Building Design Studio

Building Design Studio

Our services
• Planning
• Estimates
• Soil Test
• Piling Foundation
• Foundation Work
• DigitalSurvey

27/12/2023

সিভিল ইঞ্জিনিয়ারদের সরকারি চাকরির কর্মক্ষেত্র সমূহঃ
১) গণপূর্ত অধিদপ্তর।
২) সড়ক ও জনপদ অধিদপ্তর।
৩) সেচ অধিদপ্তর।
৪) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
৫) বাংলাদেশ পানি উন্নয়ন বাের্ড।
৬) বিদ্যুৎ উন্নয়ন বাের্ড।
৭) ঢাকা ওয়াসা।
৮) হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন।
৯) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
১০) শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
১১) ঢাকা ইলেকট্রিক সাপ্লাই অথােরিটি।
১২) ডাক ও টেলিযােগাযােগ মন্ত্রণালয়।
১৩) প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
১৪) দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।
১৫) পল্লী উন্নয়ন ও সমবায় অধিদপ্তর।
১৬) বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)।
১৭) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)।
১৮) সার্ভে অব বাংলাদেশ।
১৯) প্রতিরক্ষা মন্ত্রণালয়।
২০) পরিবেশ ও বন মন্ত্রণালয় ইত্যাদি।

সিভিল ইঞ্জিনিয়ারদের স্বায়ত্তশাসিত সরকারি কর্মক্ষেত্র সমূহঃ
১) তিতাস গ্যাস কোম্পানি লিমিটেড।
২) জালালাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড।
৩) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
৪) ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড।
৫) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড।
৬) ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ।
৭) পাওয়ার গ্রীড কোম্পানি বাংলাদেশ।

17/12/2023

"বাড়ি শুধু মাথা গোজার স্থান নয়
বাড়ি একটি শিল্প"
আপনার বাড়িটা যেন শুধু মাত্র মাথা গোজার স্থান না হয়। আপনার বাড়ি করতে হবে ভেবে চিন্তে প্রকৌশলীর পরামর্শে। বাড়ি করার পূর্বে মূল শর্ত হলো প্ল্যানিং। প্ল্যান করে বাড়ি করা হলে আপনি আপনার জমির সঠিক মূল্যায়ন করতে পারবেন ।

বাড়ি করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে

* বিভিন্ন রুমের আদর্শ এবং সর্বনিম্ন মাপ
* রুমের অবস্থান
* সৌন্দর্য
* পর্যাপ্ত আলো বাতাস এর সুব্যাবস্থা
* নিরাপত্তা
* ভবিষ্যৎ পরিকল্পনা
* আপনার এলাকার নিয়ম অনুযায়ী কতটুকু জমি ছেড়ে বাড়ি করতে হবে , তার পরিমাণ ।
★★ রুমে মাপ এবং অবস্থানঃ

#বেড_রুম :
বেড রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত ১০ ফিট বাই ১২ ফিট।
~অবস্থান : যেদিকে সর্বোচ্চ ন্যাচারাল গিফট পাওয়া যাবে অর্থাৎ পর্যাপ্ত আলো বাতাস যেদিকে পাওয়া যায়। যেনো ব্যালকনি তে বসলেই ভেসে আসে দখিনা বাতাস । তবে সাধারণত একটা বিল্ডিং এর কর্ণার সাইডে বেড রুম দেওয়া হয় । এক বেড রুম থেকে আরেক বেড রুমের দূরত্ব বা অবস্থান এমন হবে যেন সম্পূর্ণ প্রাইভেসি বজায় থাকে। অর্থাৎ এক রুমের থেকে অন্য রুমের ভ্যান্তরীন দৃশ্য সহজেই দৃষ্টি-গোচর হবে না ।
#গেষ্ট_রুম :
গেস্ট রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই নয় ফিট
~অবস্থান : সিঁড়ির কাছাকাছি ।
#ডায়নিং :
ডায়নিং রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই দশ ফিট
~অবস্থান :রান্না ঘরের পাশে হলে ভাল হয় ।
#বাথরুম_টয়লেট :
বাথ রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত
ছয় ফিট বাই চার ফিট ।
~অবস্থান :
কমন বাথরুম হলে সবাই যাতে সহজেই ব্যাবহার করতে পারে এমন স্থানে ।
টয়লেটে অবশ্যই এগজস্ট ফ্যান ব্যাবহার করবেন । এটা এয়ার ভেন্টিলেশনের মাধ্যমে টয়লেটের দূর্গন্ধ দূর করার পাশাপাশি আপনার টয়লেট এর ফ্লোর শুকনা রাখবে ।
#কিচেন :
কিচেন রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই সাত ফিট
~অবস্থান :
কিচেনে রান্নার সময় রান্নার গ্যাস বা ধোয়া যেন অন্য রুমে প্রবেশ না করতে পারে ।
রান্না ঘরের পরিবেশ ফ্রেস রাখার জন্য, কিচেনেও এগজস্ট ফ্যান ব্যাবহার করা উচিত ।
#ব্যালকনি :
চওড়া তিন ফিটের কম নয় ।
#সিড়ি :
আট ফিট চওড়া হলে ভাল হয় অবস্থান : মেইন রাস্তার পাশে অথবা রাস্তা থেকে সর্বনিম্ন দূরত্বে।

