Brain Boost

Brain Boost

You may also like

KCYL Sharjah
KCYL Sharjah

Assalamu Alaikum. Welcome to everyone in my page.

Welcome to everyone in my page.


�Our another Page:
https://www.facebook.com/Gaming-World-106570928765774/

�Our Telegram Channel:
https://t.me/muhammad2921

�Our Blogspot Website : https://rahulmohammad.blogspot.com/

�Our Youtube Channel: https://youtube.com/channel/UCFHZtG86tk5U2Vk_ZPW_8RA

�Join Our Agriculture related Group:
https://www.facebook.com/groups/493194071710279/?ref=share_group_link

Photo by Mohammad Rahul on Unsplash 13/08/2023

আমাদের ডিজিটাল আর্ট। ফ্রীতে ডাউনলোড করুন।

Photo by Mohammad Rahul on Unsplash . – Download this photo by Mohammad Rahul on Unsplash

Brain Boost ( Excel) on Instagram 05/03/2023

Brain Boost ( Excel) on Instagram 0 Likes, 0 Comments - Brain Boost ( Excel) () on Instagram

Photos from Brain Boost's post 15/02/2023

Design by midjourney ai.

Microsoft Office 2021 Professional Plus 10/01/2023

Microsoft office 2021 Professional Plus Download free.

Microsoft Office 2021 Professional Plus windows 11 pro download. windows 11 product key 2022. windows 11 download. How to download the Windows 11 2022 update. windows 11 upgrade.

22/12/2022

"যারা ঈমান এনেছে, তারা আল্লাহর জন্য ভালবাসায় দৃঢ়তর।" (সুরা বাকারাহ, ১৬৫)

14/12/2022

"অতিরিক্ত কথা বলার সর্বনিম্ন ক্ষতি অন্তর থেকে আল্লাহ তা'আলার ভয় চলে যায়। আর যে অন্তরে আল্লাহর ভয় থাকে না, সেখানে ইমানও থাকে না।"

- জুনাইদ (রহ.)
[আস-সিয়ার, ৬৮/৪]

12/12/2022

দুঃখ - কষ্ট গুলো সহ্য করার ক্ষমতা সবার এক রকম নয়। একেকজনের সহ্য ক্ষমতা একেক রকম।
✔️ কষ্টের সময় কেউ কেউ আল্লাহ্'র উপর ভরসা করে ধৈর্য ধারণ করেন।
✖️ কষ্টের সময় কেউ কেউ আল্লাহ্'র উপর ভরসা করতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না; অবশেষে আত্মহত্যা করে।
✖️ কষ্টের সময় কেউ কেউ চির জাহান্নামী হবার ভয়ে আত্মহত্যা করে না ঠিকই, কিন্তু আল্লাহ্'র কাছে নিজের মৃত্যু কামনা করে।
আত্মহত্যাকারী তো চির জাহান্নামী হবেই কিন্তু আত্মহত্যা না করেও, যে নিজের মৃত্যু কামনা করবে সেও গুনাহগার হবে। উত্তম সেই ব্যক্তি যে সব পরিস্থিতিতে আল্লাহ্'র উপর ভরসা রাখেন, ধৈর্যশীল হওয়ার জন্য আল্লাহ্'র কাছে দু'আ করেন এবং বিপদে পড়লে ধৈর্য ধারণ করেন।
হযরত আনাস ইবন মালিক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন: আল্লাহ্'র রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
তোমাদের কেউ যেন কোন কষ্টের কারণে মৃত্যুর জন্য দু'আ না করে; বরং সে যেন এরূপ দু'আ করে:

“ হে আল্লাহ্! আমাকে ততদিন জীবিত রাখুন, যতদিন জীবিত থাকা আমার জন্য ভালো হয় এবং আমাকে তখন মৃত্যু দিন, যখন তা আমার জন্য মঙ্গলময় হবে। ”
(সহিহ আবু দাউদ, হাদীস নং: ৩০৯৪)
হযরত আনাস ইবন মালিক (রা.) থেকে বর্ণিত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
তোমাদের কেউ যেন মৃত্যুর কামনা না করে। অতঃপর পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
(সহিহ আবু দাউদ, হাদীস নং: ৩০৯৫)
বিপদে পতিত হলে কিছু মানুষকে বলতে শোনা যায়, আল্লাহ্ যেন তাকে মৃত্যু দান করেন। এমনটা বলা মোটেও উচিত নয়। আল্লাহ্ যখন চাইবেন তখনই আমাদের মৃত্যু হবে। তাই নিজের মৃত্যু কামনা করা থেকে বিরত থাকুন।
দুনিয়া হলো পরীক্ষা দেওয়ার স্থান। শুধুমাত্র আল্লাহ্'র উপর ভরসা করে দুঃখ - কষ্ট গুলো ধৈর্য ধরে কাটিয়ে উঠতে হবে। আর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ্'র সাহায্য সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু পরীক্ষায় অকৃতকার্য হলে জাহান্নামে যেতেই হবে। তাই আল্লাহ্'র কাছে নিজের মৃত্যু কামনা না করে, বরং আল্লাহ্'র কাছে ধৈর্য ধারণ করার জন্য এবং যতদিন বেঁচে আছি ততদিন আল্লাহ্'র পথে চলার জন্য সবসময় দু'আ করতে হবে।
হে আল্লাহ্ আমাকে সেই জিনিস গুলোতে আকৃষ্ট করো না যা আমাকে তোমার সন্তুষ্টি অর্জনে বাঁধা দেয়। হে আল্লাহ্ যতদিন বেঁচে থাকা আমার জন্য মঙ্গলময়, ততদিন আমাকে তোমার পথে বাঁচিয়ে রাখো এবং যখন আমার মৃত্যু হলে ভালো হবে, তখন তুমি আমাকে পবিত্র মৃত্যু দান করো।
হে আল্লাহ্! আমি বেঁচে থাকতে যেন সারাজীবন তোমার পথে চলতে পারি এবং মৃত্যুর সময় যেন প্রকৃত ঈমান নিয়ে তোমার প্রিয় বান্দা হিসাবে মরতে পারি।

© শেখ গুলশান আরা মোহিত

Source : OHEE - ওহী

WinRAR Paid Version Free Download 12/12/2022

WinRAR Paid Version free Download for your Pc. 👇👇👇

WinRAR Paid Version Free Download windows 11 pro download. windows 11 product key 2022. windows 11 download. How to download the Windows 11 2022 update. windows 11 upgrade.

11/12/2022

"আমরা অনুধাবন করতে পারি বা না পারি, মহান আল্লাহ তা'আলার রহমত সব সময়ই আমাদের উপর বর্ষিত হয়, এটি কখনোই থামে না।"

- ড. বিলাল ফিলিপস

How to Activate Windows 11? 11/12/2022

যে ভাবে windows 11 activation করবেন। 👇👇👇

How to Activate Windows 11? windows 11 pro download. windows 11 product key 2022. windows 11 download. How to download the Windows 11 2022 update. windows 11 upgrade.

02/12/2022

This is a help post for one of our brothers!
You have the ability to help change someone’s life

সবাই এই ভাইয়াটাকে সাহায্য করার চেষ্টা করো😔
আসসালামু আলাইকুম
আজকে খুবই হতাশার সাথে বলতে হচ্ছে আমার ভাই খুব বড় এক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। সদ্য বিয়ে করার ৭ দিন এর মাথায় গত কয়েকমাস আগে তার বাইক এক্সিডেন্ট এ হাতের হাড় সহ, শিড়া ভেংগে যায়। আথিক অবস্থা তেমন ভালো না, পরিবার যতটুকু পেরেছে দিয়েছে, এখন পরিবার সহ দিশেহারা😔গত বছরের ডিসেম্বর মাসের ১৬ তারিখ উন্নত চিকিৎসার জন্য India নিয়ে যাওয়া হয়েছে। যার কারণে এখন খরচ আরও বেশি হয়ে দারিয়েছে।আরোও নানাবিধ সমস্যা হওয়ার কারণে ইন্ডিয়ায় সি.এম.সি হসপিটাল এ চিকিৎসারত আছে। তাদের উপার্জিত অর্থ ও গরু ছাগল বিক্রি করে প্রায় ৫ লাখ টাকা ব্যয় করে চিকিৎসা চালিয়ে যাচ্ছে এবং একটি অপারেশন করানো হয়েছে । ২ বার India গিয়েও বিনা অপারেশনএ ফেরত আস্তে হয়েছে টাকার জন্য,অতি দ্রুত এখন হাড়ের ২টি অপারেশন না করলে আর কোনোদিন ঠিক হয়ত হবে না। বর্তমান অবস্থা আরোও বিপদজনক হওয়ায় অতিদ্রুত আরও ২টি অপারেশন করাতে ডাক্তার পরামর্শ অনুযায়ি আরোও ৫০০,০০০/- হাজার টাকা প্রয়োজোন। আমরা নদি ভাংগা এক হতদরিদ্র পরিবার। যার কারনে আমাদের পরিবারের এত টাকা বহন করা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।ফলে সাংসারিক বির্পজয় নেমে এসেছে। আপানারা যা পারুন সাহায্যে এর হাত বাড়িয়ে দিন। আপনাদের একটি অনুদান একটি জিবন বাচাতে পারে। ধন্যবাদ!

