট নিয়ে বাইরের দেশে একটি রিসার

বারান্দার টবে চন্দ্রমল্লিকা ফুলের পরিচর্যা | Treevaly 02/01/2023

চন্দ্রমল্লিকা ফুল গাছ লাগানোর নিয়ম ও পরিচর্যা।

বারান্দার টবে চন্দ্রমল্লিকা ফুলের পরিচর্যা | Treevaly চন্দ্রমল্লিকা  বিশ্বের জনপ্রিয় মৌসুমি ফুলের মধ্যে অন্যতম। জনপ্রিয়তার দিক থেকে গোলাপের পরই এর স্থান। খ্রিস্ট.....

17/12/2022

পেঁয়াজ কাটলে চোখে পানি আসে সমাধান চাই😢✋

মানবসভ্যতার ইতিহাসের আদিযুগ থেকেই পিঁয়াজের ব্যবহার শুরু হয়েছে। পৃথিবীর প্রায় সব খানের সমাজেই বিভিন্ন রান্নায় পিঁয়াজ ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে কাঁচা , জমানো, আচার , চূর্ণ, কুঁচি, ভাজা, এবং শুকনো করা পিঁয়াজ ব্যবহার করা হয়। শুধু পিঁয়াজ সাধারণত সরাসরি খাওয়া হয়না, বরং পিঁয়াজ কুঁচি বা ফালি করে কাঁচা অবস্থায় সালাদএ , অথবা রান্নাতে উপকরণ হিসাবে ব্যবহার করা হয়। পিঁয়াজ বিভিন্ন রকমের হতে পারে - ঝাঁঝালো, মিষ্টি , তিতা।

পিঁয়াজে এক বিশেষ কেমিক্যাল আছে যা চোখে জ্বালা তৈরি করে।

পেঁয়াজের ঝাঁঝ কমানোর সমাধান।
পেঁয়াজের বাকল ছাড়িয়ে পানিতে কয়েক মিনিট ভিজিয়ে চুলার/আগুনের কাছে কাটলে ঝাঁঝ কমে যাবে।আগুনের তাপ ঝাঁঝ কমিয়ে দেয়।তবে আমাদের দেশি পেঁয়াজের ঝাঁঝ বেশি যার কারণে সামান্য ঝাঁঝ চোখ ধরতে পারে।

#ধন্যবাদ

Photos from Maths Quiz's post 17/12/2022

চলো প্রিয় মানুষের সাথে প্রকৃতিতে ঘুরে আসি🏞🏕

14/12/2022

এবার থেকে আর বেকিং সোডা ও বেকিং পাউডার নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে না!

এখনও যদি আপনি বেকিং সোডা আর বেকিং পাউডারের মধ্যে পার্থক্য কী, তা না বুঝে থাকেন আর কখন কোনটা ব্যবহার করতে হবে না জেনে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। রান্নাঘরে সাধারণত বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই মজুত থাকে। কিন্তু দুটোর ব্যবহার সম্পর্কে যদি আপনার স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই চলুন জেনে নেওয়া যাক কী পার্থক্য বেকিং পাউডার আর বেকিং সোডার মধ্যে। সঙ্গে এই দুটোর ব্যবহার সম্পর্কেও ধারণা দেওয়া হল।

বেকিং পাউডার এবং বেকিং সোডার পার্থক্য

প্রথমেই জেনে রাখুন বেকিং সোডা আর বেকিং পাউডার সম্পূর্ণ আলাদা। দুটির ব্যবহারও আলাদা।
বেকিং পাউডার অনেক মসৃণ, অনেকটা ময়দার মতো। আর বেকিং সোডা অনেকটা দানা দানা।
দই, বাটার মিল্ক, লেবুর রসের মতো টক জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় বেকিং সোডা। আর বেকিং পাউডার ব্যবহার হয় ভেজা জিনিসের ক্ষেত্রে।
নান, বটোরার মতো জিনিস বানানোর জন্য বেকিং সোডা ব্যবহার করা হয়। আর কেক, কুকিজের মতো বেকিং আইটেম যেগুলো ভাজা হয় না, সেগুলোর জন্য ব্যবহার করা হয় বেকিং পাউডার।

