Youth of Balurghat
This page is the official page for DYFI Balurghat LC. We will share all details of our activities th
বার্ত্য পার্থ থেকে চুনপুটি দালাল, সব কটাকে বাংলার রাস্তায় দৌড় করাবো, লাল ঝান্ডার কসম। 🚩
স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করতে হয়।
তিরানোব্বই বছর আগে আজকের দিনে রাইটার্স বিল্ডিং কেঁপে উঠছিল তিন তরুণ উজ্জ্বল বীর বাঙালী তরুনের সাহসে, কেঁপে গিয়েছিল ইংরেজ শাসকের ভীত। তারপর মাত্র উনিশ বছর বয়সী দীনেশ বসুর চিঠি সেন্ট্রাল জেল থেকে।
বিপ্লবীরা মুচেলিকা লেখে না, ওটা সভারকার দের কাজ।
বীর শহীদ বিনয়-বাদল-দীনেশ লাল সেলাম ✊ 🚩
রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান CPI(M) জেলা সম্পাদক কমরেড নারায়ণ বিশ্বাস আজ সকাল ৬:৩০ মিনিটে প্রয়াত হয়েছেন।
কমরেড নারায়ণ বিশ্বাস লাল সেলাম ✊🏽
কমরেড নারায়ণ বিশ্বাস অমর রহে ✊🏽
💐✊
"মনে রেখো যে রক্তে রোহিত-কণিকা আছে
সে রক্ত-নুন, খায় আমার স্বদেশ।"
১৭ দিনের যুদ্ধ শেষে উদ্ধার সকল (৪১জন) শ্রমিক। উদ্ধারকারী দল সহ সকলকে জানাই রক্তিম অভিনন্দন ✊🏽
শ্রমিকের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এবং হিমালয়ে অপরিকল্পিত কাজ বন্ধ হোক।
সাম্প্রদায়িকতা মৌলবাদ নিপাত যাক, হোক মনুষ্যত্বের জয়গান।
Gone but not forgotten.
We honour the martyrs of
The Mumbai terrorist attack 🇮🇳 🙏
মিথ্যের প্রতীক মমতা।
মমতার চপ শিল্প আর ঢপ শিল্প ।
মিছিল বাড়ছে। ঝাঁজ বাড়বে। প্রতিনিয়ত। নিরন্তর। ✊🏽
#ইনসাফ_যাত্রা
বামেরা শূন্য=শিক্ষা শূন্য
#ইনসাফ_যাত্রা
From shattering records to become the most fearsome and dominating side, thank you Team INDIA for this memorable journey. 🇮🇳 ❤️
ভয়ঙ্কর অপয়া 😡😤
#ইনসাফ_যাত্রা এবং 7th জানুয়ারি ব্রিগেড সমাবেশের আহ্বান জানাচ্ছেন বিশিষ্ট অভিনেতা কমরেড বাদশা মৈত্র।
7 ই জানুয়ারি ব্রিগেড যাত্রায় আহ্বান সকলের অতিপরিচিত মুখ কমরেড সৌরভ পালৌধী র।
#ইনসাফ_যাত্রা
সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা। 💫
#ইনসাফ_যাত্রা
মোর নাম এই বলে খ্যাত হোক
আমি তোমাদেরই লোক।
1200 পুলিশ নিয়ে গাড়িতে চড়ে, তাঁবু খাটিয়ে ভাইপোর মৃগয়া নয়। ইনসাফ যাত্রা সাধারণ মানুষের অধিকারএর দাবীতে যাত্রা।
আমাদের জেলায় #ইনসাফ_যাত্রা । উপস্থিত সকল কমরেডদের জানাই লাল সেলাম জানায় DYFI বালুরঘাট ১নং লোকাল কমিটি। আমরা গর্বিত আপনাদের সকলের অংশগ্রহণে। ✊🚩
পরবর্তী লক্ষ্য ব্রিগেড ✊✊
ইনসাফ যাত্রায় কমরেড মিনাক্ষী মুখার্জী, কমরেড ধ্রুবজ্যতি সাহা ও অন্যান্য জেলা নেতৃত্বের উপস্থিতিতে এই ঐতিহাসিক পদযাত্রায় সামিল হওয়া দক্ষিণ দিনাজপুর জেলার সকল কমরেডদের জানাই লাল সেলাম। বিপ্লব দীর্ঘজবী হোক ✊🏽
দেখা হচ্ছে আগামী ৭ই জানুয়ারি, ২০২৪। ব্রিগেড ময়দানে 🚩
#নভেম্বরের_কুঁড়ি_বালুরঘাট #ইনসাফ_যাত্রা
গত 3 তারিখ থেকে পায়ে হেটে মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিয়ে আমাদের জেলায় ঢুকবেন আমাদের বালুরঘাটের কমরেডরা। আমরা গর্বিত। আসুন কাল সামিল হই আমাদের কমরেডদের সাথে ইনসাফ যাত্রায়।
