ত্বরণ

মুখস্থ বিদ্যা নয়, সৃজনশীল শিক্ষাদানই ?

28/08/2015

☞ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১৫-২০১৬
শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার
সার্কুলার প্রকাশিত হয়েছে ।
☞ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১৫-২০১৬
শিক্ষাবর্ষে এবারই শেষবার
ভর্তিচ্ছুরা দ্বিতীয়বার পরীক্ষা
দিতে পারবে ।এরপর থেকে আর
সেকেন্ড টাইম এক্সাম দেয়া যাবেহ
নাহ ।
☞ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি
পরীক্ষা এর ২০১৫-১৬ শিক্ষাবর্ষের
ভর্তির আবেদন শুরু হবে ২৯ আগষ্ট, আর
শেষ হবে ১৭ সেপ্টেম্বর ।
☞ ভর্তি পরীক্ষার সময় ও ডেটঃ
☞ A-ইউনিট (বিজ্ঞান অনুষদ এবং লাইফ
এন্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত) এর ভর্তি
পরীক্ষা ৩০অক্টোবর ২০১৫ শুক্রবার
অনুষ্ঠিত হবে।
☞ B-ইউনিট (কলা ও আইন অনুষদভুক্ত) এর
ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর ২০১৫
শুক্রবার অনুষ্ঠিত হবে ।
☞C-ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত )
এর ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর ২০১৫
শুক্রবার অনুষ্ঠিত হবে।
☞D-ইউনিট(সামাজিক বিজ্ঞান
অনুষদভুক্ত )এর ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর
২০১৫ শুক্রবার অনুষ্ঠিত হবে ।
☞ E-ইউনিট (ড্রামা এন্ড মিউজিক
বিভাগ ও ফাইন আর্টস বিভাগ) এর
ভর্তি পরীক্ষা ১৩ নভেম্বর ২০১৫
অনুষ্ঠিত হবে ।
☞প্রতিটি ইউনিট এর পরীক্ষায়
বিকেল ৩টায় শুরু হবে ।
☞কোন কোন ইউনিট এ কতোটি করে
আসন সংখ্যাঃ
☞ A- ইউনিটে আসন সংখ্যা ৭৬০ টি ।
☞ B -ইউনিটে আসন সংখ্যা ৭২০ টি ।
☞ C - ইউনিটে আসন সংখ্যা ৬২০ টি ।
☞ D- ইউনিটে আসন সংখ্যা ৫৬০ টি ।
☞ E- ইউনিটে আসন সংখ্যা ১০০ টি ।
☞সর্বমোট আসন সংখ্যা=২৭৬০ টি ।
☞ ছাত্র/ছাত্রীদের আবেদনের
যোগ্যতাঃ
☞ ২০১২ ও ২০১৩ সালে এসএসসি ও
সমমান এবং ২০১৪ ও ২০১৫ সালে সালে
উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায়
উওীর্ণ ছাত্র ছাত্রীদের মধ্যে যারা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন
ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত
পুরন করবে তারাই ২০১৫ - ২০১৬
শিক্ষাবর্ষে আবেদন করতে পারবে ।
☞ সকল ইউনিটে জিসিই ‘ও’ লেভেল
পরীক্ষায় অন্তত ৩টি বিষয়ে ‘সি’
গ্রেডসহ ন্যূনতম ৫টি বিষয়ে উত্তীর্ণ
এবং ২০১৪ ও ২০১৫ সনের ‘এ’ লেভেল
পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে ‘সি’
গ্রেডসহ উত্তীর্ণরা আবেদন করতে
পারবেন ।
☞ A-ইউনিটের প্রার্থীদের মাধ্যমিক
ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের
পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত
জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৮.০
থাকতে হবে। তবে কোনো পরীক্ষায়
যাদের জিপিএ ৩.৫ এর নিচে থাকবে
তারা আবেদন করতে পারবে না ।
☞ B-ইউনিটের প্রার্থীদের মাধ্যমিক
ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের
পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত
জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৬.৫
থাকতে হবে। তবে কোনো পরীক্ষায়
যাদের জিপিএ ৩.৫ এর নিচে থাকবে
তারা আবেদন করতে পারবে না ।
☞ C-ইউনিটের প্রার্থীদের মাধ্যমিক
ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের
পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত
জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৭.৫
থাকতে হবে। তবে কোনো পরীক্ষায়
যাদের জিপিএ ৩.৫ এর নিচে থাকবে
তারা আবেদন করতে পারবে না ।
☞ D-ইউনিটের অধীনে ভর্তিচ্ছুদের
জন্য নির্দেশিকা -
©মানবিক শাখায় পরীক্ষায় ৪র্থ
বিষয়সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের
যোগফল অন্তত ৬.৫ থাকতে হবে
তাহলে D ইউনিট এ আবেদন করা
যাবেহ।
©বিজ্ঞান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ
প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত
৮.০ থাকতে হবে তাহলে D ইউনিট এ
আবেদন করা যাবেহ ।
©ব্যবসায় শিক্ষা পরীক্ষায় ৪র্থ বিষয়
সহ প্রাপ্ত জি.পি.এ.-দ্বয়ের যোগফল
অন্তত ৭.৫ থাকতে হবে তাহলে D
ইউনিট এ আবেদন করা যাবে ।
☞ E-ইউনিটের প্রার্থীদের মাধ্যমিক
ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের
পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত
জি.পি.এ.-দ্বয়ের যোগফল অন্তত ৬.৫
থাকতে হবে। তবে কোনো পরীক্ষায়
যাদের জিপিএ ২.৫ এর নিচে থাকবে
তারা আবেদন করতে পারবে না ।
☞ এ, বি, সি, ডি ইউনিটের জন্য তিনশত
পঞ্চাশ টাকা ও ‘ই’ ইউনিটের
ব্যবহারিক পরীক্ষার ‘ফি’সহ চারশত
পঞ্চাশ টাকা ব্যয় করে মুঠোফোনের
মাধ্যমে আগ্রহীরা ২৯ আগস্ট দুপুর ১২টা
থেকে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত
আবেদন করতে পারবেন ।
☞এবার প্রতিটি ইউনিট এ ৭২টি প্রশ্নে
মোট ৭২ নম্বরের পরীক্ষায়
অংশগ্রহণকারীরা সময় পাবেন ১ ঘণ্টা
। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর
কাটা যাবে ।
☞ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন,
ঘড়ি, ক্যালকুলেটরসহ যেকোনো
ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা
হয়েছে ।

