Azad's Chemistry Point -ACP

Join us to learn Chemistry in the most easiest way. Gulzar tower (6th floor), Azad's Chemistry Point

25/12/2023

পড়াশোনা না করে যখন শুধু ভবিষ্যৎ দেখি🤣🤣🤣

24/12/2023

নিয়োগ বিজ্ঞপ্তি:
ইন্টারের কেমিস্ট্রি পরীক্ষার খাতা চেক করার জন্য শিক্ষক প্রয়োজন ।
প্রার্থীকে অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম মেডিকেল পড়ুয়া হতে হবে। সম্মানী আলোচনা সাপেক্ষে। আগ্রহীরা মেসেজ করুন বা কল করুন নিচের নাম্বারে।
০১৫৮৬১৩১০৬৯

24/12/2023

এই মুহুর্তে আপনার যা যা প্রয়োজন সেগুলো অন্যদের সাথে শেয়ার না করে মহান আল্লাহকে বলুন । আর সেগুলো পাওয়ার জন্য কাজ করা শুরু করুন। আল্লাহ আপনাকে হতাশ করবেনা।

23/12/2023

পরিবেশ রসায়নের সবার আগে এই চারটি টপিক পড়ে নাও ১) ডাল্টনের আংশিক চাপ সূত্র ২) গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র ৩) বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ ৪) PV = nRT এর গাণিতিক সমস্যা।

স্মার্টওয়েতে পড়লে অল্প সময়ে রসায়ন ২য় পত্রের ১০০% প্রস্তুতি নেয়া সম্ভব। জানুয়ারি থেকে শুরু হচ্ছে HSC 24 এর বুলেট ব্যাচ। সবাই আমন্ত্রিত।

আজাদ মালেক স্যার (রসায়ন)

23/12/2023

SSC 2024 বিজ্ঞান বিভাগের সকল বোর্ড পরীক্ষার সময়সূচি।

SSC 2024 SSC 2024 Routine🔥

22/12/2023

আমরা অধিকাংশ সময় ভাবি, শুধুমাত্র ঘুমের সময় ছাড়া। তাই ঘুমিয়ে পড়ার আগের ভাবনাটি সুন্দর হওয়া উচিত। কারণ আপনি যখন ঘুমাবেন তখন মস্তিষ্ক সেটি নিয়ে কাজ করবে।

22/12/2023

অনেকেরি প্রশ্ন বুলেট ব্যাচে এতো কম সময়ে সবকিছু কিভাবে কাভার করবেন?

একটু খেয়াল করে দেখিও তোমাদের বই ও গাইডগুলোতে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় অনেক কিছু দেয়া আছে, যার সবগুলো পরীক্ষার জন্য লাগবেনা। এসব টপিকগুলোর প্রেসার নিতে গিয়ে অনেকসময় মূল টপিকগুলোই গুরুত্ব দিয়ে পড়া হয়না। বুলেট ব্যাচে আমরা ইন্টারের জন্য প্রয়োজনীয় মূল টপিকগুলোর উপর গুরুত্ব দিব। HSC 24 ব্যাচের স্টুডেন্টদের জন্য ইনশাল্লাহ জানুয়ারি মাস থেকে রসায়ন ২য় পত্রের বুলেট ব্যাচ শুরু হবে। বন্ধু বান্ধবীদের জানিয়ে রাখো।

আজাদ মালেক স্যার(রসায়ন)

Photos from Azad's Chemistry Point -ACP's post 21/12/2023

এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি।
রুটিন দেখুন

21/12/2023

প্রশ্ন: জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বুলেট ব্যাচটি কাদের জন্য?
উত্তর: HSC 24 এর যারা রসায়ন ২য় পত্রে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নয়। যারা ফেসবুকের বিভিন্ন গ্রুপ বা অফলাইনে স্যারদের কাছে ঘুরাঘুরি করেও তেমন কোনো আশানুরূপ প্রস্তুতি নিতে পারেনি সবার জন্য এই ব্যাচটি আয়োজন করা হচ্ছে। বন্ধু বান্ধবীদের জানিয়ে দিও।

আজাদ মালেক স্যার( রসায়ন)

