Red Volunteers - Balurghat

যে কোনো দরকারে আপনাদের পাশে আছি।
আমরা

Photos from Red Volunteers - Balurghat's post 22/04/2023

ছিল সেই কাল বিভীষিকা ময়!!

রাতজাগা কিছু তরুণ-তরুণী অক্সিজেন সিলিন্ডার বয়ে শহরের এ প্রান্ত থেকে গ্রামের অপ্রান্ত ছুটে বেড়িয়েছিল।
মৃত্যুদেহতো আছে সৎকারের লোক নেই শ্মশানে যেতে হবে,কবর দিতে হবে- অপরিচতদের ডাকে নিজেদের ক্লান্ত শরীরটাকে বিরাম দেয় নি যারা,হাসপাতালের বেড আছে খালি পেশেন্টের অবস্থা সিরিয়াস- দক্ষিণ কোলকাতা থেকে উত্তর বঙ্গের হাসপাতাল শুধু মাত্র অচেনা মানুষটাকে বিনা স্বার্থে বাঁচানোর তাগিদে নিজেদের জীবন ঝুঁকি নিয়ে লড়ে গেছে যারা, আজ তাদের দিন। যেখানে সময়ের চাকা থেমে যায়, সেখান থেকেই পথচলা শুরু রেড ভলান্টিয়ার্স-এর।
সেই আত্মত্যাগের ঢেউ ছুঁয়ে যায় বালুরঘাটকেও। শহরবাসীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে মৃত্যুভয়কে দূরে সরিয়ে অসম লড়াইয়ে নেমেছিল কিছু ছেলে মেয়ে। তাদের ধন্যবাদ জানানোর দিন আজ।

22/04/2023

Red Volunteers Day ♥️✊

19/12/2022

❤️

17/12/2022

❤️

শেষ বেলায় কি শিরোপা যাবে রাজার হাতে? শেষ বারের জন্য আর্জেন্টিনার জার্সি তে দেখবো মেসি ম্যাজিক? নাকি তরুণ তুর্কি এমম্বাপে পর পর দুবার বিশ্বকাপের শিরোপা নিয়ে ছুঁয়ে ফেলবেন ফুটবল সম্রাট পেলে কে?
The last dance নাকি The start of Mbappe era?

চলে আসুন কাল সন্ধ্যে 7টায়, ফ্রেন্ডস উনিয়ন প্রাঙ্গনে সবাই মিলে, বন্ধুরা মিলে, জার্সি-বাজনা সব নিয়ে এই ফুটবল উৎসবে।
্যাচ_বড়_পর্দায়।

06/11/2022

♥️

Photos from Youth of Balurghat's post 21/10/2022

Photos from Youth of Balurghat's post 30/09/2022

❤️✊

27/09/2022

কেউ পাবে ,কেউ পাবে না
তা হবে না, তা হবে না।

সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং এই কর্মসূচিকে সাফল্যমন্ডিত করুন।

আমরা আছি অসহায় মানুষের পাশে, আপনারাও এগিয়ে আসুন।

15/08/2022

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা... 🇮🇳

05/08/2022

Name: Soumik Majumdar
Address: Sanket Club
বিকেল থেকে নিখোঁজ। ১০০০০ টাকা ATM এ ভরতে এবং বাবার ওষুধ কিনতে বাড়ি থেকে বের হয়। পুলিশের খোঁজ অনুযায়ী CCTV ফুটেজে প্রথমে দেখা যায় ঠাকুরপুরার গাড়িতে উঠতে এবং শেষে এক সময় পতিরাম পেট্রোল পাম্পে নামতে দেখা যায়।

পোশাক: নীল গেঞ্জি এবং কালো হাফ প্যান্ট।
খোঁজ পেলে অতি সত্ত্বর আমাদের পেজে বা সরাসরি পুলিশ কে অথবা নিম্নলিখিত নম্বরে জানানোর জানানোর জন্য আবেদন জানানো হচ্ছে 🙏🏽

9775867142
9932923216

12/04/2022

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সৎসাহসকে কুর্নিশ জানায় বাংলার যুব সমাজ। বাংলার শিক্ষিত যুব সমাজের স্বার্থে , বাংলার মানুষের স্বার্থে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে নিছিদ্র নিরাপত্তা প্রদান করা হোক।

