Pekhom Ghor
Nearby food & beverage services
Dhaka
Daowanpara, Dhaka
Dhaka
Dhaka
mirpur
Road 9/A, Dhaka
3600
Dhaka
Mirpur Dohs, Dhaka
1216
Dhaka 1216
Dhaka
Mirpur Dohs, Dhaka
Mirpur Dohs, Dhaka
Dhaka 1216
আমাদের পণ্য গুলো হচ্ছেঃ
- গরুর ঘানির সরিষার তেল
- ঘি
- মধু
- তালমিছরি
- গুড়া মশলা
- চা পাতা
📢📢📢 অফার অফার অফার
১০% ডিসকাউন্ট + ১ টাকা ডেলিভারি(সারা বাংলাদেশ)
অফারটি পেতে ভিজিট করুন নিচের দেয়া লিংকে এবং শপটি ঘুরে আপনার প্রয়োজনীয় জিনিসের উপর পেয়ে যান ১০%-১২% পর্যন্ত ডিসকাউন্ট।
ডিসকাউন্ট চলবে পুরো আগষ্ট মাস জুড়ে।
💥 অফারে যা যা পাচ্ছেন-
➡️ স্যানিটারি ন্যাপকিন ( জয়া, সেনোরা,,,সবগুলো)
➡️ কোয়েকার ওটস
➡️ হোমমেইড মশলার গুড়ো
➡️ Yc Face wash (all)
➡️ কালিজিরা তেল
➡️ মধু (১০ তারিখের পর)
শপ লিংক -https://aladinerprodip.com/m/du-pekhomghor
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?? আপনাদের অনেকের কাছেই পেজের নোটিফিকেশন যায় কিন্তু অনেকেই জানেননা যে এটা আমার পেজ। যারা যারা আগে থেকেই জানতেন প্লিজ হ্যা লিখে যাবেন।
রামাদানের রহমতের দিনগুলোতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত নাজিল হয়েছে আমাদের উপর। #কুপন এবং #বিকাশ পেমেন্ট মিলিয়ে ৩৪% ডিসকাউন্টে প্রায় সেল হয়ে গেল ম্যাক্সিমাম আরামদায়ক থ্রি-পিস।
বর্তমানে চলছে বিকাশ পেমেন্ট এ ইন্সট্যান্ট ২০% ডিসকাউন্ট। সিলেক্টেড ব্যাংক কার্ড এ ২০%-২৫% ডিসকাউন্ট অফার ও এক্টিভ আছে।
আমার শপ লিংক -
https://aladinerprodip.com/m/du-pekhomghor
💐💐রমজান মাসের ফজিলত ও বৈশিষ্ট্যের বর্ণনা
১. কুরআন নাজিল হওয়ার মাস
২. জান্নাতের দরজা খুলে দেওয়ার মাস
৩. জাহান্নামের দরজা বন্ধ হবার মাস
৪. শয়তানকে শৃঙ্খাবদ্ধ করার মাস
৫. লাইলাতুল কদর পাওয়ার মাস
৬. দোয়া কবুল হওয়ার মাস
৭. সৎ কাজের প্রতিদান বহুগুণে বেড়ে যাওয়ার মাস
৮. রোজাদারের বিশেষ সম্মানের মাস
💐💐 এত এত ফজিলতসম্পন্ন এই মাসের এর শিক্ষাকে আল্লাহ আমাদের নিজ অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। আমিন।
🍂🍂 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,,,
হোয়াটসঅ্যাপে মেসেজটা পেয়ে বেশ কিছুক্ষণ টাশকি খেয়ে থাকলাম। যিনি অর্ডার করেছেন ওনার জন্য অনেক অনেক ভালবাসা পেখম ঘরের প্রোডাক্ট এর উপর আস্থা রাখায়। এভাবেই পাশে থেকে সাহস যুগিয়ে যাবেন যেন অনেকদূর এগিয়ে যেতে পারি।
