Hometech online school
Nearby schools & colleges
feni, Feni
Feni, Feni
Falahia Lane, Feni
Feni Sadar Feni, Feni
FENI, Feni
Feni 3920
Pathan Bari Road, Feni
Feni
Feni
Sss. Road, Feni
Nazir Road, Feni
Feni-Noakhali Highway, Feni
Feni Govt College, Feni
Feni, Feni
Feni Parshuram, Feni
শিক্ষাকে সহজ লভ্য করাই আমাদের উদ্দেশ?
🏘দৃষ্টিনন্দন ও আধুনিকতার ছোঁয়ায় গড়ে উঠুক আপনার স্বপ্নের আবাসস্থল ।
#প্রজেক্টঃ এম এন টাওয়ার
#লোকেশনঃ লক্ষীপুর রামগতি মেইন রোড়,(পুলিশ ফাঁড়ির বিপরীত পাশে) লক্ষীপুর সদর লক্ষীপুর।
#প্রজেক্ট টাইপঃ ৭ম তলা বিশিষ্ট আবাসিক কাম বানিজ্যিক ভবন।
#এরিয়াঃ ৩৯০০ বর্গফুট প্রায়
#ক্লাইন্টঃ জনাব মোরশেদুল ইসলাম ও নাসরিন আক্তার
#কনসালটেন্টঃ হোমটেক ইঞ্জিনিয়ার'স এন্ড আর্কিটেক্ট
সকল ধরণের স্থাপত্য ও অবকাঠামো নির্মাণে আমরা আছি দীর্ঘসময় ধরে আপনাদের পাশে -
"আপনার স্বপ্নের ঠিকানাকে দৃষ্টিনন্দন ও আধুনিকতার স্পর্শে রাঁঙাতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে "
☎ #যোগাযোগঃ 01646-656921,01646-656922,01646-656923 (Imo/What's app) 01848094209
বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ-
আমাদের পেইজঃ
https://www.facebook.com/hometech.engineering/
🌐বিস্তারিত জানতে ভিজিট করুন 💫 www.hometech-engineering.com
যুক্ত থাকুন আমাদের পেইজ বুক গ্রুপে
https://www.facebook.com/groups/536333984836735/?ref=share
পাইলিং কাজ দেখা শুনার জন্য জরুরী ভিত্তিতে দুইজন সাইট ইন্জিনিয়ার অবশ্যক।
সাইট লোকেশনঃ ফেনী এবং লক্ষীপুর
প্রয়োজনেঃ
হোমটেক ইন্জিনিয়ার,স এন্ড আর্কিটেক্ট
মোবাইলঃ০১৮৪৮-০৯৪২০৯
#সাইট সুপারভিশন #
আমাদের প্রার্থনার স্থান গুলো যদি হয় দৃষ্টিনন্দন ও আধুনিকতার ছোঁয়ায় মনের প্রশান্তি আরও বহুগুন বেড়ে যায়।
#প্রজেক্টঃ বায়তুল আয়ান জামে মসজিদ।
#লোকেশনঃ কুঠির হাট সোনাগাজী, ফেনী।
#প্রজেক্ট টাইপঃ ইসলামিক স্হাপত্য
#ক্লাইন্টঃ মসজিদ কমিটি
#কনসালটেন্টঃ হোমটেক ইঞ্জিনিয়ার'স এন্ড আর্কিটেক্ট
সকল ধরণের স্থাপত্য ও অবকাঠামো নির্মাণে আমরা আছি দীর্ঘসময় ধরে আপনাদের পাশে -
"আপনার স্বপ্নের ঠিকানাকে দৃষ্টিনন্দন ও আধুনিকতার স্পর্শে রাঁঙাতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে "
☎ #যোগাযোগঃ 01646-656921,01646-656922,01646-656923 (Imo/What's app) 01848094209
বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ-
আমাদের পেইজঃ
https://www.facebook.com/hometech.engineering/
🌐বিস্তারিত জানতে ভিজিট করুন 💫 www.hometech-engineering.com
যুক্ত থাকুন আমাদের পেইজ বুক গ্রুপে
https://www.facebook.com/groups/536333984836735/?ref=share
Soil test * Engineer advice* Exclusive Tips In this video to know soil test*Bangla Tipshttps://www.youtube.com/channel/UCxQQjWZ8MuMKj4RbzasKvew ……………………………………………...
সয়েল টেস্টের খুঁটি নাটি
Soil Test-মাটি পরিক্ষার বাস্তব ভিডিও**New tips In this video to know soil test*Bangla Tipshttps://www.youtube.com/channel/UCxQQjWZ8MuMKj4RbzasKvew ……………………………………………...
Thanks to all for your support
Site Inspection before Casting slab
:Hazi Abul Bosor Mansion
:Mohipal, Feni.
