স্বপ্ন পূরণ

একটি সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন

Photos from স্বপ্ন পূরণ's post 22/04/2023

আলহামদুলিল্লাহ

পূর্বের ন্যায় এবারেও ঈদ উপহার নিয়ে অসহায়দের দুয়ারে উপস্থিত হয়েছে "স্বপ্ন পূরণ"।

আমাদের ঈদ উপহার গুলো সমাজের সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের মাঝে সাধ্য মতো প্রায় ৮০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

মানবতার স্পর্শে অসহায় মানুষদের সাহায্য করতে পারাটাই আয়োজকদের সকল কষ্ট দূর করে দিতে সক্ষম এবং স্বপ্ন পূরণ পরিবারে সত্যিকারের ইদ উৎসবের আমেজ এনে দেয়।

আসুন যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব ততটুকু নিয়ে'ই মানুষের সেবা করি।আপনাদের হাত ধরে অসহায়ত্বের পাশে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থেকে এগিয়ে যাবে "স্বপ্নপূরণ।"

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সকলের প্রতি।সবশেষে "স্বপ্ন পূরণ" এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই,"ইদ মোবারক।"

17/04/2023

আলহামদুলিল্লাহ
ঈদ আয়োজনের শরীক হয়েছেন আমাদের আরো একজন শুভাকাঙক্ষী। ধন্যবাদ জানাই তাকে।

সহযোগিতা পাঠাতে-
বিকাশ:01403970187
নগদ:01306981881
রকেট:013069818812

17/04/2023

আলহামদুলিল্লাহ
আমাদের ঈদ আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে একটি পরিবারে উপহার সামগ্রী পৌঁছে দেয়ার দায়িত্ব নিয়েছেন এক ভাই। ধন্যবাদ জানাই তাকে।

সহযোগিতা পাঠাতে-
বিকাশ:01403970187
নগদ:01306981881
রকেট:013069818812

17/04/2023

আলহামদুলিল্লাহ
"ঈদ আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে" প্রতিপাদ্য আমাদের ঈদ আয়োজনে ৫০০ টাকা অর্থ সহায়তা করেছেন একজন শুভাকাঙক্ষী। ধন্যবাদ জানাই তাকে। আল্লাহ তার এই দান কবুল করুন।

সহযোগিতা পাঠাতে-
বিকাশ:01403970187
নগদ:01306981881
রকেট:013069818812

17/04/2023

আলহামদুলিল্লাহ
আমাদের ঈদ আয়োজনে ৭০০ টাকা অর্থ সহায়তা করে পাশে দাঁড়িয়েছেন আমাদের এক শুভাকাঙক্ষী বড় ভাই।
আল্লাহ তার এই দান কবুল করুন।
আপনিও সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
ধন্যবাদ।

সহযোগিতা পাঠাতে-
বিকাশ:01403970187
নগদ:01306981881
রকেট:013069818812

16/04/2023

আলহামদুলিল্লাহ
আমাদের ঈদ উপহার বিতরণ আয়োজনে আমাদের শুভাকাঙক্ষীগণ তাদের সাধ্যমত সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাই তাদের। আল্লাহ তাদের দান কবুল করুন।
আপনিও আপনার সাধ্যমত সামান্য কিছু অর্থ সহযোগিতা করতে পারেন।
ধন্যবাদ।

সহযোগিতা পাঠাতে-
বিকাশ:01403970187
নগদ:01306981881
রকেট:013069818812

16/04/2023

আলহামদুলিল্লাহ
ঈদ আয়োজনে আমাদের উদ্যোগে সারা দিয়ে এক ভাই ৩০০ টাকা অর্থ সহায়তা করেছেন। আল্লাহ তার দান কবুল করুন।
আপনিও একটা পরিবারের দায়িত্ব নিতে পারেন।

সহযোগিতা পাঠাতে-
বিকাশ:01403970187
নগদ:01306981881
রকেট:013069818812

16/04/2023

আলহামদুলিল্লাহ
"স্বপ্ন পূরণ" এর উদ্যোগে এবারের ঈদ আয়োজনে একজন শুভাকাঙক্ষী ৫০০ টাকা অর্থ সহায়তা করেছেন। আল্লাহ এই দান কবুল করুন।

সহযোগিতা পাঠাতে-
বিকাশ:01403970187
নগদ:01306981881
রকেট:013069818812

16/04/2023

আলহামদুলিল্লাহ
আমাদের ঈদ আয়োজন স্বপ্ন পূরণের একজন শুভাকাঙক্ষী ৫ টি পরিবারের দায়িত্ব নিয়েছেন। তিনি ১০০০ টাকা অর্থ সহায়তা পাঠিয়েছেন। স্বপ্ন পূরণ পরিবার ধন্যবাদ জানাই তাকে। আল্লাহ তার দান কবুল করুক।
আপনিও অন্তত একটা পরিবারের দায়িত্ব নিতে পারেন।