দেখে নিন কিভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০১৫ পুনঃমূল্যায়ন করবেন - BD BONDHU 10/08/2015

http://lm.facebook.com/l.php?u=http%3A%2F%2Fbdbondhu.com%2Farchives%2F203&h=PAQHSadiw&enc=AZOZjxG0flrjqed4mZ83ffDE-m69r7nwP0dUoVFiuL5JMCdV1FAbgM45HsmTTsFwsQ4eSo0i8CyDp82KdJED0PyuBmY43omvetfKWMYie8IXq0NJxY9yFKOa_U7JIR_SrAnJ8BcP7Ud7EOQjUB_EqoQo4PwGXOdGKFFCsXR2R2RTa7_LDOq9ChE11_30RCpXdw0&s=1

দেখে নিন কিভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০১৫ পুনঃমূল্যায়ন করবেন - BD BONDHU গত কয়েকবারের তুলনায় এবার পাশের হার সবচেয়ে কম। সারাদেশে গড় পাশের হার ৬৯.৬০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন। যারা কৃতিত্বের সাথে পাশ করল সবাইকে শুভেচ্ছা। কিন্তু যারা এবার ভালো করতে পারেনি তাদের জন্যেই  আজকের এই পোস্ট । আসুন জেনে নিই কিভাবে ফলাফল পুনঃমূল্যায়ন  করবেন। কিভাবে ফলাফল পুনঃমূল্যায়ন করব…

05/07/2015

একজন মুমূর্ষু রোগীকে বাচানোর জন্য
জরুরী ভিত্তিতে একব্যাগ ও নেগেটিভ রক্তের
প্রয়োজন। যদি কোন ব্যাক্তি রক্ত দান করতে
চান এই রোগীকে বাচানোর জন্য তবে দয়া
করে এই নাম্বার এ যোগাযোগ করুন
01914 835035

01/07/2015

সাধারণ জ্ঞান - কম্পিউটার
----------------------------
★ কম্পিউটারের আবিষ্কারক --- হাওয়ার্ড আইকেন
★ কম্পিউটারের জনক --- চার্লস ব্যাবেজ
★ আধুনিক কম্পিউটারের জনক --- জন ভন নিউম্যান
★ মাইক্রোকম্পিউটারের জনক --- হেনরি এডওয়ার্ড
রবাট
★ বাইনারী গণিতভিত্তিক প্রথম ইলেকট্রনিক
কম্পিউটার --- এবিসি
★ প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার ---
এনিয়াক-১
★ বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক
কম্পিউটার --- ইউনিভ্যাক-১
★ বাণিজ্যিক ভিত্তিতে উত্পাদিত প্রথম
ডিজিটাল কম্পিউটার --- মার্ক-১
★ বিশ্বের প্রথম মিনি কম্পিউটার --- পিডিপি-১

20/06/2015

এক নজরে বিভিন্ন বিষয়ের জনকঃ
=======================
১. বংশগতি বিদ্যার জনক – গ্রেডার জোহান
মেনডেল
২. বাংলা কবিতার জনক – মাইকেল মধুসুদন দত্ত
৩. বাংলা গদ্যের জনক- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
৪. বাংলা চলচিত্রের জনক- হিরালাল সেন
৫. সনেটের জনক- পেত্রাক
৬. হিসাব বিজ্ঞানের জনক → লুকাপ্যাসিওলি
৭. বাংলা মুক্তক ছন্দের জনক – কাজী নজরুল ইসলাম
৮. শরীর বিদ্যার জনক – উইলিয়াম হার্ভে
৯. রসায়ন বিজ্ঞানের জনক – জাবির উবনে হাইয়ান
১০. বাংলা সনেটের জনক – মাইকেল মধুসুদন দত্ত
১১. মেডেসিন এর জনক - হিপোক্রেটিস
১২. শ্রেণীকরন বিদ্যার জনক – কেরোলাস লিনিয়াস
১৩. ভুগলের জনক – ইরাটস থেনিস
১৪.বাংলা গদ্য ছন্দের জনক → রবীন্দ্রনাথ ঠাকুর
১৫. পদার্থ বিজ্ঞানের জনক – আইজ্যাক নিউটন
১৬. ইংরেজী কবিতার জনক- খিউ ফ্রে চসার
১৭. বাংলা নাটকের জনক – দীনবন্ধু মিত্র
১৮. চিকিৎসা বিজ্ঞানের জনক- ইবনে সিনা
১৯. বিজ্ঞানের জনক - থ্যালিস
২০. বাংলা উপন্যাসের জনক – বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যয়

19/06/2015

আজ শুক্রবার অনুষ্ঠিতব্য জাতীয় রাজস্ব বোর্ডের
পরীক্ষার বাংলা প্রশ্নের সমাধান :--
********************************************************
১/ চর্যাপদের আদি কবি = লুইপা।
২/ বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? = মিথিলার।
৩/ রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি =
শাহ মুহম্মদ সগীর।
৪/ ব্যাকরণ ভাষাকে কী নির্দেশ করে? = ভাষাকে
বর্ণনা করতে।
৫/ কোনটি শুদ্ধ বানান? = চাণক্য।
৬/ কোনটি গ্রীক শব্দ? = দাম।
৭/ ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
= ১৮০০ সালে।
৮/ 'তত্ত্ববোধনী' পত্রিকার সম্পাদক কে ছিলেন? =
অক্ষয়কুমার দত্ত।
৯/ কোনটি রামরাম বসুর লেখা? = লিপিমালা।
১০/ কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে? =
কাবুলিওয়ালা।
১১/ কোনটি জসীম উদ্দীনের রচনা নয়? = মাটির
মায়া।
১২/ তম্বুল শব্দের অর্থ = পান।
১৩/ প্রাচীন শব্দের বিপরীত শব্দ = অর্বাচীন।
১৪/ নেমেসিস নাটক লিখেছেন = নুরুল মোমেন।
১৫/ রুদ্রমঙ্গল কী ধরনের রচনা? = প্রবন্ধ।
১৬/ হরতাল শব্দটি = গুজরাটি।
১৭/ মহর্ষি কোন সমাস? = কর্মধারয।
়১৮/ শরত্চন্দ্রের ছোটগল্প কোনটি? = মহেশ।
১৯/ 'রাইফেল রোটি আওরাত' কার রচনা? = আনোয়ার
পাশা।
২০/ 'বটতলার উপন্যাস' কার রচনা? = রাজিয়া খান।
২১/ সুফিয়া কামালের কবিতা কোনটি? = তাহরেই
পড়ে মনে।
২২/ কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্য একুশে
পদক পান? = ১৯৭৬ সালে।
২৩/'বায়ান্ন গলির এক গলি' কার রচনা? = রাবেয়া
খাতুন।
২৪/ বাংলা মৌলিক স্বরধ্বনি সংখ্যা = সাত।
২৫/ শাহনামা কোথাকার মহাকাব্য? = পারস্য।
# AponPost_Bangla
"আমরা জ্ঞান পিপাসু।
আমরা শিখতে চাই, শিখাতে চাই।
ভাল লাগলে শেয়ার করে অন্যদের
শিখতে দিন।"

15/06/2015

**‘Thesaurus’এর পরিভাষা :
1. কোষগ্রন্থ
2. অভিধান
3. সমার্থ শব্দকোষ
4. বিশ্বকোষ

Mobile uploads 14/06/2015

striker proof....

08/06/2015

অর্থ উপার্জন করতে শিক্ষিত হওয়ার প্রয়োজন হয়
না। শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের
জন্য।

Mobile uploads 30/05/2015

এস,এস,সি পরীক্ষায় যারা পাস করেছো সবাইকে প্রানহারা মিস্টির শুভেচ্ছা।।।

29/05/2015

আগামীকাল ২০১৫ সালের এস,এস,সি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।।।।।
সকল ফলপ্রার্থীর জন্য রইলো অনেক অনেক দোয়া এবং শুভ কামনা।।।।

Photos from ত্বরণ's post 24/05/2015
আইডিবি-আইটি শিক্ষাবৃত্তির রাউন্ড ২১-এর গ্রুমিং 23/05/2015

আইডিবি-আইটি শিক্ষাবৃত্তির রাউন্ড ২১-এর গ্রুমিং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াকফ (আইডিবি-বিআইএসইডবিউ) তথ্যপ্রযুক্তি শিক্ষাবৃত্তির ২১তম রাউন্ডের গ্রুমিং সেশন। সম্প্রতি রাজধানীর আইডিবি ভবনের হল রুমে এই গ্রুমিং সেশন অনুষ্ঠিত...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সরকারি কলেজ 19/05/2015

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সরকারি কলেজ সরকারি কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজগুলোকে বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীনে নিতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে শিক্ষা...

ওয়েবে আসছে দেশের সব সরকারি স্কুল-কলেজ 19/05/2015

ওয়েবে আসছে দেশের সব সরকারি স্কুল-কলেজ বাধ্যতামূলকভাবে দেশের প্রতিটি সরকারি স্কুল ও কলেজের জন্য তৈরি হচ্ছে নিজস্ব ওয়েবসাইট। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড অধিভুক্ত সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও টিটি কলেজগুলোর নিজস্ব ওয়েবসইট তৈরি করতে ইতিমধ্যে সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। চলতি মাসের মধ

Photos from ত্বরণ's post 16/05/2015

ত্বরণ এর পথচলা.......

13/05/2015

ত্বরণের ক্লাস সূচি ----------
১) সকাল ৭.০০ - ৯.৩০
২) দুপুর ১.৩০ - ৪.০০
৩) বিকাল ৫.৪৫ - ৮.১৫

Mobile uploads 09/05/2015
Want your school to be the top-listed School/college in Khulna?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


75, T. B. Boundary Road, Moulovi Para
Khulna
9100

Other Education in Khulna (show all)
Biology with Dinobondhu sir Biology with Dinobondhu sir
Khulna, 9250

This page is for knowing about biology and related with bio news around us on earth.

KUET Tuition Service KUET Tuition Service
KUET
Khulna, 9203

আপনি কি কুয়েটের টিউটর খুজছেন??

Spoken English with Razibul Spoken English with Razibul
Mollahat Bagerhat
Khulna, 9380

শিক্ষা/সংবাদ/ও জ্ঞান শিক্ষা/সংবাদ/ও জ্ঞান
Khulna, Dumuria
Khulna, 9201

আমাদের পোস্ট গুলা ভালো লাগলে Like দিয়ে স?

akhimoni400 akhimoni400
Khulna

Vocabs Valley. Vocabs Valley.
New Market
Khulna, 9000

Let's enrich our vocabs....

Ucchash Academy Ucchash Academy
পি. টি. আই মোড়, খুলনা। (হামিদ আলী স্কুলের বিপরীতে, এ্যাপোলো ডায়াগনষ্টিক সেন্টারের ২য় তলায়)
Khulna, 9100

Ucchash Academy is an online & offline educational platform for academic and admission students.

Mahabub/Ayrin Mahabub/Ayrin
Vill: Swtha P. O. : Takerhat Utca Z : Nalchitty Zilla: Jhalakati
Khulna, 1420

Miraz Academy Miraz Academy
K D A Avenue, Moylapota
Khulna

বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার জন্য।

Student's Coaching Student's Coaching
Khulna

Welcome Our Batch