রাজদর্পণ -Raj Darpon

পড়ুন, লিখুন, বিজ্ঞাপন দিন

Photos from রাজদর্পণ  -Raj Darpon's post 03/12/2022

হে আল্লাহ এটুকু কবুল করে নাও এবং আরো ভালো ভালো কাজ করার তৌফিক দাও

22/11/2022

জরুরী নিয়োগ !!!
রাজধানীর বনানীতে অবস্থিত প্রাইভেট কোম্পানির অফিসে
B B A করা মেয়ে দরকার । আগ্রহীরা যোগাযোগ করুন 01758681888
বেতন আলোচনা সাপেক্ষে

01/11/2022

আলহাজ্ব ডাক্তার মাওলানা সিদ্দিকুর রহমান এর জানাযায় উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
তাঁর সুযোগ্য ছেলে ডাঃ মোঃ তারিকুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক:-রাজদর্পণ

Photos from রাজদর্পণ  -Raj Darpon's post 29/10/2022

রাজদর্পণ এর সম্পাদক ও প্রকাশক ডাক্তার এম তারিকুল ইসলাম মহোদয়ের পিতা আলহাজ্ব ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান এর জন্য মসজিদে নববীতে দোয়া সহ বিভিন্ন মহলের শোক প্রকাশ এবং জানাযায় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন তাঁর পরিবার।

15/10/2022

মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যার বিষয়টি মার্কিন কংগ্রেসে উপস্থাপন..........

মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিষয়টি মার্কিন কংগ্রেসে উপস্থাপন করা হয়েছে। এ অপরাধের কারণে পাকিস্তানকে বাংলাদেশের মানুষের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ারও আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১৪ই অক্টোবর) প্রস্তাবটি তোলেন স্টিভ চ্যাবোট এবং ভারত-আমেরিকান আইনপ্রণেতা রো খান্না। এতে তারা মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যাকে স্বীকৃতি দিতে মার্কিন প্রেসিডেন্টকেও আহ্বান জানান। আন্তর্জাতিক আইন মেনে গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার কথাও বলা হয়।

The Bangladesh Genocide of 1971 must not be forgotten. With help from my Hindu constituents in Ohio’s First District, and I introduced legislation to recognize that the mass atrocities committed against Bengalis and Hindus, in particular, were indeed a genocide.

— Rep. Steve Chabot () October 14, 2022

এক টুইট বার্তায় রিপাবলিকান দলের সদস্য চ্যাবোট বলেন, বছরের পর বছর ধরে গণহত্যার শিকার লাখ লাখ মানুষের স্মৃতি আমাদের ভুলে যাওয়া উচিত নয়। গণহত্যার স্বীকৃতি ঐতিহাসিক রেকর্ডকে শক্তিশালী করে। এর মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করতে পারি। আবার এর মাধ্যমেই অপরাধীদেরকেও একটা বার্তা প্রদান করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে চালানো গণহত্যা আমরা ভুলে যেতে পারি না। এজন্য রো খান্না এবং আমি মিলে বাঙালি জাতির ওপর চালানো গণহত্যার বিরুদ্ধে একটি প্রস্তাব উত্থাপন করেছি। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের চালানো গণহত্যাকে তিনি হলোকস্টের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, শুধু গণহত্যা নয় এর সঙ্গে আরও অনেক কিছু ছিল এবং এ গণহত্যাকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়া হয়নি। এজন্য আমরা এ নিয়ে কাজ শুরু করেছি। বাংলাদেশি কমিউনিটির মধ্যে এ রেজুলেশন ব্যাপক সাড়া ফেলেছে।

09/10/2022

প্লাস্টিক দূষণ, আগামী প্রজন্মের মরণ
ডেক্স রিপোর্ট : রাজ দর্পণ
ইতিহাসে প্রথমবার মায়ের দুধে মিললো মাইক্রোপ্লাস্টিক.......!

মহা উদ্বেগের খবর। বিশ্বের ইতিহাসে এই প্রথম মায়েদের বুকের দুধে সন্ধান মিলেছে মাইক্রোপ্লাস্টিক। আর এর ফলে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে নবজাতক শিশুর স্বাস্থ্য। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, সদ্য সন্তান জন্ম দেয়া ৩৪ জন সুস্থ মায়ের কাছ থেকে দুধের নমুনা সংগ্রহ করেন গবেষকরা। তা নিয়ে গবেষণায় তারা মাইক্রোপ্লাস্টিকের সন্ধান পান।

গবেষকরা দেখতে পেয়েছেন ওইসব মায়ের চারভাগের তিন ভাগের বুকের দুধেই মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব আছে। মায়ের গর্ভে থাকা অবস্থায় নবজাতকের শরীরে, মানুষের ব্রেনে আর সর্বশেষ মায়েদের বুকের দুধে সন্ধান মিলল এই প্লাস্টিকের। তা সত্ত্বেও এখনও বিজ্ঞানীরা বলছেন, নবজাতকের জন্য সবচেয়ে সেরা খাবার মায়ের বুকের দুধ। শিশুকে প্লাস্টিকের বোতল ব্যবহার করে গুঁড়ো দুধ বা অন্য যেকোনো ‘ফর্মুলা দুধ’ পান করানোর মাধ্যমে তার শরীরে উচ্চ মাত্রায় প্লাস্টিকের মজুদ গড়ে উঠতে পারে।

সর্বশেষ পরীক্ষায় অংশ নেয়া মায়েরা সন্তান জন্ম দেয়ার এক সপ্তাহ পরে তাদের কাছ থেকে এক গ্রাম দুধ সংগ্রহ করা হয়। এই দুধে যাতে অন্য কোনো কিছুর সংক্রমণ না ঘটে সে জন্য মায়েদের কাছ থেকে প্লাস্টিকের তৈরি নয় এমন কন্টেইনারে সংগ্রহ করা হয় ওই দুধ। ব্রেস্ট পাম্পিং সিস্টেমে নয়, হাতের চাপে সংগ্রহ করা হয় এই দুধ। এসব নমুনায় এক থেকে ৫টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।

পলিমার নামের জার্নালে এ নিয়ে গবেষকরা লিখেছেন, মানুষের শরীরে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি এখন অনিবার্য হয়ে উঠেছে। এসব প্লাস্টিক পার্টিক্যাল এসেছে পিভিসি, পলিইথিলিন, পলিপ্রোপাইলিন সহ সব রকম প্লাস্টিক পণ্য থেকে। এর মধ্যে আছে প্লাস্টিকের বোতল, প্যাকেজিং, সিনথেটিক লেদার, ফ্লোর টাইলস এবং ফার্নিচারের কভার থেকে।