জনগণের ইনসাফ যাত্রায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের বালুরঘাটের কমরেড রা। আমাদের কমরেড আমাদের গর্ব। ✊🚩
আগামী কাল আসুন আমাদের সাথে আপনাদের বঞ্চনার হিসেব নিতে।
আগামী 10 ই নভেম্বর দক্ষিণ দিনাজপুর জেলায় ইনসাফ যাত্রা ও 7 ই জানুয়ারি ব্রিগেড সমাবেশ সফল করতে বালুরঘাট শহরে বিশ্বাস পাড়া, মারফি মোড় এবং সাহেবকাছাড়ি তে পথসভা ও ট্যাবলো নিয়ে প্রচার চলছে।
সব চুরি ডাকাতির হিসেব হবে জনগণের আদালতে। ✊
ইনসাফ যাত্রায় প্রথম দিন থেকেই উপস্থিত বালুরঘাট ১ নং লোকাল এর সদস্যা কমরেড সীমা রায় এবং কমরেড মোনালিসা চক্রবর্তী।
কমরেডদের লাল সেলাম। ✊
যুবদের দাবী আদায়ের ইতিহাসকে সামনে রেখে বালুরঘাট ১নং লোকাল এ পালিত হলো DYFI এর প্রতিষ্ঠা দিবস।✊ 🚩
আগামী 10 নভেম্বর ,দক্ষিণ দিনাজপুর জেলায় ইনসাফ যাত্রা কে কেন্দ্র করে বালুরঘাট বাজারে অর্থ সংগ্রহ কর্মসূচি ও প্রচার। উপস্থিত ছিলেন জেলা DYFI সভাপতি কমঃ সমীরণ সাহা।
মোহাম্মদ সামি 🔥 বিশ্বকাপের ভারতের শ্রেষ্ঠ বোলার।
ধর্ম নিয়ে তারসাথেও নোংরামি বিজেপির চাড্ডিদের।
এবার ভাবুন, কে দেশভক্ত সামি নাকি চাড্ডিবাহিনী।
ইনসাফ চায়, বিচার চায় বাংলা।
১০ নভেম্বর বনিয়াদপুর, ৭ জানুয়ারি ব্রিগেড।
#নভেম্বরের_কুঁড়ি_বালুরঘাট
- জয়দীপ সরকার ( Joydeep Sarkar )
সাংবাদিকতা পেশার সূত্রে দেশের নানা প্রান্তে হরেক অসময়ে গিয়েছি, তবে ঘটনাচক্রে দক্ষিন দিনাজপুর আসিনি। বালুরঘাটে কয়েকজন পুরোনো পরিচিত আছে, তারা ডেকেছে আগেও তবে আসা হয় নি।
এবার এলাম একটা কাজের প্রয়োজনে হেমন্তে অক্টোবরে।
সাংবাদিক অনিরুদ্ধ চক্রবর্তী কে লিখছিলাম এমন একটা শহরে এলাম যার প্রেমে পড়ে গেছি, একটা কল্পনার শহর।
অনিরুদ্ধ দা লিখে জানাল ওটা আমার নিজের শহর।
শুনে আরও গর্ব হলো।
রেড ভলান্টিয়ার কৌশিকের সাথে আলাপ ছিল ফোন ওয়াপে। কৌশিক এলো সারাটা দিন নিজের কাজ ছেড়ে আমায় সময় দিল।গোটা শহরটা ঘুরলাম, বিদীপ্তাদের বাড়ি নিয়ে গেল। সেখানেও একটা দূর আত্মিক সম্পর্ক টের পেলাম।
হয়তো দু একদিন ঘুরে কিছুই বোঝা যায়না একটা জনপদের, তবে ঘুরে বেড়ানোর সামান্যতম অভিজ্ঞতা নিয়েই বলছি এ শহরটা একদমঅন্যরকম।
সব শহর গ্রামের একটা নিজস্ব ছন্দ থাকে গন্ধ থাকে।
বালুরঘাটের গন্ধটা স্বতন্ত্র।
এ শহরে " আমাকে দেখুন " "আমাকে মানুন " বিষয়টা এখনও পুরো গিলতে পারেনি।
শহরটার মেরুদণ্ড শক্ত, অন্যরকম।
বিচ্ছিন্ন একটা জনপদ।
একটা শহর যেখানে শিক্ষার প্রয়োজনটা মানুষ তার রোজকার প্রয়োজন মনে করে,
যে শহরটায় হয়তো মনের জটিলতা কম বলে সরলমতি মানুষের মনে ভাগাভাগির বিষ সহজে ঢোকানো যায়।
দেশভাগের দুঃস্বপ্ন কতিপয়ের শয়তানি ধর্মের জুজু ভোটের হাতিয়ার হয়ে যায়।
আবার এন আর সি, সি এ এর ভয়,
আবার ঠিকানা হারানোর ভয়,
তবে এই ফাঁদ ষড়যন্ত্রের বাইরে খাঁপুরের তেভাগা লড়াই বালুরঘাটকে দেশের কাছে আলাদা মর্যাদায় তুলে ধরেছে। সে বাস্তবতা কে ভাগাভাগির রাজনীতি কতদিন চাপা দিয়ে রাখতে পারবে?
