কোরআন ও হাদীসের আলোকে জীবন গড়ি

ইসলামের জন্য নিবেদিত প্রাণ।

03/07/2024
26/06/2024

64 জেলা থেকে আর্জেন্টিনার সাপোর্টারদের দেখতে চাই।
আমি কক্সবাজার

22/06/2024

𝗔𝗖𝗧𝗜𝗩𝗘🥰আছি🟢
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 দিন✅
নোটিফিকেশন পাওয়া মাএই 𝗕𝗔𝗖𝗞 দিবো ✅দেরিতে হলে ও ১০০% ব্যাক পাবেন ইনশাআল্লাহ।

21/06/2024

#মহিলাদের চেয়ে
#পুরুষের লজ্জা বেশী!
এক বার এক স্কুলে স্থানীয় মহিলারা একটি সাধারণ সভার আয়োজন করেছিলেন। সেখানে কথা বলতে যেয়ে এক মহিলা বলেছিল যে, "মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশী।"
কথাটা শেষ করতে না করতেই একজন ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন। প্রতিবাদের সুরে বললেন, 'আপা, আপনার কথাটা মানতে পারলাম না। পুরুষ মানুষের আবার লজ্জা দেখলেন কোথায়? ওরা তো বেশরম- বেলাজ।
প্রথম মহিলা দ্বিতীয় মহিলার বক্তৃতা থামিয়ে বললো আপা, আপনি কি করেন? তিনি বললেন এই স্কুলে শিক্ষকতা করি। প্রথম মহিলা বললো, কয়জন পুরুষ আর কয়জন মহিলা শিক্ষক আছেন এই স্কুলে?
তিনি বলেন, আমরা সমান সমান। চার জন পুরুষ চার জন মহিলা। হাসি মুখে উত্তর দিলেন ভদ্রমহিলা।
প্রথম মহিলা বললো, আপা আপনি কি কোন দিন আপনার পুরুষ সহকর্মীদের পেট-পিঠ দেখেছেন? "ভদ্রমহিলা ভ্রু কুচকে তাকালেন। বললেন তার মানে?
প্রথম মহিলা বললো "দেহ প্রদর্শন করা নির্লজ্জতা। কিন্তু এই কাজটা সাধারণত পুরুষেরা করেনা। আপনার যদি কখনো ইচ্ছে হয়, আপনার কোন পুরুষ সহকর্মীর পেট কিংবা পিঠ দেখবেন, তাহলে তাকে ডেকে বলতে হবে ভাই আপনার শার্ট কিংবা পাঞ্জাবীটা একটু উপরে তুলুন তো, আমি আপনার পেঠ কিংবা পিঠ তা একটু দেখব। সেই ভাই তখন নির্ঘাত আপনাকে পাগল মনে করবে।
আর আপনার পেট-পিঠ কতভাবে কত এ্যাংগেলে কত শত পুরুষ- মহিলা দেখছে তার কি কোন হিসাব আছে?
#পুরুষেরা পেট পিঠ বের করা পোষাক পরে বাইরে কিংবা অফিস-আদালতে যাবে না, এটা তাদের স্বাভাবিক লজ্জা। যা থাকা উচিত ছিল মেয়েদের।
অথচ মেয়েরা কিভাবে গলাটা আর একটু বড় করে কাঁধ এবং বুকের উপরি অংশ বের করা যাবে, কিভাবে জামার হাতার উপরি অংশ কেটে মাসেল দেখানো যাবে- সেই চেষ্টা করে।
কোরআন ও হাদীসের আলোকে জীবন গড়ি
#লজ্জাহীনতা মেয়েদের অস্থিমজ্জায় এমনভাবে ঢুকে গেছে যে, এ বিষয়টাকে তারা লজ্জার বিষয় বলে মনেই করে না. (আফসোস) পোস্টটা হয়ত কারো কাছে খারাপ লাগবে। কিন্তু শিক্ষামূলক পোস্ট হিসেবে সবার পড়া এবং শেয়ার করার দরকার আছে।
কথা গুলি ভুল বলে থাকলে ক্ষমা করবেন।