Photos from Red Volunteers - Balurghat's post 24/03/2022

আশঙ্কাজনক অবস্থায় থাকা একটি শিশুর AB+ রক্তের দরকার পড়ায় তাকে তড়িঘড়ি রক্তের জোগান দিয়ে সাহায্য করলেন দুই রক্তযোদ্ধা। সমীর বাবু ও অঞ্জন বাবুকে বালুরঘাট রেড ভলান্টিয়ার্স-এর তরফ থেকে জানাই লাল সেলাম ✊🏽

22/02/2022
18/02/2022

বালুরঘাট জেলা পরিষদের গলিতে, আজ বালুরঘাট ১২ নং ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত CPI(M) প্রার্থীর কমরেড ধীরাজ বসুর ফ্লেক্স ছিঁড়েছে বিরোধীরা।

ওরা ভয় পেয়েছে। ওরা জনমতকে ভয় পাচ্ছে। ওরা মানুষকে ভয় পাচ্ছে। তাই বালুরঘাটের শান্তিপূর্ণ বাতাবরণ নষ্ট করতে নেমেছে আবার। ওরা ভুলে গেছে মানুষই শেষ কথা বলবে। বালুরঘাটবাসী শান্তিপ্রিয়, এই শহরকে অশান্ত করার নোংরা করার যারা চেষ্টা করছে, তাদের যোগ্য জবাব দেবে আমাদের মা-ভাই-বোনেরাই।
#লালসেলাম ❤✊

17/02/2022

দরকারে পাই তাই সরকারে চাই। দিকে দিকে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন। আমরা বালুরঘাটবাসীর পাশে সবসময় ছিলাম, আছি এবং থাকবো। এবার কোনো ভুল নয়, কোনো ফুলেই হাত নয়।

Photos from Red Volunteers - Balurghat's post 14/02/2022

"হেরে গিয়েও হয়নি দিশেহারা
দিবারাত্রি হাসিমুখে পাশে থাকে ওরা"।

করোনা আবহে মানুষের কাছে ভরসা রেড ভলেন্টিয়ার্স।

কিছুদিন আগে এক দুপুরে হঠাৎ ফোন আসে বালুরঘাটের এক বয়স্ক ব্যক্তি কোভিড হসপিটালে ভর্তি এবং ওনার রিপোর্ট নেগেটিভ আসার পর পুনরায় চিকিৎসার জন্য তাকে বালুরঘাট জেলা হসপিটালে ভর্তির প্রয়োজন। কিন্তু কোভিড হসপিটাল থেকে জেলা হসপিটালে নিয়ে যাওয়ার মত সুব্যবস্থা সেখানে ছিল না।

রেড ভলেন্টিয়ার্স এর সদস্যরা তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যায় এবং তাকে জেলা হসপিটালের সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করে দিয়ে আসে এবং আনুসাঙ্গিক সাহায্য করে রোগী পরিবারকে আশ্বস্ত করে।

প্রসঙ্গত : রেড ভলেন্টিয়ার্স এর সদস্য যিনি অ্যাম্বুলেন্সে ছিলেন তিনি PPE kiit পরে ছিলেন এবং বাকি সদস্যরা প্রয়োজনীয় প্রটেকশন নিয়ে ছিলেন।

রুগীর পরিবারের গোপনীয়তা বজায় রাখতে আমরা কিছুদিন পর পোস্ট করতে সিদ্ধান্ত নিয়েছি এবং আগামীতেও এই ধারা বজায় রাখা হবে।

প্রসঙ্গত: হসপিটালে ভর্তি রোগী ও রোগী-পরিবারের হয়রানি কমাতে এবং চিকিৎসার মান ও পরিষেবা উন্নত করতে আমরা, DYFI ১ নং লোকাল কমিটি, গত 29th January CMOH - এর কাছে ডেপুটেশন দিয়েছি।
লিঙ্ক:- https://www.facebook.com/105026968450507/posts/248682070751662/

সবাইকে অনুরোধ মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করুন । সামাজিক নয় শারীরিক দূরত্ব মেনে চলুন । আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো আপনাদের পাশে ।

