Kazi House Design and Land Survey
All types of buildings designed. And place land is measured.
Helicoidal Stair Design.
ইঞ্জিনিয়ার কাজী ফয়েজ আহাম্মদ
Wheelchair ramp.
Distance for TV?
ইঞ্জিনিয়ার কাজী ফয়েজ আহাম্মদ
কংক্রিট টেম্পারেচার,
কি ভাবছেন কংক্রিটের আবার কিসের টেম্পারেচারের হিসাব, পরিমাণ মতো মিক্সি করবো আর ঢালাই দিবো বাস্।
আরে ভাই একটু ধৈর্য ধরেন কংক্রিটের টেম্পারেচার টি কি তা বুঝে নিন।
সাধারণ কংক্রিটের গড় সংকোচন শক্তি 245.58 কেজি/বর্গ সেমি, যখন 20°C তাপমাত্রায় তখন কংক্রিটের শক্তি স্বাভাবিক কংক্রিটের সংকোচন শক্তির 85.83% হয়ে যায়।
যখন 25°C তাপমাত্রায় তখন কংক্রিটের শক্তি স্বাভাবিক কংক্রিটের সংকোচন শক্তির 64.92% হয়ে যায়।
যখন 30°C তাপমাত্রায় তখন কংক্রিটের শক্তি স্বাভাবিক কংক্রিটের সংকোচন শক্তির 62.67% হয়ে যায়।
যখন 35°C তাপমাত্রায় তখন কংক্রিটের শক্তি স্বাভাবিক কংক্রিটের সংকোচন শক্তির 60.00% হয়ে যায়।
যখন 40°C তাপমাত্রায় তখন কংক্রিটের শক্তি স্বাভাবিক কংক্রিটের সংকোচন শক্তির 58.40% হয়ে যায়।
যেমনঃ
কংক্রিট ঢালাই ও তাপমাত্রার প্রভাব
তাপমাত্রা কংক্রিটের মধ্যে পানি ও সিমেন্টের বিক্রিয়া তে প্রভাব ফেলে এবং কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেনথ ও অন্যান্য বৈশিষ্ট্যতে ও প্রভাব ফেলে।
#কংক্রিটের ঢালাইয়ে তাপমাত্রার প্রভাব-
#কংক্রিটে w/c রেশিওঃ-
তাপমাত্রা বেশি হওয়ায় বাস্পীভবনের মাধ্যমে কংক্রিট থেকে পানি বের হয়ে যায়, যা সদ্য প্রস্তুতকৃত কংক্রিটের কার্যোপযোগিতা কমিয়ে দেয়, এ অবস্থায় কংক্রিটকে কার্যোপযোগী করতে অতিরিক্ত পানি যোগ করতে হয় যা কংক্রিটের শক্তি হ্রাস করে।
#কংক্রিটের কার্যোপযোগীতা দ্রুত কমে যায়ঃ-
গরম আবহাওয়ায় কংক্রিট তৈরি,পরিবহন এবং প্রতিস্থাপন কালীন সময় কংক্রিট থেকে পানি বাষ্পীভবন হয়ে চলে যায় যা কংক্রিটের কার্যোপযোগীতা নষ্ট করে কংক্রিট কে ব্যবহার অনুপযোগী করে।
#কংক্রিটের সেটিং টাইম কমে যায়ঃ-
গরম আবহাওয়ায় কনক্রিটের হাইড্রেশন প্রক্রিয়া দ্রুত হওয়ায় কারণে কনক্রিটের প্রাথমিক সেটিং টাইম কমে যায়, যা কনক্রিট পরিবহন,প্রতিস্থাপন এবং ফিনিশিংয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং কোনো কোনো সময় কংক্রিট ফল সেটিং( ব্যবহারের পূর্বেই জমে যাওয়া) ও হতে দেখা যায়।
#কংক্রিটের সংকোচন জনিত ফাটলের সৃষ্টি করেঃ-
গরম আবহাওয়ায় তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে কংক্রিট প্রতিস্থাপনের পরে কংক্রিটের মধ্য থেকে পানি বাষ্পীভবন হয়ে বের হয়ে যাওয়ার প্রবণতা থাকে, যা কংক্রিটে সংকোচন জনিত ফাটল তৈরি করে।
#কংক্রিটের দীর্ঘ মেয়াদি শক্তি অর্জন কমে যায়ঃ-
তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কংক্রিটের হাইড্রেশন বিক্রিয়া দ্রুত হয়, যা কংক্রিটে প্রাথমিকভাবে দ্রুত শক্তি অর্জন বৃদ্ধি করে কিন্তু এর ফলে কংক্রিটের দীর্ঘ মেয়াদি শক্তি অর্জন হ্রাস পায়।
#কংক্রিটের দীর্ঘস্থায়িত্বতা কমে যাওয়া-
উপরে যা আলোচনা করা হয়েছে তাতে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কংক্রিটে পানি শূন্যতার কারনে কংক্রিটের কার্যপোযোগীতা কমতে থাকে এবং কংক্রিট কার্যোপযোগী হিসেবে তৈরি করতে অতিরিক্ত পানি যোগ করতে হয় যা কংক্রিটকে পোরাস করে তোলে, কারণ পানি কংক্রিটের মধ্যে দ্রুত শুকিয়ে যায় এবং ওই স্থানে ভয়েডের সৃষ্টি করে কংক্রিট কে পোরাস করে তোলে, যার ফলে কনক্রিটের দীর্ঘস্থায়িত্বতা হ্রাস পায়।
াওয়ায়_কনক্রিট_স্থাপনের_নির্দেশিকাঃ
১.প্রথমেই পরিকল্পনায় এগিয়ে থাকতে হবে, তথা ঢালাই শুরু করার জন্য প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস,যন্ত্রপাতি লোকবল এমনকি মিক্সার মেশিন টি কোথায় স্থাপন করা হবে এ সকল বিষয়ে আগের দিনই সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে, যাতে করে ঢালাই শুরু করতে সময়ের অপচয় না হয়।
২.যথা সম্ভব খুব সকালেই কনক্রিট স্থাপনের কাজ শুরু করতে হবে, কারণ এই সময়টায় তাপমাত্রা কংক্রিটের অনুকূলে থাকে।
৩. ডিপটিউবলের পানি ব্যবহার করার চেষ্টা করতে হবে কারণ গরম আবহাওয়ায় ডিপটিউবলের পানি অপেক্ষাকৃত ঠান্ডা থাকে, সেই পানি ব্যবহার করা গেলে কনক্রিটও ঠান্ডা থাকবে।
৪.কনক্রিট ফেলে রাখা যাবে না, যথাসম্ভব কনক্রিট তাড়াতাড়ি ব্যবহার করে ফেলতে হবে।
৫.যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে কংক্রিট মিক্সিং এর কাজ করতে হবে।
৬.গরম আবহাওয়ায় বাতাসে অপেক্ষাকৃত আদ্রতা অনেক কম থাকে, যার কারণে এটা কনক্রিটের পানি দ্রুত শুকাতে সাহায্য করে সুতরাং যে দিক থেকে বাতাস প্রবাহিত হয় ওই দিকে পলিথিন বা অন্য কিছুর মাধ্যমে বাতাসের জন্য প্রতিবন্ধকতা তৈরি করতে পারলে ভালো ফল পাওয়া যাবে।
৭.কনক্রিট প্লেসমেন্ট হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব কনক্রিট ফিনিশিং দিয়ে কনক্রিট পৃষ্ঠে পলিথিন বা অন্যকিছুর মাধ্যমে ঢেকে দেওয়া যেতে পারে, যাতে করে তাপ এবং বাতাসের কারনে পানি বের হতে না পারে।
৮.রেডিমিক্স ঢালাইয়ের ক্ষেত্রে ট্র্যাক সাইটে আসার পূর্বেই ঢালাই শুরু করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে যাতে ট্রাক সাইটে আসা মাত্রই ঢালাই শুরু করা যায়,বিলম্বিত না হয়।
৯.কংক্রিট ঢালাইয়ের সময় যাতে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে, অবিরতভাবে কনক্রিট স্থাপন করতে হবে।
১০.কনক্রিট স্থাপনের দুই থেকে তিন ঘণ্টা পরে কনক্রিট পৃষ্ঠে সামান্য পরিমাণে পানি ছিটিয়ে দেওয়া যেতে পারে।
১১.কনক্রিটে বাষ্পীভবন প্রতিরোধ কেমিক্যাল ব্যবহার করা যেতে পারে।
ইঞ্জিনিয়ার কাজী ফয়েজ আহাম্মদ
House 3D
ইঞ্জিনিয়ার কাজী ফয়েজ আহাম্মদ
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Feni
Feni
Feni, 3900
Our services • Planning • Estimates • Soil Test • Piling Foundation • Foundation Work • DigitalSurvey
Rickta Tower, Alipur Road, Dagonbhuiyan
Feni, 3900
বাড়ি নির্মাণ করার কথা ভাবছেন? আমরাই দি
Feni
All Types of Architectural Design, Structural Design,Plumbing Design,Electrical Design,3D Modeling, Estimating, Rajuk & Pourashova Sheet Approval, Soil Test,Dizital Survey,Site Sup...
Feni, 3900
1. Engineering 2. Constraction 3. Plumbling 4. Electronics 5. Thai 6. Tiles
Nizam Tower
Feni, 3900
বাড়ি নির্মাণ করার কথা ভাবছেন? আমরাই দিতে পারি সব ধরনের সুন্দর সুন্দর সব ডিজাইন। মোবাইল: 01708102449