19/06/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

17/06/2024

Eid Mubarak

17/06/2024

পবিত্র ঈদুল আযহা আপনার জীবনে বয়ে আনুক ত্যাগ, সমৃদ্ধি ও আনন্দ। আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক।

16/06/2024

ডিভোর্স দিয়ে বেরিয়ে দেখুন।

15/06/2024

Good night
Follow To Follow
কোরআন ও হাদীসের আলোকে জীবন গড়ি Back to Back

14/06/2024

মা কে সবাই খুঁজে।

14/06/2024

ইসরাইলের পন্য বর্জন করুন।

13/06/2024

আর কি।

13/06/2024

জেনে রাখুন।

13/06/2024

সব কথার জবাব দিতে নেই ।

13/06/2024

পাপের শাস্তি।

13/06/2024

যে ব্যক্তির কোরবানি দেওয়ার সামর্থ্য
থাকা সত্ত্বেও কোরবানি দেয় না
সে যেন ঈদগাহে না আসে
হযরত মুহাম্মদ (সাঃ) ❤️

13/06/2024

আমিন।

13/06/2024

গীবত করার লোক

13/06/2024

পুরুষের গায়রত।

13/06/2024

Active আছি, follow দিন।
প্রোফাইল দেখে ফলো দিন
ইনশাল্লাহ প্রতারিত হবেন না
🥰🥰 ব্যাক পাবেন সাথে সাথে 💯💯

12/06/2024

কুরবানীর পশুর লাত্থি-ঢুশি খাওয়ার দিন শেষ
পশুকে কষ্ট দিবেন না।

12/06/2024

হক কথা

12/06/2024

হাদীস

12/06/2024

নারীর হাত রাঙানো থাকবে।

12/06/2024

পালিয়ে যাওয়া মেয়ের প্রতি বাবার চিঠিঃ
মা'রে,
শুরুটা কিভাবে করবো বুঝে উঠতে পারছিলাম না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথা ভুলেই গিয়েছিলাম। তোর মাকেও কোনদিন মা ছাড়া অন্য নামে ডাকেতে শুনিনি। বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন। তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম। আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসতে ছিলো। তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতেই পারিনি। ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি? আমি তখন ভেতরে বসে স্রষ্টার কাছে প্রার্থনা করছিলাম আর কতটা ভালবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না। তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি। আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতির কাছে কি করে মুখ দেখাবো? জানিস মা, তুই তোর তিন বছরের ভালবাসা খুঁজে পেয়েছিস। কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালবাসা হারিয়ে গেছে। মা'রে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে। তারপরও একটুও কৃপণতা থাকেনা বাবাদের ভেতরে। বাবাদের ভালবাসা শামুকের খোলসের মতো মা,বাহিরটা শক্ত হলেও ভেতরটা খুব নরম হয়ে থাকে। বাবারা সন্তানদের কতোটা ভালবাসে তা বোঝাতে পারেনা, তবে অনেকটা ভালবাসতে পারে। জানি মা, আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে। কি করবো বল? তোরা তো যৌবনে পা রাখার পর চোখ, নাক, কান সবকিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস। কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি, ল্যাংড়া না বোবা হবি,কোন কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পরেছিলাম তাই এতকিছু লিখলাম। আমি জানি মা তোদের সব সন্তানদের একটা প্রশ্ন বাবারা কেন তাদের ভালো লাগা টাকে সহজে মানতে চায় না? উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো,তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারও প্রয়োজন বোধ করিস না।কিন্তু একটা বাবা বোঝে তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন। যেদিন তোর নানুর কাছ থেকে তোর মাকে গ্রহন করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে,যদি মেয়ে হয় তাহলে নিজের মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে কণ্যা দানের দায়িত্ব থেকে নিজেকে হালকা করবো। তাই তোর প্রতি এত অভিমান। মারে বাবার উপর রাগ করিসনা। তোরা যদি অল্প দিনের ভালবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস, তবে আমরা বিশ বছরের ভালবাসার জন্য বেপরোয়া হবো না কেন? বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো?আর যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারনার ফাঁদে পরে পালিয়ে যাবে না তো? তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারি। যদি মন কাঁদে চলে আসিস বুক পেতে দেবো। হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি, তবে পিঠে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারছিনা।
কোরআন ও হাদীসের আলোকে জীবন গড়ি
ইতি
তোর জন্মদাতা "পিতা"
(এই চিঠিটা পড়ে অন্তত একটি মেয়ে/ছেলেও যদি তাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসে মন্দ কি.........?

