Muslimah
Nearby public figures
Feni
Feni, Patenga
Dhaka
ফেনী
Feni
452
You may also like
প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর‘অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে Muslimah
আফসোস.....
~‘আজ চিৎকার করো না, আমার কাছ থেকে তোমরা সাহায্য পাবে না।’
(আল-মুমিনুন/৬৫)
تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَ مِنْكُمْ
"তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম"
🤍
আল্লাহ তা'য়ালা কুরআনে বলেন,
اَلۡاَخِلَّآءُ یَوۡمَئِذٍۭ بَعۡضُهُمۡ لِبَعۡضٍ عَدُوٌّ اِلَّا الۡمُتَّقِیۡنَ
সেদিন বন্ধুরা একে অন্যের শত্রু হবে, মুত্তাকীরা ছাড়া। [ সূরা যুখরুফ আয়াত ৬৭]
উক্ত আয়াতে আল্লাহ তা'য়ালা বন্ধুত্বের কথা বলেছেন, কেননা কাফেরদের বন্ধুত্ব কেবল কুফরী ও পাপাচারের ভিত্তিতে হয় এবং এই কুফরী ও পাপাচারই তাদের আযাবের কারণ হবে। আর এরই কারণে তারা একে অপরকে দোষারোপ করবে এবং পরস্পরের শত্রু হয়ে যাবে।
পক্ষান্তরে ঈমানদার ও আল্লাহভীরু লোকদের পারস্পরিক বন্ধুত্ব ও ভালবাসা যেহেতু আল্লাহর সন্তুষ্টি লাভের ভিত্তিতে হয়, আর এই দ্বীন ও ঈমানই হল কল্যাণ ও সওয়াব লাভের মাধ্যম, সেহেতু তাঁদের এই বন্ধুত্বে কোন বিচ্ছেদ ঘটবে না। আখেরাতেও তাঁদের এই বন্ধুত্ব অটুট থাকবে, যেমন দুনিয়াতে ছিল।
📚 তাফসীরে আহসানুল বায়া
অযথা দুনিয়াবি কাজে সময় নষ্ট না করে, সময় কাজে লাগাই ইনশাআল্লাহ 🍁
শীঘ্রই শুরু হতে যাচ্ছে রামাদানের শেষ দশক। লাইলাতুল ক্বদরকে খুঁজে পাওয়ার মিশন।
এই রাতে যত আমল করা হবে সাওয়াব বেড়ে যাবে হাজার গুণ। আমাদের কারো উচিত নয় এই সুবর্ণ সুযোগ মিস করা
লাইলাতুল ক্বদরের আমল–
১. প্রতিরাতে সামর্থ্য অনুযায়ী (হোক ৫/১০/২০ টাকা) দান
২. প্রতিরাত দুই রাকা'আত নফল সালাত আদায় [এর বেশি পারলে ভালো ]
৩. প্রতিরাত তিনবার সূরা ইখলাস পাঠ
৪. কুরআন তিলাওয়াত ( যতটুকু ইচ্ছে)
৫. দুরুদ পাঠ ( কমপক্ষে ১০০০ বার)
৬.সুবহানাল্লাহ্, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ্ এবং আল্লাহু আকবার—প্রতিটি ১০০ বার করে মোট ৪০০ বার পড়া
৭.সাইয়্যেদুল ইস্তেগফার
৮. ইস্তেগফার ( কমপক্ষে ১০০০ বার)
৯. লাইলাতুল ক্বদরের বিশেষ যে দুয়াটি বেশি করে পাঠ করা।
اللّٰهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ
(আল্লাহুম্মা ইন্নাকা 'আফুউন, তু'হিব্বুল 'আফওয়া, ফা'ফু 'আন্নী)
হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি মাফ করতেই পছন্দ কর, অতএব তুমি আমাকে মাফ করে দাও
১০. কুরআনের রাব্বানা দিয়ে শুরু ৪০ টি দুয়া
১১. সুরা মুলক
১২. সুরা কাহফের প্রথম ১০ আয়াত
১৩. সুরা বাকারার শেষ ২ আয়াত
১৪. তাহাজ্জুদ
১৫. কুরআন হাদিসে ফজিলত পূর্ণ যে দুয়া গুলো আছে সেগুলো পাঠ করা( কিছু ফজিলত পূর্ণ দুয়া ছবিতে এড করে দিয়েছি)
১৬. দুয়া করা ( যার যার দুয়ার লিস্ট তৈরি করা, আল্লাহর কাছ থেকে নিজের চাওয়া পাওয়া গুলো চেয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ এটা)
আল্লাহ আমাদের সকলকে লাইলাতুল ক্বদর মিলিয়ে দিন ও আমাদের সকলের প্রচেষ্টা কবুল করে নিন। আমিন
সংগৃহিত~
তারা খুবই সুক্ষভাবেই তাদের প্রচার কাজ চালিয়ে যাচ্ছে! সাধারণ মানুষের চোখে এটা শুধুমাত্র সুতোও বাঁধা কিছু রেখা। প্রকৃত পক্ষে এটা তা নয়। এটা স*ম*কামিতার প্রতীক বহন করছে।আল্লাহুম্মাগফীরলি! তারা এতো বেশি পরিমানে এটা ছড়িয়ে দিয়েছে যে,ছোট বাচ্চাদের রাবার পেন্সিল থেকে শুরু করে এখন প্রাপ্ত বয়স্কদের জিনিস পত্রেও।এমন অবস্থা যে এটা সবার চোখে নরমাল হয়ে গেছে
