Ongko Pathshala - অঙ্ক পাঠশালা
Nearby schools & colleges
Chawkbazar
চকবাজার
College Road
College Road
চট্টগ্রাম।
চট্টগ্রাম।
Chawkbazar
Chawkbazer
চট্টগ্রাম।
Chatteswari Road
চকবাজার
Chawkbazar
Above Drive Mahfuzur Rahman's Diagnostic Lab
4203
This is a mathematics learning website & youtube channel.
#জ্ঞানী_কথন
“An idiot with a plan can beat a genius without a plan.”
★★★____________________Warren Buffett.
#জ্ঞানী_কথন
“If you want the present to be different from the past, study the past.”
★★★_______________Baruch Spinoza.
"ক্রমাগত প্রচেষ্টা এবং ঘন ঘন ভুল হচ্ছে মেধাবী হওয়ার পদক্ষেপ।"
★★★__________________এলবার্ট হাবার্ড
“আমাকে আমার সফলতা দ্বারা বিচার কোরো না; ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো।”
★★★__________________নেলসন ম্যান্ডেলা।
“Educating the mind without educating the heart is no education at all.”
_____________ Aristotle.
"অঙ্ক পাঠশালা" এর পক্ষ থেকে সবাইকে জানাই
'ইদ মোবারক'! 🌙
ইদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।❣️
#ভর্তি_চলছে........ #ভর্তি_চলছে.......
🎯রিদওয়ান স্যারের,
" #ভার্সিটি_MATH_প্রাইভেট_ব্যাচ_ও_মডেল_টেস্ট_২২"
- এ ভর্তি চলছে।
⭕ কোর্স_প্লান (MCQ + Written) :
✅ মোট ক্লাস ৪০+ টি ।
✅ লেকচার শীট - ৪০টি ।
✅ অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট - ৪০টি ।
✅ রিভিউ টেস্ট - ১০টি।
✅ ভার্সিটি বেইসড মডেল টেস্ট - ৮টি ।
✅ ফাইনাল মডেল টেস্ট - ০৪টি ।
⭕️ কোর্স ফি : ৩৫০০/-
⭕ ক্লাস শুরু : ২৭ ফেব্রুয়ারি।
⭕ সময় : সকাল ১১টা -১২.৩০টা।
⭕ দিন : রবি-মঙ্গল-বৃহ:
⭕️ যোগাযোগ : Future Coaching, ৪র্থ তলা, কেয়ারী ইলিশিয়ামের বিপরীতে, কলেজ রোড়, চকবাজার, চট্টগ্রাম।
⭕ হটলাইন : 01997-265622, 01535-460507
🎯গণিতের বিভিন্ন বিষয়ের জনক সমূহ :
(১) সংখ্যাতত্ত্ব—- পিথাগোরাস
(২) জ্যামিতি——ইউক্লিড
(৩) ক্যালকুলাস —– নিউটন
(৪) ম্যাট্রিক্স ——– কেইসে
(৫) ত্রিকোণমিতি—— হিপ্পারচাস
(৬) পাটিগণিত—— আর্যভট্র
(৭) বীজগণিত ——- মুসা আল খারিজমী
(৮) লগারিদম——জন নেপিয়ার
(৯) সেটতত্ত্ব——–জর্জ ক্যান্টর
(১০) এলগরিদম—— মুহাম্মদ মুসা আল খাওয়ারিজমি
(১১) শূন্যে আবিষ্কারক ——ব্রহ্মগুপ্ত ও আর্যভট্র
প্রশ্ন : পরপর পাঁচটি সংখ্যার যোগফল ১০৫ হলে প্রথম দুটির যোগফল কত?
ক) ৩২
খ) ৩৪
গ) ৩৬
ঘ) ৩৯
প্রশ্ন : তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল ৯। সংখ্যাত্রয়ের সমষ্টির তিনগুণের মান কত?
ক) ১৮
খ) ২১
গ) ২৪
ঘ) ২৭
Welcome to my Channel 'Ongko Pathshala'.
"মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।"
শুভ ইংরেজি নববর্ষ ২০২২❣️
বিজয়ের ৫০ এ বাংলাদেশ।❣️❣️
২০২১ এর সকল HSC পরীক্ষার্থীদের জন্যে অনেক দোয়া আর শুভকামনা। ❤
আশা করি সবার পরীক্ষা খুব ভালো হবে। শুধু দুশ্চিন্তা না করে মাথাটা ঠাণ্ডা রেখে পরীক্ষা দিও। বিশ্বাস রেখো বুকের ভিতর, স্বপ্ন জয় তোমারই হবে।
শুভকামনা আরও একবার৷ 😀
- ধন্যবাদান্তে, 'Ongko Pathshala'
🎯প্রশ্ন: একটি পুকুর খনন করতে ২০০ জন লোকের ২৫ দিন লাগে। পুকুরটি ২০ দিনে খনন করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করা প্রয়োজন?
🎯 শতকরা : প্রতি ডজন কমলা ৭৫ টাকায় কিনে প্রতি হালি কত টাকায় বিক্রি করলে ২০% লাভ হবে।
ক) ৩০ টাকা খ) ২৫ টাকা
গ) ২৭.৫০ টাকা ঘ) ২৮ টাকা
🎯 শতকরা : যদি তেলের দাম ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে,তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না।
ক) ২০% খ)১৬%
গ) ১১% ঘ) ২৫%
🎯If 30% of A = 0.25 of B = 1/5 of C, then A : B : C is equal to__.
a) 5 : 6 : 4 b) 5 : 24 : 5
c) 6 : 5 : 4 d) 10:12 :15
রমজানুল মুবারক!
আত্মশুদ্ধি ও সংযমে পরিপূর্ণতা পাক আমাদের সবার জীবন।
প্রিয় নবম-দশম ও SSC শিক্ষার্থী বৃন্দ,
তোমাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি যে,
আগামী ২০/১১/২০২০ ইং হতে #সাধারণ_গণিত ও #উচ্চতর_গণিত ফ্রি অনলাইন ক্লাস + পরীক্ষা শুরু করতে যাচ্ছি।
তাই আর দেরি নয়!
বন্ধুদের জানিয়ে দাও এখনি!
নিজে শিখবে, বন্ধুদের ও শিখতে সহযোগীতা কর!
তাহলে দেখা হবে ২০ নভেম্বর, রাত ৮টায় তোমাদের সাথে Facebook Live এ।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Address
Chatteswari Road, Golzar Circle, Chawkbazar
Chittagong
4203,
Sailors Colony 1, CEPZ, Bandar Thana
Chittagong
Noubahini School & College, Chattogram নৌবাহিনী স্কুল ও কলেজ, ?
Chittagong Cantonment , Biozid
Chittagong, 4209
ALLAH AMAaY GYAAN DAaO.....This is the most prestegious college in chittagong .....
Jamal Khan
Chittagong
Online tuition for classes 9-12 (National Curriculum). One-to-one care on Higher Mathematics & Physics.
Chittagong
This is the official page of the Bandarban University Computer Science & Engineering Club(BUCSEC),a campus-based science organization of Bandarban University.
Chittagong, 1990
জ্ঞানে কর্মে সৃজনে ঐতিহ্যে চট্টগ্রাম কলেজ।
Chittagong
“Teaching the world to be careful is a constructive service worthy of God’s great gift of life.
House-04, Lane-04, A-Block, Halishahar
Chittagong
A Complete information Point for Business Studies Students
EAST DELTA UNIVERSITY
Chittagong, 4209
Providing students with a platform to develop their understanding of economic and business issues
East Rampur, Halishahar
Chittagong
Way To Jannah Academy is an online educational institution. Our ultimate goal is to enter Jannah.