Plantomatic

Having green in your house is a great treat of your eyes ❤️

24/02/2024

আমাদের দেশে টিকে থাকা সাকুলেন্টের ভেতর ইনি একজন৷

কিন্তু অবশ্যই প্রোপার পরিবেশ দেওয়া লাগবে। নইলে এদিক সেদিক হলেই টুস।

22/02/2024

বিশাল এক সাইজের পটে তাদের পটিং করে দিয়েছিলাম। 🥰❤️

মুনস্টোন আমার খুব আদরের ❤️

এখানের মাল্টিপল হেড গাছ টা আমার কাছে গতবছর থেকে আছে আলহামদুলিল্লাহ।

21/02/2024

কত কথা হয়না বলা,
যতনেই পড়ে রয় অন্তরালে অন্তরের!!

Photos from Plantomatic's post 20/02/2024

আসেন একটা মজার দুঃখের কথা শোনাই।

প্রথম ছবি টা ৩ মাস আগের যখন এনে পটিং করি তখনকার ছবি। আর পরের ছবি গুলো কাল তোলা।

একই গাছ পার্থক্য শুধু কেয়ার আর সময়ের।

তারপরও মানুষ ভাবে ইম্পোর্টেড গাছের দাম তো সেইম ই হবে।, 🙂🙃😂😞

আপনারাই বলুন সেইম প্রাইস হওয়া সম্ভব?

20/02/2024

লোলা সাকুলেন্টের এই পিংকিশ একটা ভাব দেখতে সুন্দর লাগছেনা??

ছবিতে ভাল ভাবে আসেনা।

20/02/2024

টাকার দরকার হইলে ভালবাসাও ফিকে হয়ে যায় বুঝি??

এত সুন্দর ভালবাসা টারে বেইচ্চা দিলাম টাকার লিগা 😥

বারাকাল্লাহু ফিকুম। যার কাছে যাবে সেও ভালবাসায় রাখুক 😍❤️

19/02/2024

এনাদের রাতের রূপ কিন্তু মারাত্মক সুন্দর। 😍😍😍

19/02/2024

তার বাচ্চাকাচ্চা দেওয়া সংসার নিয়ে সে খুব ভাল আছে 😍❤️ মাশা আল্লাহ।

কালারটা কোনোভাবেই আসলো না ক্যামেরায়।

Photos from Plantomatic's post 19/02/2024

মাদার সাইজ সাকু প্লাস ছোট সাইজ সাকু ❤️
এই পোস্টে দুই টাইপ ই পাচ্ছেন।
আগের দা ম থেকে কমে 😍

তাত্তাড়ি ইনবক্স ❤️

Photos from Plantomatic's post 19/02/2024

#অফার #পোস্ট
নতুন কিছু সাকুলেন্টের উপর আবারো ডিস্কাউন্ট পোস্ট 😍

রেগুলার দাম থেকে কমে পাচ্ছেন ❤️

Photos from Plantomatic's post 19/02/2024

এই পেপেরোমিয়া টা এত্ত সুন্দর হচ্ছে এখন।

আসলে আমাদের ওয়েদারে সাকুর সৌন্দর্য ভালমতো উপভোগ করতে হলে এদের কে একটা সিজন মিনিমাম নিজের কাছে রেখে পরের সিজনে ঠিকঠাক পরিবেশ দিলে একদম আসল রুপ দেখা যায়।

এটা গতবছর থেকে এত রোদ বৃষ্টি খেয়েও খুব ভালমতো টিকে গেছে।

এইবার পাতা অনেক বড় বড় আর মোটা হচ্ছে। দেখতেও দারুন লাগে৷

হয়তো পানি পেলে পাতা আরো মোটা হতে পারে আমার ধারণা।

Photos from Plantomatic's post 19/02/2024

গাছ অবশ্যই ইম্পোর্ট করে আনা। তবে ৩/৪ মাস ধরে সেট হওয়া আর সেট ছাড়া গাছ এর পার্থক্য অবশ্যই আছে। তাই সেট হওয়া এমন গাছ পট মিডিয়া সহ ঢাকার মধ্যে গরমে নিলেও রিস্ক থাকেনা তেমন আলহামদুলিল্লাহ।

ছবি দেখে বুঝে নিন।

19/02/2024

এত কমে সাকুলেন্ট পেয়েও নিচ্ছেন না কারা 😂
বিস্তারিত কমেন্টে....