20/12/2023

মাত্র দেড় মাস বা দুই মাস নিয়মিত পড়াশোনা করে জৈব যৌগসহ রসায়ন ২য় পত্র কোর্সে ভালো করা সম্ভব।

টেস্ট পরীক্ষায় ভালো করার ইচ্ছে যাদের আছে তাদেরকে নিয়ে জানুয়ারি মাস থেকে শুরু হতে যাচ্ছে স্পেশাল ব্যাচ (বুলেট ব্যাচ)। এই কোর্স সম্পর্কে বন্ধু বান্ধবীদের জানিয়ে রাখো। রসায়ন ২য় পত্রে জিরো লেভেল থেকে প্রো লেভেলে নিয়ে যাওয়া হবে ইনশাল্লাহ।

বুলেট ব্যাচ সম্পর্কে আরো বিস্তারিত পরবর্তী পোস্টে জানানো হবে।

আজাদ মালেক স্যার।

16/12/2023

একজন মুসলিমের দিন শুরু হয় ভোর ৪ টায়।
রাতের খাবার খায় এশার নামাযের আগে। এশার নামাযের পর ঘুমাতে যায়।

এই রুটিন মেনে চলে এরকম কেউ থাকলে কমেন্টে জানাতে পারেন। আমি নিজেও এই রুটিন মেনে চলতে পারিনা। খুব ইচ্ছে আছে এই নিয়মে নিজের জীবন গড়ার।

16/12/2023

নোটিশ:

আগামীকাল ১৭ই ডিসেম্বর রবিবার সকাল ৭ টা ও ৮ টার ব্যাচে ক্লাস হবে।

বিকেলের ব্যাচগুলোতে এক্সাম হবে...

দুপুর ২ টা - ২য় অধ্যায় সম্পূর্ণ
বিকেল ৩ টা- ইলেকট্রন বিন্যাস, কোয়ান্টাম সংখ্যা, আয়ন শণাক্তকরণ, তড়িত চৌম্বকীয় বর্ণালী,
বিকেল ৪ টা ব্যাচ- পরিবেশ রসায়ন
বিকেল ৫ টা - যতটুকু পড়ানো হয়েছে ততটুকু।

আজাদ মালেক স্যার

Photos from Azad's Chemistry Point -ACP's post 16/12/2023

HSC 25 অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট পরীক্ষায় বিভিন্ন ব্যাচে যারা ১ম স্থান অধিকার করেছে তাদেরকে অভিনন্দন!!!

আগামীকাল রবিবারের বিকেলের ব্যাচগুলোতে মডেল টেস্ট পরীক্ষা হবে সবাই প্রস্তুতি নাও।

16/12/2023

#নিজের_ইচ্ছে_গুলোকে_সম্মান_দাও

...'লোকে কি ভাববে'- এই ভাবতে ভাবতেই তোমার দিনের আলো চুরি হয়ে যায়! তোমার সুন্দর একটা স্বপ্ন, দারুণ একটা ভবিষ্যতের দরজা বন্ধ হয়ে যায় শুধু লোকে কি বলবে এই বাধাতেই! দেখো জীবন টা তোমার কারো দয়ার দান নয়,যে কেউ কিছু বললো আর তোমার ভালথাকার পাসওয়ার্ড গুলো সব লক হয়ে গেল!

জীবন টা তোমার, সিদ্ধান্ত গুলোও তোমার! ভাল হলেও তোমার, খারাপ হলেও তোমার! তুমি হাসলেও কেউ আইফেল টাওয়ার দিয়ে যাবেনা হাতে, আর তুমি কাঁদলেও কেউ তাজমহল ধরিয়ে দিয়ে যাবে না!তাহলে কে কি ভাববে এই ভেবেই কেন দিন গুলো নষ্ট করছো!নিজের ইচ্ছে গুলোকে সম্মান দাও! এই ইচ্ছে গুলোই দিনের শেষে তোমাকে সফল সুখী মানুষে পরিণত করে!

