Shikha Prokashoni
A Trusted Publication Of Creative Books
হুমায়ুন আহমেদ স্যারের বই সমূহ__
প্রকাশক: শিখা প্রকাশনি
বইয়ের তালিকা:
📖রুপালি পর্দা
📖অনিল বাগচীর একদিন
📖বিপদ
📖আমার আছে জল
__হুমায়ুন আহমেদ স্যারের এই বইগুলো সাহিত্যপ্রেমীদের জন্য অবশ্যপাঠ্য। প্রতিটি বইয়ের প্রতিটি পাতা পাঠকদের একটি নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দেবে। যারা বাংলা সাহিত্য ভালোবাসেন, তাদের জন্য এই বইগুলো একটি অপরিহার্য সংগ্রহ।
দেরি করিলেই কিন্তু মিস!!!
আজই অংশগ্রহণ করুন কন্টেস্টে এবং বিজয়ী হয়ে বুঝে নিন বই উপহার।
#শিখাপ্রকাশনী #বইপ্রেমী #রকমারি #সাহিত্য #উপন্যাস
📸 **শিখা প্রকাশনীর মুহূর্ত** 📸
প্রিয় পাঠকবৃন্দ, শিখা প্রকাশনীর বই নিয়ে আপনার সেরা মুহূর্তের ছবি শেয়ার করুন আমাদের সাথে! 📚✨
**কিভাবে অংশগ্রহণ করবেন:**
1. আপনার প্রিয় শিখা প্রকাশনীর বই নিয়ে সুন্দর একটি ছবি তুলুন অথবা পূর্বে তোলা ছবি শেয়ার করুন।
2. ছবিটি আমাদের পেজে কমেন্ট বক্সে শেয়ার করুন অথবা আমাদের পেজে ট্যাগ করুন।
3. ব্যবহার করুন হ্যাশট্যাগ।
🎁 **পুরস্কার ঘোষণা:**
আমাদের পেজে ট্যাগ করা বা হ্যাশট্যাগ ব্যবহার করে শেয়ার করা সেরা ছবিগুলো আমাদের পেজে শেয়ার করা হবে।এছাড়া সবচেয়ে ভালো ছবির জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার!
🏆 **পুরস্কারসমূহ:**
1. প্রথম পুরস্কার: শিখা প্রকাশনীর পক্ষ থেকে ১০০০টাকা সমমূল্যের বই।
2. দ্বিতীয় পুরস্কার: শিখা প্রকাশনীর পক্ষ থেকে ৫০০ টাকা সমমূল্যের বই।
3. তৃতীয় পুরস্কার: শিখা প্রকাশনীর পক্ষ থেকে ৩০০টাকা সমমূল্যের বই উপহার।
✨ বিশেষ টিপস:
সৃজনশীলতা এবং মৌলিকতা বাড়াতে আপনার ছবি হতে পারে বই পড়ার সময়, প্রাকৃতিক দৃশ্যের সাথে, কিংবা আপনার প্রিয় কোন স্থানে।
আপনার ছবি হতে পারে বইয়ের সাথে একান্ত মুহূর্ত, বন্ধুদের সাথে শেয়ার করার মুহূর্ত, অথবা যেকোনো সৃজনশীল পরিবেশে।
***
- বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আমাদের পেজে ১০ই জুলাই।
তাহলে আর দেরি কেন? আজই শিখা প্রকাশনীর সাথে আপনার প্রিয় মুহূর্তগুলি শেয়ার করুন এবং জিতে নিন দারুণ সব পুরস্কার! 🎉📖
ড. মঞ্জুশ্রী চৌধুরীর "বাংলা শিক্ষণ পদ্ধতি" বইটি বাংলা ভাষা শিক্ষার বিভিন্ন পদ্ধতি ও কৌশল নিয়ে একটি গভীর গবেষণাধর্মী আলোচনা করেছে। এই বইয়ে বাংলা ভাষা শেখানোর আধুনিক পদ্ধতি, শ্রবণ ও বলার দক্ষতা উন্নয়ন নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে। বইটি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অত্যন্ত মূল্যবান একটি গাইড হিসেবে কাজ করবে। এছাড়াও, বইয়ে ভাষা শিক্ষার বিভিন্ন ধাপ, পাঠ্যপুস্তক ও উপকরণের ব্যবহার, এবং শিক্ষণ কার্যক্রমের মূল্যায়ন ও পর্যালোচনা নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে।
📚 বইয়ের শিরোনাম: ট্রাইটন একটি গ্রহের নাম।
