CSECU Alumni Association

The name of the Association shall be the “Computer Science and Engineering, Chittagong University

24/03/2024

বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (BCS)-এর কেন্দ্রীয় সহ-সভাপতি (প্রশাসন) পদে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব রেজাউল করিম-কে সিএসই সিউ এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় এলামনাই এসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ, সহ-সভাপতি সাইফুল রুমেন, যুগ্মসম্পাদক শামীম খান, যুগ্মসম্পাদক সাইফুল সাইফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Photos from CSECU Alumni Association's post 23/03/2024

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এলামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে আজ ২৩ মার্চ জিইসি মোড়ে দু:স্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশন এর সভাপতি মো: ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মু: ওয়াহিদ মুরাদ, সহ-সভাপতি মোস্তফা সাইফুল ইসলাম রুমেন, যুগ্ম-সম্পাদকদ্বয় শামীম খান ও সাইফ মোহাম্মদ সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল লতিফ ও মেহেদী হাসান রনিম, উচ্চশিক্ষা বিষয়ক সম্পাদক আতাউর রহমান শাওন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন নাদিম সহ অনান্য নেতৃবৃন্দ।

13/12/2023

প্রিয় এলামনাই
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন।

বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদর্শনের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন সকল ব্যাচ ও বিভাগ ভিত্তিক এলামনাই সহযোগে চট্টগ্রাম মিউনিসিপাল স্কুলে স্থাপিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ উপলক্ষ্যে আগামী ১৬ ই ডিসেম্বর, শনিবার,সকাল ৯ টায়,শাহআমানত মার্কেট,রেয়াজুদ্দিন বাজার মোড়ে সকল এলামনাইদের উপস্থিত থাকার বিনীত অনুরোধ রইলো।

মাহবুবুল আলম
সাধারণ সম্পাদক
চবি এলামনাই এসোসিয়েশন।

17/11/2023

৫৮তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস-২০২৩😀

17/11/2023

প্রিয় এলামনাই
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন

আগামী কাল বিশ্ববিদ্যালয় দিবস ২০২৩🌿❤️💚
এই উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও সেমিনারের আয়োজন করা হয়েছে।
সেমিনারে মুল প্রবন্ধ পাঠ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর সভাপতি জনাব মো :আবদুল করিম।
আনন্দ র‍্যালী শুরু হবে চবি শহীদ মিনার চত্বর থেকে।
আয়োজিত অনুষ্ঠানে চবি এলামনাই এসোসিয়েশন এর ব্যাচ ও বিভাগ ভিত্তিক সকল এলামনাইদের সাদর আমন্ত্রন রইল।

মাহবুবুল আলম
সাধারন সম্পাদক
চবি এলামনাই এসোসিয়েশন

05/05/2023

সকলের কাছে দোয়া কামনা করছি আমাদের সিএসইসিইউ পরিবারের সদস্য সাদীর জন্য। খুব দ্রুত সুস্থ হয়ে সাদী আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ।
দায়িত্ব আর ভালোবাসার সংমিশ্রণে আমাদের পরিবারের সদস্য সাদীর পাশে থাকার অনুরোধ রইলো........
সাদীর পাশে CSECU পরিবার ❤️❤️❤️❤️❤️

21/04/2023

❤️ Eid Mubarak ❤️

11/04/2023

আমাদের ডিপার্টমেন্টের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে গঠন হয় ২০১১ সালের ২৩ জুলাই। তখনকার ডিপার্টমেন্ট সভাপতি ড: হানিফ সিদ্দিকী স্যার সকল স্যারদের উপস্থিতিতে,উপস্থিত প্রাক্তন ও বর্তমান (তৎকালীন) ছাত্রদের সামনে এডহক কমিটি ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় গত ৮ এপ্রিল ২০২৩ ইং নতুন কমিটি গঠন করা হয়।
সকলের অবগতির জন্য তথ্য প্রামানসহ উপস্থাপন করা হলো।
তারপরেও কেও যদি বলেন বা বলার অপচেষ্টা করেন যে অ্যালামনাই এসোসিয়েশন ছিল না,কোনো আনুষ্ঠানিক কমিটি ছিল না বা ডিপার্টমেন্টের এপ্রুভাল ছিল না তার বা তাদের প্রতি আমরা অ্যালামনাই এর পক্ষ থেকে নিন্দা জানাই। কোনো রকম বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হলে, প্রয়োজনে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

সংযুক্তি : ১. এসোসিয়েশন ডিক্লারেশন ভিডিও
২. ইভেন্ট শিডিউল (৩টি)

এ.কে.এম ফজলুল হক।
সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক
সিএসইসিইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন

নতুন কমিটি পেলো চবি সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশন 10/04/2023

CSECU Alumni Association

নতুন কমিটি পেলো চবি সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশন ২০১১ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই অ....

