AL-Quran Bangla Tv

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AL-Quran Bangla Tv, Shopping & retail, Charlotte, NC.

03/07/2022
03/06/2022

ফুরফুরা শরীফের পীরজাদা গণ ইসালে সওয়াবের আগে সরকারের উপর রেখে গেলেন ...

03/05/2022

LIVE পীরজাদা ত্বহা সিদ্দিকী হুজুরের নতুন বাড়ি থেকে...

03/01/2022

বিশ্বনবী(সাঃ) ও আবু জেহেল-এর ঘটনা বক্তাঃ-মাওলানা সানোয়ার হোসেন// Maulana Sanwar Hossain☎️9564402143

বিশ্বনবী(সাঃ) ও আবু জেহেল-এর ঘটনা বক্তাঃ-মাওলানা সানোয়ার হোসেন// Maulana Sanwar Hossain☎️9564402143 02/28/2022

বিশ্বনবী(সাঃ) ও আবু জেহেল-এর ঘটনা বক্তাঃ-মাওলানা সানোয়ার হোসেন// Maulana Sanwar Hossain☎️9564402143 আমাদের AL-Quran Bangla Tv চ্যানেলে আপনাকে স্বাগত জানায়🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹---------------------------------------------------------------------...

02/25/2022

🎙️কেউ হয়তো বলবেন লাখ টাকাও দিলেও এমন বিছানায় ঘুমাবেন না, কিন্তু এক মিনিটের জন্য ভাবুন কর্মের ফলে আপনার আমার কবরের বিছানা যদি

এরকম হয়?🖤

আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমীন।🥀

02/23/2022

মৃত্যুর আগে ফেসবুক লাইভে কী জানিয়েছিলেন #আনিস_খান

02/22/2022

আনিস খানের মৃত্যু সম্পর্কে কী জানালেন পীরজাদা গণ...

02/21/2022

মাতৃভাষার মর্যাদা শুধু দিবস পালনের মাঝেই সীমাবদ্ধ না হোক। আমাদের সকলের ভাষার প্রয়োগ হোক— শুদ্ধ, পরিশীলিত ও শিষ্টাচার সমৃদ্ধ।

02/20/2022

🕋LIVE বালিপুর দক্ষিণ জুম্মা মসজিদ থেকে সরাসরি সম্প্রচার।

02/19/2022

🕋 আসসালামু আলাইকুম,
একটি বিশেষ ঘোষণা আগামীকাল (২০/২/২০২২) রবিবার।
রাত্রী ০৮.৩০ - ১০.৩০ পর্যন্ত লাইভে থাকবেন মাওলানা ক্বারী সানোয়ার হোসেন সাহেব। (ইনসাআল্লাহ)

02/19/2022

🕋 আসসালামু আলাইকুম,
একটি বিশেষ ঘোষণা আগামীকাল (২০/২/২০২২) রবিবার।
রাত্রী ১০.৩০ - ১২.৩০ পর্যন্ত লাইভে থাকবেন মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব। (ইনসাআল্লাহ)

