BORSHADUPUR

BORSHADUPUR

Nearby media companies

3 Idiots
3 Idiots
Matuail Jatrabari

বইয়ের বিকল্প শুধুই বই

বইয়ের বিকল্প শুধুই বই

বর্ষাদুপুর বাংলাদেশের প্রকাশনা-জগতে এক বিশেষ অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে। পাঠকের সৃজনশীল ও মননশীল চাহিদা পূর্ণ করাই আমাদের অঙ্গীকার। আমরা চাই ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। তাই ধ্র“পদী সাহিত্যের পাশাপাশি নবীনতম লেখকের প্রতিশ্র“তিশীল বই গুরুত্বের সঙ্গে প্রকাশ করে আসছে বর্ষাদুপুর। কবিতা-কথাসাহিত্য-প্রবন্ধগবেষণা-বিজ্ঞান-অনুবাদ-শিশুকিশোরসাহিত্য-ইতিহাস ঐতিহ্য-রম্য ইত্যাদ

14/11/2023
05/11/2023

পৃথিবী তার কঠিন সময়ে অনুপ্রবেশ করছে,
যুদ্ধবিগ্রহ, অন্যায়, অবিচার, দূর্নীতি আর
স্বৈরাচারের করাল গ্রাসে আকন্ঠ নিমজ্জিত পৃথিবীতে
একদিকে মানুষে-মানুষে, দেশে-দেশে, সীমান্তে
বিভেদ আর সংঘাতের দেয়াল,
অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় পৃথিবীকে কোথায় নিয়ে যাচ্ছে?

এই যেমন যুগ যুগ ধরে বর্বর ইসরায়েল
প্যালেস্টাইনের মুসলমানদের উপর নারকীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে,
পবিত্র মসজিদুল আক্বসা রক্তে রঞ্জিত করছে।

বিষিয়ে ওঠা পৃথিবীতে প্যালেস্টাইন ইউক্রেন স্বাধীনতার ভিন্নতায় কত প্রশ্ন মনের কোণে ঘুরছে!

তুরষ্ক-সিরিয়া'র সীমান্তবর্তী শহরগুলোতে ভূমিকম্পের আঘাতে ভয়ানক মৃত্যুপুরীতে রুপ নিয়েছে! হাজার হাজার নারী শিশু (মানুষের) প্রানহানীতে মনে হয় ক্বিয়ামত হয়ে গেছে এই শহর গুলোতে।
-না। এটা ক্বিয়ামত না।
ভূমিকম্প মহামারি দেশে দেশে যুদ্ধ সংঘাত ক্বিয়ামত সংঘটিত হওয়ার পূর্বের বড় নিদর্শন মাত্র।

মানুষের দৈনন্দিন যাপিত জীবনের সাথে জড়িয়ে আছে ব্যাক্তি, সংসার, সমাজ, রাষ্ট্র, ধর্ম, ভালবাসা, অভিমান, দ্রোহ, রাগ, দুঃখ, অধিকার এবং অধিকারহীনতা। একজন মানুষের মনের যন্ত্রনা, ব্যাথা, বেদনা, আক্ষেপ, অপ্রাপ্তি, সংগ্রাম এবং অসমাপ্ত বিপ্লবের কথা বিদ্যমান সম্ভবের ডানায়।

সব কিছু ছাপিয়ে পৃথিবীর এই অন্তিম সময় সম্ভবের স্বপ্নিল ডানায় ভর করে ফিরে আসুক শান্তি। প্রশস্ত হউক মানুষে মানুষে ভালবাসা, বাসযোগ্য হয়ে উঠুক আমাদের স্বপ্নের পৃথিবী।
..শুধু মানুষের জন্য বেঁচে থাকুক পৃথিবীর ফুসফুস।

31/10/2023

বর্ষাদুপুরের ৩টি বই একসাথে !!!

