তৃণমূল কংগ্রেস
Various issues of All India Trinamool Congress will be posted on this page.
গেরুয়া শিবিরের দলাদলি নিয়ে কারুর বিশেষ আর জানতে বাকি নেই। উপনির্বাচনে কার্যত ধসে পড়েছে বিজেপি। সাথে গোষ্ঠী দ্বন্দ তো আছেই। তার উপর কথায় কথায় দলের নেতা, মন্ত্রী, বিধায়ক থেকে সাংসদের দেখা যায় তৃণমূলের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি তুলতে৷ এ যেন এখন জল ভাত হয়ে গিয়েছে৷
কিন্তু এবার দলের ভিতরেই দেখা দিল বিপর্যয়। বিজেপি নেতার বিরুদ্ধে সিবিআই তদন্ত চাইছেন গেরুয়া দলের নেতা-কর্মীরাই৷ ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য-রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷ অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির৷
জানা গিয়েছে, অমিতোষ বসু বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার তফসিলি মোর্চার সভাপতি ছিলেন৷ বাড়ি গাংনাপুর এলাকায়৷ কয়েক বছর আগে অমিতোষ নিজেই ‘যুব স্বনির্ভর সমিতি’ নামে একটি সমিতি চালু করেন তিনি৷
অভিযোগ, অল্প সময়ের মধ্যে দ্বিগুণ টাকা দেওয়ার টোপ দিয়ে স্থানীয় প্রায় তিনশো বাসিন্দার কাছ থেকে পাঁচ কোটি টাকা তুলেছিলেন তিনি৷ কিন্তু হঠাৎ করেই গতবছর ১৫ই নভেম্বর বাড়িতে তালা ঝুলিয়ে বেপাত্তা হয়ে যায় ওই বিজেপি নেতা৷
এলাকাবাসীদের দাবি, একা অমিতোষ নয়, এই ঘটনায় বঙ্গ বিজেপির একাধিক নেতা জড়িত৷ এখন বিজেপি নেতারা গোটা বিষয়টি ধামাচাপা দিতে অমিতোষকে দল থেকে বহিষ্কার করে নিজেরা ভালো সাজতে চাইছেন৷ এই ঘটনায় বিজেপির বাকি নেতা-কর্মীদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আমি নয় আমরা 🔥❤🙏
পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য
Buddha Purnima greetings to everyone!
চলে গেলেন পানিহাটির একনিষ্ঠ তৃণমূল কর্মী রনজ ঘোষ। কে ভালোবেসে শ্রদ্ধা করে অসুস্থ শরীর নিয়েও প্রতি বছর ২১ শে জুলাই পায়ে হেঁটে আসতেন পানিহাটি থেকে।
আজ ওনার মতন কর্মীরাই পথ চলার প্রেরণা জোগায়। না ফেরার দুনিয়ায় ভালো থাকবেন।
The All India Trinamool Congress under the inspiration and guidance of Hon’ble Chairperson Smt. is pleased to announce the Tripura Pradesh Trinamool Congress State Committee.
এই লিংকে ঢুকে ❤️ রিয়েকশন দিন- https://www.facebook.com/383650978371417/posts/5041428362593632/
তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ
আর একটু পরেই
আজ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা আমি অরুন্ধতী মৈত্রের (লাভলি) দলের সহযোগিতায় রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত ২৪ নঃ ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চৌহাটি বি ব্লক (বিবেকানন্দ ক্লাবের )সন্নিকটে ৪০০টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল।।
৮ টায়
আজ সন্ধ্যা ৬টা
গতকাল রথযাত্রার পূণ্য লগ্নে ,
মাহেশের রথযাত্রার ৬২৫ তম বর্ষে,
শ্রী শ্রী জগন্নাথ বাড়িতে মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন করলেন #কাঞ্চন_মল্লিক মহাশয়।
সাথে ছিলেন মাননীয় সাংসদ শ্রী #কল্যাণ_বন্দ্যোপাধ্যায় ।
ঈশ্বর সকলের মঙ্গল করুক 🙏
জয় জগন্নাথ 🙏🙏
আজ মাহেশে রথযাত্রার ৬২৫ তম বর্ষে, শ্রী শ্রী জগন্নাথ দেবের বাড়ি থেকে মাসির বাড়ি পর্যন্ত নারায়ণ শীলা কোলে পদব্রজে যাত্রার #কল্যাণ_ব্যানার্জীর কিছু মুহূর্ত।
।। 🙏🙏জয় জগন্নাথ 🙏🙏।।
আজ মাহেশে রথযাত্রার ৬২৫ তম বর্ষে, শ্রী শ্রী জগন্নাথ বাড়িতে মহাপ্রভু জগন্নাথ দেবের চরণে তৃণমূল সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী Kalyan Banerjee ভক্তিপূর্ণ প্রণাম।
।। 🙏🙏জয় জগন্নাথ 🙏🙏।।
শুভ রথযাত্রা ❤️
জয় জগন্নাথ 🙏🏻
#অদিতি_মুন্সী ❤🙏❤
Stay Connected....