সুতরাং নিজেকে শোনো,নিজের একদম ভেতরের দুমড়ানো মুচড়ানো আমি টা কে এবার টেনে বের করো! নিজের ভাললাগা গুলোকে গুরুত্ব দাও! নিজেকে নিজের প্রাপ্য সম্মান টুকু দাও! দেখবে মুহুর্তে তোমার পৃথিবী বদলে যাচ্ছে! বিশ্বাস করো!! তোমার তুমি,ভীষণ দামী!

ভাল থেকো!!

সংগৃহীত

16/12/2023
15/12/2023

যে কথা গুলো আপনার স্বপ্নকে ঘুমাতে দিবে না ...

১। যে জিতবে সে বারবার পড়বে, আবার উঠে দাঁড়াবে – বলবে আমি খেলবো। যে পরার পর উঠে দাড়ানোর চেষ্টা করবে না, সে কোন দিন জিতবে না।

২। খেলাটা (কাজ) মজা লাগতে হবে তাহলে আর খেলা থেকে বের হতে ইচ্ছে করবে না।

৩। ৭-৮ বার চেষ্টা করেও যখন পারছেন না – তখন নিজেকে বলবেন “আমি তো এখনো শুরুই করেন নি”

৪। কখনো শুধু টাকার জন্য কাজ করবেন না, কাজটাকে ভালবেসে করে যাবেন, ওটা এমনিতেই আসবে।

৫। কেউ যদি আপনাকে হিংসা বা ঈর্ষা করে – ধরে নেন আপনার উন্নতি শুরু হয়ে গেছে।

৬। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে হয় না, সুতরাং কিছুদিন শুধু ভোর দেখেন, ঘুমানোর অনেক সময় পাওয়া যাবে।

৭। এক্সট্রা পরিশ্রম না করলে এক্সট্রা মাইলেজ পাবেন না।

৮। কোন সমস্যা যখন দেখবেন, তাঁর অন্তত ৩ টা সমাধান খোঁজার চেষ্টা করবেন – পেয়ে যেতে পারেন কোন বিজনেস আইডিয়া।

৯। জীবনে শুধু ১ টা চাকরী বা ১টা কাজ করার জন্য আপনার জন্ম হয়নি, আপনার ভিতরে অনেক সম্ভাবনা ঘুমিয়ে আছে সেই গুলোকে জাগিয়ে তুলুন !

১০। তাঁদের সাথে মিশুন ও সময় কাটান, যা আপনি হতে চান, এক সময় আপনি তাঁদের ছাড়িয়ে যেতে পারেন !


স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং "লেগে থাকুন"...... সাফল্য আসবেই ।
সফলতা মানে হচ্ছে খুশী থাকা, সুখী হওয়া।

14/12/2023

Chemistry student situation the night before exams ◼️

14/12/2023

যে সম্পর্কের কারণে আকাশ-পাতাল এক করে ফেলেছিলেন, ভেবেছিলেন, তাকে ছাড়া বাঁচবেননা। ভেবে দেখুন তো, কত সম্পর্ক এরকম আছে, যারা এখন একজন আরেকজনের ছায়াই মাড়ায় না।

সবচেয়ে কাছের বন্ধুও শত্রুতে পরিণত হয়, আবার বিশেষ কারণে শত্রুও হয়ে উঠে বন্ধু!

পৃথিবীতে আসলে কোনো কিছুই চীরস্থায়ী নয়! পৃথিবীতে ধ্রুবক বলে কিছু নেই! সবকিছুরই শেষ আছে!!!

সংগৃহীত

13/12/2023

কে কতো Hz সাউন্ড শুনতে পেরেছেন?

06/12/2023

𝗛𝗦𝗖 𝟮𝟰(𝟮𝗻𝗱 𝗬𝗲𝗮𝗿) & 𝗛𝗦𝗖 𝟮𝟱 (𝟭𝘀𝘁 𝗬𝗲𝗮𝗿)𝗖𝗵𝗲𝗺𝗶𝘀𝘁𝗿𝘆 𝗙𝗶𝗻𝗮𝗹 𝗣𝗿𝗲𝗽𝗮𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 𝗣𝗿𝗼𝗴𝗿𝗮𝗺𝗲(𝗢𝗻𝗹𝗶𝗻𝗲)
-------------------------------------------
প্রিয় এইচ এস সি ২৪ ও ২৫ ব্যাচের স্টুডেন্টরা মাত্র ২ মাস নিয়মিত ক্লাস করে নিজেদের রসায়ন সিলেবাস গুছিয়ে নাও আমাদের অনলাইন প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়ে।