Photos from Red Volunteers - Balurghat's post 13/02/2022

নির্বাচনের আবহে আজও থেমে থাকেনি
রেড ভলেন্টিয়ার্স - এর কাজ।

পৌরসভা নির্বাচন আসন্ন এই পরিস্থিতিতেও সিপিআইএম এর রেড ভলেন্টিয়ার্স এর কাজ থেমে থাকেনি। ভোট প্রচারের এই মরশুমে রেড ভলেন্টিয়ার্সরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে নিরন্তর।

হঠাৎ করে ফোন আসে এক বয়স্ক ব্যক্তির তীব্র শ্বাসকষ্ট হচ্ছে । এক মুহূর্ত সময় নষ্ট না করে অক্সিজেন সিলিন্ডার বাইকে নিয়ে ওরা পৌঁছে যায় পেসেন্টের বাড়িতে, অক্সিজেন সাপোর্ট দিয়ে আসে ।

● রেড ভলেন্টিয়ার্স বালুরঘাট সবসময় মানুষের পাশে আছে ।

Photos from Red Volunteers - Balurghat's post 13/02/2022

আসন্ন বালুরঘাট পৌরসভা নির্বাচনে, ১২ নং ওয়ার্ডের CPI(M) প্রার্থী বালুরঘাটের রেড ভলেন্টিয়ার কমরেড ধীরাজ বসুর সমর্থনে প্রচার চলছে ওয়ার্ডে।

আমরা সবসময় বালুরঘাটবাসির পাশে ছিলাম, আছি, থাকবো।

বালুরঘাটের স্টিয়ারিং বামদিকে ঘুরিয়ে দিন।

11/02/2022

Photos from Red Volunteers - Balurghat's post 10/02/2022

অর্ণব বালুরঘাট হাই স্কুলের একজন মেধাবী ছাত্র। মাত্র 18 বছর বয়সে সে একটি জটিল রোগে আক্রান্ত। তার অগ্নাশয় বা প্যানক্রিয়াস নষ্ট হওয়ায় সে গত ২৯.১২.২০২১ থেকে কলকাতার সোনারপুরের একটি বেসরকারি নার্সিংহোম Indian Institute of Liver and Digestive Sciences-তে চিকিৎসাধীন। বর্তমানে তার দৈনিক চিকিৎসা খরচ 50 হাজার থেকে 1 লক্ষ টাকা। অর্ণব এর বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

সামনেই তার একটি মেজর সার্জারি, যার জন্য 8-9 লাখ প্রয়োজন। আপনাদের সকলের কাছে আমরা বালুরঘাট রেড ভোলান্টিয়ার্সদের অনুরোধ আপনারাও এগিয়ে আসুন, তার পরিবারের পাশে দাঁড়ান।

অর্থ দিয়ে সাহায্য করতে পারেন নিম্ন লিখিত GPAY/PHONEPE ঠিকানায়:
Mrigankya Saha : +91 98515 79135 (অর্ণবের দাদা)

08/02/2022

আসন্ন বালুরঘাট পৌরসভা নির্বাচনে, ১২ নং ওয়ার্ডের CPI(M) প্রার্থী বালুরঘাটের রেড ভলেন্টিয়ার কমরেড ধীরাজ বসু'কে বিপুল ভোটে জয়যুক্ত করুন।

আমরা সবসময় বালুরঘাটবাসির পাশে ছিলাম, আছি, থাকবো।

বালুরঘাটের স্টিয়ারিং বামদিকে ঘুরিয়ে দিন।

Photos from Red Volunteers - Balurghat's post 07/02/2022

চলছে দেওয়াল লিখনের কাজ ...

