SR Travel Express
Nearby shops
Motijheel
Dhaka, Fulbaria
Toynbee Circular Road
Wari
Keraniganj
North Brook Hall Road
Fakirapool
Ashulia School and College Road
Indira Road Framget Tejgao
সাভার Dhaka
S R Travel Express is committed to providing the best possible assistance in realizing your dreams o
সম্মানিত প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা অত্যন্ত সহজ সরল মানুষ। যে অফিস থেকে ভিসা, টিকেট এবং ম্যানপাওয়ার এ ধরনের যত সেবা নিবেন, তারা বৈধ রিক্রুটিং এজেন্সি / ট্রাভেল এজেন্সি কিনা তা যাচাই করে অফিসের নামে যে ব্যাংক একাউন্ট নাম্বার থাকে সেই একাউন্টে এ টাকা লেনদেন করবেন। তাহলে আপনাদের প্রতারিত হওয়ার ঝুকি অনেকটা ই কমে যাবে।
Amazing Vietnam, Sapa!!
Need Vietnam tourist visa, Tour package service? Just connect with us Sr Travel Express call on 01937691219 or Email [email protected]
ঢাকার ফকিরাপুলে অবস্থিত, এস আর ট্রাভেল এক্সপ্রেস (সরকার অনুমদিত ট্রাভেল এজেন্সি) এ জব অফার চলছে!! পরিশ্রমী, স্মার্ট ও ক্যারিয়ার ওরিয়েন্টেড ০২(দুই জন) মার্কেটিং এক্সিকিউটিভ এবং কম্পিউটার অপারেটর পদে ১ (একজন) নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের গ্রাজুয়েশন
এবং কম্পিউটারে পারদর্শিতা বাধ্যতামুলক থাকতে হবে। ট্রাভেল এজেন্সি রিলেটেড /IATA অফিস এ কমপক্ষে ২-৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে, আগ্রহীগন আগামী ২০/১২/ ২০২৩ এর মধ্যে রিসেন্ট সিভি এখানে মেইল করুনঃ [email protected]
ফ্লাইটে উঠার দিকনির্দেশনা:
মজিদ চাচার ফ্লাইট রাত ১২টায়। তিনি বিমানববন্দরে ঢুকলেন পৌনে ১২টায়। তিনি ভেবেছেন বাসের কাউন্টারের মতো ১০/১৫ মিনিট আগে গেলেই বিমানে উঠে বসতে পারবেন। কিন্তু তিনি তা পারলেন না।
** বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।
** যানজটের বিষয়টি মাথায় রেখে হাতে সময় নিয়ে যাত্রা করুন।
** ফ্লাইটের ৩ ঘন্টার আগে বিমানবন্দরে উপস্থিত হোন।
** চেক ইন কাউন্টার খুঁজে পেতে বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন।
** বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে আপনার নির্ধারিত এয়ারলাইনে চেক ইন সম্পন্ন করুন।
** ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।
** চেক ইন করার সময় যে কয়টি লাগেজ জমা দিবেন, ততটি লাগেজ ট্যাগ বুঝে নিন।
** পাসপোর্ট, বোর্ডিং কার্ড, লাগেজ ট্যাগ বুঝে নিয়ে চেক ইন কাউন্টার ত্যাগ করুন।
** চেকইন সম্পন্ন করার পর অযথা ঘোরাফেরা না করে ইমিগ্রেশন সম্পন্ন করুন।
** ইমিগ্রেশন করা পর পুনরায় বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। আপনার বোর্ডিং কার্ডে অথবা মনিটরে প্রদর্শিত গেট ব্যবহার করে উড়োজাহাজে উঠুন।
** আপনার বোর্ডিং কার্ডে লেখা নির্ধারিত সিটে বসুন। খালি থাকলেও অন্য সিটে বসবেন না।
🇹🇭 থাইল্যান্ড টুরিস্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