:Hometech Engineers & Architect
Any quarry please contact us: Cell:01848-094209, 01646-656921
The Checklist For Concrete Slab are listed below:
1. Make sure that the cover blocks are at right position and stay okay while concreting.
2. If the concrete is prepared at site, carefully handle the process of batching, water content, mixing and testing of fresh concrete.
3. Ensure that the beams are primarily cast in layers and compacted properly by vi*****rs.
4. Make sure that one carpenter and one helper is always present under the shuttering slab to confirm that it is supported well and will stay constant during and after concreting.
5. Assure the presence of a bar bender to avoid displacement of steel reinforcement.
6. Never permit extremely smooth finishing for the concrete slabs.
7. Try not to permit sprinkling of dry cement during finishing, It will help to prevent micro shrinkage cracks in the concrete.
8. Put the chairs appropriately to avoid disturbance at the top reinforcement bars during concreting.
9. Try to prevent cold joints in the casting slab.
10. In case of concreting in hot weather, protect the concrete surface by covering with wet gunny bags at least for 4 – 5 hours.
11. In case of concreting in rainy, windy, or extremely hot weather, put a cover of tarpaulin over the slab. It will protect the slab from getting damaged.
12. To prevent plastic shrinkage cracks in the concrete slab, avoid drastic drying of green concrete.
13. Ensure full compaction and complete finishing of the concrete.
Roof beam check list in Construction site**Exclusive *Bangla tips*সাইটে রুফ বীমের কি কি চেক করতে হয়? big mistakes in rcc beam on construction site ,how to check a roof beam from drawing ,how to calculate extra bar length in beam, how to calculate steel in be...
ছাদ ঢালাই এর পূর্বে কি কি চেক করা উচিত????
Hometech Shafi Cottage (হোমটেক শফি কটেজ) A Triplex project@hometech online schoolcheck for slab casting
আসুন বিম সম্পর্কে পুরো বিস্তারিত জেনে নেই।
১. বিম কাকে বলে?
উঃ বিম হচ্ছে একটি আনুভূমিক মেম্বার যা ২ বা ততোধিক সাপোর্টের উপর আবস্তান করে এবং এর উপর আগত লোড উভয় পাশের সাপোর্টের উপর স্থানান্তর করে তাকেই মূলত বিম বলে। support meaning খুটি, সমন্বয়, প্রক্রিয়া etc.
2. বিমের প্রকার?