বাড়ি করার ক্ষেত্রে অবশ্যই একজন আর্কিটেক্ট এর মাধ্যমে বাড়ির প্ল্যান এবং একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এর মাধ্যমে বাড়ির স্ট্রাকচারাল ডিজাইন করা উচিত। এছাড়া মোটামুটি এইসব ধারনা গুলো নিয়ে আপনি আর্কিট্যাক্ট ও ইঞ্জিনিয়ার এর সাথেও আপনার চাহিদা শেয়ার করতে পারেন। বাড়ির প্লান করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

05/10/2023

"Teachers are the architects of our upcoming generation. Today, we pay homage to their unwavering dedication and allegiance.

Happy Teachers Day!

04/09/2023

Calculation
--------------------------------
ভেবে রেখেছেন ৮-১০ তলা উঁচু বাড়ি বানাবেন। টাকা- পয়সা নিয়েও ঝামেলা নেই । কিন্তু আপনি জানেন কি ? আপনি চাইলেও ৫ কাঠা জমিতে ১০ তলা বানাতে পারবেন না রাজউকের নিয়মানুযায়ী ।

কারন একটা ভবন বানানোর সময় বিল্ডিং এর চারপাশে কিছু জায়গা ছেড়ে দিয়ে তারপর ডিজাইন করতে হয় এবং একটা সীমিত উচ্চতার বেশী উচ্চতার বিল্ডিং করতে।পারবেন না ।

এগুলো জানার জন্যে আপনাকে ফার সম্পরকে জানতে হবে।সিভিল ইঞ্জিনিয়ারি দের ফার জানা খুব দরকার ।।।
ফার নিয়ে আলোচনা থাকছে এই পোস্ট এ।
হিসাব
ধরি,
জমির এরিয়া =৫ কাঠা
ভূমি- ৫ কাঠা,
রোড- ২০ ফুট,
ফার- ৩.৫ ( রাজউক লিস্ট থেকে পাবেন।
এখন,
Maximum Build Area (M.B.A)= Land x Far
= 5 katha x 3.5 (far 3.5)
= 5x(720)x3.5 ( 1 katha=720square ft)
= 3600x3.5
=12600 সকফত
আবার,
Maximum Ground Coverage(M.G.C)- 62.5%
= 5 katha x 62.5%
= (5x 720) x 62.5%
= 2250 sqft.
Number of Floor (N.O.F)= MBA / MGC
= 12600 / 2250
= 5.6 Floor
Total Floor = Ground floor + 5.6 floor
= 1+ 5.6 Floor
= 6.6 floor ( ৬ তলা বাড়ি এবং চিলেকোঠা) ।
এই হিসাবে প্রায় সাত তলা কিন্তু সাত তলা না করাই ভালো যদি ভূমিকম্প থেকে বাঁচাতে চান এবং সারা এলাকাতে আপনার বাড়িটি যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেটা চান !!!

