এক রঙা এক ঘুড়ি প্রকাশনী

এক রঙা এক ঘুড়ি প্রকাশনী'র অফিসিয়াল ফ্য

18/06/2024

কবি অসীম সাহা আর নেই!

Photos from এক রঙা এক ঘুড়ি প্রকাশনী's post 01/06/2024

বর্ষা
তামিম
শারমিন
নাজিম
ঘুড়ি ইশকুল :: Ghuri School -এর ৪ জন ছাত্র-ছাত্রী।
এদের বাবা মা সরকারি চাকুরে নয়, উনারা কেউ বিসিএস দিতে পারেনি বা বড় কোনও ব্যবসায়ী হতে পারেনি। এদের বাবা বা মা সবাই খুবই অনুল্লেখ্য কিছু কাজ করেন। কারো বাবা ভ্যানে করে সবজি বিক্রি করে, কেউবা দারোয়ান, মা কাজ করেন কারো বাসায়, যাদের আমরা ছুটা বুয়া বলি। কেউবা সিকিউরিটি হিসেবে কাজ করেন।

আমি আমার স্কুলের ছাত্র-ছাত্রীদের বলেছি, যার বাবা মা যে কাজই করেন সেই কাজটিকে যেন সম্মানের সাথে দেখে সবাই। তারা যেন আনন্দ ও গর্ব নিয়ে তাদের বাবা মায়ের পরিচয়টা দেয়। কাজ সবই সমান। জীবন ধারণের জন্য সবাইকে পরিশ্রম করতে হয়।
বাবা মায়ের কাজের জন্য তারা যেন নিজেদের ছোট মনে না করে এই বিষয়টি নিয়ে আমরা ওদের সাথে কথা বলি। আর সব শিশুর মতোই তারা যেন আত্মবিশ্বাস নিয়ে বেড়ে উঠতে পারে সেই চেষ্টা করি আমরা।

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত ঘুড়ি ইশকুল :: Ghuri School পরিচালনা করছি আমরা Ek Ronga Ek Ghuri :: এক রঙা এক ঘুড়ি

আপনিও যুক্ত হতে পারেন আমাদের সাথে! শিশুদের স্কুল ড্রেস, ব্যাগ, স্টাডি ম্যাটেরিয়ালস, খাবার, নাশতা ও তাদের পরিবারের প্রতি সহায়তা করতে পারেন।
অনেকেই শুভেচ্ছা জানান আমাদের, শুভকামনা জানান কিন্তু সুবিধাবঞ্চিত শিশুদের একটি স্কুল শুধু শুভেচ্ছা আর শুভকামনায় চলে না তাই যদি সম্ভব হয় শিশুদের জন্য কিছু করার জন্য সচেষ্ট হোন।

পোষ্টের ছবিতে ফ্যাশনহাউজ Mira র প্রডাক্ট ফটোগ্রাফিতে তাদের দেখা যাচ্ছে।

ধন্যবাদ।

নীলসাধু
প্রতিষ্ঠাতা ঘুড়ি ইশকুল :: Ghuri School
Ek Ronga Ek Ghuri :: এক রঙা এক ঘুড়ি

28/05/2024

সর্বমোট ১৬ টি সমমনা পরিবেশবাদী নাগরিক সংস্থা ঘুড়ি ইশকুল :: Ghuri School এর উদ্যোগে ও Child and Mother Care - CMC ও Ek Ronga Ek Ghuri :: এক রঙা এক ঘুড়ি -এর তত্বাবধানে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ আয়োজনে যুক্ত হয়েছে।