02/16/2022

❝নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন❞
(গুরুত্বপূর্ণ কোন জায়গায় নোট করে রাখুন-আস্তে আস্তে একটু একটু পাল্টানোর চেষ্টা করুন)
▧ টাস্কঃ ১
ঈমানকে দৃঢ় রাখতে চেষ্টা করুন।
সকল প্রকার ছোট শিরক, বড় শিরককে না বলুন।
আল্লাহ ছাড়া আল্লাহর কোন সৃষ্টিকে ভরসা করবেন না।
একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইবেন।
▧ টাস্কঃ ২
৫ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করুন।
সাথে ১২ রাকাত সুন্নত পড়তেই হবে। কোনভাবেই মিস দিবেন না।
▧ টাস্কঃ ৩
হারাম বর্জন করুন।
গান-বাজনা, নাটক, মুভি ইত্যাদি।
হারামে লিপ্ত থাকলে ইবাদত কবুল হয় না।
▧ টাস্কঃ ৪
গীবত, পরনিন্দা, অহংকার এই তিনটি জিনিস আপনার ব্যক্তিসত্ত্বা থেকে উপড়ে ফেলুন।
মনে রাখবেন, গীবত আপনার তাহাজ্জুদ ছিনিয়ে নেবে, যার নামে গীবত করবেন সে অনায়াসে সে আপনার নফল ইবাদত নিয়ে নেবে। তাই দরকার কী?
এতো কষ্ট করে ইবাদত করেন সামান্য জিনিসের জন্য সেটা বিফলে যাবে। জবানের হিফাজত করুন।
বেশি বেশি ইস্তিগফার পড়ুন।
▧ টাস্কঃ ৫
আপনার বন্ধু মহলে খারাপ কেউ থাকলে সাময়িক সময়ের জন্য বিরতি নিন।
কিছু সময় একা থাকুন।
বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন।
নামাজে সিজদাহকে দীর্ঘ করুন।
এতে রবের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে।
▧ টাস্কঃ ৬
৫ ওয়াক্ত নামাজের পর অন্তত ৫ আয়াত হলেও কুরআন পড়বেন।
সাথে ৫ আয়াতের অর্থও পড়বেন।
কুরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিন।
কুরআন আপনার সম্মান বাড়িয়ে দেবে ১০০%!
▧ টাস্কঃ ৭
মেয়েরা প্রোপারলি পর্দা করার চেষ্টা করবেন।
কোন রকম গায়রে মাহরামের সামনে যেতে পারবেন না, আকর্ষণীয় কণ্ঠে কথা বলতে পারবেন না।
ছেলেরা চোখের পর্দা করা শুরু করুন। গায়রে মাহরাম দের সাথে অপ্রয়োজনীয় কথা বলতে পারবেন না। এড়িয়ে যান।
▧ টাস্কঃ ৮
ফোন থেকে এক ক্লিকেই গান, মুভি, সিনেমা ডিলেট করে দিন।
▧ টাস্কঃ ৯
প্রতিদিন ৫ বার আজানের জবাব দেয়া। আজানের জবাবের মধ্যে অফুরন্ত ফজিলত রয়েছে।
মাত্র ২/৩ মিনিটে এই আমলটি করে নেবেন।
▧ টাস্কঃ ১০
প্রতিদিন ১০০ বার করে
১. সুবহানাল্লাহ
২. আলহামদুলিল্লাহ
৩. আল্লাহু আকবার
৪. লা-ইলাহা ইল্লাল্লাহ
৫. আস্তাগফিরুল্লাহ
৬. সুবহানাল্লহি ওয়া বিহামদিহী
৭. সুবহানাল্লাহিল আজিম পড়া।
আল্লাহর পছন্দের বাক্যগুলা বেশি বেশি পড়া।
▧ টাস্কঃ ১১
এইবার নতুন কিছু শুরু হোক।
এশার সালাত আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া।
তাহাজ্জুদের জন্য নিজেকে প্রস্তুত করুন।
দ্রুত ঘুমালে তাহাজ্জুদের জন্য নিজ থেকেই জেগে উঠতে পারবেন।
আর দেখবেন যেন অলৌকিক ভাবেই উঠছেন।
▧ টাস্কঃ ১২
প্রতিদিন সকালে একবার
বিকেলে একবার "সাইয়্যেদুল ইস্তেগফার" পড়ুন।
▧ টাস্কঃ ১৩
যতবারই কোন না কোন ভুল করবেন ততবারই তাওবা করবেন।
আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন।