পাঁচ কাঠার পরিবর্তে অন্য কাঠা ব্যবহার করে সেক্ষেত্রে হিসাব ভিন্ন হবে।
Design Integrity

Photos from Building Design Studio's post 24/07/2023

২ তলা বিশিষ্ট আবাসিক ভবনের
ফাইল হস্তান্তর ।

ক্লাইয়েন্ট- ডাঃ সরোয়ার আলম

লোকেশন- উত্তর ধলিয়া ,ফেনী সদর, ফেনী।

কনসালটেন্ট- Building Design Studios
Whatsapp: 01819794575
E-mail: [email protected]

আমাদের প্রজেক্ট গুলো প্রতিটা সাইটের কাজ পরিচালিত হয় অভিজ্ঞ সাইট ইঞ্জিনিয়ারের মাধ্যমে, ডিজাইন প্ল্যান হয় অভিজ্ঞ আর্কিটেক দ্বারা। আপনারা যারা বাড়ি নির্মান করার চিন্তিত তারা আজই যোগাযোগ করুন:-

Building Design Studios
📲- 01819-794575

আমাদের সেবা সমূহঃ
✓ মাটি পরীক্ষা
✓ আর্কিটেকচারাল প্ল্যানিং
✓ স্ট্রাকচারাল ডিজাইন
✓ ইন্টেরিয়র ডিজাইন
✓ রাজউক/সিটি কর্পোরেশন প্ল্যান অনুমোদন
✓ এস্টিমেটিং এবং কস্টিং
✓ সাইট সুপারভিশন.
✓ কনষ্ট্রাকশন কেমিক্যাল সাপ্লাই
✓ জলছাদ

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন।
+8801819794575 (Whatsapp)

22/07/2023

2006-2007 এর দিকে প্রাইভেট চাকরির স্টার্টিং স্যালারি ছিল ২৫০০০ টাকা (+-)
তখন স্বর্ণের ভরি ছিল ১৮০০০ টাকা
এখন সেই স্বর্ণের ভরি ১০০৭০০ টাকা ,
সেই হিসাবে যেকোন গ্রাজুয়েট এর স্টার্টিং স্যালারি হওয়া উচিত ১,৩৯,০০০ টাকা (+-)

কেউ যখন বলে যে আমাদের সময় তো এই টাকাতেই সবাই জয়েন করসে তাদেরকে এই হিসাব টা দিবেন

©নাফিস ইসলান অঞ্জন

07/07/2023

❇️কনস্ট্রাকশন সিকোয়েন্সঃ
☞ কোন কাজ কখন শুরু হবে তা নির্ধারণের জন্য আসলে একটি নির্মানক্রমের প্রয়োজন হয়।
এই নির্মানক্রম কে ইংরেজিতে প্রকৌশলীরা 'কনস্ট্রাকশন সিকোয়েন্স' বলে থাকেন। বাড়ি তৈরীর নির্মানক্রম কে দুই ভাগে ভাগ করা যায়।
একটিকে কাঠামোগত বা স্ট্রাকচারাল কাজ।
অন্যটিকে সৌন্দর্য বর্ধণ বা ফিনিশিং কাজ বলা হয়ে থাকে। এই দুই অংশ কে কয়েকটি ধাপে বা পর্যায়ে ভাগ করা যেতে পারেঃ-
✪ কাঠামোগত বা স্ট্রাকচারাল কাজঃ
✅পর্যায় ১- সরঞ্জাম সন্নিবেশ বা সাইট মোবিলাইজেশন।
✅পর্যায় ২- ভূমি জরিপ ও ভূগর্ভস্থ মাটি পরীক্ষা।
✅পর্যায় ৩-আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, প্লাম্বিং এবং ইলেকট্রিক্যাল নকশা চুড়ান্ত করা।
✅পর্যায় ৪- ভবনের লে-আউট ও লেভেল দেয়া।
✅পর্যায় ৫- পাইলিং করা (যদি প্রয়োজন হয়) ও মাটি কাটা।
✅পর্যায় ৬- ফাউন্ডেশনের নিচে ব্লাইন্ড বা লীন
কংক্রীট ঢালাই ও ইটের সোলিং করা।
✅পর্যায় ৭- ফাউন্ডেশন ঢালাই।
✅পর্যায় ৮- কলাম ঢালাই।
✅পর্যায় ৯- বীম ও ছাদ ঢালাই।
✅পর্যায় ১০- মেঝেতে ইটের লে-আউট দেয়া।
✅পর্যায় ১১- ইটের গাঁথুনী করা।