সহযোগিতা পাঠাতে-
বিকাশ:01403970187
নগদ:01306981881
রকেট:013069818812

16/04/2023

আলহামদুলিল্লাহ
আমাদের ঈদ আয়োজনে আমাদের তিনজন শুভাকাঙক্ষী ৩০০ টাকা অর্থ সহায়তা করেছেন। আল্লাহ তাদের এই দান কবুল করুন।
ধন্যবাদ জানাই তাদের।

সহযোগিতা পাঠাতে-
বিকাশ:01403970187
নগদ:01306981881
রকেট:013069818812

16/04/2023

আলহামদুলিল্লাহ
আমাদের এবারের ঈদ আয়োজনে একজন সহৃদয়বান ভাই ৩০০ টাকা পাঠিয়েছেন।
আল্লাহ তার দান কবুল করুন।

সহযোগিতা পাঠাতে-
বিকাশ:01403970187
নগদ:01306981881
রকেট:013069818812

16/04/2023

আলহামদুলিল্লাহ
ঈদু উপহার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে "স্বপ্ন পূরণ" এর ক্ষুদে শুভাকাঙক্ষীরা মিলে ২৭০ টাকা অর্থ সহযোগিতা করেছে। আল্লাহ তাদের এই দান কবুল করুন।
আপনিও এভাবে এগিয়ে আসতে পারেন।
ধন্যবাদ।

সহযোগিতা পাঠাতে-
বিকাশ:01403970187
নগদ:01306981881
রকেট:013069818812

15/04/2023

আলহামদুলিল্লাহ
" ঈদের খুশি ছড়িয়ে যাক সবার মাঝে " প্রতিপাদ্যে আমাদের এই ঈদ আয়োজনে আরো একজন শুভাকাঙক্ষী আমাদের হাতে ৪০০ টাকা দিয়ে ২ টি পরিবারের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তার দান কবুল করুন।
আপনিও এমন ২/১ টি পরিবারের দায়িত্ব নিতে পারেন।
ধন্যবাদ

সহযোগিতা পাঠাতে-
বিকাশ:01403970187
নগদ:01306981881
রকেট:013069818812

15/04/2023

আলহামদুলিল্লাহ
"ঈদের খুশি ছড়িয়ে যাক সবার মাঝে"_
শিরোনামে আমাদের কার্যক্রমে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শুভাকাঙক্ষী ৩৫০ টাকা অর্থ সহায়তা করেছেন। আল্লাহ তার এই দান কবুল করুন।
আপনিও সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

11/04/2023

আসসালামুয়ালাইকুম ।

'স্বপ্ন পূরণ' পরিবার আসন্ন ঈদ উপলক্ষে সমাজের দরিদ্র এবং নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে ঈদ সামগ্রী বিতরণের পদক্ষেপ গ্রহণ করেছে পূর্বের ন্যায় আবারো। অগ্নিঝড়া দ্রব্যমূল্যে যাদের ঈদ আনন্দ নেই বললেই চলে আমরা তাদের সাথে ভাগ করার চেষ্টা করছি আমাদের ঈদের খুশি।

"ঈদের খুশি ছড়িয়ে যাক সবার মাঝে"__এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৮ রমজান ঈদ সামগ্রী বিতরণ করা হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি প্রায় ১০০ পরিবারের দুয়ারে ঈদ সামগ্রী পৌঁছাতে।

ঈদ প্যাকেজে যা যা থাকছে_
সেমাই ১/২ কেজি,
চিনি ২৫০ গ্রাম,
প্যাকেটজাত দুধ ২ প্যাকেট এবং
আটা ১ কেজি প্যাকেট।

এতটুকুতে কিছু না হলেও যেসব মানুষ ঈদ আনন্দ থেকে সম্পন্ন বঞ্চিত তাদের পাশে দাড়াতে এটা আমাদের ছোট্ট প্রয়াস, আমরা মনে করি ঈদের স্বাদ প্রাপ্য সকল পরিবারের। প্রতিটি পরিবারের জন্য প্রয়োজন প্রায় ২০০ টাকা।

এই ঈদ প্যাকেজ এ ২০০ টাকা প্রদান করে একটি পরিবারের দায়িত্ব নিতে পারেন আপনিও।

সকলকে আহ্বান জানাচ্ছি মানুষের জন্য কিছু করার, আসুন এই আগুনঝড়া বাজার দরের সংকটময় সময়ে আমরা নিজের ঈদের পাশাপাশি অন্যের ঈদটাকেও সুন্দর ও আনন্দঘন করার চেষ্টা করি সকলে যারা আমাদের উপরে আশা রাখে।

সহযোগিতা পাঠাতে-
বিকাশ:01403970187
নগদ:01306981881
রকেট:013069818812

ধন্যবাদ সবাইকে।

04/04/2023

দুইজনে আটকে রাখতে পারছেন না জলিল চাচা'কে। তিনি আগুনের মাঝে দৌড়াতে চাচ্ছেন কিছু মালামাল বাঁচাতে।

"বাচ্চা'র লেখাপড়া, মায়ের চিকিৎসার খরচ সবই এই দোকানে। দোকান বাঁচাইতে না পারলে আমি চেয়ে থেকে লাভ কি?

সামনে ঈদ, এরপরই মেয়ের ভর্তির টাকা দিতে হবে। এসব কই পাই?"