গোলাপের বনে দীর্ঘশ্বাস
সৈয়দ শামসুল হক
TK. 120
http://bit.ly/2OIbIik

দ্বিতীয় ভূবন
সিরাজুল ইসলাম চৌধুরী
TK. 176
http://bit.ly/2qKD7rN

সৃজনভুবনের আলোকিত মানুষেরা
শামসুজ্জামান খান
TK. 158
http://bit.ly/2rtxSwQ

ফোন- ১৬২৯৭

30/10/2023

" প্রতিযোগিতার এই পর্যায়ে এসে জার্মানী আমার ফেভারিট হয়ে ধরা দিল। অবশ্য ছোট ছোট পাসে চমৎকার ফু্টবল খেলার জন্য প্রিয় দল হিসেবে মরক্কোকে বেছে নিল আমার ভাই লালো। মরক্কোর জন্য দূর্দান্ত টুর্নামেন্ট ছিল সেটা।

কিন্তু জার্মানরা এগিয়ে যাচ্ছিল অপ্রতিরোধ্য গতিতে। কে ছিল না ওদের! ম্যাথিউস, ইতিমধ্যে যে ঐ সময়ের সেরাদের একজন; বাঘের ক্ষীপ্রতায় ভয়েলার; আর ছিল এলোফস। এল টারকোর ফেভারিট ফ্রান্স আর ডেনমার্ক। ডেনমার্ক সবাইকে চমকে দিচ্ছিল; লাউড্রুপকে সাথে নিয়ে তারা যেন এক বুলেট ট্রেন তখন। সাথে ছিল এলকায়ের লারসেন। কিন্তু স্পেন এর কাছে ২-১ এ পিছিয়ে পড়ে ওদের ম্যানেজার খেই হারিয়ে ফেলল। রক্ষণভাগের একজনকে উঠিয়ে নিতেই ওদের খেলা এলোমেলো হয়ে গেল; পাঁচ গোল খেয়ে বসলো। আমার বন্ধু এমিলিও বুট্রেগুয়েনো স্পেন এর জন্য সত্যিকারের উৎসাহ আর অনুপ্রেরণা হয়ে ধরা দিল।

বিলার্দো সবসময় বলতো, একটা ভুল পুরো ম্যাচ এর গতিপথ নির্ধারিত করে দিতে পারে।
সবার অবিশ্বাসকে উপেক্ষা করে আমরা শেষ আটে উঠে গেলাম। নাম মনে নেই, কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমরা এই অবস্থানে খুশি ছিলাম কিনা। আমি মনে করিয়ে দিয়েছিলাম ১৯৫০ এর ফাইনালের আগে উরুগুয়েন অবডুলিও ভারেলাকে উদ্বৃত করে-

‘আমরা আমাদের দায়িত্বকে তখনই সম্মান করবো যখন আমরা চাম্পিয়ন হব’।

১৯৮৬ এর ২২ জুন। পরের খেলা ইংল্যান্ডের বিপক্ষে। সারাজীবন আমি এই দিনটার কথা মনে রাখবো। ইংল্যান্ডের বিপক্ষে খেলাটা ছিল খুব কঠিন। বিশেষ করে শেষ দিকে বার্নেস আমাদের জন্য খেলাটা আরো কঠিনতর করে তুলেছিল। আর...আমার দুই গোল!

দুই গোল! আহ!

দ্বিতীয় গোলটা নিয়ে অনেক স্মৃতি আমার…অনেক স্মৃতি। যদি আমার কোনো আত্মীয় এই ঘটনা বিধৃত করে তাহলে এর সাথে অবশ্যই একজন ইংলিশ খেলোয়ার জড়িত থাকবে। যদি কপোলা বলে তাহলে সে বলতে চাইবে আগের দিন বিলার্দো যে আমাকে ছুটি দিয়ে চাঙ্গা করে তুলেছিল সেই ঘটনা। বিশ্বাস করুন পাঠক, আমার কাছে ছিল এটা স্বপ্নের এক গোল।

ফাইওরিটো থাকতে মাঠে এ রকম জায়গা বদল করে আমি গোল করতে চাইতাম সবসময়। আর আমি সত্যি ঠিক সে রকম এক গোল করলাম। বিশ্বকাপে। নিজের দেশের জন্য। ফাইনালে।