02/15/2022

🕋 গাছটি আপনার, অনেক কষ্ট করে লাগিয়েছেন, যত্ন নিয়েছেন।কিন্তু আজ তার ফল আপনি ভোগ করতে পারছেন না।মাঝখানে দেয়াল বাধা হয়ে দাঁড়িয়েছে।
ঠিক তেমনি আপনি দিনভর আল্লাহর ইবাদত করে,তাহাজ্জুদ পড়ে,রোজা রেখেও পরকালে সেটার ফল ভোগ করতে পারবেন না,ভোগ করবে অন্যরা।
যাদের নামে আমি/ আপনি গীবত করে বেড়িয়েছি, বাজে সমালোচনা করেছি,কেয়ামতের দিন, আমি/আপনি তাদের কাছে ফেসে যাবো।
সেদিন আমার আপনার নেক আমল ওদের দিয়ে,তাদের গুনাহগুলো,আমাদের কাদে চাপিয়ে দেওয়া হবে, সেদিন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবেনা।

আল্লাহ তায়ালা আমাদের গীবত থেকে বাচাঁর তাওফিক দান করুন। আমিন🤲🤲

02/15/2022
02/14/2022

▶ভারতের জাতির পিতা গান্ধীজি না জিন্নাহ//শাঈখ গোলাম আহমেদ মর্তুজা//Ghulam Ahmed Murtaza new waz 2022.

02/14/2022

২০১৯ পুলওয়ামা আক্ৰমণ আত্মঘাতী বোমা হামলাঃ-

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভারতের নিরাপত্তা কর্মীদের বহনকারী একটি গাড়ি বহর জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথোপোড়া (অবন্তীপাড়ার কাছাকাছি) অতিক্রমকালে জম্মু শ্রীনগর জাতীয় সড়কে একটি বাহন-বাহিত আত্মঘাতী বোমা হামলার শিকার হয়। এই হামলার ফলে ৪০ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল (সিআরপিএফ) কর্মী এবং আক্রমণকারী মারা গিয়েছিলেন। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জাইশ-ই-মোহাম্মদ এই হামলার দায়ভার স্বীকার করেছে। হামলাকারী ছিলেন পুলওয়ামা জেলার স্থানীয় আদিল আহমদ দার এবং জয়শ-ই-মোহাম্মদের সদস্য।[২][৩][৪] এই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছে।পাকিস্তান এই হামলার নিন্দা করেছে এবং এর সাথে তাদের যেকোনও সংযোগ অস্বীকার করেছে।
পটভূমিঃ-

কাশ্মীর একটি বিতর্কিত অঞ্চল, ভারত ও পাকিস্তান উভয় দেশই এই অঞ্চলটির কিছু অংশ পরিচালনা করে বলে দাবি করেছে। পাকিস্তান ভারত-শাসিত কাশ্মীরের নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করেছে। আবার ভারতও আজাদ কাশ্মীর এর দখল নিতে চায়। [৬] [৭] ১৯৮০ এর দশকের শেষদিকে ভারত-শাসিত কাশ্মীরে একটি বিদ্রোহ প্রসারিত হতে শুরু করে। পাকিস্তান বিদ্রোহকে বস্তুগত সহায়তা দিয়েছিল। [৬] [৮] ১৯৮৯ সালের পর থেকে, বিদ্রোহ এবং ভারতীয় ক্র্যাকডাউনে প্রায় ৭০,০০০ মানুষ নিহত হয়েছেন। [৯][১০] টাইমসের মতে, ২০১৬ সালে ভারত একজন জনপ্রিয় জঙ্গি নেতা বুরহান ওয়ানিকে হত্যা করার পরে কাশ্মীরে অশান্তি বেড়ে যায়। ভারতীয় শাসিত কাশ্মীরের ক্রমবর্ধমান সংখ্যক তরুণ স্থানীয় জঙ্গিবাদের সাথে যোগ দিয়েছে। [১১][১২] অনেক সূত্র জানিয়েছে যে কাশ্মীরে বেশিরভাগ জঙ্গি বিদেশী নয় এখন স্থানীয়। [১৩][১৪][১৫] শুধুমাত্র ২০১৮ সালেই নিহতের সংখ্যায় ২৬০ জঙ্গি, ১৬০ বেসামরিক নাগরিক এবং ১৫০ জন সামরিক বাহিনীর সদস্য অন্তর্ভুক্ত ছিল।

