Advocate Munir
Nearby law practices
Annex Bhaban. Supreme Court Bar Association
Dhaka Bar Association. Annex
1100
1216
1100
Court Street
Court House Street
1100
Court Street House
Court House Street
Court House Street
Kotwali
Dhaka Bar Association New
1207
Jhonson Road
You may also like
Activities: lawyer, court, attorney, legal, litigation, solicitor, civil criminal, free legal advice
Very Sad 😢😢
আগামী করবর্ষ থেকে TIN গ্রহীতার করযোগ্য আয় না থাকলেও রিটার্ন দাখিল করতে ২,০০০/- ট্যাক্স দিতে হবে। শূন্য রিটার্ন দাখিলের ক্ষেত্রেও একই নিয়ম! মূলত রিটার্ন জমার স্লিপ/প্রাপ্তি স্বীকারপত্র পেতে এই কর আরোপের প্রস্তাব করা হয়েছে!!
নতুন ঠিকানা
কর কমিশনার এর কার্যালয়
কর অঞ্চল-৩ ঢাকা
২য় ১২ তলা সরকারি অফিস ভবন, সেগুনবাগিচা, ঢাকা।
১ লাখ ৬০ হাজার কোম্পানি কর ফাঁকি দিচ্ছে || NBR Welcome to the official Independent Television YouTube channel. Independent Television is a 24/7 news oriented satellite channel of Bangladesh. This channel ...
৩০ নভেম্বর ২০২২ , Income Tax Filing এর শেষ সময়"!!
যারা (TIN) টিন সার্টিফিকেট করছেন, কাজের জন্য বা শখের বশে! ট্যাক্সেবল ইনকাম থাকুক বা না থাকুক ২০২২-২০২৩ রিটার্ন জমা দিন, সরকার ট্যাক্স রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করেছে,না হলে জরিমানার সমমুখীন হতে হবে।
প্রয়োজনে
এ্যাডভোকেট মুনির
01727-037440
সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করে হাইকোর্টের রায় লিভ টু আপিল নিষ্পত্তি না পর্যন্ত স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৫ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ এ আদেশ দেন।
ট্যাক্স রিটার্নে "সম্পদ বিবরণী" তৈরিতে অধিক গুরুত্ব দেওয়া উচিত কারণ এটার বেনিফিট করদাতা লাইফ টাইম পাবেন। সম্পদ গোপন/প্রদর্শন না করা শাস্তিযোগ্য অপরাধ।প্রথম রিটার্ন দাখিলের সময় থেকেই ফাইলে সকল সম্পদ প্রদর্শন করুন।
সহযোগিতা লাগলে নিচে দেওয়া নাম্বারে বা ইনবক্সে যোগাযোগ করতে পারেন।
এ্যাডভোকেট মুনির
01727037440
সম্মানিত করদাতা গন আপনার আয়কর রিটার্ন দাখিল এর পরপরই প্রাপ্তিস্বীকারপত্র সংগ্রহ করুন সেইসাথে এটি সযতনে সংরক্ষণ করুন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যাহা আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৮২বিবি ধারায় দাখিলকৃত রিটার্ন এর ক্ষেত্রে এসেসমেন্ট অর্ডার হিসাবে বিবেচিত তাছাড়া ৭৫ ধারায় দাখিল কৃত রিটার্ন এর ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসাবে বিবেচিত হবে। উল্লেখ্য টিআইএন সার্টিফিকেট এর পরিবর্তে ৩৮টি সেবা খাতে প্রাপ্তিস্বীকারপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
আয়কর রিটার্ন জমা দিতে যোগাযোগ করুন। এ্যাডভোকেট মুনির - +880 1727-037440
যে ৩৮ ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা করা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো-