আসন্ন বালুরঘাট পৌরসভা নির্বাচনে, ১২ নং ওয়ার্ডের CPI(M) প্রার্থী বালুরঘাটের রেড ভলেন্টিয়ার কমরেড ধীরাজ বসুর সমর্থনে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু হলো।

07/02/2022

Balurghat Municipality Vote

❤✊

06/02/2022

Balurghat Municipality Vote
Vote for CPI(M)

❤✊

Photos from Red Volunteers - Balurghat's post 01/02/2022

"হেরে গিয়েও হয়নি দিশেহারা
দিবারাত্রি হাসিমুখে পাশে থাকে ওরা"।

করোনা আবহে মানুষের কাছে ভরসা রেড ভলেন্টিয়ার্স।

কিছুদিন আগে এক দুপুরে হঠাৎ ফোন আসে বালুরঘাটের এক বয়স্ক ব্যক্তি কোভিড হসপিটালে ভর্তি এবং ওনার রিপোর্ট নেগেটিভ আসার পর পুনরায় চিকিৎসার জন্য তাকে বালুরঘাট জেলা হসপিটালে ভর্তির প্রয়োজন। কিন্তু কোভিড হসপিটাল থেকে জেলা হসপিটালে নিয়ে যাওয়ার মত সুব্যবস্থা সেখানে ছিল না।

রেড ভলেন্টিয়ার্স এর সদস্যরা তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যায় এবং তাকে জেলা হসপিটালের সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করে দিয়ে আসে এবং আনুসাঙ্গিক সাহায্য করে রোগী পরিবারকে আশ্বস্ত করে।

প্রসঙ্গত : রেড ভলেন্টিয়ার্স এর সদস্য যিনি অ্যাম্বুলেন্সে ছিলেন তিনি PPE kiit পরে ছিলেন এবং বাকি সদস্যরা প্রয়োজনীয় প্রটেকশন নিয়ে ছিলেন।

রুগীর পরিবারের গোপনীয়তা বজায় রাখতে আমরা কিছুদিন পর পোস্ট করতে সিদ্ধান্ত নিয়েছি এবং আগামীতেও এই ধারা বজায় রাখা হবে।

প্রসঙ্গত: হসপিটালে ভর্তি রোগী ও রোগী-পরিবারের হয়রানি কমাতে এবং চিকিৎসার মান ও পরিষেবা উন্নত করতে আমরা, DYFI ১ নং লোকাল কমিটি, গত শনিবারে CMOH - এর কাছে ডেপুটেশন দিয়েছি।
লিঙ্ক:- https://www.facebook.com/105026968450507/posts/248682070751662/

সবাইকে অনুরোধ মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করুন । সামাজিক নয় শারীরিক দূরত্ব মেনে চলুন । আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো আপনাদের পাশে ।

Photos from Red Volunteers - Balurghat's post 30/01/2022

#জ্যোতিবাবুর_পাঠশালা
30.01.2022

শক্তিশালী গনতন্ত্রের ভিত্তিই হলো বুনিয়াদি শিক্ষা। সরকারের উদাসীনতায় প্রায় দুবছর যাবৎ স্কুল বন্ধ থাকায়, বুনিয়াদি শিক্ষা থেকে বঞ্চিত প্রায় লক্ষাধিক ছাত্র-ছাত্রী। তাই প্রায় এই স্কুলছুট ছাত্র-ছাত্রীদের শিক্ষার অভ্যেসে ফিরিয়ে আনতে Red Volunteers এর উপস্থিতিতে DYFI বালুরঘাট নং লোকাল কমিটি পরিচালিত এই কর্মসূচি- "জ্যোতিবাবুর পাঠশালা" , যা গত ছয় মাস ধরে চলছে, আজও তা অনুষ্ঠিত হলো বালুরঘাট কল্যানী ঘাট প্রাঙ্গনে ও বালুরঘাট রঘুনাথপুর এলাকায়।

শিশুদের এই সার্বিক উন্নয়নে আপনারাও সামিল হন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

এই মহতী কর্মকাণ্ড সুষ্ঠভাবে পরিচালনার জন্য প্রয়োজন অর্থের। আর্থিক সহযোগিতার হাত প্রসারিত করবেন এই আশা রাখি।

যোগাযোগ করুন :
Dhiraj Basu : 7001920895
Kaushik Bhattacharjee : 7001606306

Photos from Red Volunteers - Balurghat's post 20/01/2022

"প্রাণবায়ুর অভাবে চারিদিক যখন নিরাশায় ঢাকা
নতুন আশার বার্তা নিয়ে লালচে ফিনিক্স মেলেছে পাখা"।