খাবার ছাড়াও যে সমস্ত কাজে বেকিং সোডা ব্যবহার করা হয়-
জামাকাপড় ময়লা হলে তা পরিষ্কার করার জন্য বেকিং সোডা ব্যবহার করতে পারেন।
মেঝে ও টাইলস পরিষ্কার করার কাজেও ব্যবহার করা যায় বেকিং সোডা
রান্নার সময় বাসন পুড়ে গেলে, পোড়া দাগ তুলতেও ব্যবহার করতে পারেন বেকিং সোডা।

#ধন্যবাদ
আসবাবপত্র পেজের সাথে থাকুন💝

06/12/2022

ইলেকট্রনিক্স আসবাবপত্র ও তৈজসপত্র ব্রান্ড সম্পর্কে আগে জানুন-

Philips মেইড ইন নেদারল্যান্ডস।
Panasonic মেইড ইন জাপান।
Sharp মেইড ইন জাপান (ভালো হবে)।
Samsung মেইড ইন কোরিয়া।
Oster মেইড ইন আমেরিকা।
Sony মেইড ইন জাপান।
Singer মেইড ইন আমেরিকা।
Tefal মেইড ইন ফ্রান্স।
Faber মেইড ইন ইতালি।
Walton স্বদেশী পণ্য।

01/12/2022

কোন ব্রান্ডের ওভেন কিনলে ভালো হবে?

Philips,
Panasonic
samsung
Sharp
Sony
Tefel
Faber
কেনার আগে মেড ইন জাপান/জার্মান/ইতালি/ফ্রান্স/কুরিয়া/মালয়েশিয়া দেখে কিনবেন।
মোটামুটি দামের মধ্যে ভালো ব্রান্ডের কথা বললে আমি বলবো Sharp নেন।

ওভেনের ক্ষেত্রে ইলেকট্রনিক ইভেন ভালো হবে নাকি মাইক্রোওভেন ভালো হবে?

=ইলেকট্রিক ওভেনে প্রায় সব ধরনের খাবার রান্না করা সম্ভব। এ ওভেনে সরাসরি হিটার লাগানো থাকে এবং তা থেকে গরম বাতাস বের হয়ে খাবারকে গরম করে। তবে দাম অনেক কম হলেও অত্যাধিক বিদ্যুৎ খরচের কারনে এটি না ব্যাবহার করাই ভালো। ইলেকট্রিক ওভেনের সবচেয়ে বড় সমস্যা হল এখানে গ্রিল, কেক এইসব ভালোভাবে করা যায়।

মাইক্রোওয়েভ ওভেনের আপনি যখন প্লেটে করে খাবার গরম করতে দিবেন তখন প্লেট বা পাত্র গরম না হয়ে শুধু খাবারটাই গরম। তাছাড়া মাইক্রোওয়েভ ওভেনের নামের মধ্যেই এর বিশেষত্ব বুঝানো আছে। ইংরেজিতে ব্যাপারটি পরিস্কার বুঝতে পারবেন। Micro + wave + oven = Microwave oven (যাকে আমরা সচরাচর ‘মাইক্রোওভেন’ নামে ডেকে থাকি)।মাইক্রোওভেন এ আসলে মাইক্রোওয়েভস এর মাধ্যমে খাবার গরম করা হয়। সাধারণত 2500 মেগা হার্জ বা 2.5 গিগা হার্জ এর তরঙ্গ ব্যবহার করা হয় এসব যন্ত্রে। এই কম্পাঙ্কের তরঙ্গের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। তা হল এই কম্পাঙ্কের তরঙ্গ কেবলমাত্র পানি, চর্বি এবং চিনি জাতীয় বস্তু দ্বারা শোষিত হয়ে কম্পাংক তৈরি করে।

আর শোষিত হওয়া মাত্রই তরঙ্গটি আনবিক তাপগতিতে পরিণত হয় এবং বস্তুটিকে গরম করে। সিরামিক, গ্লাস এবং অধিকাংশ প্লাস্টিক এই তরঙ্গ শোষণ করতে পারে না, আর এই জন্যই ওভেনে পাত্র গরম হয় না এবং শক্তিরও অপচয় হয় না। মাইক্রো ওয়েভ ওভেনে কখনও ধাতব পাত্র ব্যবহার করা উচিত নয়। এটি বলা হয়ে থাকে কারণ ধাতব পাত্র মাইক্রো ওয়েবকে প্রতিফলিত করে এবং খাবার কে গরম হতে বাধা দেয়।