*এই কোর্সে তোমাদের জন্য থাকছে প্রতিটি টপিকের ডিটেইলস আলোচনা।
* টাইপভিত্তিক গাণিতিক সমস্যা সমাধান
* অধ্যায় শেষে 𝐌𝐂𝐐 ও 𝐂𝐐 প্র‍্যাক্টিস
* অধ্যায়ভিত্তিক এক্সাম
* অনলাইন প্র‍্যাক্টিক্যাল সহ আরো অনেক কিছু
* প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও বই সমূহ পার্সেল করে পাঠিয়ে দেয়া হবে।

বিজয়ের মাস উপলক্ষ্য বিশেষ ছাড়ে ভর্তি চলছে...

রসায়ন ১ম পত্র (সম্পূর্ণ) - ৫,০০০ টাকা
রসায়ন ২য় পত্র (সম্পূর্ণ) -৫,০০০ টাকা
যারা দুই পেপার একসাথে এনরোল করবে তারা
আরো ২,০০০ টাকা ডিস্কাউন্টে মাত্র ৮,০০০ টাকায় এনরোল করতে পারবে।

ওরিয়েন্টেশন: ১৮ ই ডিসেম্বর সন্ধ্যা ৬ টা ।

এনরোলের নিয়ম: 01811-818002 নাম্বারে ভর্তি ফি বিকাশ করে ঐ নাম্বারের হোয়াটসেপে বিস্তারিত পাঠাতে হবে।

-------------------------------------------

আজাদ মালেক স্যার সম্পর্কে জানতে নিচের লিংকটি ক্লিক করুন:
https://m.facebook.com/groups/616605195168425/permalink/2282749681887293/?mibextid=Nif5oz

আমাদের ফেসবুক গ্রুপ লিংক:
https://shorturl.at/efjMS

আমাদের ফেসবুক পেইজ:
https://shorturl.at/DHJR1

আমাদের ওয়েবসাইট:
https://azadschemistrypoint.com/

Azad Malek Sir
M.Phil(Researcher),CUET

03/12/2023

#নোটিশ

ইনশাল্লাহ আগামীকাল সোমবার সবগুলো ব্যাচে নিয়মিত ক্লাস চলবে। সবাই নিজ নিজ ব্যাচ টাইম অনুযায়ী ক্লাসে চলে আসবেন।
ধন্যবাদ❤️

সাব্বির হোসেন
অফিস এক্সিকিউটিভ
আজাদ'স কেমেস্ট্রি পয়েন্ট

02/12/2023

নতুন কারিকুলাম প্রণয়ন এর মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে
শিখেছেন তো কিভাবে পড়াবেন?

01/12/2023

Family is everything❤️

01/12/2023

এবার দেখুন শিক্ষকদের
নতুন কারিকুলাম বিষয়ক প্রশিক্ষণ।

Photos from Azad's Chemistry Point -ACP's post 30/11/2023

ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বসেরা বলা হয় । ফিনল্যান্ডের মাধ্যমিকে দুটি লেভেল আছে: লোয়ার সেকেন্ডারি স্কুল ও হায়ার সেকেন্ডারী স্কুল আছে ।

লোয়ার সেকেন্ডারি স্কুল হলো সপ্তম, অষ্টম ও নবম শ্রেনীর জন্য । আগ্রহ নিয়ে তাদের সপ্তম, অষ্টম ও নবম শ্রেনীর রসায়নের সিলেবাস দেখলাম । অসাধারন তাদের সিলেবাস ।

সপ্তম শ্রেনীতে রসায়নের জন্য তারা ১২টি অধ্যায় পড়ায় । প্রথম অংশটিতে the world of Chemistry যেখানে ৬টি অধ্যায় আছে । দ্বিতীয় অংশটিতে Water and Air যেখানে ৬টি অধ্যায় আছে

