Arifur Rhaman

সহ-সম্পাদকঃ বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
সদস্যঃ বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা।

Photos from Arifur Rhaman's post 21/05/2024

আন্তরিক অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা ❤️💐
💠ভালবাসার শ্রদ্ধায়ের প্রিয় Altab Mahamud Dipu কাকা🖤 নব-নির্বাচিত চেয়ারম্যান, হিজলা উপজেলা পরিষদ।
যুগ্ম-সাধারণ সম্পাদকঃ বাংলাদেশ আওয়ামী লীগ, হিজলা উপজেলা শাখা।
💠ভালবাসার প্রাণ প্রিয় মো সাইদুল ইসলাম মাহিম ভাই🖤
নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান, হিজলা উপজেলা পরিষদ।
যুগ্ম-সাধারণ সম্পাদকঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগ, হিজলা উপজেলা শাখা।

স্মার্ট হিজলা উপজেলা বিনির্মাণ এর জন্য সব সময় দোয়া ও শুভ কামনা রইলো।

21/05/2024

আগামী এক (১) বছরের জন্য বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, গাজীপুর মহানগর শাখার আংশিক কমিটি নিম্নে অনুমোদন দেওয়া হলো।
নব-নির্বাচিত সকলকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ এর পক্ষে থেকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন। ❤️💐

Photos from Arifur Rhaman's post 21/02/2024

২১শে ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের শ্রদ্ধাঞ্জলি 🖤

২১শে ফেব্রুয়ারি ২০২৪ ইং

Photos from Arifur Rhaman's post 23/12/2023

দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামাতের আগুন সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিবাদী পদযাত্রা।
স্থান: কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত। তাং- ২৩/১২/২৩

19/12/2023

The height of your life is determined by your perspective.🖤

09/11/2023

আজ ৯ই নভেম্বর (২০২১-২০২৩)
আমার মায়ের ২য় মৃত্যু বার্ষিকী!😢

ঠিক আজকের এই দিনে আমার মা, আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমার মায়ের অভাব জীবনের বাকি সব কিছু দিয়েও পূরণ হচ্ছে না। 🥺
চারপাশে এতসব কিছু, এতসব মানুষ, সব থেকেও যেন, কিছুই নেই আমার জীবনে। মায়ের অনুপস্থিতি কত কষ্ট দায়ক সেটা হারে হারে বুঝতেছি আমি, জীবনের প্রতিটি ক্ষনে। এই অনুভূতি এই কষ্ট টা আমি এক আল্লাহ ছাড়া কাউকে বলতে পারিনা।🥺
মনে হয় আমি তাকে একবার জড়িয়ে ধরে একবার ওই হাসিমাখা মুখটাকে দেখার বিনিময়ে এই দুনিয়ার সবকিছু ত্যাগ করতে পারতাম! মায়ের দেখানো পথে, জীবনকে এখনো আমি সাজাতে পারিনি, আমি প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে জাচ্ছি আমার মায়ের দেখানো পথে নিজেকে গড়ার জন্য। মায়ের মৃত্যুবার্ষিকী সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য 🤲
আমার প্রতিটি মোনাজাতে মা থাকবে, যত দিন আমি এই পৃথিবীতে আছি।
হে মহান আল্লাহ তুমি আমার মা কে জান্নাতুল ফেরদৌস দান করো। 🤲
“ রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা"
” رَّبِّ ارْحَــمْــهُـمَا كَـمَا رَبَّـيَـانِـي صَـغِـيـرًا

আমীন🤲🥺

15/08/2023

রাত ১১ টার দিকে আমার দাদি আমাদের সবাই কে রেখে পৃথিবীর মায়া তেগ করে চলে গেছেন 😭😭
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আপনারা সবাই আমার দাদির জন্য দোয়া করবেন।আল্লাহ্তায়ালা যেনো আমার দাদি কে জান্নাতুল ফেরদাউস দান করেন।

