Sojib Law House
Nearby law practices
Topkhana Road, Dhaka
Meherba Plaza, Dhaka
Meherba Plaza, Dhaka
Dit Avenue, Dhaka
Purana Paltan Line, Dhaka
Meherba Plaza. 33 Topkhana Road, Dhaka
Room No . 3007 Annex Supreme Court Bar Association, Dhaka
Meherba Plaza, Dhaka
Meherba Plaza, Dhaka
Bangladesh Shishu Kallyan Parishad, Dhaka
Topkhana Road, Dhaka
আমার পেজে পাবেন জমি বিষয় আলোচ,,,,আইনি লেখা পড়ার জন্য সাবজেক্ট অনুযায়ী পড়াশুনা,,,, ধন্যবাদ আপনাকে!!!!
জমির মালিকানার বিষয় ধারনা ও সি এস থেকে বি আর এস খতিয়ানএর মালিকানার বিবরণ মিলানোর আইডিয়া।
বার কাউন্সিল এম সি কিউ পরিক্ষা
আলহামদুলিল্লাহ
জমি মাপার সহজ সূত্র
জমি মাপার সহজ সূত্র
ভূমি পরিমাপ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে এই নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (এপ্রিল ২০১৪)
ভূমির পরিমাণ পদ্ধতি বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়ে থাকে। বাংলাদেশে ভূমি সংক্রান্ত যাবতীয় দলিলা লিখন, সরকারি হিসাব ও অফিসের কাজে ব্যবহার্য দুই প্রকার পরিমাপ হলো শতাংশের হিসাব ও কাঠা'র হিসাব। অবশ্য এই দুইয়ের মধ্যে সম্পর্ক রয়েছে। আর তা হলো এই যে এক একরের এক শত ভাগের এক ভাগকে বলা হয় "এক শতাংশ" জমি (অধিকতর প্রচলিত শব্দবন্ধ হলো "এক ডেসিমাল জমি")। অন্যদিকে কাঠার উর্ধ্বতর একক হলো "বিঘা" এবং বিঘা'র উর্ধ্বতর একক হলো "একর।" ২০ কাঠা সমান এক বিঘা জমি এবং তিন বিঘা সমান এক একর জমি। এই পরিমাপ সর্বজনীন, এবং "সরকারি মান" ( Standard Measurement) হিসেবে অনুমোদিত। বাংলাদেশে ঐতিহ্যগত ভাবে গান্টার শিকল জরীপ পদ্ধতিতে জমির পরিমাণ মাপা হয়ে থাকে। আন্তজার্তিক প্রয়োজনে কখনো কখনো সরকারী কাগজে হেক্টর ব্যহার করা হয়ে থাকে।
পরিচ্ছেদসমূহ
• ১ ইঞ্চি, ফুট ও গজ
• ২ বর্গগজ/বর্গফুট অনুযায়ী শতাংশ ও একরের পরিমাণ
• ৩ কাঠা, বিঘা ও একরের মাপ
• ৪ মিলিমিটার ও ইঞ্চি
• ৫ গান্টার শিকল জরীপ
• ৬ একর শতকে ভূমির পরিমাপ
• ৭ বিভিন্ন প্রকারের আঞ্চলিক পরিমাপ
• ৮ বিঘা-কাঠার হিসাব
• ৯ এয়র হেক্টর হিসাব
• ১০ তথ্যসূত্র
• ১১ বহিঃসংযোগ
ইঞ্চি, ফুট ও গজ
১২ ইঞ্চি = ১ ফুট ৩ ফুট= ১ গজ
ভূমি যে কোন সাইজের কোন ভূমির দৈর্ঘ্য ও প্রস্থে যদি ৪৮৪০ বর্গগজ হয় তাহলে এটা ১.০০ একর (এক একর) হবে। যেমনঃ ভূমির দৈর্ঘ্য ২২০ গজ এবং প্রস্থ ২২ গজ সুতরাং ২২০ গজ×২২ গজ= ৪৮৪০ বর্গগজ।
বর্গগজ/বর্গফুট অনুযায়ী শতাংশ ও একরের পরিমাণ
• ৪৮৪০ বর্গগজ = ১ একর ধরে
• ৪৮৪০ বর্গগজ = ১ একর
• ৪৩৫৬০ বর্গফুট= ১ একর
• ১৬১৩ বর্গগজ= ১ বিঘা
• ১৪৫২০বর্গফুট= ১ বিঘা
• ৪৮.৪০বর্গগজ= ১ শতাংশ
• ৪৩৫.৬০ বর্গফুট= ১ শতাংশ
• ৮০.১৬ বর্গগজ= ১ কাঠা
• ৭২১.৪৬ বর্গফুট= ১ কাঠা
• ৫.০১ বর্গগজ = ১ ছটাক
