Mirpur Bangla High School & College মিরপুর বাংলা উচ্চবিদ্যালয় ও কলেজ
Mirpur Bangla High School & College, Established 1964. Mirpur-11 (Boys) & Mirpur-6 (Girls). 1216 Mirpur, Dhaka Division, Bangladesh.
মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ। অষ্টম - 'ক' - বালক - দিবা শাখার ছাত্রদের নির্মিত এনিমেশন নাটক : 'অপরিচিত ব্যক্তি'। পরিচালক ও এডিটর : শাহরিয়ার মাহ্ফুজ সিয়াম ( অষ্টম - 'ক' - বালক - দিবা শাখা )
শান্তি আসলে ক্লাসে না যাওয়াতেই।
যারা এখনও রেজাল্ট দেখতে পারো নি তাদের জন্য রেজাল্ট দেখার নিয়ম:-পর্ব-১
SMS এর মাধ্যমে SSC রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম:-
SSC Result যেকোনো সিম অপারেটর এ দেখা যায়। কিন্তু ফিরতি SMS পেতে কিছুটা দেরী হতে পারে তবে #টেলিটক সিম হলে সব চেয়ে দ্রুত পাবেন ফিরতি SMS
যেভাবে রেজাল্ট দেখবেন:-
SSC JES Roll 2023 টাইপ করে পাঠাবেন 16222 নাম্বারে।
উদাহরন: "SSC DHA 344354 2023" লিখে পাঠাবেন 16222 নাম্বারে।
ঢাকা বোর্ডের জন্য DHA এবং অন্য সকল বোর্ডের জন্য বোর্ডের প্রথম ৩ টি অক্ষর বসাতে হবে। সকল বোর্ডের প্রথম ৩ অক্ষর নিচে দেওয়া আছে দেখে নিতে পারেন।
JES এর জায়গায় নিজের বোর্ডের প্রথম ৩ অক্ষর দেওয়ার পর নিজের রোল নাম্বার দিবেন। এরপর ২০২৩ সালের পরিক্ষার্থী হওয়ায় ২০২৩ লিখে সেন্ড করে দিবেন। ফিরতি এস এম এস এ আপনার রেজাল্ট জানিয়ে দিবে।
মাদ্রাসা বোর্ড এর জন্য: MAD
বি:দ্র: সিমে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে।
আর যদি কেউ রেজাল্ট না বের করতে পারেন তাহলে আমাকে ইনবক্সে নক দিয়েন আমি রেজাল্ট বের করে দিবো ইনশাআল্লাহ।
এস এস সি রেজাল্ট দেখার নিয়ম: পর্ব-২
এই পোস্টে দেখাবো, কিভাবে আপনারা Website থেকে রেজাল্ট দেখবেন....
রেজাল্ট দেখার জন্য বেশ কিছু সাইট রয়েছে। তার মধ্যে নিচে দেওয়া সাইট গুলোর যেকোনো একটিতে ডুকলে এরকম (ছবিতে লক্ষ্য করুন) ইন্টারফেইস আসবে।
লিংক ১: https://eboardresults.com/v2/home
লিংক- ২: http://www.educationboardresults.gov.bd/
এবার দেখে নেওয়া যাক কোথায় কি বসাবেন:
✅ Examination : এখানে SSC/DHAKHIL/EQUIValent সিলেক্ট করবেন।
✅ Year: এখানে আপনি যে সনের পরিক্ষার্থী সে সন দিবেন। [ অর্থাৎ ২০২৩]
✅ Borad: এখানে আপনি যে বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ড সিলেক্ট করবেন।
✅ Result Type: এখানে Individual Result সিলেক্ট করবেন।
✅ এরপর আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিবেন।
✅ Security Key: এখানে একটা ক্যাপচা দিবে। ক্যাপচা হালকা এবং অস্পষ্ট ভাবে 4 টি ডিজিট লেখা থাকবে। সেটা ভালো করে দেখে শূন্যস্থানে বসিয়ে Get Result এ ক্লিক করলেই রেজাল্ট চলে আসবে।
কোনো ওয়েবসাইটে ক্যাপচার যায়গায় যোগ করতে বলবে। অর্থাৎ 2+4 =? এরকম থাকবে।
সেক্ষেত্রে আপনারা যোগফল বসিয়ে Get result / Submit অপশনে ক্লিক করলেই আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন।
আরো ভালো করে বুঝার জন্য নিচে screenshot দেওয়া হলো।
জিপিএ-৫ মিছ মানে যে জীবন টাই মিছ এইটা কোনো কথা না। আমার কাছে রেজাল্ট শুধু মাত্র একটা নাম্বার বা ডিজিট মনে হয়।
বিষয়টা আমার ছাত্র জীবনে ঘটেছিলো যখন ক্লাস নাইন থেকে ক্লাস ১০ এ উঠেছিলাম - সেই থেকে রেজাল্ট নিয়ে কোনো মাথা ব্যাথা নেই।
আমি এসএসসি তে জিপিএ-৫ পাই নি কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার পছন্দের বিষয়ে পড়তে পেরেছি,ইঞ্জিনিয়ারিং ও কম্পিলিট করেছি।
আলহামদুলিল্লাহ জব ও করছি। তাই রেজাল্ট নিয়ে হতাশ না হওয়াই ভালো,আপনার লক্ষ্য স্থির করুন আর লক্ষ্য অর্জনের জন্য কোটি কোটি স্বপ্ন দেখেন আর তা বাস্তবায়ন করতে চেষ্টা করুন।নিয়মিত পরিশ্রম করুন। আর অবশ্যই সালাত আদায় করবেন বিশ্বাস করুন আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, সব চেয়ে ভালো টাই আপনার জন্য অপেক্ষা করছে।
MBSC boys are rockz! Authorities should stop bothering them.