এই গবেষণা করেছেন ইতালিয়ান একটি গবেষক দল। ২০২০ সালে তারাই প্রথম নবজাতকের প্লাসেন্টায় মাইক্রোপ্লাস্টিকের সন্ধান পান। এই গবেষক দলে আছেন, আনকোনায় অবস্থিত ইউনিভারসিটা পালিটেকনিকা ডেলে মার্চের ড. ভ্যালেন্টিনা নোটারস্টেফানো।

তিনি বলেছেন, মায়েদের বুকের দুধে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নবজাতকের স্বাস্থ্যঝুঁকি নিয়ে আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে। এর ফলে নবজাতকরা চরম বিপন্ন অবস্থায় পড়বে। ফলে নারী যখন অন্তঃসত্ত্বা থাকেন এবং শিশুকে বুকের দুধ পান করান তখন তার শরীরে যাতে প্লাস্টিকের উপস্থিতি না থাকে, তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আমাদের গবেষণার ওপর ভিত্তি করে মায়ের বুকের দুধ শিশুকে পান করানো কমিয়ে দেয়া উচিত হবে না। কিন্তু রাজনীতিকদের ওপর চাপ সৃষ্টি করতে হবে, যাতে তারা দূষণ কমিয়ে আনার জন্য আইন করেন।

প্রসঙ্গত, প্লাস্টিকের কারণে নানারকম স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। বিশেষ করে প্লাস্টিককে নরম করতে ব্যবহার করা হয় পথালটেস নামের একটি রাসায়নিক পদার্থ। এই পদার্থটি মানুষের যৌন হরমোনের ওপর প্রভাব ফেলতে পারে।

Photos from রাজদর্পণ  -Raj Darpon's post 05/10/2022

তরল প্রেমের পরিণতি কোন দিকে যাচ্ছে....?

রাইসা ইসলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সাব্বির রহমান নামে এক ছেলের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর সম্প্রতি তিনি নিজ রুমে স্যাভলন খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে কপাল ভালো, এ যাত্রায় বেঁচে যান তিনি।

বর্তমান সময়ে সম্পর্ক ভেঙে যাওয়া একটি মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মূলত উত্তর-আধুনিক ইনডিভিজুয়ালিজমের (নিজের মতো থাকা) ছোঁয়ায় নিজেকে রাখা হচ্ছে প্রথম সারিতে। এখানে প্রেমের সম্পর্কগুলো হয়ে উঠছে তরল-ঠুনকো।
অর্থনীতিতে ‘লিকুইড মানি’ শব্দটি বহুল প্রচলিত। সহজ ভাষায় বললে, লিকুইড অর্থাৎ তরল সম্পত্তি হচ্ছে এমন সব সম্পত্তি, যা অতি সহজেই এক রূপ থেকে অন্য রূপে নেয়া যায়। অর্থাৎ, সম্পত্তির স্থিতিস্থাপকতা বলে কিছু থাকে না। পুঁজিবাদের এ যুগে সম্পর্কগুলো হয়ে উঠছে তরল, যেটাকে বলা হচ্ছে ‘লিকুইড রিলেশনশিপ’। হুমায়ুন আজাদের ভাষায়, পুঁজিবাদী পর্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় কুসংস্কারের নাম প্রেম।

আশির দশকে শাহনাজ পারভীন ও আসলাম হোসেন ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিলেন। তারা বলেন, আমাদের সময়ে প্রেমটা একদম অন্যরকমের ছিল। আমাদের মূল লক্ষ্যই ছিল একসঙ্গে থাকা। আমাদের বাবা-মা শুরুতে বিয়েতে রাজি ছিলেন না। কিন্তু অনেক চেষ্টার পর আমরা এক হতে পেরেছি। এমন-না আমাদের ঝগড়া হয় না বা সব বিষয়ে আমাদের মনের মিল হয়। কিন্তু আমরা জানি, একসঙ্গে থাকতে গেলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা, সম্মান ও সহযোগী মনোভাব।

সাম্প্রতিক সময়ের ভালোবাসা নিয়ে কথা হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক ছাত্র মুহতাসিন তূর্ণের সঙ্গে। তিনি বলেন, প্রেম আর ভালোবাসা কিন্তু একেবারে ভিন্ন জিনিস। বর্তমান সময়ে আমরা প্রেম করি, কিন্তু কেউ কাউকে ভালোবাসতে পারি না। ছেলেদের ক্ষেত্রে প্রেম জিনিসটা বেশির ভাগই রূপসর্বস্ব, আর মেয়েদের ক্ষেত্রে অর্থনির্ভর। প্রেম করতে গেলে আপনাকে প্রেমিকা নিয়ে রেস্টুরেন্টে যেতে হবে, ঘুরতে যেতে হবে, রাত জেগে চ্যাট করতে হবে–এগুলোই প্রেমের শর্ত। ক্যাম্পাস জীবনে যাকে আমি ভালোবেসেছিলাম, ফাইনাল ইয়ারে এসে সে একজন প্রতিষ্ঠিত বিসিএস ক্যাডার দেখে বিয়ে করে ফেলল। ভাবুন একবার, অর্থনৈতিক নিশ্চয়তার বেড়াজালে আমার এতদিনের সম্পর্ক এক নিমেষে শেষ।

প্রায় একই কথা বলেন সাদেকুর রহমান। তিনি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, আমাদের প্রেম হয়েছিল ফেসবুকে, প্রেমের শেষও ফেসবুকে। মাঝখানে যা ছিল সবই এখন স্মৃতি। সেদিন আমার প্রাক্তনের সঙ্গে দেখা। সে আমাকে দেখিয়ে তার বাচ্চাকে বলল, এটা তোমার মামা হয়!