উদ্যোগ-
ঘুড়ি ইশকুল :: Ghuri School
ইভেন্ট পার্টনার-
বইবাড়ি
Mira
TAAN_RAAT Group Bangladesh
মিডিয়া পার্টনার-
জাগরণ টিভি
Miracolous Media
আয়োজক-
এক রঙা এক ঘুড়ি
চাইল্ড এন্ড মাদার কেয়ার-সিএমসি
সহযোগী সংস্থাগুলো-
১. আমেনা নূর ফাউন্ডেশন
২. গতি
৩. শিশু স্বর্গ, আমার পাঠশালা
৪. স্বপ্নের ফেরিওয়ালা
৫. হাসুমণির পাঠশালা
৬. Special Child Development Foundation-SCDF
৭. লালন চর্চা কেন্দ্র
৮. NPO Science Forum 21, Japan
সবাইকে স্বাগত জানাই।
সম্মিলিতভাবে আমরা পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করতে চাই। পরিবেশ দিবস উদযাপনের মাধ্যমে আমরা আমাদের দীর্ঘমেয়াদে পথচলার শুরুটা করছি।

আন্তরিক ধন্যবাদ।

নীলসাধু
সদস্য সচিব, বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন পরিষদ
প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক Ek Ronga Ek Ghuri :: এক রঙা এক ঘুড়ি

#বিশ্বপরিবেশদিবস২০২৪

27/05/2024

মেঘনা-তিতাস বিধৌত ঐতিহ্যে অনন্য নবীনগর!

ইংরেজ শাসনামলে ১৭৭৮ সালে প্রকাশিত ভারতবর্ষের রোনাল্ডরে প্রণীত মানচিত্রে নবীনগরকে খুব গুরুত্বের সাথে চিহ্নিত করা হয়েছিল। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ, মলয়া গানের সাধক কবি মহর্ষি মনোমোহন দত্তের জন্মভুমি এ উর্বর পলিমাটি।

জানা যায় প্রাচীন কালের কালীদহ সায়র এর উত্তর প্রমত্তা সীমার হাজার বছরের বিবর্তণে জেগে ওঠা বিস্তীর্ণ ভূ-ভাগের একাংশ-ই আজকের নবীনগর উপজেলা।
বৌদ্ধ শাসনামলে এ এলাকা ছিল সমতট রাজ্যভুক্ত। পরে সোনার গাঁয়ের মুসলিম শাসকদের অধীনস্থ হয়। মুসলিম শাসনামলে উপজেলার বেশীরভাগ অংশ (বুড়ি নদীর পশ্চিমে) বরদাখাত বা বলদাখাল পরগনা হিসেবে চিহ্নিত। উপজেলার পূর্বাঞ্চলের ০৫টি ইউনিয়ন (বুড়ি নদীর পূর্বে) ত্রিপুরা রাজ্যের চাকলা রোশনাবাদ অঞ্চলের নূরনগর পরগনা হিসেবে এবং উত্তর দিকের মেঘনা-তিতাস-পাগলা নদী তীরবর্তী গ্রামগুলিকে সরাইল পরগনার আওতাধীন হিসেবে চিহ্নিত করা হয়।

কথিত আছে, অতীতে এই অঞ্চল নদীগর্ভে বিলীন ছিল। পরবর্তীতে পলি জমে এখানে চর পড়ে। কিছু সংখ্যক লোক এখানে এসে বসতি স্থাপনের জন্য নতুন নতুন ঘর নির্মাণ করে।

জনশ্রুতি আছে যে, বলদাখাল বা বরদাখাত পরগনার জমিদার বেগম রওশন আরার কর্মচারী সীতারাম পোদ্দার ওই জমিদারির এক অংশ ক্রয় করে নবীনগরের গোড়াপত্তনে সচেষ্ট হন বিধায় তারই বংশধর নবীন পোদ্দার– এর নাম থেকে নবীনগর নামকরণ করা হয়েছে। অবশ্য নামকরণ নিয়ে আরো বেশ কয়েকটি জনশ্রুতি রয়েছে, সেগুলো আমার কাছে যৌক্তিক মনে হয় না।