The World of Chemistry
1. Chemistry – the Science of Studying Substances
2. Achievements of Chemistry
3. Laboratory Work Safety
4. Substances Around Us
5. Separating the Components of Mixtures
6. Elements and Compounds

Water and Air
7. Water – the Source of Life
8. Water as a Solvent
9. Acidity and Basicity
10. Slow and Fast Reactions
11. Characteristics of Air
12. Combustion and Fire Safety

অষ্টম শ্রেনীতে রসায়নের জন্য তারা ১৫টি অধ্যায় পড়ায় । প্রথম অংশটিতে From Atoms to Compounds যেখানে ৪টি অধ্যায় আছে । দ্বিতীয় The Chemistry of Carbon অংশটিতে ৪টি অধ্যায় আছে । এবং তৃতীয় অংশটিতে Chemistry at Home ৭টি অধ্যায় আছে ।

From Atoms to Compounds
13. Atom Structure Model
14. The Periodic System
15. Ionic Bonding and Metallic Bonding
16. Covalent Bonding and Molecules

The Chemistry of Carbon
17. Carbon – a Diverse Element
18. Hydrocarbons
19. Alcohols
20. Carboxylic Acids

Chemistry at Home
21. Nutrients
22. Proteins
23. Carbohydrates
24. Fats
25. Chemistry of Cooking
26. Detergents
27. Waste Processing and Recycling

নবম শ্রেনীতে রসায়নের জন্য তারা ১১টি অধ্যায় পড়ায় ।

Salts and Metals
28. Acids and Bases
29. Salts and Neutralisation
30. From Ores to Metals
31. Properties of Metals
32. Galvanic Series of Metals
33. Electrochemistry

Applications of Chemistry
34. Plastics and the Petroleum Industry
35. Paper and Natural Fibres
36. Medicines
37. Cosmetic Substances
38. New Materials
39. Chemistry and the Environment

এখন এই সিলেবাসের সাথে আমাদের সপ্তম, অষ্টম ও নবম শ্রেনীর রসায়নের সিলেবাস (বিজ্ঞান বইগুলো) মিলিয়ে দেখুন আমরা আমাদের বাচ্চাদের জন্য বিজ্ঞান শিক্ষা কিভাবে ধ্বংস করছি ।

29/11/2023

বহু বছর আগে বিজ্ঞানী নিউটন এবং গ্যালালীও কিন্তু এই ভর সম্পর্কে বলে গেছেন যে, হালকা পালক এবং ভারী বল একসাথে ভূপৃষ্ঠে ভূপতিত হবে যেখানে বায়ু শূন্য থাকবে। আজ এই পরীক্ষা দেখলে তারাও খুশিতে কেন্দে দিত 🥱🥱

Photos from Azad's Chemistry Point -ACP's post 28/11/2023

প্রিয় এইচএসসি'২৩ ব্যাচের শিক্ষার্থীরা, একনজরে দেখে নাও সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা!

26/11/2023

প্রিয়-HSC-23
ACP পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।🌷সবার জন্য শুভ কামনা। দোয়া ও ভালোবাসা রইল

Photos from Azad's Chemistry Point -ACP's post 26/11/2023

আজকের এই অনুভূতিটি মিশ্র প্রকৃতির। আমার স্টুডেন্টদের বিরাট একটি অংশ ভালো রেজাল্ট করলেও। হয়তো এমন অনেকেই আছে যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি। তোমরা হতাশ হইও না। আল্লাহর উপর আস্থা রাখো। ইনশাল্লাহ তিনি তোমাদের জন্য ভালো কিছু রেখেছেন।

যারা ভালো করেছে তাদের জন্য রইলো শুভ কামনা। দোয়া করি সফলতার ধারা যাতে অব্যহত থাকে।

24/11/2023

এসিপিয়ানরা কি বলো?
তোমরা কোনটা?