বঙ্গবাজার মার্কেটের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আমরা "স্বপ্ন পূরণ " পরিবার গভীরভাবে শোকাহত।
আল্লাহ তায়ালা সকলের সহায় হোন।

Photos from স্বপ্ন পূরণ's post 17/12/2022

"শীতার্তদের মাঝে উষ্ণতা পরশ"

জয়পুরহাট স্টেশনের ছিন্নমূল মানুষের পর এইবার স্বপ্ন পূরণের উদ্যোগে বগুড়া স্টেশন এবং আশেপাশের এলাকার ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে বিজয় দিবস উপলক্ষে উষ্ণতার পরশ পৌঁছে দিতে পেরেছি।

আলহামদুলিল্লাহ, আমরা কিছু মানুষের কাছে বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে পেরেছি গত দুই দিনে।

স্বপ্ন পূরণের সেবামূলক এইরকম কার্যক্রমে আপনিও হতে পারেন অংশীদার।সহায়তার জন্য আমাদের পেইজ ইনবক্সে যোগাযোগ করতে পারেন।

Photos from স্বপ্ন পূরণ's post 15/12/2022

"শীতার্তদের মাঝে উষ্ণতার পরশ"

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে ছিন্নমূল শীতার্ত মানুষদের উষ্ণতার পরশ দিয়ে "স্বপ্ন পূরণ" স্বেচ্ছাসেবী সংগঠনের এক ভিন্ন ধর্মী বিজয় উদযাপন।

জয়পুরহাট জেলা স্টেশন এবং আশে পাশের ছিন্নমূল যারা এই শীতে যারা শুধু মাত্র চাদর জড়িয়ে ঘুমিয়ে থাকে,সেরকম ২৩ জনের মাঝে আমরা উষ্ণতার পরশ ছড়িয়ে দেই।

যারা আমাদের পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।

শুভ বিজয় দিবস।🌸

14/12/2022

ঠক!ঠক!ঠক!
-কে?
'স্যার একটু বাইরে আসতে হবে।কথা আছে'
'শিক্ষাবিদ -৯৯১
সাংবাদিক -১৩
চিকিৎসক -৪৯
আইনজীবী -৪২
অন্যান্য (সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী এবং প্রৌকোশলী)
- ১৬
(একটি জাতির হাজার বছরের পিছিয়ে যাওয়া ছোট গল্প)
-শহিদ বুদ্ধিজীবী দিবস😓

শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ❤️🥀

22/11/2022

আসসালামু আলাইকুম

"শীতার্তদের মাঝে উষ্ণতার পরশ"

পৃথিবী প্রতিনিয়ত ঘুরছে যার ফলে প্রাকৃতিক নিয়মেই দিন রাত্রি হয় এবং কালের পরিবর্তন হয়ে থাকে। বছর ঘুরে আবারও এলো শীতকাল।

অনেকের জন্য আরামদায়ক ঘুমের সুন্দর সময় হলেও খেটে খাওয়া গৃহহীন মানুষের জন্য শীতকাল মোটেও সুখের নয়। তাই স্বপ্ন পূরণ এবারেও সেসকল মানুষদের কাছে উষ্ণতার পরশ পৌঁছে দিতে কাজ শুরু করছে।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে আসুন সম্মিলিত ভাবে শীতার্তদের পাশে দাঁড়ায়।

ভৌগোলিক অবস্থানগত কারণে উত্তরাঞ্চলে শীত বরাবরই বেশি। হিমালয় পাদদেশীয় এই অঞ্চলে শীত দুর্যোগ হয়ে আবির্ভূত হয়।

মানবিক এই কাজে আপনিও এগিয়ে আসতে পারেন আর্থিক সাহায্য দিয়ে কিংবা আপনার পুরনো কাপড় জমিয়ে রেখেছেন তা দিয়েও অসহায়দের পাশে থাকতে পারেন।

ভালো থাকা মানুষগুলোর উচিৎ, ভালো থাকার নেয়ামত ও রহমতের শুকরিয়া স্বরূপ অসহায় মানুষ ও শরণার্থীদের অভাব ও দুঃখরোধে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা। আপনার আমার সম্মিলিত চেষ্টায় হয়তো এই শীত হতে পারে অসহায় দরিদ্র মানুষগুলোর জন্য সহনীয়। আসুন আমরা শুধু সাহায্যের মনোভাব দিয়ে নয় নিজেদের দায়িত্ব ভেবে অসহায় মানুষদের পাশে দাঁড়ায়।

আমরা টাকা কিংবা আপনার দানটি সংগ্রহ করে, কম্বল অথবা শীতবস্ত্র বিভিন্ন জায়গায় বিতরণ করবো ইনশাল্লাহ।
এই বছর আমাদের লক্ষ্যমাত্রা প্রায় ১৫০ টি কম্বল বিতরণ করা। আমরা এসব ছিন্নমূল মানুষ যারা রাস্তাঘাট বা রেলস্টেশনের মতো জায়গায় বসবাস করে, যাদের পরিধানের মতো শীত বস্ত্র নেই।

