B.HAN

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from B.HAN, Education, Chittagong.

17/06/2024

মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যারা ট্রল করছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা, তোমার বাপ-দাদারা ও তো যুদ্ধের সময় জীবিত ছিলো, তারা কেউ কেন যুদ্ধে যায়নি? কারণ তারাও তোমাদের মতোই স্বার্থপর ছিলো, তাদের কাছে নিজের প্রানটাই, নিজের পরিবারটাই মূখ্য বিষয় ছিলো! দেশ জাহান্নামে গেলেও তাদের কিছু ছিলো না।

আর যারা নিজের জীবনের কথা চিন্তা না করে, পরিবারের কথা চিন্তা না করে, যুদ্ধে গিয়েছিলো, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলো। বংশ পরম্পরায় তারা যদি এই কোটায় চাকুরি পায়, সুবিধা পায়, আমি বলবো তা তাদের প্রাপ্য।

দেশটাই পেয়েছি উনাদের জন্য। আর উনাদের বংশধরদের জন্য, বিভিন্নক্ষেত্রে বরাদ্দ কোটা তো উনাদের সেই বীরত্বের সামান্য প্রতিদান মাত্র।

সেই বীর মুক্তিযোদ্ধারা না থাকলে, এখন তোরা এই দেশটাই পাইতি না। আর চাকুরি তো অনেক দূরের ব্যাপার। উনারা দেশটা স্বাধীন করেছিলো দেখেই আজ তোর ট্রল করতে পারিস।
c

26/04/2024
22/04/2024

লেখাটা যিনি লিখেছেন তাকে ধন্যবাদ এত সুন্দরভাবে ব্যাপার‍টা ব্যাখা করার জন্য। আমরা কবে যে আমাদের ভালটা বুঝবো!!

রেকর্ড এবং এচিভমেন্টঃ
----------------------------------
রেকর্ড কাকে বলি আমরা?
যখন এমন কিছু করি যা আগে কেউ করে নি, তাঁকেই
রেকর্ড বলা হয়। কিন্তু রেকর্ড মানেই কি শ্রেষ্ঠত্ব?
মেসি এক পঞ্জিকা বর্ষে ৯১ গোল করেছে, এটা রেকর্ড।
আবার কুষ্টিয়ার এক লোক ৯১ মিটার লম্বা আর্জেনটিনার পতাকা বানিয়েছে, এটাও রেকর্ড।
দুটো রেকর্ড কি এক?

রেকর্ড যদি কোন এচিভমেন্ট না দেয়, তাহলে সে রেকর্ডের মূল্য কি?
লক্ষ কিংবা কোটি লোক এক সাথে জাতীয় সংগীত গাইল, এটা কি এচিভমেন্ট?
সিংগাপুর বর্তমান পৃথিবীতে প্রথম ধনী পাঁচ দেশের একটি।
এর মানে কি?
এর মানে ওরা স্বচ্ছল।
এর মানে ওদেরকে কুমড়া দিয়ে পিয়াজু বানাতে হয় না।
এর মানে ওরা কাঁঠাল খায় এবং বীফ বার্গার খায়, কিন্তু কাঁঠালের বিফ বার্গার খায় না।
ওদের দেশে ৬০০ টাকা গরুর মাংস বিক্রি করলে লাইন পরে না, এবং ওদের দেশে টিসিবির ট্রাক নেই।

কিন্তু সিংগাপুর দেশটির কোন খনি নেই, চাষ যোগ্য জমিও নেই। তারপরেও ওরা ধনী দেশের তালিকায় ১-৫ এর মধ্যে থাকে।
কিন্তু ওরা কিন্তু আমাদের থেকে পিছিয়ে।
কেন?
কারন ওদের কোটি লোক এক সাথে জাতীয় সংগীত গায় নি।
কেন?
কারন ওদের এত জনসংখ্যা নেই।
চীন ইচ্ছা করলে ১০ কোটি লোক দিয়ে জাতীয় সংগীত এক সাথে গাওয়াতে পারে।
তাহলে করে না কেন?
কারন চীনে এত ছাগল নেই যাঁদের বুঝানো সম্ভব যে জাতীয় সংগীত এক সাথে গেয়ে রেকর্ড করা একটা এচিভমেন্ট।