হ্যা, ফাইনাল বলছি। কারণ আমাদের কাছে এটা ফাইনালের মতই গুরুত্বপূর্ণ ছিল। একটা ফুটবল দলকে হারানোর চেয়েও এটি ছিল আসলে একটা দেশের বিরুদ্ধে জয়ী হওয়া। এটা ঠিক, এই খেলা শুরু হবার আগে আমরা সবাই বলছিলাম যে এটা শুধুই একটা ফুটবল ম্যাচ বৈকি কিছু নয় কিন্তু মালভিনাস যুদ্ধকে আমরা কেউ ভুলতে পারিনি। অনেক আর্জেন্টাইন মানুষ মারা গিয়েছিল। পাখির মত গুলি করে মারা হয়েছিল ওদের। এটা ছিল প্রতিশোধ। মালভিনাসের সেই দুঃখজনক ঘটনায় কিছুটা স্বস্তির প্রলেপ লাগানো। ম্যাচ শুরুর আগের সাক্ষাৎকারে আমরা সবাই বললাম বটে যে খেলা আর রাজনীতি একসাথে মেশানো ঠিক নয় কিন্তু তা ছিল নির্জলা মিথ্যা। আমাদের চিন্তায় শুধু প্রতিশোধই ছিল। শুধুই আর একটা খেলা ছিল না সেটি।

বিজয়ের চেয়েও বেশী কিছু ছিল এই জয়। ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে ফেলার চেয়েও বড় কিছু। একদিক দিয়ে দেখলে সেই ম্যাচে যা কিছু ঘটেছিল সবকিছুর জন্য ইংল্যান্ডের খেলোয়ারদের দোষ দেয়া যায়। জানি, এখন এই কথাগুলো শুনতে বোকা বোকা লাগছে কিন্তু সত্যি হলো ঐ সময়ে আমাদের ঠিক এ রকমই মনে হয়েছিল। ভিতরে ভিতরে অদ্ভুত এক শক্তি ভর করেছিল। আমরা আমাদের পতাকা বহন করছি, মৃত শিশুদের, যুদ্ধাহতদের। এ জন্যই আমার গোলটা ছিল অন্য মাত্রার কিছু। আসলে দু’টো গোলই। দু’টো গোলের দু’রকম সৌন্দর্য আছে।

দ্বিতীয় গোলটা...আগেই বলেছিলাম এমন এক গোল যা ছোটবেলায় প্রত্যেকটি ছেলে স্বপ্নে দেখে, এমন গোল করতে চায়। পটেরোতে খেলার সময় আমরা এ রকম কোনো গোল দিলে বলতাম- দেখো, বিপক্ষকে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি।"
______________________
শুভ জন্মদিন, ম্যারাডোনা

ম্যারাডোনার আত্মজীবনী -বই থেকে
বাংলায় অনুবাদ- Sheik Rana

05/10/2023

'বৃষ্টির সংসারে আমি কেউ নই...'

বর্ষামুগ্ধ কবি আসাদ চৌধুরীর প্রয়াণে 'বর্ষাদুপুর'-এর শ্রদ্ধা
ও অন্তিম ভালোবাসা

04/10/2023

বিছানায় শুয়ে স্নেহার মনে হল মোমবাতিটা জ্বালিয়ে রেখে ভালই করেছে। ঢাকার বাসায় কখনো মোম জ্বালিয়ে ঘুমানো হয় না। এইযে এখন দেয়ালে বড়বড় ছায়া পরেছে। দেখতে বেশ লাগছে। ছায়ার দিকে তাকিয়ে থাকতে থাকতেই স্নেহা ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর কোন কারণ ছাড়াই তার ঘুম ভেঙ্গে গেল। মনে হচ্ছে মোমবাতির আলোটা চোখে লাগছে। বাতাসে আগুনের শিখা কাঁপছে। আর সেই কারণে ছায়াগুলোও চোখের উপর কাঁপছে। মোমবাতিটা নেভাতে হবে। স্নেহা বিছানা থেকে নামার আগেই মোমবাতিটা নিভে গেল। মোমবাতি নেভার হাজারো কারণ আছে। স্নেহা আর এই নিয়ে মাথা ঘামাল না।
স্নেহার জানা হাজার কারণের কোনটাতেই মোমবাতি নেভে নি। এক অজানা কারণেই নিভেছে। নিচ তলায় এখন কিছু একটা ঘটতে যাচ্ছে। মুমু এসেছে সোহেলের কাছে। আজ অন্য উদ্দেশ্যে এসেছে মুমু। এই সময় আশেপাশে বাতি জ্বলার নিয়ম নেই।