✪সৌন্দর্য বর্ধণ বা ফিনিশিং কাজঃ
✅পর্যায় ১- দরজার চৌকাঠ লাগানো।
✅পর্যায় ২- জানালার গ্রীল লাগানো।
✅পর্যায় ৩- বাথরূম ও কিচেন সহ ছাদের বাগানের স্যানিটারী ও প্লাম্বিং এর সব ধরণের পাইপ ফিটিং করা।
✅পর্যায় ৪- বৈদ্যুতিক সুইচবোর্ডের দেওয়ালের
ভিতরের অংশ লাগানো।
✅পর্যায় ৫- ভিতরের প্লাষ্টার করা।
✅পর্যায় ৬- বাইরের দিকের প্লাষ্টার করা।
✅পর্যায় ৭-কিচেন ও বাথরূমের বেসিন বা সিঙ্কের স্ল্যাব ঢালাই ও কনসিল অংশ লাগানো।
✅পর্যায় ৮- থাই-এলুমিনিয়াম জানালা বা দরজা লাগানো (গ্লাস সহ)।
✅পর্যায় ৯- বাথরূম ও কিচেনের দেওয়ালের
টাইলস লাগানো।
✅পর্যায় ১০- সিলিং রং এর ১ম কোট দেয়া (সিলার বা পুটি সহ)।
✅পর্যায় ১১- ঘরের ভিতরে বা বাইরে মেঝেতে
ও সিড়িতে বা লিফটের দেওয়ালে টাইলস বা
মার্বেল লাগানো।
সিভিল ইঞ্জিনিয়ারিং
✅পর্যায় ১২- বৈদ্যুতিক তার টানা।
✅পর্যায় ১৩- বাইরের ও ভিতরের দেওয়ালের
রং এর ১ম কোট দেয়া।
✅পর্যায় ১৪- দরজার পাল্লা ফিটিং করা।
✅পর্যায় ১৫- বাথরূম ও কিচেনের ফিটিংস লাগানো।
✅পর্যায় ১৬- বৈদ্যুতিক সুইচ বা সকেট লাগানো।
✅পর্যায় ১৭- টাইলসের পয়েন্টিং করা।
✅পর্যায় ১৮- ছাদের উপরের বাগান মাটি ভরা
ও সুইমিং পুলের টাইলস লাগনো।
✅পর্যায় ১৯- বেজমেন্ট বা ছাদের উপর পেটেন
স্টোন করা।
✅পর্যায় ২০-কাঠের বার্নিশ ও দেওয়ালের চুড়ান্ত রঙ করা।

28/06/2023

ইন্জিনিয়ারিং পড়ার আগে এমনটাই ভাবতাম 🙂

28/06/2023

WEIGHT OF ROD PER METER LENGTH:
DIA WEIGHT PER METER
6mm = 0.222Kg
8mm = 0.395 Kg
10mm = 0.616 Kg
12mm = 0.888 Kg
16mm = 1.578 Kg
20mm = 2.466 Kg
25mm = 3.853 Kg
32mm = 6.313 Kg
40mm = 9.865 Kg

1m3 cement =1500kg
1bag cement-50kg

28/06/2023

আসসালামু আলাইকুম
تقبل الله منا ومنكم
"TaqabbalAllahu Minna wa-Minkum"

কুরবানীর ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সকলের জীবন।দেশ থেকে সকল অন্যায় জুলুম দখলদার দূর হোক!

দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক!