Photos from Plantomatic's post 18/02/2024

#অফার #অফার #অফার 😍😍
স্টক ফুরাবার আগেই পছন্দের সাকুলেন্ট টি নিয়ে নিন আপনার পছন্দের!!!
ক্যাশ অন ডেলিভারি এভেইলেবল।

হোল্ড রাখা যাবেনা প্লিইইইজ। আর্জেন্ট ক্যাশ প্রয়োজন ।💔

Photos from Plantomatic's post 18/02/2024

সবাই শুধু বেবি সাকুলেন্ট ডিমান্ড করেন।

কিন্তু এই শেষ সময়ে বড় সাকুলেন্ট নিয়ে দেখুন সার্ভাইভ রেট ভাল পাবেন প্লাস সিজনে তার থেকে নিজেই অনেক চারা করে ফেলতে পারবেন ইন শা আল্লাহ।

কারন সাকুর বাগান করতে হলে একটা গাছের অনেক অনেক অল্টারনেটিভ না করতে পারলে দেখা যায় ভ্যারাইটি গুলো বাগান থেকে হারিয়ে যেতে পারে।

যেহেতু এরা গরমে সমস্যা করে তাই বাজেট থাকলে একটু বড় সাইজ দেখেই নিলে সবচে ভাল ❤️

ছোট চারা নিয়ে যারা এক্সপিরিমেন্ট করতে চান তারা কমে যেখানে পাবেন সেখান থেকে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সবাই চাইলেই কমে সাকু দিতে পারবেনা। এখানে অনেক ফ্যাক্টর আছে।

⛔ যাইহোক,আমাদের ধামাকা ডিস্কাউন্ট সেল পোস্ট আসবে বড় সাকুলেনন্ট এর উপর। অফার মিস করতে না চাইলে পেইজে কানেক্টেড থাকুন ❤️

Photos from Plantomatic's post 18/02/2024

যারা এখনো এই সুন্দর সাকু টি নেন নি।
নিয়ে ফেলতে পারেন ❤️

প্রাইস সহ দেওয়া আছে।

17/02/2024

সে আমার ভীষন প্রিয়!!!

এত সুন্দর ই হতে হবে কেন তাকে??

মাশা আল্লাহ। বারাকাল্লাহু ফিকুম 🥰❤️

Photos from Plantomatic's post 16/02/2024

পাতা সুন্দরী রা ❤️❤️🥰

16/02/2024

অনেক পছন্দের একটা Scindapsus ❤️

Photos from Plantomatic's post 15/02/2024

Available ❤️

Photos from Plantomatic's post 15/02/2024

অনেক বেশী সুন্দর একটি ইন্ডোর প্ল্যান্ট এটি।
এটার অনেক গুলা ভ্যারাইটি আছে৷

এই ভ্যারাইটির নাম টা হলো কার্লি স্পাইডার। এটা কমন স্পাইডার টা নয়।

অর্ডার করতে ইনবক্স করুন।

Photos from Plantomatic's post 15/02/2024

স্বল্প মুল্যের কিছু ইন্ডোর কালেক্ট করে ফেলতে পারেন এই পোস্ট থেকে ❤️❤️❤️

Photos from Plantomatic's post 15/02/2024

এই ভ্যারাইটির চারা কে কে চেয়েছিলেন যেন। মনে আসছেনা।

গত বছর থেকে প্রতিকূল পরিবেশ এর সাথে খুব ভাল ভাবে মানিয়ে নিয়ে এই পর্যন্ত এসেছে সে আলহামদুলিল্লাহ।

যেমন সুন্দর তেমনি হার্ডি। রোদ যত পাবে তত কম্প্যাক্ট হবে আর সাইড দিয়ে হাল্কা কালার ও আসে।

এটার চারা এভেইলেবল ❤️

Photos from Plantomatic's post 15/02/2024

এখনো যারা সাকুলেন্ট শুধু মাটি দিয়ে পটিং করে রেখেছেন, তারা চাইলে রিপট করে দিতে পারেন প্রচন্ড গরম পড়ার আগেই।

আমাদের সব সাকুলেন্ট ই আমরা নিজেদের তৈরী মিডিয়ায় পটিং করে আসতেছি ৩ বছর ধরে।

আশা করি আপনার সাকুলেন্ট ও ভাল থাকবে এই মিডিয়ায়।

⛔ ক্যাক্টাস,কাটামুকুট, এডেনিয়াম ও করতে পারবে এই মিডিয়ায় ইন শা আল্লাহ।

Photos from Plantomatic's post 15/02/2024

এই ক্রেস্টেড সাকুলেন্ট টি কার লাগবে???

আনকমন একটা সাকুলেন্ট তার উপর ক্রেস্টেড।জোস না??