12/06/2024

একটি সংসার অসুখী হবার পেছনে
অনেক কারণ থাকতে পারে! 💔

কিন্তু সুখী হবার পেছনে একটাই কারণ আর তা হলো স্বামী এবং স্ত্রীর মধ্যে ইনসাফপূর্ণ বোঝাপড়া।🌸❤️

দুইজনের মধ্যে বোঝাপড়াটা তখনই কাজ করবে যখন সেখানে ইনসাফ বা সুবিচার থাকবে।যখন সেই বিচার ব্যবস্থাপনাটা একতরফা হয়ে যায় তখনই বিরাট গন্ডগোল বাধে! সাধারণত আমাদের সমাজের পরিবার গুলোতে এই সুবিচারের খুব অভাব দেখা যায়।

নিরানব্বই ভাগ ছেলেই মায়ের দিকে বেশি ঝুঁকে যায় যিনি তার স্ত্রীর শাশুড়ি হন। এটা খুব স্বাভাবিক যেহেতু রক্তের সম্পর্ক।কিন্তু এটাও মনে রাখা জরুরি যে একতরফা কথা না বলে দুইজনের মধ্যে (স্ত্রী এবং মা)
ব্যালেন্স রেখে চললে ব্যাপারটা অনেক সহজ হয়।

মাকে কষ্ট দেয়া যাবে না আবার স্ত্রীর সম্মানহানী হবে এমন কথা কিংবা কাজ করা যাবে না, এটা মাথায় রেখে চললেই সংসার জীবন সুন্দর হয়।
যখন কোন মেয়ে একটি নতুন সংসারে আসে স্বভাবগতো ভাবেই সেখানে সে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করে। ব্যতিক্রম হয়তো আছে, ব্যতিক্রমের কথা বলছি না।

অনেক চাকরীজীবী, শিক্ষিত মেয়েকেও দেখেছি মানিয়ে নিয়ে সহ্য করে যেতে। এই মানিয়ে নিতে নিতে এবং একতরফা আচরণ পেতে পেতে একসময় সে
মেন্টালি সিক হয়ে পড়ে!
একটা বেলুনে বাতাস ভরতে থাকলে একসময় সে আর নিতে পারে না, ফেটে যায়।এবং এই ফেটে যাওয়াটা নিঃশব্দে হয় না। যথেষ্ট শব্দ করেই ফেটে যায়!

মেয়েটির বেলাতেও তাই হয়, তার মেনে নেয়ার লিমিট ক্রস করে যায় এবং তখন সে তার সম্পর্কে আর কোন নেগেটিভ কথা সহ্য করতে পারে না। এবং যখন সে তার বিপরীতে বলা এসব কথার প্রতিবাদ করে তখন ঐ লোকগুলি যারা মেয়েটিকে কথা শোনাতে অভ্যস্ত ছিল বলে তোমাকে তো কিছুই বলা যায় না, তুমি রিয়্যাক্ট করো।

যে কোন মানুষের ব্রেইনের একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে, এর বাইরে সে নিতে পারে না। যখন তাকে অতিরিক্ত দেয়া হয় তখন সে ফেইল করে,তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে আর তখনই তাকে বলা
হয় মানসিক রোগী!