Photos from Azad's Chemistry Point -ACP's post 24/11/2023

HSC 24 সেকেন্ড ইয়ারের আগামীকাল শনিবার বিকেল ৫ টার ব্যাচে জৈব যৌগের ক্লাস শুরু হবে। নতুনরা জৈব যৌগের ক্লাসে আমন্ত্রিত। জৈব যৌগ পড়ানোর আমাদের রয়েছে অভিনব সব কৌশল। তাই জৈব যৌগের ভয়কে জয়কে করার জন্য আমাদের যাচাই ক্লাসে অংশগ্রহণ করো। Azad's Chemistry Point -ACP

জৈব যৌগের নতুন ব্যাচের ক্লাস সিডিউল:
শনি সোম বুধ: বিকেল ৫ টা-৬ টা

আজাদ মালেক স্যার (রসায়ন)
গুলজার টাওয়ার(৬ষ্ঠ তলা)
চকবাজার, 01811-818002

22/11/2023

ব্রাজিল ফ্যান্সরা কোথায়?
এটা কি ফেয়ার ছিল?

22/11/2023

৩য় অধ্যায় শুরু (রসায়ন ১ম পত্র)
------- ----------- --------------- --------
আগামীকাল সকাল ৮ টার ব্যাচে ৩য় অধ্যায় শুরু হবে। যারা ৩য় অধ্যায়ের আজকে বিকেল ৩ টার ক্লাস মিস করছো বা যারা ৩য় অধ্যায় শুরুর জন্য এতোদিন অপেক্ষা করে ছিলে সবাই আগামীকাল সকাল ৮ টায় আসিও।

বি.দ্র: নতুনরাও আসতে পারবে।

আজাদ মালেক স্যার (রসায়ন)
গুলজার টাওয়ার(৬ষ্ঠ তলা)

21/11/2023

কে কোন দল কমেন্ট এ জানাই দাও🙂

কোন দল বিজয়ী হবে মতামত দিয়ে যাও❤️

21/11/2023

"কঠোর পরিশ্রম" এবং "স্মার্ট কাজের" মধ্যে পার্থক্য কী?

কঠোর পরিশ্রম বা Hard Work হচ্ছে, কোনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে, প্রবল পরিশ্রম করা।

Smart Work হচ্ছে, কঠোর পরিশ্রমের তুলনায়, স্বল্প পরিশ্রম করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা।

কেউ পরীক্ষার প্রস্তুতির জন্য পুরো বইটাই মুখস্থ করে ফেলেন, কেউ বইটির গুরুত্বপূর্ণ অংশ এবং পরীক্ষায় প্রশ্ন হয়ে আসতে পারে, তেমন বিষয়গুলি, ঠোটস্থ করে ফেলেন।

দু ক্ষেত্রেই লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যটি সফল হতে পারে।
কঠোর পরিশ্রম যিনি করেন, তিনিও বুদ্ধির প্রয়োগ করেন, স্বল্প পরিশ্রম যিনি করেন, তিনি ও বুদ্ধির প্রয়োগ করেন। দুটি ক্ষেত্রে, বুদ্ধির প্রয়োগ কৌশলের ভিন্নতার কারণে, পরিশ্রমের তারতম্য ঘটে।

তুলনামূলক পার্থক্যটা এরকম হতে পারে,
ধন্যবাদ❤️

20/11/2023

Congratulation the team of Australia..well played😊

20/11/2023

৩য় অধ্যায় শুরু ( রসায়ন ১ম পত্র) HSC 25
------- ----------- ------------------------
আগামীকাল সকাল ৮ টার ব্যাচে ৩য় অধ্যায় শুরু হবে। যারা ৩য় অধ্যায়ের আজকে বিকেল ৩ টার ক্লাস মিস করছো বা যারা ৩য় অধ্যায় শুরুর জন্য এতোদিন অপেক্ষা করে ছিলে সবাই আগামীকাল সকাল ৮ টায় আসিও।

ক্লাস সিডিউল: রবি, মঙ্গল, বৃহস্পতিবার
সকাল ৮ টা-৯ টা
বি.দ্র: নতুনরাও আসতে পারবে।

আজাদ মালেক স্যার (রসায়ন)
গুলজার টাওয়ার(৬ষ্ঠ তলা)

19/11/2023

নতুন ব্যাচ (HSC 25) - আজাদ মালেক স্যার
----------- ----------- ----------- ---------
HSC 25 রসায়নের সম্পূর্ণ নতুন ব্যাচের ওরিয়েন্টেশন ২১ই নভেম্বর মঙ্গলবার সকাল ৮ টায়।