• পাসপোর্ট
• ২ কপি 3.5x4.5 সাইজের ছবি।
• ব্যাংক স্টেটমেন্ট।
• ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট।
• পেশার প্রমাণপত্র (ট্রেড লাইসেন্স, NOC, স্টুডেন্ট আইডি ইত্যাদি)
-লেটারহেড প্যাড ৪ পিস।
• এয়ার টিকেট বুকিং (আমরা দিবো)
• হোটেল বুকিং (আমরা দিবো)
• ট্রাভেল আইটেনারি বা ভ্রমণ পরিকল্পনা (আমরা দিবো)
• পাসপোর্ট এর ডাটা পেইজের ফটোকপি , পুরাতন সকল পাসপোর্ট।
• জাতীয় পরিচয়পত্রের কপি।
• সর্বশেষ থাই ভিসা কপি (যদি থাকে)
• ম্যারেজ সার্টিফিকেট (যদি স্বামী স্ত্রী আবেদন করেন)
• ১৮ বছরের নিচে হলে অভিভাবকের সম্মতিপত্র।
-- উপরে উল্লিখিত সকল ডকুমেন্টস ইংরেজিতে হতে হবে। কোনটা যদি বাংলা বা অন্য ভাষায় থাকে তাহলে ইংরেজিতে নোটারি করে নিতে হবে।
📞+8801937691219
আপনি কি ভিয়েতনাম ভ্রমন করবেন ভাবছেন?🤔 কিন্তু ভিসা প্রসেসিং নিয়ে চিন্তিত?🤔
আমরা সর্বোচ্চ 🥇 দক্ষতার সাথে ভিয়েতনাম ভ্রমণ এর জন্য ভিসা প্রসেসিং, এপ্প্রভাল ভিসা, হোটেল এরেঞ্জমেন্ট, এয়ার টিকেট, ল্যান্ড প্যাকেজ, মুসলিম হালাল ফুড, ট্রান্সপোর্টেশন, প্রমোত তরী প্রসেস করে থাকি। 🚄 🚅
ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
১. পাসপোর্টের স্কান কপি।
২. কালার ছবি (পাসপোর্ট সাইজ) ১ কপি।
৩. ভিজিটিং কার্ড।
৪. অফিসে অনাপত্তিপত্র এবং ব্যাংক স্টেটমেন্ট (চাকুরিজীবিদের জন্য)
৫. ট্রেড লাইসেন্স ইংরেজিতে নোটারী করা ( কোম্পানির মালিকদের জন্য)
৪. বিমানের টিকেট এবং হোটেল রিজারভেশন।
না থাকলে (আমরা রেডি করে দিবো)
নোট : অরজিনাল পাসপোর্ট আমাদের অফিসে জমা দিতে হবে না। এবং ভিসা না পেলেও লস নাই। জমাকৃত সম্পূর্ন টাকা ফেরতযোগ্য।
🤗 বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুনঃ
📱 হটলাইনঃ 01937691219 (Call or WhatsApp) ইমেইল : [email protected]
অফিস এড্রেস : এস আর ট্রাভেল এক্সপ্রেস, রুম নং ১৬, ৫ম তলা, রহমানিয়া ইন্টারন্যাশনাল কমপ্লেক্স, ২৮/১/সি, টয়েনবি সার্কুলার রোড, ফকিরাপুল (কালভার্ট রোড) মতিঝিল।
SR Travel Express S R Travel Express is committed to providing the best possible assistance in realizing your dreams o
আপনি টাকা দিয়ে টিকিট কাটেন, আর এয়ারলাইনের টাকার বিনিময়ে ফ্লাইটে যাত্রী বহন করে। বিমানবন্দরে এসে আপনি সেই এয়ারলাইনের কাউন্টারে চেক-ইন করেন, লাগেজ জমা দেন। সেই লাগেজ এয়ারলাইন তাদের উড়োজাহাজে বহন করে।
অর্থাৎ চেক ইন কাউন্টারে আপনার লাগেজ জমা নিয়ে গন্তব্যে পৌছিয়ে আপনার লাগেজ ঠিকঠাক বুঝিয়ে দেয়া এয়ারলাইনের দায়িত্ব। এটা বিশ্বের যে এয়ারলাইনই হোক না কেনো। যে দেশে হোক, যে বিমানবন্দর হোক।
এখন লাগেজে বেল্টে গিয়ে যদি দেখেন আপনার লাগেজ ক্ষতিগ্রস্থ হয়েছে তাহলে কী করবেন ?