09/04/2023

সিএসইসিইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশনর পৃষ্ঠপোষক ও উপদেষ্টামন্ডলী

Photos from CSECU Alumni Association's post 08/04/2023

সিএসইসিইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বহুল প্রতীক্ষিত সাধারণ সভা এবং নতুন কমিটি গঠন.....

07/04/2023
13/03/2023

সিএসসি সিউ এলামনাই অ্যাসোসিয়েশান নিয়ে একটা প্রশ্ন আমরা প্রায়ই শুনে এসেছি, এদের এক্টিভিটি কি? বছরে একটা ইফতার পার্টি ছাড়া কি তাদের আর কোনো এক্টিভিটি নাই? উত্তর হ্যাঁ বা না, যাই হোক না কেন তা নিয়া আমরা বিচলিত নই।বিচলিত না হলেও আমরা চিন্তিত, কিভাবে আমাদের এক্টিভিটি বাড়ানো যায়। একটা শক্ত অ্যাসোসিয়েশান দাড়া করানোর জন্য যা দরকার তা হলো আর্থিক সক্ষমতা,তা আমাদের নাই বললেই চলে। সবচেয়ে বেশি দরকার প্রাক্তনদের এগিয়ে আসা,একসাথে কাজ করা। পাশাপাশি একটা নির্বাচনের মাধ্যমে আমারা একটা কমিটি গঠন করে অ্যাসোসিয়েশানটাকে এগিয়ে নিয়ে যাওয়া।

এ লক্ষ্যেই আমরা কাজ শুরু করেছিলাম। বেশ কিছু সদস্য থেকে আমরা চাদা হিসাবে বেশ কিছু টাকা সংগ্রহ করা শুরু করেছিলাম। আমাদের দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়েনি, করোনায় আমাদের সব কার্যক্রম স্থবির করে দেয়।তবে, আমাদের এ উদ্যোগ একেবারেই বৃথা যায়নি। করোনার সময় আমাদের ডিপার্টমেন্টের অনেক ছোট ভাই/বোন, প্রাক্তন কিছু ভাইবোন পারিবারিক ভাবে বিপদে পড়ে গিয়েছিল। আমাদের সংগৃহিত টাকা দিয়ে তাদের পাশে দাঁড়ায় আমাদের অ্যাসোসিয়েশান । শুধু তাই নয়, এ পরিমানটা ছিল অপ্রতুল। আমাদের অনেকেই পরবর্তিতে ব্যক্তি পর্যায়ে এগিয়ে আসে।এবং তা তারা করে এলামনাই এর পক্ষ থেকে,এলামনাই এর অংশ বলেই।

ইদানিং একটা কথা শোনা যাচ্ছে, সিএসসি সিউ এর নাকি কোনো এলামনাই অ্যাসোসিয়েশানই নাই। ব্যাপারটা অনেকটা হাসির উদ্রেক তৈরী করে আমাদের মাঝে। কিন্তু ব্যাপারটা নিয়ে আমরা চিন্তিত, কারন এটা কারো কোনো ষড়যন্ত্রের অংশ নয় কি? এলামনাই অ্যাসোসিয়েশান এর তেমন কোন একটিভিটি নাই, বর্তমান কমিটি অনেক দিন ধরে আছে,নির্বাচন হচ্ছে না কেন এসব কথার সাথে আমরা দ্বিমত পোষণ করি না।কিন্তু কেউ যদি বলে অ্যাসোসিয়েশানই নাই,তাহলে তার অন্য মতলব আছে বলে আমরা মনে করি। তাকে বা তাদের বিরুদ্ধে আমরা নিন্দা জানাচ্ছি।