মীরপুর বাংলা স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থী, সম্মানিত সকল শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০ জুলাই, ২০২৩ থেকে ০২ আগস্ট ২০২৩ পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ, হিজরী নববর্ষ ও আশুরা উপলক্ষ্যে ঘোষিত গেজেটভূক্ত ছুটি বাতিল করা হয়েছে। আগামীকাল ২০ জুলাই থেকে শ্রেণি কার্যক্রম চলবে। কাজেই প্রতিষ্ঠানে সকলের উপস্থিতি একান্ত কাম্য।
অধ্যক্ষ,
মীরপুর বাংলা স্কুল এন্ড কলেজ।
এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট।
সপ্তম শ্রেণী প্রযুক্তিমূলক সেসন (সকল বিষয়)
৩১ মে থেকে ৬ জুন ২০২৩
মীরপুর বাংলা স্কুল এন্ড কলেজে বই উৎসব ২০২৩ এ
গভর্ণিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা ও শিক্ষার্থীদের আনন্দঘন মুহূর্ত। এভাবে আনন্দের সাথে চলুক ২০২৩ শিক্ষাবর্ষ।
মীরপুর বাংলা স্কুল এন্ড কলেজ এর এসএসসি পরীক্ষার্থী ২০২৩ এর বিদায় ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় এমপি জনাব আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এবং গভর্ণিং বডির সম্মানিত সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে ছিল শিক্ষক কর্মচারীদের জন্য ইফতারীর বিশেষ আয়োজন।
সময় দ্রুতই ফুরিয়ে যায়। মীরপুর বাংলা স্কুল এন্ড কলেজ এর এসএসসি পরীক্ষার্থী ২০২৩ এর সুন্দর ফলাফলের প্রত্যাশায় থাকলাম আমরা শিক্ষা পরিবার।
মীরপুর বাংলা স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ২৬ - শে মার্চ ২০২৩
পল্লবী- রূপনগর থানায় সরকারীভাবে 'মীরপুর বাংলা স্কুল এন্ড কলেজ' স্কুল পর্যায়ে পুনরায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়, গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মিরপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা ঢাকা ১৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ স্যার সহ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য অপেক্ষমান অধ্যক্ষ মহোদয় সহ গভর্ণিংবডির সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। ২১-শে ফেব্রুয়ারী ২০২৩
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড
ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
এসএসসি পরীক্ষা ২০২৩-এর স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি।
শক্তি ফার্মাতে চলছে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশেষ ছাড়!
এছাড়াও মেডিসিন স্পেশালিষ্ট ডাক্তারের পরামর্শের জন্য ভিজিট মাত্র ৩০০ টাকা।
মহান বিজয়দিবস উপলক্ষে শিক্ষার্থীদের সাথে জাতীয় পতাকা উড়াচ্ছেন মীরপুর বাংলা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের Honorable principle sir.
The syllabus of Bangla Annual Examination for the fifth class candidates has been given in today's video. In this video you will find the Annual Exam Syllabus of class 5.
Class 5 Bangla Syllabus Discussion | 2019 Bangla SolutionThe syllabus of Bangla Annual Examination for the fifth class candidates has been given in today's video. In this video you will find the Annual Exam Syllabus of class 5.
Class 5 Bangla Syllabus Discussion | 2019 Bangla Solution
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Website
Address
111-6, Road: 13 Block C, Section 6, Pallavi Thana
Mirpur
DHAKA1216
Mirpur-14, Dhaka
Mirpur, 1206
Bangladesh Navy School & College, Dhaka is one of the most renowned educational institutions in Bangladesh. Tel: +88 02 8711445, +88 02 8713019
BCIC College, Zoo Road
Mirpur, 1216
BCIC College is an educational institution Dhaka, Bangladesh.It is an institution operated by Bangla
149, Shah Ali Bagh, Mirpur/1
Mirpur, 1216
Dhaka SDA Church Children Ministry Children Sabbath School Programs.
Mirpur, 1216
QuesHUB is an online Educational Platform in Bangladesh developed by QuesHUB LLC.
377 Monipur
Mirpur, 1216
This is an official page of Kingshuk Participatory School and College
Mirpur Cantonment Public School &College , Mirpur Cantonment/Dhaka
Mirpur, 1216
Official Page of MCPQC (MIRPUR CANTONMENT PUBLIC QUIZ CLUB)
Mirpur Dhaka , House 253/1 Road 15
Mirpur, 1216
For IELTS/ Spoken/Phonetics/Writing Candid Sir 01721624511