Green Space

I make oxygen,
What do you do?

15/11/2019

বিদেশি ফল রামবুটান

আমরা রামবুটানের কলম করা গাছ আমদানি করছি।

যে সব বিদেশি ফল এ দেশে সফলভাবে লাভজনক হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে তার মধ্যে রামবুটান অন্যতম। এ ফল অনেকটা লিচুর মতো, তবে লিচুর চেয়ে আকারে বড়, ডিম্বাকৃতি, কিছুটা চ্যাপ্টা। পাকা ফল উজ্জ্বল লাল, কমলা বা হলুদ আকর্ষণীয় রঙের হয়ে থাকে। ফলের পুরু খোসার উপরি ভাগ কদম ফুলের মতো শত শত চুল দিয়ে আবৃত। জুলাই আগস্ট মাসে ফল পাকে। অপুষ্ট ফলের রঙ সবুজ থাকে। ফল পুষ্ট হলে উজ্জ্বল লাল/ মেরুন রঙে পরিবর্তন হতে থাকে এবং এর দু-তিন সপ্তাহের মধ্যে পাকা ফল সংগ্রহ করার উপযোগী হয়।

উৎস ও বিস্তার : মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এ ফলের আদি উৎস। থাইল্যান্ড, কম্বোডিয়া, ফিলিপাইনস, ভিয়েতনাম, মিয়ানমার, ব্রুনাই ও শ্রীলংকায় প্রচুর রামবুটান ফল উৎপাদন হয়ে থাকে। এ সব দেশ থেকে অনুরূপ আবহাওয়া বিশিষ্ট দেশে বা দেশের অংশ বিশেষে এ ফলের বিস্তার আরম্ভ হয়। শীতের তীব্রতা কম এমন দেশে যেমন ভারত ও বাংলাদেশের এমন অংশেও এ ফলের বিস্তার ও চাষ জনপ্রিয়তা বাড়ছে।

বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও যশোর জেলায় এ ফল সম্প্রসারণ সম্ভাবনা বিরাজ করছে। রাঙ্গামাটি জেলায় কিছু সংখ্যক রামবুটান গাছে ৩০-৪০ বছর ধরে ফল দিচ্ছে। নেত্রকোনা জেলার কিছু সংখ্যক চাষি প্রায় ২০ বছর ধরে রামবুটান ফল উৎপাদন বিপণন করে বেশ লাভবান হচ্ছে।

পুষ্টিগুণ : রামবুটান একটা ঔষধিগুণ সমৃদ্ধ ফল। এ ফলে প্রচুর আয়রন, ক্যালসিয়াম, পটাসিয়াম, ফাইবার এবং ক্যালোরি রয়েছে। এন্ট্রি অক্সিডেন্টাল গুণ সমৃদ্ধ ফ্যাট ফ্রি এ ফলে সব ধরনের উল্লেখযোগ্য পরিমাণ ভিটামিনস, মিনারেলস রয়েছে।



চারা/কলম রোপণ : রামবুটান ফল গাছ প্রধাণত : ৩০ -৩৫ ফুট দূরত্বে রোপণ করা হয়। গাছ রোপণ করার আগে গাছ রোপণের জন্য ‘লে-আউট’ প্লান তৈরি করে নিয়ে নির্ধারিত স্থানে গাছ রোপণের জন্য গর্ত তৈরি করে নেয়া দরকার। সাধারণ অবস্থায় গাছ রোপণের জন্য গর্তের মাপ হবে ৩-৪ ফুট চওড়া ও গভীর।

লে-আউট প্লান করতে যা যা লাগবে।
(ক) নারিকেলের ছোবড়ার গুঁড়া (কোকাডাস্ট) : ১৫%
(খ) উর্বর মাটি ( ভিটে মাটি) : ৫৫%
(গ) পচা গোবর/ আর্বজনা পচা : ৩০%

চারা/কলম রোপণ : সেচ সুবিধা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলে বছরের যে কোনো সময় রামবুটান চারা/কলম লাগানো যায়।