🧨🧨 আপনাদের জন্য দারুন লুকিং এর থ্রি-পিস গুলো পছন্দ করার সময় আউটলুক এবং স্বাচ্ছন্দ্যের দিকে নজর দিয়েছি। দেখতে যেমন আকর্ষণীয়, গরমে তেমনই আরামদায়ক হবে। নির্দ্বিধায় অর্ডার করতে পারবেন। স্টক আছে তাই প্রি-অর্ডার হলেও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
🎉🎉 বিকাশে ইন্সট্যান্ট ২০% এবং সিলেক্টেড ব্যাংক কার্ড এ ২৫% পর্যন্ত ডিস্কাউন্ট অফার এবং সাথে ১ টাকায় ডেলিভারি সুবিধা পেতে চাইলে অর্ডার করে ফেলুন তাড়াতাড়ি 😉😉।
🍀🍀আমার শপ লিংক -
https://aladinerprodip.com/m/du-pekhomghor
🍂🍂 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,,,
সৃষ্টিকর্তার অপার রহমতে গতকাল শপে আপলোড দেবার পরই একটি থ্রি-পিস এর অর্ডার চলে এসেছে।
আমার নতুন সংযোজন আপনাদের গ্রহনযোগ্যতা পাওয়ায় আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এভাবেই পাশে থেকে সাহস যুগিয়ে যাবেন যেন অনেকদূর এগিয়ে যেতে পারি।
🧨🧨 আপনাদের জন্য দারুন লুকিং এর থ্রি-পিস গুলো পছন্দ করার সময় আউটলুক এবং স্বাচ্ছন্দ্যের দিকে নজর দিয়েছি। দেখতে যেমন আকর্ষণীয়, গরমে তেমনই আরামদায়ক হবে। নির্দ্বিধায় অর্ডার করতে পারবেন। স্টক আছে তাই প্রি-অর্ডার হলেও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
🎉🎉 বিকাশে ইন্সট্যান্ট ২০% এবং সিলেক্টেড ব্যাংক কার্ড এ ২৫% পর্যন্ত ডিস্কাউন্ট অফার এবং সাথে ১ টাকায় ডেলিভারি সুবিধা পেতে চাইলে অর্ডার করে ফেলুন তাড়াতাড়ি 😉😉।
🍀🍀আমার শপ লিংক -
https://aladinerprodip.com/m/du-pekhomghor
ঘরে বাহিরে পরার উপযোগী কিছু থ্রি-পিস নিয়ে এসেছি আপনাদের সামনে। গরমে পড়ার জন্য একেবারে উপযুক্ত ড্রেসগুলো। কাপড়গুলোর হ্যান্ডফিল অসাধারণ।
#দাম - ৫৫০-১৩০০ টাকা মাত্র
#জামা, সালোয়ার পিওর সুতি, ওড়না সুতি
Hotline: +8801745368403
অর্ডার করতে ফোন করুন/ইনবক্সে মেসেজ করুন।
আসছে পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতর। রমজানে আপনাদের যে কোন খাবারকে মুখরোচক করে তুলতে পেখম ঘরের #খাঁটিগাওয়াঘি এর তুলনা নেই আলহামদুলিল্লাহ।
করোনাকালীন মহামারীতে আপনাদের কেনাকাটাকে নিরাপদ এবং সাশ্রয়ী করতে পেখম ঘর যুক্ত হয়েছে #আলাদিনের প্রদীপ এর সাথে।
💥💥 বিকাশ পেমেন্ট এ ইন্সট্যান্ট ২০% ডিস্কাউন্ট। সিলেক্টেড ব্যাংক কার্ড এ ২০%-২৫% ডিস্কাউন্ট অফার ও এক্টিভ আছে।