২০১৫ সাল থেকে কাশ্মীরে পাকিস্তান-ভিত্তিক জঙ্গিরা ক্রমশ ভারতীয় সুরক্ষা বাহিনীর বিরুদ্ধে হাই-প্রোফাইল আত্মঘাতী হামলায় নেমেছে। ২০১৫ সালের জুলাইয়ে গুরুদাসপুরে তিন বন্দুকধারী একটি বাস এবং থানা আক্রমণ করেছিল । ২০১৬ সালের প্রথম দিকে চার থেকে ছয় জন বন্দুকধারীরা পাঠানকোট বিমান বাহিনী স্টেশন আক্রমণ করেছিল। [১৬] ফেব্রুয়ারি এবং জুন ২০১৬ সালে, জঙ্গিরা পাম্পোরে যথাক্রমে নয় এবং আটজন সুরক্ষা কর্মীকে হত্যা করেছিল । সেপ্টেম্বর ২০১৬ সালে চারজন আক্রমণকারী ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তর উরিতে আক্রমণ করলে ১৯ জন সৈন্য মারা যান। ৩১ ডিসেম্বর ২০১৭-এ লেথপোরার কমান্ডো প্রশিক্ষণ কেন্দ্রটিতেও জঙ্গিদের আক্রমণে পাঁচজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছিল। জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়কের আশেপাশে এই হামলা হয়েছিল।
তদন্তঃ-
এই হামলার তদন্তের জন্য জাতীয় তদন্ত সংস্থা ১২ সদস্যের একটি দল পাঠিয়েছিল এবং তারা জম্মু ও কাশ্মীর পুলিশের সাথে কাজ করেছিল। [২][৩]

প্রাথমিক তদন্তে জানা গেছে যে গাড়িটি[৩] ৮০ কিলোগ্রাম (১৮০ পা) আরডিএক্স(এক ধরনের উচ্চ বিস্ফোরক) [৩২] এবং অ্যামোনিয়াম নাইট্রেটসহ ৩০০ কিলোগ্রাম (৬৬০ পা) এর বেশি বিস্ফোরক বহন করেছিল। [৩৩] লেফটেন্যান্ট জেনারেল হুদা বলেছিলেন যে বিস্ফোরকগুলি কোনও নির্মাণের জায়গা থেকে চুরি করা হতে পারে। তিনি প্রথমে বলেছিলেন যে সীমান্ত পেরিয়ে তাদের পাচার করা সম্ভব ছিল না, তবে পরে বলেছিলেন যে তিনি এটিকে অস্বীকার করতে পারবেন না।
পরবর্তীঃ-
হামলায় নিহত নিরাপত্তা কর্মীদের রাষ্ট্রীয় জানাজা তাদের নিজ নিজ জায়গায় করা হয়েছিল। [৩৫][৩৬] পাঞ্জাব সরকার রাজ্য থেকে নিহত নিরাপত্তা কর্মীদের পরিবারকে প্রত্যেকে ₹12 লাখ (US$১৬,২০০) এবং তাদের আত্মীয়-স্বজনদের সরকারি চাকরির ক্ষতিপূরণ ঘোষণা দেয়। ভারত পাকিস্তানের সর্বাধিক অনুকূল দেশ মর্যাদাকে বাতিল করে দিয়েছিল। [২] ভারতে আমদানি করা সমস্ত পাকিস্তানি পণ্যের শুল্ক বাড়িয়ে ২০০% করা হয়েছিল। [৩৭] ভারত সরকার পাকিস্তানকে কালো তালিকায় নামানোর জন্য ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স অন মানি লন্ডারিংয়ের (এফএটিএফ) প্রতি আহ্বান জানিয়েছে। এফএটিএফ এটিকে 'ধূসর তালিকায় রাখার' সিদ্ধান্ত নিয়েছে এবং যখন এটি 'ধূসর তালিকায়' রাখা হয়েছিল তখন জুন ২০১৮ এ রাখা ২৭ টি শর্ত মেনে চলার জন্য অক্টোবর ২০১৯ পর্যন্ত সময় দিয়েছে। মেনে চলতে ব্যর্থ হলে এটি কালো তালিকায় যুক্ত হবে। [৩৮] ১৭ ফেব্রুয়ারি বিচ্ছিন্নতাবাদী নেতাদের সুরক্ষা বিধান বাতিল করে রাজ্য প্রশাসন।