বিমকে প্রধানত ৫ ভাগে ভাগ করা হয়েছে।
1.সাধারন ভাবে।
২. .সাপোর্ট ক্রিয়ার উপর ভিত্তি করে।
৩. বেন্ডিং পীড়নের উপর ভিত্তি করে।
৪. রডের উপর ভিত্তি করে।
৫. দৃড়তার উপর ভিত্তি করে।.সাধারন ভাবেঃ বিম ৫ প্রকারঃ
1. Simple supported beam.
2. Centilever beam.
3. Overhanging beam.
4. Fixed beam.
5. Continuous beam. Ai continuous bean abar 2 pokar 1. Full continuous beam. 2. Half continuous beam.
সাপোর্ট ক্রিয়ার উপর ভিত্তি করেঃ বিম ২ প্রকারঃ
1. Statically determinate beam.
2. Statically non- determinate beam.
বেন্ডিং পীড়নের উপর ভিত্তি করেঃ বিম ৩ প্রকারঃ
1. Balanced beam.
2. Under reinforcement beam.
3. Over reinforcement beam.
রডের উপর ভিত্তি করেঃ বিম ২ প্রকারঃ
1. Single reinforcement beam.
2. Double reinforcement beam.
দৃড়তার উপর ভিত্তি করেঃ বিম ২ প্রকারঃ
1. Stable beam.
2. Non-stable beam.
লজিক গেইট।
line coding & block coding এর পার্থক্য।
কম্পিউটার টেকনোলজি ৪র্থ পর্বের ডাটা কমিউনিকেশন সিস্টেম সাবজেক্ট সকল পূর্ণরূপ। আশা করি পরীক্ষা আগের রাত একসাথে পড়তে সমস্যা হবেনা।
বিখ্যাত গণিতবিদ
ডোনাল্ড আরভিন নুথ
ডোনাল আরভিন নুথ (১৯৩৮-) কে আধুনিক কম্পিউটার বিজ্ঞানের জনক বলা হয়। তিনি এলগোরিদমের পারফরম্যান্স বিশ্লেষণের জন্য গাণিতিক পদ্ধতিকে সমৃদ্ধ করেন। তার লেখা বই _Tha Art of Computer Programming, Concrete Mathematics & Science writing software -TEX সারা পৃথিবীতে বহুল ব্যবহৃত। তিনি টুরিং পুরষ্কারসহ নানা পুরষ্কারে ভূষিত হয়েছেন। বুদ্ধিমত্তার জন্য ছোটবেলা থেকেই সুপরিচিত ছিলেন।
জন ভন নিউম্যান
জন ভন নিউম্যান (১৯০৩- ১৯৫৭) গেম থিউরির উপর কাজ করেন।কম্পিউটার বিজ্ঞান ও লিনিয়ার প্রোগ্রামিং এ তার অনেক অবদান রয়েছে। তিনি ম্যানিয়াক ( MANIAC - Mathematical Analyser Numerical Integrator and Computer) তৈরিতে সাহায্য করেন।আধুনিক কম্পিউটারের ভিত্তিই হলো ভন নিউম্যান আর্কিটেকচার।
একটি আধুনিক মাইক্রো কম্পিউটার বা পিসি'র সাথে থাকে-
১) মনিটর (টিভির মতো)
২) কী- বোর্ড (একটি বোর্ড বিভিন্ন কি-র সারি)
৩) সিস্টেম ইউনিট (একটি বক্স)
৪) মাউস ও মাউস প্যাড।
কম্পিউটারের সি.পি.ইউ বা সিস্টেম ইউনিটের ভিতর নিম্নলিখিত অংশ গুলো থাকেঃ
১। মাদারবোর্ড
২। বিভিন্ন ধরনের কার্ড
৩। ফ্লপি ডিস্ক ড্রাইভ
৪। হার্ড ডিস্ক
৫। সংযোগকারী তার
৬। পাওয়ার সাপ্লাইয়ার ইত্যাদি
১/ মাদারবোর্ড
কমপিউটারের ভিতর, কম্পিউটারের বহিরাংশ বা বক্স কম্পিউটারে কেসিং বলা হয় তাতে সংযুক্ত হালকা সবুজ সিলিকনের উপর বিভিন্ন যন্ত্রপাতিযুক্ত বোর্ডকে মাদারবোর্ড বলা হয়।
মাদার বোর্ডে নিম্নলিখিত parts গুলো থাকেঃ
১) প্রসেসর
২) ম্যাথ কো-প্রেসেসর
৩) রম
৪) RAM
৫) রিচার্জ ব্যাটারি
৬) স্লট
৭) কী-বোর্ড কানেক্টর ইত্যাদি।
নিম্নে কোন parts টি কি করে সংক্ষেপে তার বর্ণনা দেয়া হলঃ
১) প্রসেসরঃ সি. পি.ইউ বা কেন্দ্রীয় পক্রিয়াকরণ অংশকেই প্রসেসর বলা হয়। কম্পিউটারের যাবতীয় কার্যাবলী (উপাত্ত প্রক্রিয়াকরণ, যুক্তি মূলক ও সিদ্ধান্তমূলক কাজ যোগ, বিয়োগ, ভাগ ইত্যাদি) এখানে সংঘটিত হয়।প্রসেসর ক্ষমতার উপর-ই কম্পিউটারের ক্ষমতা নির্ভর করে। প্রসেসর গুলো ক্ষমতা ভেদে 286,386SX, 386DX,486SX,486DX-2,486DX-4,pentium ইত্যাদি নামে পরিচিত।
২) Math - Co- Processorঃ