আমার শপ লিংক-
https://aladinerprodip.com/m/du-pekhomghor
ঘরে বাহিরে পরার উপযোগী কিছু থ্রি-পিস নিয়ে এসেছি আপনাদের সামনে। গরমে পড়ার জন্য একেবারে উপযুক্ত ড্রেসগুলো। কাপড়গুলোর হ্যান্ডফিল অসাধারণ।
#দাম - ৫৫০-৬০০ টাকা মাত্র
#জামা, সালোয়ার পিওর সুতি, ওড়না সুতি
Hotline: +8801745368403
অর্ডার করতে ফোন করুন/ইনবক্সে মেসেজ করুন।
🚀🚀 আসিতেছে,,,আসিতেছে,,,আসিতেছে,,🚀🚀
🎯 আপনাদের সবার সুস্থতার কথা চিন্তা করে, ঘরে বসে শপিং এর সু্যোগ করে দিচ্ছে পেখম ঘর।
🎯 এই প্রথমবার পেখম ঘরের অন্যান্য পন্যের সাথে যুক্ত হতে যাচ্ছে- ঘরে এবং বাহিরে পড়ার #রিজনেবল থ্রিপিস।
🎯 করোনাকালীন মহামারী এবং সিজন পরিবর্তনের এই সময়ে সকলের সুস্থতা কামনা করছি। এই করোনাকালীন সময়ে একে অন্যের পাশে থেকে সাহায্য করে যাবো ইনশাআল্লাহ।
পেখম ঘর যুক্ত হয়েছে আলাদীনের প্রদীপের সাথে। এখন থেকে পেখম ঘরের যে কোন পণ্য কেনার সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ১ টাকায় ডেলিভারি সারা দেশ এ।
সেরা মানের নিশ্চয়তা নিয়ে পেখম ঘর আছে আপনাদের পাশেই।
🔺 শোকর আলহামদুলিল্লাহ এই প্রথম পেখম ঘরের প্রোডাক্ট দেশের গন্ডি পেরিয়ে বিদেশের পথে✈️✈️
📍📍 মুনা চৌধুরী আপু নক করেছিলেন বেশ কিছুদিন আগে। খুব সুন্দরভাবে বড় বোনের মত কনভার্সেশন করেছেন। আমার মশলার বিশেষত্ব জানতে চেয়েছেন। শুকনা মরিচ বোটা ছাড়িয়ে এরপর ধুয়ে শুকিয়ে তারপর নিজে দাড়িয়ে থেকে ভাঙাই শুনে খুব খুশি হয়েছেন। হলুদের ক্ষেত্রে শুধুমাত্র দেশি নাটোরের হলুদ ব্যবহার করি শুনে ওনার ভালো লেগেছে। বললেন, ব্রুনাইতে মশলা পাঠাবেন কারন সেখানে মশলার অনেক দাম। হঠাৎ করেই কয়দিন আগে নক করে বললেন জরুরিভাবে মশলা ডেলিভারি দেয়ার জন্য।
📍📍 আলহামদুলিল্লাহ, সময়মত ডেলিভারি দেয়ার চেষ্টা করেছি। আপু অমায়িক একজন মানুষ। মুনা চৌধুরী আপুকে ধন্যবাদ পেখম ঘর এর বাছাইকৃত উপাদানের গুড়া মশলা দেশের বাইরে যাওয়ায় সাহায্য করার জন্য। সত্যি, প্রচন্ড ভাললাগা কাজ করেছে এই অর্ডার রেডি এবং ডেলিভারি করার সময়।
সবাইকে অনেক অনেক ভালোবাসা। দোয়া করবেন আমার পেখম ঘরের জন্য। মানের সাথে আপোষ না করার প্রত্যয়ে পেখম ঘর কাজ করে যাবে আপনাদের জন্য।
🎯 শীতের রাতে গরম ভাতের সাথে ঝাল ঝাল আলু ভর্তা, ডিম ভাজি আর যদি থাকে খাঁটি গাওয়া ঘি তবে বলুন তো কেমন হবে??