ভারতজুড়ে বিক্ষোভ, অবরোধ ও মোমবাতির আলো মিছিল অনুষ্ঠিত হয়েছিল। [৪০][৪১][৪২] জম্মুতে সহিংস বিক্ষোভ শুরু হয়েছিল যার ফলে ১৪ ই ফেব্রুয়ারি থেকে কারফিউ জারি করা হয়েছিল। যুক্তরাজ্যের ভারতীয় সম্প্রদায় লন্ডনে পাকিস্তান হাই কমিশনের বাইরে বিক্ষোভ করেছে। ৭ই মার্চ লাহোরে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সমিতির আয়োজিত ১৩ তম অ্যানেশেসিওলজিস্টস কংগ্রেসের জন্য ভারতীয় ডাক্তারদের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর বাতিল করে। [৪৩] ভারতীয় সম্প্রচারক ডিএসপোর্ট জানিয়েছে যে এটি আর পাকিস্তান সুপার লিগের ক্রিকেট ম্যাচ সম্প্রচার করবে না। [৪৪] অল ইন্ডিয়ান সিনেমা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাকিস্তানি অভিনেতা এবং শিল্পীদের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছিল এবং বলেছে যে যে কোনও সংস্থা এটি লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। [৪৫] ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনও পাকিস্তান শিল্পীদের ভারতে নির্মিত চলচ্চিত্র ও সংগীতে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে; সংগঠনের সভাপতি পাকিস্তানি শিল্পীদের সাথে যে কোনও ভারতীয় চলচ্চিত্র প্রযোজনার সেট "ভাঙচুর" করার হুমকি দিয়েছিলেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বেআইনি কর্মকাণ্ড (প্রতিরোধ) আইনের অধীনে ভারতের জয়পুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পাকিস্তানি বন্দী শকরউল্লাহকে ছুরিকাঘাত করা হয়েছিল এবং আরও চারজন বন্দীকে হত্যা করা হয়েছিল। [৪৭][৪৮] ভারত দাবি করেছে যে টেলিভিশনের ভলিউম নিয়ে বন্দীদের মধ্যে বাকবিতণ্ডায় শকরুল্লাহকে হত্যা করা হয়েছিল। পাকিস্তান দাবি করেছে যে তিনি পুলওয়ামার ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য নিহত হয়েছেন।

জঙ্গিদের সাথে বন্দুকযুদ্ধ সম্পাদনাঃ-

গোয়েন্দা তথ্য অনুসারে, ১৮ ফেব্রুয়ারির ভোরের দিকে, পুলওয়ামায় অপরাধীদের জন্য পরবর্তী ব্যবস্থাপনায় ৫৫ জন জাতীয় রাইফেলস, সিআরপিএফ এবং ভারতের বিশেষ অপারেশনস গ্রুপের সমন্বয়ে একটি যৌথ দল সন্ত্রাসবাদ বিরোধী এনকাউন্টার অভিযানে দু'জন সন্ত্রাসী এবং দু'জন সমর্থককে হত্যা করেছিল। । তাদের মধ্যে একজন আবদুল রশীদ গাজী ওরফে কামরানকে পাকিস্তানি নাগরিক হিসাবে চিহ্নিত করা হয়েছিল এবং তাকে হামলার মূল পরিকল্পনাকারী এবং সন্ত্রাসবাদী দল জইশ-ই-মুহাম্মদ (জেএম) এর কমান্ডার হিসাবে বিবেচনা করা হয়েছিল। [৫০] এছাড়াও, স্থানীয় জেএম নিযুক্ত হিলাল আহমেদ এবং দুজন সমর্থক যারা গাজী ও আহমদকে গ্রেপ্তারের হাত থেকে বাঁচানোর জন্য রেখেছিল, তাদেরও এই সংঘর্ষে গুলি করে হত্যা করা হয়েছিল। বন্দুকযুদ্ধে চারজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। [৫১][৫২][৫৩]