আজকেই বিশ্বের সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের কিউএস এর একটি রেংকিং বের হয়েছে।
এতে ভারতের ৪৯ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
বিশ্বের সবচেয়ে ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের ১৪ টি বিশ্ব বিদ্যালয় স্থান পেয়েছে আর উন্নয়নের রোল মডেল বাংলাদেশের ৩ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

আবার আজকেই আমরা আরেকটি রেকর্ড করলাম। মিঠামইনে নববর্ষ উপলক্ষ্যে ১৪ কিমি দীর্ঘ আলপনা তৈরী করেছি। এর উদ্বোধনে থাকবেন আইসিটি মন্ত্রী। কারন এটি একটি এচিভমেন্ট। একই মন্ত্রী ইভ্যালির উদ্বোধনীতে বলেছিলেন যে ইভ্যালি হবে আমাজন।

যা হোক, এখন একটা কথা ভাবুন। কোনটা বেশী সম্মান জনক?
১০০০ বিশ্ববিদ্যালয়ে তিনটির স্থান পাওয়া?
নাকি ১৪ কিমি আলপনা?

আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া হলো সর্বোচ্চ দুরত্ব, এবং তা ৯০০ কিমি। চীন, অস্ট্রেলিয়া এমনকি ভারতে কয়েক হাজার কিলোমিটার লম্বা হাইওয়ে রয়েছে।
ওরা ইচ্ছা করলেই তা এক রাতে পেইন্ট করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করতে পারে।
তবে করে না কেন?
কারন ওদের দেশে গাধা জনগনের সংখ্যা কম। ওদের সরকার পয়সা খরচ করে তাদের বুঝাতে পারবে না যে এটা এচিভমেন্ট। যেমন ওরা কখনোই তিন হাজার কোটি টাকা মহাশূন্যে উড়িয়ে দিবেনা শুধু রেকর্ড স্যাটেলাইট পাঠানোর জন্য।

আমদের উন্নয়ন কোটি কোটি বিদেশী কামলা আর দেশী গারমেন্টস কামলাদের জন্য। এসব কামলাদের বাইরে আমাদের কিছু নেই। এসব কামলাদের টাকা খরচ করেই আমরা ১৪ কিলোমিটারের গিনেজ রেকর্ড করি, কোটি কন্ঠে জাতীয় সংগীত গাই। কিন্তু ১৮ কোটি জনসংখ্যার রোল মডেল দেশের মাত্র তিনটা বিশ্ববিদ্যালয় জায়গা করে নিতে পারে।

রেকর্ড আর এচিভমেন্টের পার্থক্য বুঝতে না পারলে আমরা শুধুই মধ্যপ্রাচ্যে গিয়ে ঝাড়ু দিতে পারব আর দেশে দর্জির কাজ করতে পারব। কখনোই সুন্দর সৃষ্টি করতে পারব না।

( সংগ্রহীত পোস্ট)