1. পাঁচ লাখ টাকার বেশি ঋণের জন্য আবেদন,
2. পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয়,
3. ক্রেডিট কার্ড গ্রহণ,
4. কোনো কোম্পানির পরিচালক বা শেয়ারহোল্ডার হওয়া,
5. ব্যবসায়িক সমিতির সদস্যপদ গ্রহণ,
6. সন্তান বা পোষ্যের ইংরেজি মাধ্যম স্কুলে পড়ালেখা করা,
7. অস্ত্রের লাইসেন্স নেয়া,
8. আমদানি-রফতানি ব্যবসার সনদ থাকলে বা নতুন সনদ নিতে,
9. সিটি বা পৌর এলাকায় ট্রেড লাইসেন্স থাকলে বা নতুন সনদ নিতে,
10. ডাক্তার,
11. আইনজীবী,
12. চার্টার্ড অ্যাকাউন্টেন্ট,
13. প্রকৌশলী স্থপতি,
14. সার্ভেয়ারের মত পেশাজীবীদের সংগঠনের সদস্য হয়ে থাকলে বা সদস্য হতে চাইলে,
15. বিবাহ নিবন্ধকের লাইসেন্স পেতে হলে,
16. কোনো বাণিজ্য সংগঠনের সদস্য হলে বা সদস্য হতে চাইলে,
17. ড্রাগ লাইসেন্স থাকলে বা করাতে চাইলে,
18. দেশের যে কোনো জায়গায় বাণিজ্যিক বা শিল্প কারখানায় গ্যাস লাইন এবং সিটি করপোরেশন এলাকায় বাসা বাড়ির গ্যাস সংযোগ নিতে এবং আগের সংযোগ বজায় রাখতে,
19. নৌযানের সার্ভে সার্টিফিকেটের জন্য,
20. ইটভাটার অনুমোদন নিতে,
21. সিটি করপোরেশন এলাকায় বিদ্যুৎ সংযোগ নিতে,
22. আমদানির এলসি খুলতে,
23. যে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্টের স্থিতি ১০ লাখ টাকার বেশি হলে,
24. জমি বা বাসা ভাড়া দিলে,
25. পরিবহন সেবার ব্যবসা করলে,
26. এমপিওভুক্ত শিক্ষকরা মাসে ১৬ হাজার টাকার বেশি পেলে,
27. চার চাকার যে কোনা মোটরগাড়ি নিবন্ধন, ফিটনেস নবায়ন, মালিকানা হস্তান্তর করতে
28. অনলাইনে যে কোনো ধরনের পণ্য বা সেবা বিক্রি করতে চাইলে
এ ছাড়াও রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা করা হয়েছে-
1. সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে গঠিত কোনো ক্লাবের সদস্য হলে,
2. পণ্য সরবরাহের ঠিকাদারি কাজে টেন্ডার জমা দিতে,
3. আমদানি-রপ্তানির বিল অব এন্ট্রি জমা দিতে,
4. ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা খুলনায় ভবন নির্মাণের নকশা অনুমোদন
5. উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, সিটি করপোরেশন ও জাতীয় নির্বাচনে প্রার্থী হলে
6. স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড,
7. অনুমোদিত গ্র্যাচুইটি ফান্ড,
8. পেনশন ফান্ড,
9. অনুমোদিত সুপার এন্যুয়েশন ফান্ড
10. শ্রমিক অংশগ্রহণ তহবিল ব্যতীত অন্যান্য ফান্ডের রিটার্ন দাখিলের ক্ষেত্রে।
আপনার আয়কর রিটার্ন, আপনার সারাজীবনের জন্য সম্পদ। এখন যেরকম জাতীয় পরিচয় বাধ্যতামুলোক সব কাজের ক্ষেত্রে, তেমনি আয়কর রিটার্ন এর সার্টিফিকেট, সরকার বাধ্যতামুলোক করে দিবে প্রায় সব ক্ষেত্রে, অতি স্বল্প সময়ের মধ্যে। তাই আপনার আয়কর রিটার্ন তৈরি করুন, একজন দক্ষ আয়কর আইনজীবীর মাধ্যমে।
আপনার রিটার্ন যদি ভালোভাবে তৈরি না করেন। যেমন ধরুন তথ্য গোপন রাখা, তথ্যের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস না দেয়া, আপনার সম্পদ আর দায়ের টাকা সমান না হলে, অন্য কোন কারণে আপনার রিটার্নটির ব্যালেন্স সমান না হলে ইত্যাদি। এসব ক্ষেত্রে হয়তো আপনি সাময়িকভাবে পার পেয়ে যাবেন, কিন্তু রিটার্ন অডিটে পড়লে, আপনাকে অনেক সমস্যায় পড়তে হবে।