For help
Bkash--01602597699
nagad--01748110900

01/12/2022

‘আমার পরও আমার উম্মাতের মধ্যে কিছু লোক আমাকে ভীষণ ভালোবাসবে। তাদের কেউ কেউ চাইবে, যদি তার পরিবার ও সম্পদের বিনিময়ে হলেও আমাকে দেখতে পেতো! (মুসলিম: ২৮৩২)

Mohammad Rahul 01/12/2022

Welcome our official website.

Mohammad Rahul windows 11 pro download. windows 11 product key 2022. windows 11 download. How to download the Windows 11 2022 update. windows 11 upgrade.

17/11/2022

হে নফস!
তুমি ধৈর্য ধর, সবর কর, অপেক্ষা কর।

অচিরেই তোমার প্রতিপালক তোমাকে (এমন কিছু) দান করবেন, যাতে তুমি সন্তুষ্ট হবে। (সূরা দুহা:৫)

কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে কোন হিসাব ছাড়াই। (সূরা যুমার:১০)
নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হবেই হবে। আল্লাহর হিসাবে কোনো ভুল হবে না, আল্লাহ তিল পরিমাণ যুলম করবেন না। মানুষ ভুলে গেলেও আল্লাহ তা'য়ালা কোনো কিছুই ভুলে যান না।

আপনার রব কোনো কিছুই ভুলেন না। (সূরা মারইয়াম:৬৪)
হে নফস!
তুমি সবর কর, চেষ্টা কর, দুয়া কর।

নিশ্চয়ই আল্লাহ তার বান্দার অতি নিকটবর্তী। (সূরা বাকারাহ:১৮৬)

বান্দা যখনই আল্লাহর কাছে দুয়া করে, আল্লাহ বান্দার দুয়া কবুল করেন। (সূরা মু'মিন/গাফির:৬০)
হে আমাদের রব! আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম কল্যাণ দান করুন এবং আগুনের আযাব হতে আমাদের রক্ষা করুন। (সূরা বাকারাহ:২০০)

হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের জন্য আমাদের কর্মকান্ড সঠিক করে দিন। (সূরা কাহফ:১০)

হে আমার রব, নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাযিল করবেন, আমি তার মুখাপেক্ষী। (সূরা কাসাস:২৪)

হে আমার রব! আমি অসহায় দূর্বল অক্ষম; অতএব আপনি আমার পক্ষ হতে প্রতিশোধ নিন। (আল কামার:১০)

হে আল্লাহ! আমাদের জন্য আপনি যা ফয়সালা করেছেন সেগুলোর সুন্দর সমাপ্তি দিন। (মুসনাদে আহমাদ: ৪/১৮১)

© মাহমুদ হাসান

01/11/2022

"হে আমার পালনকর্তা, আপনাকে ডেকে আমি কখনো নিরাশ হইনি।"
[সুরা মারিয়াম, ৪]

23/10/2022

❝পাপাচারীদের সাথে উঠাবসা করবেনা। নতুবা তাদের পাপাচার তোমার মধ্যে চলে আসবে।❞

– উমার ইবনুল খত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু
[কানযুল উম্মাল - ১৬/২৬২]