কেও যদি একটা একটা অ্যাসোসিয়েশানক শক্তিশালী করতে চায়,তাহলে আমরাও তাদের পক্ষে কাজ করবো।একটা কার্যকর এবং শক্তিশালী অ্যাসোসিয়েশান আমাদের সবার কাম্য।কিন্তু কেও যদি বলে অ্যাসোসিয়েশানই নাই,তাহলে তা আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ্। নতুন একটা অ্যাসোসিয়েশান তৈরী করতে চাওয়াটা হাস্যকর। নতুন একটা কমিটির কাছে আমরা(বর্তমান কমিটি) দ্বায়িত্ব বুঝিয়ে দিয়ে অ্যাসোসিয়েশানকে সামনে এগিয়ে নিতে উম্মুখ হয়ে আছি। কিন্তু দয়া করে কেও বলবেন না অ্যাসোসিয়েশান নাই। এর পিছনে আমাদের অনেকের অনেক পরিশ্রম,সময় ব্যয় হয়েছে, অর্থের কথা বাদ দিব না। যে সময় আমরা আমাদের পকেটের টাকা খরচ করা শুরু করেছি তখন আমরা নতুন চাকুরিজীবি,নিজে চলতেই কষ্ট হত,কিন্তু অ্যাসোসিয়েশানের জন্য আমরা করেছি। হতে পারে উল্লেখ করার মত কিছু না তবে,কেও যদি বলে অ্যাসোসিয়েশান নাই তাহলে কষ্টটা অনেক ভিতরে গিয়ে লাগে।

22/11/2022

Alumni or alumni association,is there any activity? Are we thinking any regarding this?

17/11/2021

শুভ জন্মদিন প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Photos from CSECU Alumni Association's post 13/10/2021

#শুভ_জন্মদিন_সিএসই_সিইউ

১৩ অক্টোবর ২০২০ থেকে ২১ বছরের পথ চলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের।
অভিনন্দন জানাই সকল শিক্ষক, এলাম্নাই, বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের।

18/07/2021

>>>>>>>>>>>শোক বাণী

16/12/2020

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
আগামী ১৮ ডিসেম্বর(শুক্রবার) বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নির্বাচনে আমাদের শ্রদ্ধেয় রেজাউল করিম স্যার সহ-সভাপতি (ফিন্যান্স) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবাই দেখেছেন, উনি সবসময় ছাত্র-ছাত্রীদের যেকোনো বিষয়ে সোচ্চার থাকেন এবং অন্তর দিয়ে কাজ করেন। আমরা যারা সিএসই সিইউ এর স্টুডেন্ট বিশেষ করে যারা ঢাকায় আছি, জানি সবাই ব্যস্ত। তারপরেও আমাদের উচিত হবে স্যারের জন্য নির্বাচনের দিন অন্তত একটু সময় দেওয়া। নিজেরা (ভ্যালিড ভোটার) তো ভোট দেবই আমাদের মধ্যে যারা ঢাকায় আছি তাদের আশেপাশের কলিগ, বন্ধু-বান্ধবদের যেন স্যারের ব্যাপারে একটু বলি। এটা আমাদের সম্মানের বিষয়। উনার অপোনেন্ট (ডুয়েট-এর টিচার) বেশ স্ট্রং ক্যান্ডিডেট। রেজা স্যার হেরে যাওয়া মানে সিএসই সিইউ হেরে যাওয়া। অনুরোধ করি, সবাই স্যারের জন্য একদিন ১ -২ ঘন্টা সময় দেই, সেই সাথে বাড়তি হিসেবে সিনিয়র জুনিয়র পুণর্মিলনী ও হয়ে যাবে। আমরা সকাল থেকেই কেন্দ্রের(আজিমপুর গার্লস স্কুল) আশেপাশে থাকবো, সবার সাথে দেখা হবে, আড্ডা হবে ইনশাআল্লাহ।

শুভ কামনা সবার জন্য।

18/11/2020

শুভ জন্মদিন প্রিয় ক্যাম্পাস, ভালবাসার চবি

Photos from এক টাকায় শিক্ষা - Ek Takay Shikkha's post 17/11/2020

অভিনন্দন এক টাকায় শিক্ষা 💙 Proud of you 💙💙

31/10/2020

বিসিএস (আইসিটি) ক্যাডার প্রবর্তনের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

