Adhare Alo Foundation - আঁধারে আলো ফাউন্ডেশন

আঁধার যেখানে ঘনিয়ে, আলো হাতে সেখানেই আমরা

30/04/2021
13/04/2021

আঁধারে আলো ফাউন্ডেশনের অন্যতম সক্রিয় ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সাইফুল ইসলামের পিতাঃ মোঃ সিরাজ প্যাদা আজ রাত ১১ঃ১৫ ঘটিকার সময় ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা "আঁধারে আলো ফাউন্ডেশন" পরিবার গভীরভাবে শোকাহত।
সকলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করবেন।

12/04/2021

আঁধারে আলো ফাউন্ডেশন এর Founding Member - "মোঃ জুয়েল রানা" এর আজকে জন্মদিন।
আজকের এই দিনে সে জন্মেছিলো বলেই আমরা আমাদের ফাউন্ডেশনের একজন সক্রিয় সদস্য পেয়েছি।
দোয়া করি তিনি যেনো সামনের জীবন সফলভাবে অতিক্রম করতে পারে এবং আমাদের ফাউন্ডেশন এর সাথে যুক্ত থেকে মানব সেবায় নিজেকে আত্মত্যাগ করতে পারে।

07/03/2021

আঁধারে আলো ফাউন্ডেশন এর Founding Member - "আলফি খান" এর আজকে জন্মদিন।
আজকের এই দিনে সে জন্মেছিলো বলেই আমরা আমাদের ফাউন্ডেশনের একজন সক্রিয় সদস্য পেয়েছি।
দোয়া করি তিনি যেনো সামনের জীবন সফলভাবে অতিক্রম করতে পারে এবং আমাদের ফাউন্ডেশন এর সাথে যুক্ত থেকে মানব সেবায় নিজেকে আত্মত্যাগ করতে পারে।

01/02/2021

আঁধারে আলো ফাউন্ডেশন এর Founding Member - "মোঃ ইউসুফ আল জাবের (বাবলু)" এর আজকে জন্মদিন।
আজকের এই দিনে সে জন্মেছিলো বলেই আমরা আমাদের ফাউন্ডেশনের একজন সক্রিয় সদস্য পেয়েছি।
দোয়া করি তিনি যেনো সামনের জীবন সফলভাবে অতিক্রম করতে পারে এবং আমাদের ফাউন্ডেশন এর সাথে যুক্ত থেকে মানব সেবায় নিজেকে আত্মত্যাগ করতে পারে।

15/01/2021

আঁধারে আলো ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা "আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান (উপজেলা চেয়ারম্যান, আমতলী উপজেলা পরিষদ)" এর আজকে জন্মদিন।
আজকের এই দিনে সে জন্মেছিলো বলেই আমরা আমাদের ফাউন্ডেশন ও আমতলী উপজেলার সর্বস্তরের মানুষ একজন ভালো যোগ্য প্রতিনিধি, সমাজ সেবক ও ভালো মনের মানুষকে পাশে পেয়েছেন।
দোয়া করি তিনি যেনো সামনের জীবন সফলভাবে অতিক্রম করতে পারে এবং আমাদের ফাউন্ডেশন এর সাথে যুক্ত থেকে মানব সেবায় নিজেকে আত্মত্যাগ করতে পারে।

16/12/2020

উদ্ভোদনী অনুষ্ঠান আগামীকাল (১৭/১২/২০২০) সকাল ১০.০০ ঘটিকায়।।
আপনারা সকলে আমন্ত্রিত।।

Photos from Adhare Alo Foundation - আঁধারে আলো ফাউন্ডেশন's post 21/09/2020

দুঃখিত, অনেক চেষ্টার পরেও Team Adhare Alo মহিষকাটা মিনি ফুটবল টুর্নামেন্ট থেকে বাদ পরেছে। বিষয়টা অনেক কষ্টকর হলেও এটুকু ভেবে ভালো লাগছে যে আমাদের প্লেয়াররা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে, এবং আমাদের পরিপার্শ্বিক মানুষগুলো আমাদের অনেক সাপোর্ট করেছে।
ভাগ্য আমাদের সহয় ছিলো না, আশাকরি ভবিষ্যতে আমরা ভালো কিছু নিয়ে মাঠে ফিরবো।
ধন্যবাদ জানাই আমাদের স্পন্সর "Ahmed Shakur ভাই ও Md Shahab Uddin ভাইকে আমাদের সাথে থাকার জন্য।
Ahmed Shakur ভাই আমাদের টিমকে জার্সি উপহার দিয়ে ও Md Shahab Uddin ভাই আমাদের টিমের যাবতীয় খরচ বহনকরে আমাদের সাহায্য করেন।
আশাকরি ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে থাকবেন।