22/10/2022

❝দুনিয়ার শেষ সময়ে কিছু লোকের সেরা কাজ হবে বসে বসে অন্যের নিন্দা করা। এসব লোকের আরেক নাম কুঁড়ে (অলস)।❞

– ইবনু মাসউদ (রা.)
[আল-হিলয়াহ, ১/১৩০]

15/10/2022

"কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো; অথচ আখিরাত উৎকৃষ্ট ও স্থায়ী।"

(সূরা আ'লা: ১৬-১৭)

12/10/2022

তাহাজ্জুদ নিয়ে মোটিভেশনাল কিছু কথা।এইভাবে তাহাজ্জুদ পড়ে দেখুন, আজ থেকে আপনার সকল অভিযোগ বন্ধ হয়ে যাবে! ইন শা আল্লাহ
রাত ৩ টা তাহাজ্জুদ এর সময় হয়েছে, ওঠো! যেন কেউ জানতে না পারে। ওয়াশরুমে যাও, মিসওয়াক শেষে উত্তমরুপে ওযু বা গোসল করে সবচেয়ে সুন্দর ও পবিত্র জামাটি পরিধান কর; কাউকে দেখানোর জন্য না, একমাত্র তোমার রব আল্লাহর জন্য।

চোখে সুরমা লাগাও, মাথার চুল আঁচড়া ও হালাল সুগন্ধি লাগাও। নিজেকে উত্তমরুপে সাজাও, আজকের এই গোসল, এই সাজ আল্লাহর জন্য। শুধুই মহান সৃষ্টিকর্তার জন্য, জায়নামাজ বিছিয়ে ধীরস্থির ভাবে দুই রাকাত নামাজ পড়ো।
নামাজান্তে সেজদায় লুটিয়ে চোখের পানি ছেড়ে মহান সেই রবকে ডাকো, যিনি তোমার প্রার্থনা শোনার জন্য, তোমার চোখের পানি দেখার জন্য প্রথম আসমানে নেমে এসেছেন, ধৈর্য্যধারণ করে, প্রশান্ত চিত্তে, নামাজের মধ্যে তাঁকে ডাকতে থাকো। সেই রব তোমার দোয়া কবুল করবেন না তো আর কার দোয়া কবুল করবেন

তোমার ডাক শুনবেন না তো আর কার ডাক শুনবেন! তুমি আর সেই ব্যক্তি কি এক হয়ে গেলে যিনি বেঘোরে ঘুমাচ্ছে আর তুমি অশ্রুবর্ষণ করে মহান রবের কুদরতি পা সিক্ত করছো!
না না তুমি আল্লাহর রহমতের ছায়ার নিচে আর সে অনেক অনেক দূরে।
তোমার প্রার্থনায় আরশ কেঁপে ওঠছে, তকদির দোলছে, অবশেষে আল্লাহ তকদির পরিবর্তন করে বান্দার আরজি কবুল করেন।
তোমার দোয়া কবুল হয় না, তোমার দুঃখ মোচন হয় না, তোমার বিপদ আরো বেড়েই চলছে...। ওই নিয়মে ডাকতে থাকো,যিনি মাত্র ৬ দিনে এই পৃথিবী সৃষ্টি করেছেন যদি ডাকার মতো তাঁকে ডাকো তবে তোমার ইচ্ছে কবুল হতে ৬ মিনিটও লাগবে না, ইন শা আল্লাহ।

©OHEE-ওহী (শেয়ার করার জন্য অনুরোধ রইল)

12/10/2022
11/10/2022

"আল্লাহর হুকুম ছাড়া কোনো বিপদ আসে না।আর যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে,তিনি তার অন্তরকে সঠিক পথের সন্ধান দেন"। (সূরা তাগাবুন, ১১)

10/10/2022

❝কোনো মহিলার চাদরের দিকেও তাকাবে না; দৃষ্টি দিলেই অন্তরের মাঝে কামনা-বাসনা তৈরি হয়।❞

– আলা ইবন যিয়াদ রাহিমাহুল্লাহ
[যাম্মুল হাওয়া: পৃ. ৯৩]