25/06/2023
20/06/2023

# অনেকেই জানেন আবার অনেকেই জানেন না।।

পৌরসভা এপ্রোভাল শীট
আমরা যখন কোনো বাড়ির প্ল্যান করি , এবং এপ্রোভাল করতে চাই তখন আমাদের অনুমোদন ড্রয়িং এর দরকার পরে , নতুন ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট যারা আছেন তাদের অনেকের ধারণা থাকে না কিভাবে এপ্রোভাল ড্রয়িং করবেন ! এবং কি কি ড্রয়িং দিতে হবে ! এপ্রোভাল এর ধারণা গুলো আপনারা পান তাই একটা স্যাম্পল ড্রয়িং দিয়ে দিচ্ছি যা আপনাদের উপকারে আসতে পারে।

পৌরসভার আওতাধীন কোন ভবন নির্মান করতে চাইলেই আপনি নির্মান করতে পারবেন না, যত বড়ই ইঞ্জিনিয়ার দ্বারা ড্রইং করান না কেন কাজে আসবেনা যদি কর্তিপক্ষের অনুমুতি না নেন।
চলুন জেনে নেই কি কি লাগবে-
প্রথমে আবেদন ফরমে আবেদন করতে হবে এবং সাথে ৭ কপি ড্রইং জমা দিতে হবে, তবে কোন কোন পৌরসভায় এর কম দিলেও হয়। ড্রইংগুলো ৩০"x২০" সাইজের এমোনিয়া শীট বা ট্রেসিং পেপারে (ব্লু প্রিন্ট ট্রেসিং পেপার সহ) জমা দিতে হয়।
একটি ড্রইং শীটে কি কি ড্রইং থাকতে হবে আসুন জেনে নেই-

১. ফ্লোর প্ল্যান
২. অন্যান্য ফ্লোরের প্লান
৩.সম্মুক্ষ বা ফ্রন্ট এলিভেশন
৪.লে-আউট প্ল্যান
৫.কলাম, বীম, ফাউন্ডেশনের সেকশন
৬.মোট কভার এরিয়া
৭.মৌজা ম্যাপ
৮. ভবনের ক্রস সেকশন
৯.সেপটিক ট্যাংক এবং সোক ওয়েলের প্লান ও সেকশন
১০.সিড়ির প্লান ও ডিটেইল
১১. ছাদের বিস্তারিত ড্রইং
১২. ছাদের পানি নিষ্কাশনের প্ল্যান
১৩. কলাম পজিশন বা কলাম লে-আউট
১৪. গ্রেড বীম ও সেকশন
১৫. ইলেকট্রিক ড্রইং
১৬. সেনেটারী ড্রইং (বহুতল ভবনের ক্ষেত্রে)
১৭. সেটব্যাক (অত্যন্ত জরুরী), নির্দিষ্ট পরিমানে ভবনের চারপাশের জমি ছেড়ে দেওয়াকে বুঝায়।

আনুষঙ্গিক কাগজ পত্র:
১. পেশাজীবী সংগঠনের সদস্যভুক্ত প্রকৌশলীর স্বীকৃতপত্র।
২ প্রকৌশলী পেশাজীবী সংগঠনের সদস্য নাম্বার ও সাক্ষর এবং সীলমোহর।
৩. মূল দলিলের ফটোকপি।
৪. দাগ নম্বর,খতিয়ান নম্বর ও মৌজার নাম।
৫. মালিকের সাক্ষর।
৬. মাটি পরিক্ষার রিপোর্ট (৩ তলার অধিক হলে)।
৭. জমির পরিমান ও তফসিল।
৮.নির্ধারিত ফি

11/04/2023

#বিটুমিন কোটেড ফাউন্ডেশন।

বিটুমিন কোটেড ফাউন্ডেশন বলতে বোঝায়, ফাউন্ডেশন কে বিটুমিন দিয়ে কোটিং করা, সাধারত যেসব মাটিতে অর্গানিক ম্যাটারস বেশি থাকে সেসব জায়গার ফাউন্ডেশনে এই ধরনের কোটিং ব্যাবহার করা হয়।

#বিটুমিন #কোটেড #ফাউন্ডেশন কি করে ??