প্রসেসরের সহযোগী হিসেবে কাজ করে কম্পিউটারের প্রসেসিং স্পিড বাড়িয়ে দেয়।কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলো ম্যাথ কো-প্রসেসর ছাড়া চলে না।(যেমনঃ AUTOCAD) এ গুলো আলাদা কিনতে পাওয়া যায়। 486 বা তার চেয়ে উচ্চ ক্ষমতা প্রসেসরে math -co- processor লাগানো (build -in) থাকে।
৩)RAMঃ অস্থায়ী স্মৃতি। কম্পিউটারের কর্মদক্ষতা এর উপর নির্ভর করে।RAM যত বেশি হবে কোন প্রোগ্রাম তত বেশি দ্রুত গতিতে কাজ করা যাবে।1 MB(মেগাবাইট) , 2 MB, 4MB,8 MB, 16 MB ইত্যাদি মানের RAM মডিউল বাজারে পাওয়া যায়।প্রসেসর RAM লাগানোর ব্যবস্থা থাকে।
৪) রমঃ স্থায়ী স্মৃতি। প্রসেসরের সাথে লাগানো থাকে।রকম স্মৃতিতে কিছু নির্দেশ পূর্ব থেকে(কম্পিউটার নির্মাতারা) দিয়ে দেওয়া থাকে।যেগুলোর ভিত্তিতেই কম্পিউটারের সব কার্যক্রম নিয়ন্ত্রণ হয়।
৫) রিচার্জ ব্যাটারিঃ মাদার বোর্ড লাগানো ৩.৫ ভোল্টেজ এ ব্যাটারিতে কম্পিউটার অন করলে চার্জ হয় এবং কম্পিউটার অফ করলে CMDS এ পাওয়ার সরবরাহ করে।
৬) স্লটঃ মাদারবোর্ডর একপ্রকার কানেক্টর বা add-in কে মাদার বোর্ডের সাথে যুক্ত করে।
৭) কী-বোর্ড কানেক্টরঃ মাদারবোর্ড স্থানী ভাবে যুক্ত একপ্রকার কানেক্টর যা কীবোর্ড কে সংযুক্ত করার জন্য ব্যবহার হয়।
২/ বিভিন্ন ধরনের কার্ডঃ
মূল কম্পিউটারের সাথে অন্যান্য বাড়তি যন্ত্র (যেমনঃ মিনিট, ডিস্ক ড্রাইভ মডেম ইত্যাদি) সংযুক্ত করার জন্য ঐ যন্ত্রের সম্পর্কযুক্ত কিছু যন্ত্র মাদার বোর্ডে সংযুক্ত করতে হয়। এগুলোকে ভিন্ন ভিন্ন নামের কার্ড / কন্ট্রোল বলা হয়। যেমনঃ VGA Card, Sound Card,Floppy Controller, IDE,Hard Disk Controller ইত্যাদি।
৩/ Floppy Disk Drive:
কম্পিউটারের কেসিং এর সামনের দিকে লাগানো থাকে। খোলা মুখটি বাহিরে থাকে।এর ভিতর দিয়ে ডিস্কেট ঢুকানো হয়।ফ্লপি ড্রাইভ, ডিস্কের হতে তথ্য পড়তে ও লিখতে পারে।
৪/ Hard Disk
বর্তমানে সব কম্পিউটারেই হার্ডডিস্ক থাকে। বিভিন্ন প্রোগ্রাম এবং উপাত্ত হার্ডডিস্কে সংরক্ষিত থাকে।।
৫/ Power Supplier
কম্পিউটারের কেসিং এর পিছনের দিকে পাওয়ার সাপ্লাইয়ার সংযুক্ত থাকে।এর পিছনের অংশটি বাহিরে থাকে। এতে কানেক্টর থাকে।কানেক্টরে ক্যাবলস যুক্ত করে তা ইলেকট্রিসিটি বোর্ডে লাগানো থাকে।পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযুক্ত ক্যাবলস অন্যান্য যন্ত্রাংশে সংযুক্ত করে তাতে বিদ্যুৎ চালনা করা হয়।
একজন আর্কিটেক্টের অথবা সিভিল ইঞ্জিনিয়ারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
আপনাকে নকশা তৈরিতে ব্যবহৃত সফটওয়্যারগুলোতে দক্ষ হতে হবে –
ডিজাইনের সফটওয়্যারঃ অটোক্যাড (AutoCAD)
থ্রিডি অ্যানিমেশনের সফটওয়্যারঃ থ্রিডি ম্যাক্স (3D Max), স্কেচ আপ (SketchUp), ভিরে (V-Ray), রেভিট (AutoDesk Revit), রাইনো (Rhinoceros 3D), লুমিয়ন(Lumion)
ডিজাইনের ফাইনাল রেন্ডারিংয়ের জন্য ফটোশপ (Adobe Photoshop) বা ইলাস্ট্রেটরের (Adobe Illustrator) কাজ জানা প্রয়োজনীয়।
স্ট্রাকচারাল ডিজাইনের এবং এনালাইসিসের জন্য ঃ Etabs, sap, staad pro প্রয়োজন।
কারিগরি জ্ঞানের পাশাপাশি আলাদা কিছু দক্ষতাও অর্জন করতে হবে আপনাকে। এর মধ্যে রয়েছেঃ
চিন্তাভাবনায় সৃজনশীলতা ও নতুনত্ব থাকা;
আঁকাআঁকির দক্ষতা;
খুঁটিনাটি বিষয় বিশ্লেষণ করার দক্ষতা;
আলাপ-আলোচনার মাধ্যমে কারিগরি সমস্যার বাস্তবসম্মত সমাধান দিতে পারা।
আশা করি সবার কাজে লাগবে, অনেক গুত্বপুর্ণ 📷কিবোর্ডের ফাংশন Key এর ব্যাবহার📷
---------------------------