একদম সোজা সাপ্টা উত্তর, আপনার লাগেজ ক্ষতিগ্রস্থ হবার দায় এয়ারলাইন্সের। আর এজন্য তারা ক্ষতিপূরণ দিবে।
ক্ষতিপূরণ পেতে হলে, আপনাকে বিমানবন্দরে থাকা অবস্থায় ঠিকঠাক মতো লাগেজ চেক করে নিতে হবে। লাগেজ ক্ষতিগ্রস্থ হলে বিমানবন্দরে অবস্থান করেই ক্ষতিপূরণ পেতে অভিযোগ জানাতে হবে।
সাধারণত সারা বিশ্বে সকল বিমানবন্দরে লস্ট অ্যান্ড ফাউন্ড আছে। সেখানে গিয়ে ক্ষতিপূরণ দাবি করতে হয়। মুখে মুখে অভিযোগ দিয়ে আসলে আপনি ক্ষতিপূরণ পাবেন না। বাড়িতে গিয়ে তারপর ক্ষতিপূরণ দাবি করলেও ক্ষতিপূরণ পাবেন না।
ক্ষতিপূরণ পেতে হলে বিমানবন্দরে অবস্থান করে নির্ধারিত ফরম/পদ্ধতিতে অভিযোগ জানাতে হবে। অর্থাৎ অভিযোগ জানানোর পর, এয়ারলাইনের কাছ থেকে ডকুমেন্টস বুঝে নিবেন।
বিশ্বের যে বিমানবন্দরেই হোক না কেন, আপনি এয়ারলাইনের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করবেন।
চায়না ট্যুরিস্ট ভিসা এবং যে কোন ধরনের ট্যুর প্যাকেজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আপনি কি বিদেশগামী যাত্রী?
যে কোন আন্তর্জাতিক গন্তব্যে যেতে ফ্লাইটের নির্ধারিত সময়ের আগে ৩ ঘন্টা সময় হাতে নিয়ে বিমানবন্দরে প্রবেশ করুন।
ফ্লাইট ছাড়ার ১ ঘন্টা আগে এয়ারলাইনের চেক ইন কাউন্টার বন্ধ হয়ে যায়। আপনার টিকিটে ফ্লাইটের নির্ধারিত সময় লেখা আছে। সেই সময়ের এক ঘন্টা আগে চেক ইন কাউন্টারে না গেলে, আপনি চেক ইন করতে পারবেন না, ফ্লাইট মিস করবেন।
বিমানবন্দরে এয়ারলাইনের কাউন্টার নির্ধারিত নয়। শুধু মাত্র ফ্লাইটের আগে কাউন্টার চালু হয় । আপনার টিকিটে এয়ারলাইনের নাম ও ফ্লাইট নাম্বার লেখা আছে। আপনার কোন কাউন্টারে চেক ইন হবে, তা বিমানবন্দরের নির্দেশনার মনিটরে দেখানো হবে। সেই মনিটরে ফ্লাইট নাম্বারসহ চেক ইন কাউন্টারের নাম্বার উল্লেখ করা হয়। তাই বিমানবন্দরে প্রবেশ করে নির্দেশনা মনিটর লক্ষ্য রাখুন।
চেক ইন কাউন্টারে গিয়ে লাগেজ জমা দিয়ে চেক ইন সম্পন্ন করে বোর্ডিং কার্ড সংগ্রহ করুন। আপনার লাগেজ ট্যাগ বুঝে নিন। নিজের পাসপোর্ট ফেরত নিন।
চেক ইন করার পর ইমিগ্রেশন সম্পন্ন করুন। ইমিগ্রেশন সম্পন্ন করার পর কোন গেট দিয়ে আপনি বিমানে উঠবে তা সেখানেও মনিটরে প্রর্দশন করা হয়। আপনার বোর্ডিং কার্ডে লেখা আছে আপনি কোন গেট দিয়ে বিমানে উঠবেন।
বিমানবন্দরে অবস্থান করার সময় ইনফরমেশন মনিটিরে লক্ষ্য রাখুন। প্রয়োজনে বিমানবন্দরের হেল্প ডেস্কের সহায়তা নিন।
🇯🇵 আপনি কি ভিয়েতনাম ভ্রমন করবেন ভাবছেন?🤔 কিন্তু ভিসা প্রসেসিং নিয়ে চিন্তিত?🤔
আমরা সর্বোচ্চ 🥇 দক্ষতার সাথে ভিয়েতনাম ভ্রমণ এর জন্য ভিসা প্রসেসিং, এপ্প্রভাল ভিসা, হোটেল এরেঞ্জমেন্ট, এয়ার টিকেট, ল্যান্ড প্যাকেজ, মুসলিম হালাল ফুড, ট্রান্সপোর্টেশন, প্রমোত তরী প্রসেস করে থাকি। 🚄 🚅
🤗 বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুনঃ
📱 হটলাইনঃ 01714101067
কাতার সহ বিভিন্ন দেশের B M E T কার্ড সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আল হাফসা অভারসীজ - কল ০১৯৩৭৬৯১২১৯ (হোয়াটসঅ্যাপ, ইমো)
🗣️শুভ সকাল🗣️
✈️ঢাকা টু কুয়ালালামপুর✈️ গ্রুপ টিকেট মাএ ৪৮,৫০০/- টাকা,
ফ্লাইট ডেট ১৭-২৫ আগস্ট।
কল - ০১৭১৪১০১০৬৭ (হোয়াটসঅ্যাপ, ইমো)
এস আর ট্রাভেল এক্সপ্রেস
ঢাকা টু কুয়ালালামপুর গ্রুপ টিকেট মাএ ৪৮৫০০ টাকা, ফ্লাইট ডেট ১৭-৩০ আগস্ট। এস আর ট্রাভেল এক্সপ্রেস। কল - ০১৭১৪১০১০৬৭ (হোয়াটসঅ্যাপ, ইমো)
🕋 ২০২৪/২৫ সালের হজ্বের প্রাক-নিবন্ধন চলছে:::
যা প্রয়োজন : NID/Smart card-এর ফটোকপি এবং মাত্র ৩০,৭৫২/- টাকা। যোগাযোগ এস আর ট্রাভেল এক্সপ্রেস
প্রবাসীদের সেবা আরো একধাপ এগিয়ে এখন BMET স্মার্ট কার্ডের পরিবর্তে অনলাইন থেকে QR কোড সম্বলিত অভিবাসী কর্মীর ছাড়পত্র প্রিন্ট বের করে নিয়ে বিদেশ যাওয়া যায়।
পৃথিবীর বিভিন্ন দেশের ম্যানপাওয়ার (BMET) কার্ড সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
রেমিট্যান্সযোদ্ধা ভাইবোনদের অবগতির জন্য।
ভিয়েতনামের সিঙ্গেল কিংবা মাল্টিপুল এন্ট্রি ভ্রমন ভিসা এবং যে কোন ধরনের ট্যুর প্যাকেজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এস আর ট্রাভেল এক্সপ্রেস - ০১৯৩৭৬৯১২১৯ (হোয়াটসঅ্যাপ, ইমো)
ঈদের ছুটিতে যারা দেশের বাহিরে কাছের কোন দেশে ঘুরে আসতে চাচ্ছেন, তারা ইন্ডিয়া, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, ভিয়েতনাম ইত্যাদি দেশ পছন্দ করতে পারেন। ভিসা প্রক্রিয়া ও প্যাকেজ খরচ সহজ এবং সুলভ মুল্যে পাওয়া যাচ্ছে। মিনিমাম ২ জন হলে গ্রুপ করা যায়। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এস আর ট্রাভেল এক্সপ্রেস - ০১৯৩৭৬৯১২১৯
Welcome!! Egypt Air
বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে জানাই মহান মে দিবসের শুভেচ্ছা। প্রতিটি শ্রমজীবী মানুষের অধিকার অটুট থাকুক। দূর হোক সকল বৈষম্য।
ভিয়েতনাম টুরিস্ট ভিসা
বিশ্বব্যাপী পর্যটকদের কাছে ভিয়েতনাম ভ্রমণের জন্য অন্যতম স্থান। তাই আপনার ভিয়েতনাম টুরিস্ট ভিসা পেতে চলে আসুন এস আর ট্রাভেল এক্সপ্রেস এ।
আমাদের সার্ভিস
• টুরিস্ট ভিসা প্রসেসিং
• এয়ার টিকেট
• হোটেল বুকিং
Contact Us:
Call & WhatsApp: 01937-691219
Contact with Us, For any Corporate, Family, Students, Friend Group Tour package, Visa support To Vietnam, Connect with SR Travel Express
Hot line - 01937691219 (WhatsApp, Imo)
E-mail: [email protected]
সম্মানিত বিজনেস পার্টনার, আমাদের কাছে বিভিন্ন এয়ারপোর্টের এয়ার টিকেট স্পেশাল ফেয়ার এ পেতে পারেন। নীচের সিডিউলে স্পেশাল ফেয়ারে অল্প কিছু সিট আছে। দরকার হলে নিতে পারেন। যোগাযোগ এস আর ট্রাভেল এক্সপ্রেস। কল ০১৯৩৭৬৯১২১৯ (ইমু, হোয়াটসঅ্যাপ).