17/07/2023

অভিনন্দন Mohammad A. Arafat ভাই💐🖤
১২৪ আসনের ভোটের ফলাফল
নৌকা প্রতীক -২৮৮১৬ 🛶✌️✌

29/06/2023

اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُه
আসসালামু আলাইকুম, ওয়া রাহমাতুল্লাহি, ওয়া বারাকাতুহু।
আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমল তথা ভাল কাজগুলো কবুল করুন!
ঈদ মোবারক!!
শ্রদ্ধান্তে-
আরিফুর রহমান
সহ-সম্পাদক: বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।

10/06/2023

গাইবান্ধা ০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের কৃতি সন্তান জননেতা Al Mamun ভাই 🖤 সকলের দোয়া/আশীর্বাদ কামনা করছি।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

10/06/2023

অভিনন্দন 💐
ঢাকা ১৭ আসনের নৌকার মাঝি
অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত ভাই।🖤
কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।

10/06/2023

জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।🇧🇩 অভিনন্দন বাংলাদেশ🇧🇩
অভিনন্দন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা।🖤
নেতৃত্বদানে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের উপর যে আস্থা রাখেন এই নির্বাচন তারই বহি:প্রকাশ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

04/01/2023

"যে সংগঠনটি নিশান উড়িয়েছে দিক্বিদিক,
মশাল জ্বালিয়েছে তারুণ্যের ক্ষোভের, প্রজন্মের দ্রোহের, মুক্তিকামী মানুষের স্বপ্নের,
৫৬ হাজার বর্গমাইল জুড়ে আলো দেখানো ভাস্বর পদধ্বনি,
যে সংগঠনটি অন্যায় অবিচারের বিরুদ্ধে গড়ে তুলে মানবিক প্রতিরোধ,
যে সংগঠনটির রয়েছে স্বাধীনতা বিরোধী মৌলবাদের কলজে কাঁপানো মিছল।"

সেই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আজ ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

শুভ জন্মদিন শৈশবের লালিত স্বপ্ন, কৌশরের ভালোবাসা, যৌবনের প্রেম, বাংলাদেশ ছাত্রলীগ।

04/01/2023
01/01/2023

শুভ জন্মতিথি 💐🖤
সন্মানিত শ্রদ্ধায়ের প্রিয় জনাব ওবায়দুল কাদের এম.পি মহোদয় 🖤
🔳গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়,
🔳সাধারণ সম্পাদকঃ বাংলাদেশ আওয়ামী লীগ।
আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।

28/12/2022

মেট্রোরেলর যুগে বাংলাদেশ। মেট্রোরেল পরিচালনার ক্ষেত্রে আমরা নিজেরাই স্মার্ট জনশক্তি গড়ে তুলব: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Photos from Arifur Rhaman's post 28/12/2022

মেট্রোরেলের যুগে বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রাজধানীর উত্তরায় ‘মেট্রোরেল লাইন-৬ ও বাংলাদেশের প্রথম মেট্রোরেল' এর উদ্বোধন ফলক উন্মোচন করেন। এসময় জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন।

ছবি -পিআইডি

#মেট্রোরেল #ঢাকা

Photos from Arifur Rhaman's post 25/12/2022

আজ রবিবার ২৫ ডিসেম্বর ২০২২ ধানমণ্ডী বঙ্গবন্ধু ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগ এর নব নির্বাচিত সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা ও দলের সাধারন সম্পাদক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

25/12/2022

"বাংলাদেশ আওয়ামী লীগ" এর নির্বাচিত সকলে জানাই আন্তরিক অভিনন্দন 💐💐
💠সভাপতিঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা। (এমপি)
💠সাধারণ সম্পাদকঃ জননেতা ওবায়দুল কাদের এম.পি
💠সভাপতিমণ্ডলীর সদস্যঃ
বেগম মতিয়া চৌধুরী এমপি
শেখ ফজলুল করিম সেলিম এমপি
কাজী জাফর উল্লাহ
ইঞ্জি. মোশারফ হোসেন এমপি
শ্রী পীযুষ কান্তি ভট্টাচার্য্য
নুরুল ইসলাম নাহিদ এমপি
ড. মো. আব্দুর রাজ্জাক এমপি
লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি
মোস্তফা জালাল মহিউদ্দিন
শাজাহান খান এমপি
জাহাঙ্গীর কবির নানক
আব্দুর রহমান
এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম
অ্যাড. কামরুল ইসলাম এমপি
সিমিন হোসেন রিমি