✍️ লেখক: মোহাম্মদ জাফর ইকবাল
🛸 ধরণ: সাইন্স ফিকশন
"ট্রাইটন একটি গ্রহের নাম"বইটির প্রথমের কিছু অংশ:
অশুভ গ্রহ
সবাই গােল হয়ে ঘিরে আছে বড় মনিটরটি, একদৃষ্টে তাকিয়ে আছে গ্রহটির দিকে। অত্যন্ত নিখুঁত বিশ্লেষণ করার উপযােগী মনিটর, নব্বই হাজার কিলাে মিটার দূরের আশ্চর্য গ্রহটিকে স্পষ্ট ফুটিয়ে তুলেছে। কিম জিবান, দলের ইঞ্জিনিয়ার, মনিটরের বিভিন্ন নবগুলি টিপে টিপে গ্রহটির ছবিটিকে আরাে স্পষ্ট করার চেষ্টা করছিল। মনিটরে গ্রহটির আশ্চর্য রঙগুলির বেশিরভাগই কৃত্রিম, কিম জিবানের দেয়া, খানিকটা দেখতে সুবিধা হওয়ার জন্যে এবং খানিকটা ভালাে দেখানাের জন্যে। সে ব্যক্তিগত জীবনে শিল্পী, অন্তত নিজে তাই বিশ্বাস করে, তাই কোনাে কাজ না থাকলে মনিটরের একঘেয়ে ছবিগুলিতে রঙ দিয়ে একটু বৈচিত্র্য আনার চেষ্টা করে। মহাকাশযানের নিয়মকানুনের ফাইল খুঁজে দেখলে হয়ত দেখা যাবে কাজটা যষ্ঠ মাত্রার বেআইনী কাজ, কিন্তু সেটা নিয়ে কেউ মাথা ঘামায় না, সবাই একসাথে থাকলে শব্দ করে হাঁচি দেয়াও নাকি ষষ্ঠ মাত্রার বেআইনী কাজ। কিম জিবান আজ খুব সুবিধে করতে পারছে না, গ্রহটিতে এমন একটা কিছু আছে যে যতই রঙ দেয়ার চেষ্টা করুক কিছুতেই সেটাকে দেখতে ভালাে লাগানাে যাচ্ছে না। খোঁচা খোঁচা দাড়ি ঘষতে ঘষতে কিম জিবান পুরাে গ্রহটিতে এক পোচ নীল রঙ বুলিয়ে দেয়, নীল রঙে যে কোনাে গ্রহকে ভালাে। দেখায় কিন্তু এবারে সেটা দিয়েও কোনাে লাভ হল না। বড় বড় গােলাকার গর্ত, যেগুলি নাকি খুব ধীরে ধীরে আকার পরিবর্তন করছে। গ্রহটিকে একটি কুৎসিত সরীসৃপের রূপ দিয়েছে, নীল রঙের সরীসৃপ এমন কিছু সুদর্শন বস্তু নয়।
লু মহাকাশযান সিয়ানের দলপতি। দলপতির দায়িত্ব অন্যদের থেকে বেশি কথাটা পুরােপুরি সত্যি নয়। যখনি কোনাে সিদ্ধান্ত নিতে হয় সিসিয়ানের মূল কম্পিউটার সিডিসি তাকে সাহায্য করে। সিডিসি চতুর্থ মাত্রার কম্পিউটার, পৃথিবীতে চতুর্থ মাত্রার কম্পিউটারের সংখ্যা হাতে গােনা যায়। তার স্মৃতিভান্ডারে শুধু যে অপরিমেয় তথ্য রয়েছে তাই নয়, প্রয়ােজনে যে কোনাে মেমােরি ব্যাংকে যােগাযােগ করে প্রয়ােজনীয় জিনিস জানার অধিকার এবং ক্ষমতা দুইই তার আছে। সিডিসি ছাড়াও মহাকাশযানে অন্যান্য বিজ্ঞানীরা রয়েছে, এটি একটি অনুসন্ধানী মহাকাশযান। এখানে সবাই কোনাে না কোনাে ধরনের বিজ্ঞানী। লুকে যখন সিদ্ধান্ত নিতে হয় সে অন্য বিজ্ঞানীদের সাথে আলােচনা করে, যেটা সবাই ভালাে মনে করে সেই সিদ্ধান্তই নেয়া হয়। তবে তিন মাত্রা বা তার থেকে বেশি।
ভূতুর পড়াশোনা - শাহীন আক্তার স্বাতী।
বয়স যখন ৪-৮,, ছোটো সোনামণিদের ছড়ার বই ভূতুর পড়াশোনা।
বইয়ের নাম: প্রতিশোধ
লেখক: Borhan Mahmud
বোরহান মাহমুদের "প্রতিশোধ" একটি শক্তিশালী উপন্যাস যা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তার রাজনৈতিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে রচিত।