আমার নিজ উপজেলা নবীনগর। ছবিটি নেট থেকে সংগ্রহ করা।

নীলসাধু

Photos from এক রঙা এক ঘুড়ি প্রকাশনী's post 15/05/2024

এক রঙা এক ঘুড়ি প্রকাশনী বইমেলা ২০২৫ উপলক্ষ্যে কাজ শুরু করেছে। গতকাল প্রথম পাণ্ডুলিপি নিয়ে বসেছিলাম।
ইতিমধ্যে বেশ কিছু বইয়ের কাজ এগিয়েছে। এই বছর আমরা অনেক আগেই কাজ শুরু করলাম, কারণ প্রকাশনীর বেশ কিছু বিষয়ে কিছু পরিবর্তন এনেছি আমরা। চ্যারিটি মুড থেকে বের হয়েছি, বাণিজ্যিক প্রকাশনা সংস্থা হিসেবে কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তাই প্রকাশনা সংক্রান্ত বিষয়ে আমাদের সহযোগিতা নিতে পারেন আপনি।

ধন্যবাদ।

06/05/2024

শনিবার
১১ মে, ২০২৪
স্থান- রমনা পার্ক
সময়- বিকাল ৩-৩০
.
Ek Ronga Ek Ghuri :: এক রঙা এক ঘুড়ি র গ্রীষ্মকালীন নিয়মিত আড্ডার আয়োজনে নিমন্ত্রণ রইলো।

নীলসাধু

04/05/2024

এক রঙা এক ঘুড়ি প্রকাশনীর উদ্যোগে লেখক সম্মেলন ও এক রঙা এক ঘুড়ি সাহিত্য পুরষ্কার ২০২৪ প্রদানের পরিকল্পনা ও তার বাস্তবায়ন নিয়ে আমরা কাজ করছি। বিস্তারিত ঘোষণা আসবে দ্রুতই...

03/05/2024

লেখক সম্মেলন ২০২৪ এবং
এক রঙা এক ঘুড়ি প্রকাশনী সাহিত্য পুরষ্কার নিয়ে ঘোষণা আসবে দ্রুতই ...

28/04/2024

ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো।
ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো।
ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা।
ভালো থেকো পাখি, সবুজ পাতারা।
ভালো থেকো।

ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো।
ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো।
ভালো থেকো পাতা, নিশির শিশির।
ভালো থেকো জল, নদীটির তীর।
ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো।
ভালো থেকো কাক, কুহুকের ডাক, ভালো থেকো।
ভালো থেকো মাঠ, রাখালের বাশিঁ।
ভালো থেকো লাউ, কুমড়োর হাসি।
ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো।
ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো।
ভালো থেকো রোদ, মাঘের কোকিল,
ভালো থেকো বক, আড়িয়ল বিল,
ভালো থেকো নাও, মধুমতি গাও,ভালো থেকো।
ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো।
ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।
.........................
আজ খ্যাতিমান লেখক হুমায়ুন আজাদ- এর শুভ জন্মদিন।
শ্রদ্ধা জানাই।

23/04/2024

আজ ২৩শে এপ্রিল বিশ্ব বই দিবস।
১৯৯৫ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর এই দিবসটি পালিত হয়ে আসছে। বই পড়ুন। বইয়ের সাথে থাকুন। বই আপনার মনোজগতের খোরাক হোক।
আপনার পরিবারের শিশুদের হাতে বই তুলে দিন, তাদেরকে বই পড়তে উৎসাহ যোগান।..................................
আমার পড়া প্রথম বই নিয়ে কিছু কথা-
আজিমপুরের লিটল এনজেলস স্কুলে পড়ি আমি। ক্লাস ফাইভে পড়ার সময়ের ঘটনা। স্কুল থেকে একটি বই উপহার পেয়েছিলাম। নাম ছিল কঙ্গোরিলা, আমার পড়া প্রথম বই।
কঙ্গোরিলার লেখক চিরঞ্জীব সেন। ১৩৬৪ সালে কোলকাতা হতে বইটি প্রকাশিত হয়েছিল। বইটি তিনি উৎসর্গ করেছিলেন ডাঃ ভবতোষ গুপ্তকে।