পানি সেচ ও নিষ্কাশন : গাছের গোড়ায় পানি জমে থাকা এবং মাটিতে রসের অভাব উভয়ই রামবুটান গাছের জন্য ক্ষতিকর। শুকনা মৌসুমে অবশ্যই ৮-১০ দিনের ব্যবধানে গাছের গোড়ার চারিধারের মাটি ভালোভাবে ভিজিয়ে প্রয়োজনীয় রসের অভাব দূর করতে হবে।

পোকা-মাকড় : এ ফলের খোসা বেশি পুরু এবং সুতালো আবরণ থাকার ফলে পোকা-মাকড়ের আক্রমণ অনেক কম। তবে মাঝে মাঝে ফল ছিদ্রকারী পোকা, পাতা খেকো লেদা পোকা, মিলিবাগ ও স্কেল পোকার উপদ্রব দেখা যায়। গাছে ফুল-ফল ধরা আরম্ভ করলে নিয়মিত পরীক্ষা করে দেখা দরকার। পোকার উপদ্রব বেশি দেখা গেলে অনুমোদিত কীটনাশক সঠিক মাত্রায় স্প্রে করে তা দমন ব্যবস্থা নেয়া প্রয়োজন।

ফল সংগ্রহ : রামবুটান গাছে মার্চ মাসে ফুল ফোটা শুরু হয় এবং এপ্রিল মাসে কচি সবুজ রঙের ফল ধরতে আরম্ভ করে। ফুল ফোটার ৩-৪ মাস পর জুলাই-আগস্ট মাসে ফল পাকে। ফল পুষ্ট হলে সবুজ রঙের ফল হঠাৎ করে লাল, মেরুন রঙে রূপান্তর হতে থাকে। এ অবস্থা শুরু হওয়ার ১৫-২০ দিনের মধ্যে ফল সংগ্রহ করতে হয়। লিচু ফল সংগ্রহের ন্যায় এ ফল হাত দিয়ে সংগ্রহ করা হয়। কোনো কোনো গাছে দ্বিতীয় বার অমৌসুমে কিছু ফুল-ফল ধরতে দেখা যায়।

একটা ফলন্ত বয়স্ক গাছ থেকে বছরে ১৫০-২৫০ কেজি ফল পাওয়া যায়। স্বাভাবিক অবস্থায় এ ফল বেশি দিন সংরক্ষণ করা যায় না। ফল পাড়ার ৭ দিনের মধ্যে বিপণন বা আহার কাজ শেষ করতে হয়।

বর্তমানে বাংলাদেশে এ ফলের বাজার মূল্য প্রতি কেজি প্রায় ৫০০-৮০০/- টাকা। নরসিংদী এবং নেত্রকোনার রামবুটান চাষি ৮-১০ বছর বয়স্ক প্রতি গাছের ফল বিক্রি করে প্রায় ৫০,০০০ থেকে ১,০০,০০০/- টাকা আয় করে আসছে।

এ লাভজনক ফল চাষে আকৃষ্ট হয়ে অনেকেই রামবুটান ফল চাষ সম্প্রসারণে অনুপ্রেরণা পাচ্ছে এবং এ ফল চাষ সম্প্রসারণ এ দেশে বেগবান হচ্ছে।

11/11/2019

Ready to deliver ❤

ভিয়েতনামের হাইব্রিড,নারিকেল চারা।

চারা বপণের দুই থেকে আড়াই বছরের মধ্যেই ফলবে। ৬-৭ বছর অপেক্ষা করতে হয় না।

10/11/2019

ভিয়েতনামের হাইব্রিড,নারিকেল চারা।
২-৩ বছরে ফলন হয়। প্রতি পিচ - সিয়াম গ্রিন কোকোনাট চারা ৯৯৯ টাকা।

কৃষি মন্ত্রণালয় খাটো জাতের হাইব্রিড নারিকেল গাছ রোপনে গুরুত্ব দিচ্ছে। আর সনাতনী গাছের তুলনায় প্রায় তিনগুণ বেশি নারিকেল দেবে এ গাছ।