25/09/2023

ঘোলাটে মেঘের বিকালটা মরে সন্ধ্যার আঁধার জমেছে। আঁধারের ফাঁক গলে ভিজে যাচ্ছে রূপের নগরী পানতুমাই। পাহাড়ের গা বেঁয়ে শুভ্র জলরাশি দেখে মনে হচ্ছে যেন বিছিয়ে রাখা হয়েছে সাদা শাড়ি৷ আর সেই সাদা শাড়ির পাড়ের নিঁখুত নকশা হরিদ্বর্ণ সুতার তৈরি। কখনো দু'এক পশলা বৃষ্টি, আবার মাঝে মাঝে দমকা হাওয়া। নদীর পাড়ের খোলা প্রান্তর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে সেই অশান্ত হাওয়া। চঞ্চল মন আনমনা হয়ে উঠেছে খেয়ামের। পিয়াইন নদীর পাড়ে দাঁড়িয়ে মুগ্ধ নয়নে ঝর্ণার অপরূপ সুধা নিতে সে মত্ত। এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য তার আগে কখনো দেখা হয়নি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ছাতার নিচ থেকে বেরিয়ে পড়েছে সে। গোলগাল স্নিগ্ধ মুখখানায় বিন্দু বিন্দু জলে সিক্ত তার। হাওয়ার তোড়ে মাথা থেকে ওড়ানার আঁচল পড়ে আলগা খোঁপা হঠাৎ খুলে গেল। এ সুযোগে তার ওই দীর্ঘ, রেশম কালো চুলগুলো মুক্ত হয়ে উড়তে থাকল অবাধ্য ভঙ্গিতে।

এমন ঐন্দ্রজালিক ক্ষণে বিধাতার নিখুঁত সৃষ্টি অতি কাছ থেকে দেখে অভিভূত এক জোড়া চোখ। আসন্ন শ্রাবণ ধারার সিক্ত হাওয়ার স্পর্শ আর সম্মুখের জলের মিতালি থেকেও আরও সুন্দর বিন্দু বিন্দু জলে ভেজা ওই সাধারণ মুখটি। সবচেয়ে চমৎকার মুখটার হাসি। এ যেন ধ্রুত সত্য, এক অপার্থিব, নৈসর্গিক সৌন্দর্য তার মাঝে। বর্ষার পর এভাবে কখনো কোনো সৌন্দর্যকে মনে লাগেনি মেহফুজের। ইলশেগুঁড়ির সাঁঝক আকাশ তলে দাঁড়িয়ে সে আজ সহস্রবার স্বীকার করতে প্রস্তুত, 'সে শ্রাবণো মনোহারিণী!
ঐশ্বর্যময় শ্রাবণের অদ্বিতীয়া রানি!'

অনলাইন বুকশপগুলোতে অর্ডার করা যাচ্ছে ,এছাড়াও সরারসরি বিশেষ ছাড়ে অর্ডার করা যাবে আমাদের পেজ এ..

20/09/2023

আপনি যেখান থেকেই আসেন না কেন, স্বপ্ন দেখার এবং তা সফল করার অধিকার আপনারও আছে। অন্যদের কল্পনাশক্তি দুর্বল বলে আপনি নিজেকে নিয়ে ছোট স্বপ্ন দেখবেন না, অন্যদের সঙ্গে তুলনা করে নিজেকে ছোট করবেন না।
কিছু মানুষ স্বপ্নের জগতে বাস করে, কিছু মানুষ বাস্তবে বাস করে, আর কিছু মানুষ আছে যারা স্বপ্নকে বাস্তবে পরিণত করে।
সাফল্যের মতো ব্যর্থতাও একেকজনের কাছে একেক রকম। ইতিবাচক মনোভাব থাকলে যে কোনো ব্যর্থতা হতে পারে নতুন একটি শিক্ষা, যে শিক্ষা আবার নতুন করে শুরু করার অনুপ্রেরণা যোগায়।
জীবনে (ব্যবসা কিংবা চাকরি) সফল হতে চাইলে দরকার দক্ষতা অর্জন, সৃষ্টিশীল চিন্তা, জেদ, কাজের প্রতি নিষ্ঠা, সততা ও পরিশ্রম, একইসঙ্গে জানা দরকার সফল হওয়ার মূলমন্ত্র বা কৌশল।
আশা করি, এই গ্রন্থে উল্লেখিত মূলমন্ত্রগুলো নতুন উদ্যোক্তা ও চাকরিজীবীদের শতভাগ সফলতা এনে দিতে সহায়তা করবে।

অনলাইন বুকশপগুলোতে অর্ডার করা যাচ্ছে ,এছাড়াও সরারসরি বিশেষ ছাড়ে অর্ডার করা যাবে আমাদের পেজ এ..

