Cumillians'''

Proud to be a CUMILLIANS'�

28/06/2024

- সে মদ পান করে না
- সে ধূমপান করে না
- সে নেশা করে না
- তার কোন ট্যাটু নেই
- রক্ত দান করুন
- দাতব্য কাজে দান করুন
- এটা বর্ণবাদী নয়
- সে নিজেকে স্বাস্থ্যকর খাওয়ায়
- সুপার ক্রীড়াবিদ
- ১৭ টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে
* বিশ্বের একমাত্র ব্যক্তি যার ইনস্টাগ্রামে 600+মিলিয়ন ফলোয়ার 😯
নম্র বংশ থেকে, জানে দারিদ্র্য কি,
আমার কাছে সেরা উদাহরণ ক্রিস্টিয়ানো রোনালদো।
তাকে ভালো বাসবোনা কাকে বাসবো!
Love You Cristiano Ronaldo 💞💞💞

14/06/2024

মনে হচ্ছে,এবারের হজ্বের সেরা ছবি!আফ্রিকার এই যুবক এবারে হজে এসে রওজা শরিফের সামনে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকেন রওজা পানে। খোদ হারামাইনের অনলাইন সাইট এই ছবিটি টুইটারে প্রকাশ করেছে।

আহ, কী সেই চাহনি! কী সেই আবেগ! দীর্ঘদিন পরে হাবিবের রওজা দেখার সৌভাগ্য! কালো যুবকের হৃদয়ের সবটুকু আবেগ চোখের পানি হয়ে গলে গলে ঝরে পড়ছে! যেন বেলাল( রা:) নবীজির মসজিদের পাশে এসে দাঁড়িয়েছে। আজান দিচ্ছে আর আজানের ফাঁকে ফাঁকে মেহরাবের দিকে তাকিয়ে নবীকে খুঁজছে!

ইয়া রব! আমাকে এবং যাদের হৃদয় কোনে রাসূলের রওজা দর্শনের সুপ্ত ইচ্ছা রয়েছে তাদের সবাইকে হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে কান্না করার সুযোগটুকু দিয়ো...!

26/05/2024
18/05/2024

২ বছর আগে ব্যাংকে রাখা আপনার ১০ লাখ টাকা আজকে ৬.৬ লাখ টাকা হয়ে গেল!

ডলারের বিপরীতে টাকা প্রায় ৩৪% মূল্য হারিয়েছে বিগত ২ বছরে।

১৭ মে ২০২২: 1 USD = 87 BDT
১৭ মে ২০২৪: 1 USD = 117 BDT

হিসেব করে দেখেন। এসব নিয়ে কথা বলেন।

17/05/2024

শুধু সন্তানের কারণে বাবা মায়ের মুখ ছোট হয় এমনটা কিন্তু না৷ বাবা মায়ের জন্যেও সন্তানদের মুখ ছোট হয় এটার বড় প্রমাণ রাফসান৷

দেশ বিদেশে সবখানে নিজের কাজ দিয়ে বেশ সুনাম কুড়িয়েছিল৷ প্রথম বাংলাদেশি হিসেবে ইউটিউবের অফিসে ওরে ইনভাইট ও করছিল৷ এছাড়া ফেসবুক, ইউটিউব সবখানে এতো ফলোয়ার এমনিতে কামাই নাই৷

কিন্তু সবকিছু যেন ফিকে হয়ে গেলো তার বাবার মায়ের একটা কাজের জন্যে৷ সন্তানদের মানুষের মতন মানুষ করার আগে বাবা মায়ের সৎ থাকাটা বেশি জরুরী৷

আমার বেড়ে উঠা গ্রামে৷ বাগান থেকে কোনো কিছু খুঁজে আনলেও আম্মা কতবার প্রশ্ন করতো৷ কই পাইলাম, কার গাছের কত কি৷ আবার এদেশে এমন অনেকে আছে৷ যাদের বাবা মা হারামের টাকায় গুলশান, ধানমন্ডিতে গাড়ি বাড়ি করেছে৷ এদের নিজের তো লজ্জা নেই৷ সন্তানদেরও নেই৷ এরাই আবার মা বাবা দিবসে পোস্ট করে৷ আমার মা বাবাই পৃথিবীর সেরা বাবা মা৷

আমার তখন তাদের প্রশ্ন করতে মন চায় "এতো মিথ্যা কথা যে বলো! আয়নার সামনে দাঁড়াতে লজ্জা করে না!!!