কাশ্মীরবিরোধী পাল্টা আক্রমণ সম্পাদনাঃ-
এই হামলার পরে সহিংসতা ও হয়রানিসহ [৫৪] ও বাড়ি থেকে উচ্ছেদ করার পরে ভারতের অন্যান্য অঞ্চলে বসবাসকারী কাশ্মীরি শিক্ষার্থীরা পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছিল। [৫৫] এর জবাবে, অনেক ভারতীয় কাশ্মীরিদের বাসায় থাকার প্রস্তাব দিয়েছিলেন, যাদের সম্ভবত উচ্ছেদ করা হয়েছিল। [৫৬]

খবরে বলা হয়েছিল যে ভারতের বাকি অংশ থেকে পালিয়ে আসা কাশ্মীরিদের সংখ্যা "শতাধিক" পৌঁছেছিল। [৫৭] জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অর্গানাইজেশন জানিয়েছে যে দেরাদুনের ৯৭% কাশ্মীরি ছাত্রকে সরিয়ে নেওয়া হয়েছে। [৫৮] দেরাদুনের দুটি ভারতীয় কলেজ ঘোষণা করেছিল যে কোনও নতুন কাশ্মীরি শিক্ষার্থী ভর্তি হবে না। [৫৯] কিছু গ্রুপ বরখাস্ত করার আহ্বান জানালে এই কলেজগুলির মধ্যে একটি আলপাইন কলেজ তাদের ডিনকে (যিনি একজন কাশ্মীরি) স্থগিত করে। [৬০]

ভারতের রাজ্য মেঘালয়ের গভর্নর তথাগতা রায় টুইট করেছেন "সকল কাশ্মীরি" বর্জনের পক্ষে সমর্থন জানিয়েছেন । কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এই মতামতের সাথে একমত নন। [৬১] এক কাশ্মীরি বণিককে কলকাতায় মারধর করা হয়েছিল; পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হামলার নিন্দা করেছিলেন। [৬২]

কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং বলেছেন যে তারা ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে শিক্ষার্থীদের সুরক্ষা দিতে বলেছিল। " [৬৩] জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ রাজনাথ সিংয়ের সাথে সহায়তা চেয়েছিলেন। [৬৪]
বালাকোট বিমান হামলা সম্পাদনা
২৬ ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনীর বারোটি মিরাজ ২০০০ জেট বিমান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বোমা ফেলেছিল। [৬৫][৬৬] ভারত দাবি করেন যে এটি একটি জইশ-ই-মোহাম্মদ প্রশিক্ষণ শিবির আক্রমণ করে এবং সন্ত্রাসীদের সংখ্যক নিহত ৩০০ ও ৩৫০ এর মধ্যে হতে পারে। [৬৭] পাকিস্তান দাবি করেছে যে তারা দ্রুত আইএএফ জেটগুলোকে আটকানোর জন্য জেট ছুঁড়ে মারে। ফলে তারা নিয়ন্ত্রণ রেখার উপর দিয়ে দ্রুত ফিরে আসতে তাদের পে-লোড ফেলে দেয়। [৬৮]

ভারত-পাকিস্তান স্ট্যান্ডঅফ সম্পাদনাঃ-
২৭ ফেব্রুয়ারি পাকিস্তান বিমানবাহিনী তার আগের দিন ভারতীয় বিমানের প্রতিশোধ নেওয়ার জন্য জম্মু ও কাশ্মীরে বিমান হামলা চালিয়েছিল। পাকিস্তান এবং ভারত উভয়ই একমত হয়েছিল যে পাকিস্তানের বিমান হামলার ফলে কোনও ক্ষতি হয়নি। তবে, ভারতীয় ও পাকিস্তানি বিমানের মধ্যে পরবর্তী লড়াইয়ে পাকিস্তানের উপর একটি ভারতীয় মিগ -২১ গুলি চালানো হয়েছিল এবং তার পাইলট ধরা পড়েছিল। পাকিস্তান পাইলটকে ১ মার্চ মুক্তি দেয়। [৬৯]