বর্তমানের প্রেমের সম্পর্কগুলো কেন এত ভঙ্গুর–এ বিষয়ে কথা হয় রিলেশনশিপ কাউন্সিলর আবুল কালাম আজাদের সঙ্গে। গণমাধ্যমকে তিনি বলেন, আমাদের শৈশবের শুরু থেকে বয়ঃসন্ধিকাল ও বয়ঃপ্রাপ্ত হওয়ার সময় পর্যন্ত আমরা একটি ভুল মাধ্যমের মধ্য দিয়ে বড় হই। ছেলে-মেয়ে যখন বড় হচ্ছে, তাদের প্রেমের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে ফেসবুক। তারা কৌতূহলবশত একে অন্যের প্রতি আকৃষ্ট হচ্ছে, দেখা করছে, প্রেম করছে, ঘনিষ্ঠ হচ্ছে। ক'দিন পরে যখন একজনের কাছে আরেকজনের দোষ উন্মুক্ত হচ্ছে, তারা নতুন দিকে চলে যাচ্ছে। এমনটা হওয়ার কারণ হচ্ছে, তারা যেটা করছে সেটা একটা মিউচুয়াল সহযোগিতামূলক সম্পর্ক। এটা প্রেম নয়।

আজাদ বলেন, শৈশব থেকে আমাদের শেখানো হচ্ছে একটি মেয়ে হতে হবে সাদা চামড়ার, ছেলের থাকতে হবে অনেক টাকা। আমরা এই ছকে ফেলে যখন সম্পর্কে জড়াতে চাই, তখন সহজেই সম্পর্ক ভেঙে যায়। প্রেমটা আসলে পরিকল্পনা করে করার জিনিস নয়।

বর্তমান সময়ের সম্পর্কগুলো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাদেকা হালিম সংবাদমাধ্যমকে বলেন, এখনকার সময়ের সম্পর্কগুলো আর চা-কফির মধ্যে সীমাবদ্ধ নেই। খুব সহজেই ছেলে-মেয়েরা ঘনিষ্ঠ হচ্ছে। আবার সহজেই ভেঙে যাচ্ছে সম্পর্ক। বর্তমান সময়ের এ সম্পর্কগুলোকে ‘লিকুইড লাভ রিলেশন’ ছাড়া আর কিছুই বলা যায় না।

সম্প্রতি আঁচল ফাউন্ডেশনের একটি গবেষণায় দেখা যায়, শিক্ষার্থীদের মধ্যে বেড়ে যাওয়া আত্মহত্যার একটি মূল কারণ প্রেমঘটিত জটিলতা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর চালানো এক জরিপ অনুসারে, গত বছর যারা নানা কারণে আত্মহত্যা করেছেন, তাদের মধ্যে ২১ শতাংশেরই প্রেমঘটিত জটিলতা ছিল।

তরল প্রেমের এই মায়াজাল থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে শৈশবের পরিচর্যার দিকে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। প্রেমকে কেবল বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হিসেবে না দেখে এটাকে ভালোবাসার এক পরিণত মাধ্যম হিসেবে দেখতে পারলেই অস্থিতিস্থাপক এ সম্পর্কগুলো স্থায়ী রূপ লাভ করবে–এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।

01/10/2022

এই হলো শাকিব খানের প্রথম সন্তান রাহুল খান!!
বিনোদন প্রতিবেদক ঃ
গত ২০০৮/২০০৯ এর দিকে দৈনিক ভোরের কাগজের বিনোদন পতায় একটি ছবি প্রকাশ পায়। চিত্র নায়িকা রাত্রি আর শাকিব খানের বিয়ের ছবি। ভোরের কাগজের বিনোদন সম্পাদক Jahangir Biplob ভাই এই ছবিটি অনেক কষ্টে যোগাড় করেন।

তখন চাইলেই ছবি ইনবক্সে চলে আসতো না, ক্যামেরায় তোলা ছবি স্ক্যানিং করে পত্রিকার পাতায় ছাপাতে হতো। আর একটা ছবি যোগার করতে খবর হয়ে যেত,পকেটের টাকা খরচ হতো।

ছবিটি প্রকাশের পর তেলে বেগুনে জ্বলে ওঠেন শাকিব খান। এফডিসিতে ভোরের কাগজ নিষিদ্ধ ঘোষণা করা হয়। জাহাঙ্গীর বিপ্লব এবং ওমর ফারুক কে এফডিসিতে পাইলেই নাকি মারবেন শাকিব খান। খবর শুনে বিপ্লব ভাইয়ের মাথা গরম,জুনিয়র তবুও উত্তেজনা কম না! বিপ্লব ভাইকে বলা হলো চলেন এখনই এফডিসিতে যাবো। দেখি শাকিব কোন বা*ল ছিড়ে!

প্রয়াত আওলাদ ভাই তখন এফডিসি তে যা বলেন তাই হয়। আওলাদ ভাই শাকিব কে ধমকালেন, কেন এমন কথা বললো!! শাকিব খানও চেপে গেলো।

প্রশ্ন হলো, শাকিব খান তাহলে প্রথম সন্তান রাহুল খান এবং রাত্রির সাথে কেনো অবিচার করছেন? জয় এবং বীর স্বীকৃতি পেলে রাহুল কি দোষ করলো ?

বিনোদন সাংবাদিকগণ এই বিষয়টা নিয়ে এখন আওয়াজ তুলেন। একজন অসহায় স্ত্রীকে তার স্বামীর অধিকার আর বাবার আদর থেকে বঞ্চিত এক সন্তাককে বাবার অধিকার পেতে সহায়তা করতে পারেন।

28/09/2022

হাফেজ তাকরীমের গৌরবময় অর্জন দেশের জন্য সুনাম বয়ে এনেছে : ধর্ম প্রতিমন্ত্রী..........

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, হাফেজ সালেহ আহমদ তাকরীম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে।

তিনি বলেন, সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্বের অত্যন্ত মর্যাদাপূর্ণ পবিত্র হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলার এই ক্ষুদে হাফেজ মাত্র ১৩ বছর বয়সে পৃথিবীর ১১১টি দেশের প্রতিযোগিদের মধ্যে (১৫ পারা হিফজ ক্যাটাগরিতে) তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের জন্য যে সম্মান বয়ে এনেছেন তা এদেশের শিশু-কিশোরদের দারুণভাবে অনুপ্রাণিত করবে।

আজ বায়তুল মুকাররম মসজিদের পূর্ব সাহানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সৌদি আরবে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করায় বাংলাদেশি প্রতিযোগী হাফেজ সালেহ আহমদ তাকরীমের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে হাফেজ সালেহ আহুমদ তাকরীমের হাতে দুই লাখ টাকার চেক, ক্রেস্ট ও বই তুলে দেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. আব্দুল আউয়াল হাওলাদার, হাফেজ তাকরীমের পিতা হাফেজ আব্দুর রহমান ও হাফেজ তাকরীমের মাদ্রাসা মারকাজে ফায়জিল কুরআনের মুহতামীম মুফতী মুরতাজা হাসান ফয়েজী। সূত্র: বাসস