০১। ময়েশ্চার থেকে ফাউন্ডেশন কে দূরে রাখে এবং ড্যামেজ প্রটেক্ট করে।

০২। ফাউন্ডেশনের রিনফোর্সমেন্ট কে করোশনের হাত থেকে রক্ষা করে।

০৩। ফ্লোরের ড্যাম্পনেস কমায়।

০৪। অত্যাধিক অর্গানিক ম্যাটার সমৃদ্ধ সয়েল থেকে ফাউন্ডেশন কে রক্ষা করে।

28/03/2023

ভালোবাসলেই ঘর বানানো যায় না
ঘর বানাতে ইঞ্জিনিয়ার লাগে ইঞ্জিনিয়ার🙂

24/03/2023

Civil The Halal dept
মেয়েহীন সিভিল ডিপার্টমেন্ট ,বারো মাসই সুশীল। রোজা হালকা হ‌ওয়ার সু্যোগ‌ই নাই

23/03/2023

সকল ইন্জিনিয়ারদের গ্রাজুয়েশন কমপ্লিট করার পর পর লেখা পড়া করার ইচ্ছা থাকে না।
কিন্তু স্টুডেন্ট ভিসা বিদেশ এ গিয়ে পড়া লেখা করার ইচ্ছা থেকে যায় 🙂

22/03/2023

ছোটবেলায় ইঞ্জিনিয়ার শুনলেই যাদের বড়লোক ভাবতাম..
তারা আমাকে মাফ করে দিয়েন! 😩

Photos from Building Design Studio's post 13/02/2023

অটোক্যাড সফটওয়্যার বের হওয়ার আগে।

18/11/2022

#রডের পরিমাপ শিখব

- 10 mm = 0.616 kg/m = 3 suta
- 12 mm = 0.888 kg/m = 4 suta
- 16 mm = 1.579 kg/m = 5 suta
- 20 mm = 2.466 kg/m = 6 suta
- 22 mm = 2.983 kg/m = 7 suta
- 25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg
রডের মাপ ফিট মেপে kg বের করা হয়………
এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 /531,36 ) যেকোনো ডায়া রডের এক ফিটের ওজন বাহির হবে . এখনে অবশ্যই রডের ডায়া মিলিমিটারে উল্লেখ করতে হবে।

Photos from Building Design Studio's post 09/11/2022

১. বালি ও সিমেন্ট মশলার মিশ্রণ পদ্ধতি।
২. বালি ও সিমেন্ট প্লাস্টারের মিশ্রণ পদ্ধতি।
৩. মোজাইক এবং জলছাদের মিশ্রণ পদ্ধতি।
৪. কনক্রিট কাজের মিশ্রণ পদ্ধতি।
৫. কাজের কিউরিং করার সমরসূচি।
৬. নির্মাণ কাজের সেন্টারিং বা সাটারিং খোলার সময়সূচি।

28/10/2022

▶️ কলাম এবং বীমের রিং বা স্টিরাফ তৈরির কৌশলঃ-

🔴রিং ও স্টিরাফ কি এবং উহা কোথায় ব্যবহার করা হয়?
উত্তরঃ কলাম ও বীমের মেইন রডগুলোকে স্ব-স্থানে ধরে রাখার জন্য মেইন রডের ডায়া অপেক্ষা কম ডায়ার অর্থাৎ 8, 10 অথবা 12 মিমি ডায়ার রড দ্বারা যে বেষ্টনি দেওয়া হয় তাকে রিং বা ষ্টিরাফ বলে। তবে কলামে ব্যবহার করা হয় রিং হিসেবে, বীমে ব্যবহার করা হয় স্টিরাফ এবং বৃত্তাকার কলামে বা পাইলে স্পাইরাল হিসেবে ব্যবহার করা হয়।

🔴কলাম ও বীমে রিং বা ষ্টিরাফ দেওয়ার কারনঃ কলাম ও বীমের উপর আগত লোডের কারনে মেইন রডগুলো কংক্রিট থেকে সরে যেতে চায় আর রিং কলাম ও বীমের মেইন রডগুলোকে কংক্রিটের সাথে আটকে রাখতে সহায়তা করে।

🔴কলাম ও বীমে রিং বা ষ্টিরাফের রডের পরিমানঃ
ধরি,
একটি কলামের সাইজ 12"x 20"।(A=12", B=20")
কভারিং 1.5"।
2টি হুক এর পরিমান = 3" + 3" = 6"।