কঙ্গোরিলা গভীর অরণ্যের কাহিনী। সেই বিশাল অরণ্যের অনেক অংশে আজো মানুষ প্রবেশ করতে পারেনি অথবা প্রবেশ করে আর ফিরে আসেননি এমনই ভূমিকা দিয়ে সেই কাহিনীর শুরু। একদল অভিযাত্রী সেখানে যায়।
তারপর নানা ঘটনা। দুঃসাহসিক সেই অভিযান হলো কঙ্গোরিলার কাহিনী।
আমার বেশ কদিন সময় লাগলো সেই বই পড়ে শেষ করতে।
যে কদিন আমি পড়েছি সেই শিশু সময়ে আমার মনে হয়েছে আমি নিজেও যেন অভিযাত্রী দলের একজন সদস্য। তাদের সাথে যা যা হচ্ছে তা যেন আমার সাথেও হচ্ছে।
ভয় রহস্য রোমাঞ্চ সাসপেন্স সব মিলিয়ে টানটান উত্তেজনার একটা সময়। আমার মনে আছে বইটি পড়ার পর বেশ কয়েকদিন যেন আমি ঘোরের মধ্যে ছিলাম।
আমার শিশু মনে বইয়ের চরিত্রগুলো ঘুরছিল।
আমার পড়াশোনা স্কুল দিনের সকল কাজকর্মের মধ্যেও আমি যেন বইটি হতে বের হতে পারছিলাম না। আমি মজা পেয়েছিলাম খুব।
পুরো একটি বই আমি পড়ে ফেলেছি, এটা ছিল আনন্দের।
সেই ছোটবেলায় এই বইটির মাধ্যমেই পড়ায় নিবিষ্ট হবার প্রেরণা পেয়েছিলাম। তারপর পড়েছি কতো শত বই। কিন্তু আমার এখনো সেই ছোট বয়সে কঙ্গোরিলা পড়ার স্মৃতি খুব মনে হয়। ভালো লাগে।

নীলসাধু

20/04/2024

এক দিনে সবচেয়ে বেশি গাছ লাগানোর স্বীকৃত রেকর্ডটি বর্তমানে ভারতের দখলে। ২০১৬ সালে ৮ লাখ স্বেচ্ছাসেবকের সহযোগিতায় এক দিনে ৫ কোটি গাছ লাগিয়েছিল ভারত।

Photos from এক রঙা এক ঘুড়ি প্রকাশনী's post 02/04/2024

বাংলাদেশ লেখক পাঠক প্রকাশক পরিষদ এর আড্ডা আলোচনা শেষে।

#ফেসবুকমেমরি

Photos from এক রঙা এক ঘুড়ি প্রকাশনী's post 24/03/2024

In the holy month of Ramadan, give your Zakat for a greater cause. Bless underprivileged children with any amount of your Zakat! Let peace be upon everyone. ......................................................................................

'এক রঙা এক ঘুড়ি' বাংলাদেশের অলাভজনক, সরকার-অনুমোদিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা, ঢাকা মহানগরী সহ বাংলাদেশের বস্তিবাসী শিশু-কিশোরদের জীবন মান উন্নয়নে নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে। সংস্থার অধীনে শিশুদের জন্য পরিচালিত করা হচ্ছে "ঘুড়ি স্কুল" যেখানে বস্তি ও পথে থাকা শিশু-কিশোরদের শিক্ষা প্রদান করা হচ্ছে। পাশাপাশি তাদের অধিকার, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং নিয়মিত স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিগত ১৬ বছরের ন্যায় এবারেও আমরা ঈদ উপলক্ষে বেশ কিছু ইভেন্ট আয়োজন করছি। এই মহৎ কাজে আপনার সমর্থন এবং সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনার যাকাতের একটি অংশ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ উপহার হিসেবে প্রদান করুন। ঈদের আনন্দ ছড়িয়ে পরুক সবার মাঝে।

আমাদের কাছে ডোনেশন পাঠাতে পারেন নিমোক্ত উপায়ে-

বিকাশ একাউন্ট নাম্বার:
বিকাশ মার্চেন্ট- 01995529654
বিকাশ পারসোনাল- 01711310476
নগদ- 01711310476
ব্যাংক একাউন্ট:
Ek Ronga Ek Ghuri
AC: 0100083596168
Janata Bank Limited
Dhanmondi Corporate Branch
Dhaka, Bangladesh