08/05/2024
03/05/2024

সাকিব প্লেয়ার থেকে ব্যবসায়ী - হয়েছে এম পি ।
দু হাতে টাকা কামিয়েছে , টাকার পাহাড় বানানোর পর সে নেতা হয়েছে।

মাশরাফি প্লেয়ার থেকে এমপি হয়েছে, এখন হুইপ হয়েছে।

এরা দু জন ছোট বেলা থেকেই বড় হবার স্বপ্ন দেখেছে।

মেট্রিক পাশ নেতার পিছনে ছুটে নাই। যদি ছুটতো তাহলে আজকে এমপি হত না। এলাকার ছ্যাচড়া মেম্বার হতে পারতো কিনা তাও সন্দেহ।

আর ব্যারিস্টার সুমন আগে লন্ডনে গেছে, পড়াশোনা করেছে, ব্যারিস্টার হয়েছে, এলাকার জন্য কাজ করেছে।

সে রানিং এমপিরে নাকানি চুবানি খাওয়াইছে গত ইলেকশনে।

আর তুমি বাপের খেয়ে বাপের পড়ে, সাত বার মেট্রিক ফেইল নেতার পা চাট!!

বাপ মার খবর নাই , আবার ফেইসবুকে পোস্ট দাও- প্রিয় অভিভাবক।

প্রিয় অভিভাবকদের জন্যই একদিন এলাকার মেম্বারও হইতে পারবে না। আজীবন ছ্যাচড়ামি করে খাইতে হবে।

সিএনজি স্টেশনের চাঁদা তুলে খাওয়া লাগবে।
অটোরিকশা, ভ্যান, পিকআপ থেকে চাঁদা তুলে খেতে হবে।
আর মানুষের অভিশাপ কামাবে।

বলদামি না করে লেখাপড়া কর, ব্যবসা কর, বিদেশ যাও।
লাগলে গরু পাল, মুরগির খামার করো।
তাও নেতার পা চাটা বন্ধ কর।