ইসলাম নারীদের দায়িত্ব পুরুষদের উপর দিয়েছে। কিভাবে মা এবং স্ত্রীর সাথে আচরণ করতে হবে সেটাও বলে দিয়েছে।

মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত (একদা মু‘আবিয়াহ বিন জাহিমাহ)রাসূলুল্লাহ (সাঃ)-এর খেদমতে এসে জিজ্ঞাসা করলেন, ‘হে আল্লাহর
রাসূল (সাঃ)! আমি যুদ্ধে যেতে চাই। আর এ ব্যাপারে আপনার পরামর্শ কামনা করছি।

উত্তরে তিনি বলেন, তোমার মা জীবিত আছেন কি? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তাহলে তাঁর খিদমতে লেগে থাক। কেননা জান্নাত তাঁর দু‘পায়ের নিচে
(নাসাঈ, হা/৩১০৪; সনদ হাসান।)

আবার স্ত্রীকেও জিজ্ঞেস করা হবে, তোমার স্বামী কেমন ছিল। রাসূল (সা.) বলেন তোমাদের মধ্যে সেই ভালো যে তার পরিবারের কাছে ভালো। আর
আমি আমার পরিবারের কাছে তোমাদের চেয়ে উত্তম।
(আত-তিরমিজি)।

তাই একজন পুরুষকে একতরফা আচরণ থেকে বিরত থেকে সংসারের সুখের জন্য ইসলাম অনুযায়ী দুই জনের মধ্যে সুবিচার করেই চলতে হবে।
আল্লাহ সবাইকে তৌফিক দান করুন,আমিন।
Nazim Uddin Nazim Uddin Naim Uddin fans

11/06/2024

মুসলিমের উপর মুসলিমের অধিকার আছে।

11/06/2024

যে মালিক সারাক্ষণ নিশ্বাস চালু রেখেছেন,
সেই মালিকের নিকট শুকরিয়া আদায় করি,
আলহামদুলিল্লাহ

Want your public figure to be the top-listed Public Figure in Cox's Bazar?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

স্ত্রীকে যে চার কারণে মারা যাবে।
এটা হচ্ছে ইসলামী শিক্ষা।
যে দরুদ পড়লে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যায়।
কিছু বুঝলেন
64 জেলা থেকে আর্জেন্টিনার সাপোর্টারদের দেখতে চাই।আমি কক্সবাজার
আসসালামুয়ালাইকুম
আলহামদুলিল্লাহ
Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.Whenev...
Very nice
রাইট

Category

Telephone

Website

Address


Cox's Bazar

Other Public Figures in Cox's Bazar (show all)
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, শামলাপুর এজেন্ট আউলেট। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, শামলাপুর এজেন্ট আউলেট।
Hazi Nor Ahammed Shopping Center (2nd Floor) , Shamlapur Bazar, Teknaf , Coxsbazar
Cox's Bazar, 4750

*First Security Islami Bank is a modern bank following the Islamic rules and regulations and facilit

Salamot Ullah Salamot Ullah
Bandarban
Cox's Bazar

শক্তির স্বপ্নে তুমি যারই মৃত্যু দেখে উল্লাস করো না কেন, মনে রেখো মানুষ ই মরেছে।

Ali Naeed Special Thai Lottery Tips Ali Naeed Special Thai Lottery Tips
Saudi Arabia, , Kater, , Kuwait
Cox's Bazar, THAILOTTERYTIPS

Thai Lottery Game Seller

Just smile Just smile
Parsonal
Cox's Bazar, SAMI

Alhamdulillha

Mirza SM Ansarul Karim Rozo Mirza SM Ansarul Karim Rozo
Cox's Bazar

following now.

Stort video Stort video
Lama
Cox's Bazar, LAMA

I create a new fb page, please everyone follow me.

Akibul Islam Akibul Islam
Chakaria Upazila
Cox's Bazar, 4700

DIGITAL MARKETER

Far and Away Far and Away
Cox's Bazar

Nothing will make you happy until you choose to be Happy☺️💖

Nurul Absar Nahid Nurul Absar Nahid
Cox's Bazar

জীবন মানে যুদ্ধ..

GS,Sodit GS,Sodit
কক্সবাজার পি এম খালী
Cox's Bazar

Sayada Farhana Tabassum Ashfe Sayada Farhana Tabassum Ashfe
Pekua
Cox's Bazar

শিক্ষাই জাতির মেরুদণ্ড

Afif Hossain drubo fans club Afif Hossain drubo fans club
Cox's Bazar District, Chittagong Division
Cox's Bazar