• ৪৫.০৯ বর্গফুট= ১ ছটাক
• ২০ বর্গহাত = ১ ছটাক
• ১৮ ইঞ্চি ফুট= ১ হাত (প্রামাণ সাই)[১]
কাঠা, বিঘা ও একরের মাপ
১ কাঠা = ১৬ ছটাক, ১ কাঠা = ১৬৫ অযুতাংশ, ১ বিঘা = ৩৩ শতাংশ, ১ শতাংশ = ১০০ অযুতাংশ, ২০ (বিশ) কাঠা = ১ বিঘা, ১.০০ একর = ১০০ শতাংশ=৩.০৩০৩০৩০৩... বিঘা।
টিকাঃ একশত শতাংশ বা এক হাজার সহস্রাংশ বা দশ হাজার অযুতাংশ= ১.০০ (এক) একর। দশমিক বিন্দুর (.) পরে চার অঙ্ক হলে অযুতাংশ পড়তে হবে।
মিলিমিটার ও ইঞ্চি
১ মিলিমিটার= ০.০৩৯৩৭ (প্রায়), ১ সেন্টিমিটার= ০.৩৯৩৭ (প্রায়), ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি বা ৩.২৮ ফুট/ ১.০৯৩ গজ (প্রায়), ১০০০ মিটার = ১ কিলোমিটার, ১ কিলোমিটার= ১১ শত গজ, ২ কিলোমিটার = (সোয়া মাইল), ১৭৬০ গজ = ১ মাইল, ১৩২০ গজ = পৌন এক মাইল, ৮৮০ গজ = আধা মাইল, ৪৪০ গজ = পোয়া মাইল, ১ বর্গ মিটার = ১০.৭৬ বর্গফুট (প্রায়), ১ হেক্টর = ২.৪৭ একর (প্রায়), ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার (প্রায়)
গান্টার শিকল জরীপ
ভূমির পরিমাপ পদ্ধতি সঠিক এবং সহজ করার জন্য ফরাসি বিজ্ঞানী এডমন্ড গান্টা এই পদ্ধতি আবিষ্কার করেন। তিনি ভূমি পরিমাপের জন্য ইস্পাত দ্বারা এক ধরণের শিকল আবিষ্কার করেন। পরবর্তীতে তার নাম অনুসারেই এই শিকলের নামকরণ করা হয় গান্টার শিকল। আমাদের দেশে গান্টার শিকল দ্বারা জমি জরিপ অত্যন্ত জনপ্রিয়। একর, শতক এবং মাইলষ্টোন বসানোর জন্য গান্টার শিকল অত্যন্ত উপযোগী। এই শিকলের দৈর্ঘ্য ২০.৩১ মিটার (প্রায়) বা ৬৬ ফুট
গান্টার শিকল ভূমি পরিমাপের সুবিধার্থে একে ১০০ ভাগে ভাগ করা হয় থাকে। এর প্রতিটি ভাগকে লিঙ্ক বা জরীপ বা কড়ি বিভিন্ন নামে ডাকা হয়।
প্রতি এক লিঙ্ক = ৭.৯২ ইঞ্চি দৈর্ঘ্য ১০ চেইন ×প্রস্থে ১ চেইন = ১০ বর্গ চেইন = ১ একর গান্টার শিকলে ১০ লিঙ্ক বা ৭৯.২ ইঞ্চি পর পর নস বা ফুলি স্থাপন করা হয় (নস ফুলি)
২০ লিঙ্ক বা ১৫৮.৪ ইঞ্চি পর স্থাপিত হয়- ৩০ লিঙ্ক বা ২৩৭.৩ ইঞ্চি পর স্থাপিত হয়- ৪০ লিঙ্ক বা ৩১৬.৮ ইঞ্চি পর স্থাপিত হয়- ৫০ লিঙ্ক বা ৩৯৬.০ ইঞ্চি পর স্থাপিত হয়- ৮০ গান্টার বা ১৭৬০ গজ পর স্থাপিত হয়- মাইল ষ্টোন
একর শতকে ভূমির পরিমাপ
• ১০০ লিঙ্ক = ১ গান্টার শিকল ১০০০ বর্গ লিঙ্ক = ১ শতক ১,০০,০০০ বর্গ লিঙ্ক = ১ একর
আমাদের দেশে জমি-জমা মাপ ঝোকের সময় চেইনের সাথে ফিতাও ব্যবহার করা হয়। সরকারি ভাবে ভূমি মাপার সময় চেইন ব্যবহার করা হয় এবং আমিন বা সার্ভেয়ার ইত্যাদি ব্যাক্তিগণ ভূমি মাপার সময় ফিতা ব্যবহার করেন। ভূমির পরিমাণ বেশি হলে চেইন এবং কম হলে ফিতা ব্যবহার করাই বেশি সুবিধাজনক।
বিভিন্ন প্রকারের আঞ্চলিক পরিমাপ