নিজে বড় হলে নেতা তোমার পায়ের সামনে এসে বসে থাকবে।

26/04/2024

লেখাটা যিনি লিখেছেন তাকে ধন্যবাদ এত সুন্দরভাবে ব্যাপার‍টা ব্যাখা করার জন্য। আমরা কবে যে আমাদের ভালটা বুঝবো!!
রেকর্ড এবং এচিভমেন্টঃ
----------------------------------
রেকর্ড কাকে বলি আমরা?
যখন এমন কিছু করি যা আগে কেউ করে নি, তাঁকেই
রেকর্ড বলা হয়। কিন্তু রেকর্ড মানেই কি শ্রেষ্ঠত্ব?
মেসি এক পঞ্জিকা বর্ষে ৯১ গোল করেছে, এটা রেকর্ড।
আবার কুষ্টিয়ার এক লোক ৯১ মিটার লম্বা আর্জেনটিনার পতাকা বানিয়েছে, এটাও রেকর্ড।
দুটো রেকর্ড কি এক?
রেকর্ড যদি কোন এচিভমেন্ট না দেয়, তাহলে সে রেকর্ডের মূল্য কি?
লক্ষ কিংবা কোটি লোক এক সাথে জাতীয় সংগীত গাইল, এটা কি এচিভমেন্ট?
সিংগাপুর বর্তমান পৃথিবীতে প্রথম ধনী পাঁচ দেশের একটি।
এর মানে কি?
এর মানে ওরা স্বচ্ছল।
এর মানে ওদেরকে কুমড়া দিয়ে পিয়াজু বানাতে হয় না।
এর মানে ওরা কাঁঠাল খায় এবং বীফ বার্গার খায়, কিন্তু কাঁঠালের বিফ বার্গার খায় না।
ওদের দেশে ৬০০ টাকা গরুর মাংস বিক্রি করলে লাইন পরে না, এবং ওদের দেশে টিসিবির ট্রাক নেই।
কিন্তু সিংগাপুর দেশটির কোন খনি নেই, চাষ যোগ্য জমিও নেই। তারপরেও ওরা ধনী দেশের তালিকায় ১-৫ এর মধ্যে থাকে।
কিন্তু ওরা কিন্তু আমাদের থেকে পিছিয়ে।
কেন?
কারন ওদের কোটি লোক এক সাথে জাতীয় সংগীত গায় নি।
কেন?
কারন ওদের এত জনসংখ্যা নেই।
চীন ইচ্ছা করলে ১০ কোটি লোক দিয়ে জাতীয় সংগীত এক সাথে গাওয়াতে পারে।
তাহলে করে না কেন?
কারন চীনে এত ছাগল নেই যাঁদের বুঝানো সম্ভব যে জাতীয় সংগীত এক সাথে গেয়ে রেকর্ড করা একটা এচিভমেন্ট।
আজকেই বিশ্বের সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের কিউএস এর একটি রেংকিং বের হয়েছে।
এতে ভারতের ৪৯ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
বিশ্বের সবচেয়ে ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের ১৪ টি বিশ্ব বিদ্যালয় স্থান পেয়েছে আর উন্নয়নের রোল মডেল বাংলাদেশের ৩ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
আবার আজকেই আমরা আরেকটি রেকর্ড করলাম। মিঠামইনে নববর্ষ উপলক্ষ্যে ১৪ কিমি দীর্ঘ আলপনা তৈরী করেছি। এর উদ্বোধনে থাকবেন আইসিটি মন্ত্রী। কারন এটি একটি এচিভমেন্ট। একই মন্ত্রী ইভ্যালির উদ্বোধনীতে বলেছিলেন যে ইভ্যালি হবে আমাজন।
যা হোক, এখন একটা কথা ভাবুন। কোনটা বেশী সম্মান জনক?
১০০০ বিশ্ববিদ্যালয়ে তিনটির স্থান পাওয়া?
নাকি ১৪ কিমি আলপনা?
আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া হলো সর্বোচ্চ দুরত্ব, এবং তা ৯০০ কিমি। চীন, অস্ট্রেলিয়া এমনকি ভারতে কয়েক হাজার কিলোমিটার লম্বা হাইওয়ে রয়েছে।
ওরা ইচ্ছা করলেই তা এক রাতে পেইন্ট করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করতে পারে।
তবে করে না কেন?
কারন ওদের দেশে গাধা জনগনের সংখ্যা কম। ওদের সরকার পয়সা খরচ করে তাদের বুঝাতে পারবে না যে এটা এচিভমেন্ট। যেমন ওরা কখনোই তিন হাজার কোটি টাকা মহাশূন্যে উড়িয়ে দিবেনা শুধু রেকর্ড স্যাটেলাইট পাঠানোর জন্য।
আমদের উন্নয়ন কোটি কোটি বিদেশী কামলা আর দেশী গারমেন্টস কামলাদের জন্য। এসব কামলাদের বাইরে আমাদের কিছু নেই। এসব কামলাদের টাকা খরচ করেই আমরা ১৪ কিলোমিটারের গিনেজ রেকর্ড করি, কোটি কন্ঠে জাতীয় সংগীত গাই। কিন্তু ১৮ কোটি জনসংখ্যার রোল মডেল দেশের মাত্র তিনটা বিশ্ববিদ্যালয় জায়গা করে নিতে পারে।
রেকর্ড আর এচিভমেন্টের পার্থক্য বুঝতে না পারলে আমরা শুধুই মধ্যপ্রাচ্যে গিয়ে ঝাড়ু দিতে পারব আর দেশে দর্জির কাজ করতে পারব। কখনোই সুন্দর পিচাই সৃষ্টি করতে পারব না।
( সংগ্রহীত পোস্ট)