23/09/2022

প্রিয় গার্মেন্টস শ্রমিক ভাই ও বোন সহ চাকরি প্রার্থী নারী-পুরুষের জন্য " সুখবর "
স্বর্ণের দেশ খ্যাত-গানা দেশেতে অবস্থিত ।
আগমা গার্মেন্টস ইন্ডাস্ট্রি লিমিটেড এ
নাম মাত্র খরচে ৪০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা বেতনে বিভিন্ন পদে পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ করা হবে।
আগ্রহীরা দ্রুত যোগাযোগ করে ইন্টারভিউতে অংশগ্রহণ করুন।
প্রতি শুক্র ও মঙ্গলবার
স্থান:শিউলি গার্মেন্টস ট্রেনিং সেন্টার , মালিবাগ ঢাকা +88 01758681888
আমাদের বৈশিষ্ট্য,:১/ভিসার আগে কোন টাকা পয়সা নেয়া হয় না।
২/পাসপোর্ট না থাকলে, দ্রুত পেতে সহযোগিতা করা হয়।
৩/ মেডিকেল ও ইন্টারভিউতে সার্বিক সহযোগিতা করে থাকি।

22/09/2022

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তেতুলবাড়িয়া বাজার এজেন্ট আউটলেট এর ইনচার্জ জনাব মহিদুল ইসলাম এর সাক্ষাৎকারঃ
আসসালামু আলাইকুম।
অত্র শাখার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আন্তরিক কৃতজ্ঞতাবোধ রইলো ঐ সকল ব্যক্তিদের প্রতি যারা সর্বদা উক্ত প্রতিষ্ঠানের সূচনা থেকে শুরু করে উন্নতি প্রকল্পে সার্বিক সহযোগিতা করেছেন এবং করে যাচ্ছেন।
আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ে মানুষের কাছে অত্যন্ত বিশ্বস্ত ও ভালোবাসার একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে তেতুলবাড়িয়া বাজার এজেন্ট ব্যাংক।
অত্র আউটলেটে একাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, ফিক্সড ডিপোজিট, ইএফটি, আরটিজিএস, বৈদেশিক রেমিটেন্স এর অর্থ প্রদান, ব্যালেন্স অনুসন্ধান, একাউন্ট স্টেটমেন্ট, সমন্বিত শিক্ষাবৃত্তির অর্থ প্রদান, বিদ্যুৎ বিল সংগ্রহ এবং ব্যাংকিং এর সকল সেবা পাবেন ইনশাআল্লাহ।

21/09/2022

জরুরী নিয়োগ "বিজ্ঞপ্তি"
ফোন রিসিভ ও অফিস সহকারী
২ জন মেয়ে আবশ্যক এবং
বিভিন্ন জেলা ও ইপিজেড সহ বাড্ডা, তেজগাঁও শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভারে কাজ করতে আগ্রহী নারী ও পুরুষ গন যোগাযোগ করুন
01758681888 অফিস:-
জাতীয় প্রেসক্লাবের বিপরীতে বিএমএ ভবন,ঢাকা-বাংলাদেশ
বি:দ্র: বেতন ১২০০০-২২০০০ বিস্তারিত আলোচনা সাপেক্ষে।
কাজ:দেশ বিদেশের, সরকারি বেসরকারি,প্রতিষ্ঠানও কম্পানির প্রকল্প বাস্তবায়ন করা।

21/09/2022

বাংলাদেশের প্রতিবেদন,
জাতিসংঘের গুম বিষয়ক শুনানিতে ।

রাজ দর্পণ ডেক্স:

গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ। খুঁজে বের করতে সহায়তা নেয়া হবে পরিবারের। মঙ্গলবার (২০শে সেপ্টেম্বর) বিকেলে জাতিসংঘের জেনেভায় গুম বিষয়ক শুনানিতে বাংলাদেশের পক্ষ থেকে এ অঙ্গিকার তুলে ধরা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে শুনানিতে আরও বলা হয়, দেশের একটি পক্ষ গুম নিয়ে মিথ্যে অভিযোগ করছে। প্রতিবেদনে আরও বলা হয়, কে বা কারা আইনশৃংঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে এমন গুমের মতো কাণ্ড ঘটাচ্ছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতিসংঘের এ শুনানি চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। যেখানে বাংলাদেশের ৭৬ গুমের অভিযোগসহ ২১টি দেশে ৬৯৬টি অভিযোগ আছে।

19/09/2022

একদিনে রেকর্ড ৩৯৯ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু

রাজ দর্পণ ডেক্স :

বাংলা স্টার নিজস্ব প্রতিবেদক-এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪৮৩ জন। এসময় ডেঙ্গুতে ১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ৩৯৯ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন।

রোববার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও ৩৯৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ২৮০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ১১৯ জন।

এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৪৮৩ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৮৯ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৯৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ১৭৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯ হাজার ৬৪৯ জন।

এসময়ে ঢাকায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৮১৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৭০৫ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৪৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জানুয়ারির ১ তারিখ থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪৫ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

20/07/2022

"বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে চাঞ্জ না পাওয়া মা‌নেই আপনার প্রিয় সন্তান ব‌্যর্থ না" সকল পিতা মাতার উ‌দ্দে‌শ্যে বল‌ছি সন্তান আপনার তাই আপনা‌কেই পা‌শে থাক‌তে হ‌বে।

কুমিল্লা বোর্ডের সুইসাইড করা ১১ জন ছাত্রের মধ্যে ১ জনের সুইসাইড নোটঃ


"আগামি বছর আবার পরীক্ষা দিবো। মা, বাবাকে বুঝাইছি।

সবাই স্বাভাবিক ছিলো, আমিও। কিন্তু একের পর এক প্রতিবেশী সহপার্ঠীরা মিষ্টি আর কথার খোঁচা নিয়ে হাজির হতে লাগলো।

আমার মায়ের মাথা খারাপ হয়ে গেলো।


বাবাও আমাকে গালিগালাজ করলো। যে মা বাবা গতকাল আমার মাথায় হাত রেখে বলছিলো চিন্তা করিস না, বুড়ো হয়ে যাস নাই। সামনের বার আবার পরীক্ষা দিস, বছর যাইতে কয়দিন।

অথচ, প্রতিবেশীদের মিষ্টি পেয়ে সেই বাবা মা আমাকে জুতা দিয়ে পিঠলো, শুধু তাই নয়, আমার উপর রাগ করে বাবাপাতের ভাত লাথি মেরে ফেলে দিলো।


অনেক চেষ্টা করেছি লুকিয়ে থাকার, পারলাম না।

প্রতিবেশীরা এক হাত জিহ্ববা বের করে অনুশোচনা করলো, শুধু অনুশোচনা নয়, আমার জন্য নাকি আমার মা দায়ী। মায়ের আস্কারা পেয়ে আমি নষ্ট হয়ে গেছি।


তাদের কৈফিয়ত পেয়ে আমার বাবা মাকে উঠানে প্রচুর মেরেছে। মা এখনো বেহুঁশ। মার জ্ঞান ফিরার আগেই পৃথিবীকে বিদায় জানালাম।

ভালো থাকবেন প্রতিবেশীরা,
ভালো থেকো সহপার্ঠী বন্ধুরা...