🔴কভারিং বাদে রিং তৈরির সূত্র:
= [{(A+B) – (4× ক্লিয়ার কভার)} x 2 ]+ (দুটি হুক এর পরিমান)।

🔴কভারিং বাদে রিং এর রড কাটতে হবে
=[{(12" + 20") – (4× 1.5") } × 2] + (3"+3") =[{32" – 6"} × 2] + 6"
= [26" x2] + 6"
= 52" + 6"= 58" বা 4'-10"।
[1ফুট=12 ইঞ্চি]

🔴বিঃ দ্রঃ রড ভাজ দিলে বেড়ে যায় অর্থাৎ প্রতিটা ভাজে যত মিমি ডায়া রড তত মিমি বেড়ে যায়। 10 মিমি রড দিয়ে রিং তৈরি করার সময় 2" বেড়ে যায় অর্থাৎ প্রতিটা ভাজে 10 মিমি এবং 5টা ভাজে 5X10 = 50 মিমি বা 2" বৃদ্ধি পায়। রড কাটার সময় 2" কম করে কাটতে হবে।
[1ইঞ্চি=25.4 মিলিমিটার]

26/10/2022

স্লাম্প টেস্ট কি এবং কেন করা হয়? স্লাম্প টেস্টে স্লাম্প এর মান কখন কত হওয়া উচিত এর বিস্তারিতঃ

সদ্য মিশ্রিত কংক্রিট এমন হওয়া উচিৎ যাতে করে সহজে নাড়াচাড়া এবং ফর্মার মধ্যে ঢালাই করা যায়। কংক্রিট মিশ্রণের এই গুনটিকে কার্যোপযোগীতা বলে। মিশ্রণে পানির পরিমাণ বেশি হলে, মিশ্রণ নরম হয়। ফলে নাড়াচাড়া ও ঢালাই সহজ হয়। আবার পানির পরিমাণ কম হলে নাড়াচাড়া ও ঢালাই করা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। মিশ্রণে পানির পরিমাণ কম বা বেশি করে কার্যোপযোগীতা পরিবর্তন করা যায়। তবে ঢালাইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত কার্যোপযোগীতা একই থাকা উচিৎ। এই কার্যোপযোগীতা পরীক্ষা করার জন্য খুবই জনপ্রিয় পদ্ধতি হলো স্ল্যাম টেস্ট। সুতরাং ঢালাই কাজে ব্যবহত কংক্রিট মিশ্রণের কার্যোপযোগীতা যাচাইয়ের করার জন্য যে পরীক্ষা করা হয়, তাকে কংক্রিটের স্ল্যাম টেস্ট বা নতি পরীক্ষা বলা হয়।

কংক্রিটের স্ল্যাম টেস্টের জন্য দু'দিকে হাতল যুক্ত লোহার চোঙ বা সিলিন্ডার ব্যবহার করা হয়। এর উচ্চতা ৩০ সেমি এবং নিচের প্রান্তের ব্যাস ২০ সেমি এবং ক্রমশঃ সরু হয়ে উপরের প্রান্তের ব্যাস হবে ১০ সেমি।

কাঠামোর গুণগত মান সঠিক রাখার জন্য কংক্রিট মিশ্রণের উপযোগিতা বজায় রাখা হয়। এ জন্য যে কোন স্পেসিফিকেশনে স্ল্যাম্পের মান দেওয়া থাকে। কংক্রিট মিশ্রণে স্ল্যাম্পের মান গুলো মেনে চললে কংক্রিটের মান উন্নত ও পীড়ন বৃদ্ধি পায়। নিম্নে বিভিন্ন কাজে ব্যবহত কংক্রিটের স্ল্যাম্পের পরিমাণ উল্লেখ করা হলো।