Photos from এক রঙা এক ঘুড়ি প্রকাশনী's post 15/03/2024

বীর মুক্তিযোদ্ধা আমাদের সবার প্রিয়মুখ মহিব উল ইসলাম ইদু ভাইয়ের সাথে আমরা!
বইমেলায় ইদু ভাইয়ের সাথে এটাই আমাদের সর্বশেষ ছবি তোলাতুলি ছিল।

#বইমেলা২০২২

14/03/2024

এই ছবি দেইখা আমি কিছুটা বিস্মিত।
লিটল ম্যাগ চত্বরে কী বিষয় নিয়ে আলাপ করতেসিলাম তা আর এখন মনে নাই।
রেজা হয়তো কিছু বলে থাকবে আর আমরা হাসছি- এমন হবার সম্ভাবনাই বেশি। কিন্তু সে আর শিল্পী আপাতো বিরাট ভাব নিয়া আছে দেখি! 'আমরা যখন বইমেলায়' সিরিজের ছবি। আমাদের আশেপাশের অনেকে সিরিজের ছবি দ্যাখতে দ্যাখতে ক্লান্ত যদিও!

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বইমেলা ২০২২ শুরু হয়েছিল দু'সপ্তাহ দেরিতে, ফেব্রুয়ারি ১৫ তারিখে। মার্চের সেই মেলা শেষ হয়েছিল ১৭ তারিখে।

14/03/2024
03/03/2024

আর মাত্র কদিনের অপেক্ষা!
আগামী ৯ মার্চ ২০২৪ শনিবার
বাংলা একাডেমিতে

Shishur Jonno Consortium এর উদ্যোগে শিশুদের জন্য আকর্ষণীয় আনন্দময় সময় কাটাবার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। শিশুদের অধিকার ও সুরক্ষা নিয়ে নানা আয়োজনে থাকবে গুরুগম্ভির ছোট্ট একটি সেশন তারপরেই চলচ্চিত্র প্রদর্শনী, জলপুতুলের পাপেট শো, চিত্রাঙ্কন, ফটো বুথ/কর্নার, গেমস ও কনসার্ট ফর চাইল্ড রাইটস!!
আমাদের সাথে যুক্ত হয়েছে শিশুদের নিয়ে কাজ করা আরও কিছু সমমনা সংস্থা। সকলে মিলে আমরা প্রস্তুত হচ্ছি মার্চ এর ৯ তারিখের জন্য!!

28/02/2024

বইমেলায় এক রঙা এক ঘুড়ি প্রকাশনী -এর ৫৮৪ নাম্বার স্টলে থাকবো সন্ধ্যায়।
😍

25/02/2024

আমরা যখন বইমেলায়
সেদিন শিল্পী চারু পিন্টুর নতুন মোবাইল কেনা হলো।
আমরা সবাই ছিলাম বাংলা একাডেমিতে। বহেরা তলায় লিটল ম্যাগ চত্বরে আমাদের তখন দিনমান আড্ডা চলতো। তারই এক ফাঁকে সেই নতুন মোবাইলের ক্লিক।

Photos from এক রঙা এক ঘুড়ি প্রকাশনী's post 23/02/2024

আজ বইমেলায়
লিটল ম্যাগ চত্বরে
আমরা সম্পাদকরা
আলাপ আলোচনার জন্য বসেছিলাম।

আগামীতে এই চত্বর আরও সুশৃঙ্খল ও সুবিন্যস্ত হবে এই প্রত্যাশা করি।

নীলসাধু
সম্পাদক, মেঘফুল

লিটলম্যাগ সম্পাদক পরিষদ

23/02/2024

জনাব মোঃ মাহবুব হোসেন, মাননীয় মন্ত্রিপরিষদ সচিব।
তিনি এসেছিলেন এক রঙা এক ঘুড়ি প্রকাশনীর স্টলে। তখন স্টলে ছিল শিমুল।
তিনি এসে খোঁজ করছিলেন কথাসাহিত্যিক আবু সাইদ লিপু ভাইয়ের বইয়ের। সদ্য প্রকাশিত আলাস্কা ভ্রমণ কাহিনী 'উত্তরের উত্তরে' সংগ্রহ করলেন। আরো কিছু বই দেখলেন। আমরা অল্প সময়ের মধ্যে ঘুড়ি ইশকুল :: Ghuri School এর কথা জানালাম, তিনি শুনে খুশি হলেন। তাঁর অনুমতি নিয়েই ছবিটি তুলেছি আমি।