#‌বিশেষ_দ্রষ্টব‌্য:

অ‌ভিভাবকসহ প্রতি‌বে‌শি সক‌লেরই মান‌সিকতা প‌রিবর্তন করা উ‌চিত। বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে চাঞ্জ না পে‌লেও সফল হওয়া যা‌বে কিন্তু ক‌া‌রো সন্তান সুইসাইড কর‌লে আর ফি‌রে আস‌বে না।

05/06/2022

একনজরে সীতাকুণ্ডে কনটেইনার ডিপোয় বিস্ফোরণ.............
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোয় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে শনিবার (৪ঠা জুন) রাত ১১টায়। বিস্ফোরণে ঘটনাস্থলের আশপাশে আগুন, উত্তাপ ও ধোঁয়া প্রত্যক্ষভাবে ছড়িয়েছে আড়াই বর্গকিলোমিটার এলাকায়, আর প্রভাব পড়েছে ১০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে। আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে। বিস্ফোরণের পর এখনো আগুন জ্বলছে। এ ছাড়া কিন্তু ডিপোয় থাকা মালামাল সম্পর্কে কোনো ধারণা না থাকায় সেখানকার ফায়ার ফাইটাররাই সবচেয়ে বেশি হতাহতের শিকার হয়েছে।

আগুনে দগ্ধ হয়ে আটজন ফায়ার সার্ভিসকর্মীসহ ৪২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া কয়েকশ মানুষ আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, সিএমএইচসহ আশপাশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে। গুরুতর আহতাবস্থায় আইসিইউতেও রাখা হয়েছে বেশ কয়েকজনকে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে গুরুতর আহত তিনজনকে।

হাসপাতালে আহাজারি :

ঘটনার পরপরই হতাহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা শুরু হয়। শনিবার রাতে অ্যাম্বুলেন্স, গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশায় করে আহত ব্যক্তিদের সেখানে আনা হচ্ছিল। এদিকে হাসপাতালে মানুষ আহত ব্যক্তিদের রক্ত দিতে ভিড় করছেন। সেখানে চিকিৎসক ও নার্সদের জড়ো করা হয়েছে। হাসপাতালে আহত ও নিহত ব্যক্তিদের স্বজনরা ভিড় করছেন। স্বজনদের খোঁজ করছেন। তাদের কান্না ও আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। এ ছাড়া হাসপাতালে মানুষের ভিড়ের জন্য চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার কথাও শোনা যাচ্ছে।

থেমে থেমে বিস্ফোরণ :

বিএম কনটেইনার ডিপোয় শনিবার রাতে আগুন লাগার পর সারা রাত থেমে থেমে বিস্ফোরণ হয়। রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুপুর ১২টার পর আর বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। তবে এখনো আগুন নেভানোর কাজ চলছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী :

আইএসপিআর জানায়, ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের পাশাপাশি উদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫০ জন সদস্য কাজ করছেন। উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তার জন্য সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দলও কাজ করছে। এ ছাড়া সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ও নিরাপত্তা দলও নিয়োজিত রয়েছে। তাদের সঙ্গে আছে মিলিটারি পুলিশ। আগুনে ক্ষতিগ্রস্ত রাসায়নিক সামগ্রী সমুদ্রে ছড়িয়ে পড়া রোধে এ দল কাজ করছে। আর বিস্ফোরণে আহত ব্যক্তিদের সেনাবাহিনীর মেডিকেল টিম চিকিৎসাসেবা দিতে কাজ করে চলেছে।

বিপুল রাসায়নিক :

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোয় বিপুল পরিমাণ রাসায়নিক ‘হাইড্রোজেন পারক্সাইড’ রয়েছে। ফায়ার সার্ভিস ও ডিপোর কর্মীরা সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। হাইড্রোজেন পারক্সাইড একটি রাসায়নিক যৌগ। এটি উত্তপ্ত হলে বিস্ফোরক হিসেবে আচরণ করে। জানা যায়, ডিপোতে আমদানি ও রফতানির বিভিন্ন মালামালবাহী অন্তত ৫০ হাজার কনটেইনার ছিল।

ধোঁয়ায় আচ্ছন্ন :

বিস্ফোরণে পুরো এলাকায় কেমিক্যালের বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের সদস্যসহ ঘটনাস্থলে আসা লোকজন চোখ খুলতে পারছেন না। বেশির ভাগ সদস্যের চোখ লাল হয়ে গেছে। নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাদের। বিষাক্ত ধোঁয়ার কারণে আগুন লাগার মূল জায়গায় এখনো ফায়ার সার্ভিস ঢুকতে পারেনি।

ঘটনাস্থলে পাওয়া যায়নি মালিকপক্ষকে :

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন সাংবাদিকদের বলেন, রোববার দুপুর পৌনে ১২টা পর্যন্ত ডিপোর মালিক বা কোনো কর্মকর্তা ঘটনাস্থলে আসেননি। মালিকপক্ষের কেউ না-থাকায় কনটেইনার ডিপোয় কী ধরনের কেমিক্যাল রয়েছে, তা জানতে পারছে না ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। এ কারণে তারা উদ্ধার তৎপরতায় বেকায়দায় পড়েছে। ফায়ার সার্ভিস আরও জানায়, পানি দিয়ে সব কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে।

ঢাকার বার্ন ইনস্টিটিউটে রোগী :

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোয় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনজন ভর্তি আছেন। এ ছাড়া আরও রোগীদের হেলিকপ্টারে করে আনার জন্য জরুরি ব্যবস্থা করা হয়েছে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক :

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোয় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং প্রধানমন্ত্রী নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের জন্য নির্দেশনা দেন। এ ছাড়া প্রধানমন্ত্রী দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে উদ্ধার তৎপরতা পরিচালনা এবং ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতা প্রদানে সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।

এত বড় দুর্ঘটনা আর ঘটেনি :

আমদানি-রফতানি পণ্য ব্যবস্থাপনার জন্য ২৪ বছর আগে চট্টগ্রামে কনটেইনার ডিপো শিল্পের যাত্রা শুরু হয়। চট্টগ্রামে এ শিল্পের যাত্রা শুরুর পর এই প্রথম কোনো কনটেইনার ডিপোয় এত বড় দুর্ঘটনা ঘটল।

21/05/2022

জিনিসপত্রের দাম বাড়ার নেপথ্যের কারন একটু জেনে নেয়া যাক.......