মাইক্রোওভেন তিন ধরণের হয়
সলো/গ্রিল/ কনভেকশন

তাহলে কোনটা নেওয়া উচিত?
কনভেকশন নেন। কারণ এটিতে আপনি সলো, গ্রিল ও কনভেকশন করতে পারবেন।

সলো মাইক্রোওয়েভ ওভেনঃ
মাইক্রো ওয়েভ উৎপন্ন করার জন্য এই মডেলে মাত্র একটি ম্যাগনেট্রন থাকে। এটি শুধু মাত্র খাবারকে গরম করা, সিদ্ধ করা এবং বরফজমা খাবার পাতলা করার কাজে ব্যবহার করা যায়। এটি উত্তম হচ্ছে বেকিং, পুনরায় তাপ প্রদান,বরফজমা খাবার পাতলাকরণ ইত্যাদি কাজের জন্য।সলো হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন এর সাধারন মডেল।

গ্রিল মাইক্রোওয়েভ ওভেনঃ
গ্রিল মডেল এর মাইক্রোওয়েভ ওভেন এ তাপ উৎপন্ন করার কয়েল থাকে। ভাজাভাজির কাজে এই গরম কয়েল ভাজা এবং রোস্টিং প্রক্রিয়া সৃষ্টি করে। গ্রিল মাইক্রোওয়েভ ওভেনে গ্রিলের পাশাপাশি সলোর কাজও করা যায়। কাবাব, পরোটা, টিক্কা ইত্যাদি জাতীয় খাবার তৈরির জন্য এই ধরণের ওভেন উত্তম।

কনভেকশন মাইক্রোওয়েভ ওভেনঃ
কনভেনশন মাইক্রোওয়েভ ওভেনের মূল কাজ হল কেক বা বিস্কুটের অর্জিনাল কালার নিয়ে আসা। তবে এ ধরনের ওভেন দিয়ে কনভেনশনের পাশাপাশি আপনি সলো এবং গ্রিলের কাজও করতে পারবেন।
#ধন্যবাদ
#আসবাবপত্র পেজের সাথে থাকুন💝

30/11/2022

ডিভান সোফা🥰😍

14/11/2022

স্বামীর প্রতি ভক্তি বাড়ালে চুল পড়া বন্ধ হয়ে যাবে।
আজকে ভক্তি বাড়িয়ে দেন💝

04/11/2022

হে আমাদের প্রতিপালক!
আমাদের ও আমাদের ঈমানদার ভাইদের ক্ষমা করুন।
এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ রাখবেন না।
আপনি তো দয়াময় অতি দয়ালু।
[সূরাঃ আল-হাশর; আয়াতঃ ১১]

31/10/2022

#মশা সম্পর্কে জেনে নিন!
মশা নিয়ে কুরআনের একটি গল্প মনে করিয়ে দিতে চাই। মুসলিম জাতির পিতা ইবরাহিম আ:-এর সময়ের রাজার নাম ছিল নমরুদ। সে নিজেকে এতটাই উচ্চতায় ভাবত যে, সৃষ্টিকর্তা হিসেবেও দাবি করেছিল। জন্ম-মৃত্যু, খাদ্যের জোগান সব কিছু তার ক্ষমতার মধ্যে বলেও দাবি করেছিল। তার সাথে নবী ইবরাহিম আ:-এর একটি কথোপকথন আল্লাহ তায়ালা কুরআনে উল্লেখ করেছেন- [দেখুন সূরা আল-বাকারাহ-২: ২৫৮]। এই নমরুদের সেনাবাহিনীকে শেষ করে দেয়া হয়েছিল অসংখ্য মশা দ্বারা। আর ছোট্ট এই মশা প্রবেশ করেছিল নমরুদের নাকের মধ্যে। শেষ পর্যন্ত মৃত্যু হয়েছিল সৃষ্টিকর্তা দাবি করা এই পাপিষ্ঠের একটি মশার কারণে।

