Agrani Blood Donation Voluntarily Mymensingh

it's not a business
only Blood donation VOLUNTARILY

Photos from Agrani Blood Donation Voluntarily Mymensingh's post 01/12/2023

ভাই কতোদিন যাবত রক্ত দান করছেন জানি না
ভাই sirajul amin এর মা কে আমি রক্ত দিয়েছি ৫-৭ দিন আগে এই সুবাদে পরিচয়।
সে নিজেও সেচছায় রক্ত দান করেন। আল্লাহু আপনাকে নেক হায়াত দান করুন।

Photos from Agrani Blood Donation Voluntarily Mymensingh's post 28/11/2023

উৎসাহ যোগানের জন্য পোস্ট যাইহোক
৭৭ বারের মতো রক্তদাতার ভুমিকায় ছিলাম।
আপনাকেই বলছি! পারলে আপনিও একবার দিন।

27/11/2023

#দয়া #করে #সবাইকে #পড়ার #পরামর্শ #রইলো
আপনার রক্ত দিতে পারে নতুন একটা জীবন। রক্ত ৩ মাস পর পর দেওয়া যায় এতে কোন রকম ক্ষতি হয়না। তাছাড়া রক্তের দরকার সবারই পরে, যেহেতু সেছছায় রক্ত দানের গ্রুপ, সচল রাখতে আপনাদের সকলের সহযোগিতা কাম্য। যদি গ্রুপের জন্য কারো গুরুত্বপূর্ণ কোন পরামর্শ থাকে অবশ্যই জানাবেন।
ছোট এই গ্রুপে কারোর একার পক্ষে সকলের চাহিদা মেটানো সম্ভব নয় যতটুকু সম্ভব আমার /আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা। আপনাদের সহযোগিতার জন্যে সবাই যদি আপনাদের তথ্য দিতেন তাহলে গ্রুপের সকলেই উপকৃত হতোঃ

ঠিকানা :বর্তমান অবস্থান
রক্তের গ্রুপ :
মোবাইল নম্বর :
রক্ত দেবার মতো অভিজ্ঞতা : হ্যাঁ / না
পেশা :

বর্তমান বা যে কোন পরিস্থিতি মোকাবেলায়,ভালো একটি ভবিষ্যত চাইলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন,সন্তান কে যথেষ্ট পরিমান সময় দিন।
অন্য দের এই পরামর্শ দিন

Photos from Agrani Blood Donation Voluntarily Mymensingh's post 07/05/2023

উৎসাহ যোগানের জন্য পোস্ট

গর্ব করছি না,আবার করছিও যাই হোক
৭৪ বা ৭৫ বারের মতো রক্তদাতার ভুমিকায় ছিলাম।
কেন বল্লাম জানেন?
আমি ৭৪/৭৫ বার পারলে আপনি একবার পারবেন না ?
আপনার একবারের দানে হয়তো কোন সন্তানের মুখে হাসি ফুটবে কিংবা কোন স্ত্রীর বা স্বামীর বন্ধনের ছেদ পরবে না।
কোন একটি মা হয়ত সন্তানের মুখের মা ডাক থেকে বঞ্চিত হবে না।
আপনার একটু এগিয়ে আসাটাই হবে হয়ত বিশাল মিছিলের শুরু।

15/12/2022
30/10/2022

রক্তদাতারা এগিয়ে আসুন
💁রোগীর সমস্যা: সিজারের পেসেন্ট
🔴রক্তের গ্রুপ: A+
💉রক্তের পরিমাণ:- আপাতত 2 ব্যাগ
📆রক্তদানের তারিখ:-আজকে

⌚রক্তদানের সময়: ইমার্জেন্সি লাগবে
🏥রক্তদানের স্থান: - ময়মনসিংহ চরপারা;গাইনী বিভাগ
☎যোগাযোগ:- +8801770209012(রোগীর হাসবেন্ড)

06/10/2021

জরুরী B+ POSITIVE রক্ত দরকার
সিজার করতে হবে
শদেশ হাসপাতাল
মোবাঃ ০১৭১১০৬০৬৫৮

01/05/2020

৫৫ তম দিন
গত ২৪ ঘন্টায়

মোট পরীক্ষা ৫৫৭৩
নতুন আক্রান্ত ৫৭১
সর্বমোট আক্রান্ত ৮২৩১
নতুন মৃত্যু ২
সর্বমোট মৃত্যু ১৭০

আজ ইফতার ৬ঃ৩২ মি

30/04/2020

ইফতারের দোয়া

ইফতারও রমজানের অন্যতম ইবাদত। সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা সুন্নাত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসংখ্য হাদিসে যথাসময় ইফতার করার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন। হাদিসে এসেছে-‘মানুষ যতদিন ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে ইফতার করবে; ততদিন তারা কল্যাণ লাভ করবে।'

তাই ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে বলা-- بِسْمِ الله বিসমিল্লাহ বলা। অতপর এ দোয়া পড়া-اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ উচ্চারণ : আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু।

অর্থ : হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক দ্বারা ইফতার করছি। (আবু দাউদ মুরসাল, মিশকাত)

হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইফতার করাকালীন সময়ে বলতেন-

ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ

উচ্চারণ : ‘জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।’

অর্থ : ‘ (ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াবও স্থির হলো ‘ (আবু দাউদ, মিশকাত)

মাত্র ২ মিনিটে করোনা ভাইরাসের লক্ষণগুলো জেনে নিন | Corona Virus Symptoms In Bangla/Bengali 01/04/2020

https://youtu.be/2fbJQ3lsfDQ

মাত্র ২ মিনিটে করোনা ভাইরাসের লক্ষণগুলো জেনে নিন | Corona Virus Symptoms In Bangla/Bengali In this video, I am sharing Coronavirus symptoms in Bangla/Bengali. মাত্র ২ মিনিটে করোনা ভাইরাসের লক্ষণগুলো জেনে নিন. ---------------------------------------...

24/03/2020

করোনাভাইরাস: সচেতনতায় প্রতিরোধ সম্ভব:
--------------------------------------------------------------
করোনাভাইরাসগুলি এমন ধরণের ভাইরাস যা সাধারণত মানব সহ স্তন্যপায়ী প্রাণীদের শ্বাসযন্ত্রের ট্র্যাক্টকে প্রভাবিত করে। এগুলি সাধারণ সর্দি, নিউমোনিয়া এবং মারাত্মক তীব্র শ্বাসযন্ত্রের লক্ষণের (এসএআরএস) সাথে যুক্ত এবং এটি অন্ত্রকেও প্রভাবিত করতে পারে।

✪ করোনাভাইরাসের লক্ষণ:

ঠান্ডা, কাশি, গলা ব্যথা, শ্বাস নিতে অসুবিধা, জ্বর, এগুলিই ঐ ভাইরাসের প্রাথমিক লক্ষণ। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের এর জেরে নিউমোনিয়া হতে পারে এবং এই ভাইরাস কিডনিরও ক্ষতি করে।

✪ প্রকারভেদ:
বিভিন্ন ধরণের মানব করোনাভাইরাস তাদের অসুস্থতার তীব্রতার কারণে এবং তারা কতদূর ছড়িয়ে দিতে পারে তার মধ্যে তারতম্য রয়েছে।
বর্তমানে ছয়টি স্বীকৃত ধরণের করোনাভাইরাস রয়েছে যা মানুষকে সংক্রামিত করতে পারে।
সাধারণ ধরণের মধ্যে রয়েছে:
২২৯-ই (আলফা করোনাভাইরাস)
এন এল-৬৩ (আলফা করোনাভাইরাস)
ও সি-৪৩ (বিটা করোনাভাইরাস)
এইচ কে ইউ-১ (বিটা করোনাভাইরাসে)

✪ প্রতিরোধে করণীয়:
প্রথমত, এই ভাইরাসটি যেখানে ছড়াচ্ছে সেখানে যাওয়া এড়ানো উচিত। আর আপনি যদি একান্তই এমন জায়গার কাছাকাছি থাকেন তবে এই ভাইরাস থেকে বাঁচতে আপনি নিম্নলিখিত পদ্ধতিগুলি অবলম্বন করতে পারেন ;
• আপনার হাত সাবান দিয়ে ভাল করে ধুয়ে নিন। যদি সাবান না থাকে তবে স্যানিটাইজার ব্যবহার করুন।
• আপনার নাক এবং মুখ ভালভাবে ঢেকে রাখুন।
• অসুস্থ ব্যক্তিদের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন। তাঁদের ব্যবহৃত বাসন ব্যবহার করবেন না এবং তাঁদের স্পর্শ করবেন না। এর ফলে রোগী এবং আপনি দুজনেই সুরক্ষিত থাকবেন।
• ঘর পরিষ্কার রাখুন এবং বাইরে থেকে আসা জিনিসগুলিকেও পরিষ্কার করে ঘরে আনুন।
• নন-ভেজ বিশেষত সামুদ্রিক খাদ্য খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। কেননা এই ভাইরাস সি-ফুড থেকেই ছড়ায়। বিশ্রাম করুন ।
• যতটা সম্ভব ঘরেই থাকার চেষ্টা করুন। তবে বাইরে প্রয়োজন ছাড়া বের না হওয়াই ভালো।
• বাইরে বের হওয়ার আগে সঙ্গে মাস্ক নিতে ভুলবেন না।
• বাস, ট্রেন বা এজাতীয় গণপরিবহনগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন।
• বাইরে থেকে ফিরে হ্যান্ডওয়াশ বা লিকুইড সোপ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন।
• বাইরে যাওয়ার আগে ঘরের দরজা জানালা বন্ধ করে যান। সকালে ঘণ্টাখানেকের জন্য জানালা খোলা রাখুন। তাতে পর্যাপ্ত সতেজ বাতাস এবং সূর্যের আলো ঘরে প্রবেশ করবে।
• সুস্থ্য এবং শক্তিশালী থাকতে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। প্রচুর ফলমূল এবং পর্যাপ্ত পানি খাবেন। কোনো কিছু খাওয়া কিংবা রান্না করার আগে ভালো করে ধুয়ে নেবেন।
• ডিম কিংবা মাংস রান্নার সময় চেষ্টা করুন পর্যাপ্ত সময় ধরে রান্না করতে। খেয়াল রাখবেন, এগুলো যেন অবশ্যই সেদ্ধ হয়।
• ময়লা কাপড় দ্রুত ধুয়ে রাখার চেষ্টা করুন, দিন বা সপ্তাহ ধরে ফেলে রাখবেন না।
• সুরক্ষিত থাকতে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আপনার পরিচিত কেউ আক্রান্ত মনে হলেও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন।

