Rafi HealthCare
Sometimes we give our regular customers a discount of 10% to 20%.
২৪ ঘন্টা ইনবক্সে মেসেজ দিতে পারেন।আমাদের বিভিন্ন কোর্স রয়েছে.. এক একটা কোর্সের দাম একেকরকমের। আপনার সমস্যার উপর বিবেচনা করে আপনার জন্য যেটা প্রয়োজন হয় সেটা নিতে পারবেন। বিস্তারিত জানতে আপনার নাম্বার টি দিন...
মধুর উপকারিতাঃ
সুস্থ থাকতে নিয়মিত খাঁটি মধু খাওয়ার কোন বিকল্প নেই ৷ ইতোমধ্যে আমরা জেনেছি মধুতে কি কি খাদ্য উপাদানসমুহ বিদ্যমান রয়েছে। তবে আমাদেরকে নিয়মিত মধু খাওার অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলেই, মধুতে বিদ্যমান এই বিশেষ খাদ্য উপাদানগুলি আমাদের শরীরে বিশেষ প্রভাব ফেলতে সক্ষম হবে । আমরা সবসময় মধু নিয়মিত খাওয়ার কথা বলে থাকি কারণ, অনিয়মিত মধু পানে যে উপকার আপনি পাবেন তা তেমনভাবে পরিলক্ষিত হবেনা । এ পর্যায়ে খাঁটি মধুর উল্লেখযোগ্য উপকারিতাসমূহ নিম্নে সংক্ষেপে তুলে ধরছিঃ
মধুতে বিদ্যমান রয়েছে বিভিন্ন প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট। এর ফলে নিয়মিত খাঁটি মধু পানে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়।
মধু আমাদের শরীরে তৎক্ষনাৎ শক্তি যোগায়, শারীরিক দুর্বলতা দূর করে এবং শরীরে তাপ উৎপন্ন করে ।
মধু আমাদের শরীরে খাবারের হজমশক্তি বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করে ৷
যারা রক্তশূন্যতায় ভুগছেন, মধু তাদের জন্য অত্যন্ত উপকারি। রক্তে হিমোগ্লোবিন এর পরিমাণ বৃদ্ধিতে সহায়তার মাধ্যমে মধু শরীরের রক্তশূণ্যতা দূর করে।
মধু আমাদের শরীরে রক্তনালী প্রসারণের মাধ্যমে হৃদপেশির কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখে এবং শরীরে রক্ত সঞ্চালনে সহায়তা করে।
মধুতে রয়েছে বিভিন্ন খনিজ উপাদানসমূহ। নিয়মিত মধু পানে আমাদের শরীরে এসব খজিনের (কপার, লৌহ, ম্যাঙ্গানিজ ইত্যাদি) অভাব পূরণ হয়৷
মুখের অভ্যন্তরে বিভিন্ন ঘায়ের চিকিৎসায় মধু খুবই কার্যকরী এবং মধু আমাদের দাঁতকে মজবুত করে।
মৌসুমি সর্দি, জ্বর উপশমে তুলসি পাতার রসের সঙ্গে খাঁটি মধু মিশিয়ে কয়েকদিন নিয়মিত পান করলে এটা দারুণভাবে কাজ করে।
যারা ফুসফুসের বিভিন্ন জটিলতায় ভুগছেন এমনকি যাদের ফুসফুস করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশেষভাবে ক্ষতিগ্রস্থ তাদের জন্যও মধু খুবই কার্যকরী৷
মধু শিশুদের হাড়ের গঠন মজবুত করে, দৃষ্টিশক্তি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে।
রাতের বেলা দুধের সঙ্গে মধু মিশিয়ে পান করলে আপনার অনিদ্রা দূর করতে সাহায্য করবে।
শারীরিক এবং যৌন দূর্বলতা দূরীকরণে মধুর রয়েছে বিশেষ ভূমিকা ৷
মধু পানে শরীরের কোষ্ঠকাঠিন্যতা দূর হয় ৷
নিয়মিত মধু পান বাতের ব্যথা উপশম করে।
মধুতে বিদ্যমান অ্যান্টি–অক্সিডেন্ট ত্বকের রং সুন্দর করে এবং তারুণ্যতা বজায়ে রাখতে সহায়তা করে ৷
মুখের ব্রণ এর চিকিৎসায়, ত্বক এবং চুলের রূপচর্চায় মধু ব্যবহারে বিশেষ সুফল পাওয়া যায়
আপনার_স্ত্রী_কাছে_আপনি_কি_ভীত?