05/09/2023

আজ কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক-গবেষক আবদুল মান্নান সৈয়দের প্রয়াণবার্ষিকীতে আমাদের শ্রদ্ধা।

20/08/2023

শুরুতেই বলি, ভয়ের অক্ষরগুলো অলৌকিক তোরোর মলাটে স্থান করেছে নিয়েছে এই বইটায়। বইটি কালো কাপড়ে মুড়ে রাখতে হয় কিনা, বালিশের নিচে রেখে ঘুমানো মানা কিনা, এসব আমরা জানি না। তাই, কোনো ধরনের এক্সপেরিমেন্ট না করাই ভালো। শুধু বলবো, সারা পৃথিবী থেকে পাওয়া ভূত.কম এর সেরা ঘটনা আছে এই বইটায়। এই বইটি হয়তো বুক শেলফে বাকি বইদের ভয় দেখাবে। আসলে সারা পৃথিবীর মতো লোকসাহিত্যের কদর আছে আমাদের দেশেও। শিল্পে, সহিত্যে খুব সাধারণ মানুষ রচনা করেছেন ইতিহাসের এক একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভূত এফ এম বা ভূত.কম সাধারণ মানুষের মনের ভাবের পাশাপাশি সেই প্রতিভা দেখানো জায়গা। ভয়ের ঘটনা শেয়ার করতে গিয়ে তারা হয়তো নিজের অজান্তেই সৃষ্টি করেছেন এক একটি মূল্যবান সাহিত্য। আর তাই, ভূত,কম এর এবারের উদ্যোগ অলৌকিক তেরো। এখানে ভূমিকার ঘটনাটি রাসেলের নিজের। এছাড়াও রয়েছে আরো তেরোটি রক্তহীম করা ঘটনা। যদি ভালোলাগে, ফিরে আসবো আবারো সামনের বইমেলায়। তখন হয়তো পৃথিবী সুস্থ হবে। মার্চে নয়, বইমেলা শুরু হবে শহীদর মিনারের পলাশ ফোটার কালে।

17/08/2023

কান্তা উঠল না। বলল, 'তুমি মানো বা না মানো। আমি জানি আমার আদর্শ কে।' -'এসব কোনো কথা না রে। আজ তুই নিজেকে যতদূর এনেছিস তা তোর একদিনের পরিশ্রম নয়। দিনের পর দিন তুই পরিশ্রম করে এখানে এসেছিস। আজ তোকে কত মানুষ ভালোবাসে, তোকে রেসপেক্ট করে! হ্যাঁ, এর মাঝে হয়তো কিছু আছে তোর হেটার্স। যার লাভার্স থাকে তার হেটার্সও থাকে। ওই হেটার্স তোকে তুচ্ছতাচ্ছিল্য করে যাবেই আজীবন ধরে। তোর আচার-আচরণ, তোর কর্মকাণ্ড সব কিছুতেই তাদের সমস্যা থাকবে। তোকে পছন্দ করবে না, তোর দোষ-ত্রুটি খুঁটে খুঁটে বের করার চেষ্টা করবে, তোকে যে-কোনোভাবে হেয় করতে চাইবেই। কারণ, সবাই তো তোকে বিচার করতে পারবে না। সেই যোগ্যতা সবার থাকে না। কিন্তু তুই সেসব কিছু কখনোই গায়ে মাখবি না, কানে তুলবি না। মানুষের ভালোবাসা আর তাদের দেওয়া সম্মান নিয়ে শুধু এগিয়ে যাবি। কে কী বলল, কে কী দোষ ধরল তা ভুলেও শোনার চেষ্টা করবি না। জীবনকে পরিপূর্ণভাবে সফলতা দিতে চাইলে কখনো স্বার্থ ত্যাগ করতে হয়, কখনো চরম স্বার্থপর হতে হয়। তুই নিজে বাঁচতে এই পৃথিবীতে এসেছিস। অন্যকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ততক্ষণ পর্যন্ত তোর না যতক্ষণ তুই নিজেকে পরিপূর্ণ করে তুলতে না পারবি। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। যখন তুই নিজেকে নিজে পরিপূর্ণ অনুভব করবি, আত্মতৃপ্তি পাবি তখন তুই এই দায়িত্ব পালন করতে পারবি৷ আর তখনই তুই নিঃস্বার্থভাবে দান করতে পারবি। তুই নিজে আত্মতৃপ্তি না পেলে এই দায়িত্ব কখনোই পালন করতে পারবি না।'