আর রইলো তাদের কথা, যারা এই সম্পর্কে অজ্ঞ তারা তো না জেনেই এসব জিনিস নিজেরা বহন, প্রচার, প্রশার করে বেড়াচ্ছে। আল্লাহ সুবহানাহু তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক।আমিন ইয়া রব
ং
#বয়কট
লাল গাভী জবাইয়ের পরপরই তারা আল-আকসা ভাঙার পরিকল্পনা করেছে। আল-আকসা মসজিদ ভেঙে সেখানে ‘থার্ড টেম্পল’ (‘তৃতীয় মন্দির’, যাকে ‘সোলাইমানি মন্দির’ও বলা হয়) নির্মাণ করবে।
কমেন্ট চেক করুন ইনশাআল্লাহ।
~সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 🍁
রমাদানে এই কাজ গুলো করার মাধ্যমে আপনি অন্য সময় থেকে ৭০ গুন বেশি সাওয়াব পাওয়ার আশা রাখুন ইনশাআল্লাহ।
~ঐ ব্যাক্তি ধ্বংস হোক,যে রমাদান পেয়েও নিজের গুনাহ মাপ করাতে পারেনি!...
(সহীহ্ ইবনে হিব্বান : ৯০৮)
াদান_হাদিস_হিফজকরণ_
~রাসূুলুল্লাহ (সাঃ) বলেছেন,কিয়ামতের দিন সেই আমার নিকটবর্তী ব্যাক্তি হবে,যে আমার প্রতি বেশি পরিমাণে দরুদ পাঠ করেছে।
(সুনান তিরমিজী হাদিস নাম্বার : ৪৮৪)
াদিস_মুখস্থকরণ_
~অনর্থক-অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করাই একজন ব্যাক্তির উত্তম ইসলাম।
(সুনান ইবনে মাজাহ,হাদিস নাম্বার : ৩৯৭৬)
"যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিখ্যাত মার্কিন র্যাপার ও প্রযোজক লিল জন।" 🤍
াদান_হাদিস_হিফককরণ_
~রাসূলুল্লাহ (সা:) বলেন,আমাকে জিবরীল (আ:) সর্বদা প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করতে থাকেন।এমনকি আমার ধারণা হয় যে, শীগ্রই তিনি প্রতিবেশীকে ওয়ারিশ হওয়ার ঘোষণা দিবেন।
( সহীহ্ বুখারি হাদিস নাম্বার : ৬০১৪)
#৬ষ্ঠ_রমাদান_হাদিস_মুখস্থকরণ_
~যে ব্যাক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেনা।সে আল্লাহ সুবহানাহু তাআলার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেনা।(সুনান তিরমিজী,হাদিস নাম্বার : ১৯৫৪)
াদান_হাদিস_হিফজকরণ_
~ইবনু আব্বাস (রা:) হতে বর্ণিত__"আল্লাহর রাসুলুল্লাহ সাঃ ছিলেন সর্বশ্রেষ্ট দানশীল। রামাদানে তিনি আরে অধিক দানশীল হতেন,যখন জিবরীল (আ:) তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেন। আর রমাদানের প্রতি রাতেই জিবরীল (আ:) তার সঙ্গে দেখা করতেন এবং তাঁরা একে অপরকে কুরআন তেলাওয়াত করে শুনাতেন।রাসূলুল্লাহ (সাঃ) প্রবাহমান বাতাস থেকেও অধিক দানশীল ছিলেন। ( সহীহ্ বুখারি হাদিস নাম্বার : ৮)
"যুদ্ধ ছাড়া কোন জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ওই জাতির তরুণদের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।"
-------সালাউদ্দিন আইয়ুবী (রহঃ)
াদান_হাদিস_মুখস্থকরণ
~যে ব্যাক্তি পূর্ণ্যের আশায় রমাদানের সিয়াম পালন করে,তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।🍁
(সহীহ্ বুখারি হাদিস নাম্বার ৩৮)
াদান_হাদিস_মুখস্থকরণ
~আল্লাহ তাআ'লা বলেছেন___"বনী আদমের প্রতিটি কাজ তার নিজের জন্যই_ ব্যতিক্রম সিয়াম।তা আমার জন্য, আমি নিজেই তার পুরুস্কার দেব।সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের ঘ্রাণের চেয়েও অধিক সুগন্ধযুক্ত।"
(সহীহ্ বুখারী, হাদিস নাম্বার ৫৯৩৭)
মুখস্থ করে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন ইনশাআল্লাহ 🍁
~রাসূুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন___"যে ব্যাক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ বর্জন করেনি,তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই। "(সহীহ বুখারি শরীফ হাদিস নাম্বার ১৯০৩)
এই আয়াত টা কত ভয়ংকর!