Photos from Adhare Alo Foundation - আঁধারে আলো ফাউন্ডেশন's post 13/09/2020

TEAM Adhare - Alo এর প্রথম ম্যাচ আমড়াগাছিয়া এর বিপক্ষে।
ম্যাচ পূর্বকালীন স্থির চিত্র।
সবাইকে খেলা উপভোগ করার জন্য মহিষকাটা বাজারের উত্তর প্রান্তে বালুর মাঠে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন রইলো।

Photos from Adhare Alo Foundation - আঁধারে আলো ফাউন্ডেশন's post 11/09/2020

আজ ১১/০৯/২০২০ ইং রোজ শুক্রবার স্থানীয় মহিষকাটা বাজারে "আঁধারে আলো ফাউন্ডেশন" এর কার্যক্রম নিয়ে আলোচনা সভা ও "Team Adhare-Alo" এর ফুটবল দলের জার্সির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ২নং কুকুয়া ইউনিয়ন পরিষদের সনামধন্য চেয়ারম্যান "বোরহান উদ্দিন মাসুম তালুকদার" এর পক্ষথেকে আমাদের ফুটবল দলের জার্সি উপহার প্রদান পূর্বক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাহেব বাড়ী এর কৃতি সন্তান আহমেদ সাকুর ভাই।

এছাড়াও অত্র ফাউন্ডেশনের কার্যক্রম ও উজ্জ্বল ভবিষ্যৎ আশাবাদ ব্যক্ত করে বক্ত্যব্য করেন মিরাজ হাওলাদার, নুরুজ্জামান হাওলাদার, মনিরুল ইসলাম, জুয়েল খান, কিসলু খান, সাইফুল ইসলাম (স্বপ্নচূড়া) সহ স্থানীয় বিশেষ ব্যক্তিবর্গ।

আগামী ১৩/০৯/২০২০ ইং রোজ রবিবার বিকেল ৪.০০ ঘটিকায় TEAM Adhare - Alo এর ১ম ম্যাচ অনুষ্ঠিত হবে।
স্থান- মহিষকাটা বাজার এর উত্তর প্রান্তে বালুর মাঠে। আপনারা সকলে আমন্ত্রিত।

Photos from Adhare Alo Foundation - আঁধারে আলো ফাউন্ডেশন's post 02/09/2020

আমতলীতে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করছেন তালতলীর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। ১ সেপ্টেম্বর বরিশাল বিভাগীয় কমিশনার স্বাক্ষরিত এক আদেশে তাকে আমতলীতে বদলী করা হয়েছে।

তিনি ৩৩তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। তাকে ২০২০সালের ২১ এপ্রিল বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা হলে তিনি ২৩ এপ্রিল তালতলী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন।
অভিনন্দন স্যার Uno Asad Taltali

আঁধারে আলো ফাউন্ডেশন ও আমতলী উপজেলাবাসীর পক্ষ থেকে আপনাকে স্বাগতম ও অভিনন্দন।
আপনার মতো সৎ ও নিষ্ঠাবান উপজেলা নির্বাহী অফিসার পেয়ে আমরা আনন্দিত।

15/08/2020

বিনম্র শ্রদ্ধা জানাই বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ মানবকে ❤️

09/08/2020

আঁধারে আলো ফাউন্ডেশন এর Founder - "Sabbir Khan Sagor" এর আজকে জন্মদিন।
আজকের এই দিনে সে জন্মেছিলো বলেই আমরা আমাদের ফাউন্ডেশন উপহার পেয়েছি এবং একজন সক্রিয় সদস্য পেয়েছি।
দোয়া করি তিনি যেনো সামনের জীবন সফলভাবে অতিক্রম করতে পারে এবং আমাদের ফাউন্ডেশন এর সাথে যুক্ত থেকে মানব সেবায় নিজেকে আত্মত্যাগ করতে পারে।