অনলাইন বুকশপগুলোতে অর্ডার করা যাচ্ছে ,এছাড়াও সরারসরি বিশেষ ছাড়ে অর্ডার করা যাবে আমাদের পেজ এ..

14/08/2023

চোখের দেখা জগৎ এর বাইরেও আরো একটা জগৎ আছে বলে আমার বিশ্বাস। সেই অদৃশ্য জগৎ সময়ের ধরা ছোঁয়ার বাইরে। ওখানে মানুষের আটপৌরে জীবনের ছায়া পড়ে না। মনের ভেতরের কোনো এক লুকায়িত গভীর গহ্বরে সেই জগৎটা ধ্যানমগ্ন ঋষির মতো আসন গেঁড়ে বসে থাকে...বোধন লাভ করে .....ধীরে ধীরে আলোকিত করে তোলে মনের পথঘাট......উন্মোচিত হয় হৃদয়াক্ষী! সময়ের দাপটে সেই জগৎ এর এক চুল পরিবর্তনও হয় না। মানুষের বয়স বাড়ে, চামড়া ঝুলে যায়, চোখে ছানি পড়ে, কিন্তু সেই ধ্যানমগ্ন হৃদয়াক্ষীলব্ধ ঋষি চির তরুণ, অবিনাশী এবং জ্যোতির্ময়!

- হৃদয়াক্ষী
ওয়াসিকা নুযহাত

অনলাইন বুকশপগুলোতে অর্ডার করা যাচ্ছে ,এছাড়াও সরারসরি বিশেষ ছাড়ে অর্ডার করা যাবে আমাদের পেজ এ..

13/08/2023

‘ভয় নেই
আমি এমন ব্যবস্থা করবো যাতে সেনাবাহিনী
গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে
মার্চপাস্ট করে চ’লে যাবে
এবং স্যালুট করবে
কেবল তোমাকে প্রিয়তমা।’

- শহীদ কাদরী

আজ প্রিয় কবি শহীদ কাদরীর ৮১-তম জন্মবর্ষে 'বর্ষাদুপুর'-এর সশ্রদ্ধ স্মরণ

03/08/2023

জনপ্রিয় লেখক ইসরাত জাহান দ্যুতি'র 'কয়লা' বইয়ের তৃতীয় মুদ্রণের প্রি-অর্ডার চলছে...প্রি-অর্ডারে থাকছে বিশেষ ছাড় এবং একটি সুন্দর বুকমার্ক। প্রি-অর্ডার চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।

অনলাইন বুকশপগুলোতে অর্ডার করা যাচ্ছে ,এছাড়াও সরারসরি বিশেষ ছাড়ে অর্ডার করা যাবে আমাদের পেজ এ..

25/07/2023

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিনে বর্ষাদুপুর পরিবারের শুভেচ্ছা