পাকিস্তান সন্দেহভাজনদের গ্রেপ্তার করেছে সম্পাদনা
৫ মার্চ পাকিস্তান জয়শ-ই-মুহাম্মদসহ বিভিন্ন গোষ্ঠীর ৪৪ জন সদস্যকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের নাম পুলওয়ামা হামলার পরে ভারতের পাকিস্তানকে দেওয়া একটি ডজিয়ারে ছিল। [৭০] পাকিস্তান বলেছে যে গ্রেপ্তারকৃতদের কমপক্ষে ১৪ দিনের জন্য রাখা হবে এবং ভারত যদি আরও প্রমাণ সরবরাহ করে তবে তাদের বিরুদ্ধে বিচার করা হবে। [৭১] গ্রেপ্তারকৃতদের মধ্যে জেএম নেতা মাসউদ আজহারের স্বজন, তার ছেলে হামাদ আজহার ও তার ভাই আবদুল রউফ প্রমুখ।

02/12/2022

▶মৃত্যুর আগে ভয়ঙ্কর ঔষধ শিখিয়ে গেলেন//শাঈখ গোলাম আহমেদ মর্তুজা//Ghulam Ahmed Murtaza new waz 2022.

02/12/2022

একজন মুসলিম মেয়ের সাহস যা ভারতের সমল মুসলিম মেয়েকে জাগিয়ে তুলছে...

02/11/2022

▶স্কুলে শাঁখা সিঁদূর পরে গেলে অপরাধ নয়|| স্কুলে হিজাব অপরাধ কেন?Pirzada Syed Ruhul Amin.

02/09/2022

সৌভাগ্যেবান পিতার সাথে
সাহসিনী কন্যা ❤️
মুসকান

02/09/2022

তোমার রদ্দা জবর, তোমার বিপুল সেপাই
দেখি স্পর্ধা কেমন, আজ থামাও আমায়!

02/09/2022

সাহস তোমার পাহাড়সম
খিলজি, কাসেম রাহাবার।

তোমায় রুখে!
সাধ্য কার?

শত হায়েনার জয় শ্রী রামে
বুলন্দ তোমার "আল্লাহু আকবার"।

কার্টেসী: 𝕋𝕙𝕖 𝕓𝕣𝕒𝕟𝕔𝕙 𝕠𝕗 𝕗𝕒𝕚𝕥𝕙

02/08/2022

আমি কোনো ধর্ম বা কোনো ধর্মীয় আচারের বিরোধী নয়।

তবে আমার প্রশ্ন আছে।।। গনতান্ত্রিক রাষ্ট্রে

যদি সরকারি স্কুলে সরকারি অফিসে পুজো হতে পারে ক্রিশমাস পালন হতে পারে, পাঞ্জাবি রা সবসময় পাগড়ি পরে থাকতে পারে,
তাহলে মুসলিম মেয়েরা হিজাব পরে স্কুল কেন যেতে পারবেনা???
সংবিধানের ১৫ নং ধারা অনুযায়ী -
রাজ্য কোনো নাগরিক এর সাথে তার জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান কে বিচার করে কোনো ভেদাভেদ করতে পারে না।

তাহলে মুসলিম মেয়েদের সাথে কেনো এই দ্বিচারিতা?