26/01/2024

অযোধ্যা-মামলার শুনানীর সময় কিছু প্রশ্ন করা হয়েছিল, যার জবাব সরকারী-উকিলের কাছে ছিল না।
সে জন্য শুনানি ও সিদ্ধান্ত হতে পারেনি।
প্রশ্নগুলি ছিল – প্রমাণ করুন যে রাম ছিলেন ..... নয় তো মেনে নিন যে রামায়ন একটি কাল্পনিক গ্রন্থ।
(১) একই সময়ে দু’রকমের মানুষ কি করে হতে পারে? এক – পুচ্ছধারী, আর এক লেজবিহীন?
দু’ধরনের মানুষই মানুষের ভাষায় কথা বলে, দুইজনেরই পিতা রাজা,- এটা কি করে সম্ভব?
(২) ব্যাঙ থেকে মন্দোদরী কি করে হয়ে যায়/ কি করে জন্ম হতে পারে?
(৩) ল্যাঙটের দাগ ছাড়াতে গিয়ে কি করে অঙ্গদের জন্ম হতে পারে?
একটা পাখী কি করে মানুষের মত কাজ করতে পারে,- যেমন “গিধরাজ” – জটায়ু/গরুড়?
(৪) কোনো মানূষের দশটা মাথা হতেই পারে না। আজ পর্যন্ত ইতিহাস বা পুরাতত্ত্ব দিয়ে এটা প্রমাণ হয়নি যে কোনো
মানুষের দশটা মাথা বা কুড়িটা হাত থাকতে পারে .....
(৫) যে লঙ্কার কথা আপনারা বলছেন , ওর নাম ১৯৭২ সনে লঙ্কা হয়েছে। তার আগে ছিল সিলোন, আবার সিলোনের
আগে ছিল সিংহলা, ইত্যাদি নাম ছিল। তো আসল লঙ্কা কোথায়?
(৬) একটা কলসী থেকে একটা মেয়ের জন্ম কি করে হতে পারে?
এক মাসের মধ্যে মকরধ্বজের কি করে জন্ম হতে পারে? এক মাসেই মকরধ্বজ পাতালপুরীতে চাকরি করতে লেগে
গেল। এটা কি সম্ভব? যদি সম্ভব হয়, তবে প্রমাণ করুন।
একটা মাছের থেকে মানুষ কি করে জন্মাতে পারে?
(৭) ৫০০০ সাল পুরানো দ্রাবিড় ভাষা তো কেউ পড়তে পারে না। তো, ৭০০০ সাল পূর্বে অঙ্গদের ভাষা কি ছিল?
(৮) সম্রাট অশোকের কালে অযোধ্যার নাম ছিল সাকেত। অযোধ্যার পরে সাকেত, সাকেতের পরে অযোধ্যা নাম কি করে হল?
পুরাতত্ত্ব বিভাগের পক্ষ থেকে একটাও প্রমাণ যদি থাকে, তো বলুন যে রামরাজ্য ছিল!
(৯) সাত ঘোড়া নিয়ে সূর্য্য কি করে চলে? আপনার বইয়ে বলছে। যেখানে বিজ্ঞান বলছে সূর্য্য চলেই না।
রামের রাজ্যাভিষেক যখন হচ্ছিল, সুর্য্য এক মাসের জন্য থেমে গিয়েছিল,- আপনাদের বইয়ে লেখা আছে।
সূর্য্য যখন চলেই না। যদি সুর্য্য চলেই থাকে তো প্রমাণ করুন!
(১০) সুর্য্যকে হনুমান খেতে গেল, তো হনুমানের ‘স্পীড’ – গতি আর সাইজ কত বড় ছিল?
যে হনুমান সূর্যের আগুনে পুড়ে যেতে পারেনা, সে লেজের আগুনে কি করে পুড়ে যায়?
(১১) বাল্মিকী রামায়ন বলছে – যে চৈত্র-অমাবস্যায় রাবণ বধ হয়েছিল। আবার, তুলসিদাসী রামায়ণে লেখা, দশেরার দিন
রাবণ বধ হয়। কোনটা সত্যি?
(১২) ৪০০০ বছর হল – সোনা আবিষ্কার হয়েছে। তো, ৭০০০ বছর আগে সোনার লঙ্কা কোথা থেকে এল?
সোনার গলনাঙ্ক হল ৩০০০ ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়ে বেশি। তা হলে বলুন – লেজের আগুন এত বেড়ে গেল কি করে?
সোনার মহল ছিল, না সোনার লঙ্কা ছিল ?
৬০০০বছর আগে সবাই চামড়ার পোষাকই পড়তো, তো ৭০০০বছর আগে রাম কি করে কাপড়ের পোষাক পড়তেন?
(১৩) ব্রহ্মার মুখ থেকে যখন ব্রাহ্মণ জন্ম নিল, তো শুধু ভারতেই কেন জন্ম নিল? ব্রহ্মা যখন ব্রহ্মান্ডই বানিয়েছেন,
তখন – চীন, আমেরিকা, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইত্যাদি ইত্যাদি – দুনিয়ার বাকি দেশগুলিতে কেন ব্রাহ্মণ জন্মায়
নি, বা জন্মায় না? আজও কি ব্রাহ্মণ মুখ থেকেই জন্মায়, না কি জননাঙ্গ থেকে?
(১৪) ওটা কি ধরণের সফটওয়্যার ছিল, যা দিয়ে জানা যায় যে, সীতা লক্ষ্ণন-রেখা পার করলে কিছুই হবে না, কিন্তু
রাবণ পার হলেই জ্বলে ওঠে?
(১৫) যে ধনুকটা রাবণ উঠাতে পারেনি, সেই ধনুক উঠাতে যে পারে সেই সীতাকে রাবণ কি করে উঠিয়ে নিল?
অযোধ্যা মামলার শুনানিতে এই রকম প্রশ্ন ঊঠেছে, যার জবাব সরকার পক্ষ বা প্রত্নতত্ত্ব-বিভাগ দিতে পারেনি।