মুদ্রাস্ফীতির সাথে খেলাপী ঋণ ওতোপ্রোতোভাবে জড়িত। প্রথমেই বুঝতে হবে মুদ্রাস্ফীতি জিনিস টা আসলে কি? খুব সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি।

মুদ্রাস্ফীতিঃ কোন দেশে সর্বোপরি যতটুকু সম্পদ আছে তার মূল্য ওই দেশের বর্তমানের মোট মুদ্রামাণের(টাকা) সমান। মনে করুন, বাংলাদেশে সর্বমোট ১৫ টাকা আছে এবং এই দেশের সম্পদ বলতে সাকুল্যে আছে ৫ টি কমলা। আর কিছুই নেই। যেহেতু দেশের মোট সম্পদের মূল্য মোট মুদ্রামানের সমান, সেহেতু এই ৫ টি কমলার মূল্য ১৫ টাকা। অর্থাৎ, প্রতিটি কমলার মূল্য ৩ টাকা। এখন যদি আরো ৫ টা ছাপানো হয়, তাহলে মোট মুদ্রামান হয়ে যাবে ১৫+৫ = ২০ টাকা। কমলা কিন্তু বাড়েনি। তারমানে এখন[নতুন করে ৫ টাকা ছাপানোর পর] ৫ টি কমলার মোট মূল্য হয়ে গেল ২০ টাকা। অর্থাৎ প্রতিটি কমলার বর্তমান মূল্য ৪ টাকা।

এই যে সম্পদ না বাড়িয়ে অতিরিক্ত টাকা ছাপানোর ফলে কমলার দাম ৩ টাকা থেকে ৪ টাকা হয়ে গেল, এইটাই সহজ ভাষায় "মুদ্রাস্ফীতি"। একই পণ্য আগের থেকে বেশি দামে ক্রয় করা মানেই মুদ্রাস্ফীতি হয়েছে।অর্থাৎ, আমরা বলতে পারি "কোন দেশের সম্পদের পরিমাণ না বাড়িয়ে টাকা ছাপালে মুদ্রাস্ফীতি হবে।"

এইবার আসি খেলাপী ঋণের প্রসঙ্গে। সহজ ভাষায় ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করলে সেই ঋণ কে খেলাপী ঋণ বলা যায়। আবার সেই ১৫ টাকা এবং ৫ কমলায় ফিরে আসা যাক।

মনে করুন, এই ১৫ টাকা থেকে এক ব্যক্তি ৫ টাকা ঋণ নিল। যতক্ষণ পর্যন্ত ঋণের ৫ টাকা দেশের মধ্যেই থাকছে, ততক্ষন দেশের মোট মুদ্রামান ১৫ টাকাই থাকে। মানে প্রতিটি কমলার মূল্য ৩ টাকাই থাকে। অর্থাৎ মুদ্রাস্ফীতি এখন পর্যন্ত ঘটেনি।

এইবার ধরুন ওই ব্যক্তি ঋণের ৫ টাকা ডলারে কনভার্ট করে বিদেশে গিয়ে খরচ করে ফেলেছে এবং সে ঋণ পরিশোধ করতে অক্ষম। ডলারে কনভার্ট করার মানে হচ্ছে ওই ৫ টাকা এখন আর টাকা নাই। ধরুন ১ ডলার হয়ে গেছে[ধরি, ১ ডলার = ৫ টাকা]। এখন ওই ১ ডলার কিন্তু আর বাংলাদেশে ব্যবহার করা সম্ভব নয়। যে দেশের মুদ্রা শুধুমাত্র সে দেশেই ব্যবহার করা যায়। মানে ওই ৫ টাকা বাংলাদেশের মধ্যে আর নাই!! অথচ খাতা কলমের হিসাবে বাংলাদেশের মোট টাকার মান এখনো ১৫ ই আছে!!! কিন্তু প্রকৃতপক্ষে আছে ১০ টাকা। ওই খেলাপী ৫ টাকার ক্ষতি পুষিয়ে নিতে আবার ৫ টাকা অতিরিক্ত ছাপানো হয়। অর্থাৎ খাতাকলমে মোট মুদ্রামান হয়ে যায় ২০। কিন্তু প্রকৃতপক্ষে ১৫ টাকা থাকে।

এইখানে দুইটা ভয়কংর ঘটনা ঘটেঃ

১)যেহেতু টাকা ছাপানো হয় নতুন করে, সেহেতু মুদ্রাস্ফীতি হবে। অর্থাৎ একই কমলার দাম আগে ছিল ৩ টাকা। এখন হয়ে যাবে ৪ টা।

২)উপরের সমস্যা টাও খুব একটা প্রভাব ফেলত না যদি সত্যি সত্যি দেশে ২০ টাকা থাকত। তাহলে পণ্যের দাম বাড়ার সাথে সাথে মানুষের ক্রয়ক্ষমতাও বাড়ত। কিন্তু সেটা তো হচ্ছে না। কারন দেশে তো ২০ টাকা নাই। আছে ১৫ টাকা। ৫ টাকা গায়েবুল হাওয়া হয়ে গেছে। মানে আমাদের কাছে ১৫ টাকা। কিন্তু পণ্য কিনতে হচ্ছে এমন দামে যেন আমাদের ২০ টাকা আছে।

২০২১ সালের সেপ্টেম্বর এর পর মোট খেলাপী ঋণের পরিমাণ দাঁড়ায় এক লাখ এক হাজার ১৫০ কোটি টাকা। এর অর্থ এই হিউজ পরিমাণ টাকা আমাদের দেশে নাই। অথচ আমাদের পণ্য ক্রয়ের সময় এমন দাম দিতে হচ্ছে যেন ওই এক লাখ এক হাজার ১৫০ কোটি টাকাা আমাদের মুদ্রামাণে যুক্ত আছে। কি ভয়ংকর!!! এইসব হিসাবেই গ্যাসের সিলিন্ডার আজ ১৪০০ টাকা, অথচ মানুষের ক্রয়ক্ষমতা সেই ৭০০ টাকা ই আছে।