08/10/2022

'তোমার নফস শত্রুর মতো। দ্বীনদারিতায় আন্তরিক পেলে তোমার আনুগত্য করে। আর দুর্বলতা দেখলে তোমাকে বন্দি করবে।'

- ইমাম ইবনুল কাইয়িম (রহ.)
[বাদায়িয়ুল ফাওয়ায়িদ, খণ্ড : ৩, পৃষ্ঠা : ১২০২]

08/10/2022

"হে যুবক! যৌবনের উচ্ছলতায় কিছু পাপ হবে। হতাশ হওয়ার কিছু নেই। তবে, সালাত কাজা করার গুনাহ যেন তোমার আমলনামায় না উঠে।"

- ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)

08/10/2022

‘‘তোমাদের আমল তো সামান্য। তাই, এই অল্পটুকু অন্তত ইখলাসের (একনিষ্ঠতার) সাথে করো!’’

— মাইমুন ইবনু মিহরান (রাহিমাহুল্লাহ)
[ইমাম ইবনু কাসির, আল-বিদায়া: ৯/৩৪৮]

08/10/2022

ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলেন,
"মানুষের মন অধিকাংশ সময় গুনগুন করে কিছু পড়তে থাকে। যে ব্যাক্তি গুনগুন করে কুরআন পড়ে না, সে গুনগুন করে কবিতা পড়ে (গান গায়)।

[মাজমুয়ুল ফাতওয়া;১১/৫৩১]