Photos from Plantomatic's post 15/02/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
শুভ সকাল সবাইকে ❤️☘️

Photos from Plantomatic's post 14/02/2024

সুপার ডুপার সুন্দরীদের সেল পোস্ট চলে এসেছে 😍❤️
যারা কোয়ালিটিফুল সুন্দর গাছ নিয়ে বাগান সাজাতে চান দ্রুত বুক করে ফেলুন।

ছবিতে দাম দেওয়া আছে।

Photos from Plantomatic's post 14/02/2024

স্ট্রিং জাতীয় গাছের #সেল #পোস্ট
খুব ই সুন্দর মতো সেট হওয়া।ভাল মিডিয়ায় ❤️

পট মিডিয়া সহ প্রাইস দেওয়া আছে।

অর্ডার করতে ইনবক্স করতে পারেন ☘️☘️

14/02/2024

চমৎকার কিছু হেলদি সাকুলেন্ট এর সেল পোস্ট আসবে সন্ধ্যার পর ইন শা আল্লাহ ❤️

যারা একদম ওয়েল সেট এবং সুন্দর শেইপের সাকু নিতে আগ্রহী তারা চোখ রাখুন Plantomatic এ 🥰😍

Photos from Plantomatic's post 14/02/2024

মাশা আল্লাহ ❤️
যেন ফুলের চেয়েও সুন্দর ❤️

সো হার্ডি একটা সাকুলেন্ট।

#ডাস্টি #রোজ

Want your business to be the top-listed Home Improvement Business in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

টাকার দরকার হইলে ভালবাসাও ফিকে হয়ে যায় বুঝি?? এত সুন্দর ভালবাসা টারে বেইচ্চা দিলাম টাকার লিগা 😥বারাকাল্লাহু ফিকুম। যার ক...
এটা মেলাকো নাকি ক্রোমা???
Assalamu Alaikum Good morning. Have a nice day ❤️
রৌদ্রজ্জ্বল একটি সকাল ❣️
মিক্সড পট গুলো এখন তাদের রুপের ঝলক দেখাতে থাকবে ইন শা আল্লাহ ❤️
আমাদের স্পেশাল ক্লায়েন্ট এর জন্যে সাকুলেন্ট এরেঞ্জমেন্ট 🥰
সে কি যেনো মনে করলো আর এমন হয়ে গেলো 😬😬
ঝড়া পাতার করুণ কাহিনী। ❤️ প্রতিটা ঋতুতেই গাছপালার একেক রুপ একেক ভাবে উপভোগ করাই শ্রেয়। এই যেমন হলুদ পাতায় পাতা ঝড়া বসন্ত...
ঝড়ঝড়ে সয়েল লেসস সাকুলেন্ট মিডিয়া। এতে ক্যাক্টাস,এডেনিয়াম,কাটামুকুট ও লাগাতে পারেন ❤️🥰
কত্ত কিউউউট একটা পট। ডাবল হেড প্ল্যান্ট গুলার সৌন্দর্য অন্য রকম। মাশা আল্লাহ।

Telephone

Website

Address


Dhaka

Other Nurseries & Gardening Stores in Dhaka (show all)
Tree City - বৃক্ষ নগরী Tree City - বৃক্ষ নগরী
Maniknagor, Kalatia Bazar, Hazratpur Road, Keranigonj
Dhaka, 1313

টব রাখার হ্যাঙ্গার,রেক,স্ট্যান্ড, MS/SS দরজা, জানালা সহ যেকোন ইস্পাতের তৈরি পণ্য বিক্রি করা হয়।

Oxygen of Earth Oxygen of Earth
Kawlar Bazae, Dakshinkhan
Dhaka, 1230

We are try to do make a green city by plantation..

Shovon's Heaven Shovon's Heaven
House #173, Road #07, Rupnagar Tinshed, Mirpur
Dhaka, 1216

Garden of Peace by Bristy Garden of Peace by Bristy
Badda
Dhaka

I love succulents collections also flowers lover ��

বাগানের টুকিটাকি বাগানের টুকিটাকি
Savar, Dhaka-1340
Dhaka

বাগানের সৌন্দর্য এক ধাপ এগিয়ে নিতে, আমাদের সাথে থাকুন 💐

Inside Garden Inside Garden
Mohammadpur
Dhaka, 1207

আসসালামু আলাইকুম। Inside Garden এ মাটির টব এখানে পাওয়া যায় প্রতিটি কাজে আল্লাহ আমাদের বরকত দিক আমিন।

𝙃𝙤𝙢𝙚𝙗𝙤𝙙𝙮 𝙃𝙤𝙢𝙚𝙗𝙤𝙙𝙮
Dhaka

Hello. Welcome to Homebody, an online plant and home decor shop. Thanks for stopping by!

Green Space Green Space
16/D/1, Modhubag, Mogbazar
Dhaka, 1217

I make oxygen, What do you do?

Trusted Nursery Trusted Nursery
Dhaka, 1000

বিশ্বস্ততাই আমাদের অঙ্গিকার।

Balcony Garden & Care-বারান্দা বাগান ও পরিচর্যা Balcony Garden & Care-বারান্দা বাগান ও পরিচর্যা
Mohammadpur
Dhaka, 1207

Tips for producing Our favorite Flowers,Vegetables in our Small Balcony - With in the Minimum Space

গাছের ভুবন Gacher Vubon গাছের ভুবন Gacher Vubon
Lane 10
Dhaka, 1216

Dear plant lovers! We offer a collection of attractive and healthy plants.