ভয়ংকর ব্যাপার। আপনাকে টাকা না দিয়ে বলা হচ্ছে টাকা দিয়েছি, আছে তোমার পকেটে, বেশি দাম দিয়ে চাল, ডাল, তেল কিনবা। নাহলে না খেয়ে মরবা।

Collected

11/05/2022

আলজাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করলো ইসরায়েল.....!
পশ্চিম তীরে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহের সময় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিজার এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দখলদার বাহিনী। বুধবার (১১ মে) এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

আল জাজিরার খবরে বলা হয়, পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহের সময় সাংবাদিক শিরীন আবু আকলেহকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার ভিডিও বিশ্লেষণ করে জানা যায়, শিরীন আবু আকলেহকের মাথায় গুলি করা হয়েছে।

ফিলিস্তিনের শহর রামাল্লায় উপস্থিত আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানান, আমরা এখন পর্যন্ত জানি- শিরীন আবু আকলেহকের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি পশ্চিম তীরের উত্তর দিকের এলাকায় ইসরায়েলি অভিযানের তথ্য সংগ্রহ করছিলেন। এসময় তার মাথায় বুলেট লাগে।

10/05/2022

মনে রাখা উচিত ক্ষমতা চিরস্থায়ী নয়।

Photos from রাজদর্পণ  -Raj Darpon's post 04/05/2022

ঝালকাঠিতে , গালুয়া ইউনিয়নে চলছে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ।

20/04/2022
14/04/2022

শুভ নববর্ষের শুভেচ্ছা ১৪২৯!
শুভ বাংলা নববর্ষ। সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।জাতি, ধর্ম, বর্ণ, গ্রোত্র নির্বিশেষে সকলকে জানাই বৈশাখী উৎসবের আন্তরিক শুভেচ্ছা

ডাঃ মোঃ তারিকুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ রাজদর্পণ

12/04/2022

শক্তিশালী বিরোধী দল না থাকায় প্রধানমন্ত্রীর আক্ষেপ.........
দেশে শক্তিশালী বিরোধী দল না থাকায় আক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, শক্তিশালী বিরোধী দল আমরা পাচ্ছি না। অপজিশন বলতে যারা আছে, তার মধ্যে দুটোই হচ্ছে মিলিটারি ডিকটেটর, একেবারে সংবিধান লঙ্ঘন করে, আর্মি রুলস ভঙ্গ করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, তাদের হাতে গড়া।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার সকালে নিজ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।টানা তিন মেয়াদের প্রধানমন্ত্রী আক্ষেপের সুরে বলেন, কাজেই তাদের ঠিক ওই মাটি ও মানুষের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটা তাদের মাঝে নেই। তাদের কাছে ক্ষমতাটা ছিল একটা ভোগের জায়গা। সেই ক্ষেত্রে আসলে অপজিশন তাহলে কোথায়? এখানে একটা পলিটিক্যাল সমস্যা কিন্তু আছে।

শেখ হাসিনা বলেন, আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে যখন শোনায় যে এখানে ডেমোক্রেসি, পার্টিসিপেটরি ডেমোক্রেসি, ইলেকশন, হেনতেন; কিন্তু আসলে এখানে করবেটা কী, সেটাও তারা চিন্তা করে না।গণতন্ত্রের কথা বলতে গেলে অনেক দল দরকার- এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, উন্নত বিশ্বে দেখলে আপনারা দেখবেন, সেখানে কিন্তু মাত্র দুই দল হয়ে গেছে এখন। বেশির ভাগ ক্ষেত্রে দুই দলের বেশি শক্তিশালী দল নাই।নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলোর মানুষের অনীহা দেখছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি তো জানি, আমেরিকার প্রায় ২৫ শতাংশ সংগঠন ইলেকশনই করে না। ইলেকশন করার বিষয়ে একটা অনীহা চলে আসে মানুষের। এটাও কিন্তু অনেক দেশে দেখা যাচ্ছে। আমাদের দেশটা ধীরে ধীরে ওরকম হয়ে যাচ্ছে।

বিএনপির শাসনকাল তুলে ধরেন শেখ হাসিনা বলেন, পেছনে থেকে তাদেরকে উৎসাহ দিয়ে একবার ক্ষমতায় আনতে পারে, যেটা ২০০১ সালে এনেছিল। কিন্তু তার পরিণতি কী ছিল? বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, বাংলা ভাই সৃষ্টি, জঙ্গিবাদ সৃষ্টি, ৫০০ জায়গায় একদিনে বোমা হামলা, আমাদের উপর গ্রেনেড হামলা, অপজিশনের অনেক নেতা-কর্মীদের উপর হামলা।

তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের উপর গ্রেনেড হামলা, কামরান মারা গেছে, তার ওপর দুই বার গ্রেনেড হামলা হল, হেলালের মিটিংয়ের উপর হামলা, সেখানে ৯ জন মারা গেল। এ রকম সন্ত্রাসী কর্মকাণ্ড সেই সময় সারা দেশজুড়ে। যার জন্য ইমার্জেন্সি।আওয়ামী লীগ ‘মাটি ও মানুষের দল’ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, একমাত্র আওয়ামী লীগ একটা দল, যে দলটা সেই ১৯৪৯ সালে তৈরি। বিরোধী দল থেকে একেবারে সাধারণ মানুষকে নিয়ে এই দলটা গড়ে তোলা। এই সংগঠনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে উদ্বুদ্ধ করে এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন।

প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলা এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান, রাষ্ট্রদূত-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমম্বয়ক জুয়েনা আজিজ এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। সভা সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গত তিন বছরের কাজের উপর একটি উপস্থাপনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া।

11/04/2022

ঈদে লঞ্চের টিকিট কাটার নতুন নিয়ম.........