07/10/2022

গুনাহ করতে করতে যাদের অন্তরে মরিচা-জং ধরে গেছে, তাদের জন্য ৫ টি চিকিৎসা:
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘নিশ্চয়ই বান্দা যখন গুনাহ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। অতঃপর যদি সে তা ত্যাগ করে, (আল্লাহর কাছে) ক্ষমা প্রার্থনা করে ও তাওবাহ করে, তখন সেটি (কালো দাগ) দূর হয়ে আগের অবস্থায় চলে যায়। যদি সে আবার গুনাহে ফিরে আসে, তখন তার দাগ বৃদ্ধি পায়, এমনকি তা দাগে উঁচু হয়ে যায় (ছেয়ে যায়)। আর এটিই হলো ‘রান’ বা মরিচা, যার কথা মহান আল্লাহ উল্লেখ করেছেন। (আল্লাহ তা‘আলা বলেন—)
كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ
‘‘কখনই নয়। বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে জং বা মরিচা ধরিয়েছে (সুরা মুতাফফিফিন, আয়াত: ১৪)।’’
[ইমাম তিরমিযি, আস-সুনান: ৩৩৩৪; ইমাম ইবনু মাজাহ, আস-সুনান: ৪২৪৪; হাদিসটি হাসান সহিহ]
আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন—গুনাহ করতে করতে এক পর্যায়ে অন্তর মরে যায়, কালো কুচকুচে হয়ে যায়। আর, এটিই হলো অন্তরে মরিচা পড়া।
যাদের অন্তরে এই জং বা মরিচা পড়েছে তাদের জন্য হাদিসে কিছু প্রতিকার বর্ণিত হয়েছে।
(১) তাওবাহ-ইস্তিগফার:
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন—
إِنَّ الْعَبْدَ إِذَا أَخْطَأَ خَطِيئَةً نُكِتَتْ فِي قَلْبِهِ نُكْتَةٌ سَوْدَاءُ فَإِذَا هُوَ نَزَعَ وَاسْتَغْفَرَ وَتَابَ سُقِلَ قَلْبُهُ
‘‘নিশ্চয়ই বান্দা যখন গুনাহ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। অতঃপর যদি সে তা ত্যাগ করে, (আল্লাহর কাছে) ক্ষমা প্রার্থনা করে এবং তাওবাহ করে, তখন সেটি (কালো দাগ) দূর হয়ে আগের অবস্থায় চলে যায়।’’ [ইমাম তিরমিযি, আস-সুনান: ৩৩৩৪; হাদিসটি হাসান সহিহ]
(২) যিকর-আযকার:
সাহাবি আবুদ দারদা (রা.) বলেছেন, ‘‘প্রত্যেক জিনিসেরই বার্নিশ (প্রতিষেধক) আছে, আর অন্তরের বার্নিশ হলো যিকর।’’ [ইমাম বাইহাকি, শু‘আবুল ঈমান: ৫২৩]
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন—
اَلَا بِذِکۡرِ اللّٰهِ تَطۡمَئِنُّ الۡقُلُوۡبُ
‘‘জেনে রেখো, আল্লাহর স্মরণেই হৃদয়গুলো প্রশান্ত হয়।’’ [সুরা রা’দ, আয়াত: ২৮]
(৩) মৃত্যুর স্মরণ ও কুরআন তিলাওয়াত:
আল্লাহ তা‘আলা কুরআনে বলেন—
أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّ وَلَا يَكُونُوا كَالَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْأَمَدُ فَقَسَتْ قُلُوبُهُمْ وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ
‘‘যারা ঈমান এনেছে, তাদের কি সেই সময়টি আসেনি যে, তারা আল্লাহর স্মরণে এবং যে সত্য (কুরআন) অবতীর্ণ হয়েছে, তার জন্য তাদের অন্তর বিগলিত হয়ে যাবে? আর তারা যেন তাদের মত না হয়, যাদের আগে (ঐশী) কিতাব দেওয়া হয়েছিলো। অতঃপর দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর তাদের অন্তরগুলো কঠিন হয়ে পড়েছিলো। আর তাদের অধিকাংশই পাপাচারী।’’ [সুরা হাদিদ, আয়াত: ১৬]
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘লোহায় যেমন মরিচা পড়ে, তেমনি অন্তরেও মরিচা পড়ে।’’ তখন সাহাবিগণ প্রশ্ন করলেন, ‘এর প্রতিকার কী?’ উত্তরে বলা হলো, ‘‘বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা আর কুরআন তিলাওয়াত করা।’’ [ইম বাইহাকি, শু‘আবুল ঈমান: ১৮৫৯; খতিব, মিশকাতুল মাসাবিহ: ২১৬৮; হাদিসটির সনদ (বর্ণনাসূত্র) দুর্বল, তবে বক্তব্যটি সঠিক]
(৪) প্রয়োজনের অতিরিক্ত কথা না বলা:
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন—
لاَ تُكْثِرُوا الْكَلاَمَ بِغَيْرِ ذِكْرِ اللَّهِ فَإِنَّ كَثْرَةَ الْكَلاَمِ بِغَيْرِ ذِكْرِ اللَّهِ قَسْوَةٌ لِلْقَلْبِ وَإِنَّ أَبْعَدَ النَّاسِ مِنَ اللَّهِ الْقَلْبُ الْقَاسِي
‘‘আল্লাহর যিকর ব্যতীত বেশি কথা বলো না। কেননা, আল্লাহর যিকর ছাড়া বেশি কথা বললে অন্তর কঠিন হয়ে যায়। আর নিঃসন্দেহে কঠিন অন্তরের লোকই আল্লাহ তা‘আলা থেকে সবচেয়ে বেশি দূরে থাকে।’’ [ইমাম তিরমিযি, আস-সুনান: ২৪১১; হাদিসটির সনদে দুর্বলতা আছে, তবে বক্তব্যটি সহিহ]
(৫) ইয়াতিমের প্রতি সদয় হওয়া:
একবার এক ব্যক্তি নবিজির কাছে এসে অন্তরের কাঠিন্যের ব্যাপারে অভিযোগ করলো। তখন তিনি বলেন, ‘‘তুমি কি চাও—তোমার অন্তর নরম হোক আর তোমার প্রয়োজন পূরণ হোক? তাহলে তুমি ইয়াতিমের উপর দয়া করো, তার মাথায় হাত বুলিয়ে দাও এবং তোমার খাবার থেকে তাকেও খাওয়াও। তাহলে তোমার অন্তর নরম হবে এবং প্রয়োজন পূরণ হবে।’’ [শায়খ আলবানি, সহিহুত তারগিব: ২৫৪৪; হাদিসটি হাসান]

© Nusus ( পোস্ট শেয়ার করে, সবাইকে পড়ার সু্যোগ করে দেওয়ার অনুরোধ রইল)

07/10/2022

তিনটি গুণাবলী সবরের (ধৈর্য) অন্তর্ভুক্ত: নিজের দুর্দশার ব্যাপারে কথা না বলা, নিজের কষ্ট সম্পর্কে কথা না বলা এবং নিজের প্রশংসা না করা।