01/07/2020

আঁধারে আলো ফাউন্ডেশন এর Founding Member - "মোঃ রাকিব হাসান" এর আজকে জন্মদিন।
আজকের এই দিনে সে জন্মেছিলো বলেই আমরা আমাদের ফাউন্ডেশনের একজন সক্রিয় সদস্য পেয়েছি।
দোয়া করি তিনি যেনো সামনের জীবন সফলভাবে অতিক্রম করতে পারে এবং আমাদের ফাউন্ডেশন এর সাথে যুক্ত থেকে মানব সেবায় নিজেকে আত্মত্যাগ করতে পারে।

Photos from Adhare Alo Foundation - আঁধারে আলো ফাউন্ডেশন's post 28/06/2020

আজ ২৮/০৬/২০২০ ইং "আঁধারে আলো ফাউন্ডেশন" এর Founding Member's এর একাংশ আমাদের সনামধন্য উপজেলা চেয়্যারম্যান : আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান সাহেবের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
চেয়্যারম্যান সাহেব আমাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন। পরবর্তীতে তিনি ধাপে ধাপে সকল সমস্যার সমধান করবেন বলে আশ্বাস দেন ও আমাদের আঁধারে আলো ফাউন্ডেশনের সকল কর্মকান্ডের সাথে তিনি সম্পৃক্ত থাকবেন বলে জানান।

আল্লাহ্‌ যেন আমাদের উপজেলা চেয়্যারম্যান সাহেব ও আঁধারে আলো ফাউন্ডেশনের সকল সদস্যদের নেক হায়াৎ দান করেন, আমিন।

Photos from Adhare Alo Foundation - আঁধারে আলো ফাউন্ডেশন's post 24/06/2020

আলহামদুলিল্লাহ্‌
অবশেষে "আঁধারে আলো ফাউন্ডেশন" এর উদ্যোগে মহিষকাটা থেকে পঃ কেওয়াবুনিয়া ওয়াব্দা রাস্তা ও ওয়াব্দা থেকে কেওয়াবুনিয়া মাঃ বিঃ পর্যন্ত মাটির রাস্তায় বর্ষাকালীন সময়ে চলাচলের সুবিধার্থে দুর্গম কিছু জায়গায় বালুর বস্তা দেওয়া হচ্ছে, যাতে সাধারন মানুষের চলাচলে কিছুটা সুবিধা হয়।
ধন্যবাদ জানাই ২ নং কুকুয়া ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান - মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার সাহেবকে, আমাদের অনুরোধে সারা দিয়ে প্রয়োজনীয় সকল মালামালের ব্যবস্থা করার জন্য।
আরো ধন্যবাদ জানাই Ahmed Shakur ও Rasel Khan কে যারা দূরে থেকে আমাদের এই কাজে সার্বিক সহযোগীতা করেছেন। বিশেষ করে আহমেদ শাকুর ভাইকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের সাথে থাকায় এই কাজটি পাওয়া আমাদের জন্য সহজতর হয়েছে।
ধন্যবাদ অত্র ফাউন্ডেশনের সকল সদস্য ও অন্যান্য ব্যক্তিদের যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে আমাদের সাহায্য করেছেন।
জনপ্রতিনিধিগন ও প্রশাসনের নিকট আকুল আবেদন, এভাবে আর কতোদিন? দয়া করে আমাদের গ্রামের এই রাস্তাটি পাঁকা করনের উদ্যোগ নিন।
সকলে আমাদের জন্য দোয়া করবেন।

15/06/2020

আঁধারে আলো ফাউন্ডেশন এর Founding Member - "মোঃ সাইফুল ইসলাম" এর আজকে জন্মদিন।
আজকের এই দিনে সে জন্মেছিলো বলেই আমরা আমাদের ফাউন্ডেশনের একজন সক্রিয় সদস্য পেয়েছি।
দোয়া করি তিনি যেনো সামনের জীবন সফলভাবে অতিক্রম করতে পারে এবং আমাদের ফাউন্ডেশন এর সাথে যুক্ত থেকে মানব সেবায় নিজেকে আত্মত্যাগ করতে পারে।