#বৈজ্ঞানিক_তথ্য
১. প্রায় দুই হাজার ৭০০ প্রজাতির মশা রয়েছে;
২. মশার এক শ’র ও বেশি চোখ রয়েছে;
৩. মশার মুখে ৪৮টা দাঁত রয়েছে;
৪. একটি মশার তিনটি পূর্ণ হার্ট (হৃদযন্ত্র) রয়েছে;
৫. মশার নাকে ছয়টি পৃথক ছুরি রয়েছে এবং প্রত্যেকটি ছুরির পৃথক ব্যবহার তারা করে থাকে;
৬. মশার শরীরে ডিজিটাল এক্সরে মেশিন আছে, যা রাতের আঁধারে মানুষের চামড়াকে শনাক্ত করার কাজে লাগায়;
৭. প্রত্যেক মশার নিজস্বভাবে এনেস্থেশিয়া দেয়ার জন্য এক ধরনের ভ্যাকসিন আছে, যা মানুষের শরীরে তাদের হুল ফোটানোর মাধ্যমে রক্ত নেয়ার সময় ব্যবহার করে সেই জায়গাটাকে অবশ করে নেয় যাতে রক্ত নিলেও কোনো ব্যথা পাই না আমরা;
৮. রক্ত পরীক্ষা করার বিশেষ ব্যবস্থা এদের আছে। কারণ, এরা সব ধরনের রক্ত পছন্দ করে না;
৯. পূর্ণিমার সময়ে মশা প্রায় ৫০০ গুণ বেশি কামড়ায়;
১০. মশা উড়ার সময় সেকেন্ডে প্রায় ৫০০ বার তাদের পাখা নাড়ায়;
১১. বিশ্বব্যাপী মানুষের মৃত্যুর জন্য সকল প্রাণীর মধ্যে মশাই বেশি দায়ী,
(১২) ১৮ ফুট দূর থেকে তাদের টার্গেট ঠিক করতে পারে,
১৩. পুরুষের চেয়ে নারী মশারা বেশি দিন বাঁচে;
(১৪) মশার মতো আরো একটি ক্ষুদ্র পতঙ্গ আছে, যা মশা থেকেই রক্ত সংগ্রহ করে।
১৫) মশা O+ রক্ত বেশি পছন্দ করে😥

#শেয়ার
#মেনশন +

Photos from Maths Quiz's post 30/10/2022

সিঁড়ির স্টীল রেলিং🥰🥰

Photos from Maths Quiz's post 26/10/2022

প্রশ্নঃ ইলেকট্রনিক সামগ্রী কোন ব্রান্ড ভালো হবে?

Philips,
Panasonic
samsung
Sharp
Sony
Tefel
Faber
কেনার আগে মেড ইন জাপান/জার্মান/ইতালি/ফ্রান্স/কুরিয়া/মালয়েশিয়া দেখে কিনবেন।
আর দেশি পণ্য ওয়ালটন মোটামুটি ভালো সার্ভিস দেয়।

অনেক বলেন এটা বিদ্যুৎ খরচ কম বা এই জিনিসটা ব্যবহার করলে বিল কেমন আসবে?

বিদ্যুৎ হিসাব ওয়াট×সময়=ওয়াট÷1000=ইউনিট
প্রত্যেক বৈদ্যুতিক সামগ্রীর গায়ে w/ওয়াট লেখা থাকে।
যেমনঃ
বাতি 20w/25w/100w/1000w
পাখা 40w/80w/120w
আয়রন 750w/950w/1200w
কুকুর 750w/900w/1200w
ই-চুলা 1500w/1850w/2200w
ফ্রিজ 500w/750w/1000w
ইত্যাদি সামগ্রী।

যদি আপনি প্রতি দিন ব্যবহার করেন, সেই হিসাবটা ধরি।

(মনে রাখবেন আপনি যেটা ব্যবহার করবেন ঐটার ওয়াট ও সময় ধরে হিসাব করবেন)

ই-চুলা 1850w×2ঘন্টা ব্যবহার=3700ওয়াট÷1000=3.7ইউনিট।
আপনি একদিন দুই ঘন্টা চুলাটি ব্যবহার করলে আপনার বিদ্যুৎ খরচ হবে 3.7ইউনিট।

যদি প্রতিদিন ব্যবহার করেন তবে 3.7×30=111ইউনিট
111×প্রতি ইউনিটের মূল্য (বিলের কাগজে দেখুন)=....