পাগলা গারদ রহস্য
লেখক: সহস্র সুমন
"পাগলা গারদ রহস্য" সহস্র সুমনের একটি চমৎকার শিশু-কিশোর উপন্যাস যা রহস্য, গোয়েন্দা, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার এই পাঁচটি ঘরানার মিশ্রণে রচিত। এটি একটি এমন গল্প যা পাঠকদের প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তেজনায় ভরপুর রাখবে।
বইয়ের ধরণ:
📚 রহস্য
🔍 গোয়েন্দা
👻 ভৌতিক
🎢 থ্রিলার
🗺️ অ্যাডভেঞ্চার
মায়া জাদুকর - তাহমিনা হক।
বইটির প্রতিটি কবিতা যেন একটি আলাদা চিত্রকলা, যা পাঠকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে।
| মায়ার জালে বন্দী হৃদয়,
কবিতার সুরে বেঁধেছে নিখিল।
,
,
,
#মায়া_জাদুকর #শিখাপ্রকাশনী #রকমারি #সাহিত্য #বইপ্রেমী
**রোমান্টিক উপন্যাস "সূর্যের পারিজাত"- মোহাম্মদ হাবিবুর রহমান সুবাস।**
এক নজরে বইটি 📖-
সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার সাপেক্ষে আসামি আয়ুস্মান আহসান
সূর্যকে এই আদালত বিশ বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করছে। আর এই মামলার বিচারাধীন আরেকজন আসামি পারিজাত চৌধুরীকে নির্দোষ ঘোষণা করে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো'।
মাননীয় জাজ সাহেবের ঘোষণাটা বেশ সাদামাটা ভাবেই শেষ হয়। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে শান্তভাবেই রায়টা শোনে সূর্য, মনে মনে একটা স্বস্তি টের পায়। যাক বিচারের চূড়ান্ত ফয়সালা হয়ে গেল, একদিক দিয়ে ভালোই হলো। এবার সব মায়ার বাঁধন ছিঁড়ে, আশার আলোটুকু নিভিয়ে একদম একাকী হয়ে যাবে।
মা এসেছে, একবার মাথা তুলে তাকায় সূর্য। এখনো কেঁদেই চলছে। মনটা খারাপ হয়ে যায় সূর্যের। আচ্ছা মা ওকে ছাড়া এখন থাকবে কী করে? এই শহরে ও ছাড়া আর যে কেউ নেই মায়ের!
আর ওর পারিজাত, ওর প্রিয় মানুষ, ও কী ভুলে যাবে সূর্যকে? পারিজাত যে বলেছিল, 'পারিজাত শুধু সূর্যের জন্যই ফোটে, সূর্যের স্পর্শেই তার ভালোবাসা পূর্ণতা পায়।'
পারিজাত কি অপেক্ষা করেছিল সূর্যের ফিরে আসার জন্য? মা মেহেরুন্নেসা কি আইনের বেড়াজাল থেকে মুক্ত করতে পেরেছিল সূর্যকে? পুরো গল্পটা একটা মায়াময় শুদ্ধ, সুন্দর ভালোবাসার গল্প।
,
,
,
,
,
#বইপ্রেমী #শিখাপ্রকাশনী #রকমারি #সাহিত্য #উপন্যাস #রোমান্টিক #সুবাস #পেন্সিল #সূর্যেরপারিজাত
দ্য ব্রেভার্স কেনিয়া ভয়ংকর" একটি রোমাঞ্চকর উপন্যাস যা আপনাকে নিয়ে যাবে এক অবিস্মরণীয় অভিযানে । বইটি শুরু হয় একটি রহস্যময় ঘটনার মাধ্যমে, যা পাঠকদের প্রতি মুহূর্তে ধরে রাখবে।
এক নজরে বইটি:
শিরোনাম: দ্য ব্রেভার্স কেনিয়া ভয়ংকর।
লেখক: সোনিয়া তাসনিম খান।
ধরন: রহস্য ও গোয়েন্দা উপন্যাস
মূল্য: মুদ্রিত মূল্য ৩৫০টাকা।
#শিখাপ্রকাশনী #বাংলাবই #বইপ্রেমী #রকমারি #সাহিত্য #রকমারি_ডটকম
একটি চমৎকার গল্প যা আপনাকে মুগ্ধ করবে। আজই সংগ্রহ করুন এবং রহস্যময় জগতে হারিয়ে যান!
