গল্পের শেষের পাতা
Nearby public figures
Harbaid-Nondibari
Bogura
Dhaka
Kaliganj
1210
Bahadurpur
Kaliakair
Dhaka
A smile doesn’t mean a person is always happy �
আলহামদুলিল্লাহ কবিতার বইগুলো হাতে পেলাম। এবং রকমারিতে বিক্রি হচ্ছে। 😊😊 বইটি সবাই পড়ে দেখতে পারেন এবং নিতে চাইলে আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন।
Study World এর সকলে মিলে খুব সুন্দর একটি দিন উপভোগ করলাম।
Office Location
🇧🇩 𝐒𝐭𝐮𝐝𝐲 𝐖𝐨𝐫𝐥𝐝 [Gazipur Office]
তাকওয়া প্যালেস(৪র্থ তলা), ফকির বাড়ি মোড়, বি আই ডি সি রোড, গাজীপুর।
বিস্তারিত জানতে কল বা মেসেজ করুন WhatsApp Number এ: 01987-149233, 01402-390330
আলহামদুলিল্লাহ বইগুলো আমার হাতে কিছু চলে আসছে যারা যারা অর্ডার করেছিলেন আর এখনো যারা অর্ডার করতে ইচ্ছুক সরাসরি আমাকে মেসেজ করুন অথবা রকমারিতে ভিজিট করে বইটি অর্ডার করে ফেলুন।
বই: ভবঘুরে
লেখক : মো: মাহমুদুর রশিদ খান।
#বই #গল্প
বই: ভবঘুরে এবং অনুভূতির মেলবন্ধন
লেখক: মো: মাহমুদুর রশিদ খান নাহিদ
আমার লেখা ২টা বই রকমারি থেকে পেয়ে যাবেন সকলে। যারা বই পড়তে আগ্রহী তারা সকলে রকমারিতে গিয়ে এখুনি অর্ডার করে ফেলেন অথবা সরাসরি আমার কাছ থেকে অর্ডার করতে চাইলে ইনবক্সে এখুনি মেসেজ করতে পারেন।
আমার লেখা প্রথম বই প্রকাশিত। আশা করি সকল পাঠকদের বইটি পড়ে ভালো লাগবে।
যারা বইটি নিতে চান তারা চাইলে, আমাকে ইনবক্স করতে পারেন প্রি-অর্ডার চলছে অথবা রকমারি.কম থেকে অর্ডার করার সুযোগ রয়েছে। কেউ চাইলে নিচে দেওয়া লিংক থেকে অর্ডার করতে পারবেন।
https://www.facebook.com/share/p/VPB3y7A4iY1oHGrx/?mibextid=oFDknk
ইদের পর সকলে ডেলিভারি পেয়ে যাবেন। ইনশাআল্লাহ।
বইমেলা ২০২৫
ধন্যবাদ জানাতে চাই,
পলক রায় (প্রকাশক)।
আমার ফেইসবুক লিংক:
https://www.facebook.com/mrk.nahid.7
লেখক : মো: মাহমুদুর রশিদ খান
এক বিকেলের গল্প - মৃধা প্রকাশনী দুপুর পেরিয়ে বিকেল হতেই মেঘের দল আকাশ ঢেকে দিল, সূর্যের মেঘের আড়ালে লুকিয়ে পড়লো। আমি বিকেলে আমার খুব পছন্দের একটা ...
মেয়েটির নাম নদী
-- সাদাত হোসাইন
- কী নাম তোমার মেয়ে?
- নদী।
- মাতাল ঢেউয়ে ডুবিয়ে দেবে, নৌকা ভাসাই যদি?
- ডুবিয়ে দিলে দেব,
তার বিনিময়ে সবটুকু যে বুকেই টেনে নেব!
- কিন্তু, জলে ভীষণ ভয়,
জল ছাড়া কি এই হৃদয়ের হয়না বিনিময়?
- হয় তবে তা শুষ্ক কঠিন, গভীরতম নয়।
জলের ভেতর চুপটি ছোঁবে প্রবল পরিণয়।
- তাই?
