Muhammad Shoriful Islam Nobel Bhuiyan
I have completed BTIS(IU),BSS(4 year's honours)NU,
MTIS (IAU)and MSS(Master's of Social
Science)NU.
Academic Qualification :
Honours+Masters National University
BTIS Islamic Uniiversity
MA (Hadith)Islamic Arabic University
পড়া শেষে Ok লিখুন (সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ)
বাংলাদেশে প্রথম মেট্ট্রোরেল উদ্বোধন হয়- ২৮ ডিসেম্বর, ২২।
পৃথিবীতে প্রথম মেট্ট্রোলেরের যাত্রা শুরু হয়- ১৮৬৩ (লন্ডন)।
মেট্টোরেলের প্রথম চালক- মরিয়ম আফিজা।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রথম নারী অর্থসচিব - ফাতিমা ইয়াসমিন।
১৯৭৩ সালে ১৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য খেতাব প্রদান করা হয়- ৬৭৬ জনকে। বর্তমানে- ৬৭২ জন। [৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে জড়িত থাকার জন্য ৪ জনের খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করে]
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে- ২ মার্চ ২০২২ সালে।
১০ মার্চ, ২০২০ সালে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার জন্য হাইকোর্ট রায় প্রদান করেন।
বাংলাদেশ সংবিধানের সর্বশেষ (১৭তম) বিল পাস হয়-৮ জুলাই ২০১৮
বাংলাদেশ শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে- ২১ মার্চ ২০২২।
বাংলাদেশের যে জায়গায় কর্কটক্রান্তী রেখা ও ৯০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমার সংযোগস্থল-ভাঙ্গা, ফরিদপুর।
প্রধান নির্বাচন কমিশনার- হাবিবুল আওয়াল (১৩তম)।
বাংলাদেশের বর্তমান ও ১৬তম এটর্নি জেনারেল (রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা) -এ এম আমিন উদ্দিন।
বাংলাদেশে প্রথম ৫এ চালু হয়- ১২ ডিসেম্বর, ২০২১।
বর্তমানে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ চীন (২য়: যুক্তরাজ্য)।
বাংলাদেশের যে উৎস হতে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়-প্রাকৃতিক গ্যাস।
দেশের প্রথম হাইটেক পার্ক বঙ্গবন্ধু হাইটেক সিটি, কালিয়াকৈর, গাজীপুর।
সুন্দরবনে বাঘের সংখ্যা- ১১৪টি। বর্তমানে সুন্দরবনে বাঘ গণনা করা হয়- ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে।
দেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম বিএনএস শেখ হাসিনা (চট্টগ্রাম)।
শেখ রাসেল পানি শোধনাগার অবস্থিত চট্টগ্রামে।
জাতীয় পাট দিবস- ৬ মার্চ।
জাতীয় গণহত্যা দিবস- ২৫ মার্চ।
চা দিবস- ৪ জুন।
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস- ৬ অক্টোবর।
শেখ রাসেল দিবস-১৮ অক্টোবর।
জাতীয় কৃষি দিবস- ১ অগ্রহায়ণ।
জাতীয় (মূল্য সংযোজন কর) ভ্যাট দিবস- ১০ ডিসেম্বর।
ডিজিটাল বাংলাদেশ দিবস- ১২ ডিসেম্বর। এর পূর্ব নাম ছিল আইসিটি দিবস। ২৬ নভেম্বর ২০১৮ সালে আইসিটি দিবসের পরিবর্তে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করা হয়।
বাংলাদেশের প্রথম অর্গানিক চা- মীনা চা।
পাট থেকে সবুজ চা উদ্ভাবন করেন- ইসমাইল হোসেন খান।
ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হয়- ২০১৮ সালে।
বাংলাদেশে জাতীয় দারিদ্রের হার- ২৪.৩%।
দারিদ্রে শীর্ষ জেলা- কুড়িগ্রাম (৭০.৮%) এবং উপজেলা- চর রাজিবপুর (৭৯.৮%)।
দারিদ্রে সর্বনি¤œ জেলা- নারায়ণগঞ্জ (৭০.৮%) এবং উপজেলা/ থানা- গুলশান (০.৪%)।
দেশে মোট ভূমি- ৩৬৪,৬৫,০০০ একর। এর মধ্যে চাষাবাদ যোগ্য জমি- ২.৮১,০০০ একর। আবাদকৃত জমির পরিমাণ- ১,৭৯, ০০০ হেক্টর। আবাদযোগ্য জমি অপচয়ে শীর্ষ জেলা- বান্দরবান।
মাত্রারিক্ত আর্সেনিকে শীর্ষ জেলা- গোপালগঞ্জ।
মাত্রারিক্ত আর্সেনিক কম- দিনাজপুর জেলায় ।
সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান- ৩২তম।
জিডিপির ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের- ৪১তম অর্থনীতির দেশ।
#দরুদ
Follow me
Shorif Bhuiyan
https://www.facebook.com/profile.php?id=100008103847843&mibextid=ZbWKwL
project
এস.এস.সির ফর্ম ফিলাপ শুরু ১৮ ডিসেম্বর থেকে।
সূত্রঃ দৈনিক শিক্ষা।
ফেরি পারাপারের ভোগান্তি দূর হোক। যোগাযোগ ব্যবস্থায় উন্মোচিত হোক এক অপার সম্ভাবনার দিগন্ত। অর্থনীতিতে যোগ হোক নতুন মাত্রা।
পোশাক রফতানিতে ভিয়েতনামকে ছাড়িয়ে ২য় স্থানে বাংলাদেশ!