শুভ রথযাত্রা.....🙏
জননেত্রীর শুভেচ্ছা বার্তা পেয়ে আমরা আপ্লুত।😍🙏😍
পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে সাইকেল নিয়ে পথে নামলেন বারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী এবং দলীয় কর্মীরা।
সাইকেল মিছিল চললো চন্দনপুকুর বাজার থেকে তালপুকুর হয়ে টিটাগড় বাজার পর্যন্ত...
10th July,2021,Article: Today
বীরভূমে জ্বালানীর দাম বৃদ্ধির প্রতিবাদে শতাব্দি রায়..
বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দি রায় গতকাল থেকেই বীরভূমের বিভিন্ন ব্লকে ব্লকে প্রশাসনিক বৈঠক করে চলেছেন। সেইমতো এদিন সিউড়ি ২ নম্বর ব্লকে বৈঠকে হাজির হন।
বৈঠকে অংশগ্রহণ করার আগে তিনি সাঁইথিয়া এবং পুরন্দরপুরে জ্বালানীর দাম বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের অবস্থান বিক্ষোভে অংশ গ্রহণ করেন।
জ্বালানীর দাম বৃদ্ধির প্রতিবাদ করার পাশাপাশি তিনি করোনা সতর্কতা নিয়ে সরব হন। সকলকে ফেস মাস্ক পড়ার আহ্বান জানান। তিনি বলেন বেশ কিছু ক্ষেত্রে এখনো লক্ষ্য করা যাচ্ছে অনেকেই ফেস মাস্ক ব্যবহার করছেন না। এ বিষয়ে তিনি বীরভূম জেলা পুলিশ সুপারের সাথে কথা বলবেন বলেও জানিয়েছেন। যাতে করে পুলিশ প্রশাসন কড়া ব্যবস্থা গ্রহণ করে।
আজ তৃণমূল ভবনে তৃণমূল যুব কংগ্রেসের দার্জিলিং সমতলের জেলা সভাপতি কুন্তল রায়, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক জে পি কানোড়িয়া এবং বিশিষ্ট সমাজসেবী ও পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় উপভোক্তা বিষয়ক, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি মন্ত্রী শ্রী সাধন পান্ডে মহাশয়ের সুযোগ্যা কন্যা শ্রেয়া পান্ডের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার কিছু মুহূর্ত।।
কেন্দ্রের অপদার্থ মোদি সরকারের জনবিরোধী নীতির প্রভাবে,, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে,,
আজ টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থান-বিক্ষোভের মাধ্যমে এক প্রতিবাদ কর্মসূচি উপস্থিত ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী মহাশয় , কামহাটির বিধায়ক শ্রী মদন মিত্র এবং টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক শ্রী প্রশান্ত চৌধুরী মহাশয় ।
বিধায়ক রাজ চক্রবর্তী জিন্দাবাদ💚💚💚💚💚💚
Raj Chakraborty
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে ব্যারাকপুর বিধানসভার অন্তর্গত বারাকপুর ও টিটাগড়ে তৃণমূল কংগ্রেসের পরিচালনায় পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধির কারণে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুই দিন ব্যাপি অবস্থান বিক্ষোভের আজ প্রথম দিন।
উপস্থিত ছিলেন বিধায়ক #রাজ_চক্রবর্তী
পেট্রোল , ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে -
কোভিড বিধি মেনে চলছে
অবস্থান বিক্ষোভ ।
স্থান - কোন্নগর ।
উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক কাঞ্চন মল্লিক মহাশয়।💚❤🙏💚❤
পেট্রোল , ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে -
কোভিড বিধি মেনে
অবস্থান বিক্ষোভ ।
উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক কাঞ্চন মল্লিক মহাশয়।❤🙏💚
অনেক লড়াই, অনেক আন্দোলনের সাক্ষী তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’ এবার থেকে রোজ সকালে। ২১শে জুলাই থেকে আসছে নতুন রূপে, নতুন সাজে।
২১ এর বিধানসভা নির্বাচনের আগে 'স্বাস্থ্য সাথী' কার্ড নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিল, কেউ কেউ তো আবার সরাসরি এই প্রকল্পকে ভুয়ো বলেও দাবী করেছিল । "এবার সেই 'স্বাস্থ্য সাথী' কার্ডেই একটি বেসরকারি হাসপাতালে জটিল রোগের অস্ত্রোপচার করে সুস্থ হয়ে উঠল ১৪ বছরের এক কিশোরী" । বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে 'স্কোলিওসিস সার্জারি' নামক জটিল অস্ত্রোপচারটি হয় । "হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জটিল এবং ব্যয়বহুল অস্ত্রোপচারটি পুরোটাই হয়েছে 'স্বাস্থ্য সাথী' কার্ডের মাধ্যমে ।
