Pabna e Shop

Pabna e Shop

ঐতিহ্য ঘেরা পাবনা জেলার বিখ্যাত পণ্য ?

”আমরা বিশ্বাস করি ব্যবসা একদিনের জন্য নয়“
এই বিশ্বাসকে লালন করে আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি পাবনা জেলার বিখ্যাত সকল ভেজালমুক্ত খাঁটি পণ্য আপনাদের হাতে পৌছে দেয়ার জন্য।

23/05/2022
11/04/2022

👉 বাংলার বহু রান্নায় ঘি ব্যবহৃত হয়ে খাদ্যরসিক বাঙ্গালির রসনার তৃপ্তি ঘটিয়ে আসছে। পোলাও, বিরিয়ানিতে ঘি একটি অত্যাবশ্যক উপকরণ।

👉 স্বাদ ও গন্ধে অতুলনীয় আমাদের খাটিঁ গাওয়া ঘি যা একবার খেলে মনে পড়ে ছোট্ট বেলার সেই দিনের কথা।

✅ ভেজাল মুক্ত ১০০% বিশুদ্ধ পাবনার ঘি
✅ কাঁচা ঘাস খাওয়া গরুর দুধের ননী থেকে তৈরি ঘি
✅ নিজস্ব তত্ত্বাবধানে ঘি তৈরি করে থাকি
✅ ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, নিভের্জাল ও নিরাপদ খাবার পৌছে দিয়ে সেবার চেষ্টা করছি
✅ আমাদের ঘি খেয়ে পরে দাম দেওয়ার সুযোগ থাকছে
✅ ঘি ভেজাল প্রমাণ করতে পারলে মূল্য ফেরত
✅ ১ কেজি নিলে ফ্রি ডেলিভারি দেয়া হবে
✅ দ্রুত সময়ে ডেলিভারি দেয়া হবে

🔥 পাবনার ১০০% খাঁটি গাওয়া ঘি 🔥
১ কেজি - ১৪০০/-
৫০০ গ্রাম - ৭২৫/-
৩৫০ গ্রাম - ৫৫০/- (কাচেঁর বোতল)

অর্ডার করতে কল করুন 📞 01730 580 446 অথবা ইনবক্স করুন👉

31/03/2022

পাবনার কাচাঁ ঘাস খাওয়া দেশী গরুর গাওয়া ঘি ১০০% খাটিঁর নিশ্চয়তা

29/09/2021

👉👉 খাঁটি ঘি চেনার উপায়

✅ ঘি খাঁটি কিনা সেটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো প্যানে গরম করা। এক চামচ ঘিদিন গরম প্যানে। যদি ঘি তাৎক্ষণিকভাবে গলে যায় এবং গাঢ় বাদামি রঙে পরিণত হয়, তবে এটি খাঁটি ঘি। যদি ঘি গলতে সময় নেয় এবং হলদে হয়ে যায়, তবে বুঝবেন ঠকেছেন আপনি।

✅ একটি কাচের বয়ামে খানিকটা ঘি নিন। একটি গরম পানির পাত্রে বয়ামটি বসিয়ে গরম করুন। গলে গেলে ফ্রিজে রেখে দিন বয়াম। যদি ঘি দুই লেয়ারে জমে, তা হলে বুঝবেন ঘিয়ের সঙ্গে নারিকেল তেল মেশানো হয়েছে।

✅ ১ চা চামচ ঘি নিন হাতের তালুতে। ঘি যদি ত্বকের সংস্পর্শে আপনাতেই গলে যায় তবে বুঝবেন ঘি বিশুদ্ধ।

✅ তরল ঘিয়ের মধ্যে সামান্য আয়োডিন সলিউসন দিন। যদি বাদামি রঙের সলিউসনটি বেগুনি রঙ ধারণ করে, তবে বুঝবেন ঘি খাঁটি নয়।

👉আমাদের কাছ থেকে কেন নিবেন

✅ ভেজাল মুক্ত ১০০% বিশুদ্ধ পাবনার ঘি
✅ কাঁচা ঘাস খাওয়া গরুর দুধের ননী থেকে তৈরি ঘি
✅ নিজস্ব তত্ত্বাবধানে ঘি তৈরি করে থাকি
✅ ব্যবসার উদ্দেশ্যে নয়, নিভের্জাল ও নিরাপদ খাবার পৌছে দিয়ে সেবার চেষ্টা করছি
✅ আমরা নিজেরা হাট বাজার থেকে পন্য সংগ্রহ করে থাকি
✅ আমাদের ঘি খেয়ে পরে দাম দেওয়ার সুযোগ থাকছে
✅ ঘি ভেজাল প্রমাণ করতে পারলে মূল্য ফেরত
✅ ১ কেজি নিলে ফ্রি ডেলিভারি দেয়া হবে
✅ দ্রুত সময়ে ডেলিভারি দেয়া হবে

🔥 পাবনার ১০০% খাঁটি গাওয়া ঘি 🔥
১ কেজি - ১৩৫০/-
৫০০ গ্রাম - ৭০০/-

অর্ডার করতে কল করুন 📞 01730 580 446 অথবা ইনবক্স করুন

26/09/2021

👉 ভেজাল ঘি চেনার উপায়

বর্তমানে প্রায় সব খাবারেই ভেজাল মেশানো থাকে। ব্যবসায় অধিক লাভের আশায় দিনের পর দিন বেড়েই চলেছে ভেজালের কারবার।
চাল-ডালে কাঁকর, ফলে রাসায়নিক পদার্থ, দুধে সাবান পানি।

এসব বিষয়ে ভেজাল বোঝা যায় তবে ঘি-মাখনে ভেজাল বোঝা বেশ কষ্টসাধ্য ব্যাপার।ভেজাল মেশানো বিষাক্ত খাবার শরীরে বাসা বাঁধছে নানা ধরনের অসুখ-বিসুখ।

👉 বিশুদ্ধ ঘি বা মাখনে ভেজাল হিসেবে অধিকাংশ ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে ডালডা। এক চামচ ঘি বা মাখন গলিয়ে একটি স্বচ্ছ কাঁচের বয়াম বা বোতলে রাখুন। এতে একই পরিমাণ মিউরিঅ্যাটিক অ্যাসিড ও সামান্য চিনি মেশান। এরপর এর মুখ বন্ধ করে খুব জোরে জোরে ঝাঁকান। কিছুক্ষণ ঝাঁকানোর পর পাত্রটি স্থির অবস্থায় রেখে দিন। কিছুক্ষণ পর এর নিচে যদি লাল রঙের আস্তরণ পড়ে, তাহলে বুঝবেন এতে ভেজাল মেশানো রয়েছে।

👉 আবার ঘি নিয়ে যদি আপনার সন্দেহ থাকে তাহলে পুরোটা ঘি একটি পাত্রে ঢেলে চুলায় জ্বাল দিন। প্রথমে চুলার আঁচ কমিয়ে জ্বাল দিন। তারপর আঁচ বাড়িয়ে দিন। মিনিট দুয়েক জ্বাল দিন। তারপর হালকা ঠান্ডা করে কাঁচের জারে রাখুন।

ঠান্ডা হলে যদি দেখেন পাত্রের নিচের দিকে সাদা জমাট বেঁধে থাকে এবং উপর দিকে তেল উঠে থাকে তার মানে বুঝতে হবে এটা ভেজাল।

আর যদি জ্বাল দেয়ার পর কিছু আলাদা না হয়ে সবটাই মিশে থাকে তাহলে এটা খাঁটি।

🔥 পাবনার গাওয়া ঘি 🔥
১ কেজি - ১৩৫০/-
৫০০ গ্রাম - ৭০০/-

👉আমাদের কাছ থেকে কেন নিবেন
✅ ভেজাল মুক্ত ১০০% বিশুদ্ধ পাবনার ঘি
✅ কাঁচা ঘাস খাওয়া গরুর দুধের ননী থেকে তৈরি ঘি
✅ নিজস্ব তত্ত্বাবধানে ঘি তৈরি করে থাকি
✅ ব্যবসার উদ্দেশ্যে নয়, নিভের্জাল ও নিরাপদ খাবার পৌছে দিয়ে সেবার চেষ্টা করছি
✅ আমরা নিজেরা হাট বাজার থেকে পন্য সংগ্রহ করে থাকি
✅ আমাদের ঘি খেয়ে পরে দাম দেওয়ার সুযোগ থাকছে
✅ ঘি ভেজাল প্রমাণ করতে পারলে মূল্য ফেরত
✅ ১ কেজি নিলে ফ্রি ডেলিভারি দেয়া হবে
✅ দ্রুত সময়ে ডেলিভারি দেয়া হবে

অর্ডার করতে কল করুন 📞 01730 580 446 অথবা ইনবক্স করুন

21/09/2021

👉 ঘি খেলে কি ওজন কমে ?

✅ ওজন বেড়ে যাওয়ার ভয়ে ঘি খাওয়া থেকে বিরত থাকেন অনেকেই। কিন্তু এই ওজন বেড়ে যাওয়া কিংবা অসুস্থতার সঙ্গে ঘিয়ের কোনো সম্পর্ক নেই। বরং মস্তিষ্ক থেকে পায়ের নখ পর্যন্ত শরীরে একাধিক অঙ্গের সচলতা বৃদ্ধিতে ঘিয়ের ভূমিকা রয়েছে।

✅ প্রতিদিন ঘি খেলে একদিকে যেমন ভিটামিন এ এবং ই-এর ঘাটতি দূর হয়, তেমনি অ্যান্টি-অ্যাক্সিডেন্টের মাত্রাও বৃদ্ধি পেতে শুরু করে। ফলে পুষ্টির ঘাটতি দূর হওয়ার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী হয়।

✅ ঘি খেলে ওজন বাড়ে না, বরং কমে। ঘিয়ে উপস্থিত এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি ঝরিয়ে ফেলতে সাহায্য করে। ফলে স্বাভাবিকভাবেই ওজন কমতে শুরু করে।

✅ ঘিয়ে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে উপস্থিত ফ্রি রেডিকালদের ক্ষতি করার ক্ষমতাকে কমিয়ে দেয়। ফলে কোষের বিন্যাসে পরিবর্তন হয়ে ক্যান্সার সেলের জন্ম নেওয়ার আশঙ্কা হ্রাস পায়।

🔥 পাবনার খাঁটি গাওয়া ঘি
১ কেজি - ১৩৫০/-
৫০০ গ্রাম - ৭০০/-

👉 অর্ডার করতে কল 📞 01730580446 অথবা ইনবক্স করুন

18/09/2021

ব্রিটিশ আমল থেকেই পাবনা ঘি এর জন্য বিখ্যাত । শুধু বাংলায় নয়, পুরো ভারতবর্ষেই এটি সমান জনপ্রিয় ছিলো। ভারতের তৎকালীন কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী পাবনার ঘি এর ভক্ত ছিলো।

বাংলার কংগ্রেস নেতারা তাঁর জন্য নিয়মিত এখানকার ঘি উপহার পাঠাতো বলে একটি কথা প্রচলিত আছে সেখানে। পাবনার ঘি ওই জনপদের শুধু ঐতিহ্য নয়, এটি এখন একটি শিল্প। শত বছরের ঐতিহ্যকে ধারণ করে এখন বাণিজ্যিকভাবে ঘি সহ বিভিন্ন রকম মিষ্টি তৈরি হচ্ছে সেখানে।

পাবনার ঘিয়ের কদর বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও এর কদর রয়েছ। এটি এতই বিখ্যাত যে, একটি বিখ্যাত প্রবাদও প্রচলিত আছে‘পদ্মার ইলিশ আর পাবনার ঘি, জামাইয়ের পাতে দিলে আর লাগে কী?’

👉 বাণিজ্যিক ভিত্তিতে ঘি তৈরির মূল উপাদান হলো ননি। খাঁটি ননি সঠিক নিয়মে জ্বাল দিয়ে তৈরি হয় উৎকৃষ্ট ঘি। পাবনার দুধ উৎপাদনকারী এলাকাগুলোতে রয়েছে প্রচুর ছানা তৈরির কারখানা। এসব কারখানায় ছানা তৈরির পাশাপাশি ননিও তৈরি হয়। আবার অনেক খামারি নিজেদের খামারে উৎপাদিত দুধ কোনো কারণে বিক্রি করতে না পারলে তা থেকে ননি তৈরি করে থাকেন। এ ছাড়া এলাকার দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানগুলোও দুধের উদ্বৃত্ত ননি তুলে রাখে। ফলে পাবনার দুধ উৎপাদনকারী এলাকায় হাত বাড়ালেই পাওয়া যায় পর্যাপ্ত ননি।

ঘি তৈরির কারিগরেরা সেই ননি সংগ্রহ করে জ্বাল দিয়ে তৈরি করেন ঘি। সাধারণত দুই কেজি ননি জ্বাল দিয়ে এক কেজি ঘি পাওয়া যায়।

ঘি নিয়ে পাবনাবাসীর গর্ব করার সুযোগ সৃষ্টি হয়েছে বেড়া, সাঁথিয়া, ফরিদপুর, আটঘরিয়া ও পার্শ্ববর্তী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় উৎপাদিত গরুর দুধের কারণে। এ উপজেলাগুলো এখন দেশের সেরা দুগ্ধ উৎপাদনকারী এলাকা। শুধু তা-ই নয়, এ এলাকার দুধ স্বাদে ও মানেও দেশসেরা বলে এলাকাবাসী মনে করেন। ঘি উৎপাদনে পাবনার প্রসিদ্ধ হয়ে ওঠার পেছনে দুধের এমন সহজলভ্যতাই মূল কারণ বলে এলাকার ঘি উৎপাদনকারীরা মনে করেন।

দুগ্ধ ভাণ্ডার খ্যাত পাবনা অঞ্চলে খাঁটি দুধে তৈরি ঘি দেশের গণ্ডি পেরিয়ে এখন কানাডা, ইংল্যান্ড, আমেরিকা, সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, দুবাই, কুয়েতসহ বিশ্বের ১৫টি দেশে রফতানি হচ্ছে। ছানা ও ঘি বিদেশে রফতানি করে প্রতি বছর প্রায় ৩০ কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে ।

🔥 পাবনার ১০০% খাঁটি গাওয়া ঘি
১ কেজি - ১৩৫০/-
৫০০ গ্রাম - ৭০০/-

👉 অর্ডার করতে কল 📞 01730580446 অথবা ইনবক্স করুন

16/09/2021

সুষম খাবারের পাশাপাশি ঘি খেলে ওজন কমে। অবিশ্বাস্য মনে হলেও সত্য। ঘিতে রয়েছে কনজুগেটেড লিনোলেইক অ্যাসিড। ডায়াবিটিস ঠেকানোর পাশাপাশি ওজন কম রাখতেও সাহায্য করে এই অ্যাসিড। এছাড়া ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঘি।

✅ দিনে দু’চামচ ঘি খেলে ক্ষতিকর কোলেস্টেরল কমে, বাড়ে উপকারী কোলেস্টেরল। এতে হৃদরোগের আশঙ্কা কমে যায় প্রায় ২৩ শতাংশ।

✅ ঘিয়ের মধ্যে ভিটামিন এ, ডি, ই, কে রয়েছে। তার সঙ্গে আছে কোলিন। যকৃত এবং মস্তিষ্কের স্বাস্থ্য ভাল রাখতে ঘি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

✅ পুষ্টিবিদরা জানিয়েছেন, ঘি দিয়ে রান্না করলে ঘিয়ের মধ্যে থাকা ফ্যাট দ্রবীভূত হতে পারে, এমন ভিটামিনগুলো শরীরের উপযোগী হয়ে খাবারে মিশে যায়।

✅ ঘিয়ের স্মোক পয়েন্ট ৪৮৫ ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ রান্না করার সময় ঘিয়ের রাসায়নিক গঠন দ্রুত ভেঙে গিয়ে ক্ষতিকর রাসায়নিক তৈরি হয় না।

🔥 পাবনার খাঁটি গাওয়া ঘি
১ কেজি - ১৩৫০/-
৫০০ গ্রাম - ৭০০/-

👉 অর্ডার করতে কল 📞 01730580446 অথবা ইনবক্স করুন

10/06/2021

🔴 যে কারণে নিতে পারেন

🥭 পাবনার নিজস্ব বাগানের ১০০% কেমিক্যাল মুক্ত হিমসাগর আম
🥭 বাগানের সেরাটা দেয়ার চেষ্টা করছি কারণ এটাই আমাদের অঙ্গীকার
🥭 বাছাইকৃত সেরা আম কেজিতে ৪/৫ টা হবে
🥭 সর্বনিম্ন ১০ কেজি নিতে হবে সেক্ষেত্রে কার্টুনে দেয়া হবে, চাইলে ক্যারেটেও নিতে পারবেন
🥭 ২০ কেজির বেশি নিলে ১ কেজি ফ্রি
🥭 ১ মন নিলে ৬২ টাকা কেজি

✅ কেজি প্রতি আমের মূল্য ৬৫ টাকা
✅ ক্যারেট ফেরতযোগ্য (নিতে চাইলে ১২০ দিতে হবে)
✅ ডেলিভারি চার্জ ৩০ টাকা (শুধুমাত্র পাবনার জন্য)
✅ নির্দিষ্ট একটা সময়ে ডেলিভারি দেয়া হবে

🚚 অর্ডার করতে ইনবক্স অথবা কল করুন 01730 580 446

👍 Pabna e Shop লাইক দিয়ে সাথেই থাকুন

বিঃদ্রঃ
👉 বিষমুক্ত আম ভাঙার পর বেশিদিন রাখা যায় না, তাই নিতে চাইলে দ্রুত অর্ডার করতে হবে
👉 আম্রপলি আমের প্রি-অর্ডার চলছে
👉 পাবনা ই শপ থেকে প্রথমবার পণ্য ক্রয়ের পরবর্তী ৩ মাসের মধ্যে যেকোন পন্য অর্ডার করলেই পাচ্ছেন ৫% ছাড়

08/06/2021

হইছে একটা কাম, বেচি আমি আম !
জানি প্রচারেই প্রসার , তাতেও বাড়ে প্রেসার !

🔴 পাবনা ই শপ আম বিক্রি না করার কারণ

👉 ফেসবুক খুললেই আমের ছড়াছড়ি সবারই রাজশাহীতে নিজস্ব বাগান আছে, কিন্তু আমাদেরতো নাই
👉 কথিত বাগান মালিকদের কাছ থেকে আম নিয়ে ১০ কেজি বিক্রি করতে গেলে
যে পরিমাণে টেনশানে থাকতে হয়, আমার কাষ্টমার ভাল আম পেল কিনা, আম পচেঁ গেল কিনা,
সাইজ ঠিক আছে কিনা, ওজন ঠিক আছে কিনা, মিষ্টি হবে কিনা এসব কারণেই মনে হয়েছে
আম বিক্রি না করলেই কাষ্টমারদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে।
👉 একজন কাষ্টমারের যদি ক্যারেট + কুরিয়ার বাবদ অতিরিক্ত ২০/২২ টাকা কেজি প্রতি খরচ করতে হয়
এটা আমাদের কাছে মনে হয়েছে অযৌক্তিক।

🔴 যে কারণে নিতে পারেন

☑️ বাগানের মালিক আমি না তবে বর্তমানে আম বিক্রির দায়িত্ব পাবনা ই শপের
☑️ সর্বোচ্চ কমমূল্যে ভালটা দেয়ার চেষ্টা করছি কারণ এটাই আমাদের অঙ্গীকার
☑️ হিমসাগর আম কেজিতে ৪/৫ টা হবে
☑️ বাগানটা পাবনায় তাই নিজে দেখে, নিজে থেকে বাছাইকৃত আম দিতে পারবো
☑️ ১০০% ফরমালিন মুক্ত আম
☑️ সর্বনিম্ন ১০ কেজি নিতে হবে সেক্ষেত্রে কার্টুনে দেয়া হবে, চাইলে ক্যারেটেও নিতে পারবেন
☑️ ২০ কেজি নিলে ১ কেজি ফ্রি দিবো

⭕️ ১ কেজির সম্ভাব্য মূল্য

✅ কেজি প্রতি আমের মূল্য ৬২/৬৫ টাকা
✅ এই পোস্টটি আপনাকে দেখাতে ফেসবুকে দিতে হয়েছে প্রায় ৫ টাকা
✅ প্রতি কেজিতে ক্যারেট খরচ প্রায় ৬ টাকা
✅ প্রতি কেজিতে কুরিয়ার খরচ প্রায় ১২ টাকা

🚚 অর্ডার করতে ইনবক্স অথবা কল করুন 01730 580 446
পাবনার সকল বিখ্যাত সকল পণ্য নিতে চাইলে আমাদের পেজ লাইক দিয়ে রাখুন

বিঃদ্রঃ
📢 বিষমুক্ত আম ভাঙার পর বেশি রাখা যায় না, তাই নিতে চাইলে দ্রুত অর্ডার করতে হবে
📢 পাবনা ই শপ থেকে পরবর্তী ৩ মাসের মধ্যে যেকোন পন্য অর্ডার করলেই পাচ্ছেন ৫% ছাড়

যা খাই, তাই খাওয়াই

27/05/2021

আসসালামু আলাইকুম

গত বছরের তুলনায় এ বছর লিচু ও আমের ফলন কম তারপর প্যাকিংয়ের জন্য ক্যারেট ও কুরিয়ার খরচ সবকিছু মিলিয়ে কেজি প্রতি প্রায় ২০/২৫ টাকা বাড়তি গুণতে হচ্ছে ভোক্তাদের।

👍👍 শুধুমাত্র আমাদের সম্মানিত কাষ্টমারদের চাহিদার কারণে আমরা সবচেয়ে কমমূল্যে বাগানের বাছাইকৃত গোপালভোগ ও হিমসাগর আম সংগ্রহ করেছি।

🔥 স্টক সীমিত 🔥 নিতে চাইলে দ্রুত অর্ডার করুন।

✅ প্রতি কেজি ৭২ টাকা
✅ সর্বনিম্ন ৫ কেজি অর্ডার করতে হবে

👉👉 অর্ডার করতে 📞 01730 580 446 অথবা ইনবক্স করুন।

🚚 ডেলিভারি চার্জ ৪০ টাকা (পাবনা সদরের মধ্যে)

বিঃদ্রঃ
📢 আম ডেলিভারির পর ক্যারেট ( যার মূল্য ১২০ টাকা) ফেরতযোগ্য (শুধুমাত্র পাবনার জন্য )
📢 পাবনার বাইরে কেউ নিতে চাইলে ইনবক্স করুন।

13/05/2021

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে

03/05/2021

👉 আমরা বেশিভাগই রমজানে খেজুর খেয়ে থাকি আবার অনেকেই সারা বছরই খেজুর খেয়ে থাকেন কিন্তু আমাদের অনেকেরই খেজুর সম্পর্কে ধারণা খুবই কম। খেজুরের জাত, স্বাদ, ভাল, মন্দ এগুলো নিয়ে আমরা অনেকেই জানি না, বাজারে গিয়ে হাতের নাগালে যা পাই তাই নিয়ে চলে আসি কিন্তু ভাল খেজুরের স্বাদ একবার যারা পাবে আমার বিশ্বাস তারা আর অন্য কোন খেজুর খেতেই চাইবে না (আমার মত)।

👉 আমরা অনেকেই জানি না আমাদের দেশেই প্রায় ৪০ জাতের খেজুর পাওয়া যায় আর একেকটি খেজুরের স্বাদ একেক রকমের হয়ে থাকে। কোনটা বেশি মিষ্টি, কোনটা হালকা মিষ্টি, কোনটা আবার বাইরে শক্ত ভেতরে নরম, কোনটা চকলেটের মত আবার কোনটা আঠালো জাতীয়, আবার মিষ্টি মধুর মত খেজুরও রয়েছে।

👉 পাবনা ই শপ বিভিন্ন জাতের ভিন্ন ভিন্ন স্বাদের প্রিমিয়াম খেজুর এক জায়গায় নিয়ে তৈরি করেছে “স্পেশাল কম্বো বক্স” 🎁 একের মধ্যে ৫ স্বাদ।

অর্ডার করতে ☎️ 01730 580 446 অথবা ইনবক্স করুন

26/04/2021

আজকের ইফতারে সময় ও আগামীকাল সেহ্‌রীর শেষ সময়

26/04/2021

আলহামদুলিল্লাহ

26/04/2021

🔥 রামাদান অফার 🔥 রামাদান অফার 🔥

👉 আমরা বেশিভাগই রমজান কিংবা সারা বছর একই খেজুর খেয়ে থাকি অথচ আমাদের দেশে প্রায় ৪০ জাতের খেজুর রয়েছে আর একেকটি খেজুরের স্বাদ একেক রকমের হয়ে থাকে। পবিত্র রমজান উপলক্ষে পাবনা ই শপ এ পাওয়া যাচ্ছে ৪টি ভিন্ন জাতের ভিন্ন স্বাদের প্রিমিয়াম খেজুরের “স্পেশাল বক্স” 🎁 প্রতিটি স্পেশাল বক্সের সাথে থাকছে প্রিমিয়াম ১টি আতর ফ্রি

👉 আমাদের সন্তান, বাবা মা বিশেষ করে যারা হজ্বে যান নি তারা একবার এই খেজুরগুলো খেলেই বুঝতে পারবেন আল্লাহ সুবহানা তায়ালার নেয়ামত কত বরকতময়।

⭕️ আমাদের কাছ থেকে কেন কিনবেন ? ⭕️

✅ মদিনা থেকে আমদানিকৃত
✅ নিজস্ব তত্ত্বাবধানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মোড়কজাত করা হয়ে থাকে
✅ পচাঁ, ময়লা, প্রিজারভেটিভ, সরিষার তৈল মুক্ত বাছাইকৃত সেরা সাইজের খেজুর পাবেন
✅ ১০০% ভেজাল মুক্ত খেজুর পাবেন
✅ সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সংরক্ষণ করা হয়ে থাকে
✅ কথার সাথে পণ্যের মিল না থাকলে পণ্য ফেরত নেওয়া হবে
✅ পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন

অর্ডার করতে কল করুন ☎ 01730 580 446 অথবা 💌 ইনবক্স করুন

25/04/2021

🕌 পবিত্র রমজান উপলক্ষে পাবনা ই শপ এ থাকছে বিভিন্ন অফার 🎁 আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারবেন।

🔴 রামাদান অফার ০১
CODE: RAMOFF01

✔️ ১ কেজি মরিয়ম মিডিয়াম কিনলে ৫০০ গ্রাম মরিয়াম ফ্রি
১ কেজির মূল্য - ৯০০ টাকা

🔴 রামাদান অফার ০২🔴
CODE: RAMOFF02

✔️ আজওয়া রেগুলার ৭৫০ গ্রাম ও মরিয়াম মিডিয়াম ৭৫০ গ্রাম
দেড় কেজির মূল্য - ১০৭৫ টাকা

🚚 ডেলিভারি চার্জ
ঢাকার ভেতরে - ৮০ টাকা
ঢাকার বাইরে - ১৩০ টাকা
পাবনা সদরের মধ্যে - ৪০ টাকা

বিঃদ্রঃ- ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলে কুরিয়ার চার্জ বাবদ ২০০ টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে।

অর্ডার করতে কল 01730 580 446 করুন অথবা ইনবক্স আপনার নাম, মোবাইল, ঠিকানা দিন- ধন্যবাদ

24/04/2021

🔥 ফ্রি 🔥 ফ্রি 🔥 ফ্রি

👉 আমরা বেশিভাগই রমজান কিংবা সারা বছর একই খেজুর খেয়ে থাকি অথচ আমাদের দেশে প্রায় ৪০ জাতের খেজুর রয়েছে আর একেকটি খেজুরের স্বাদ একেক রকমের হয়ে থাকে। পবিত্র রমজান উপলক্ষে পাবনা ই শপ এ পাওয়া যাচ্ছে ৪টি ভিন্ন জাতের ভিন্ন স্বাদের প্রিমিয়াম খেজুরের “স্পেশাল বক্স” 🎁 প্রতিটি স্পেশাল বক্সের সাথে থাকছে প্রিমিয়াম ১টি আতর ফ্রি

👉 আমাদের সন্তান, বাবা মা বিশেষ করে যারা হজ্বে যান নি তারা একবার এই খেজুরগুলো খেলেই বুঝতে পারবেন আল্লাহ সুবহানা তায়ালার নেয়ামত কত বরকতময়।

⭕️ আমাদের কাছ থেকে কেন কিনবেন ? ⭕️

✅ মদিনা থেকে আমদানিকৃত
✅ নিজস্ব তত্ত্বাবধানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মোড়কজাত করা হয়ে থাকে
✅ পচাঁ, ময়লা, প্রিজারভেটিভ, সরিষার তৈল মুক্ত বাছাইকৃত সেরা সাইজের খেজুর পাবেন
✅ ১০০% ভেজাল মুক্ত খেজুর পাবেন
✅ সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সংরক্ষণ করা হয়ে থাকে
✅ কথার সাথে পণ্যের মিল না থাকলে পণ্য ফেরত নেওয়া হবে
✅ পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন

অর্ডার করতে কল করুন ☎ 01730 580 446 অথবা 💌 ইনবক্স করুন

24/04/2021

আজকের ইফতার ও আগামীকালে সেহ্‌রীর সময়সূচী

23/04/2021

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনা অনুযায়ী সাহরি ও ইফতারে স্বাস্থ্যসম্মত ও বিজ্ঞানসম্মত খাবার গ্রহণ করলে পবিত্র রমজান মাস জুড়ে রোজাদার অত্যন্ত পরিচ্ছন্ন সুস্থ্য ঝরঝরে ও ফুরফুরে থাকবে।

ইফতারের সময়টি যেহেতু মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত মহামূল্যবান। তাই এ সময়ে বিশ্বনবির ইফতারের অনুসরণ আমাদের জন্য অনুকরণীয় আদর্শ।

বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অভ্যাস ছিল- শুধু খেজুর আর পানি খেয়ে সাহরি ও ইফতার করা এবং অতঃপর যথাক্রমে ফজর ও মাগরিবের নামাজ আদায় করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিশ্বনবির শেখানো পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত উপায়ে সাহরি ও ইফতার গ্রহণের তাওফিক দান করুন। আমিন।

21/04/2021

ইফতারি প্রসঙ্গে প্রিয়নবি হাদিসে ঘোষণা করেছেন

♦️ প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ ইফতার করে সে যেন খেজুর দ্বারা ইফতার করে। কেননা তাতে বরকত (কল্যাণ) রয়েছে। আর যদি খেজুর না পাওয়া যায় তবে সে যেন পানি দ্বারা ইফতার করে। কেননা তা পবিত্রকারী।
(তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, দারেমি, মিশকাত)

♦️ হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন, ‘পিপাসা দূর হলো, শিরা উপশিরাসিক্ত হলো এবং যদি আল্লাহ চান তবে সাওয়াব স্থির হলো। (আবু দাউদ ও মিশকাত)

♦️ইফতারের সময় হলে প্রথমে খেজুর ও পানি দিয়ে ইফতার করা অতি উত্তম। এর রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। রোজা খুলতে ইফতারের সময় প্রথমে খেজুর এবং পানি দেহে সুক্রোজ তৈরি করে থাকে। ফলে মুহূর্তেই তৃষ্ণা এবং শরীরের ক্লান্তি দূর হয়ে যায়।

♦️ ইফতারের পর রোজাদার ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করে। এ সময়ে রোজাদারের পাকস্থলী সারাদিন বসে থাকার পর একটু কাজ পেয়ে সক্রিয় বা কর্মক্ষম হয়ে নেয়।
মাগরিব পরবর্তী সময়ে রোজাদার ব্যক্তি রাতের খাবার গ্রহণে পর্যাপ্ত মাছ-মাংস অর্থাৎ আমিষ জাতীয় খাদ্য খেলেও কোনো অসুবিধা নেই।

♦️ এতে রোজাদারের স্বাস্থ্য যেমন ভালো থাকে, তেমনি রোজার আত্মিক-আধ্যাত্মিক প্রাপ্তিও অর্জিত হয়। হাদিসে এসেছে, ‘অতিরিক্ত পানাহার থেকে বিরত থাক। তা না হলে তোমার অন্তরাত্মার মৃত্যু ঘটবে।’ (মুসলিম)

♦️ প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনা অনুযায়ী সাহরি ও ইফতারে স্বাস্থ্যসম্মত ও বিজ্ঞানসম্মত খাবার গ্রহণ করলে পবিত্র রমজান মাস জুড়ে রোজাদার অত্যন্ত পরিচ্ছন্ন সুস্থ্য ঝরঝরে ও ফুরফুরে থাকবে।

♦️ ইফতারের সময়টি যেহেতু মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত মহামূল্যবান। তাই এ সময়ে বিশ্বনবির ইফতারের অনুসরণ আমাদের জন্য অনুকরণীয় আদর্শ।

♦️ বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অভ্যাস ছিল- শুধু খেজুর আর পানি খেয়ে সাহরি ও ইফতার করা এবং অতঃপর যথাক্রমে ফজর ও মাগরিবের নামাজ আদায় করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিশ্বনবির শেখানো পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত উপায়ে সাহরি ও ইফতার গ্রহণের তাওফিক দান করুন। আমিন।

21/04/2021

ইফতার সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সুস্পষ্ট বর্ণনা রয়েছে।

👉 হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাগরিবের নামাজের পূর্বেই কয়েকটি তাজা খেজুর দ্বারা ইফতার করতেন। যদি তাজা খেজুর না থাকতো তবে কয়েকটি শুকনা খেজুর দ্বারা ইফতার করতেন। যদি শুকনা খেজুরও না থাকতো তবে কয়েক ঢোক পানি দ্বারা (ইফতার করতেন)। (তিরমিজি, আবু দাউদ, মিশকাত)

👉 হজরত সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ ইফতার করে, সে যেন খেজুর দ্বারা ইফতার করে। কেননা, তাতে বরকত (কল্যাণ) রয়েছে। (বরকতের কথা শুধুমাত্র তিরমিজিতে এসেছে) আর যদি খেজুর না পাওয়া যায়, তবে যেন পানি দ্বারা ইফতার করে। কেননা তা পবিত্রকারী। (তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, দারিমি, মিশকাত)

দু’টি হাদিস থেকে বোঝা যায়, খেজুর দিয়ে ইফতারে অনেক কল্যাণ রয়েছে। খেজুর না পাওয়া গেলে পানি দিয়ে ইফতারের কথা উল্লেখ করা হয়েছে। বর্তমানে বিভিন্ন ধরনের খেজুর পাওয়া যায়। যা দিয়ে ইফতারের কল্যাণ লাভ করা সম্ভব।

20/04/2021

পবিত্র রমজান উপলক্ষে পাবনা ই শপ নিয়ে এসেছে ৪টি ভিন্ন জাতের ভিন্ন স্বাদের প্রিমিয়াম খেজুরের “স্পেশাল বক্স” 🎁 স্পেশাল বক্সে ২৫০ গ্রাম করে আজওয়া, মারিয়ম, সুক্কারি ও মেডজুল ভি আই পি খেজুর থাকছে। যা খেলেই বুঝতে পারবেন খেজুরের স্বাদ কত রকমের হয়।

⭕️ এছাড়াও আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির খেজুর ১ কেজি, ৩ কেজি ও ৫ কেজির বক্সও পাওয়া যাচ্ছে।


👉আমাদের কাছ থেকে কেন কিনবেন ?

✅ স্পেশাল বক্সে ৪টি ভিন্ন জাতের ভিন্ন স্বাদের প্রিমিয়াম খেজুর পাবেন
✅ সরাসরি আমদানিকারকের কাছ থেকে সংগৃহীত
✅ নিজস্ব তত্ত্বাবধানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মোড়কজাত করা হয়ে থাকে
✅ ময়লা, প্রিজারভেটিভ, সরিষার তৈল মুক্ত বাছাইকৃত সেরা সাইজের খেজুর পাবেন
✅ সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সংরক্ষণ করা হয়ে থাকে

💥 স্পেশাল প্রিমিয়াম বক্সের মূল্য - ১১৫০ টাকা 💥

অর্ডার করতে কল করুন ☎ 01730 580 446 অথবা 💌 ইনবক্স করুন

🚚 ডেলিভারী চার্জ
ঢাকার মধ্যে ৭০ টাকা এবং পাবনা সদরে ৪০ টাকা

Want your business to be the top-listed Food & Beverage Service in Pabna?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

👉 বাংলার বহু রান্নায় ঘি ব্যবহৃত হয়ে খাদ্যরসিক বাঙ্গালির রসনার তৃপ্তি ঘটিয়ে আসছে। পোলাও, বিরিয়ানিতে ঘি একটি অত্যাবশ্য...

Telephone

Address

Pabna
6600

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Other Organic Grocery Stores in Pabna (show all)
Ahnaf Dairy Shop Ahnaf Dairy Shop
Vhangoora
Pabna

Welcome Our Page This is 100% natural and Organic Dairy product platform. You Can Try our products

পাবনার বিখ্যাত ঘি পাবনার বিখ্যাত ঘি
Bhangura
Pabna, 6640

সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে এবং নিজস্ব কারিগর দ্বারা আমরা খাবার সামগ্রী প্রস্তুত করছি ৷

ঐতিহ্য ফুড ঐতিহ্য ফুড
4th Floor, Molla Complex (Beside Of Lakkhi Mistanno Bhandar), Abdul Hamid Road
Pabna, 6600

ঐতিহ্য ঘেরা পাবনা জেলা সহ দেশের সকল জে

pure valley bd pure valley bd
Paksey, Ishwardi, Pabna
Pabna, 6622

আমাদের কাছে সকল ধরণের খাঁটি মধু, পাবনার গাওয়া ঘি, সরিষার তেলসহ সকল ধরণের অর্গানিক ফুড পাওয়া যায়

Noman North Bengal Organic Food Noman North Bengal Organic Food
Ishwardi
Pabna, 6623

Organic Healthy Food provider

Pabna Dairy Pabna Dairy
Factory: Bhangura Bazar
Pabna

We ensure Authenticity from the Source

Ghee Zone Ghee Zone
Pabna
Pabna, 6762

"Ghee zone" is a ghee protected and pure organic ghee. Manufactured in Bangladesh.

Organic Food Shop Organic Food Shop
Pabna

আমাদের কাছে পাবেন সব ভেজাল মুক্ত মধু,মধু মিশ্রিত বাদাম,ঘি,গুড়,পঞ্চভুত প্রভীতি খাবার।

Marzan's Organic Foods Marzan's Organic Foods
Pabna

We're your go-to online destination for wholesome, sustainable, and delicious organic food.

Ishan Kishan Organic Food Ishan Kishan Organic Food
Lotif Tower (4th Floor), Abdul Hamid Road
Pabna, 6600

Ishan Kishan Organic Product, To create an eco friendly image in the agriculture industry by creating high quality organic products for better health.

Wali Collection Wali Collection
Rajshahi
Pabna

We sell premium and high-quality products. সততার সাথে ব্যাবসা করাই আমাদের মূল লক্ষ্য।

Organic Harb Organic Harb
19, Meril Road
Pabna, 1212

Organic food