F1: প্রায় সব প্রোগ্রামেরই হেল্প স্ক্রিন খুলে যায় এই Key টিপলে। অর্থাৎ, ধরুন আপনি কোনও একটি প্রোগ্রাম সম্পর্কে জানেন না। F1 টিপলেই সংশ্লিষ্ট প্রোগ্রাম
সম্পর্কে বিস্তারিত তথ্য ও প্রশ্নোত্তর সমেত একটি স্ক্রিন খুলে যাবে আপনার ডেস্কটপে।
F2: কোনও একটি ফাইল বা ফোল্ডারের rename দিতে গেলে, অনেকেই মাউজের সাহায্য নেন। শর্টকাটটা হল F2। মাউজের প্রয়োজনই পড়বে না।
F3: কোনও একটি অ্যাপ্লিকেশনের (সেই মুহূর্তে যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন) সার্চ ফিচার খুলে যায় এই Key টিপলে।
F4: উইন্ডো বন্ধ করার জন্য F4 দারুণ শর্টকাট। Alt+F4 টিপলে অ্যাক্টিভ উইন্ডো বন্ধ হয়ে যাবে।
F5: কোনও একটি পেজ রিফ্রেশ বা রিলোড করতে গেলে খামোখা মাউজ নাড়াচাড়ায় সময় নষ্ট না করে F5 টিপে দিন।
F6: এই Key টিপলে ইন্টারনেট ব্রাউজারে কারসার সোজা চলে যায় অ্যাডড্রেস বার-এ।
F7: মাইক্রোসফট ওয়ার্ড বা কোনও অ্যাপ্লিকেশনে কিছু লেখার পর বানান ও ব্যাকরণগত কোনও ভুল থাকলে ধরিয়ে দেবে F7।
F8: উইন্ডোজের বুট মেনুকে ব্যবহার করতে পারবেন এই Key-এর মাধ্যমে।
F9: মাইক্রোসফট ওয়ার্ডে কোনও ডকুমেন্ট রিফ্রেশ করতে চাইলে ও
মাইক্রোসফট আউটলুকে ই-মেল পাঠানো ও রিসিভের কাজ মিটে যায় এই শর্টকাট Key-এর সাহায্যে।
F10: কোনও একটি অ্যাপ্লিকেশনে মেনু বার আনতে গেলে বেশির ভাগ মানুষই রাইট ক্লিক করেন মাউজে। দরকারই পড়ে না যদি আপনি shift+F10 ব্যবহার করেন। রাইট ক্লিকেরই কাজ করে।
F11: ইন্টারনেট ব্রাউজারে ফুলস্ক্রিন মোডে ঢুকতে ও বেরতে কাজ করে F11 Key।
F12: মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট Save as করতে গেলে মাউসের সাহায্য না নিয়ে এই Key-এ শর্টকাটে সেরে ফেলুন।
Oxford Mission Church, Barisal - অক্সফোর্ড মিশন চার্চ, বরিশাল
এপিফ্যানি গির্জা বা অক্সফোর্ড মিশন চার্চ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বাংলাদেশের সর্ববৃহৎ এবং শৈল্পিক গির্জা। এর মূল নাম এপিফানী গির্জা হলেও স্থানীয় সাধারনের কাছে অক্সফোর্ড মিশন চার্চ নামেই বেশি পরিচিত। বরিশাল সদরের প্রানকেন্দ্রে বগুড়া রোডের ধারে এর অবস্থান। ১১৩ বছর পুরনো দৃষ্টিনন্দন এ গির্জাটি ‘লাল গির্জা’ নামেও পরিচিত।
গ্রিক স্থাপত্যশৈলীতে নির্মিত এ গির্জার প্রধান আকর্ষণ বিশাল ও নান্দনিক প্রার্থনাকক্ষ সম্বলিত। এমন স্থাপত্য বৈশিষ্ট্যের গির্জা আর দুটি চোখে পড়ে না। প্রায় পাচতলার সমান উচ্চতার বিশাল স্থাপনা। স্থপতি হিসেবে সিস্টার এডিথের (Sister Edith Langridge) নাম উল্লেখ করা হয়। নকশা কাজ তত্ত্বাবধান করেন ফাদার সট্রং(Father E. L. Strong)। কাঠামোর প্রধান প্রকৌশলী ফ্রেডেরিক ডগলাস। পুরো কাঠামোটি পূর্ব-পশ্চিমে প্রলম্বিত। প্রায় ৪২ মিটার লম্বা এবং ২২ মিটার চওড়া কাঠামোর সাথে পূর্ব দিকে অর্ধ-বৃত্তাকার একটি বর্ধিত অংশ সংযুক্ত। অর্ধবৃত্তাকার অংশের ব্যাসার্ধ প্রায় ৬ মিটার।
পূর্ব-দক্ষিণ কর্নারে ঘণ্টা ঘর। এটি পরে তৈরী হলেও গীর্জার মূল নকশাকে অনুসরন করে তৈরী হয়েছে। পশ্চিমে একটি আলাদা ছাদ ঢাকা করিডোর সংযুক্ত হয়েছে। রক্ষনাবেক্ষনের কারণে এটি এখনো বেশ সুদৃশ্য এবং দৃঢ় অবস্থায় রয়েছে। আজও এর আদি ও অকৃত্রিম রূপের কোন পরিবর্তন ঘটেনি।
#ফলসসিলিং এর সাজ