• হটাৎ ফোন আসে এক ব্যাক্তির প্রবল শ্বাসকষ্ট হচ্ছে অক্সিজেনের প্রয়োজন, সঙ্গে সঙ্গে আমাদের কমরেডরা সিলিন্ডার নিয়ে ছুটে যায় এবং অক্সিজেন সাপোর্ট দিয়ে আসে ।
• এছাড়াও বালুরঘাট শহরের একটি কোভিড আক্রান্তের বাড়ি নেগেটিভ হওয়ার পরে স্যানিটাইজ করে দেওয়া হয়েছে।
• একজন করোনা আক্রান্ত ব্যাক্তির ডাকে তার বাড়িতে প্রয়োজনীয় ওষুধ ও খাবার পৌঁছে দিয়ে সাহায্য করলো বালুরঘাট রেড ভলেন্টিয়ার্স।

সবাইকে অনুরোধ মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করুন । সামাজিক নয়, শারীরিক দূরত্ব মেনে চলুন । আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, আপনাদের পাশে ।

14/01/2022

করোনা সংক্রমণ আবার উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। কবে পৃথিবী করোনা মুক্ত হবে সে ব্যাপারে বিজ্ঞানীরা কোন আশার বানী শোনাতে পারছে না।
পুঁজিবাদী রাষ্ট্রকাঠামোয় স্বাস্থ্য ব্যবস্থার ভয়ঙ্কর দৈন্যদশার নগ্ন রূপ আজ প্রকাশিত। কিন্তু আমরা অর্থাৎ রেড ভলেন্টিয়ার্স সাধারণ মানুষের পাশে সর্বদা আছি। অক্সিজেনের প্রয়োজন ?
করোনা রুগীকে হসপিটালে ভর্তি করতে হবে ?
করোনা আক্রান্তের বাড়িতে ঔষধ বা অন্য কিছু পৌঁছাতে হবে?
Sanitize করতে হবে?
বিনা দ্বিধায় যোগাযোগ করুন RED VOLUNTEERS BALURGHAT এর সঙ্গে।
সর্বদা মাস্ক পড়ুন
শারীরিক দুরত্ব বজায় রাখুন
জনবহুল স্থান এড়িয়ে চলুন

Photos from Red Volunteers - Balurghat's post 13/01/2022

13ই জানুয়ারি 2022, কনকনে ঠান্ডায় কাঁপছে পুরো উত্তরবঙ্গ। আর ময়নাগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনা আর তারপরই ময়নাগুড়িতে ব্লাড ব্যাংক এর সামনে হাসপাতালের সামনে একদল ছেলেমেয়ের জটলা। মুখে মুষ্টিবদ্ধ হাতের ছবি আঁকা মাস্ক, চোখে আর্তের আত্মীয়ের উৎকণ্ঠা, আর এক দৃঢ় অঙ্গীকারবদ্ধ শারীরিক ভাষা, যা বলে দেয় 'আপনাকে মরতে আমরা দেব না, দেবই না' । হ্যা ওরাই রেড ভলেন্টিয়ার্স। রেল দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ছুটে এসেছে প্রবল শীত, কোরোনার ভয় উপেক্ষা করে। ব্লাড ব্যাংক এর সামনে লাইনে আছে ব্লাড দেবে বলে, নিজেদের সীমিত চেষ্টায় তৈরি হেল্প লাইনে বসে আছে রাত জেগে। যোগাযোগ করুন ওদের সাথে। ওরা আছে। নিচে রইলো কন্টাক্ট ডিটেইলস ।
035612731622 / 8250938474
7908974281 - Arpan Paul
62962 26502 শুভম সাহা
89023 77103 অনুভব দে
96354 03905 উৎসা চৌধুরী
93827 36754 সৌভিক ঘোষ
7980919930 সৌহার্দ্য দেব

তরুণ কমরেডরা হাসপাতালে প্রয়োজনীয় রক্তের জন্য তৈরি রয়েছে- রক্তের চাহিদা মেটাতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহব্বান জানিয়েছে রেড ভলেন্টিয়াররা।

