Muslim UMMAH
As Salamu'Alaikum!
ভুমিকম্প!
"আন্তা ওয়ালিয়্যুনা ফাগফিরলানা ওয়ার হাম্না,
ওয়া আন্তা খইরুল গফিরিন। "
অর্থ – হে আল্লাহ, আপনি যে আমাদের রক্ষক- সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের উপর করুনা করুন। তাছাড়া আপনি-ই তো সর্বাধিক ক্ষমাকারী। [সুরা আরাফ আয়াত ১৫৫]
আর তারা যা বলে তাতে ধৈর্যধারণ করো এবং তাদেরকে সুন্দরভাবে এড়িয়ে চলো।
সূরা মুযযাম্মিল, আয়াতঃ ১০
Surah Yunus 10:12
আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে, তখন সে শুয়ে, বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে। অতঃপর আমি যখন তার বিপদ দূর করে দেই, তখন সে এমনভাবে চলতে থাকে মনে হয় যেন তাকে কোন বিপদ স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেনি। এভাবেই সীমালঙ্ঘনকারীদের জন্য তারা যা আমল করত তা শোভিত করে দেয়া হয়েছে।
And when affliction touches man, he calls upon Us, whether lying on his side or sitting or standing; but when We remove from him his affliction, he continues [in disobedience] as if he had never called upon Us to [remove] an affliction that touched him. Thus is made pleasing to the transgressors that which they have been doing.
It’s 03 AM
TAHAJJUD 🦋
It has the power to make your dream come true🌸
রাসূলুল্লাহ ﷺ বলেন—প্রতি সোমবার ও বৃহস্পতিবার (আল্লাহ তা'আলার দরবারে) আমল পেশ করা হয়। সুতরাং আমার আমলসমূহ যেন রোযা পালনরত অবস্থায় পেশ করা হোক এটাই আমার পছন্দনীয়।
জামে তিরমিজি : ৭৪৭
রাসুল (ﷺ) বলেন:
তোমাদের সন্তানদের বয়স ৭ বছর হলে তাদেরকে সালাতের নির্দেশ দাও। যখন তাদের বয়স ১০ বছর হয়ে যাবে তখন (সালাত আদায় না করলে) তাদের প্রতি কঠোর হও এবং তাদের ঘুমের বিছানা আলাদা করে দাও।
সুনান আবূ দাউদ:৪৯৫
সূরা কাহফের ফজিলত:
❏ আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
“যে ব্যক্তি জুমু‘আর দিন সূরা কাহফ তিলাওয়াত করবে, আল্লাহ তা‘আলা এক জুমু‘আ থেকে পরবর্তী জুমু‘আ পর্যন্ত তার জন্য নূরের আলো দ্বারা আলোকিত করে রাখবেন”।
[বাইহাকী, হাদিস: ৬০৬]
❏ আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, যে সূরা কাহফের প্রথম ১০ আয়াত মুখস্ত করে সে দাজ্জালের ফিৎনা হতে নিরাপদ থাকবে। তাঁর থেকে আরেকটি রেওয়ায়েতে শেষ ১০ আয়াতের ব্যাপারে উল্লিখিত ফজিলতের বর্ণনা রয়েছে।
(মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ ও মুসনাদে আহমদ)
❏ “তোমাদের মধ্যে যে ব্যক্তি দাজ্জালের আগমনের সময় জীবিত থাকবে, সে যেন সূরা কাহাফের গোড়ার আয়াতগুলি তিলাওয়াত করে।”
[সহীহ মুসলিমে]
কখনো জীবনে বিভীষিকাময় সময় আসবে, কখনো গাঢ় আঁধার তোমাকে ভীষণভাবে আঁকড়ে ধরবে,