"আমি ইচ্ছে করলেই সবাইকে হিদায়ত দান করতে পারতাম। কিন্তু আমার এ কথা অবশ্যই সত্য যে, আমি নিশ্চয়ই জ্বীন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করবো"!
[সুরা-আস সাজদাহ আয়াত -১৩]🌸
ছবিটা ভীষণ ভাবনায় ফেলে দিলো।
ইতালির গ্রীন কার্ড পাওয়া একটা পরিবারের দুচোখ ভরা স্বপ্ন- ইউরোপ চষে বেড়ানোর। ভাসমান শহর ভ্যানিসের বুকে বোটে চেপে ওরা ভেসে বেড়াবে শহরময়।
অথচ কে জানত, তাদের গন্তব্য ইতালি ছিল না; ছিল মাটির ঘর কবর। ইউরোপে তাদের যাত্রার কথা ছিল না। যাত্রার কথা ছিল অনন্ত মহাকালে...
বাস্তবতা কতকিছুই না শেখায় আমাদের। অথচ আমাদের কোনো শিক্ষাই যে হয় না!
যতই ভালো কাজ হোকনা কেন,যা আমার রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি তা থেকে বিরত থাকুন ইনশাআল্লাহ। শবেবরাত অথাৎ মধ্য শা'বান কে কেন্দ্র করে অযথা বাড়াবাড়ি ছাড়াছাড়ি করবেন না।এই দিনে হিংসুক আর কাফের ব্যাতিত অন্য সকল মুসলিমকে আল্লাহ সুবহানাহু তাআলা সাধারণ ক্ষমা করে থাকেন।আপনি চাইলে একান্ত ইবাদত আর দুআর মাধ্যমে আল্লার কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন।তথাকথিত দলগতভাবে ভাবে আমল করা, হালুয়া রুটি খাওয়া, একে কেন্দ্র করে রোজা রাখা।আপনি মাসের হিসেবে আইয়ামে বীজের রাজা রাখতে পারেন।" প্রত্যেক কাজই নিয়তের উপর নির্ভশীল"এসব থেকে বিরত থাকুন ইনশাআল্লাহ।
কারো ক্ষতি করার আগে একশো বার এই হাদিসটার কথা মনে করা উচিৎ!
"যে ব্যক্তি অন্য কারো ক্ষতিসাধন করে, আল্লাহ তাআ'লা তা দিয়েই তার ক্ষতিসাধন করেন। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয়, আল্লাহ তাআ'লা তাকে কষ্টের মধ্যে ফেলেন।"
(তিরমিজি, ১৯৪০)
ওআল্লাহি কতটা ভয়ংকর তাদের চক্রান্ত! এটা দেখা মাত্রই গায়ের লোভ দাঁড়িয়ে গেছে!
আল্লাহ হেফাজত করুক সকল মুসলিম ভাই বোনদের....
আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক।আমিন
তোমাদের নিকট শাস্তি আসার পূর্বে তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তাঁর নিকট আত্মসমর্পণ কর; শাস্তি এসে পড়লে তোমাদেরকে সাহায্য করা হবে না।
আয-যুমার: আয়াত -৫৪
_"এর থেকে ভয়ংকর সুন্দর আয়াত আমি আরেকটা দেখিনি!"💔🥀
ইন্না-লিল্লাহ!!!
পাশের দেশের নয়, সোনার বাংলাদেশের চিত্র এটি। এখনই সোচ্চার হোন। দুনিয়ার জন্য আখিরাতকে বিসর্জন দিবে নাকি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় তা অভিভাবকদের এখনই ঠিক করতে হবে।
কেউ angry রিয়েক্ট দিবেন না ইনশাআল্লাহ। এতে রিচ কমে যাবে।পোস্ট ডাউন হয়ে যাবে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Feni Twon
Feni
Opening Hours
Monday | 09:00 - 23:00 |
Tuesday | 09:00 - 23:00 |
Wednesday | 09:00 - 23:00 |
Thursday | 09:00 - 23:00 |
Friday | 09:00 - 23:00 |
Saturday | 09:00 - 23:00 |
Sunday | 09:00 - 23:00 |
Sonagazi
Feni, 3900
Author & Melodist, Poet & Novelist. Lyricist & Singer. website: https://aminulislamripon.blogspot.co
Feni
This Is An Emotional & Entertainment Page! We Are Here To Felt You Rfreshed! Stay With Us & Following