Photos from Red Volunteers - Balurghat's post 13/01/2022

"শীতের রাতের শুনশান রাস্তাতে,
ওরা আজও আছে মানুষের সাথে"।

• প্রাকৃতিক দূর্যোগের মধ্যেও থেমে থাকে না রেড ভলেন্টিয়ার্স - এর কাজ। তুমুল বৃষ্টির মধ্যেও বালুরঘাটের চকভৃগু এলাকায় একজন Non covid মুমূর্ষু রোগীর অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন পড়ায় বালুরঘাটের রেড ভলেন্টিয়ার্সরা তা পৌঁছে দিয়ে আসে।

• এছাড়াও একজন Covid Positive রোগীর oximeter এর প্রয়োজন পড়ায় আমাদের কমরেডরা তৎক্ষণাৎ oximeter নিয়ে সেখানে পৌঁছে যায় এবং অক্সিজেন স্যাচুরেশন মেপে ও অনান্য সহযোগিতা করে ওনাকে আশ্বস্ত করে।

• এছাড়াও বালুরঘাট শহরের একটি কোভিড আক্রান্তের বাড়ি নেগেটিভ হওয়ার পরে স্যানিটাইজ করে দেওয়া হয়েছে।

• একজন কোভিড আক্রান্তের বাড়িতে ওষুধের প্রয়োজন পড়ায় তারা রেড ভলেন্টিয়ার্স দের সথে যোগাযোগ করেন। রেড ভলেন্টিয়ার্স এর কিছু সদস্য তৎক্ষণাৎ সেখানে গিয়ে ওষুধ পৌঁছে দিয়ে আসে।

Photos from Red Volunteers - Balurghat's post 12/01/2022

সকাল হোক বা ভোর রাত
পাবেই আমাদের হাত

রেড ভলেন্টিয়ার্সের কাছে ফোন আসে একজন রুগীর তীব্র শ্বাসকষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে রেড ভলেন্টিয়ার্সের কিছু সদস্য পৌঁছে যায় অক্সিজেন নিয়ে । বর্তমানে রুগী অক্সিজেন সাপোর্টে আছেন।

এছাড়াও বালুরঘাট শহরের দুটি কোভিড আক্রান্তের বাড়ি নেগেটিভ হওয়ার পরে স্যানিটাইজ করে দেওয়া হয়েছে।

আতঙ্কে নয়, সতর্ক থাকুন,
স্বাস্থ্যবিধি মেনে চলুন,
সামাজিক নয়, শারীরিক দূরত্ব বজায় রাখুন,
আমরা আবারও আপনাদের পাশে আছি ঠিক আগের মতোই ।

07/01/2022

করোনা সংক্রমণ আবার উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। কবে পৃথিবী করোনা মুক্ত হবে সে ব্যাপারে বিজ্ঞানীরা কোন আশার বানী শোনাতে পারছে না।
পুঁজিবাদী রাষ্ট্রকাঠামোয় স্বাস্থ্য ব্যবস্থার ভয়ঙ্কর দৈন্যদশার নগ্ন রূপ আজ প্রকাশিত। কিন্তু আমরা অর্থাৎ রেড ভলেন্টিয়ার্স সাধারণ মানুষের পাশে সর্বদা আছি। অক্সিজেনের প্রয়োজন ?
করোনা রুগীকে হসপিটালে ভর্তি করতে হবে ?
করোনা আক্রান্তের বাড়িতে ঔষধ বা অন্য কিছু পৌঁছাতে হবে?
Sanitize করতে হবে?
বিনা দ্বিধায় যোগাযোগ করুন RED VOLUNTEERS BALURGHAT এর সঙ্গে।
সর্বদা মাস্ক পড়ুন
শারীরিক দুরত্ব বজায় রাখুন
জনবহুল স্থান এড়িয়ে চলুন

Photos from Red Volunteers - Balurghat's post 04/12/2021

বর্তমান অতিমারিজনিত পরিস্থিতিতে সাধারণ আর্ত মানুষের সহায়তায় রাষ্ট্রের স্বক্রিয় ভূমিকা বিশেষ না থাকলেও এই কাজ প্রায় একক ভাবে এবং নিঃস্বার্থে করে চলেছে Red Volunteers এর কর্মীরা।
2.12.21ও 3.12.21 বালুরঘাটের শহর এলাকার বেশ কিছু কোভিড আক্রান্তের বাড়ি নেগেটিভ হওয়ার পরে স্যানিটাইজ করে দেওয়া হয়েছে।