Timeline photos 25/05/2020

Stay Home, Stay Safe
Eid Mubarak

Photos from Adhare Alo Foundation - আঁধারে আলো ফাউন্ডেশন's post 22/05/2020

আলহামদুলিল্লাহ্‌
আজকে "আঁধারে আলো ফাউন্ডেশন" এর পক্ষ্য থেকে আমতলী উপজেলাধীন কুকুয়া ইউনিয়নের ১নং পশ্চিম কেওয়াবুনিয়া গ্রামে ৭০ টি পরিবারের মাঝে ঈদ উপহার ( ১ কেজি সেমাই, ১ কেজি চিনি ও ১০০ গ্রাম দুধ) বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে পেরে আমরা সকল সদস্য খুবই আনন্দিত।
ধন্যবাদ সকলকে, যারা এই কাজে আমাদের আর্থিক ও মানষিক সাহায্য করেছেন। 😍😍😍

11/05/2020

আঁধারে আলো ফাউন্ডেশন এর Founding Member - "মাহামুদ শাকিল" এর আজকে জন্মদিন।
আজকের এই দিনে সে জন্মেছিলো বলেই আমরা আমাদের ফাউন্ডেশনের একজন সক্রিয় সদস্য পেয়েছি।
দোয়া করি তিনি যেনো সামনের জীবন সফলভাবে অতিক্রম করতে পারে এবং আমাদের ফাউন্ডেশন এর সাথে যুক্ত থেকে মানব সেবায় নিজেকে আত্মত্যাগ করতে পারে।

আমতলীতে যুবকরা বাড়ী বাড়ী গিয়ে বিতরন করছে ইফতার সামগ্রী 05/05/2020

https://www.dailybibartan.com/আমতলীতে-যুবকরা-বাড়ী-বাড়ী/

আমতলীতে যুবকরা বাড়ী বাড়ী গিয়ে বিতরন করছে ইফতার সামগ্রী করোনা আতঙ্কে থমকে গেছে পুরো বিশ্ব । এই ভাইরাসের সংক্রামণ থেকে রেহায় পায়নি বাংলাদেশও । সরকারি নির্দেশনা মেনে কর...

04/05/2020

আলহামদুলিল্লাহ্‌

সকাল বেলা কিছু রোজাদার যুবকদের নিয়ে অন্য ৩০ টি রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী (ছোলা, মুড়ি, ট্যাং, চিনি, খেজুর) বিতরন করতে বের হলাম।

আমাদের জন্য দোয়া করবেন।

25/04/2020

আলহামদুলিল্লাহ্‌
রমজানের ১ম দিনই একটা ভালো করতে পেরে আমরা আনন্দিত।

মোঃ সাজ্জাদ (প্রতিবন্ধী), পঞ্চম শ্রেণীর ছাত্র।
সে একদিন আমাদের জানালো যে, সে তার প্রয়োজনীয় গাইড বই কিনতে না পাড়ায় তার পড়াশুনায় ব্যাঘাত ঘটছে।
তাই "আঁধারে আলো ফাউন্ডেশন" এর পক্ষ থেকে তাকে এই বইগুলো উপহার দেওয়া হলো।

সকলে এই ছেলেটি ও "আঁধারে আলো ফাউন্ডেশন" এর জন্য দোয়া করবেন।

06/04/2020

আলহামদুলিল্লাহ্‌
আমাদের ফাউন্ডেশন এর ১ম ইভেন্টের খবর "গনমানুষের আওয়াজ" পত্রিকায় ছাপা হয়েছে।

আমতলীতে ১০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ১৫ কলেজ পড়ুয়া শিক্ষার্থী | আওয়াজ বিডি 05/04/2020

💕💕💕💕💕💕

https://www.awaazbd.net/news/nationwide/98173

আমতলীতে ১০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ১৫ কলেজ পড়ুয়া শিক্ষার্থী | আওয়াজ বিডি করোনা আতঙ্কে থমকে গেছে পুরো বিশ্ব। এ ভাইরাজের আতঙ্ক থেকে রেহায় পায়নি বাংলাদেশও। করোনাভাইরাস মোকাবেলায় লকউউন...