একটি ব্যবহারযোগ্য কম্বলের মূল্য প্রায় ২০০ টাকা প্রতি পিস। মোটামুটি মানসম্মত আর ভালো হয় এর মাঝে। তাই আমরা চেষ্টা করছি একটু ভালো কিছুই তাদের মাঝে পৌঁছে দিতে।
আপনি সামর্থ্যবান হলে আপনি একা কিংবা আপনার বন্ধুরা মিলে একটি বা সাধ্যমত কিছু মানুষের দায়িত্ব নিতেই পারেন।

আপনারা যারা যারা এই উষ্ণতা বিলানোর মিছিলে শামিল হতে চান, তাঁরা আগামী ১০-ই ডিসেম্বরের মধ্যে নিজ নিজ অবস্থান থেকে আর্থিক সহায়তা পৌঁছে দিতে পারেন আমাদের ঠিকানায় কিংবা আপনার সাহায্য পাঠাতে পারেন আমাদের নম্বরগুলোতে।

সহায়তা প্রদানেঃ
বিকাশঃ (পার্সোনাল)---01736201613
রকেট :(পার্সোনাল) 01793960822
নগদ : (পার্সোনাল)---01609036880

28/09/2022

"আহা, আজ কী আনন্দ অপার,
শুভ শুভ জন্মদিন দেশরত্ন শেখ হাসিনার"

বাঙালির জন্য রাষ্ট্র দিয়েছেন শেখ মুজিব। আর রাষ্ট্রের জন্য কল্যাণকর ভিত গড়েছেন জননেত্রী শেখ হাসিনা। ২৮ সেপ্টেম্বর, ১৯৪৭ সাল। এদিন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের পাঁচ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাদের আশার বাতিঘর, আস্থার ঠিকানা। বেঁচে থাকার অবলম্বন। সম্প্রীতির ধারক ও বাহক। পথ চলার অনন্ত প্রেরণা। তিনি বাংলার মানুষকে আপন করে ভালোবেসে মুক্তির মিছিলে ছিলেন আশৈশব। তাকে যেন আমরা বাংলার ষড়ঋতুতে খুঁজে পাই। তার স্নেহ, মায়া-মমতার পরশে দুঃখী মানুষ খুঁজে পায় শান্তির ঠিকানা। তেমনি আবার তার অদম্য সাহস আর সংগ্রামী চেতনায় জেগে উঠে মুক্তিকামী মানুষ। দেশ ও দেশের মানুষের উন্নয়নে নিজেকে উৎসর্গ করে চলেছেন এখনও। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কল্যাণকর রাষ্ট্রগঠনের প্রবক্তা। রাষ্ট্র পরিচালনায় রয়েছে তার প্রজ্ঞাময় দূরদৃষ্টি। এমডিজি অর্জন, এসডিজি বাস্তবায়ন, ধর্মনিরপেক্ষতা, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক মুক্তি, শিক্ষা, সামগ্রিক প্রবৃদ্ধি, উন্নয়ন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়ন, নারী উদ্যোক্তা তৈরি, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, বেকারত্ব দূরীকরণ, বাল্যবিবাহ রোধ, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা, সর্বজনীন শিক্ষাব্যবস্থা চালু, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে নারী ও শিশু স্বাস্থ্যের উন্নতি সাধন, সাধারণ মানুষের জীবনমান পরিবর্তন, তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করা, টেক্সই উন্নয়নে আইসিটির ব্যবহার, সম্প্রীতি-সদ্ভাব, পরিবেশ রক্ষা, তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তির বহুল ব্যবহার, লিঙ্গসমতা, দুর্নীতি দমন, রপ্তানিমুখী শিল্পাঞ্চল, অর্থনৈতিক অঞ্চল গড়ে অর্থনৈতিক সূচক বৃদ্ধিসহ নানামুখি উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রীর পরিশ্রমের ফসল। ইতোমধ্যে তার গৃহীত নানামুখি প্রকল্পের সুফল আমরা পাচ্ছি। এভাবে তিনি বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর হাত ধরেই বিশ্ব মানচিত্রে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্থান করে নেয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্বদরবারে মাথা উচুঁ করে দাঁড়িয়েছে বাংলাদেশ। তার সুদূর প্রসারী রাজনৈতিক প্রজ্ঞা আর দূরদর্শিতায় দুর্বারগতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তার জন্যই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।
সবশেষে কবির ভাষায় বলি-

আলোক ছড়ায় আলোকিত জন
উন্নত শির কর্মে
তোমার অবদান কতই মহান
অনুভব করি মর্মে।

21/08/2022

“মনের ভয়কে দূর করুন,
স্বেচ্ছায় রক্তদান করুন”।🖤✌️

আলহামদুলিল্লাহ 💝

মুমূর্ষু এক রোগীকে আমাদের মাধ্যমে এক ভাই " ও পজেটিভ (⭕➕) "এক ব্যাগ লাল ভালবাসা দান করেছেন। আল্লাহ তার এই দানকে কবুল করুন। আমিন।