DYFI Balurghat LC

Photos from Red Volunteers - Balurghat's post 02/12/2021

করোনা মহামারী থেকে আমরা এখনো মুক্ত হইনি।
এর থেকে মুক্ত হওয়ার উপায় নিজেদের মধ্যে দৈহিক দূরত্ব নুনতম ৬ ফুট বজায় রাখা, সবসময় মাস্ক ব্যবহার করা, মুখে এবং চোখে হাত না দেওয়া, কিছুক্ষন পর পর সাবান জল দিয়ে হাত ধোয়া বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা এবং জনবহুল স্থান এড়িয়ে চলা। আমরা সমস্ত দেশবাসীরা যদি এই কাজ গুলো সঠিক ভাবে করতে পারি তবে এই মহামারীকে পরাস্ত করতে পারবো। জ্বর বা কোনো উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ অবশ্যই গ্রহণ করতে হবে।
গত 26.11.2021 - 1.12 .2021 এতদিন যাবত বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় কোভিড আক্রান্তের বাড়ি নেগেটিভ হওয়ার পরে স্যানিটাইজ করে দেওয়া হয়েছে।

সকলে ভালো থাকবেন এবং সমস্ত কোভিডবিধি মেনে চলবেন।

Photos from Red Volunteers - Balurghat's post 26/11/2021

বর্তমান অতিমারিজনিত পরিস্থিতিতে সাধারণ আর্ত মানুষের সহায়তায় রাষ্ট্রের স্বক্রিয় ভূমিকা বিশেষ না থাকলেও এই কাজ প্রায় একক ভাবে এবং নিঃস্বার্থে করে চলেছে Red Volunteers এর কর্মীরা।
• আজ বালুরঘাটের সাহেব কাছারি এলাকায় একটি কোভিড আক্রান্তের বাড়ি নেগেটিভ হওয়ার পরে স্যানিটাইজ করে দেওয়া হয়েছে।

• শিবতলি এলাকায় একটি কোভিড আক্রান্তের বাড়ি নেগেটিভ হওয়ার পরে স্যানিটাইজ করে দেওয়া হয়েছে।

Photos from Red Volunteers - Balurghat's post 19/11/2021

করোনা মহামারী থেকে আমরা এখনো মুক্ত হোই নি।
এর থেকে মুক্ত হওয়ায় উপায় নিজেদের মধ্যে দৈহিক দূরত্ব নুনতম ৬ ফুট বজায় রাখা, সবসময় মাস্ক ব্যবহার করা, মুখে এবং চোখে হাত না দেওয়া, কিছুক্ষন পর পর সাবান জল দিয়ে হাত ধোয়া বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা এবং জনবহুল স্থান এড়িয়ে চলা। আমরা সমস্ত দেশবাসীরা যদি এই কাজ গুলো যদি সঠিক ভাবে করতে পারি তবে এই মহামারী পরাস্ত করতে পারবো। জ্বর বা কোনো উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ গ্রহণ অবশ্যই করতে হবে।
৯ ই নেম্বরের, বালুরঘাটের আদর্শ উচ্চ বিদ্যালয় নিকটবর্তী এলাকায় একটি কভিড আক্রান্তের বাড়ি নেগেটিভ হওয়ার পরে স্যানিটাইজ করে দেওয়া হয়েছে।

এছাড়াও ১৯ এ নভেম্বর, বালুরঘাটের কাঠাল তলা মোড়ে একটি কভিড আক্রান্ত এর বাড়ি নেগেটিভ হওয়ার পরে স্যানিটাইজ করে দেওয়া হয়েছে।

সকলে ভালো থাকবেন এবং সমস্ত কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