১) রাস্তা তৈরিতে কংক্রিট = ২০-৩০ মিমি।
২) আরসিসি স্ল্যাব, বীম ও দেওয়াল = ৫০-১০০ মিমি।
৩) কলাম, রিটেইনিং ওয়াল এবং পাতলা খাড়া মেম্বার = ৭৫-১৫০ মিমি।
৪) পানি রোধী নির্মাণ কাজ = ৭৫-১২০ মিমি।
৫) ভাইব্রেটেড কংক্রিট = ১২-২৫ মিমি।
৬) পুরু কংক্রিট = ২৫-৫০ মিমি।
৭) সাধারণ কংক্রিট ফুটিং, কেইশন এবং উপরি কাঠামো = ২৫-৭৫ মিমি।
৮) আরসিসি ভিত্তি দেওয়াল এবং ফুটিং = ৫০-১০০ মিমি।
৯) ব্রিজ ডেক = ২৫-৭৫ মিমি।

10/09/2022

আপনার বাড়ি নির্মাণের জন্য-
কেবল মিস্ত্রির উপর ভরসা না করে, একজন প্রকৌশলীর উপর ভরসা করুন। নিজে নিরাপদে থাকুন, অন্যকেও নিরাপদ রাখুন।

একটু ভুল সিদ্ধান্তের জন্য লক্ষ লক্ষ টাকার ক্ষতি 🚫

_______________________
✅আমাদের সেবাসমুহঃ
১। বিল্ডিং প্লান/ নকশা
২। ওয়ার্কিং ড্রয়িং
৩। 3D/থ্রিডি ডিজাইন
৪। সুপারভিশন/ পরিদর্শন
৫। ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং ড্রয়িং

✅বিল্ডিং নির্মাণের যেকোন প্রয়োজনে যোগাযোগ-
Engr.Abdullah al Noman
Civil Engineer (Bsc.)
Founder & Chairman
Building Design Studio
📞 01819794575 (Imo +WhatsApp)

Want your business to be the top-listed Engineering Company in Feni?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Feni
Feni
3900

Opening Hours

09:00 - 17:00

Other Feni engineering companies (show all)
𝗖𝗶𝘃𝗶𝗹 𝗧𝗲𝗰𝗛 𝗛𝗼𝘂𝘀𝗲 𝗖𝗶𝘃𝗶𝗹 𝗧𝗲𝗰𝗛 𝗛𝗼𝘂𝘀𝗲
Feni, 3900

👷‍আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এর জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। অফিস : মহিপাল, ফেনী 01815195520

Confidence Soil Engineers & Consultant Confidence Soil Engineers & Consultant
Rickta Tower, Alipur Road, Dagonbhuiyan
Feni, 3900

বাড়ি নির্মাণ করার কথা ভাবছেন? আমরাই দি

nAmin Design & Construction nAmin Design & Construction
School Market, 3rd Floor, Dagonbhuiyan
Feni, 3920

আমাদের সেবা সমূহ: ( স্টিল + আর.সি.সি ) ✓ বিল্ডিং প্ল্যান ✓ স্ট্রাকচারাল ডিজাইন ✓ ৩ডি ডিজাইন

Kazi House Design and Land Survey Kazi House Design and Land Survey
Abu-Dhabi, UAE
Feni

All types of buildings designed. And place land is measured.

Engr. Md Amjad Hossain Engr. Md Amjad Hossain
Feni

Bsc Engineering (Civil) - DIU IDEB: 70066 Deputy Project Engr. - Soc Consultant & Development's Ltd.

Engr Mobarak Hossain Engr Mobarak Hossain
Feni Sadar
Feni, 3900

Electrical, Plumbing & Fire Safety System Designer

Deform Architects & Engineers Deform Architects & Engineers
Feni

All Types of Architectural Design, Structural Design,Plumbing Design,Electrical Design,3D Modeling, Estimating, Rajuk & Pourashova Sheet Approval, Soil Test,Dizital Survey,Site Sup...

JES Engineering And Construction JES Engineering And Construction
Feni, 3900

1. Engineering 2. Constraction 3. Plumbling 4. Electronics 5. Thai 6. Tiles

Innovative home Design & consultant Innovative home Design & consultant
Feni, 3900

বিল্ডিং ড্রয়িং ও ডিজাইনকারী নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

KAP Consultant & Builders KAP Consultant & Builders
S. S. K Road
Feni, 3900

KAP (Khayej Ahmed Patwary) Is a Structural Engineering & Architectural Farm. KAP Company establishe