তাই আপনার রিটার্নটি একজন দক্ষ আয়কর আইনজীবীর মাধ্যমে তৈরি করুন।
ধন্যবাদান্তে।
এ,এস,এম, মুনির
এ্যাডভোকেট
সদস্য- ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন ও ঢাকা আইনজীবী সমিতি
০১৭২৭-০৩৭ ৪৪০
যে সকল পেশাজীবীর আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। আয়কর রিটার্ন জমা দিতে যোগাযোগ করুন। Advocate A.S.M. Munir- +880 1727-037440
পৃথিবীতে বড় ঔষধ হলো হাসি
আর বড় সম্পদ হলো বুদ্ধি
আর শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য্য।
সুপ্রিম কোর্টের তথ্য অনুসারে, ২০১০ সাল থেকে ২০২২ সালের ১৬ অক্টোবর পর্যন্ত হাইকোর্টে ডেথ রেফারেন্স আসে এক হাজার ৫৪৫টি। আর নিষ্পত্তি হয়েছে এক হাজার ১৫১টি। এরমধ্যে সর্বোচ্চ নিষ্পত্তি হয়েছে ২০১২ সালে। ওই বছর ১৪৫টি নিষ্পত্তি হয়েছে। আর চলতি বছরের ১৬ অক্টোবর পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ১২৫টি মামলা।
এক যুগে হাইকোর্টে মৃত্যুদণ্ডের ১১৫১ মামলার নিষ্পত্তি ঢাকা: এক যুগে হাইকোর্ট বিভাগে মৃত্যুদণ্ডের সাড়ে এগারো’শ মামলার নিষ্পত্তি হয়েছে। আর এ সময়ে মৃত্যুদণ্ডের মামলা তথ....
৩৭শ কোটি টাকা লুটপাটে জড়িত বাংলাদেশ ব্যাংকের পাঁচ ডেপুটি গর্ভনরের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
বরগুনার আলোচিত আয়শা সিদ্দিকা মিন্নি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছেন।
হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নির জামিন আবেদন বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানি....
যে সেতুর কাজ শেষ হয়নি ১০ বছরেও পটুয়াখালী শহরের পাশ দিয়ে বয়ে চলা লোহালিয়া নদীর ওপর সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল ২০১২ সালে। ৫৭৬ দশমিক ২৫ মিটার দ....
চোখে আলো নেই এমন কেউ আইনের মতো জটিল বিষয়ে পড়াশোনা করবেন, আইনজীবী হয়ে বিচারপ্রার্থীর পক্ষে আইনি লড়াই করবেন একসময় শুনতে কেমন যেন খটকা লাগত। এমন ধারণাও ছিল কল্পনার বাইরে। এমনিতেই নানা প্রতিকূলতা-প্রতিবন্ধকতায় দিন পার করতে হয় দৃষ্টিপ্রতিবন্ধীদের। সেই কল্পনাই এখন রীতিমতো বাস্তব বাস্তবতা।
এজলাস যখন আলোকিত হয় পঁয়তাল্লিশ বছর আগে চ্যালেঞ্জ নিয়েই চলা শুরু করেছিলেন অ্যাডভোকেট খাদেমুল ইসলাম। দৃষ্টিহীন খাদেমুল এখন চট্টগ্রা....
পটুয়াখালীতে এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগে পুলিশের একজন সোর্স ও সদর থানার এক কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। এ মামলার তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।
পুলিশ কর্মকর্তা ও সোর্সের বিরুদ্ধে আদালতে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ পটুয়াখালীতে এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগে পুলিশের একজন সোর্স ও সদর থানা...