12/07/2023

রবি ক্ষীণ গলায় বলে, ‘জাফর ভাই আপনার স্টেনগানে গুলি আছে?’
‘আছে।’
‘দুটো গুলি?’
‘আছে।’
‘তাহলে আমার বাসায় চলে যান। দুজন আছে। মেজর ইশরাত আর...’
‘আর কে? ঐ ক্যাপ্টেন?’
‘না জাফর ভাই। মেজর ইশরাত আর আমার বাবা।’
‘তোমার বাবা?’
‘জি। উনি রাজাকার। সাব্বির মামাকে উনিই মারিয়েছেন।’
‘ঠিক আছে রবি। আমি দেখব। আগে গুলশানে যাই। তোমাকে রেখে তারপর...’
রবির গলা আরও ক্ষীণ হয়ে আসে। সবার দিকে একবার করে তাকায়। শফিককে বলে, ‘কীরে খরগোশ কাঁদছিস কেন? এই পাহাড়ি হাবিব তোর নাকটা তো আরও চ্যাপ্টা হয়ে গেছে রে।’
অজয় এগিয়ে এসে বলে, ‘আর রবি এই যে আমি...আমি দাঁতাল অজয়।’
‘আর সবাই মিলে আমরা দেড় ব্যাটারি গ্রুপ। জয় দেড় ব্যাটারি গ্রুপ।’
সবাই সঙ্গে সঙ্গে গর্জনে গলা মেলায়, ‘জয় দেড় ব্যাটারি গ্রুপ।’
কিন্তু বলতে গিয়ে দেখে একটা গলা আর শোনা যাচ্ছে না।
রবি মারা গেছে।

06/07/2023

ইসরাত জাহান দ্যুতির সারা জাগানো তিনটি বই...

05/07/2023

ওয়াসিকা নুযহাত এর সারা জাগানো চারটি বই...

03/07/2023

বিশ্বজুড়ে দেড় কোটি কপি বিক্রিত বই

এ বইটি লেখা হয়েছে সকল বয়সের মানুষের জন্য। বইটি পড়তে এক ঘন্টা সময়ও লাগবে না অথচ এর অসাধারণ প্রভাব থেকে যাবে সারা জীবন।
হু মুভড মাই চিজ? অন্তর্নিহিত সত্য উন্মোচনের একটি সরল রূপক-কাহিনী। চারটি মজাদার চরিত্র নিয়ে বইয়ের গল্প গড়ে উঠেছে যারা একটি মেজ বা গোলকধাঁধার মধ্যে চিজ খুঁজে পেয়ে পেট পুজো করে। এই চিজ বা পনির তাদের শুধু পুষ্টিই জোগায় না, তাদেরকে সুখিও করে তোলে।
চিজ এখানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। এ চিজ, যাকে আপনি খুঁজছেন তা হতে পারে ভাল কোনো চাকরি, সুন্দর সম্পর্ক, অর্থ, সম্পদ, স্বাস্থ্য কিংবা মানসিক শান্তি।
আর মেজ বা গোলকধাঁধা হলো আপনি যা চাইছেন তা সন্ধান করার জায়গা। এটি হতে পারে যে প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন অথবা যে পরিবারের সঙ্গে আপনি বাস করেন।
বিখ্যাত এ বইতে ড. স্পেন্সার জনসন আপনাদেরকে যে পথগুলো বাতলে দেবেন তা হলো:

# পরিবর্তন আঁচ করা
# পরিবর্তনের সঙ্গে দ্রুত নিজেকে মানিয়ে নিতে পারা
# পরিবর্তনকে উপভোগ করার কৌশল
# দ্রুত এবং বারংবার বদলে যাওয়ার জন্য প্রস্তুতি

এ বইটির মাধ্যমে নিজের গোপন বিষয়গুলো আবিষ্কার করতে পারবেন এবং জানতে পারবেন কীভাবে পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে, স্বল্প ক্লেশে কর্মময় জীবন এবং ব্যক্তিগত জীবনে অধিকতর সাফল্য অর্জন করতে পারবেন।


ইন্টারন্যাশনাল বেস্টসেলার
আপনার কর্ম এবং জীবনে দারুণ পরিবর্তনের জন্য
হু মুভড মাই চিজ?
মূল : ড. স্পেন্সার জনসন
রূপান্তর : অনীশ দাস অপু

29/06/2023

আজ কথাশিল্পী প্রাবন্ধিক আহমদ ছফা-এর শুভ জন্মদিন... বর্ষাদুপুরের শ্রদ্ধাঞ্জলি

02/05/2023

আজ 'একাত্তরের দিনগুলি''র অসামান্য স্রষ্টা, বরেণ্য লেখক-অনুবাদক-শিশুসাহিত্যিক শহিদ জননী জাহানারা ইমামের জন্মদিনে বর্ষাদুপুর-এর বিনম্র শ্রদ্ধা