চীন ১ম অবস্থানে - World Trade Organisation Report
বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় উপজাতিদের আবাস থেকে প্রশ্ন আসে
টেকনিকে মনে রাখুন
উপজাতি (অবস্থান)
১। চাকমা: চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান
টেকনিক: চরা (চর) খাবা?
চ= চট্টগ্রাম, রা= রাঙামাটি, খা= খাগড়াছড়ি, বা= বান্দরবন
২। মারমা এবং রাখাইন: কক্সবাজার, পটুয়াখালি।
টেকনিক: মা রা বাজার করায় পটু
মা= মারমা, রা= রাখাইন
বাজার= কক্সবাজার, পটুয়াখালি।
৩। ত্রিপুরা: ত্রিপুরা রা খারা বানদর।
খারা= খাগড়াছড়ি, রাঙামাটি
বান্দর= বান্দরবন
৪। সাঁওতাল : সারা ও দিনা রংপুর ও বগুড়া থেকে এসেছে।
সারা=সাঁওতাল, রাজশাহী, দিনা=দিনাজপুর, রংপুর, বগুড়া।
৫। হাজং: হাজং রা থাকে মনে।
মনে= ময়মনসিংহ, নেত্রকোনা।
৬। মনিপুরী : সিহ (ছি) মৌলভী, মনির সাথে এমন আচরন না করলেও পারতেন।
সিহ= সিলেট, হবিগঞ্জ
মৌলভী= মৌলভীবাজার, মনি= মনিপুরী।
৭। খাসিয়া= সিলেট
৮। রাজবংশী= রংপুর
৯। গারো= ময়মনসিংহ
একটি দেশে সকল ধর্মের লোক থাকবে থাকাটা স্বাভাবিক, তাই বলে আপনি আপনার ধর্ম পালন করছেন তাতে আমার কোন সমস্যা নেই, আপনি আমার ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কুরআন নিয়ে বিদ্রুপ করবেন এতো সাহস কে দিয়েছে,আমি হুশিয়ার করে দিতে চাই, কোরআনকে অবমাননা করে কেউ পার পাবেননা, এটা আজ হোক কাল হোক এটার শাস্তি পাবেন, অতিত ইতিহাস থেকে প্রমাণিত।
টানা ৩য় বার কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন জাস্টিন ট্রুডো (দল - লিবারেল পার্টি)
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Website
Address
Dhaka Chittagong High Way
Feni
Doctor Para, Feni Sadar
Feni, 3900
This page will provide lectures on Physics, Chemistry, Biology, General Math, Higher Math for Class (9 - 10), and Math, General Science for Class (6, 7, 8).
RANIRHAT
Feni
I am teaching what I am learning . Stay with the likes inshallah We can be a skilled freelancer.
ডাক্তারপাড়া, ফেনী
Feni
BCS Bank Primary Teacher NTRC Other Govt. Job preparation গণিত Special প্রাইভেট বেসিক Math, Class Vi, Vii, Viii, iX-X ম্যাথ IQ Dhaka University IBA MBA প্রশ্ন এবং Question Bank সল...
Biroli, Feni Sadar, Feni
Feni, 3900
যে সৎ হয়, নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না। -------- শেখ সাদী (রহ.)
Laxmipur, Laskarhat, Motobi
Feni, 3900
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র?
Shanti Company Road, Feni Sadar, Feni
Feni, 3900
ফেনীর শহরে আপানার ছেলে বা মেয়ের জন্য শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন হলে, আমাদের সাথে যোগাযোগ করুন ।
Feni, 3900
Assalamu Alaikum. "Read on Your God's Name,Who Created You"
Feni
Feni
পরিচালনা : ইসমাইল হোসেন রাজু, সহকারী শিক্ষক, লস্করহাট এস সি লাহা ইন্সটিটিউট, লস্করহাট, ফেনী সদর, ফেনী
Feni, 3900
টিউশন ও টিউটর খুঁজে পাওয়ার সবচেয়ে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মাধ্যম।