আসুন আমরা সকলে রক্তদান করি এবং অন্যকে রক্তদানে উৎসাহ করি। মানবতাকে বাচিঁয়ে রাখি।মুমূর্ষ রোগীকে রক্তদান করি, অন্যকে রক্তদানে উৎসাহিত করি।

বিঃ দ্রঃ এই ছবিগুলো শো-অফ করার জন্য নয়। শুধুমাত্র নতুনদের সেচ্ছায় রক্তদানে অনুপ্রাণিত করার লক্ষ্যেই পোস্ট করা।

ধন্যবাদ।

19/07/2022

একজন মুমূর্ষু রোগীর যদি ইমার্জেন্সি ব্লাডের প্রয়োজন হয় আর তার ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় তখন সেই ব্লাড ম্যানেজ করা খুবই কঠিন হয়ে পড়ে।

A-, B-, O-, AB- যাদেরকে আমরা নেগেটিভ ব্লাড হিসেবে চিনি। বিশ্বে নেগেটিভ ব্লাড অধিকারী মানুষের সংখ্যা অপ্রতুল।

আর এই সুযোগটাই কাজে লাগায় একদল প্রতারক।

স্বাভাবিকভাবেই রোগীর লোক খুব সহজে নেগেটিভ ব্লাড ম্যানেজ করতে পারেন না। তখন তারা অনলাইনে বিভিন্ন রক্তদান সংগঠনের কাছে ব্লাড রিকুয়েষ্ট দিয়ে থাকেন। সেখান থেকে ফোন নাম্বার সংগ্রহ করে প্রতারকরা ফাঁদ পাতে।

প্রতারকরা কল দিয়ে জানায়, সে ব্লাড দিতে পারবে বা তার কাছে নেগেটিভ ব্লাড আছে। কিন্তু সিএনজি ভাড়া লাগবে অথবা বাইকে তেল শেষ।

ইমার্জেন্সি হওয়ায় রোগীর লোক ৫০০, ১০০০ টাকা বিকাশ করে দেয়। অনেকেই মনে করেন অল্প কিছু টাকা গেলে যাক, ব্লাড পেলেই হল। টাকা পাবার পর প্রতারকরা নাম্বার বন্ধ করে দেয়।

এদিকে অনেক রোগীর লোক প্রতারিত হয়ে সংগঠন বা স্বেচ্ছাসেবীদেরকে দায়ী করে। এতে তারাও বিব্রত হয়।

কিন্তু একজন প্রকৃত রক্তদাতা কখনোই টাকার বিনিময়ে রক্তদান করে না।

রক্তদানে তাই অগ্রীম লেনদেন করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে ডোনারকে ডোনেটের পর গাড়িভাড়া প্রদান করুন এবং যথাযথ আপ্যায়ন করুন।

⛳ জনসচেতনতায়ঃ
⛔ স্বপ্ন পূরণ

09/07/2022

ঈদ মানে খুশি আর আনন্দ ,
ঈদ আসে ভুলিয়ে দিতে সকল দুঃখ কষ্ট,
সকলের সুখ-সমৃদ্ধি- শান্তি ও নিরাপদ জীবন কামনা করছি। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ আর ত্যাগের মাহাত্ম্য।

পরিবার ও প্রিয়জনদের নিয়ে সকলের এই ঈদ আনন্দ সুন্দর উদযাপন হোক এ কামনা করি। সবাই নিজ নিজ এলাকায় গরিব অসহায় মানুষ ও প্রতিবেশীদের কাছে তাদের হক পৌঁছে দিবেন, তাদের মাঝেও ঈদ আনন্দ ছড়িয়ে দিবেন। ঈদ আনন্দ ভাগাভাগি করে প্রত্যেকের ঈদ আরো আনন্দঘন হবে আশা করি।

সকলকে ধন্যবাদ এবং
স্বপ্ন পূরণ পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

ঈদ মোবারক

Photos from স্বপ্ন পূরণ's post 28/06/2022

হঠাৎ দেশে এক প্রাকৃতিক দুর্যোগের কারণে লন্ডভন্ড হয়ে গেছে। ১২২ বছরের রেকর্ড ভেঙ্গে সিলেট,সুনামগঞ্জের মানুষের চোখে পানি এসেছে বন্যার কারণে। সেই সাথে আমাদের উত্তরবঙ্গের বন্যা আমাদের জন্য কাল হয়ে দাড়িয়েছে, হয়েছে দুঃখের কারণ। সেই দুঃখ দেখার মতো কেউ নাই। সারাদেশ যখন সিলেট, সুনামগঞ্জের মানুষের পাশে তখন উত্তরবঙ্গ সবার চোখের আড়ালে। আর এখান থেকেই আমাদের কাজ শুরু করে স্বপ্ন পূরণ পরিবার। উদ্যোগ নেয় উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে। আর সেই উদ্যোগে সাড়া দিয়ে পাশে এসে দাঁড়ায় জেসাব(জয়পুরহাট স্টুডেন্টস এসোসিয়েশন অফ বগুড়া)। স্বপ্ন পূরণ এবং জেসাবের সদস্যবৃন্দরা হাতে ডোনেশন বক্স নিয়ে ঢাকা এবং বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে গিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করে এবং সে ডাকে সাড়াও দেয় অনেক শিক্ষার্থী,শিক্ষক,সাধারণ মানুষ এমনকি যে মানুষ দিন এনে দিন খায় যেমন ঝালমুড়ি ওয়ালা, ফেরিওয়ালারা। আমরা কৃতজ্ঞ সবার কাছে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং সেসব স্বেচ্ছাসেবকদের প্রতি যারা নিরলস কাজ করেছেন। সবার সার্বিক প্রচেষ্টায় আমরা ২০০ পরিবারের জন্য ত্রানের ব্যবস্থা করেছি।

