Hahnemann Welfare Foundation
হোমিওপ্যাথিক চিকিঃসক
হ্যানিম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সতন্ত্র শেয়ারে প্রস্তাবিত হ্যানিম্যান হোমিও ফার্মেসীর অগ্রযাত্রা শুভো হোক।
বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠন কেন্দ্রীয় কমিটি (২০২১-২২) এ নির্বাচিত সকল নেতৃবৃন্দকে হ্যানিম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। 🌺💐
পশুপাখির চিকিৎসায় হোমিওপ্যাথির কার্যকারিতাঃ-
আমদের গৃহপালিত বিভিন্ন পশু পাখি বিভিন্ন কারনে রোগগ্রস্ত হয়। আর কখনো কখনো এলোপ্যাথিক মেডিসিন কোন কার্যকারী ভূমিকা পালন করতে সামর্থ্য হয় না৷ এই সকলে কেইসে যদি সঠিক হোমিওপ্যাথিক ঔষধ সিলেকশন করা হয় তাহলে সফলতা অবশ্যম্ভাবি।
আমি এসব বিষয়ে নিজ অভিজ্ঞতা শেয়ার করতে লজ্জা বোধ করি না।
আমার গৃহপালিত শখের বিড়ালের জ্বর, বমি, ব্যাথা, খাবার না খাওয়া সহ আরো কয়েকটা অসুস্থতায় সফলতার সাথে সঠিক হোমিওপ্যাথি ঔষধ প্রয়োগ করেছি এবং খুব শিঘ্রই সুফল লাভ করেছি।
গৃহপালিত মুরগীর ঝিমুনি রোগেও সফলতা অর্জন করেছি।
ভুল ঔষধ বাছাইয়ে কিছু কিছু স্থানে ব্যার্থ হয়েছি যা আমি অস্বীকার করবো না। তবে তা পরে অনুধাবন করতে পেরেছি এবং তা থেকে শিক্ষা নিয়েছি।
তৌহিদুল ইসলাম নয়ন
সদস্য সংগ্রহ চলছে....
আমাদের সদস্য হন
আমাদের সদস্য ও সংগঠকদের জন্য যে সুবিধাসমূহ দিচ্ছি-
🔲 ফ্রি প্রশিক্ষণ ক্লাস
🔲 ক্যাম্পিং এর মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা
🔲 ঋণ প্রদান (শর্ত সাপেক্ষ)
🔲 অধিভুক্ত চিকিৎসকদের থেকে ৫০% ছাড়ে চিকিৎসা সেবা। (পরিবারের জন্য ২৫% ছাড়ে)
🔲 কর্মসংস্থান তৈরি
ফরম পূরণ করে যোগ দিন শিঘ্রই...
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSecwJbalT5XwbV1rqgkRcx13qolNLWW3z6bOfXq4n3JJyOs7w/viewform
"আলহামদুলিল্লাহ"
আজ ১১ই জানুয়ারী'২১ রোজ সোমবার দুপুর ১ ঘটিকায় হ্যানিম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা ঘোষনা করেন ডা. মোর্শেদুল ইসলাম।
🚩 অনুষ্ঠানে গৃহীত সিদ্ধান্ত সমূহঃ-
🔲 আহবায়কমন্ডলীর মধ্য থেকে এই সংগঠনের নির্বাহী পরিষদের সভাপতি থাকবেন ডা. মোর্শেদুল ইসলাম।
🔲 সভাপতির মনোনয়নে এই সংগঠনের নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করবেন জাকিরুল আহসান।
🔲 সভাপতির মনোনয়নে এই সংগঠনের নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপালন করবেন তৌহিদুল ইসলাম নয়ন।
🔲 এই সংগঠন পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন করা হয়।
🔲 মোর্শেদ হোমিও ক্লিনিক, হাসিনা কুঞ্জ, কাউনিয়া ব্রাঞ্চ রোড হবে এই সংগঠনের কার্যালয় (অস্থায়ী)।
🔲 এই সংগঠনের সদস্য ও সংগঠকদের চাঁদা সর্বনিম্ন ১০০/- টাকা ধার্য করা হয়।
🔲 এই সংগঠনের উদ্যোগে নির্মাণ প্রকল্প হিসেবে যৌথ শেয়ারে হোমিওপ্যাথিক ফার্মেসী প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। প্রকল্পের ডিপোজিট হিসেবে মাসিক ৫০০/- টাকা জমা দানের সিদ্ধান্ত হয়।
🔲 আজ থেকে অনলাইন ও অফলাইনে সংগঠনের সদস্য ভর্তির কার্যক্রম শুরু ঘোষনা করা হয়।
আগামী শুক্রবার প্রতিষ্ঠা প্রস্তাবনা মূলক আলোচনা হবে।
মোর্শেদ হোমিও ক্লিনিক, ব্রাঞ্চরোড, কাউনিয়া, বরিশাল সদর বরিশাল। বরিশালের সকল হোমিওপ্যাথিক চিকিৎসক ও শিক্ষার্থীরা আমন্ত্রিত।
আজ বেঙ্গল হাসপাতালে ডা. সুলতান আফরোজের নেতৃত্ব সিজার করতে গিয়ে ভুল নার্ভ কেটে মায়ের মৃত্যু।
এখনও সময় আছে স্রষ্টার পদ্ধতির বিরুদ্ধে হেটে বিনা প্রয়োজনে সিজার বন্ধ করুন।
"সিজারকে না বলুন"
হ্যানিম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Branch Road
Barishal
8200
Madhobpasha Bazar, Airport Thana
Barishal, 8213
হোমিওপ্যাথি, হিজামা, আকুপ্রেসার/পাংচার সহ আরও কিছু পদ্ধতির কার্যকর সমন্বয় ও কম্পিউটারের সফল ব্যবহার।
Gorosthan Road
Barishal, 8207
Life is about striking a balance between certain fundamental parts of life. Health is one of these aspects. We value health in the same way that we value time once we have lost it....
Barishal
ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে পলিপাস ও পাইলসের চিকিৎসা করা হয়। 01715 304 904
দরবেশ গেট এর পূর্ব ভবন (২য় তলা), স্বরুপকাঠী রোড, বানারীপাড়া, বরিশাল।
Barishal, 8530
কনসাল্টেন্ট অফ রুক্বইয়াহ হিজামা এন্ড পলিপাস স্পেশালিস্ট ডিপ্লোমা ইন মেডিকেল এসিস্ট্যান্ট