07/04/2024
06/04/2024

Women☕️☕️

29/03/2024

আমার আল্ট্রা মর্ডান কাজিন রা 😜

27/03/2024
27/03/2024

10/03/2024
12/01/2024

পুরুষ মানুষের প্রথম স্বপ্ন একটা নারী নয়,
প্রথম স্বপ্ন একটা গরুর খামার।

10/12/2023

Gf er sthe Badminton khelar Shopno Shopnoy Roiye geloo:)🌚

19/11/2023

Happy International Men's day to men out there.🤞

18/11/2023

বিশ্বাস নাই যদি রাতের অন্ধকারে ইন্ডিয়া পিচ চেইঞ্জ করে ফেলে! তাই ছবি তুলে রাখলেন প্যাট কামিন্স! 🤣

02/11/2023

কান্দিরপাড়, কুমিল্লা শহর

12/10/2023

Australia really dropped 6 catches today 💀

Real ID se ayo Bangladesh Cricket : The Tigers Cricket Team 🫡

Wilt u dat uw bedrijf hét hoogst genoteerde Mediabedrijf in Rotterdam wordt?
Klik hier om uitgelicht te worden.

Video's (alles zien)

পুরুষ 🥺 আহা

Website

Adres


Rotterdam
3081JE

Andere Digitale maker in Rotterdam (alles zien)
Dameer calasow Dameer calasow
Rotterdam

pageka kala soco wararkii ugu danbeeyey iyo caalamka

Góc Tâm sự NEVA - Chuyện kín Hà Lan chưa ai kể Góc Tâm sự NEVA - Chuyện kín Hà Lan chưa ai kể
Rotterdam

Những cô gái, chàng trai ý nghĩa nhà bên mà bạn cần tại Hà Lan 🤭🥰

OHM the NFT OHM the NFT
Rotterdam

Extra-terrestrials are probably the most fascinating mystery that we hope to discover someday. It is something truly amazing to think that other intelligent life forms are gazing a...

divinery_handcrafted_soap divinery_handcrafted_soap
Rotterdam

𝖲𝖬𝖠𝖫𝖫 𝖡𝖠𝖳𝖢𝖧 𝖧𝖠𝖭𝖣𝖬𝖠𝖣𝖤 𝖲𝖮𝖠𝖯

Jayadesign Jayadesign
Rotterdam

De nieuwe generatie digitale makers. Strategische creatievelingen met passie voor websites en webshops. Modern, gebruiksvriendelijk en opvallend. Volledig naar wens.

CoachingAzzacare CoachingAzzacare
Rotterdam

Ik help jou en jouw team gelukkiger 🧡 en succesvoller worden. Samen bereiken we jouw next level 🚀💃🏽 Meer info ↓ 📩 [email protected]

𝕰𝖝𝖈𝖆𝖑𝖎𝖇𝖚𝖗 + 𝕰𝖝𝖈𝖆𝖑𝖎𝖇𝖚𝖗 +
Rotterdam
Rotterdam

Welcome to mypage! This page is related to everything about Marvel, DC, Disney world, Star Wars, Transformers, and other Hollywood movies.Our mission is to deliver only high qualit...

Eritier Lakers Eritier Lakers
Rotterdam

Love your life and your little family

Entrevista Ku Entrevista Ku
Strevelsweg 700 Unit 303/A
Rotterdam, 3083AS

Media platform gevestigd in het koninkrijk der Nederlanden

vathani.arul.7 vathani.arul.7
Rotterdam

Make & Do Make & Do
Rotterdam

Bambinoetv Bambinoetv
Rotterdam

This is the official page of bambinoeTV.