Photos from স্বপ্ন পূরণ's post 27/06/2022

২৫.০৬.
"মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য।"

দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে স্বপ্ন পূরণ এগিয়ে এসেছে। মানবিক মূল্যবোধ প্রকাশে এই মহতী উদ্যোগ হাতে নেয় স্বপ্ন পূরণ। আমাদের সেচ্ছাসেবীরা দিনরাত পরিশ্রম করে মানুষের কাছে গিয়ে সহযোগিতা আদায় করে ত্রাণ বিতরণের মতো এই মহতী উদ্যোগ হাতে নিয়েছে। এই মহতী উদ্যোগ সহযোগিতা কারীদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আমরা বন্যা কবলিত এলাকা উলিপুর, কুড়িগ্রামের চর এলাকায় সরাসরি বানভাসি মানুষের কাছে পৌঁছে দেবো আমাদের সামান্য সহযোগিতাটুকু। এতে তাদের সম্পূর্ণ ক্ষতি পূরণ না হলেও কিছুটা সাহায্য হবে।
আমরা বন্যা কবলিত পরিবারে আমাদের ত্রাণ পৌঁছে দিবো।
আমরা প্রতি পরিবারে পৌঁছাতে চাচ্ছি,
▪️পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট
▪️খেঁজুর
▪️মোমবাতি
▪️গ্যাস লাইট
▪️সেলাইন
▪️সাবান
▪️চিড়া
▪️বিস্কুট
▪প্রয়োজনীয় ️কিছু মেডিসিন।
আমাদের এই মহতী উদ্যোগ যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন মহান আল্লাহ তাদের দান কবুল করুন।
আমাদের হাতে সময় কম কিন্তু পাহাড় সমান দায়িত্ব তাই আমাদের সেচ্ছাসেবীরা দিনরাত এক করে পরিশ্রম করে গেছে বন্যা কবলিত অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে।
সকলে দোয়া করবেন আমাদের জন্য। স্বপ্ন পূরণ যেন এভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করে যেতে পারে।
ধন্যবাদ
Written by Rabeya Islam

25/06/2022

আসসালামু আলাইকুম,

আপনারা সকলে অবগত আছেন স্বপ্নপূরণ পরিবার বন্যার্তদের নিয়ে কাজ করছে। এবারের বন্যায় সকলে যখন সিলেট এবং সুনামগঞ্জ নিয়ে কাজ করছে তখন উত্তরবঙ্গের বন্যার্ত মানুষেরা একপ্রকার বঞ্চিত রয়ে গেছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা কাজ করছি উত্তরাঞ্চল নিয়ে।
প্রতিবারই আমরা অনলাইন এবং আমাদের শুভাকাঙ্খীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করলেও এই দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে দাঁড়াতে আমরা একসাথে নেমেছি রাস্তায়। বন্যার্ত মানুষের জন্য আমরা গিয়েছি মানুষের দ্বারে দ্বারে।
স্বপ্ন পূরণ পরিবারের বেশির ভাগ সদস্যই শিক্ষার্থী। সেসব শিক্ষার্থীরাই বক্স হাতে নেমেছে রাস্তায়। বগুড়ায় আমাদের দুইটি দল ও ঢাকায় একটি দল কাজ করেছে প্রতিনিয়ত।

নিচের চিত্রটি ঢাকার। ঢাকায়ও কাজ করেছে স্বপ্নপূরণ পরিবার। মানুষের কাছে কাছে যাচ্ছি আমরা আর বন্যার্ত অসহায় মানুষদের জন্য অর্থ সংগ্রহ করছি।
মানুষ মানুষের জন্য এ কথা সত্য এবং তার অনেক প্রমাণ পাচ্ছি আমরা। যে যার সাধ্যমত পরিমাণ অর্থ দিয়ে আমাদের পাশে তথা অসহায় মানুষের পাশে দাড়াচ্ছে। ঢাকায় বিভিন্ন স্থান হতে গত বৃহস্পতিবার এবং শুক্রবার মোট ১৫৭৮৪ টাকা উত্তোলন করা হয়েছে।

আমরা অর্থ সংগ্রহ করছি এবং অতি দ্রুত আমরা বন্যার্তদের পাশে দাঁড়াবো। আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য।
সাহায্যের জন্য আপনারা নিম্নোক্ত নাম্বার গুলো ব্যবহার করতে পারেনঃ
বিকাশঃ01403970187
রকেটঃ013069818812
নগদঃ01306981881