কখনো হতাশাহ, ব্যর্থতা, দুচিন্তা'ই তুমি ভেঙে পড়বে কখনো খুব বিশ্বাসী মানুষটা তোমাকে ঠকাবে, কখনো দুর্দিনে কাছের মানুষগুলো দূরে সরে যাবে
দীর্ঘ একটা সময় তোমাকে নিঃসঙ্গ কাঁটাতে হবে, একটা বিশ্বস্ত মানুষের অভাবে, শত সহস্র ব্যথা
তোমাকে বুকের ভেতর গচ্ছিত রাখতে হবে, সেই ব্যথার
তাপে তোমাকে ভীষণ পুড়তে হবে
বার বার ব্যর্থ হচ্ছে, কোনো কিছুই মনের মতো হচ্ছে না, এই দুনিয়া তোমার আর ভালো লাগে না, দুর্বিষহ হয়ে উঠেছে এই জীবন
পুড়ে ছাই হয়ে গেছে তোমার মন, নীরবে ঝরছে কতো জল, মনের ভেতর ভেঙে তছনছ হয়ে গিয়েছে
সমস্ত সুখের ঘর
যদি ভেবে থাকো এই-খানে'ই জীবন হবে নিঃশ্বেষ
এই আঁধারের গহ্বর থেকে কভু আসবে না আর আলো কভু থাকবে না তুমি আর ভালো
তবে তোমার ভাবনার ভুল, তুমি অপেক্ষা করো
দেখবে মৃত বৃক্ষ থেকেও ফোটবে ফুল, আসবে আবার বসন্ত, ভেঙে যাওয়া প্রতিটা মন, উচ্ছ্বাসে ভরে যাবে তাঁদের জীবন ৷
তোমার পরিকল্পনাই তুমি ব্যর্থ হয়েছো, তোমার রবের পরিকল্পনাই তুমি সফল হবে, তাই জীবনে
দুর্দিন দুঃসময় আসলে
ভেঙে পড়িও না তুমি, বলো আর কে আছে তোমার রবের চেয়ে উওম পরিকল্পনাকারী ৷
"তারা পরিকল্পনা করে, আল্লাহও পরিকল্পনা করেন। বস্তুতঃ আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে উত্তম।" [ আল -আনফালঃ ৩০]
বিবর্ণ মনও একদিন উচ্ছ্বাসিত হয়
নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন, তাঁর উপর ভরসাকারীকে।
সূরা ইমরানঃ১৫৯
ঘুমানোর আগের দোয়া।
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
ঘুমানোর আগে পড়ুন......
آ للھم بسمگ آموت و آحیا .
উচ্চারণ : আল্লা-হুম্মা বিসমিকা আমূতু ওয়া আহ্ ইয়া ।
অর্থ : হে আল্লাহ আমি তোমার নামে শয়ন করছি এবং তোমারই দয়াতে আমি পুনরায় জাগ্রত হবো ।
বুখারী, মিশকাত শরীফ
হাদিস নং (2382)
আসসালামু-আলাইকুম! 🤍
মানুষ মাত্রই মানুষের উপকার করে। যে ব্যক্তি কারো উপকার করে তার জন্য দোয়া বা কল্যাণ কামনা করা প্রত্যেকেরই উচিত। এ বিষয়ে আমরা সাধারণত সতর্ক হই না। অথচ কেউ কারো উপকার পেয়ে এ দোয়া পড়ার পর শ্রবণকারীও দোয়াকারীর জন্য একটি দোয়া করা জরুরি হয়ে পড়ে। যা জানা প্রত্যেক মুসলমানের জন্য অতিব জরুরি।
উপকার বড় হোক আর ছোট হোক উপকারকারীর জন্য দোয়া করতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়ে গেছেন।
➪হাদিসে এসেছেঃ🌸
উচ্চারণঃ জাযাকাল্লাহু খাইরান
অর্থঃ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
যদি কারো উপকার করে এবং এর জন্য সে যদি তাকে “জাযাকা-আল্লাহু খাইরন ( ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠﻪُ ﺧَﻴﺮً ) বলে তাহলে সে যেনো তাঁর প্রতি সর্বোচ্চ ধন্যবাদ জ্ঞাপন করলো। বর্ণনায়ঃ আল তিরমিযী ২০৩৫ শাইখ আলবানী সহীহ আল তিরমিযীতে হাদিসটিকে সহীহ বলেছেন।