ফ্লোর থেকে সিলিংয়ের উচ্চতা সাধারণত ৯ থেকে ১০ ফুট হয়। বাথরুমের মেঝে থেকে ফলস সিলিংয়ের উচ্চতা হয় সাত থেকে সাড়ে সাত ফুট। আর বাসা, অফিস বা অন্যান্য ক্ষেত্রে ফলস সিলিংয়ের উচ্চতা হয় আট ফুট। যদি ঘর তাপ ও শব্দ নিরোধক করতে চান, তাহলে ফলস সিলিংয়ে ব্যবহার করুন মিনারেল বোর্ড। মিনারেল বোর্ড তাপ ও শব্দ- দুটিই শোষণ করে। মিনারেল বোর্ড ব্যবহার করলে সিলিং ফ্যান ব্যবহার করা যাবে না। সাধারণ ফলস সিলিংয়ে জিপসাম বোর্ড ব্যবহার করা হয়। এটা তাপ বা শব্দ নিরোধক নয়। তবে জিপসাম বোর্ডে সিলিং ফ্যান ব্যবহার করা যায়। মিনারেল ও জিপসাম বোর্ড ছাড়াও রয়েছে ফলস ডেকোরেটিভ সিলিং; যেখানে কাঠ, কাচ ও মেটাল দিয়ে ডিজাইন করা হয়। এ ধরনের সিলিং অফিসের অভ্যর্থনা কক্ষ, রেস্তোরাঁ, বাসার খাবার ঘরে ব্যবহার করা হয়।
আজকাল খাঁজকাটা আর চারকোনা নকশার কৃত্রিম ছাদই বেশি জনপ্রিয়। শুধু মধ্যখানে না লাগিয়ে ঘরের চারদিকেও লাগাতে পারেন কৃত্রিম ছাদ। অনেকে দরজার নকশা নিয়ে আসেন ঘরের ছাদে। দেখা যায় দরজা যেখানে শেষ হয়েছে, ফলস সিলিংয়ের শুরুটা হয়েছে সেখান থেকেই। সব ঘরেই রাখতে পারেন কৃত্রিম ছাদ। তবে তার ধরন হবে কিছুটা ভিন্ন।
বসার ঘর
বসার ঘর যেহেতু অতিথিদের জন্য, তাই সিলিংয়ে থাকা চাই জমকালো ভাব। বসার ঘরের ফলস সিলিংকে আকর্ষণীয় করতে বোর্ডের ফাঁকে ব্যবহার করতে পারেন ডেকোরেটিভ গ্লাস বা নকশাদার কাচ, আর স্পটলাইট। ঘরে আসবে আভিজাত্যের ছোঁয়া।
শোবার ঘর
শোবার ঘরের ছাদজুড়ে রাখুন স্নিগ্ধতা। তাই ছিমছাম নকশা বাছাই করুন। ঘরের পর্দা ও ফার্নিচারের সঙ্গে মিলিয়ে ফলস সিলিংয়ের ডেকোরেশন করুন। জিপসাম বোর্ডের ফাঁকে ফাঁকে এনামেল কালার করে সিলিংয়ের সৌন্দর্য বাড়াতে পারেন। চাইলে এনামেল কালারের পরিবর্তে ডেকো পেইন্টও করতে পারেন।
খাবার ঘর
খাবার ঘরের টেবিলের ওপরের অংশে দেয়ালের সঙ্গে মিলিয়ে রঙিন সিলিং লাগাতে পারেন।
বাথরুম
বাথরুমের ফলস সিলিংয়ে সাধারণত কংক্রিট ঢালাই দেওয়া হয়। বাথরুমের মূল সিলিং থেকে ফলস সিলিংয়ের মধ্যে খানিকটা জায়গা পাওয়া যায়। এ জায়গাটুকু অনায়াসে ব্যবহার করা যায় স্টোরেজ হিসেবে। বাথরুমের ফলস সিলিংয়ে কাঠের দরজা ব্যবহার করুন। লক্ষ রাখুন, দরজাটি যেন খাঁজকাটা অর্থাৎ ভেন্টিলেটেড দরজা হয়। এতে ফলস সিলিংয়ে স্টোর করা জিনিসপত্র নষ্ট হবে না। সম্ভব হলে ফলস সিলিংয়ের ওপরের স্টোরেজে একটি এগজস্ট ফ্যান ব্যবহার করুন। অবশ্যই একটি লাইট লাগানোর ব্যবস্থা রাখবেন। এতে জিনিসপত্র রাখতে ও বের করতে সুবিধা হবে।
আলোর ব্যবহার
ফলস সিলিং আকর্ষণীয় করে তুলতে আলোকসজ্জার বিকল্প নেই। ফলস সিলিংয়ের খাঁজে বাহারি লাইট দিয়ে ঘরে গর্জিয়াস লুক আনতে পারেন। হিডেন লাইট, স্পটলাইট, টিউব লাইট বা ফলস লাইট নকশা করা ছাদে নিয়ে আসবে জৌলুস। কিছু লাইট আছে, যা সরাসরি মেঝেতে এসে পড়বে, কিন্তু ওপরের অংশ থাকবে তুলনামূলক অন্ধকার। আবার রিফিউজ লাইট ছাদকে আলোকিত করলেও ঘরজুড়ে খেলা করবে আলোছায়া। কোনো নির্দিষ্ট শোপিস বা ফার্নিচারকে ফোকাস করতে ব্যবহার করুন স্পটলাইট।
বসার ঘরের শোকেস, পেইন্টিং অথবা খাবার ঘরের টেবিলটি বিশেষভাবে আলোকিত করতে সে অনুযায়ী নকশা করে স্পটলাইট বসিয়ে নিন সিলিংয়ে। চাইলে কয়েক রঙা আলোর মুভিংলাইট লাগাতে পারেন শোকেসে।
এক পলকে চিটাগাং
অবশেষে নির্মাণ কাজ শেষ হলো ১৪০ কোটি ডলার ব্যয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম আজম মসজিদ
August 12, 2020
جامع الجزائر