25/06/2022

"বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসুন"___
বর্তমানে বন্যা পরিস্থিতি সম্পর্কে সকলেই অবগত। বন্যার পানির সাথে মানুষের আর্তনাদও বাড়ছে। এমতঅবস্থায় স্বপ্ন পূরণ অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে। আমরা বরাবরই অনলাইন এবং শুধু আমাদের শুভাকাঙ্খীদের থেকেই ফান্ড কালেকশন করেছি সবসময়ই এবং তা দিয়ে মানুষদের পাশে দাঁড়িয়েছি। এমন বিপদ এবং দুর্যোগের সময়ে আমাদের হাতে সময় কম ছিল এবং দায়িত্ব অনেক বিশাল। অনেক মানুষের আহাজারি, আর্তনাদে আমরা রাস্তায় নেমেছি মানুষের কাছে গিয়ে টাকা উঠিয়েছি এবং উঠাচ্ছি। গত দুই/তিন দিন আমাদের সেচ্ছাসেবীরা বগুড়ার বিভিন্ন এলাকায় ( আজিজুল কলেজ ক্যাম্পাস, পৌর পার্ক, সাত মাথা ) ঘুরে টাকা কালেকশন করেছে।
আলহামদুলিল্লাহ প্রত্যেক মানুষ তাদের সাধ্যমত আমাদের পাশে দাঁড়িয়েছে। আপনাদের এই ১০/২০ টাকা মিলে আমরা দাঁড়াচ্ছি মানুষদের পাশে। আপনাদের সাহায্য পৌঁছাচ্ছি তাদের কাছে। দোয়া করবেন আমাদের জন্য।
আপনি একা কিংবা আপনার পরিবার, বন্ধু, প্রিয়জন, স্বজন কয়েকজন মিলে হলেও একটি, দুইটি পরিবারের দায়িত্ব নিতে পারেন। আমার আপনার দেশ, আমার আপনার মানুষ তাই কর্তব্য টাও আপনার আমারই। মানুষ মানুষের জন্য। তাই সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই।
সহযোগিতায়ঃ
01403970187- bkash
013069818812-Rocket
01306981881-Nagad
24810710921- Dutch bangla banking
20507776706820017 (Islami bank, agent banking)
স্বপ্ন পূরণ

24/06/2022

আসসালামু আলাইকুম
"বন্যার্তদের পাশে আমরা" শিরোনামে আমাদের কার্যক্রমে এক শুভাকাঙ্ক্ষী ৪০০ টাকা পাঠিয়েছেন।আপনিও সাহায্যের হাত বাড়িয়ে বন্যার্তদের কষ্ট কিছুটা কমাইতে পারেন।

01403970187- bkash

013069818812-Rocket

01306981881-nagad

24810710921-Dutch bangla banking

20507776706820017 (Islami bank agent banking)

24/06/2022

আসসালামু আলাইকুম
"বন্যার্তদের পাশে আমরা" শিরোনামে আমাদের কার্যক্রমে এক শুভাকাঙ্ক্ষী ৩০০ টাকা পাঠিয়েছেন।আপনিও সাহায্যের হাত বাড়িয়ে বন্যার্তদের কষ্ট কিছুটা কমাইতে পারেন।

01403970187- bkash

013069818812-Rocket

01306981881-nagad

24810710921-Dutch bangla banking

20507776706820017 (Islami bank agent banking)

24/06/2022

আসসালামু আলাইকুম
"বন্যার্তদের পাশে আমরা" শিরোনামে আমাদের কার্যক্রমে এক শুভাকাঙ্ক্ষী ৯৯০ টাকা পাঠিয়েছেন।আপনিও সাহায্যের হাত বাড়িয়ে বন্যার্তদের কষ্ট কিছুটা কমাইতে পারেন।

01403970187- bkash

013069818812-Rocket

01306981881-nagad

24810710921-Dutch bangla banking

20507776706820017 (Islami bank agent banking)

24/06/2022

আসসালামু আলাইকুম
"বন্যার্তদের পাশে আমরা" শিরোনামে আমাদের কার্যক্রমে এক শুভাকাঙ্ক্ষী ২০০০ টাকা পাঠিয়েছেন।আপনিও সাহায্যের হাত বাড়িয়ে বন্যার্তদের কষ্ট কিছুটা কমাইতে পারেন।

01403970187- bkash

013069818812-Rocket

01306981881-nagad

24810710921-Dutch bangla banking

20507776706820017 (Islami bank agent banking)

23/06/2022

আসসালামু আলাইকুম
"বন্যার্তদের পাশে আমরা" শিরোনামে আমাদের কার্যক্রমে এক শুভাকাঙ্ক্ষী 500 টাকা পাঠিয়েছেন।আপনিও সাহায্যের হাত বাড়িয়ে বন্যার্তদের কষ্ট কিছুটা কমাইতে পারেন।

01403970187- bkash

013069818812-Rocket

01306981881-nagad

24810710921-Dutch bangla banking

20507776706820017 (Islami bank agent banking)