~ সুফিয়ান আস-সাওরি (রাহিমাহুল্লাহ)
[আল-হিলইয়াহ, ৬/৩৮৯]

( পোস্টটি শেয়ার করে, সবাইকে পড়ার সু্যোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল)

07/10/2022

"আর পার্থিব জীবন তো ক্রীড়া-কৌতুক বৈ আর কিছুই নয়। আর যারা সাবধানতা অবলম্বন করে তাদের জন্য পরকালের আবাসই শ্রেয়, তোমরা কি (তা) অনুধাবন কর না?"
(সুরা আন'আম, ৬)

07/10/2022

‘আল্লাহ যার ভালো চান তাকে দুঃখ কষ্টে ফেলেন। ’ (বুখারি, হাদিস নং: ৫৬৪৫)


( পোস্টটি শেয়ার করে, সবাইকে পড়ার সু্যোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল)

06/10/2022

কোনো কারণে মন খারাপ হলে বা কোন কিছু নিয়ে কষ্টে থাকলে তখন কোরআনের এই আয়াত গুলো পড়ুন, অনেক স্বস্তি পাবেন।

১. سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا
‘আল্লাহ কষ্টের পর সুখ দিবেন।’ [সুরা তালাক : ৭]

২. إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
‘নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।’ [সুরা ইনশিরাহ : ৬]

৩. إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّهِ
‘আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপেই নিবেদন করছি।’ [সুরা ইউসুফ : ৮৬]

৪. أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ
‘জেনে রেখো, আল্লাহর সাহায্য নিকটে।’ [সুরা বাকারা : ২১৪]

৫. وَلَا تَيْأَسُوا مِن رَّوْحِ اللَّهِ ۖ إِنَّهُ لَا يَيْأَسُ مِن رَّوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ
‘আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না।’ [সুরা ইউসুফ : ৮৭]

৬. لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
‘আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশি বোঝা চাপিয়ে দেন না।’ [সুরা বাকারা : ২৮৬]

৭. وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ
‘এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের।’ [সুরা বাক্বারা : ১৫৫]

৮. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
‘হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন।’ [সুরা বাকারা : ১৫৩]

৯. وَلَمْ أَكُن بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا
‘হে আল্লাহ, আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি।’ [সুরা মারইয়াম : ৪]

পড়লে নিজেই বুঝতে পারবেন- কোরআনের এই আয়াতগুলো সব দুঃখ-কষ্ট ভুলিয়ে দিতে সক্ষম।
আলহামদুলিল্লাহ।

05/10/2022

যে ৭ টি গুণকে আল্লাহ তায়ালা ভালোবাসেন।

১. তওবা
"আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন"
(বাকারাহ, ২২২)

২. তাহারাত (পবিত্রতা)
"যারা পবিত্র থাকে আল্লাহ তাদের ভালোবাসেন"
(বাকারাহ, ২২২)

৩. তাক্বওয়া (আল্লাহ ভীতি)
"নিশ্চই আল্লাহ মুওাকিদের ভালোবাসেন"
(তওবাহ, ৪)

৪. ইহসান
"আল্লাহ নেককারদের ভালোবাসেন"
(আল ইমরান, ১৩৪)

৫. তাওয়াক্কুল
"নিশ্চই আল্লাহ ভালোবাসেন তার উপর ভরসাকারীদের"
(আল ইমরান, ১৫৯)

৬. ন্যায়বিচার
"আল্লাহ ন্যায়বিচারকারীদের ভালোবাসেন"
(মায়িদাহ, ৪২)

৭. সবর
"আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন"
(আল ইমরান, ১৪৬ )

সর্বশক্তিমান মহান আল্লাহ আমাদের সবাইকে তাঁর ভালোবাসার বান্দা হওয়ার তাওফিক দান করুক৷ (আমিন)

05/10/2022

"তোমরা মূর্তিপূজার অপবিত্রতা থেকে বিরত থাকো এবং মিথ্যা কথা পরিহার করো।" [সূরা হাজ্জ, ৩০]