#মায়ান্দ্রী #বাংলাবই #নতুনবই #বইপ্রেমী #সাহিত্য #শিখা_প্রকাশনি #রকমারি
📸 **শিখা প্রকাশনীর মুহূর্ত** 📸
প্রিয় পাঠকবৃন্দ, শিখা প্রকাশনীর বই নিয়ে আপনার সেরা মুহূর্তের ছবি শেয়ার করুন আমাদের সাথে! 📚✨
**কিভাবে অংশগ্রহণ করবেন:**
1. আপনার প্রিয় শিখা প্রকাশনীর বই নিয়ে সুন্দর একটি ছবি তুলুন অথবা পূর্বে তোলা ছবি শেয়ার করুন।
2. ছবিটি আমাদের পেজে কমেন্ট বক্সে শেয়ার করুন অথবা আমাদের পেজে ট্যাগ করুন।
3. ব্যবহার করুন হ্যাশট্যাগ।
🎁 **পুরস্কার ঘোষণা:**
আমাদের পেজে ট্যাগ করা বা হ্যাশট্যাগ ব্যবহার করে শেয়ার করা সেরা ছবিগুলো আমাদের পেজে শেয়ার করা হবে।এছাড়া সবচেয়ে ভালো ছবির জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার!
🏆 **পুরস্কারসমূহ:**
1. প্রথম পুরস্কার: শিখা প্রকাশনীর পক্ষ থেকে ১০০০টাকা সমমূল্যের বই।
2. দ্বিতীয় পুরস্কার: শিখা প্রকাশনীর পক্ষ থেকে ৫০০ টাকা সমমূল্যের বই।
3. তৃতীয় পুরস্কার: শিখা প্রকাশনীর পক্ষ থেকে ৩০০টাকা সমমূল্যের বই উপহার।
✨ বিশেষ টিপস:
সৃজনশীলতা এবং মৌলিকতা বাড়াতে আপনার ছবি হতে পারে বই পড়ার সময়, প্রাকৃতিক দৃশ্যের সাথে, কিংবা আপনার প্রিয় কোন স্থানে।
আপনার ছবি হতে পারে বইয়ের সাথে একান্ত মুহূর্ত, বন্ধুদের সাথে শেয়ার করার মুহূর্ত, অথবা যেকোনো সৃজনশীল পরিবেশে।
***
- বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আমাদের পেজে ১০ই জুলাই।
তাহলে আর দেরি কেন? আজই শিখা প্রকাশনীর সাথে আপনার প্রিয় মুহূর্তগুলি শেয়ার করুন এবং জিতে নিন দারুণ সব পুরস্কার! 🎉📖
অর্ধেক কবিতা অর্ধেক হাইকু - চৌধুরী হোসাইন মুনির
কিশোর উপন্যাস "আলোর মেলা" - কিশোর নজরুল।
চার জানালা - আব্দুল্লাহ আল মামুন (কাইকর)
,
,
,
,
,
,
,
#কাইকর #ইবুক #শিখাপ্রকাশনী #সাহিত্য #শিখা_প্রকাশনি #রকমারি #বইপ্রেমী
📸 আপনার শিখা প্রকাশনীর মুহূর্ত__
শিখা প্রকাশনীর বই নিয়ে আপনার প্রিয় মুহূর্তের ছবি শেয়ার করুন কমেন্ট বক্সে! আমাদের পেজে ট্যাগ করুন বা হ্যাশট্যাগ ব্যবহার করুন। সেরা ছবিগুলো আমরা আমাদের পেজে শেয়ার করবো।।
শিখা প্রকাশনি থেকে প্রকাশিত
মুহাম্মদ জাফর ইকবাল স্যারের বই সমূহ -
১রবো নিশি (সাইন্স ফিকশন)
২.ট্রাইটন (সাইন্স ফিকশন)
৩.আধ ডজন স্কুল
৪.দুষ্টু ছেলের দল
৫.সমস্যাটি মনে হয় আমার এবং অন্যান্য
৬.আমার সাস্ট জীবন
,
,
,,
,
,
,
,
#বইপ্রেমী #সৃজনশীলবই #শিখাপ্রকাশনী #ইবুক #সাহিত্য #জাফরইকবাল
কোলাহল থেমে গেছে - মাহবুবুর রহমান টুনু
।
।
।
।
।
।
।
।
#শিখাপ্রকাশনী #সৃজনশীলবই #পাঠকলেখকপ্রকাশক #ইবুক #সাহিত্য #বই #বইপ্রেমী #রকমারি_ডটকম