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে জাতীয় পরিচয়পত্র ছাড়া লঞ্চের টিকিট মিলবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঈদের পাঁচদিন আগে এ সিদ্ধান্ত কার্যকর হবে। রোববার (১০ এপ্রিল) সচিবালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে ঈদ ব্যবস্থাপনা’ শীর্ষক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, টিকিট সংগ্রহের আগে এনআইডির কপি দিতে হবে। কেবিন বা ডেকে হোক, লঞ্চে উঠতে গেলে তাকে পরিচয়পত্র সরবরাহ করতে হবে। অন্যথায় আমাদের পক্ষে টিকিট দেওয়া সম্ভব হবে না। মালিক-শ্রমিক সবাই মিলেই এ সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নেওয়ার প্রলোভন দিয়ে অতিরিক্ত যাত্রী লঞ্চে উঠানো যাবে না।

ঈদের ৫ দিন আগে থেকে সাময়িকভাবে এ সিদ্ধান্ত কার্যকর করা হলেও ঈদের পর স্থায়ীভাবে তা কার্যকর করা হবে বলেও জানান খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় ঈদযাত্রায় অতিরিক্ত চাপ সামলাতে ঈদের ছুটি যেন ধারাবাহিকভাবে দেওয়া হয় সেই চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের ছুটি দেওয়ার ক্ষেত্রে বিজিএমইএসহ সংশ্লিষ্টরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

প্রতিমন্ত্রী বলেন, নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সারাদেশে চলাচলকারী বালুবাহী নৌযান বা বাল্কহেডসমূহ ঈদের দিনসহ ঈদের আগে ৫ দিন ও ঈদের পরে ৫ দিন এই মোট ১১ দিন বন্ধ থাকবে।

31/03/2022

৩ মাসেও শনাক্ত হয়নি ২৩ মরদেহ.....!

ডেস্ক রিপোর্ট:

১৯টি কবরে ২৩টি মরদেহ, পরিচয় হিসেবে লেখা আছে শুধু থানার সাধারণ ডায়েরি নম্বর। গত ২৫ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনার দুই মাস অতিবাহিত হলেও এখনও শনাক্ত করা যায়নি বরগুনায় অজ্ঞাত পরিচয়ে দাফন করা এ মরদেহ।

বরগুনার পোটকাখালী গণকবরে দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহত ২৩ জনকে অজ্ঞাত পরিচয়ে দাফন করা হয়েছে। এছাড়া পরে নদী থেকে উদ্ধার করা অজ্ঞাত আরও একটি মরদেহ ঝালকাঠিতে দাফন করা হয়।
এরপর গত ২৮ ডিসেম্বর বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা থেকে সিআইডির ফরেনসিক বিভাগ ডিএনএ নমুনা সংগ্রহ করতে আসে। এ সময় নিখোঁজ ২৪ জনের জন্য ৩৫ স্বজন ডিএনএ টেস্টের জন্য নমুনা দেন।

তবে দুইমাস অতিবাহিত হলেও এখনও ফল প্রকাশ হয়নি। প্রতিনিয়ত গণকবরে স্বজনদের কবর জিয়ারত করতে আসেন নিখোঁজ পরিবারের সদস্যরা। দুর্ঘটনায় নিখোঁজদের মরদেহ স্বজনরা এক প্রকার সান্ত্বনা হিসেবে গ্রহণ করতে চাইলেও এখনও ডিএনএ টেস্টের ফল না পাওয়ায় সেই সান্ত্বনা থেকেও বঞ্চিত স্বজনহারা ব্যক্তিরা। এমনকি নিখোঁজরা শনাক্ত না হওয়ায় কোন সহায়তা পায়নি তাদের পরিবার। এতে একমাত্র উপার্জনক্ষম নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা পড়েছেন চরম বিপাকে। তাই অনেকটা অনাহারেই দিন কাটছে এসব পরিবারের সদস্যদের। মরদেহ শনাক্ত না হওয়ায় নিখোঁজদের পরিবারকে সহায়তা করা যাচ্ছে না বলে জানিয়েছে বরগুনা জেলা প্রশাসন।

গত ২৯ মার্চ জেলা প্রশাসক সম্মেলনকক্ষে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ২৫ জনকে শনাক্ত করা হয়েছে। তার মধ্যে ১৮পরিবারকে দেড় লক্ষ টাকা নগদ সহায়তা করেন।বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, আমরা ঢাকার সিআইডির ফরেনসিক বিভাগের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি, যাতে দ্রুত ফল পাওয়া যায়। ফল আসলে এর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এ বিষয়ে সিআইডি ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার বলেন, ডিএনএ নমুনা বিশ্লেষণের কাজ চলমান আছে, আশা করছি অতি তাড়াতাড়ি আমরা ডিএনএ-এর ফল দিয়ে দিতে সক্ষম হবো।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনার ৪৭ জনের মৃত্যু হয়। এতে ৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আলহাজ্ব ডাক্তার মাওলানা সিদ্দিকুর রহমান এর জানাযায় উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।তাঁর সুয...

Category

Telephone

Address


National Press Club Opposite Dhaka
Dhaka

Other Journalists in Dhaka (show all)
Shykh Seraj Shykh Seraj
40 Shahid Tajuddin Ahmed Sarani, Tejgaon Industrial Area
Dhaka, 1208

Bangladeshi Development Journalist working for four and a half decades on media to promote farmers.

Zillur Rahman Zillur Rahman
Dhaka

Zillur Rahman is considered to be one of the most successful television anchors of Bangladesh.

Mustafizur Rahaman Mustafizur Rahaman
Gulshan
Dhaka, 1000

Professional Journalist, Young Writer & Media Consultant

মতিঝিল খবর প্রতিদিন মতিঝিল খবর প্রতিদিন
Dhaka, 1000

ফলো,লাইক, শেয়ার করে পাশে থাকুন

জুবায়ের রহমান চৌধুরী জুবায়ের রহমান চৌধুরী
Hasina Monjil (2nd Floor) Ta-119, Bir Uttam AK Khandaker Sarak (Gulshan-Badda Link Road), Gulshan/1
Dhaka, 1212

Welfare Secretary, Dhaka Union of Journalists (DUJ) & Chairman & MD, ZuAsSa BizCon & E365 Ventures.

RAKIB LIVE RAKIB LIVE
Mirpur
Dhaka, 1216

I'm Rakib Hasan, a journalist who loves to share his work, experiences and everything else. I'm a Yo

Rana Abbas Rana Abbas
Dhaka

Sports Journalist

জলপরী জলপরী
Dhaka, 1000

welcome my page

Anam Anam
Dhaka

Rubel Video Tv Rubel Video Tv
মিরপুর রূপনগর
Dhaka

https://www.facebook.com/Rubel-Video-Bd-111258768075042/

Mithun Raj Mithun Raj
Banani
Dhaka

একদিন সব হবে শুধু সেদিন থাকবো না আমি

BCS Preliminary Campaigner BCS Preliminary Campaigner
Dhanmondi
Dhaka, 1205

If you want to take BCS preparation or BCS Preliminary preparation successfully. Stay with us.