#বইমেলা২০২৩

Photos from এক রঙা এক ঘুড়ি প্রকাশনী's post 21/02/2024

মেঘফুল এ আমরা।

21/02/2024

মেঘফুল এ আমরা!

ছবি কারিগর মগ্নপাঠ সম্পাদক
কবি আহমেদ শিপলু
#বইমেলা২০২৪

21/02/2024

আজ ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে ফুল দিয়ে এবং বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে একুশের মহান শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত দুই দশকের বেশি সময় ধরে দিবসটি পালিত হয়ে আসছে।

মাতৃভাষা আন্দোলনের ৭২ বছর পূর্ণ হলো। শহিদ দিবসের ভাবগাম্ভীর্য নিয়ে দিনোটি পালিত হোক।

18/02/2024

বইমেলা দুই দিন বাড়ানোর প্রস্তাব-
প্রকাশকদের দাবি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
বাংলা একাডেমি

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

বইমেলায়। 😁লে আউট অনুযায়ী মেলার প্রাথমিক কার্যক্রম চলমান!

Category

Telephone

Address

32/2 Shukrabad
Dhaka
1207

Other Publishers in Dhaka (show all)
BORSHADUPUR BORSHADUPUR
9, Banglabazar
Dhaka, 1100

বইয়ের বিকল্প শুধুই বই

নিকোটিন-Dhowaツ নিকোটিন-Dhowaツ
Dhaka, 1204

পেজটি ভালো লাগলে অবস্যই পাশে থাকবেন।

Shikha Prokashoni Shikha Prokashoni
Banglabazer
Dhaka, 1100

A Trusted Publication Of Creative Books

𝓢𝓱𝓪𝓱𝓪𝓷𝓪𝓳 𝓐𝓯𝓻𝓾𝔃/彡 𝓢𝓱𝓪𝓱𝓪𝓷𝓪𝓳 𝓐𝓯𝓻𝓾𝔃/彡
Dhaka

পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।।

Ronger Dhara Cadete Academy, Mymensingh Ronger Dhara Cadete Academy, Mymensingh
ময়মনসিংহ
Dhaka, 51526616

জ্ঞানের রাজ্যে তোমাকে স্বাগতম ❤️🇧🇩 জ্ঞান অর্জন কর,,, সেবা প্রদান কর,,,

𝑺𝒐𝒓𝒓𝒚 𝑺𝒐𝒓𝒓𝒚
Dhaka

シ︎㋛︎স্বার্থ❥︎শেষ, সম্পর্কও💔শেষ এটাই❥︎বাস্তবতা!

Lamp post Lamp post
Dhaka, 1206

all

B L O C K. B L O C K.
Bauphal.
Dhaka, ARFANAHMEDARIF

Arfan Ahmed Arif

Muslim UMMAH Muslim UMMAH
Dhaka

As Salamu'Alaikum!

সংহতি প্রকাশন-Samhati Publications সংহতি প্রকাশন-Samhati Publications
Room# 305, Rose View Plaza(2nd Floor), 185 Biruttam C. R. Dutta Road, Hatirpul
Dhaka, 1205

সংহতি প্রকাশন ২০০৭ সালে প্রতিষ্ঠিত।

Tanzeel Publications Tanzeel Publications
Dhaka
Dhaka, 1361

Tanzeel Publications is a name of new hope of exploration on the field of research-based publishing

কবিতা Written by Taha কবিতা Written by Taha
Uttara Ajompur
Dhaka