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত "প্রতিশোধ " -- বোরহান মাহমুদ
বিশ্ব্যসাহিত্যের সেরা আটটি গল্পের অনুবাদ "নেকলেস "
,
,
,
,
,
,
,
#অনুবাদ #নেকলেস #ইবুক #বই #উপন্যাস #রকমারি #শিখা_প্রকাশনি
জ্ঞ্যানভিত্তিক এ গবেষণামূলক বই বাংলাদেশ স্টাডিজ।
,
,
,
,
,
,
,
#রকমারি #শিখা_প্রকাশনি #ইবুক #বই
উপন্যাস "অমানুষ" ও অন্তরালে সে " - নিশাত ইসলাম।,
,
,
,
,
,,
,
,
,
,
,
,,
#শিখা_প্রকাশনি #রকমারি #বই #ইবুক #উপন্যাস
কর্পোরেট সংস্কৃতি ও অফিস শিষ্টাচার __
_অনেকে একটা চাকরি জুটিয়েই মনে করেন জীবনের সবকিছু অর্জন করে ফেলেছেন! চাকরিতে ঢােকা আসলে সাফল্যের দরজায় পা রাখা- শীর্ষবিন্দু আরাে অনেক দূর। কর্মক্ষেত্রে পদোন্নতি নির্ভর করে দক্ষতার উপর আর দক্ষতা আসে পরিশ্রম ও বুদ্ধিমত্তার সংযােগে। বাধা-বিপত্তি সম্পর্কে সচেতন থাকলে দক্ষ ও সফল কর্মজীবী হতে আপনার বেশি সময় লাগবে না। মানুষ তার আশার সমান সুন্দর। আর বিশ্বাসের সমান বড়। মানুষকে চলার পথে প্রেরণা যােগাতে পৃথিবীর সব ভাষাতেই বহু বই আছে- যাকে বলে 'সাইকোসাইবার নেটিক্স’। বাংলা ভাষায় এই ধরনের গ্রন্থমালা একেবারেই সীমিত। সেই শূন্যস্থান পূরণে যারা এগিয়ে এসেছেন, রাজিব আহমেদ তাঁদের মধ্যে অন্যতম- যিনি একাধারে মুক্ত সাংবাদিক। জনপ্রিয় কলামিস্ট, আঞ্চলিক ইতিহাস গবেষক, বিজনেস এক্সিকিউটিভ ও পেশা পরামর্শক। জয়ী হওয়ার উদগ্র বাসনা মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। কিন্তু চূড়ান্ত সাফল্য লাভ করতে চাইলে এই বইয়ে বর্ণিত আরাে কিছু কৌশল অবলম্বন করতে হবে। আশ্চর্য হয়ে দেখবেন, সাফল্য আপনাকে হাতছানি দিয়ে ডাকছে...! বইটি তাই শুধু পাঠ্য নয়, অবশ্যই সংগ্রহে রাখার মতাে।
।
।
।
।
।
।
#শিখাপ্রকাশনী #সৃজনশীলবই #পাঠকলেখকপ্রকাশক #ইবুক #সাহিত্য #বই #বইপ্রেমী #রকমারি_ডটকম
বাংলা ভাষায় গবেষণাধর্মী বই ''বাংলা শিক্ষণ পদ্ধতি '' - ড. মঞ্জুশ্রী চৌধুরী
,
,
,
,
,
#শিখা_প্রকাশনি #উপন্যাস #বই #ইবুক #রকমারি
সাদিয়া খান সুবাসিনী - র বই গুলো পেয়ে যাচ্ছেন শিখা প্রকাশনী থেকে। এছাড়াও অনলাইনে অর্ডার করতে পারবেন রকমারি ডটকম সহ আরও অন্যান্য প্লাটফর্ম থেকে।
,
,
,
,
,
,
#শিখা_প্রকাশনী #রকমারি #বই #সাহিত্য #শিখা_প্রকাশনি #শিখা #উপন্যাস #গল্প #ইবুক
অলংকার ছাড়া কবিতা শুকনো পাতার মতো। ছন্দ ছাড়া কবিতা চিন্তা করা গেলেও অলংকার ছাড়া কবিতা একদম না। অলংকার কবিতার সৌন্দর্যবর্ধন ও অর্থ দানকারী আত্মা। কবিতার বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করতে পারে শব্দালংকার। আর অন্তর্গত সৌন্দর্য বৃদ্ধি করতে পারে অর্থালংকারর। কবিতার সৌন্দর্য ও প্রাণ প্রতিষ্ঠা করার জন্যই ‘অলংকার ব্যবহারের কলাকেশৗল’ গ্রন্থটি পড়া প্রয়োজন।