আয়কর বর্ষ ২০২২-২০২৩ এ আয়কর রিটার্ন জমা দিতে আপনার যা জানা প্রয়োজন -
ব্যক্তিগত তথ্য :
1. ই-টিন সার্টিফিকেট ফটোকপি
2. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
3. পাসপোর্ট সাইজ ফটো এক কপি।
চাকরির তথ্য :
1. বেতন বিবরনী (অফিস কর্তৃক) (০১/০৭/২০২১ থেকে ৩০/০৬/২০২২)
2. ব্যাংক হিসাব বিবরনী (০১/০৭/২০২১ থেকে ৩০/০৬/২০২২)
3. উৎসে কর কর্তন সার্টিফিকেট
4. প্রভিডেন্ট ফান্ড সার্টিফিকেট (যদি থাকে)
গৃহ সম্পত্তি হতে আয় থাকলে:
1. বাড়ী ভাড়ার প্রাপ্ত রশিদ
2. বাড়ী ভাড়ার চুক্তিপত্র
3. বাড়ী ভাড়ার টাকা ব্যাংকে নিয়ে থাকলে ব্যাংক বিবরনী
4. হোল্ডিং ট্যাক্স ও ভূমি কর/খাজনা
ব্যবসায়ের তথ্য:
1. ট্রেড লাইসেন্স
2. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী
3. সম্পদ ও দ্বায় বিবরনী
4. ব্যাংক হিসাব বিবরনী (০১/০৭/২০২১ থেকে ৩০/০৬/২০২২)
বিনিয়োগের তথ্য:
1. ডিপিএস (যদি থাকে)
2. ইন্সুরেন্স সার্টিফিকেট (যদি থাকে).
3. শেয়ার মার্কেট বিনিয়োগ (যদি থাকে)
4. সঞ্চয় পত্র সার্টিফিকেট (যদি থাকে)
সম্পদ ও দায় বিবরনীঃ
1. হাউস, এপার্টমেন্ট (যদি নিজ নামে থাকে)
2. জমি, গাড়ী, ফার্নিচার, ইলেক্ট্রনিকসস ইত্যাদি।
(যদি নিজের নামে থাকে)
3. ব্যাংক ঋণের তথ্য (যদি নিজ নামে হয়)
4. অন্যান্য ঋণের তথ্য (যদি নিজ নামে হয়)।
যারা রেগুলার রিটার্ন দেন তাদের বিগত বছরের রিটার্ন জমার কপি।
প্রয়োজনে- Advocate Munir
01727-037440
পুলিশ হেফাজতে আসামীর মৃত্যু !
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মীর জন্মদিন উদযাপন অনুষ্ঠানে না যাওয়ায় এক সাংবাদিককে মারধর
সাংবাদিক, পুলিশ ও বিত্তবানরাও মাদক সাপ্লাই (সরবরাহ) করেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the practice
Telephone
Address
District & Sessions Judge Court
Dhaka
1100
Dhaka
Hasan Tarique Chowdhury is a columnist,writer & Supreme Court Lawyer. He contributes regularly in several National and International News Magazine and journals.He is the Executive ...
Eastern Mansion, Pioneer Road
Dhaka, 1000
Hello everyone, I am Shiak Al Hassan Jony, Advocate of Bangladesh Supreme court.
Dhaka, 1219
Myself Sohana Afrin, I am an Advocate. I love to travel, shopping. Love to live a simple happy life
3/1 Purana Palton, Henolux Center, 3rd Floor
Dhaka
Advocate, Supreme Court of Bangladesh.
89 South Mugda, Mugda
Dhaka, 1214
At BLUELAWYS Lawyers we make a difference to our clients’ lives.
90 Kakrail 3rd Floor
Dhaka, 1000
Barrister At Law. Practice Civil,Criminal & Company Law. Competent In Immigration Law Too.
Dhaka, 1217
Advocate Rowshan Ali Practicing Lawyer Supreme Court of Bangladesh.