নিষেধাজ্ঞা হলে সবার ওপর নিষেধাজ্ঞা হোক একটা সম্প্রদায় কে টার্গেট করা সরকারের ভবিষ্যত অন্ধকার হওয়ার জন্য যথেষ্ট।

আমাদের ধর্মীয় নেতা বুদ্ধিজীবী গণ ও রাজনৈতিক নেতাগণ আপনাদের মুখ গুলো একটু দেখান এবার।

Want your business to be the top-listed Shop in Charlotte?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

LIVE পীরজাদা ত্বহা সিদ্দিকী হুজুরের নতুন বাড়িতে #Furfura
বিশ্বনবী(সাঃ) ও আবু জেহেল-এর ঘটনা বক্তাঃ-মাওলানা সানোয়ার হোসেন// Maulana Sanwar Hossain☎️9564402143
মৃত্যুর আগে ফেসবুক লাইভে কী জানিয়েছিলেন আনিস খান।
আনিস খানের মৃত্যু সম্পর্কে কী জানালেন পীরজাদা গণ...
🕋LIVE বালিপুর দক্ষিণ জুম্মা মসজিদ থেকে সরাসরি সম্প্রচার।#Waz
🕋LIVE বালিপুর দক্ষিণ জুম্মা মসজিদ থেকে সরাসরি সম্প্রচার।#Waz
🕋LIVE বালিপুর দক্ষিণ জুম্মা মসজিদ থেকে সরাসরি সম্প্রচার।#Waz
🕋LIVE বালিপুর দক্ষিণ জুম্মা মসজিদ থেকে সরাসরি সম্প্রচার।#Waz
▶মহাত্মা গান্ধী সম্পর্কে চেপে রাখা ইতিহাস ফাঁস করলেন শাঈখ গোলাম আহমেদ মর্তুজা//Ghlulam Ahmed Murtaza.
মাওলানা জামাল উদ্দিন বিন ইব্রাহীম ।
মাতঙ্গিনী হাজরা সম্পর্কে কি জানালেন  ঐতিহাসিক গোলাম আহমেদ মর্তুজা।Ghlulam Ahmed Murtaza New Waz 2022.
31st December সম্পর্কে কী জানালেন শাইখ মিজানুর রহমান আজহারী #31st_december @Mizanur Rahman Azhari

Website

Address


Charlotte, NC
28202

Other Shopping & Retail in Charlotte (show all)
Lark & Key Lark & Key
Charlotte, 28210

Lark & Key offers a selection of art and functional craft from local, regional and national artists

Ballantyne Village Ballantyne Village
14825 Ballantyne Village Way
Charlotte, 28277

Join us at Ballantyne Village for exquisite shopping, dining and services.

TC Fashions Unlimited TC Fashions Unlimited
P O Box 26522
Charlotte, 28221

TC Fashions Unlimited provides quality & designer clothing for women & men.

Crown Case Co. Crown Case Co.
801 Atando Avenue, Ste C
Charlotte, 28206

Custom Road Cases for all industries

Maddi's Gallery Maddi's Gallery
1530 East Boulevard
Charlotte, 28203

Our award-winning Gallery features fine craft handmade in America, an outstanding selection of artis

Sharon Luggage Sharon Luggage
8000 Arrowridge Boulevard
Charlotte, 28273

We've been helping you see the world for 45 years! But we don't look a day over 19.

Uptown Charlotte Uptown Charlotte
210 E Trade Street
Charlotte, 28202

All things Uptown and the surrounding neighborhoods!

Polka Dot Skies Polka Dot Skies
Charlotte

A happy shop filled with Handmade Hair Accessories, Ribbon Mobiles, and Wreaths.

Lightning X Products Lightning X Products
2365 Tipton Drive
Charlotte, 28206

Awesome Bags...Built To Last!

liz shea designs liz shea designs
Charlotte, 28226

Liz Shea Designs offers calendars, notepads and more. Unique original designs to brighten your day!

Tuxedo Lady Tuxedo Lady
1409 East Boulevard, Suite 200
Charlotte, 28203

Schedule Appointment Online: http://tuxedolady.com/contactus.php Next Day Shipping Available (base

METROPOLITAN METROPOLITAN
1111 Metropolitan Avenue
Charlotte, 28204

A dynamic lifestyle center infused with culture and connectivity.