#শিখা_প্রকাশনী #রকমারি
ব্যবসা ও অর্থনীতি বিষয়ক প্রবন্ধ, গবেষণা ও পরিসংখ্যান বিষয়ক বই - স্বাস্থ্য অর্থনীতি ও আমাদের উন্নয়ন ভাবনা।
__স্বাস্থ্য সেবা সুরক্ষা জনগনের মৌলিক অধিকার।এই অধিকারকে প্রতিষ্টা করতে সরকার স্বাস্থ্য নীতি প্রনয়ন করেছে।যেখানে সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যমাত্রা অর্জনের কথা বলা হয়েছে।জনগনের স্বাস্থ্য ভাল রাখার চেষ্টা করা একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সুস্থ সবল জাতি গঠনের প্রয়োজনীয়তা অপরিহার্য। তাই আর্থ-সামাজিক উন্নয়নে জনস্বাস্থ্য ঠিক রাখার মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা একটা কল্যান রাষ্ট্রের প্রধান দায়িত্ব। মানুষের দরিদ্রতা হবার প্রক্রিয়া অব্যাহত থাকলে স্বাস্থ্য সেবা যতোই উন্নত হোক, সে দেশ কখনোই উন্নত হতে পারবে না।তাছাড়া জনগনের স্বাস্থ্যের মান উন্নত হওয়া একটি দেশের উন্নয়ন পরিকল্পনার জন্যও জরুরী।কিন্ত দূঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের স্বাস্থ্য খাত খুবই নাজুক।ফলে দারিদ্র বিমোচন পরিকল্পনায় স্বাস্থ্য সূচক উন্নয়নের মাত্রা ব্যাহত হচ্ছে।সরকারের দায়িত্ব হচ্ছে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনগনের স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা। যেন সকলেই সুস্থ্য থাকতে পারে এবং অর্থনৈতিকভাবে অবদান রাখতে পারে।সেজন্য জাতীয় স্বাস্থ্যনীতি প্রনয়ন করা হয়েছে যার মূল লক্ষ্য জনস্বাস্থ্য, পুষ্টি, প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রতিস্থাপনযোগ্য জন–উর্বরতা অর্জন, মা ও শিশুস্বাস্থ্যের উন্নতি, তথ্যপ্রযুক্তির ব্যবহার, চিকিৎসাশিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্য তথ্যপ্রাপ্তিতে অগ্রাধিকার, অত্যাবশ্যকীয় ওষুধের সহজলভ্যতা ও মূল্য নিয়ন্ত্রণ ইত্যাদি।
জীবনকে ভালোবেসে জীবনের রূপ, রস, রঙের সবটুকু স্পর্শ করার উদ্দেশ্যে ব্যাকুল হয়ে অনির্দিষ্ট গন্তব্যে যাত্রা শুরু করে লানা নামের বাইশ বছরের প্রাণোচ্ছল এক তরুণী। খুঁটিয়ে খুঁটিয়ে জীবনের প্রতিটি সূক্ষ্ম ধূলিকণা থেকেও সৌন্দর্য আহরণ করার মতো অসীম ক্ষমতার অধিকারী সে। অন্যদিকে, জীবনের উপর প্রচণ্ড ক্ষোভ নিয়ে জীবন থেকে এক মাসের জন্য পালাচ্ছে কনক নামের আটাশ বৎসর বয়সী মৃদুভাষী, ভারিক্কী স্বভাবের, ব্যক্তিত্বসম্পন্ন একজন তরুণ। তার