বাংলাদেশে এবং বাংলাদেশের আশেপাশের ভারতের বিভিন্ন অঞ্চলভেদে বিভিন্ন প্রকারের মাপ ঝোক প্রচলিত রয়েছে। এগুলো হলো কানি-গন্ডা, বিঘা-কাঠা ইত্যাদি। অঞ্চলে ভেদে এই পরিমাপগুলো আয়তন বিভিন্ন রকমের হয়ে তাকে। বিভিন্ন অঞ্চলে ভূমির পরিমাপ বিভিন্ন পদ্ধতিতে হলেও সরকারি ভাবে ভূমির পরিমাপ একর, শতক পদ্ধতিতে করা হয়। সারাদেশে একর শতকের হিসাব সমান।
কানিঃ কানি দুই প্রকার। যথা- (ক) কাচ্চা কানি (খ) সাই কানি
কাচ্চা কানি: ৪০ শতকে এক বাচ্চা কানি। কাচ্চা কানি ৪০ শতকে হয় বলে একে ৪০ শতকের কানিও বলা হয়।
সাই কানিঃ এই কানি কোথাও ১২০ শতকে ধরা হয়। আবার কোথাও কোথাও ১৬০ শতকেও ধরা হয়।
কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা
৪করা =১ গন্ডা,
২০ গন্ডা ১কানি
১কানি =১৭৪২৪ বগফুট
১ গন্ডা =৮৭১.২বগফুট
১ করা =২১৭.৮ বগফুট
২ কানি ১০ গন্ডা (৪০ শতকের কানিতে) = ১ একর , ১ কানি = ১৭৪২৪ বর্গফুট ১ কানি = ১৯৩৬ বর্গগজ , ১ কানি = ১৬১৯ বর্গমিটার , ১ কানি = ৪০ বর্গ লিঙ্ক, ১ একর = ১০ বর্গ চেইন, ১ একর = ১০০ শতক , ১ একর = ৪,০৪৭ বর্গমিটার , ১ একর = ৩ বিঘা ৮ ছটাক , ১ একর = ৬০.৫ কাঠা , ১ শতক = ১/২ গন্ডা বা ৪৩৫.৬ বর্গফুট ,
বিঘা-কাঠার হিসাব
১ বিঘা = (৮০ হাত×৮০ হাত) ৬৪০০ বর্গহাত, ১ বিঘা = ২০ কাঠা, ১ কাঠা = ১৬ ছটাক, ১ ছটাক = ২০ গন্ডা, ১ বিঘা = ৩৩,০০০ বর্গলিঙ্ক, ১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট, ১ কাঠা = ৭২০ বর্গফুট, ১ ছটাক = ৪৫ বর্গফুট
লিঙ্ক এর সাথে ফুট ও ইঞ্চির পরিবর্তন
১ লিঙ্ক = ৭.৯ ইঞ্চি, ৫ লিঙ্ক = ৩ ফুট ৩.৬ ইঞ্চি, ১০ লিঙ্ক = ৬ ফুট ৭.২ ইঞ্চ, ১৫ লিঙ্ক = ৯ ফুট ১০.৮ ইঞ্চি, ২০ লিঙ্ক = ১৩ ফুট ২.৪ ইঞ্চি, ২৫ লিঙ্ক = ১৬ ফুট ৬.০ ইঞ্চি, ৪০ লিঙ্ক = ২৬ ফুট ৪.৮ ইঞ্চি, ৫০ লিঙ্ক = ৩৩ ফুট, ১০০ লিঙ্ক = ৬৬ ফুট
এয়র হেক্টর হিসাব
১ হেক্টর = ১০,০০০ ১ হেক্টর = ২.৪৭ একর ১ হেক্টর = ৭.৪৭ বিঘা ১ হেক্টর = ১০০ এয়র
তথ্যসূত্র
1.
"ভূমির পরিমাপ পদ্ধতি"।
ওয়ারিশ বন্টন
জমি কেনার আগে জেনে নিন জমি ঠিক আছে কিনা। যদি জমি কেনার পর বুজতে পারেন যে জমিটিতে মালিকানা সঠিক না। তাহলে তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনার ঠিকমত ঘুম আসবে না। তাই জমি কেনার আগে জমির ধারাবাহিকতা ঠিক আছে কিনা আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন। জমির কাগজ পত্র গুলো আমরা দেখে দিব। আমাদের সাথে যোগাযোগ করুন ০১৯৩৭৬৮৯১১২ সবাইকে ধন্যবাদ
মানুষ চাইলে সফল হতে পারে। যদি সে সঠিক পথে চলে এবং সঠিক সময় সঠিক কাজ করে।
সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন আমার পেজ দেখার জন্য
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the practice
Website
Address
33 Topkhana Road Palton Dhaka
Fulbaria
1000
Banasree, Rampura
Fulbaria, 1219
"Property Solution", A Best Land Consultant Firm in Dhaka, Bangladesh.