[নোটঃ আপনার ঘরে যতবেশি ইউনিট খরচ হবে রেট আলাদা আলাদা হবে।
০/৫০ সর্বনিম্ন
০/৭৫ রেট বৃদ্ধি পাবে
৭৬/২০০ রেট বৃদ্ধি পাবে
২০১/৩০০ রেট বৃদ্ধি পাবে
৩০১/৪০০ রেট বৃদ্ধি পাবে
৪০১/৬০০ রেট বৃদ্ধি পাবে
৬০০ইউনিটের ওপর যত হবে সর্বোচ্চ একি রেট হবে]

আশা করি বুঝাতে পেরেছি। এরপরও কেউ না বুঝলে চেষ্টা করবো বুঝিয়ে দিতে।

পোস্টটি পড়ার জন্যে-
আসবাবপত্র
আইডির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।

19/10/2022

Service: Home delivery (24Hrs)
Head office:Singair,
Manikganj, Bangladesh.
Call/Help line:1315131520110

08/09/2022

নিশ্চয়ই নারীদের ছলনা খুবই মারাত্মক
[আল-কোরআন]

28/08/2022

১.কেউ যন্ত্রণা দিচ্ছে ?
🤫 চুপ হয়ে যান।
২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি ?
🤫 চুপ হয়ে যান।
৩.কোন মানুষ অনেক অপ'মান করছে?
🤫 চুপ হয়ে যান।
৪.কেউ ঠকিয়ে গেছে ?
🤫 চুপ হয়ে যান।
৪.কেউ আপনাকে নিয়ে তুমুল মি'থ্যা দোষা'রোপ করছে ?
🤫 চুপ হয়ে যান।
৫.কেউ বিশ্বাস ঘা'ত'ক'তা করছে ?
🤫 চুপ হয়ে যান।
✅ এমন নিরব হয়ে যান সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে । মৃ'ত হয়ে যান তাদের কাছে।
প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না । শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না । এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আ'র্ত'নাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস । আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি ।
কিন্তু আপনি জানেন কি ? যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি , আপনাকে দম'বন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না । তাই শব্দ দিয়ে , কান্না দিয়ে দুনিয়ার সমস্ত প্রায়োরিটি দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না ।

✅ তাই নিজের স্বার্থে বাঁচুন
নিজেকে ভালোবাসুন,,
আপনার একজন "রব" আছেন.!
সেজদায় গিয়ে বলে দিন,,
তিনি দুঃখ মুছার উপশম বিলি করেন..!!

27/08/2022

■■ রিজকের সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।

■■ রিজক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।

■■ রিজকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং

■■ রিজকের পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

■■ রিজক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।

■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।

■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম হবেনা এবং একটি বেশিও না।

■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।

■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো, সেই সিদ্ধান্ত একান্তই আমার।

■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!

■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার তাক্বদীরে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিজকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।

■■ রিজক জিনিসটা এতোটাই শক্তিশালী!

■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!

■■ কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজকের ভাগই খাচ্ছেন।

■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করেছ, আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কুলের উপর আছি, কতটুকু ভরসা করে আছি আল্লাহর উপর।

কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
وما من دابة فى الارض الا على الله رزقها
"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ্ নেই নি।

04/08/2022

গাছ হলো সবচেয়ে বিশ্বাস্ত বন্ধু!
তাকে আপনি যতটুকু দিবেন;
সে আপনাকে বিনিময়ে বহুগুণ ফেরত দিব।