গন্তব্য নির্দিষ্ট। ঝুটঝামেলা এড়িয়ে একাকী নিরিবিলি ভ্রমণের লক্ষ্যে মর্নিং পারাবত এক্সপ্রেসের একটি ফার্স্ট ক্লাস কেবিনের সম্পূর্ণটি নিজের জন্য রিজার্ভেশন করে কনক। কিন্তু তার একাকীত্বের আয়োজনকে নস্যাৎ করতে আবির্ভাব ঘটে অনাহূত লানার। এতে প্রচণ্ড বিরক্ত হয় কনক। তবে, ঘটনাক্রমে টের পায়, সে অবিশ্বাস্যভাবে প্রেমে পড়েছে উড়ে এসে জুড়ে বসা অনাকাঙ্ক্ষিত সহযাত্রীর। জীবনের আটাশটি বছর শেষে এই প্রথমবারের মতো কেউ একজন ওলটপালট করে দিয়েছে কনকের অধরা হৃদয়ের গোটা মানচিত্র। অথচ মাত্র দেড় মাস পর তার বিয়ের দিনতারিখ ঠিক হয়ে আছে! একপর্যায়ে অপ্রত্যাশিতভাবে দেখা হওয়া বিপরীত বৈশিষ্ট্যের দুই সহযাত্রীর মানসিকতা মিশে যায় এক বিন্দুতে। লানার সান্নিধ্যে কনক উপলব্ধি করতে পারে, সুখকে আপন করে পেতে চাইলে দুঃখকে ভালোবাসতে জানতে হয়। সময় থেমে থাকে না। সময় এগিয়ে নিয়ে চলে জীবনকে। বিস্মিত হৃদয়ে কনক ভাবতে থাকে, “যে জীবন লানার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কীভাবে সেই জীবনের ত্রিমাত্রিক সৌন্দর্যকে সেঁচে বের করতে পারে এই মেয়েটি!!” জীবন থেকে পালানোর উদ্দেশ্যে ছুটে চলা কনকের হৃদয়ে ভালোবাসার স্বর্গীয় অনুভূতি জাগানো লানা স্থির করে নিয়েছে তার গন্তব্য। দৃঢ়ভাবে প্রমিজ করেছে, বড়জোর তিনদিনের জন্য কনকের গন্তব্য হবে তারও গন্তব্য। সেই সূত্র ধরে আমরাও অপরূপ টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যাবো লানা ও কনকের সাথে। সেখানে পাবো ভীষণ মায়াবতী এক মহীয়সী রমণী কুমুমা’কে; যার জীবন টাঙ্গুয়ার হাওরের চেয়েও বৈচিত্র্যময়। কুমুর আঁচলের ছায়াতলে শুরু হয় রূপকথার রাত্রির চমৎকার গল্প সাজানোর পালা। লানার প্রবল ইচ্ছে জাগে, শালুক ফোটা রাত্রি শেষে শিহরিত ভোরে তার বাপীকে (বাবাকে) রূপকথার রাত্রির অপূর্ব সুন্দর গল্পটি শোনাবে…!! অতঃপর…?
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1100
Opening Hours
Monday | 09:00 - 16:00 |
Tuesday | 09:00 - 16:00 |
Wednesday | 09:00 - 16:00 |
Thursday | 09:00 - 16:00 |
Saturday | 09:00 - 16:00 |
Sunday | 09:00 - 16:00 |
ময়মনসিংহ
Dhaka, 51526616
জ্ঞানের রাজ্যে তোমাকে স্বাগতম ❤️🇧🇩 জ্ঞান অর্জন কর,,, সেবা প্রদান কর,,,
Room# 305, Rose View Plaza(2nd Floor), 185 Biruttam C. R. Dutta Road, Hatirpul
Dhaka, 1205
সংহতি প্রকাশন ২০০৭ সালে প্রতিষ্ঠিত।
Dhaka
Dhaka, 1361
Tanzeel Publications is a name of new hope of exploration on the field of research-based publishing