Photos from Adhare Alo Foundation - আঁধারে আলো ফাউন্ডেশন's post 05/04/2020

আলহামদুলিল্লাহ্‌
আল্লাহর অশেষ রহমতে আমরা ১০০ পরিবারকে সাহায্যের উদ্দেশ্যে মাঠে নেমে গেছি।
আপনারা দোয়া করবেন।

04/04/2020

আসসালামু আলাইকুম
"আঁধারে আলো ফাউন্ডেশন" এর দাতাগোষ্ঠীদের নাম প্রকাশের ৩য় এবং শেষ পর্বে থাকছে সেই সকল শ্রদ্ধেয়ভাজন ব্যক্তিদের নাম যারা আমাদের আর্থিক সাহায্য করেছেন।
★ মোঃ ফারুক হোসেন (প্রধান শিক্ষক- কেঃমাঃবি)
★ মোঃ গোলাম সরোয়ার
★ মোঃ হারুন-অর-রশিদ
★ মোঃ মনোয়ার খান
★ মোঃ মিজানুর রহমান নান্নু
★ মোঃ নুরুজ্জামান হালিম
★ মোঃ নুরুল আলম (প্রধান শিক্ষক-১৬ নং দঃকেঃসঃপ্রাঃবিঃ)
★ মোঃ বশির খান
★ এ্যাডঃ মোঃ সেলিম
★ মোঃ নাসির হাওলাদার (সদস্য-জেলা পরিষদ)
★ মোঃ মিরাজ হাওলাদার
★ মোঃ জব্বার প্যাদা
★ মোঃ মনিরুল ইসলাম
★ মোঃ নুরুল হক মাতুব্বর
★ মোঃ আলতাফ হাওলাদার
★ মোঃ দেলোয়ার মাতুব্বর
★ মোসাঃ সালমা বনা
★ মোঃ আসলাম শাওন
★★ এছাড়াও কিছু দাতা আছেন যারা নাম প্রকাশে অনিচ্ছুক।

উপরোক্ত ব্যক্তিবর্গ এবং যারা আমাদের সকলকে মানুষিক ভাবে সাহায্য করেছেন "আঁধারে আলো ফাউন্ডেশন" এর পক্ষথেকে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।
আপনারা এগিয়ে না আসলে হয়তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারতাম না।

04/04/2020

আসসালামু আলাইকুম
এখন আমরা একাধারে আমাদের "আঁধারে আলো ফাউন্ডেশন" এর দাতাগোষ্ঠীদের নাম প্রকাশ করবো।
নাম প্রকাশের ২য় পর্বে থাকছে তাদের নাম যারা প্রবাসে (দেশের বাহিরে) থেকে আমাদের আর্থিক সাহায্য করেছেন।
★ মোঃ মহাসীন মাতুব্বর (কেওয়াবুনিয়া)
★ মোঃ সাহাব উদ্দিন (কেওয়াবুনিয়া)
★ মোঃ বাবুল প্যাদা (কেওয়াবুনিয়া)
★ মোঃ তোফায়েল আহমেদ (কেওয়াবুনিয়া)

আপনাদের সকলকে "আঁধারে আলো ফাউন্ডেশন" এর পক্ষথেকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।
আপনারা এগিয়ে না আসলে হয়তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারতাম না।
#আমারা_আমাদের_পরবর্তী_তথা_শেষ_পর্বে_আমাদের_অন্যান্য_সকল_দাতাগোষ্ঠীদের_নাম_প্রকাশ_করবো।