গাছ লাগান;
পরিবেশের ভারসাম্য রক্ষ করুন🏝🏕🏞🗻

Want your public figure to be the top-listed Public Figure in Putrajaya?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Service: Home delivery (24Hrs)Head office:Singair, Manikganj, Bangladesh.Call/Help line:1315131520110
নিশ্চয়ই নারীদের ছলনা খুবই মারাত্মক [আল-কোরআন]
#সুবহানাল্লাহ্
পবিত্র কোরআনে রাসূল সাঃ গুণবাচক নাম আইয়ুহান নবী কিংবা আইয়ুহার রাসূল বলে সম্বোধন করা হয়েছে। এটা বিশ্বনবীর সম্মান ও মর্যাদ...
গাড়ি বাড়ি কর রে মন;আসল বাড়ি চেনলে না!আসল বাড়ি কবর হবে,মাটি হবে বিছানা😔😔
হঠাৎ গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গেলে করণীয় কি, দেখে নিন!#প্লীজ_শেয়ার
অবশ্যই মুমিনগণ সফলকাম হয়েছেন, যারা অত্যন্ত বিনয়ের সাথে সালাত আদায় করেন।
#Boro_Masjid“Boro Masjid” of HajiganjPatterns of Muslim architectureHistoric “Boro Masjid” of HajiganjThe arrival of Mus...
আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল-বারসি, ওয়াল জুনূনি ওয়াল জুযামি, ওয়া মিন ছাইয়্যিইল আসক্বাম। [হে আল্লাহ অবশ্যই আমি তো...
کَانُوۡا لَا یَتَنَاہَوۡنَ عَنۡ مُّنۡکَرٍ فَعَلُوۡہُ ؕ لَبِئۡسَ مَا کَانُوۡا یَفۡعَلُوۡنَ তারা (ইয়াহুদিরা) যে অন্যায় কাজ...
I saw a girl not much younger than my daughter. I saw a terror in her young eyes that should not be there. I saw a hopel...

Category

Website

Address

Putrajaya
62000

Other Public Figures in Putrajaya (show all)
KEMAS Jabatan Kemajuan Masyarakat KEMAS Jabatan Kemajuan Masyarakat
Aras 5/9, No. 47, Persiaran Perdana, Presint 4
Putrajaya, 62100

"Penggerak Kesejahteraan Masyarakat Luar Bandar"

Jabatan Penerangan Malaysia Jabatan Penerangan Malaysia
Aras 5, 8-16 Dan 18 , Kementerian Komunikasi Dan Digital, No. 4G9, Persiaran Perdana, Presint 4
Putrajaya, 62100

Jabatan Penerangan Malaysia. Eksklusif Seiring Naratif

Daftar Lesen Memandu Daftar Lesen Memandu
Putrajaya, 62000

Pendaftaran Lesen Memandu Backdoor

Zara ariffin Zara ariffin
Putrajaya

https://www.facebook.com/profile.php?id=61550874150527&mibextid=2JQ9oc

MyBumiputera Properties MyBumiputera Properties
Block A, Jalan Seluang P8/7, Bazaar 8,, Wilayah Persekutuan
Putrajaya, 62250

SPECIALIST FOR PROJECT NEW DEVELOPMENT FOR BUMI LOT

Dr.Zakir Naik Dr.Zakir Naik
Putrajaya

always open

Erman Taib Erman Taib
M-2-2 Connection Commercial
Putrajaya, 62502

Usahawan, Mentor Ejen Hartanah. Ikon Pembeli Rumah Pertama, Perancang Kewangan Berdaftar & Pelabur Hartanah

Dr Lily Fariza Dr Lily Fariza
Putrajaya

Women's Health Specialist/ O&G Specialist

A revolutionary_एक क्रान्तिकारी A revolutionary_एक क्रान्तिकारी
Putrajaya, 62250

अन्याय र अत्याचारको बिरुद्ध बोल्ने आंट गर! सत्य मार्गी बन ! निडर योद्धा बन !! ✊✊✊

Proton BEE TAN Proton BEE TAN
Putrajaya

Bee Tan

Pejuang Muda Wilayah Persekutuan Pejuang Muda Wilayah Persekutuan
N-02-08, Blok N Connezion Commercial, Lebuhraya IRC 3, Resort City
Putrajaya, 62502

Pejuang Muda Wilayah kekal berprinsip

Cikgu Suparman Cikgu Suparman
Putrajaya, 62050

carilah ilmu sampai mati