আর চারা বপণের দুই থেকে আড়াই বছরের মধ্যেই ফলবে। ৬-৭ বছর অপেক্ষা করতে হয় না। নতুন উদ্ভাবিত এ গাছ বছরে ২০০ থেকে ২৫০টি নারিকেল দিয়ে থাকে। পরিমাণটি দেশি গাছের তুলনায় তিন থেকে পাঁচ গুণ বেশি।

গাছের উচ্চতা ২ থেকে ৪ ফুট হলেই নারিকেল ধরা শুরু করে।

ভিয়েতনাম থেকে আমদানি করা ‘উন্নত ও খাটো’ ওপেন পলিনেটেড (ওপি) জাত। এ জাতটি আবার দু-ধরনের, সিয়াম গ্রিন কোকোনাট এবং সিয়াম বস্নু কোকোনাট। দুটি জাতই বছরে প্রায় ২৫০টি নারিকেল দেয়।

ওই জাতের অন্যতম বৈশিষ্ট্য হলো নারিকেল থেকেই এর চারা হবে। দুই থেকে আড়াই বছরে গাছে মুচি আসবে। প্রতিটি ডাব থেকে ৩০০ - ৫০০ এমএল পানি পাওয়া যাবে। সিয়াম বস্নু কোকোনাট জাতটির পানি খুবই মিষ্টি এবং সুগন্ধিযুক্ত। এটি বেঁটে প্রজাতির জাত। এই গাছের পোকামাকড় খুব সহজেই নিয়ন্ত্রণ করা যাবে।

10/11/2019

Green Space's cover photo

10/11/2019

Green Space

Want your business to be the top-listed Home Improvement Business in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


16/D/1, Modhubag, Mogbazar
Dhaka
1217

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Other Nurseries & Gardening Stores in Dhaka (show all)
Tree City - বৃক্ষ নগরী Tree City - বৃক্ষ নগরী
Maniknagor, Kalatia Bazar, Hazratpur Road, Keranigonj
Dhaka, 1313

টব রাখার হ্যাঙ্গার,রেক,স্ট্যান্ড, MS/SS দরজা, জানালা সহ যেকোন ইস্পাতের তৈরি পণ্য বিক্রি করা হয়।

Oxygen of Earth Oxygen of Earth
Kawlar Bazae, Dakshinkhan
Dhaka, 1230

We are try to do make a green city by plantation..

Shovon's Heaven Shovon's Heaven
House #173, Road #07, Rupnagar Tinshed, Mirpur
Dhaka, 1216

Garden of Peace by Bristy Garden of Peace by Bristy
Badda
Dhaka

I love succulents collections also flowers lover ��

Plantomatic Plantomatic
Dhaka

Having green in your house is a great treat of your eyes ❤️

বাগানের টুকিটাকি বাগানের টুকিটাকি
Savar, Dhaka-1340
Dhaka

বাগানের সৌন্দর্য এক ধাপ এগিয়ে নিতে, আমাদের সাথে থাকুন 💐

Inside Garden Inside Garden
Mohammadpur
Dhaka, 1207

আসসালামু আলাইকুম। Inside Garden এ মাটির টব এখানে পাওয়া যায় প্রতিটি কাজে আল্লাহ আমাদের বরকত দিক আমিন।

𝙃𝙤𝙢𝙚𝙗𝙤𝙙𝙮 𝙃𝙤𝙢𝙚𝙗𝙤𝙙𝙮
Dhaka

Hello. Welcome to Homebody, an online plant and home decor shop. Thanks for stopping by!

Trusted Nursery Trusted Nursery
Dhaka, 1000

বিশ্বস্ততাই আমাদের অঙ্গিকার।

Balcony Garden & Care-বারান্দা বাগান ও পরিচর্যা Balcony Garden & Care-বারান্দা বাগান ও পরিচর্যা
Mohammadpur
Dhaka, 1207

Tips for producing Our favorite Flowers,Vegetables in our Small Balcony - With in the Minimum Space

গাছের ভুবন Gacher Vubon গাছের ভুবন Gacher Vubon
Lane 10
Dhaka, 1216

Dear plant lovers! We offer a collection of attractive and healthy plants.