ক্লাস সিডিউল:
রবি মঙ্গল বৃহস্পতিবার
সকাল ৮টা - ৯টা

৩য় অধ্যায় দিয়ে শুরু হবে। যারা বিভিন্ন জায়গাতে ২য় অধ্যায় করতে করতে বিরক্ত তারা সবাই চলে আসিও। প্রথম ৩ টি ক্লাস সবার জন্য উন্মুক্ত।

Chemistry 1st Paper (full course) Azad's Chemistry Point (ACP) Azad's Chemistry Point -ACP

আজাদ মালেক স্যার
গুলজার টাওয়ার(৬ষ্ঠ তলা)
চকবাজার,01811818002

19/11/2023

জৈব যৌগের নামধারী বিক্রিয়ার পোস্টমর্টেম||
রসায়ন ২য় পত্র || লেকচার-০৪




# Chemistry_2nd_Paper

19/11/2023

আজকের খেলায় কে জিতবে???
প্রেডিকশন দাও!!!
ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া

Want your school to be the top-listed School/college in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

পড়াশোনা না করে যখন শুধু ভবিষ্যৎ দেখি🤣🤣🤣
ক্রিয়েটিভ চুরি 🤣🤣🤣
Chemistry student situation the night before exams ◼️
কে কতো Hz সাউন্ড শুনতে পেরেছেন?
HSC 24(2nd Year) & HSC 25 (1st Year)Chemistry Final Preparation Programe(Online)
বিষয়টা খুব মজার ছিল🤣🤣
নতুন কারিকুলাম প্রণয়ন এর মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছেশিখেছেন তো কিভাবে পড়াবেন?

Category

Telephone

Address


Gulzar Tower(6th Floor), Chawkbazar
Chittagong
4203

Other Education in Chittagong (show all)
Noubahini School & College, Chattogram Noubahini School & College, Chattogram
Sailors Colony 1, CEPZ, Bandar Thana
Chittagong

Noubahini School & College, Chattogram নৌবাহিনী স্কুল ও কলেজ, ?

CHITTAGONG CANTONMENT PUBLIC COLLEGE CHITTAGONG CANTONMENT PUBLIC COLLEGE
Chittagong Cantonment , Biozid
Chittagong, 4209

ALLAH AMAaY GYAAN DAaO.....This is the most prestegious college in chittagong .....

BASE - Your BASE Lies Here BASE - Your BASE Lies Here
Chittagong, 4000

127 Momin Road, Opposite Kadam Mobarok

Innovative Learning Innovative Learning
Jamal Khan
Chittagong

Online tuition for classes 9-12 (National Curriculum). One-to-one care on Higher Mathematics & Physics.

Bandarban University Computer Science & Engineering Club Bandarban University Computer Science & Engineering Club
Chittagong

This is the official page of the Bandarban University Computer Science & Engineering Club(BUCSEC),a campus-based science organization of Bandarban University.

National University of Bangladesh Chattogram Gov College National University of Bangladesh Chattogram Gov College
Chittagong, 1990

জ্ঞানে কর্মে সৃজনে ঐতিহ্যে চট্টগ্রাম কলেজ।

Bangla &BD.Studies care. Bangla &BD.Studies care.
Panchlish
Chittagong

A Coaching For O'Level & SSC Bangla & BD.Studies/BGS

Khan Safety Academy Khan Safety Academy
Chittagong

“Teaching the world to be careful is a constructive service worthy of God’s great gift of life.

Accounting Information Points Accounting Information Points
House-04, Lane-04, A-Block, Halishahar
Chittagong

A Complete information Point for Business Studies Students

Target School Target School
Chittagong

Hi,Am here to show you just enlighteing way to be unique in your life.

EDU ECON Acumen Society EDU ECON Acumen Society
EAST DELTA UNIVERSITY
Chittagong, 4209

Providing students with a platform to develop their understanding of economic and business issues

Way To Jannah Academy Way To Jannah Academy
East Rampur, Halishahar
Chittagong

Way To Jannah Academy is an online educational institution. Our ultimate goal is to enter Jannah.