04/04/2020

আসসালামু আলাইকুম
এখন আমরা একাধারে আমাদের "আঁধারে আলো ফাউন্ডেশন" এর দাতাগোষ্ঠীদের নাম প্রকাশ করবো।
নাম প্রকাশের ১ম পর্বে থাকছে তাদের নাম যারা আমাদের পন্যসামগ্রী দ্বারা সাহায্য করেছেন।
★ রাবেয়া বেগম লিলি এবং মোঃ জহির মাতুব্বর (কেওয়াবুনিয়া)
তারা যৌথ ভাবে আমাদেরকে ৩০০ কেজি চাল দান করেছেন।
★ মোঃ রুবেল মিয়া (সাহেববাড়ী)
সে আমাদের ১৬০ কেজি আলু, ৪০ কেজি ডাল, ৪০ কেজি পেঁয়াজ, ৮০ পিস সাবান দান করেছেন।
★ মোঃ বাবুল প্যাদা (কেওয়াবুনিয়া)
সে আমাদের ১৫০ কেজি চাল দান করেছেন।

আপনাদের সকলকে "আঁধারে আলো ফাউন্ডেশন" এর পক্ষথেকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।
আপনারা এগিয়ে না আসলে হয়তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারতাম না।
#আমারা_আমাদের_পরবর্তী_পোষ্টে_প্রবাসী_দাতাদের_নাম_প্রকাশ_করবো।

Photos from Adhare Alo Foundation - আঁধারে আলো ফাউন্ডেশন's post 03/04/2020

আলহামদুলিল্লাহ্‌
চলছে ১০০ পরিবারের জন্য খাদ্য সামগ্রী প্যাকেজকরনের কাজ।
৫ Kg চাল, ২ Kg আলু, ১/২ Kg ডাল, ১/২ Kg পেঁয়াজ, ১/২ Kg তৈল, ১ টি সাবান।
সবাই দোয়া করবেন।

Photos from Adhare Alo Foundation - আঁধারে আলো ফাউন্ডেশন's post 01/04/2020

আলহামদুলিল্লাহ্‌
"আঁধারে আলো ফাউন্ডেশন" কর্তৃক আয়োজিত "করোনা ভাইরাস" এর প্রতিকার মূলক সচেতনতা বৃদ্ধি উপলক্ষে লিফলেট বিতরন কার্যক্রমের ১ম দিন সফল ভাবে সম্পন্ন করলাম।
সহযোগীতার জন্য সকলকে ধন্যবাদ।

ফাউন্ডেশনের এই পেইজ লাইক এবং শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করা হলো।

Photos from Adhare Alo Foundation - আঁধারে আলো ফাউন্ডেশন's post 31/03/2020

করোনা ভাইরাস এর প্রতিকারের বিষয় সমূহ কিভাবে সাধরন মানুষদের জ্ঞাত করা যায় সেই উপলক্ষে সদস্যদের নিয়ে সাধারন সভা।

Want your organization to be the top-listed Non Profit Organization in Barishal?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Barishal
8710

Other Nonprofit Organizations in Barishal (show all)
Rotaract Club Barishal Midtown Rotaract Club Barishal Midtown
Sadar Road
Barishal, 8200

Be United For The Betterment

YAS BLOOD BANK YAS BLOOD BANK
Barishal

রক্তের চাহিদা দ্রুত পূরনের লক্ষ্যেই এগিয়ে চলছে ইয়াস।

Barishal Blood Donors Association - BBDA Barishal Blood Donors Association - BBDA
Barishal

মানবতার জন্য বিবিডিএ

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন
Hizla Upozila
Barishal, 8261

একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

Rupnagar Jubo Club Rupnagar Jubo Club
Choto Gourichanna, Rupnagar
Barishal

Santu Foundation Santu Foundation
Uttor Kazirabad
Barishal, 8730

Santu Foundation is a private service Organization

Sociology Student Association, University of Barishal Sociology Student Association, University of Barishal
Kornokathi (Dhaka-Patuakhali Hwy), Barishal University
Barishal, 8254

Please donate for Orphanage Please donate for Orphanage
Barishal

We need help

Aastha Foundation Bangladesh Aastha Foundation Bangladesh
Barishal, 8200

আস্থা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, ও পূর্ণ মানবকল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান.

Barisal Interfaith Community Service Barisal Interfaith Community Service
Chahata, Ward No. 30, Kashipur
Barishal

This charitable organization is trying to help the poor and helpless people of Bangladesh in the fields of education, health-care and poverty alleviation.