কোন কালে জমিদার যামিনী রঞ্জন মজুমদার ঘোড়ায় চড়ে এ শহরে এসে নভেম্বরের গল্প শুনে সমাজ বদলানোর কথা ভেবেছিলেন সে কথা জানিনা।
তবে একটা শহর নগর গন্জ জনপদ গড়ে ওঠার পেছনে তার যে অতীত ইতিহাস থাকে যার ধারায় তার আপন সংস্কৃতি পুষ্ট হয় সেই সংস্কৃতি তার সমাজজীবনকে পরিচালনা করে এখানে তার বড় ভান্ডার স্বাধীনতা আন্দোলন আর তেভাগার লড়াই। কোনোটাকে ই অস্বীকার করা যাবে না নভেম্বরে।
আমার স্বপ্ন দেখার অভ্যাস আছে।
কিন্তু কবে কোন স্বপ্ন দেখবো সেটা ঠিক করে ঘুমোই না, স্বপ্নরা চলে আসে। আবার সকালে স্বপ্ন ভূলে যাই।কখনও মনে থেকে যায়।
মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখি গুজরাটের দাঙ্গার, চোখের সামনে কত লুট কত বর্বরতা দেখেছি এখনও অনেক রাতের ঘুম ভাঙিয়ে দেয়।
কাল রাত্রে স্বপ্নে দেখলাম আত্রেয়ী বুক ভরা জল নিয়ে ছুটছে, কোথাও বাঁধা নেই, নেই শাসন।
কেমন যেন চোখ বুজে ভরসা করার জনপদ,
ছাতিম ফুলের গন্ধে মাতাল একটা খেলনা স্টেশন যেমন ঘুম পাড়ানোর গান শুনিয়েছিল
আসলে নভেম্বর তো স্বপ্ন দেখার মাস।
সারা দুনিয়ার কত মানুষ স্বপ্ন দেখেন নভেম্বরে।
সব কি লেখা যায়!
তবে আমি একজন ভবঘুরে সংবাদকর্মী হিসেবে অকপটে স্বীকার করছি গোটা রাজ্য ঘুরে জলপাইগুড়ি আর মালবাজার শহর টাকে আমার ভালো লাগতো।
বালুরঘাট আরও ভালো,
হয়তো তার ভাবনা অন্যরকম,
তাই সে এতো ভালো।
#স্বপ্ন_বাঁচুক_ঘরে_ঘরে_লেলিন_মাসে_নভেম্বরে
আজ লিখছেন "রেড ভোলেনটিরস ডাইরি" র লেখক এবং প্রথিতযশা সাংবাদিক জয়দীপ সরকার।
ইনসাফ যাত্রা এবং ব্রিগেড সমাবেশ সফল করতে জলঘর হাটে বালুরঘাট ১নং লোকাল কমিটির অর্থসংগ্রহ এবং প্রচার ।
✊
মমতা, শুভেন্দু #বিজেমূল আর চটিচাটা বুদ্ধিজীবির চক্রান্তে বাংলার কর্মসংস্থান শেষ, সাথে মানুষের উপর হাজার কোটির জরিমানা। আমরা বাংলার মানুষের কথা ভেবেছিলাম, কোর্টের রায়েও প্রমাণিত। ইনসাফ চায় বাংলা।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
NH512
Balurghat
* Hilli Government Polytechnic TMCP UNIT * Please join with us Like & Follow our page and Support us T.M.C.P * শিক্ষার প্রগতি * * সংঘবদ্ধ জীবন * * দেশপ্রেম *
Harirampur
Balurghat, 733125
আসুন aimim এ সামিল হয়ে নিজের হক ছিনিয়ে নিন। AIMIM জিন্দাবাদ।
Kumarganj
Balurghat, 733101
Official Page for 38 Kumarganj Assembly of AAP Dakshin Dinajpur
Balurghat
Balurghat, 733101
Official page for 39 Balurghat Assembly of AAP Dakshin Dinajpur
Milan Shanga Para
Balurghat
Various issues of All India Trinamool Congress will be posted on this page.
SH512
Balurghat, 733121
Tmc IT cell,, plz help us,,, invite ur friends and share our post,, thank u
Kolkata
Balurghat
PSU.Balurghat west local Committee Official Page (Bolla ,Balurghat ,Dakshin Dinajpur)