- হু। জল না হলে অনুভূতির সকল অযথাই।
- নৌকা ভাসাই তবে,
মাতাল ঢেউয়ে ডুবেই না হয়, আবার বাঁচা হবে।
- কান্না নামের জলে, অবাক কৌতূহলে,
একজনমের সব ছুঁয়ে মেঘ কাঁদে, বৃষ্টি নামের ঢলে।
- এই যে মেয়ে, নদী,
সত্যি অমন বুকের ভেতর আগলে রাখ যদি,
এক জনমের সকল হিসেব ভুলে,
তোমার বুকেই ডুবব নিরবধি।
#বোহেমিয়ান #ছেড়াপাতা
মানুষ আসলে মানুষকে ভালোবাসে না, তার প্রতিষ্ঠিত গল্পকে ভালোবাসে, তারচেয়ে জঘ'ন্য ব্যপার সেটাকে ভালোবাসা বলে চালিয়ে দেয়। পৃথিবীর প্রায় সবাই নিজের ষোলআনা বুঝা মানুষ।
যেখানে সফলতার গন্ধ আছে, যেখানে প্রতিষ্ঠিতর গন্ধ আছে, সেখানেই ভীড় জমায়। আর সেটাকে আত্মীয়তা, র'ক্তের টান, বন্ধুত্ব কিংবা ভালোবাসা বলে চালিয়ে দেয়।
লেখা - কাজল পারভেজ
আমার যন্ত্রণার কালো আকাশে
একখন্ড সাদামেঘ হঠাৎই এসে পড়েছিল,
কোনকিছু না ভেবে সাদরে বরণ
করে নিয়েছিলাম তাকে......
তারপর কেটে গেছে কতদিন,
সাদা মেঘে বাদলের ছায়া পড়েনি,
এমন নয়......
রোদ উঠলেই কালো মেঘ উধাও
আমার আকাশে তখন আমি,
মুক্ত বিহঙ্গী......
বোকারা প্রেমে পড়ে
তারা ভালোবাসি বলতে দ্বিধা করে না।
হারানোর ভয়ে তড়িঘড়ি করে বলে— “ভালোবাসি!”
লেখক : সাদাত হোসাইন এর বই : তোমাকে দেখার অসুখ থেকে কিছু কবিতা পড়ছিলাম ঠিক সেই মুহূর্তে কিছু লাইন আমার খুব ভালো লেগে যায় তারপর ভালোলাগার লাইনগুলোকে একত্রে করে ফেললাম। কারণ - কবির যেমন স্বাধীনতা আছে কবিতা লেখার তেমনি পাঠকদের ও স্বাধীনতা আছে কিছু লাইন বাদ দেওয়ার 😜।
নিজেকে আর হয়না এখন ভালোবাসা!
এই আমিকে ভুলে গিয়ে, অন্য কোথাও বেঁধেছিলাম বাসা।
কেন কান্না জমে বুকের ভিতর? কই?
এই আমিতো যাইনি কোথাও, অন্য মানুষের মতোন উধাও হয়ে।
এবার খানিক সময় রাখবো, গুছিয়ে নেব নিজেকে, দুঃখ, কান্না- হাসিটুকু নিজের করেই রাখবো, নিজের জন্য বাঁধবো ঘর, জমাবো নিজের জন্য মেঘ, রোদ থাকবে, উদাস দুপুর সবকিছুই এখন নিজের থাকবে, ইচ্ছে মতোন সপ্নবুনবো, ইচ্ছে মতোন নিজেকে ভালোবাসবো।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Website
Address
Gazipur
Dawaliyabari
Gazipur, 1234
- মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করাটাই🙂 - মনুষ্যত্বের বড় পরিচয়..🖤
Gazipur
Gazipur, 11223344
༉༎🌸༉༎___ভালোবাসা তাদের জন্য শ্রেষ্ঠ!.!.☺🙃🌸 ___যারা শত বাধার পরেও এক জন এর প্রতি আসক্ত!.! .!🙂🌸 ༉