অন্য হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাম বলেছেন, ‘কেউ যখন তার ভাইকে বলে, ‘জাযাকাল্লাহু খাইরান’ তবে সে তার ভূয়সী প্রশংসা করল।’
অন্য হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাম বলেছেন, ‘কেউ যখন তার ভাইকে বলে, ‘জাযাকাল্লাহু খাইরান’ তবে সে তার ভূয়সী প্রশংসা করল।’
জাযাকাল্লাহু খাইরান’ এমন একটি মূল্যবান তাৎপর্যপূর্ণ বাক্য; যার অনেকগুলো সুন্দর সুন্দর অর্থ রয়েছে। যা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিস থেকে অনুমান করা যায়। তিনি বলেন, তোমাদের কারো যদি জানা থাকত যে, তার অপর ভাইকে ‘জাযাকাল্লাহু খাইরান’ বলার মধ্যে তার জন্য কি রয়েছে! তাহলে তোমরা একে অপরের জন্য তা বেশি বেশি করে বলতে।’
যেটা বলা সুন্নাহঃ পুরুষদের ধন্যবাদ দেওয়ার জন্য বলা “জাযাকা-আল্লাহু খাইরন ( ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠﻪُ ﺧَﻴﺮً )” এবং মহিলাদের জন্য বলা “জাযাকি-আল্লাহু খাইরন ( ﺟَﺰَﺍﻙِ ﺍﻟﻠﻪُ ﺧَﻴﺮًﺍ )”।
কিন্তু আমরা দেখি অনেকে শুধু বলে “জাযাকা-আল্লাহ” অথবা শুধু “জাযাক” অথবা শুধু “JZK” এগুলো ব্যবহার উত্তম না। কাজেই এগুলোর পরিবর্তে সুন্নাহের উপর আমল করা উচিত এবং সংক্ষেপ করাকে পরিহার করা উচিত।
➪যারা “জাযাকা-আল্লাহু খাইরন” বলে তাদের প্রতি সর্বোত্তম জবাব কোনটি?🌸
যখন উছাইদ ইবনে হাদাইর রদিয়াল্লাহু আনহু রছুলুল্লাহ রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম বললেনঃ
“হে আল্লাহর রসূল, জাযাকা-আল্লাহু খাইরন!”
তখন রসূল ছল্লাল্লাহু আলাইহিওয়াছাল্লাম বললেনঃ
“ওয়া আনতুম ফা-জাযাকুমু-আল্লাহু খাইরন ( ﻭَﺃَﻧْﺘُﻢْ ﻓَﺠَﺰَﺍﻛُﻢُ ﺍﻟﻠَّﻪُ ﺧَﻴْﺮًﺍ)”
অর্থঃ তোমাকেও আল্লাহ উত্তম প্রতিদান দিন) (শাইখ আলবানী আল-সহীহার ৩০৯৬ নং হাদিসে একে সহীহ বলেছেন, আল- তা’লিকাতুল হিসান আল সহীহ ইবনে হিব্বান ৬২৩১)।
সঠীক উত্তর হলোঃ “ওয়া আনতুম ফা-জাযাকুমু-আল্লাহু খাইরন ( ﻭَﺃَﻧْﺘُﻢْ ﻓَﺠَﺰَﺍﻛُﻢُ ﺍﻟﻠَّﻪُ ﺧَﻴْﺮًﺍ)”।
➪সতর্ককতা-🌸
আমরা কখনো শুধুমাত্র ‘জাযাকাল্লাহু’ বলবো না। বরং ‘জাযাকাল্লাহু
As Salamu'alaikum,
EID MUBARAK!
Can We Help Them?
As Salamu'Alaikum
Ramadan Mubarak💚
As Salamu Alaikum, Brothers and Sisters, Jazakallah Khairan! for Following Us,I hope you will stay With us like this,pray for us
Spread Islam all over the World❤️
Allah Is The Greatest💕
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
ময়মনসিংহ
Dhaka, 51526616
জ্ঞানের রাজ্যে তোমাকে স্বাগতম ❤️🇧🇩 জ্ঞান অর্জন কর,,, সেবা প্রদান কর,,,
Room# 305, Rose View Plaza(2nd Floor), 185 Biruttam C. R. Dutta Road, Hatirpul
Dhaka, 1205
সংহতি প্রকাশন ২০০৭ সালে প্রতিষ্ঠিত।
Dhaka
Dhaka, 1361
Tanzeel Publications is a name of new hope of exploration on the field of research-based publishing