🎯 আমার কাছে তো অমৃত লাগে এই খবারটি। এই মোহনীয় খাবারের স্বাদ বুঝতে চাইলে ঘি টি কিন্তু হয়ে হবে নির্ভেজাল, স্বাদে, গুণে মানে অনন্য।
🧶🧶 তাই আপনাদের জন্য পেখম ঘর নিয়ে এসেছে নিজস্ব তত্ত্বাবধানে বানানো দেশিয় খাঁটি গাওয়া ঘি। একবার এই স্বাদ নিতে কিন্তু ভুলবেন না।
নিজেরা মাঠ পর্যায়ে গিয়ে পন্য সংগ্রহ করা এবং নিজস্ব কারিগরে তৈরি পন্যগুলো যখন গুনগত মান অক্ষুণ্ণ রেখে ক্রেতার হাতে তুলে দিতে পারি এবং ক্রেতারা যখন শতভাগ খুশি থাকেন তখন আসলে সব কষ্টগুলোকে ফিকে মনে হয়।
বিঃদ্রঃ নিচের ভিডিওটি আমার একজন ক্রেতার পাঠানো ভিডিও। তিনি ক্রেতা থেকে এখন আমার অনেক পছন্দের একজন মানুষেও পরিনত হয়েছেন। ধন্যবাদ অধরা প্রদীপ মৌ আপুকে।
আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
আমরা প্রত্যেকেই বিগত বছরে কিছু পেয়েছি আবার অনেক কিছুই হারিয়ে ফেলেছি। আল্লাহ পাক আমাদের জন্য যেটা ভাল মনে করেছেন ঠিক সেটাই করেছেন। শুধুমাত্র সবর করতে হবে, ধৈর্য্য ধারণ করতে হবে ইনশাআল্লাহ ভাল কিছু হবেই।
বিগত সকল কষ্টকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়াটাই শ্রেয়। আসুন একসাথে শপথ করি সকল গ্লানি কাটিয়ে ইনশাআল্লাহ এই নতুন বছরটিকে সাজিয়ে নিব সুন্দর পরিকল্পনার মধ্য দিয়ে।
🎀🎀 আমরা অনেকেই নিয়মিত মধু খেয়ে থাকি। কিন্তু আমরা কি জানি মধু আমাদের কি কি উপকার করে থাকে!!
🧉🧉 প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে তা ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও এতে লিভার পরিষ্কার থাকে।
🧉🧉শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে মধু। কারণ মধুতে আছে প্রচুর পরিমাণে মিনারেল, ভিটামিন ও এনজাইম যা শরীরকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে রক্ষা করে।
🧉🧉প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে ঠাণ্ডা, কফ, কাশি ইত্যাদি সমস্যা কমে যায়।
🧉🧉মধুর সঙ্গে দারচিনির গুঁড়ো মিশিয়ে খেলে তা রক্তনালীর সমস্যা দূর করে এবং রক্তের খারাপ কোলেস্টেরলের পরিমাণ ১০ ভাগ পর্যন্ত কমিয়ে দেয়। মধু ও দারচিনির এই মিশ্রণ নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।
🏵️🏵️ আর আমাদের শরীরের জন্য উপকারী এই মধু 'পেখম ঘর' মাঠ পর্যায় থেকে আপনাদের জন্য সংগ্রহ করে থাকে। পণ্যের মানের সাথে আপোষ না করার প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি সারা দেশব্যাপী।
💌💌 সারা ডিসেম্বর মাসব্যাপী আমরা দিচ্ছি দেশব্যাপী ১৬ টাকায় ডেলিভারি।