Photos from CSECU Alumni Association's post 12/10/2020

শুভ জন্মদিন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
২০০০ থেকে ২০২০💚💚💚। পথ চলার ২০ বছর পূর্ণ হলো। অভিনন্দন সকল শ্রদ্ধেয় শিক্ষক, এলুম্নাই, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র- ছাত্রীদের।

14/08/2020

পঁচাত্তরের ১৫ই আগস্ট যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের সবার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক।

29/07/2020

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য এবং CSECU Alumni Association এর চীফ পেট্রন প্রফেসর ড. শিরিন আক্তার এর স্বামী বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) লতিফুল আলম চৌধুরী সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সিএসই সিইউ এলুম্নাই এ্যাসোসিয়েশন গভীরভাবে শোকাহত।

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

05/07/2020

সিএসই সিইউ এলুম্নাই এসোসিয়েশন এর পক্ষ থেকে অভিনন্দন জনাব রেজাউল করিম স্যার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

তিনি নবনির্মিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠাকালীন ১ম প্রভোস্ট হিসেবে মনোনীত হয়েছেন।

Photos from CSECU Alumni Association's post 26/12/2019

"সিএসই সিইউ এলুম্নাই এসোসিয়েশন" এর সদস্যদের তালিকাঃ
(আগের পোস্টে বিস্তারিত উল্লেখ আছে)

যারা মেম্বার হতে চাও তাদের জন্যঃ
সিএসই সিইউ এলুম্নাই এসোসিয়েশনের কন্সটিটিউশনে উল্লেখিত ব্যক্তিদের যে কেউ সদস্য হওয়ার অধিকার রাখে।
সাধারণ মেম্বারশীপ ধরা হয়েছে ৫০০ টাকা। আর লাইফ মেম্বারশীপ ধরা হয়েছে ২৫০০ টাকা।

02/12/2019

The registration fee for new members shall be BDT. 500/-;

the founder members, however, shall be exempt from such registration fees. The annual subscription for ordinary membership shall be:
Full Member – BDT. 200/-
Associate Member BDT. 100/-

A member who pays BDT. 2500/- shall become a life member. viz. Full Life Member.

26/10/2019

Website for The Alumni Association is under construction Phase. Keep Calm and Stay Connected...

Want your school to be the top-listed School/college in Muradpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আমাদের ডিপার্টমেন্টের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে গঠন হয় ২০১১ সালের ২৩ জুলাই। তখনকার ডিপার্টমেন্ট সভাপতি ড: হ...

Address


Muradpur

Other Education Websites in Muradpur (show all)
Scholars'Den Scholars'Den
H-109, R-09, O. R. NIZAM Road R/A
Muradpur, 4203

We are the one you need help for Duolingo, IELTS & OITEC, we provide full care with exam center.

HDS Medical & Technical Institute-CTG HDS Medical & Technical Institute-CTG
3 Muradpur More, Panchlaish, Chittagong
Muradpur, 4203

শিক্ষিত যুবদের প্রফেশনাল প্রশিক্ষণে?

Islamic Graduation Course CTG Islamic Graduation Course CTG
Jolil Building's Goli
Muradpur, 4000

This is an Islamic Sharia Course's educational page. We want to spread Islamic knowledge among peopl

AmarMadrasah.com AmarMadrasah.com
Muradpur

মাদরাসা শিক্ষার সর্বপ্রথম ও সর্ববৃহৎ অনলাইন ই-লার্নিং প্লাটফর্ম "আমার-মাদরাসা.কম" (amarmadrasah.com).

মাদরাসা-এ- মুহাম্মদীয়া ইসলামিয়া মাদরাসা-এ- মুহাম্মদীয়া ইসলামিয়া
Hamzerberg
Muradpur

মাদরাসা'র শিক্ষা সম্পর্কীয় সকল তথ্য

মহসিন কলেজ ছাত্রলীগ, চট্টগ্রাম। মহসিন কলেজ ছাত্রলীগ, চট্টগ্রাম।
Muradpur

সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজ।

Amirunnesa Primary & K.G. School Amirunnesa Primary & K.G. School
Bibirhat, Bashor Market
Muradpur, 4211

বিদ্যালয়ের অফিসিয়াল পেইজে আপনাদের সবাইকে স্বাগতম।

NU Online Academy NU Online Academy
Muradpur

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বপ্রথম ও সর্ববৃহৎ অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম।