অশ্রুর কালি-Ink of Tears ツ

"শতাব্দীময় স্বপ্নকে প্রতিষ্ঠা করার এ এক যুগান্তকারী অঙ্গিকার" I am a simple person!But my dreams are larger!

28/06/2024

বয়কট!

23/06/2024

ফররুখ সিয়ারদের উদারতা আজও বেঁচে আছে!
তাইতো স্বদেশ নিলামে ওঠার আশঙ্কায় হৃদয় কাঁপে!
সপ্তদশ শতাব্দীর সেই পলাশী মৃত্যুক্ষুধায় নাচে!
নব্য ক্লাইভের খঞ্জরে দেশ মাতৃকা ক্ষনে ক্ষনে কাঁদে!
স্বাধীনতা আবার ভূখন্ড ছোঁবে!
বাঙালি—
রক্তের কালিতে দলিল নামা লিখো তবে!

• জিল্লতি
|| নুসরাহ বিনতে আলতাফ ||

21/06/2024

তোমার দুয়ারে এসেছে যে ঈদ
নতুন জামার সাজে
মেহেদির রঙে রাঙিয়েছো দুহাত
অনাবিল শুভ্র কারুকাজে।

পায়েসের ঘ্রাণে তোমার আঙিনা
মুখরিত পরিবেশ
রবের থেকে পাওয়া সওগাতে
আনন্দের সবটুকু রেশ।

তোমার খুশিতে বাবার মুখে
হাসির ফল্গুধারা
নতুন সাজে তোমার বদন
যেন স্নিগ্ধ প্রলেপে মোড়া।

ভেবেছো কি তুমি গাজার কথা?
যে ভূমি ভীষণ ধুসর
যেখানে নাবিলারা হয়ে যায় আবাবিল
উড়ে চলে সবুজ ডানার উপর।

তামিমীরা যে ভূমিতে
বিদ্রোহী প্রাণ
পাথরের টুকরোতে স্বাধীনতার প্রেমে
আযাদীর গায় জয়গান।

যে ভূমির শিশুরা ক্ষুধাতুর বেদনায়
সবরের দিন করে গুজরান
পাথর বেঁধে পেটে তাকওয়ার লিবাসে
ছুঁয়ে ফেলে আরশে আজীমের শান।

ভুলো না ভুলো না তুমি
তোমারই স্বজাতিকে নিপিড়ীত যেই উম্মাহ
জিল্লতি ঘিরেছে খুব করে তাদেরে
ভেসে আসে দু'কানে শুধু কান্না।

• ধুসর ভূমি
|| নুসরাহ বিনতে আলতাফ ||

20/06/2024

কখনো আনমনে,
সচেতনে অচেতনে,
ডায়রীর পাটাতনে
অশ্রুর কালিতে সিক্ত হতো
কিছু অপ্রাপ্তি, হাতাশা আর বিষাদের ইতিহাস !
কখনোবা অশ্রুর কালিতে প্রকাশিত হতো
এক যুবতী বিধবার চিরচেনা নোনতা দুঃখগুলো,
অথবা !
ধ্বংস্তুপে বসে থাকা সেই
ষাটোর্ধ্ব বৃদ্ধের সুদীর্ঘ নিঃশ্বাস !
এখন , কালিতে অশ্রু ঝড়ে
ভীষণ আড়ালে , আবডালে !
অপ্রকাশিত রয় হাজারো বিষাদ বেদনা !
ভেবেছিলাম , চাইলেই বুঝি
কালির অশ্রুগুলো বন্ধ হবে !
কিন্তু না !
অশ্রুগুলো আজো ঝড়ে পড়ে !
ধুলোমাখা ডায়রী পরে রয় এক কোণে,
অবহেলায় আর অযত্নে !
⭕️অবহেলা
®️ আতিয়া মাহজাবিন

15/06/2024

হৃদয় তো সেই কবেই গিয়েছে মরে,
তাই তো, ভাবনারা সব গিয়েছে সরে ,
অনুভূতিরাও আজ হয়ে পরেছে
কেন্দ্রবিহীন, ছন্নছাড়া, অস্তিত্বহীন !
নেত্রপল্লব শুধু মিটিমিটি করে চেয়ে রয় অপলক,
হৃদয় আঙ্গিনা যে নিরব, নিস্তদ্ধ, ধূসর ও রক্তাক্ত!
⚫️ ছন্নছাড়া !
®️ আতিয়া মাহজাবিন

14/06/2024

তীব্র জ্বর আমাকে জ্ঞান শুন্য করে দিয়েছে।
খাস করে দোয়ার মুহতাজ!
২০২৩ এর সেই বিভীষিকাময় রাতের পরে কালকের রাত ছিল জীবনের দ্বিতীয় বিভীষিকা!

||বিদ্রোহী||

13/06/2024

নিভে যাওয়া অগ্নিতে হতাশার কিছু নেই!
বুকে জ্বলা লেলিহান শিখা-
আবারও দ্রোহের পথ দেখাবেই!

|| নুসরাহ বিনতে আলতাফ ||

13/04/2024

মঙ্গলের মালিকের কাছে মঙ্গল প্রার্থনা করুন। কুসংস্কার ও শিরকপূর্ণ ধ্যান-ধারণা থেকে দূরে থাকুন। বিভিন্ন প্রাণীর মুখোশ পরে শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল কামনা করা না ধর্মীয়ভাবে প্রমাণিত, না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।

09/04/2024

একটি বইয়ের নাম বলুন যেটা আপনি উপহার হিসেবে পেতে চান!

#জিজ্ঞাসা_পোস্ট

05/04/2024

অত্যাচারের দামামা বাজাচ্ছে জালেমশাহীর দল,
মাজলুমানের চিৎকারে আজ প্রকম্পিত
আকাশ পাতাল সব !
তবুও তুমি অন্ধ, নির্বাক, নিস্তব্ধ !
নির্লজ্জ তুমি এরই মাঝে ছদ্মবেশে
দেখছো মৃদু হাসি,
অপরিচতর মতো তুমি
দিচ্ছো মৃদু কাশি !
এসব কিছুই প্রমাণ করে
তুমি তোমার জীবন নিয়ে ভীষণ রকমের খুশি !
তোমার ঐ সখের খুশি ধ্বংস হোক
ধ্বংসস্তুপের ঐ মলিন ধুলোয় ,
বাস্তবতার আঘাত তোমায় চিনাক
জালেমশাহী যে কেমন হয় !
আজ তুমি তাদের ভয়ে ভীত, সন্ত্রস্ত,
বারেবারে ভেবে যাও সুখের সমীকরণ!
তোমার ঐ ভয়কে ঠেলে উঠে দাঁড়াও,
অত্যাচারের প্রতিবাদে গর্জন করে
কাঁপিয়ে তোলো জালিমের মসনদ !
তোমার ঐ গর্জন জমিন ছাপিয়ে
আরশের অধিপতির কাছে পৌঁছে যাবে ।
দেখবে, আত্ম-অহংকার করা প্রাসাদটাও
মূহুর্তেই ধূলোয় মিশে যাচ্ছে !
তাই চিৎকার করো,
গর্জে ওঠো শেষ শক্তি দিয়ে ।
নতুবা,
ইতিহাসের ধূলিকণায়ও তোমার স্থান হবে না !
⭕️ উঠো ❗️
®️ আতিয়া মাহজাবিন

04/04/2024

বখতিয়ারের অশ্বখুড়ে জম ধরেছে,
বিন কাসিমের ঘোড়ার পা তো ভেঙেই গিয়েছে,
হাজ্জাজের ঐ শেষ গায়রতেও মরীচা জমেছে,
বারবারসার বিশাল জাহাজেও আজ আগুন লেগেছে !
বিন নুসাইর আর তারিকরা সব
ইতিহাসের পাতায় ডুব দিয়েছে,
বিন তাশফিন ও তো ভূগর্ভে তলিয়েই গিয়েছে !
সবাই আজ ফাতিহ সুলতানের সেই
দুর্লভ সাহসিকতা ভুলতে বসেছে,
তাই তো,
সিংহের দলও আত্মপরিচয় হারিয়ে ফেলেছে !
⭕️ হারিয়ে গিয়েছে❗️
®️ আতিয়া মাহজাবিন

01/04/2024

জিল্লতির ক্যানভাসে এই উম্মাহ চিরতরে বন্দি হয়ে গেছে। ১৪৯২ সালের এই দিনে খৃষ্টান রানী ইসাবোলা আর রাজা ফার্ডিনান্ড মুসলিমদের বোকা বানিয়ে সাড়ে সাতশো বছরের সালতানাত কে কব্জা করে নিয়েছিলো।হারিয়ে গিয়েছিলো সুসজ্জিত স্পেন।আল হামরার ছাদে হেলালের বদলে স্থান পেয়েছিলো ক্রুশ।১৪৯২ সালের ১ ই এপ্রিলে ওরা বোকা বানিয়েছিলো আমাদের!ঘোষনা করেছিলো যারা নগরীর প্রবেশপথ খুলে দিয়ে কর্ডোভার মাসজিদ গুলোতে আশ্রয় নিবে তারা নিরাপদ। মুসলিমরা তাদের এই হঠকারিতা কে সত্যি ভেবে তাই করে।আর রাতের আঁধারে খৃষ্টানরা মাসজিদের দরজা লাগিয়ে আগুনে পুড়িয়ে দেয় লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে।আর এটা দেখে খৃষ্টান রানী ইসাবোলা হাসিতে গড়াগড়ি খেয়ে বলে ওঠে - "Oh Muslim!How fool you are!
আর সেই নাদান জাতির সন্তানেরা এপ্রিল ফুল পালন করে।লজ্জা কবে হবে এদের।?কবে জেগে উঠবে চেতনা।? আর কতটা রক্ত ঝরলে বিবেকের দ্বার খুলবে?
নিজেদের ধ্বংস লিলা নিজেরাই প্রচার।ধিক্কার এই মুসলিম যুব সমাজের প্রতি!

বিদ্রোহী বিনতে আলতাফ ✍️

01/04/2024

মানুষের দাম সবসময়ই কম!

1982 সালে মুক্তিপ্রাপ্ত একটি হরর মুভিতে(poltergeist) এই সিনে প্লাস্টিক কঙ্কাল এর পরিবর্তে,আসল মানুষের কঙ্কাল ব্যবহার করেছিলো! কারন প্লাস্টিকের থেকে মানুষের কঙ্কালের দাম কম ছিলো। কঙ্কাল গুলো ভারত থেকে কিনেছিলো তারা।

30/03/2024

আড়ং এর স্পর্ধা কোথায় গিয়ে পৌঁছেছে দেখুন। পাঞ্জাবির পকেটে অ*ভিশপ্ত কওমের চিহ্ন সেঁটে দিয়ে এর পক্ষে খোল্লামখোল্লা প্রচারণা চালাচ্ছে।


#বয়কট

Photos from অশ্রুর কালি-Ink of Tears ツ's post 28/03/2024

পৃথিবীর সব বুনোফুল কে ঘিরে আকাশ সমান ভালোবাসা জন্ম নিক!💜✨

Pic: বিদ্রোহী বিনতে আলতাফ

27/03/2024

সহশিক্ষা!
তারুন্য ধ্বংসের নতুন দিগন্ত উন্মোচন করেছে!

26/03/2024

ভয় বিজয়ী দুঃসাহসী কই রে তোরা?
বিজয় আশা বুকে যাদের ছোটা ঘোড়া!
খরস্রোতের উলটো পিঠে কাটতে সাঁতার-
ঢেউয়ের তোড়ে অটল যদি থাকতে পারিস-
ভাঙতে তোরা পারিস যদি লৌহ কারা!
জমিন ফুড়ে আয়রে এবার পেতেই হবে বিজয় হদিশ!
পেরিয়ে এবার আয় রে দেখি তারের কাটা!
সাহস হৃদে থাকতে হবে বুকের পাটা!
অগ্নি চোখে পথ মাড়িয়ে চলতে হবে-
তুফান বেগে উল্কা বেশে আসবি কবে!?
ঘোর জুলুমে মানুষ এখন দিশে হারা-
রক্ত নদীর বইছে স্রোত ফল্গুধারা!
কারা আছিস সিন্ধু ঈগল ওড়া নিশান!
জালিম শাহীর মাথার ওপর দে নামিয়ে খড়গ কৃপান!

• সিন্ধু ঈগল
বিদ্রোহী বিনতে আলতাফ✍️

26/03/2024

“অনেকে ভার্সিটিতে ঈমানের তেজ, লজ্জা নিয়ে যায়। কিন্তু সেটার স্থায়িত্ব বছর ঘুরলেই শেষ হয়ে যায়।”

তখন পর্দানশিন অনেকের সাথে আর বেপর্দা মেয়েদের পার্থক্য থাকে না।

- Mayraj hossain

25/03/2024

তুমি একজন বিশ্বস্ত বান্ধবী হও! তোমার মৃত্যুর পরে যেন তোমার বান্ধবী কাতর কণ্ঠে বলে: হে আল্লাহ! সে আমার জন্য তোমার পক্ষ থেকে এক নেয়ামত ছিল।🌸

বই : তুমিও হতে পারো নারী সাহাবির মতো

22/03/2024

ইসলাম জিতবেই তোমাকে নিয়ে অথবা তোমাকে ছাড়া, কিন্তু ইসলাম ছাড়া তুমি হেরে যাবে এবং হারিয়ে যাবে।

কথা: সংগৃহীত।

21/03/2024

যুবক জেগে ওঠো!

19/03/2024

সুইডেনের মালমো শহরে ‘প্যালেস্টাইন কোলা’ নামে কোমল পানীয় উৎপাদন শুরু করেছেন দুই ফিলিস্তিনি ভাই।

মূলত অনেকেই ইসরায়েলি পণ্য বর্জন করেন, তাই কোকা-কোলা ও পেপসির বিকল্প হিসেবে মানুষের সামনে এই কোমল পানীয় নিয়ে এসেছেন তারা।

❤️

18/03/2024

যেই তাকবীরে খলজি এনেছে সেনদের দুর্গতি!
যেই তাকবীরে সিন্ধু হয়েছে দাহিরের চিতা হুতি!
সেই তাকবীর ধুলায় লুটায় বাবরির চত্বরে!
এক মুসকান জাগায় তারে আবার সে লুটিয়ে পড়ে!

বিদ্রোহী বিনতে আলতাফ✍️

18/03/2024

গতকাল ৬ই রমজান ছিলো সিন্ধু বিজয় দিবস। ৭১২ খ্রিস্টাব্দের ১৭ ই মার্চ ৬ই রমজানে ষোল বছর আটমাস বয়সী কিশোর সেনাপতি মুহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন।দেবলে আঁটকে থাকা আরব বণিকের কন্যা নাহিদের রক্ত দিয়ে লেখা চিঠি হাজ্জাজ বিন ইউসুফের দাঁড়ি অশ্রুতে ভিজিয়ে দিয়েছিলো।যেই হাজ্জাজ যুবায়ের ইবনুল আওয়াম রা. এর মত প্রবীণ সাহাবী কে হত্যা করতে কুন্ঠিত হয়নি সেই হাজ্জাজ পাগল হয়ে উঠেছিলো নাহিদের চিঠি দেখে।
যদিও সিন্ধুর সূর্য মধ্যান্হেই অস্ত গিয়েছিল খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিকের ব্যক্তিগত আক্রোশের জন্য। বিন কাসিমের প্রিয় বন্ধু যুবায়ের তাকে বাঁচানোর জন্য সুদুর মাদীনা তে গিয়েছিল উমর বিন আব্দুল আযীয় র.এর কাছে যেন সে খলিফা কে বুঝায়। খলিফা বুঝেছিলো কিন্তু যুবায়ের যখন সিন্ধু সীমান্ত অতিক্রম করে দুরে দেখতে পায় কার জানি জানাজার মিছিল যাচ্ছে। এভাবেই হারিয়ে গেল সাকাফী গোত্রের অমিত ঐশ্বর্য। সিন্ধু জয়ের আজ প্রায় চৌদ্দশ বছর পার হয়ে গেল।

"হে আমার রব!আপনি আমাদের বন্ধ্যাত্ব কাটিয়ে দিন।আমাদের মাতৃ জরায়ু কে আপনি সম্মানিত করুন"

বিদ্রোহী বিনতে আলতাফ✍️

17/03/2024

আমি কখনো ফিলিস্তিন দেখিনি
তবে আমি রক্ত দেখেছি!
আমি ক্ষুধার যন্ত্রণায় কাউকে মাটি খেতে দেখিনি!
তবে খাবার নিয়ে মানুষ আর কুকুরের সংগ্রাম দেখেছি!
আমি কখনো যুদ্ধ দেখিনি!
তবে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদী যোদ্ধা দেখেছি!
আমি কখনো শহিদী মায়ের অশ্রু চোখে স্নিগ্ধ হাসি দেখিনি!
তবে সন্তানের স্বাভাবিক মৃত্যুতে অনেক মায়ের গগনবিদারী আহাজারি দেখেছি!
আমি কখনো ফিলিস্তিনিদের দেখিনি!
তবে তাদের আর্তনাদে আমার চোখ দিয়ে ঝরে পড়া অনুভূতি দেখেছি!
আমি কখনো ইয়েমেন দেখিনি!
তবে নীতি-বিদ্ধস্ত স্বদেশ দেখেছি!
আমি কখনো বোমার আওয়াজ শুনিনি!
তবে হাজারও পরিবারকে সারা রাত নির্ঘুম উৎকন্ঠায় কাটাতে দেখেছি!
আমার স্বদেশ সব সময় শান্তিতে পরিপূর্ণ!
তাইতো বহুকাল ধরে আমার সাথে সুখের বড্ড কলহ!

• অন্ধত্ব
বিদ্রোহী বিনতে আলতাফ✍️

16/03/2024

হে কুদস!
হে প্রিয়তম ভূমি!
আমাকে ক্ষমা করে দাও!
আমি পারিনি আমার ইশকের নজরানা দিতে!
আমি ব্যর্থ প্রেমিকা তোমার!
আত্ন অস্তিত্ব জানাই শুভ্র অশ্রুতে!
প্রিয়!
আমি তো ভিষন অসহায়!
গোলামীর শিকলে বন্দি এ জীবন বিনিময়!
আমার দুহাত রিক্ত!
একটি আযওয়া ও অবশিষ্ট নেই!
হে প্রিয়তম! কি দিয়ে ইফতার করাবো তোমায়?

• প্রিয়তম কুদস
বিদ্রোহী বিনতে আলতাফ ✍️

16/03/2024

পৃথিবী মেতেছে রমাদান আনন্দে!
শুধু মুখে হাসি নেই গাযা বাসীর!
কি সিয়াম,কি কিয়াম,কি সাহরি?
হুশ নেই তাদের আজ শুধু ক্লান্তি!

রহমের বৃষ্টিতে তারা স্নাত নয়-
মাসুম শিশুর তাজা খুনে,
তারা মেতে ওঠে রক্তিম সিক্ততায়!
প্রতিনিয়ত শহিদী সোপানে করে ইফতার!
রাইয়ান দিয়ে তারা আগে যায় জান্নাতে-
ভর দিয়ে সবুজ ডানার উপর!

আমি তো অসহায় তাদের চেয়েও!
না পারি বাঁচতে বাঁচার মতো!
না পারি হতে বিলীন ছেড়ে দেহ!
শুধু দেখে যাই দুচোখে অনাচার!
দুঠোঁটে ঝুলে আছে মস্ত তালা লোহার!

শুধু আছে একটি কলম!
তাও কেড়ে নিতে চায়!
বলো তো ইলাহী আমার?
গাযাবাসী কি আমার থেকেও অসহায়?

• পরাধীনতা
বিদ্রোহী বিনতে আলতাফ✍️

¿Quieres que tu figura pública sea el Figura Pública mas cotizado en Seville?
Haga clic aquí para reclamar su Entrada Patrocinada.

Categoría

Página web

Dirección


Seville

Otros Escritor en Seville (mostrar todas)
Nieves Alonso escribe Nieves Alonso escribe
Seville, 41928

Autora de cuentos infantiles "¡Qué nada ni nadie te quiten tus colores!"

Talcone II Talcone II
Calle Espartinas
Seville, 41010

Página de José Rodríguez Gia ( Josetxu Rodríguez) poemas, versos y desvaríos poéticos

letrasenelalma_ letrasenelalma_
Seville

✍️ A veces, me paso por aquí y escribo…

Francisco Gómez Rodríguez Francisco Gómez Rodríguez
Seville

Director de Medial TV, escritor novel y director de cine amateur.

Me lo tengo que mirar. Me lo tengo que mirar.
Calle Bajeles 13
Seville, 41002

"Me lo tengo que mirar" es una novela con base psicológica que pretende alejarse del desarrollo per

Héctor Salazar Escritor Héctor Salazar Escritor
Avenida De La Paz 47 5D
Seville, 41013

Escritor

frasesbesu frasesbesu
Seville

�|frases y escritos a diario

Feminegra Feminegra
Seville

El feminismo sin ser interseccional sólo es supremacía blanca.

Right Way Right Way
Seville

Veintitrés Veintitrés
Seville

Con tinta y corazón Con tinta y corazón
Seville

Escribiendo frases y reflexiones para cada estado de ánimo y situación. Como la vida misma...