05/10/2022

"যে ব্যক্তি দুনিয়াকে তার সবচাইতে গুরুত্বপুর্ণ বিষয় বানাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা তার কাজকর্ম এলোমেলো করে দেবেন, তার দুই চোখের মাঝে সর্বদা দারিদ্রতাকে দৃশ্যমান করে রাখবেন। আর সে দুনিয়া শুধুমাত্র ততটুকুই লাভ করতে পারবে, যতটুকু তার তাকদীরে লিপিবদ্ধ ছিলো।
আর যার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হবে পরকাল, আল্লাহ তাআলা তার সব কাজ সুন্দরভাবে সমাধান করে দিবেন, তার অন্তরকে তৃপ্ত করে দেবেন। আর দুনিয়া নিজেই তার কাছে ধরা দেবে, যদিও সে তা কামনা করেনা।"

[সুনানে ইবনু মাজাহঃ ৪১০৫, হাদীসের সনদ সহীহ, তাহকীক-শায়খ আলবানী (র), সিলসিলাহ সহীহাহঃ ৯৫০]

Want your place of worship to be the top-listed Place Of Worship in Feni?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

https://rahulmohammadbd.blogspot.com/?m=1#windows #office #msoffice #AnyDesk #adobe #adobeillustrator #PUBG
https://rahulmohammadbd.blogspot.com/
প্রাণীর ছবি অঙ্কনের ব্যাপারে কি বলে ইসলাম_ _ মিজানুর রহমান আজহারি। #mizanur_rahman_azhari_waz
ঈদের দিন পা ছুঁয়ে সালাম দেওয়া জায়েজ হবে কি না?  শায়েখ আহমদুল্লাহ।
আল্লাহর ৯৯টি সুন্দর নাম সমূহ
👇👇👇
আলোড়ন সৃষ্টিকারী গজল || |ইশকে নাবী জিন্দাবাদ | Kalarab | Coming 2 De ... Diner Daoyat - দ্বীনের দাওয়াত

Website

https://brainboostedu.blogspot.com/

Address


Parashuram
Feni
3940

Other Feni places of worship (show all)
রাধা কৃষ্ণ মন্দির  Radha Krishna Temple রাধা কৃষ্ণ মন্দির Radha Krishna Temple
Feni, 3900

A widow who must rebuild her life after a storm meets a handyman who changes her outlook as well as her life when he reveals the secret behind his upbeat attitude.

Self Online Super Shop Self Online Super Shop
SSK Road
Feni

মানুষ কি মনে করে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে?♡ -[সূরা: আল কিয়ামাহ্; আয়াত: ৩৬]

Gour Katha Gour Katha
মাষ্টার পাড়া
Feni

জয় নিতাই প্রতিদিন শিক্ষনীয় ধর্মীয় প?

Iskcon Feni - ইসকন ফেনী Iskcon Feni - ইসকন ফেনী
Iskcon Temple Road, South Sahadevpur
Feni, 3900

International Society For Krishna Consciousness (ISKCON), Feni, Chottogram, Bangladesh

Voice Of Islam Voice Of Islam
Feni, 4167

if you claim yourself Muslim, but you do not pray five times a day. There is a very simple Question : Why don't you pray? You should know the answer

আমলি জীবন - Amoli Jibon আমলি জীবন - Amoli Jibon
Feni

I m Tawhidul Islam,Try to help people always .

Muslim Ummah Muslim Ummah
Feni Sadar
Feni, 3900

Ummah is an Arabic word meaning "community". It is distinguished from shaʻb, which means a nation with common ancestry or geography.

Nahid Hossain Nahid Hossain
Feni

ফটোগ্রাফার ❤️❤️

জেলা হাফেজ পরিষদ,ফেনী জেলা হাফেজ পরিষদ,ফেনী
Feni

ফেনী জেলার হাফেজদের বৃহৎ একটি সংগঠন

নিগম-কল্পতরু নিগম-কল্পতরু
Feni, 3900

Explore the Vedic Wisdom

Ummate mohammadi fb Ummate mohammadi fb
Shanti Road
Feni

this is an islamic page ,where you will find all kinds of islamic videos like- waz,azan,quran recitation and much more.so follow the page and keep supporting me thanks.