22/06/2022

আসসালামু আলাইকুম
"বন্যার্তদের পাশে আমরা" শিরোনামে আমাদের কার্যক্রমে এক সদস্য আজকে ৩৫৬৫ টাকা উঠিয়েছে ।
বন্যার্তদের জন্য তাদের এই শ্রম সত্যিই প্রসংশার দাবিদার।
আপনিও সাহায্যের হাত বাড়িয়ে বন্যার্তদের কষ্ট কিছুটা কমাইতে পারেন।

01403970187- bkash

013069818812-Rocket

01306981881-nagad

24810710921-Dutch bangla banking

20507776706820017 (Islami bank agent banking)

22/06/2022

আসসালামু আলাইকুম
"বন্যার্তদের পাশে আমরা" শিরোনামে আমাদের কার্যক্রমে জেসাব এবং স্বপ্ন পূরণের প্রচেষ্টায় মানুষের কাছে গিয়ে গিয়ে আমরা টাকা উঠিয়েছি। আজকে আমরা বক্সে সংগ্রহ করেছি প্রায় ৫০০০ টাকা।আপনিও সাহায্যের হাত বাড়িয়ে বন্যার্তদের কষ্ট কিছুটা কমাইতে পারেন।

01403970187- bkash

013069818812-Rocket

01306981881-nagad

24810710921-Dutch bangla banking

20507776706820017 (Islami bank agent banking)

22/06/2022

আসসালামু আলাইকুম
"বন্যার্তদের পাশে আমরা" শিরোনামে আমাদের কার্যক্রমে এক শুভাকাঙ্ক্ষী ১০০ টাকা পাঠিয়েছেন।আপনিও সাহায্যের হাত বাড়িয়ে বন্যার্তদের কষ্ট কিছুটা কমাইতে পারেন।

01403970187- bkash

013069818812-Rocket

01306981881-nagad

24810710921-Dutch bangla banking

20507776706820017 (Islami bank agent banking)

22/06/2022

আসসালামু আলাইকুম
"বন্যার্তদের পাশে আমরা" শিরোনামে আমাদের কার্যক্রমে এক শুভাকাঙ্ক্ষী ২০০ টাকা পাঠিয়েছেন।আপনিও সাহায্যের হাত বাড়িয়ে বন্যার্তদের কষ্ট কিছুটা কমাইতে পারেন।

01403970187- bkash

013069818812-Rocket

01306981881-nagad

24810710921-Dutch bangla banking

20507776706820017 (Islami bank agent banking)

21/06/2022

আসসালামু আলাইকুম
"বন্যার্তদের পাশে আমরা" শিরোনামে আমাদের কার্যক্রমে আমদের এক সদস্য ২০৩৫ টাকা উঠাইয়ে আমাদের পাঠিয়েছেন।আপনিও সাহায্যের হাত বাড়িয়ে বন্যার্তদের কষ্ট কিছুটা কমাইতে পারেন।

01403970187- bkash

013069818812-Rocket

01306981881-nagad

24810710921-Dutch bangla banking

20507776706820017 (Islami bank agent banking)

Want your organization to be the top-listed Non Profit Organization in Joypur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

স্বপ্ন পূরণকে নিয়ে হেমন্ত টিভির প্রতিবেদন।
করোনা নিয়ে সচেতনতামূলক কিছু কথা।

Telephone

Website

Address


Joypur
5930

Other Joypur non profit organizations (show all)
United youth of Joypurhat United youth of Joypurhat
Joypur

The Youth Of Jaypurhat. https://www.facebook.com/JOYPURHAT5900

Sattik Obaied Orchi memorial foundation Sattik Obaied Orchi memorial foundation
Joypur

ক্যান্সার যুূদ্ধে একমাত্র সন্তান হারানো মায়ের বেদনার গল্পগাঁথা

Fullbon Social Development Club Fullbon Social Development Club
Joypur, 5910

সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন - জয়পুরহাট জেলা শাখা বাংলাদেশ মানবাধিকার কমিশন - জয়পুরহাট জেলা শাখা
Joypur, 5900

BHRC is one of the largest Voluntary International human rights organization preservation, upholding of human rights over 1200 branches in home and abroad.

Hitosadhon Jubo Songho Hitosadhon Jubo Songho
Joypur, 5910

হিতসাধন যুব সংঘ একটি স্বেচ্ছাসেবী সংঘ

Joypurhat Joypurhat
Sadar Road
Joypur, 5900

শান্তির শহর জয়পুরহাট

Swapnobuz Motivation Club Swapnobuz Motivation Club
Joypur

লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

Nirokkhor Mukto Jaipurhat Nirokkhor Mukto Jaipurhat
Jaipurhat Sodor
Joypur, 5940

নিরক্ষরমুক্ত জয়পুরহাট

Volunteers Association Volunteers Association
Joypur, 5920

We are working for humanity

Aziz Rezia Foundation আজিজ রেজিয়া ফাউন্ডেশন Aziz Rezia Foundation আজিজ রেজিয়া ফাউন্ডেশন
বারইন রোড, মেলা গোপীনাথপুর, আক্কেলপুর , জয়পুরহাট
Joypur, 5940

সমাজসেবা, শিক্ষা ও আর্তমানবতা