💠যুগ্ম-সাধারণ সম্পাদকঃ

মাহবুবউল আলম হানিফ এমপি
ডা. দীপু মণি এমপি
ড. হাছান মাহমুদ এমপি
আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম

💠কোষাধ্যক্ষ
এইচ. এন. আশিকুর রহমান এমপি

💠সম্পাদকমণ্ডলী

💠অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক
ওয়াসিকা আয়শা খান এমপি

💠আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
ড. শাম্মী আহমেদ

💠আইন বিষয়ক সম্পাদকঃ অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু,

💠কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক
ফরিদুন্নাহার লাইলী

💠তথ্য ও গবেষণা সম্পাদক
ড. সেলিম মাহমুদ

💠ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক
আমিনুল ইসলাম

💠দপ্তর সম্পাদক
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

💠ধর্ম বিষয়ক সম্পাদক
অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা

💠প্রচার ও প্রকাশনা সম্পাদক
ড. আবদুস সোবহান গোলাপ এমপি

💠বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক
দেলোয়ার হোসেন

💠বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর

💠মহিলা বিষয়ক সম্পাদক
জাহানারা বেগম

💠মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক
অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি

💠শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক
শামসুন নাহার চাঁপা

💠শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক
মোঃ সিদ্দিকুর রহমান

💠সংস্কৃতি বিষয়ক সম্পাদক
শ্রী অসীম কুমার উকিল এমপি

💠স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক
ডা. রোকেয়া সুলতানা

💠সাংগঠনিক সম্পাদকঃ

আহমদ হোসেন
বি. এম মোজাম্মেল হক
আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি
এস. এম কামাল হোসেন
মির্জা আজম এমপি
অ্যাডভোকেট আফজাল হোসেন
শফিউল আলম চৌধুরী নাদেল
সুজিত রায় নন্দী

💠উপ-দপ্তর সম্পাদক
সায়েম খান

💠সদস্যবৃন্দঃ

সদস্যদের নির্বাচিত করবে প্রেসিডিয়াম সভায় নির্বাচন হবে।

16/12/2022

একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার,
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ও সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।🇧🇩🖤

15/12/2022

আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, Al Mamun ভাই পুত্র সন্তানের বাবা হয়েছে।
মামুন ভাইয়ের সন্তানের জন্য অনেকে অনেক দোয়া ও শুভকামনা রইলো, আলোকিত হোক আগামীর ভবিষ্যত।❤️

Photos from Arifur Rhaman's post 14/12/2022

আজ গাজীপুর মুক্ত দিবস....🇧🇩✊
১৫ ডিসেম্বর গাজীপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিন চারদিক থেকে মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে পড়ে গাজীপুর ছেড়ে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী।

স্বাধীনতাকামী গাজীপুরবাসী সর্বপ্রথম জয়দেবপুর থেকে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। ১৯৭১ সালের ১৯ মার্চ শহীদ হন নিয়ামত, হুরমত, মনু খলিফা, আহত হন অনেকে। ২৫ মার্চ কালো রাত্রিতে পাক হানাদার বাহিনী বাঙালিদের বর্বর গণহত্যায় মেতে উঠলে গাজীপুরের শ্রমিক-জনতাও গর্জে ওঠে। পাক বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হন মুক্তিযোদ্ধারা। দীর্ঘ ৯ মাস যুদ্ধ চলে গাজীপুরের বিভিন্ন এলাকায়।

চারদিক থেকে মুক্তিযোদ্ধারা গাজীপুর শহরের জয়দেবপুরের দিকে সমবেত হতে থাকে। ৩ ডিসেম্বর আক্রমণ আরও জোরদার হয়। ১৩ ও ১৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা গাজীপুর সেনানিবাসে সম্মিলিত আক্রমণ চালায়। এতে পাক হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে। পাক হানাদার বাহিনীর সদস্যরা গাজীপুর ছেড়ে ঢাকায় পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। গাজীপুর সমরাস্ত্র কারখানা ও রাজেন্দ্রপুর অর্ডিন্যান্স ডিপো থেকে পাক হানাদাররা ঢাকার পথে চান্দনা চৌরাস্তায় জড়ো হতে থাকে।