#অতি_রিক্ত_হস্ত_মৈথু_নের_কারনে_বিয়ে_করতে_ভয়_?
আপনাদের জন্য নিয়ে এসেছে স'ম্পূর্ণ পার্শ্ব প্রতি`ক্রিয়া মুক্ত ও ১০০% ন্যাচা'রাল প্রো'ডাক্ট এবং ম্যা"নিব্যাক গ্যারা'ন্টি !
সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন।
বিস্তারিত জানতে send_message_option এ ক্লিক করুন আমাদের কল করুন ☎️01866126866
#অতি_রিক্ত_হস্ত_মৈথু_নের_কারনে_বিয়ে_করতে_ভয়_?
#আপনার_স্ত্রী_কাছে_আপনি_কি_ভীত?
আপনাদের জন্য নিয়ে এসেছে স'ম্পূর্ণ পার্শ্ব প্রতি`ক্রিয়া মুক্ত ও ১০০% ন্যাচা'রাল প্রো'ডাক্ট এবং ম্যা"নিব্যাক গ্যারা'ন্টি !
সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন।
বিস্তারিত জানতে send_message_option এ ক্লিক করুন আমাদের কল করুন ☎️01866126866
তৃপ্তিময় জীবন
তৃপ্তিময় জীবন
যে যুগল ঘন ঘন চুম্বনে অভ্যস্ত, দেখা গেছে দীর্ঘায়িত যৌন মিলনের আনন্দ তাঁরাই উপভোগ করেন। মশলাদার খাবার পুরুষের যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে বলে কথিত আছে। তাই সম্পূর্ণ দৈহিক সুখ লাভ করতে হলে আপনাকে অবশ্যই মশলা মিশ্রিত সুস্বাদু খাবার গ্রহণ করুন। মাথা ধরার অব্যর্থ দাওয়াই হলো রতিসুখ, জানিয়েছেন বিজ্ঞানীরা।
ছোট্ট একটি দুশ্চিন্তা কিভাবে জীবনের পরম সুখগুলো নষ্ট করছে ?
আমরা প্রতিদিন বা প্রতিক্ষনেই কোনো বা কোনো চিন্তা করে থাকি। এর মধ্যে কিছু আছে সুচিন্তা কিছু দুশ্চিন্তা।
দুশ্চিন্তা :
অনেক রকমের দুশ্চিন্তা রয়েছে যেমন অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, ধর্মীও, রাষ্ট্রীয়, জাতিগত, পুরুষগত ইত্যাদি ইত্যাদি।
এগুলো তো হল বড় বড় দুশ্চিন্তা। এই বড় বড় দুশ্চিন্তা গুলো পুরা পরিবার বা পুরা জাতীর উপর থাকে জন্য ব্যক্তিগত সুখ নষ্টে তেমন কোন প্রভাব পড়ে না। কিন্তু এমন একটি ছোট্ট দুশ্চিন্তা যা ব্যক্তি জীবনের সমস্ত সুখ নষ্ট তো করেই এমনকি জীবনটাই বোঝা মনে হয়।
কি সেই দুশ্চিন্তা ?
> অবিবাহিতরা দুশ্চিন্তায় থাকে বিয়ের পর ওয়াইফের কাছে লজ্জা পাবে কি না?
> বিবাহিতরা দুশ্চিন্তা করে আজও কি শুরুতেই সব আশা শেষ হবে নাকি?
এই দুশ্চিন্তাটাই বিয়ের যে আসল দাম্পত্য সুখ বা তৃপ্তি তা নষ্ট করে জীবনকে কঠিন ও অসুখী করে তুলছে।
দুশ্চিন্তা থেকে দূরে থাকুন, সুখী জীবন উপভোগ করুন।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the practice
Website
Address
Dhaka
1200
Dhaka, 1207
we share our experience regarding Trauma, Casualty cases in private hospital
House: 1, Road: 8, Bosilla Garden City, Mohammadpur
Dhaka, 1207
Digito, the trusted name in the health and digital gadget sector of Bangladesh. We are ready to serv
Mirpur Road
Dhaka
Living a healthy life is the ultimate choice.Knowledge is a must. So for ensuring the utmost thing and to aware people about different health problems and solutions is my passiona...
Gulshan Grace, CWS (C), 8 South Avenue, Apt-5B, Bir Uttam Ak Khandakar Rd
Dhaka, 1212
Our Audiologist Specializes In Hearing Loss and Tennitus Treatments. Our Aim Is To Make Our Patients
Dhaka, 1341
আমাদের এইখানে সব রোগের ডক্টর আছে। এবং সব রকম এর টেস্ট করানো হয়।