✪ করোনাভাইরাসের চিকিৎসা:
নাক থেকে শ্লেষ্মা বা রক্তের মতো শ্বাস-প্রশ্বাসের তরলগুলির নমুনা গ্রহণ করে দায়ী ভাইরাসটি সনাক্ত করা যায়। এখনও পর্যন্ত করোনাভাইরাস থেকে মুক্তি পেতে কোনও ভ্যাকসিন আবিষ্কার হয়নি। বিজ্ঞানীরা এই ভাইরাসের চিকিৎসার জন্য ভ্যাকসিন তৈরির জন্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
✥ ✥ নিজেরা সর্তক হোন এবং অন্যদেরকেও বিষয়টি শেয়ার করে জানান।

23/02/2020

জরুরী ভিত্তিতে ( B-)বি- নেগেটিভ রক্ত দরকার
গ্রুপের কেউ এ-র বি নেগেটিভ রক্ত থাকলে
জানাও/জানান
ধন্যবাদ
স্থান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে

11/02/2020

কার রক্তের গ্রুপ কি জানালে খুব ভালো হতো,
আমি,আমরা এবং আপনি উপকৃত হবো
ধন্যবাদ

11/02/2020

কার রক্তের গ্রুপ কি
জানালে খুব ভালো হতো

Want your practice to be the top-listed Clinic in Mymensingh?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Mymensingh
2200

Other Blood Banks in Mymensingh (show all)
Badhonhara: A Blood Donation Society for Nazrul University Badhonhara: A Blood Donation Society for Nazrul University
Jatiya Kabi Kazi Nazrul Islam University, Trishal
Mymensingh, 2220

Donate your blood for humanity.

রক্তদানে যুবসংঘ,ময়মনসিংহ রক্তদানে যুবসংঘ,ময়মনসিংহ
Saroda Ghosh Road, Dhaka
Mymensingh, 2200

একের রক্তে বাঁচবে অন্যের প্রাণ রক্তদানে হোক মানবকল্যান

যুব শক্তি ব্লাড ব্যাংক যুব শক্তি ব্লাড ব্যাংক
Mymensingh

রক্তদানের গুরুত্ব স্কুলে শেখানো উচিত, যাতে সবাই এর উপকারিতা সম্পর্কে সচেতন হয়।

রক্তিম ময়মনসিংহ রক্তিম ময়মনসিংহ
Mymensingh, Dhaka
Mymensingh, 2200

রক্তিম ময়মনসিংহ🩸 একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী মূলক রক্তদান সংগঠন।✅ প্রয়োজনে কল দিন: 📞 01733165206 📱

গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন
Gouripur
Mymensingh

মানবতার ফেরিওয়ালা।

Dhurua Blood Searching Organisation Dhurua Blood Searching Organisation
Mymensingh

- P̑̈l̑̈ȇ̈ȃ̈s̑̈ȇ̈ D̑̈ȏ̈n̑̈'t̑̈ Ȋ̈g̑̈n̑̈ȏ̈ȓ̈ȇ̈ M̑̈ȇ̈ �

P.S. Blood Donation Agency P.S. Blood Donation Agency
Sherpur
Mymensingh, 1200

সেচ্ছাই করি রক্ত দান ,যদি বাচেঁ একটি প্রান।

রক্তের সন্ধানে SQ Celsius Unit- 2 রক্তের সন্ধানে SQ Celsius Unit- 2
Trishal
Mymensingh, 2222

দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করত?

Red ROSE Donor's Club Red ROSE Donor's Club
Mymensingh

Give blood, Save life

তৃণমূল রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ-TBFB.Org তৃণমূল রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ-TBFB.Org
Mymensingh

"আমরা বাঁচাবো রক্তে মুমূর্ষু রোগীর প্রান

জরুরী রক্তদানে আমরা জরুরী রক্তদানে আমরা
Fulbaria
Mymensingh, 2216

হাসবে রোগী বাঁচবে প্রাণ,স্বেচ্ছায় কর?

রক্তদানে আমরা ময়মনসিংহ রক্তদানে আমরা ময়মনসিংহ
Mymensingh
Mymensingh

ময়মনসিংহ ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।