🌺🌺 ঘি এর ইংরেজি নাম ক্লারিফাইড বাটার। ঘি দুগ্ধজাত খাবার। ঘি নাম শুনলেই যেন মনটা ভরে যায়। গরম ভাতে একটু ঘি ঢেলে দিলেই ভাতের সাথে ঘি এর গন্ধ মিলে আমাদের নাকে সুড়সুড়ি দেয় আর মুখে চলে আসে একটা শব্দ- 'আহ্'। ঘি এর ব্যবহার সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে। কাচ্চি বিরিয়ানি, পোলাও এরকম অনেক খাবারের স্বাদ বাড়াতে ঘি ব্যবহৃত হয় । ঘি খেতে কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি কিন্তু ঘি এর উপকারিতা সম্পর্কে অনেক কিছুই হয়তো অজানা রয়েছে। আজ কিছু উপকারিতা নিয়ে আলোচনা করছি -
👉 ঘি এর ভিটামিন 'কে' এবং 'ক্যালসিয়াম' মিলে হাড়ের স্বাভাবিক গঠন বজায় রাখে। ভিটামিন 'কে' স্বাস্থ্যকর ইনসুলিন ও শর্করার মাত্রা বজায় রাখতে সাহায্য করে।
👉ঘিতে রয়েছে ভিটামিন এ, ডি, ই এবং কে, যা আমাদের হৃৎপিন্ড এবং হাড়ের জন্য খুব উপকারী।
👉এছাড়া এতে রয়েছে প্রাকৃতিক লুব্রিকেন্ট যা গিঁটে ব্যথা ও আর্থ্রাইটিসের সমস্যা সমাধানে কাজ করে। তাছাড়া এর মধ্যে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি এসিড। এটি অস্টিওপরোসিস প্রতিরোধে কাজ করে।
👂👂কানে কানে একটি কথা বলে যাই- যাদের ডিম পছন্দ কিন্তু হাই ব্লাড প্রেশার এর জন্য খেতে পারেন না, তারা কিন্তু ঘি দিয়ে ডিম পোচ/ভাজি করে খেলে সমস্যা হবেনা, ইনশাআল্লাহ।
ভাই ও বোনেরা দাড়ান একটুখানি☝☝☝
👶👶ঘিতে যে ভিটামিন "কে" থাকে তা কিন্তু শিশুদের শরীরের ক্যালসিয়াম উৎপাদনে সহায়তা করে, যা শক্তিশালী হাড়ের বিকাশের জন্য অপরিহার্য। তাই আপনার ৬ মাসের অধিক বয়সী বাবুটাকে দিনে ২ বার ১/২ চামচ করে মোট ১ চামচ ঘি নিশ্চিন্তে খাওয়াতে পারেন।
অধরা প্রদীপ মৌ - আপুর বাবুটার ঠান্ডার সমস্যা রয়েছে। আপু অন্য সকল মায়েদের মতই তার সন্তানের জন্য সেরা মধুটি খুঁজছিলেন। পেখম ঘরের মধু খাওয়ার পর উনি এতটাই সন্তুষ্টি প্রকাশ করেছেন যে আমরাও প্রচন্ডরকম অনুপ্রেরণা পেয়েছি সর্বোচ্চ মানসম্পন্ন পণ্য গ্রাহকদের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য।
https://m.facebook.com/groups/wecomforum/permalink/1378776512870573/
“সকল শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত ও যুদ্ধজয়ী মুক্তিযোদ্ধা এবং
মুক্তিসংগ্রামী জনতাকে জানাই বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা”
🍱🍱খাঁটি খাবারটি ঘরে আনছেন তো??🍱🍱
🔥🔥 হলুদের গুঁড়ার সঙ্গে মিশানো হচ্ছে সিসা, ডালের গুঁড়া, কাঠের গুঁড়া, ইটের গুঁড়া, মটরের গুঁড়া, টেক্সটাইলের বিষাক্ত রঙ, ক্ষার জাতীয় পদার্থ চুন ও সোডা, চালের কুঁড়া, কাউন ধান ও পচা মরিচের গুঁড়া🌶🌶🌟
🌶🌶 মরিচের গুঁড়ার সঙ্গে মেশানো হচ্ছে ইটের গুঁড়া, ডালের গুঁড়া, চুন ও সোডা, চালের কুঁড়া, কাউন ধান, পচা মরিচের গুঁড়া, টেক্সটাইলের রঙ, লোহার মরিচা, পচা আটা, পচা ময়দা ও পচা হলুদ।
🌟🌟 ধনিয়ার গুঁড়া ভেজাল হচ্ছে কাঠের গুঁড়া, টেক্সটাইলের রঙ, নষ্ট সেমাই, স’মিলের কাঠের ভুসি, আটা ও নষ্ট তেজপাতায়।
🌟🌟পেস্তাদানায় মেশানো হচ্ছে নষ্ট সুজি। তা ছাড়া বিভিন্ন মশলায় ধানের ভুসি, কাঠের গুঁড়া ও ইটের গুঁড়া।
- অনুসন্ধান রিপোর্ট, সময়ের আলো (২৪ আগস্ট,২০২০)
ভেজাল গুড়া মশলা ব্যবহার করে নিজের স্বাস্থ্যহানি করছেন না তো!!!😱😱
সামান্য কিছু টাকা বাঁচাতে যেয়ে নিজেই নিজের ক্ষতির কারণ হয়ে দাড়াচ্ছেন না তো!!! 😱😱
রান্নায় মশলা একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান। মশলা ছাড়া একদিনও চিন্তা করা যায়না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য হওয়ার কারণে মশলায় কোন ভেজাল থাকলে তা অতি সহজেই আমাদের শরীরে ক্ষতির কারণ হয়ে দাড়ায়।
🏵🏵এই সমস্যা সমাধানে পেখম ঘর আপনাদের জন্য সকল ধরনের খাঁটি গুড়া মশলা বাজারজাত করছে। বাছাইকৃত সেরা জাতের মশলা সংগ্রহ করে ধুয়ে শুকিয়ে এবং নিজ উপস্থিতিতে ভাঙিয়ে বাজারজাত করছি।
অর্ডার করতে কল করুন
০১৭৪৫-৩৬৮৪০৩
অথবা ইনবক্সে নক করুন। ধন্যবাদ।
আমারদের সম্মানিত গ্রাহক sh*thy আপুর জন্মদিন আজ। পেখম ঘরের পক্ষ থেকে আপুকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার জীবন উদ্ভাসিত হোক সুন্দর এবং কল্যাণের আলোয়। অনেক ভালোবাসা নিবেন, আপু।
খাঁটি মধু।
মানসম্মত পণ্য এবং দ্রুত হোম ডেলিভারি সেবা নিয়ে Pekhom Ghor ঢাকা শহরে আপনার দোরগোড়ায়।
👉অর্ডার করতে আজই যোগাযোগ করুন।
m.me/pekhomghor
অথবা কল করুন 📱01745 368403
পেখম ঘরের খাঁটি তালমিছরি।
মানসম্মত পণ্য এবং দ্রুত হোম ডেলিভারি সেবা নিয়ে Pekhom Ghor
ঢাকা শহরে আপনার দোরগোড়ায়।
👉অর্ডার করতে আজই যোগাযোগ করুন।
m.me/pekhomghor
অথবা কল করুন 📱01745 368403
Eid Mubarak.
🎀🎀কাঠের ঘানিতে গরু দিয়ে ভাঙানো সরিষার তেল আমাদের ঐতিহ্যের সঙ্গেই যেন মিশে আছে। বর্তমান সময়ে যান্ত্রিক ঘানি অথবা রোলার এর মাধ্যমে তেলের উৎপাদন বেশি হওয়ায় আমাদের ঐতিহ্যের একটা অংশ আজ বিলুপ্তির পথে। স্বাদে-গন্ধে অতুলনীয় এই ঘানি ভাঙা সরিষার তেলের স্বাদ যিনি একবার নিয়েছেন তিনি আবারও এই তেলের জন্য আগ্রহী হয়ে ওঠেন।আজ আপনারা যারা সেই কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেলের খোঁজ করছেন- তাদের সেবায় পেখম ঘর সদা প্রস্তুত। আমরা দেশের প্রত্যন্ত এলাকা ঘুরে বাছাইকৃত সরিষা থেকে গরু দ্বারা কাঠের ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে।
📣📣📣 ঘানি ভাঙা সরিষার তেলে রয়েছে
📌ওমেগা আলফা ৩
📌 ওমেগা আলফা ৬ ফ্যাটি অ্যাসিড
📌 ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ উৎস হওয়ায় সরিষার তেলকে স্বাস্থ্যকর তেল বলা হয়।
📌 সরিষার তেলে উচ্চমাত্রার বিটা ক্যারোটিন থাকে যা ভিটামিন-এ তে রূপান্তরিত হয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। 📌 সরিষার তেল মনোস্যাচুরেটেড ও পলিস্যাচুরেটেড ফ্যাটে সমৃদ্ধ বলে কোলেস্টেরলের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে।এর ফলে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমে।
🎀🎀 সম্পূর্ণ সরিষা আমাদের সামনে ভাঙানো হয় বিধায় আমরা আপনাকে দিচ্ছি শুদ্ধতার নিশ্চয়তা।“গুণগত মানে আপোষ নয়”- এই প্রত্যয়ে পেখম ঘর আছে আপনাদের পাশে।
খাঁটি সরিষার তেল।
মানসম্মত পণ্য এবং দ্রুত হোম ডেলিভারি সেবা নিয়ে Pekhom Ghor ঢাকা শহরে আপনার দোরগোড়ায়।
👉অর্ডার করতে আজই যোগাযোগ করুন।
m.me/pekhomghor
অথবা কল করুন 📱01745 368403
খাঁটি গাওয়া ঘি।
মানসম্মত পণ্য এবং দ্রুত হোম ডেলিভারি সেবা নিয়ে Pekhom Ghor ঢাকা শহরে আপনার দোরগোড়ায়।
👉অর্ডার করতে আজই যোগাযোগ করুন।
m.me/pekhomghor
অথবা কল করুন 📱01745 368403
কালোজিরার তেল।
মানসম্মত পণ্য এবং দ্রুত হোম ডেলিভারি সেবা নিয়ে Pekhom Ghor ঢাকা শহরে আপনার দোরগোড়ায়।
👉অর্ডার করতে আজই যোগাযোগ করুন।
m.me/pekhomghor
অথবা কল করুন 📱01745 368403
মশলার গুঁড়া।
মানসম্মত পণ্য এবং দ্রুত হোম ডেলিভারি সেবা নিয়ে Pekhom Ghor ঢাকা শহরে আপনার দোরগোড়ায়।
👉অর্ডার করতে আজই যোগাযোগ করুন।
m.me/pekhomghor
অথবা কল করুন 📱01745 368403
গরুর মাংসের শুটকি।
মানসম্মত পণ্য এবং দ্রুত হোম ডেলিভারি সেবা নিয়ে Pekhom Ghor ঢাকা শহরে আপনার দোরগোড়ায়।
👉অর্ডার করতে আজই যোগাযোগ করুন।
m.me/pekhomghor
অথবা কল করুন 📱01745 368403
খাঁটি গাওয়া ঘি।
👉অর্ডার করতে আজই যোগাযোগ করুন।
m.me/pekhomghor
অথবা কল করুন 📱01745 368403
খাঁটি সরিষার তেল।
👉অর্ডার করতে আজই যোগাযোগ করুন
m.me/pekhomghor
অথবা কল করুন 📱01745 368403
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Mirpur
Road#02, Mirpur 2
Mirpur
Small effort to make genuine and traditional village items easily available in Dhaka. Uncompromising
Mirpur
Some hardworking people of SHOTEJPUR are working to meet their own needs from the best crops of their production and give the extra to urban you! Just tell us what is needed at any...
Zoo Road, Mirpur 1, Dhaka
Mirpur, 1216
Here we are offering organic product which help you to live green with help of nature.
Ahmed Nagar
Mirpur
স্বাস্থ্যসম্মত ঘরোয়া খাবার এর জন্য ইচ্ছেমত রয়েছে আপনাদের পাশে ।
Mirpur
Mirpur, 1216
আমরা প্রাকৃতিক উপায়ে উৎপাদিত হালাল পণ্য ড্রাইফুড, মসলা, চা পাতা সহ আরো অনান্য পণ্য পরিসেবা দিয়ে থাকি