Need Vietnam tourist visa or tour package? Just connect with us. 01937691219 (whatsapp, imo) Email : [email protected]
Need Vietnam tourist visa or tour package? Just connect with us. 01937691219 (whatsapp, imo) Email : [email protected]
এখনো বিদেশে ঘোরতে যেতে পারেনি? ভিসা জটিলতা!! নো টেনশন। আমরা সাদা পাসপোর্টেও ভিয়েতনামের ট্যুরস্ট ভিসা করে থাকি। ভিয়েতনামে যে কোন ধরনের ট্যুর সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এস আর ট্রাভেল এক্সপ্রেস, মোবাইল ০১৯৩৭৬৯১২১৯ (হোয়াটসঅ্যাপ, ইমো)
🔰 বাংলাদেশে আসতে হেলথ ডিক্লারেশন লাগবে না
🔰 বাংলাদেশ আসার ক্ষেত্রে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করার নিয়ম বাতিল করা হয়েছে। তবে অন্যান্য শর্ত আগের মতো বহাল থাকবে।
🔰 বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যে কোন টিকার র্পূণ ডোজ যারা নিয়েছেন তাদের বাংলাদেশ আসতে করনো পরীক্ষা করতে হবে না। যাত্রীদের ভ্যাকসিন গ্রহনের প্রমাণ সঙ্গে রাখতে হবে।
🔰 যেসব যাত্রী এক ডোজ কিংবা কোন ভ্যাকসিন নেননি, তাদের বাংলাদেশ আসতে হলে ৭২ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।
🔰 ১২ বছরের নিচে শিশুদের কোন করোনা টেস্ট করাতে হবে না। তবে তাদের স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য নির্দেশনাগুলো মানতে হবে।
🔰 টিকা নেয়া বা না নেয়া কোন যাত্রীর মধ্যে করোনার লক্ষণ বা উপসর্গ দেখা যায় তাহলে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ যাত্রীর করোনা টেস্ট করাবে। টেস্টে তার রিপোর্ট করোনা পজেটিভ আসলে তাকে নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলের সাতদিন আইসোলেশনে থাকতে হবে। এরপর পুনরায় ৭দিন পর আবারও করোনা পরীক্ষা করা হবে।
Let's go, Vietnam & Combodia !!
Click here to claim your Sponsored Listing.
ABOUT US
S R Travel Express is a travel agency uniquely focused on international air travel. Since 2016, S R Travel Express has been committed to offering comprehensive airline flight schedules and fares allowing our customers to book air travel to popular destinations as well as some of the most remote corners of the world. By working with a vast network of trusted global travel partners, S R Travel Express accesses both published and negotiated air fares providing the very best international content all in one place.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Rahamania International Complex (4th Floor) Toyenbee Circular Road, Motijheel C/A
Dhaka
1000
Mohakhali DOHS
Dhaka, 1206
We are authorized agent of keari tours and travels
Dhaka
Vromon is the name of a comprehensive online ticketing platform. We offer tickets for various bus services, Inland water transportations, domestic airlines and also best hotel room...
141/4 Lake Circus (Abed Dhali Road)Kalabagan
Dhaka, 1205
SpiceJet Ticket agency office Dhaka
69, Gulfesha Plaza, Level-10, Suite-O, Sangbadik Salina Parvin Road, Mogbazar
Dhaka, 1217
This is a Manpower Recruitment Company. We Sent Manpower All over Countries in the World. Thanks
28/2, Toynbee Circular Road, Hotel Hassan Int. Ground Floor, Motijheel
Dhaka, 1000
We process Holy Hajj, Umrah, and Tour Visa. We sell worldwide air tickets.
Dhaka
International and Domestic Air Ticket & Visa Processing Agent. Head of Collected Service.
36/E Purana Paltan
Dhaka, 1000
Stress Free Travels is here to assist you regarding tourist product – destinations, cheapest air t
Dolipara, Turag
Dhaka, 1230
আমাদের মাধ্যমে আপনারা পাচ্ছেন আকর্ষণীয় মূল্য বিমান টিকেট।