Photos from BORSHADUPUR's post 24/04/2023

বর্ষাদুপুর প্রকাশিত কবি বেলাল চৌধুরীর অনন্য স্মৃতিগ্রন্থ 'শামসুর রাহমান: রূপালি আঙুলের ঝর্ণাধারা'।

আজ কবি বেলাল চৌধুরীর পঞ্চম প্রয়াণবার্ষিকীতে 'বর্ষাদুপুর'-এর বিনম্র শ্রদ্ধা

23/04/2023

World Book Day is celebrated every year on April 23. UNESCO undertakes the responsibility of the event. With the help of the event, UNESCO aims to inculcate reading habits among people, especially the youth and highlight the various issues surrounding authors, publishers and other related parties. Since Copyright is a big issue in the world of books and writing, there is always a focus on the issue on the World Book Day. That's why, in many parts of the world, this day is also known as the World Book and Copyright Day

01/04/2023

আজ খ্যাতিমান ছড়াকার, শিশুসাহিত্যিক শ্রদ্ধেয় লুৎফর রহমান রিটনের শুভ জন্মদিন।

বর্ষাদুপুর পরিবারের পক্ষ থেকে অগণিত শুভেচ্ছা।

******* শুভ জন্মদিন *******

26/03/2023

সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

সাবধান! বইমেলায় খুব 'চোখ চুরি' চলছে। রিয়াজুল আলম শাওনের সাইকো-রহস্য গল্প 'চোখ চুরি' পাবেন স্টুডেন্ট ওয়েজ/বর্ষাদুপুর, প্য...

Category

Telephone

Address


9, Banglabazar
Dhaka
1100

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 22:00 - 18:00
Thursday 22:00 - 18:00
Saturday 22:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Other Publishers in Dhaka (show all)
এক রঙা এক ঘুড়ি প্রকাশনী এক রঙা এক ঘুড়ি প্রকাশনী
32/2 Shukrabad
Dhaka, 1207

এক রঙা এক ঘুড়ি প্রকাশনী'র অফিসিয়াল ফ্য

নিকোটিন-Dhowaツ নিকোটিন-Dhowaツ
Dhaka, 1204

পেজটি ভালো লাগলে অবস্যই পাশে থাকবেন।

Shikha Prokashoni Shikha Prokashoni
Banglabazer
Dhaka, 1100

A Trusted Publication Of Creative Books

𝓢𝓱𝓪𝓱𝓪𝓷𝓪𝓳 𝓐𝓯𝓻𝓾𝔃/彡 𝓢𝓱𝓪𝓱𝓪𝓷𝓪𝓳 𝓐𝓯𝓻𝓾𝔃/彡
Dhaka

পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।।

Ronger Dhara Cadete Academy, Mymensingh Ronger Dhara Cadete Academy, Mymensingh
ময়মনসিংহ
Dhaka, 51526616

জ্ঞানের রাজ্যে তোমাকে স্বাগতম ❤️🇧🇩 জ্ঞান অর্জন কর,,, সেবা প্রদান কর,,,

𝑺𝒐𝒓𝒓𝒚 𝑺𝒐𝒓𝒓𝒚
Dhaka

シ︎㋛︎স্বার্থ❥︎শেষ, সম্পর্কও💔শেষ এটাই❥︎বাস্তবতা!

Lamp post Lamp post
Dhaka, 1206

all

B L O C K. B L O C K.
Bauphal.
Dhaka, ARFANAHMEDARIF

Arfan Ahmed Arif

Muslim UMMAH Muslim UMMAH
Dhaka

As Salamu'Alaikum!

সংহতি প্রকাশন-Samhati Publications সংহতি প্রকাশন-Samhati Publications
Room# 305, Rose View Plaza(2nd Floor), 185 Biruttam C. R. Dutta Road, Hatirpul
Dhaka, 1205

সংহতি প্রকাশন ২০০৭ সালে প্রতিষ্ঠিত।

Tanzeel Publications Tanzeel Publications
Dhaka
Dhaka, 1361

Tanzeel Publications is a name of new hope of exploration on the field of research-based publishing

কবিতা Written by Taha কবিতা Written by Taha
Uttara Ajompur
Dhaka