আলজেরিয়ার আজম মসজিদ। বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ এটি। রমজানে উদ্বোধনের কথা ছিল। মহামা’রি করোনার কারণে এখনও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি। উদ্বোধনের আগেই সুউচ্চ মিনারা থেকে প্রথম বারের মতো আজানের সুমধু ধ্বনি ভেসে আসছে।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে নব নির্মিত এ মসজিদটি উদ্বোধন করার প্রত্যাশা ছিল তবে উদ্বোধনের আগেই প্রথমবারের মতো এই মসজিদ থেকে আজানের সুমধুর কণ্ঠ শোনা গিয়েছে। পবিত্র রমজান মাসে আলজেরিয়ার এ পবিত্র তৃতীয় বৃহত্তম মসজিদল আজম উদ্বোধন হওয়ার কথা ছিল।
আলজেরিয়ার সমুদ্র উপকূলে মসজিদুল আজম এর কাজ ২০১২ সালে শুরু হয়। পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববির পর আলজেরিয়ায় নব নির্মিত এ মসজিদটি সবচেয়ে বড়। হারামাইন-আশশারিফাইনের পরে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ। এটিতে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৪০ কোটি ডলার।
একজনজরে মসজিদে তথ্য: নাম : আলজেরিয়া গ্র্যান্ড মসজিদ, আয়তন : ২০ হাজার বর্গমিটার, মিনারের উচ্চতা : ৮৭৪ ফুট, একসঙ্গে নামাজ আদায় : ১ লাখ ২০ হাজার মুসল্লি, লাইব্রেরি : মসজিদ চত্বরে দ্য দাজমা আল দাজাজায়ের নামে ১০ লাখ বই সমৃদ্ধ পাঠাগার থাকবে।
২১ হাজার ৮শ মিটারের এ লাইব্রেরি হলে এক সঙ্গে ২ হাজার লোক বসে বই পড়তে পারবে, গাড়ি পার্কিং : তিন স্তর বিশিষ্ট ১ লাখ ৮০ হাজার বর্গমিটারের আন্ডারগ্র্যাউন্ড গাড়ি পার্কিং-এর ব্যবস্থা রয়েছে। এতে একসঙ্গে ৬ হাজার গাড়ি রাখা যাবে, হল রুম : ১৬ হাজার বর্গমিটারের দুটি কনফারেন্স হল। একটিতে ১৫০০ এবং অপরটিতে ৩০০ আসন রয়েছে।
অনন্য আকর্ষণ : মসজিদটি সৌরবিদ্যুৎ দ্বারা পরিচালিত হবে, নির্মাণ ব্যয় : ১৪০ কোটি ডলার, ডিজাইন : জার্মানের প্রকৌশলী ‘ইউরগান এঙ্গেল’, নির্মাণ তত্ত্বাবধানে : গৃহায়ণ মন্ত্রণালয় আলজেরিয়া।
চলতি বছর রমজানে রাষ্ট্রীয়ভাবে এ মসজিদটি উদ্বোধন করার কথা ছিল। প্রাণঘা’তী বৈশ্বিক মহামা’রিক করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সব মসজিদ বন্ধ থাকায় উদ্বোধন হয়নি নবনির্মিত বিশ্বের তৃতীয় বৃহত্তম আলজেরিয়ার এ মসিজদটি।
তবে মহামা’রি করোনার প্রাদুর্ভাব কমে আসলে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মাধ্যমেই উদ্বোধন হবে এ বিশাল মসজিদ। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় উদ্বোধন হলেও নিয়মিত এ মসজিদে আজান দেয়া শুরু হয়েছে।
👉👉 সুলতান আহমেদ মসজিদ
(তুর্কি ভাষায়:Sultanahmet Camii) তুরস্কের ইস্তানবুল শহরে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। মসজিদের অভ্যন্তরের দেওয়াল নীল রঙের টাইলস দিয়ে সুসজ্জিত বলে এই মসজিদটি নীল মসজিদ (ইং: ব্লু মস্ক) নামে পরিচিত। এটি ১৬০৯ খ্রিষ্টাব্দ থেকে ১৬১৬ খ্রিষ্টাব্দের মধ্যে উসমানীয় সম্রাজ্যের সুলতান আহমেদ বখতি নির্মাণ করেন। মসজিদ কমপ্লেক্সে একটি মাদরাসা, একটি পান্থনিবাস এবং প্রতিষ্ঠাতার সমাধি অবস্থিত। যদিও বর্তমানে এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয় তথাপি এটি ইস্তানবুলের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ।
এআইডিটি ৬ষ্ঠ পর্বের ২য় ক্লাস টেস্টের সমাধান।
এ আই ডি টি ৬ষ্ঠ পর্ব ২য় ক্লাস টেস্টের ফলাফল।
এ আই ডি টি ৪র্থ পর্বের ক্লাস টেস্ট ও কুইজ টেস্টের ফলাফল।
রবীন্দ্র কুঠিবাড়ি
শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি অবস্থিত যা রবীন্দ্র কুঠিবাড়ি নামে পরিচিত। কুষ্টিয়া শহর থেকে ১৫ কিলোমিটার উত্তর পূর্বে কুমারখালি উপজেলার অর্ন্তগত শিলাইদহ ইউনিয়নের খোরেশদপুরে ৩৩ বিঘা জমির মধ্যে আড়াই বিঘা জমির ওপর তিনতলা কুঠিবাড়িটি অবস্থিত। রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮০৭ সালে এ অঞ্চলের জমিদারি পান।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) প্রায়ই এখানে আসতেন এবং অবস্থান করতেন। তিনি তাঁর জমিদারি তদারকি করার জন্য এখানে অবস্থান করতেন। এখানে অবস্থানকালে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর লেখনীর মাধ্যমে সাহিত্য চর্চা করতেন। এখানে অবস্থানকালে তিনি অনেক স্মরণীয় কবিতা রচনা করেন। জমিদার হিসেবে স্থানীয় কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের জন্য তিনি কুঠিবাড়িকে তাঁর আবাস/দফতর হিসেবে ব্যবহার করতেন। বর্তমানে সংস্কৃতি মন্ত্রনালয়ের প্রত্নতত্ত্ব অধিদফতরের অধীনে কুঠিবাড়িকে একটি জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে।
কবি ভবনে ব্যবহার্য জিনিসপত্রগুলোর মধ্যে আরো আছে চঞ্চলা ও চপলা নামের দুটো স্পিডবোট, পল্টুন, ৮ বেহারা পালকি, কাঠের চেয়ার, টি টেবিল, সোফাসেট, আরাম চেয়ার, পালংক ইত্যাদি প্রয়োজনীয় জিনিস।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Dhaka
4900
Dhaka, 1216
Right place for Business student .... BBA/MBA .... Accounting, Finance and as well as Business Studies for O/A level student.
House #2B, Road #12, Mirpur Road, Dhanmondi, Dhaka/
Dhaka, 1209
As the country’s largest skills development center, BSDI has been working since 2003 to develop the necessary skills for the youth of Bangladesh.
Luxmibazar Campus: 3/1, Nobodip Bosak Lane, Luxmibazar, Dhaka-1100, Bangladesh. Addmission Hot Line :01191791067 Lalmatia Campus: 6/5, Lalmatia, Block#F, Kazi Nazrul Islam Road, ( Physical More, Behin
Dhaka
Our mission is to make skilful & educated manpower by giving world standard education. We provide each student a diverse education in a safe, supportive environment that promotes s...
Concord Royal Court (3rd Floor), House: 40, Road: 27 (old) 16 (new), Dhanmondi
Dhaka, 1209
Embark on your academic journey overseas with Executive Study Abroad.
House 17, Level-2 (F-4), Road 14, Sector-13, Uttara
Dhaka, 1230
Dream Abroad Educational Consultancy (DAEC) place for interested people those who dream of studying abroad and we are here to catch dreams together. Our dream is to assist a studen...
Tongi, Gazipur
Dhaka
Certified Digital Marketer with 4year+ Experience. Expert in Facebook ads & Google Merchant center 💥
Dhaka
BCS & Job Math এর বেসিক, ছোটো-বড়ো সব সমস্যার সলভ, প্রয়োজনীয় তথ্য জানার জন্য এই পেইজ-এ সবাইকে স্বাগতম ☺️
Siddeshwari
Dhaka
Facilitate the students to get admission for higher study to overseas Universities and colleges.
Ka, 74, Shahjadpur, Gulshan, Dhaka. 1212
Dhaka, 1212
Greenhouse tutorial is an uncompromising endeavour for the academic and moral development of our next leaders of the nation.
Dhaka
We leading CPA marketing education agency that helps individuals and businesses develop the skills