দুর্গাপুরের বাসিন্দা বাসুদেব মালিক ও সিদ্ধেশ্বরী মালিক ক্ষেত মজুরির কাজ করেন । ৪ বছর বয়স থেকেই তাঁদের মেয়ে লক্ষীর ডান কাঁধ নিচের দিকে ঝুলে থাকত । একাধিক জায়গায় চিকিৎসা করিয়েও কোনও লাভ হয়নি । অবশেষে এক শল্য চিকিৎসক জানান, লক্ষী 'স্কোলিওসিস'-এ আক্রান্ত । তিনি বর্ধমানের আলিশায় জাতীয় সরকের পাশে ওই বেসরকারি হাসপাতালে তাঁদের আসার পরামর্শ দেন । সেখানেই অস্ত্রোপচার হয় লক্ষীর । চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর ওই কিশোরী এখন সম্পূর্ণ সুস্থ । বৃহস্পতিবার একটি সাংবাদিক সন্মেলনে গোটা ঘটনার কথা জানান হাসপাতাল কর্তৃপক্ষ ।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বাইরে এই অস্ত্রোপচার করাতে প্রায় ১৫ লক্ষ টাকা খরচ হত । কিন্তু 'স্বাস্থ্য সাথী' কার্ডের মাধ্যমে বিনামূল্যে পরিষেবা দেওয়া হয়েছে । লক্ষীর বাবা এদিন জানান, "ছোট থেকেই মেয়ে সোজা হয়ে হাটতে পারত না । এত বছর পরে চিকিৎসা করে সুস্থ হয়েছে, 'স্বাস্থ্য সাথী' কার্ড না থাকলে আমরা এই বিপুল অঙ্কের টাকা দিতে পারতাম না । 'স্বাস্থ্য সাথী' কার্ডের জন্যই কোনও টাকা লাগেনি" । ডাক্তারদের পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকেও মেয়ের সুস্থতার জন্য ধন্যবাদ জানিয়েছেন ওই দম্পত্তি ।
https://m.facebook.com/story.php?story_fbid=1459119631122871&id=399966740371504
নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি তে করোনা বিধি মেনে সবাই যোগদান করুন।
আজকে দেবাংশু ভট্টাচার্য উপস্থিত থাকছেন।💚🙏❤
সৌরভ গাঙ্গুলির ৪৯-তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে মহারাজের বেহালার বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2/7/2021 তারিখে বিধানসভায় িএ এর কিছু ছবি।💚❤🙏🇮🇳
আজ খরদহে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য
❤🔥
আজ তৃণমূল ভবনে তৃণমূল যুব কংগ্রেস রাজ্য কমিটির সহ সভাপতি ও চন্ডীপুর বিধানসভার মাননীয় বিধায়ক সোহম চক্রবর্তী, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ খলিলুর রহমান, বিষ্ণুপুর তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভানেত্রী অর্চিতা বিড, কোচবিহার তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও জেলা কমিটির সদস্যরা, পশ্চিম বর্ধমান এর তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রূপেশ যাদব, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ মন্ডল, তৃণমূল যুব কংগ্রেস রাজ্য কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সঙ্গে যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সায়ণী ঘোষ দিদির কিছু বিশেষ মুহূর্ত।।😍💚🔥
আজ তৃণমূল ভবনে আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী দির সঙ্গে Archita Bid দিদির সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক বিষয়ে আলোচনার কিছু মুহুর্ত......
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Address
Balurghat
NH512
Balurghat
* Hilli Government Polytechnic TMCP UNIT * Please join with us Like & Follow our page and Support us T.M.C.P * শিক্ষার প্রগতি * * সংঘবদ্ধ জীবন * * দেশপ্রেম *
Balurghat
Balurghat, 733101
Official page for 39 Balurghat Assembly of AAP Dakshin Dinajpur
Kolkata
Balurghat
PSU.Balurghat west local Committee Official Page (Bolla ,Balurghat ,Dakshin Dinajpur)
Balurghat
This page is the official page for DYFI Balurghat LC. We will share all details of our activities th
District Trinamool Chhatra Parishad Office, Moktarpara, Near Hero Motor Bike Showroom
Balurghat, 733101
We are the generation of Mamata Banerjee
BALURGHAT LAW COLLEGE UNIT
Balurghat
শিক্ষার প্রগতি 💚 সঙ্গবধ্য জীবন 💚 দেশপ্রেম 💚
Nelson Mandella Sarani
Balurghat, 733101
We, as a team, maintaining the Principle of Smt. Mamata Banerjee under the leadership of our Youth I