12/11/2021

বর্তমান অতিমারিজনিত পরিস্থিতিতে সাধারণ আর্ত মানুষের সহায়তায় রাষ্ট্রের স্বক্রিয় ভূমিকা বিশেষ না থাকলেও এই কাজ প্রায় একক ভাবে এবং নিঃস্বার্থে করে চলেছে Red Volunteers এর কর্মীরা।
আমাদের এই মহতী কাজের স্বীকৃতি প্রদান করলেন ভারতীয় গণনাট্য সংঘ (পশ্চিমবঙ্গ) - র বালুরঘাটের 'শপথ শাখা'। সপ্তদশ "স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ও নাট্য উৎসব-২০২১"- র উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে বালুরঘাটের Red Volunteers দের হাতে "কোভিড যোদ্ধা সম্মাননা ২০২১" স্মারক তুলে দেন বালুরঘাট শপথ শাখা। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।

01/11/2021

"জ্যোতিবাবুর পাঠশালা"

Photos from DYFI Balurghat LC's post 31/10/2021

শক্তিশালী গনতন্ত্রের ভিত্তিই হলো বুনিয়াদি শিক্ষা। সরকারের উদাসীনতায় প্রায় দুবছর যাবৎ স্কুল বন্ধ থাকায়, বুনিয়াদি শিক্ষা থেকে বঞ্চিত প্রায় লক্ষাধিক ছাত্র-ছাত্রী। তাই প্রায় এই স্কুলছুট ছাত্র-ছাত্রীদের শিক্ষার অভ্যেসে ফিরিয়ে আনতে Red Volunteers এর উপস্থিতিতে DYFI পরিচালিত এই কর্মসূচি- "জ্যোতিবাবুর পাঠশালা" , যা গত চার মাস ধরে চলছে, আজও তা অনুষ্ঠিত হলো বালুরঘাট কল্যানী ঘাট প্রাঙ্গনে।

শিশুদের এই সার্বিক উন্নয়নে আপনারাও সামিল হন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

Want your organization to be the top-listed Government Service in Balurghat?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আজ ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন- DYFI BALURGHAT LC পরিচালিত "জ্যোতিবাবুর পাঠশালায়" ❣
শ্রমজীবী মানুষের পাশে বালুরঘাটের CPIM পরিচালিত  শ্রমজীবী ক্যান্টিন।   অতিক্রন্ত হলো ৩০ দিন।
Balurghat Red Volunteers
Red Volunteers Balurghat ❤✊

Website

Address


Balurghat
Balurghat
733101

Other Balurghat government services (show all)
লক্ষ্য The Aim লক্ষ্য The Aim
Balurghat, 733102

লক্ষ্য - The Aim is Non Government Organisation ( NGO), Social service ,

Help In Covi Help In Covi
Balurghat, 733102

Uday Sankar Sarkar Uday Sankar Sarkar
Balurghat, 733101

SWAYAMSEVAK

Bharatiya Janata Kisan Morcha D.Dinajpur Bharatiya Janata Kisan Morcha D.Dinajpur
Balurghat

আর নয় কিষাণ অসুরক্ষা

Hilli Government Polytechnic - TMCP UNIT Hilli Government Polytechnic - TMCP UNIT
NH512
Balurghat

* Hilli Government Polytechnic TMCP UNIT * Please join with us Like & Follow our page and Support us T.M.C.P * শিক্ষার প্রগতি * * সংঘবদ্ধ জীবন * * দেশপ্রেম *

Anha Tech Anha Tech
HARIRAMPUR, DAKSHIN DINAJPUR
Balurghat, 733125

Hi, This is Anhaa Tech, Im a vlogger I have a youtube channel please follow me.

AAP WB Balurghat 39 AAP WB Balurghat 39
Balurghat
Balurghat, 733101

Official page for 39 Balurghat Assembly of AAP Dakshin Dinajpur

তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস
Milan Shanga Para
Balurghat

Various issues of All India Trinamool Congress will be posted on this page.

Atreyee Kanya Atreyee Kanya
Balurghat, 733101

Assistance to the needy.. Counselling for their self-help

PSU BOLLA PSU BOLLA
Kolkata
Balurghat

PSU.Balurghat west local Committee Official Page (Bolla ,Balurghat ,Dakshin Dinajpur)

BJP.  samarthan BJP. samarthan
Balurghat

BJP jindabad

Youth of Balurghat Youth of Balurghat
Balurghat

This page is the official page for DYFI Balurghat LC. We will share all details of our activities th