Advocate .Ravi Yadav
(সংগৃহীত)

21/01/2024

উসামনি সম্রাজ্য
উরহান গাজির যুদ্ধ

Photos from B.HAN's post 26/12/2023
Photos from B.HAN's post 30/10/2023

some important vocabulary
Copied

25/10/2023

Shout out to my newest followers! Excited to have you onboard! Jamshed Alam, Sadia Sultana Lucky, MD Shamim Ahmed

Photos from B.HAN's post 24/10/2023

Important for job exam..
Copied

21/10/2023

Identity of the Jews,
Adolf Hi**er
I salute him

Want your school to be the top-listed School/college in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

উসামনি সম্রাজ্যউরহান গাজির যুদ্ধ
Identity of the Jews, Adolf HitlerI salute him

Category

Telephone

Website

Address


Chittagong

Other Education in Chittagong (show all)
Noubahini School & College, Chattogram Noubahini School & College, Chattogram
Sailors Colony 1, CEPZ, Bandar Thana
Chittagong

Noubahini School & College, Chattogram নৌবাহিনী স্কুল ও কলেজ, ?

CHITTAGONG CANTONMENT PUBLIC COLLEGE CHITTAGONG CANTONMENT PUBLIC COLLEGE
Chittagong Cantonment , Biozid
Chittagong, 4209

ALLAH AMAaY GYAAN DAaO.....This is the most prestegious college in chittagong .....

BASE - Your BASE Lies Here BASE - Your BASE Lies Here
Chittagong, 4000

127 Momin Road, Opposite Kadam Mobarok

Innovative Learning Innovative Learning
Jamal Khan
Chittagong

Online tuition for classes 9-12 (National Curriculum). One-to-one care on Higher Mathematics & Physics.

Bandarban University Computer Science & Engineering Club Bandarban University Computer Science & Engineering Club
Chittagong

This is the official page of the Bandarban University Computer Science & Engineering Club(BUCSEC),a campus-based science organization of Bandarban University.

National University of Bangladesh Chattogram Gov College National University of Bangladesh Chattogram Gov College
Chittagong, 1990

জ্ঞানে কর্মে সৃজনে ঐতিহ্যে চট্টগ্রাম কলেজ।

Bangla &BD.Studies care. Bangla &BD.Studies care.
Panchlish
Chittagong

A Coaching For O'Level & SSC Bangla & BD.Studies/BGS

Tanvir Sir Tanvir Sir
Chittagong

শিখার মধ্যে আনন্দ আছে যদি তুমি বুঝে শিখতে পার। আর গনিত শিখার আনন্দ আমি তুমাদের দিতে চায়।

Khan Safety Academy Khan Safety Academy
Chittagong

“Teaching the world to be careful is a constructive service worthy of God’s great gift of life.

Accounting Information Points Accounting Information Points
House-04, Lane-04, A-Block, Halishahar
Chittagong

A Complete information Point for Business Studies Students

Muhammad Abdurrahman Muhammad Abdurrahman
Chittagong

I am studying in HSC, and imam in the mosque as well.

Target School Target School
Chittagong

Hi,Am here to show you just enlighteing way to be unique in your life.