এ ছাড়া ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল থেকে পাক হানাদাররা মিত্র ও কাদেরিয়া বাহিনীর আক্রমণে টিকতে না পেরে ঢাকার দিকে পিছু হটতে থাকে। পিছু হটার সময় তারা কড্ডা সেতু ধ্বংস করে দেয়। পিছু ধাওয়া করে মিত্র ও কাদেরিয়া বাহিনী কোনাবাড়ী ও কাশিমপুরে অবস্থান নেয়। চান্দনা চৌরাস্তায় জড়ো হওয়া পাক হানাদার বাহিনীর বিরাট একটি টিম ঢাকার দিকে রওয়ানা দেয়। পথে ছয়দানা এলাকায় পৌঁছলে কাশিমপুর থেকে মিত্র ও কাদেরিয়া বাহিনী তাদের ওপর কামান ও মর্টারের শেল নিক্ষেপ করতে থাকে। একই সঙ্গে সড়কের দুই পাশ থেকে মুক্তিবাহিনীর উপর্যুপরি গুলিবর্ষণে পাক হানাদার বাহিনী একেবারে দুর্বল হয়ে পড়ে। ধ্বংস হয় ট্যাংক, কামান, মর্টার, যানবাহন ও গোলাবারুদ। হতাহত হয় অসংখ্য পাকসেনা।

মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ঢাকার কাছে এটাই ছিল পাক হানাদার বাহিনীর সবচেয়ে বড় বিপর্যয়। পাক বাহিনীর ওপর গোলাবর্ষণ ১৫ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে। পাক হানাদার বাহিনীর পর্যুদস্ত হওয়ার ফলে ওইদিনই গাজীপুর মুক্ত হয়।

Photos from Arifur Rhaman's post 14/12/2022

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে একাত্তরে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যায় জড়িত পাকিস্তান সেনাবাহিনীকে জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে বিচারের দাবিতে সমাবেশ করেন "বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ"

13/12/2022

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস।
বাঙালির জাতীয় ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক দিন।
১৯৭১ সালে এই দিনে মহান মুক্তিযুদ্ধের চুড়ান বিজয় যখন নিচ্শত,ঠিক তখন পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল বদর,আল শামস বাহিনী জাতির শেষ্ঠ সন্তান বরন্য শিক্ষাবিদ,গবেশক,প্রকৌশলী,সাংবাদিক, কবি ও সাহিত্যকদের রাতের আধারে চোঁখ বেধে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে।
১৪ই ডিসেম্বর ১৯৭১ সাল
শিক্ষাবিদঃ ৯৯১
সংবাদিকঃ ১৩
চিকিৎসকঃ ৪৯
আইনজীবীঃ ৪২
অন্যান্যঃ ১৬
একটি জাতির শতবছর পিছিয়ে পড়ার ছোট্ট একটা গল্প।
১৪ ডিসেম্বর জাতীয় শহিদ বুদ্ধিজিবী দিবস অমর হোক। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি "বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির" পক্ষে থেকে বিনম্র শ্রদ্ধা ও শ্রদ্ধাঞ্জলী।

12/12/2022

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল থেকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, “আমরা আগামী ৪১’ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো। আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা চলে যাবো।”

তিনি বলেন, সরকার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার চারটি ভিত্তি সফলভাবে বাস্তবায়নে কাজ করছে। এগুলো হচ্ছে, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। আমরা এখানেই থেমে থাকিনি, ২১০০ সালের ব-দ্বীপ কেমন হবে- সে পরিকল্পনাও নিয়েছি।

স্মার্ট বাংলাদেশে প্রযুক্তির মাধ্যমে সবকিছু হবে। সেখানে নাগরিকরা প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে এবং এর মাধ্যমে সমগ্র অর্থনীতি পরিচালিত হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এবং সমাজকে স্মার্ট করে গড়ে তুলতে ইতোমধ্যেই বিশাল কর্মযজ্ঞ সম্পাদিত হয়েছে।

বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরে তরুণ প্রজন্মকে সৈনিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ২০৪১ সালের সৈনিক হিসেবে তোমাদের (তরুণদের) স্মার্ট নাগরিক হিসেবে প্রস্তুত হতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। অনুষ্ঠানে ‘অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২’ এবং ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার’ বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, জয় সিলিকন টাওয়ার, বঙ্গবন্ধু ডিজিটাল জাদুঘর ও একটি সিনেপ্লেক্স এবং বরিশাল জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার উদ্বোধন করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ অনুষ্ঠানের আয়োজন করে। শেখ কামাল ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ক দুটি বইয়ের ডিজিটাল ও প্রিন্ট সংস্করণের মোড়কও উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

---

Prime Minister Sheikh Hasina said her government is working to transform the country into "Smart Bangladesh" by 2041.

The premier said her government is working successfully to implement the four bases of building "Smart Bangladesh" that included making smart citizens, smart economy, smart government and smart society.

In the Smart Bangladesh, everything will be done through technology where the citizens will be efficient in using technology, she said. Describing the young generation as soldiers of transforming Bangladesh into a developed and prosperous country by 2041, she said, "Youths will have to prepare themselves as smart citizens being soldiers of 2041."

The prime minister said this while addressing a programme as the chief guest marking the Digital Bangladesh Day 2022.

At the programme, she also inaugurated the Bangabandhu Sheikh Mujib High-Tech Park in Rajshahi, Joy Silicon Tower, Bangabandhu Digital Museum and a Cineplex and Sheikh Kamal Information Communication Training and Incubation Centre in Barishal district.


#ডিজিটালবাংলাদেশদিবস #ডিজিটালবাংলাদেশ
#শেখহাসিনা #বাংলাদেশ

11/12/2022

প্রেস বিজ্ঞপ্তিঃ-
"প্রতিষ্ঠাবার্ষিকীর আহবান, বিএনপি-জামাতের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ান" শ্লোগানকে সামনে রেখে ১২ ডিসেম্বর বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী দেশব্যাপী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১২ ডিসেম্বর বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ এর গৌরব, সংগ্রাম ও অগ্রযাত্রার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সকল ইউনিট আগামী ১২ ডিসেম্বর সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করবে। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির ন্যায় দেশের সকল ইউনিটকে নিম্নোক্ত কর্মসূচীসমূহ পালন করার জন্য নির্দেশ দেয়া হলো। সংগঠনের কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকাস্থ সকল শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতৃবৃন্দকে নিম্নোক্ত কর্মসূচীসমূহে যথাসময়ে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচীসমূহ:

১। আগামী ১২ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় ধানমণ্ডি বত্রিশে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

২। আগামী ১২ ডিসেম্বর সোমবার দুপুর ১২টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা।

৩। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান (খুব শীঘ্রই তারিখ ও স্থান নির্ধারিত হবে)।

নির্দেশক্রমে,
Aminul Islam বুলবুল ভাই 🖤
সভাপতিঃ বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটি।
Al Mamun ভাই 🖤
সাধারণ সম্পাদকঃ বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটি।

09/12/2022

"স্বাধীনতা বিরোধী, বিএনপি-জামাতের সন্ত্রাসের অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ"

09/12/2022

শুভ জন্মতিথি🖤
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী, রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা আপার সুযোগ্য কন্যা, অটিজম বিশেষজ্ঞ Saima Wazed Putul 🖤

Photos from Arifur Rhaman's post 08/12/2022

🎂 শুভ জন্মদিন 🎂
মাননীয় শিক্ষা মন্ত্রী ডা.Dipu Moni ❤প্রিয় মানুষ। প্রিয় ব্যাক্তিত্ব।⛵বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী, চাঁদপুরের অহংকার। মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।
আপনার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করি।।
জন্ম ৮ ডিসেম্বর, ১৯৬৫ খ্রিস্টাব্দে।
একজন বাংলাদেশী নারী রাজনীতিক।
বর্তমান শিক্ষামন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী। ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভের পর বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব লাভ করেন।
২০১৪ সালে গঠিত দশম সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।
২০১৬ সালে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে তিনি পুনরায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে তিনি শিক্ষামন্ত্রী।

দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রথম কাউন্সিলে নির্বাচিত সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদের কন্যা।

তিনি হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস। এমবিবিএস ডিগ্রি লাভের পর মার্কিন
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেল্থ থেকে এমপিএইচ ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রি ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সমঝোতা ও দ্বন্দ্ব নিরসনের ওপর একটি কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন আইনজীবী ও বটে।

দীপু মনি চাঁদপুর-৩ আসনের পর পর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। তাঁর নেতৃত্বে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়- প্রতিবেশী দেশসমূহের সাথে বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তিনি কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল অ্যাকশন গ্রুপ-এর প্রথম নারী এবং দক্ষিণ এশীয় চেয়ারপার্সন নির্বাচিত হন। এছাড়া তাঁর নেতৃত্বে বাংলাদেশ সমুদ্র জয় করে। এতে প্রতিবেশী দেশ মায়ানমার এবং ভারতের সাথে প্রায় চার দশকের সমুদ্রসীমা সংক্রান্ত অমীমাংসিত বিষয়টি আন্তর্জাতিক আইনের আওতায় চূড়ান্ত নিষ্পত্তি হয়।

আজ তাঁর জন্মদিনে আমাদের প্রত্যাশা শিক্ষা সেক্টরে চলমান অব্যবস্হাপনা রোধে তিনি কার্যকর ভূমিকা পালন করবেন।

07/12/2022

বাংলাদেশ ছাত্রলীগের ৩০ তম জাতীয় সম্মেলন-২০২২
দেশের প্রতিটি গণ-আন্দোলনে আত্মাহুতি দিয়েছে ছাত্রলীগ: ৩০তম সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
তারিখ: ০৬ ডিসেম্বর ২০২২
আয়োজনে: বাংলাদেশ ছাত্রলীগ।
#ছাত্রলীগ ভিডিওঃ #৭১টিভি

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Khilkhet, Lakecity Concord
Dhaka
1229

Other Politicians in Dhaka (show all)
জিয়াউর রহমান জিয়াউর রহমান
BNP Central Office
Dhaka, 1000

স্বাধীনতার ঘোষক।প্রথম প্রেসিডেন্ট। ?

Professor Dr. Abdul Mannan Choudhury Professor Dr. Abdul Mannan Choudhury
Street No :03
Dhaka, DHAKA-1230

Dr. Abdul Mannan Choudhury is an academic, media personality, politician, and freedom fighter,

Mondal Mithun Mondal Mithun
Gopalganj
Dhaka

Team Kazi Faridul Haque Happy Team Kazi Faridul Haque Happy
40/1A, West Tolarbag, Mirpur-1
Dhaka, 1216

#TeamHAPPY #ChangeForWell #ChangeForTommorow #Mirpur #Dhaka14 #কাজীহ্যাপী #ভ?

Jashore property's Jashore property's
Baridhara Bashundhara Residential Area
Dhaka

Sumon Fakir Sumon Fakir
Savar
Dhaka

সাবেক সভাপতি. মোচনা ইউনিয়ন ছাত্রলীগ. সদস্য. বাটিকামারী ইউনিয়ন আওয়ামীলীগ. মুকসুদপুর. গোপালগঞ্জ.

আহমেদ নাহিদ আহমেদ নাহিদ
Dhaka

Politics is not My Profession, It’s My Addiction !

Advocate Mohibullah Khokon Advocate Mohibullah Khokon
56-57 Shoreef Mension (3rd Floor) Motijeel
Dhaka

আলোচনা ও সমালোচনা

Marof Marof
Sreepur, Gazipur
Dhaka, 1740

Gentleman

Mohammed Amran Patwary Mohammed Amran Patwary
Dhaka

আহবায়ক ফেনী জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন

Rashedul Hasan Rashedul Hasan
Dhaka, 1000

আমি জ্ঞান আহরণ করতে চাই। হে আরশের মালিক।

Hamdey Rabbi Akram - হামদে রাব্বি আকরাম Hamdey Rabbi Akram - হামদে রাব্বি আকরাম
Dhaka
Dhaka

সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারী তিতুমীর কলেজ শাখা